Sayed Karim

Sayed Karim Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sayed Karim, Digital creator, Teknaf.
(6)

আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করার সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের , কারণ আমরা মুসলিম। আল্লাহর দ্বীন কায়েম করতে বাধা যে দিবে সে কখনো মুসলিম বা ইমানদার হতে পারে না। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেদায়েত দান করুক আমীন।

Win🏏🥇. বাহারছড়া প্রিমিয়ার লিগেপ্রথম  ম্যাচ জয় দিয়ে শুরু🥀 সবাই অনেক ভালো খেলেছে ❤️🏏❤️ #বিনোদন🥀।
22/12/2024

Win🏏🥇.
বাহারছড়া প্রিমিয়ার লিগে
প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু🥀
সবাই অনেক ভালো খেলেছে ❤️🏏❤️ #বিনোদন🥀।

22/12/2024

Cricket🏏🏏 .

সবসময় এই দিনটা আমার জন্য   স্মরনীয়🥀💔।
19/12/2024

সবসময় এই দিনটা আমার জন্য স্মরনীয়🥀💔।

ইবা কি ফুল 🥀🥰😍🌼🫰🌷।
16/12/2024

ইবা কি ফুল 🥀🥰😍🌼🫰🌷।

16/12/2024

১৬ ই ডিসেম্বর বিজয় দিবস 🥀🌷💔🤲🏿।

10/12/2024

নারায়ে তাকবির আল্লাহু আকবর💪আওয়াজ তুলুন, জালেমদের আওয়াজকে কাঁপিয়ে দিন তাকবির👈।

ভর্তি চলিতেছে  🥀    ভর্তি চলিতেছে  🥀  ভর্তি চলিতেছে।
09/12/2024

ভর্তি চলিতেছে 🥀 ভর্তি চলিতেছে 🥀 ভর্তি চলিতেছে।

08/12/2024

আল্লাহু আকবর ধ্বনিত মুখরিত গ্যালারি আলহামদুলিল্লাহ।

ভারতের দাদা বাবুরা   কেমন আছেন!? কেন লাগে জ্ব*লে।
08/12/2024

ভারতের দাদা বাবুরা কেমন আছেন!? কেন লাগে জ্ব*লে।

আলহামদুলিল্লাহ  আলহামদুলিল্লাহ সি'রি'’য়া বিজয় হয়েছে🔥আল্লাহ বিজয়ের এই ধারা বজায় রাখুন। আমিন"!
08/12/2024

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সি'রি'’য়া বিজয় হয়েছে🔥
আল্লাহ বিজয়ের এই ধারা বজায় রাখুন। আমিন"!

মুসলমানদের বিজয় , — ❗️🇸🇾 সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বিবৃতি: 'হে সিরিয়ার স্বাধীন সন্তানেরা, দীর্ঘ বছরের অন্...
08/12/2024

মুসলমানদের বিজয় , — ❗️🇸🇾 সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বিবৃতি:

'হে সিরিয়ার স্বাধীন সন্তানেরা,

দীর্ঘ বছরের অন্যায়, অত্যাচার ও নিপীড়নের পর এবং এই প্রিয় মাতৃভূমির পুত্র-কন্যাদের মহান আত্মত্যাগের পর, আজ মহান সিরীয় জনগণ এবং সমগ্র বিশ্বের কাছে ঘোষণা করছি যে বাশার আল-আসাদের শাসনের পতন হয়েছে এবং তা ধ্বংস ও দুর্ভোগের উত্তরাধিকার রেখে তিনি দেশ ছেড়ে পালিয়েছেন।

এই ঐতিহাসিক দিনে, আমরা ঘোষণা করছি যে বিপ্লবের বাহিনী এবং বিরোধী বাহিনী প্রিয় সিরিয়ার বিষয়গুলি নিয়ন্ত্রণ করেছে এবং আমরা একটি স্বাধীন, ন্যায্য ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার জন্য আমাদের প্রতিশ্রুতি নিশ্চিত করছি যেখানে সকল নাগরিক বৈষম্য ছাড়াই সমান।

আমরা সৃষ্টিকর্তার সামনে এবং মানুষের সামনে নিম্নলিখিত অঙ্গীকার করছি:

১ সিরিয়ার ভূখণ্ডের ঐক্য ও স্বায়ত্তশাসন রক্ষা করা।
২. সমস্ত নাগরিক এবং তাদের সম্পত্তি রক্ষা করা, তাদের সংশ্লিষ্টতা নির্বিশেষে।
৩. স্বাধীনতা এবং ন্যায়বিচারের ভিত্তির উপর রাষ্ট্র এবং এর প্রতিষ্ঠানগুলি পুনর্গঠনের জন্য কাজ করা।
৪. ব্যাপক জাতীয় পুনর্মিলন অর্জনের জন্য প্রচেষ্টা করা, এবং উদ্বাস্তু ও বাস্তুচ্যুত ব্যক্তিদের নিরাপত্তা ও মর্যাদায় তাদের বাড়িতে ফিরিয়ে আনা।
৫. আইন ও ন্যায়বিচার অনুযায়ী সিরিয়ার জনগণের বিরুদ্ধে যারা অপরাধ করেছে তাদের সবাইকে জবাবদিহি করা।

আমরা সমস্ত সিরিয়ার জনগণকে এই ঐতিহাসিক পর্যায়ে ঐক্যবদ্ধ হওয়ার এবং একত্রে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি এবং আমরা নিশ্চিত করছি যে নতুন সিরিয়া কারও একচেটিয়া অধিকার হবে না, বরং সবার জন্য একটি স্বদেশ হবে।

স্বাধীন ও গর্বিত সিরিয়া দীর্ঘজীবী হোক,
এবং আপনার উপর শান্তি, রহমত ও আল্লাহর আশীর্বাদ বর্ষিত হোক।

জাতীয় ট্রানজিশনাল কাউন্সিল
দামেস্ক, 08.12.2024।

06/12/2024

🫰উত্তর শিলখালি জুনিয়র ক্রিকেট একাডেমি কর্তৃক আয়োজিত শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলায় এক দিকে অংশ গ্রহণ করেছেন পুরান পারা জুনিয়র ক্রিকেট একাদশ অন্য দিকে উত্তর শিলখালি উত্তর পারা জুনিয়র ক্রিকেট একাদশ। উক্ত খেলার ২য় ইনিংস উপভোগ করুন। বেট করতেছেন পুরান পারা জুনিয়র ক্রিকেট একাদশ / বোলিং করতেছে শিলখালি উত্তর পারা জুনিয়র ক্রিকেট একাদশ। আজকের ফাইনাল খেলায় উত্তর শিলখালি উত্তর পারা জুনিয়র ক্রিকেট একাদশ জয় লাভ করে। ধন্যবাদ আয়োজন কমিটিকে 🥀🫰।

06/12/2024

উত্তর শিলখালি জুনিয়র ক্রিকেট একাডেমি কর্তৃক আয়োজিত শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের আজকের ফাইনাল খেলায় এক দিকে অংশ গ্রহণ করেছেন পুরান পারা জুনিয়র ক্রিকেট একাদশ অন্য দিকে উত্তর শিলখালি উত্তর পারা জুনিয়র ক্রিকেট একাদশ। উক্ত খেলার ১ম ইনিংস উপভোগ করুন। বেট করতেছেন উত্তর শিলখালি উত্তর পারা জুনিয়র ক্রিকেট একাদশ / বোলিং করতেছে পুরান পারা জুনিয়র ক্রিকেট একাদশ। ১০ ওভারে ৭৭ রান নিয়ে অল আউট হয়। জিততে হলে পুরান পারা জুনিয়র ক্রিকেট একাদশকে ১০ ওভারে ৭৮ রান লাগবে 👈।

05/12/2024

২য় রাউন্ডের সেমিফাইনালে পুরান পারা win. জুমা বার ফাইনাল, ( উত্তর শিলখালি বাইলার ছরা বনম শামলাপুর পুরান পারা।

05/12/2024

১ম রাউন্ডের ২য় ম্যাচের সেমিফাইনালের প্রথম ইনিংস।

05/12/2024

২য় রাউন্ডে, উত্তর শিলখালি বাইল্যার ছরা ক্রিকেট একাদশ পাইনালে🫰।

05/12/2024

ক্রিকেট ম্যাচ🫰। ১ম রাউন্ড

04/12/2024

সাগর নদী আর পাহাড় বনে (গজল) 🥀🖤🌼🖤🥰।
সাগরের পাড়ে কি দেখেন, মনে কতো শান্তি লাগে।

Address

Teknaf

Alerts

Be the first to know and let us send you an email when Sayed Karim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sayed Karim:

Videos

Share