Helal Uddin Ahmmad

Helal Uddin Ahmmad This is Official Page of Helal Uddin Ahmmad. He is a Content Creator and Politician.

20/08/2023

বাহ😃😃 পুলিশ এখন রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। রাষ্ট্রীয় ব্যবস্থা স্বৈরাতান্ত্রীক হলে গনপ্রজান্ত্রের কর্মকর্তা কর্মচারীরা রাজনৈতিক বক্তব্য দিতে পারে।
"বিদ্যুৎ ছাড়া তারবিহীন খাম্বার আমলে ফিরতে চাই না" - মনিরুল ইসলাম,
এসবি পুলিশ প্রধান, বাংলাদেশ পুলিশ।

23/07/2023

নির্যাতনের প্রতিকার চাইতে থানায় বন্য প্রানী!
মাগুরায় ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা, মানুষের হাতে ধারালো অস্ত্রের আঘাতের অভিযোগ জানাতে কাটা পা নিয়ে হনুমান এসে হাজির সরাসরি মাগুরার শ্রীপুর থানার ডিউটি অফিসার রুমে। অত্র থানার ওসি সাহেব অবুঝ প্রানীর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন।
#বন্য_প্রানী #নির্যাতন #স্বাধীনতা #অবাধ_বিচরণ #মাগুরা

22/07/2023

রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ১দফা দাবিতে মহাসমাবেশের ঘোষণা।

#তারুণ্যরসমাবেশ #ঢাকা

22/07/2023

রাজধানীতে তারুণ্যের সমাবেশ
'সোহরাওয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে
চারিদিকে তরুণদের মহাসমুদ্র।
Helal Uddin Ahmmad
#তারুণ্যরসমাবেশ #ঢাকা

রাজধানীতে তারুণ্যের সমাবেশ'সোহরাওয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে চারিদিকে তরুণদের মহাসমুদ্র।Helal Uddin Ahmmad   #তারুণ্যরসম...
22/07/2023

রাজধানীতে তারুণ্যের সমাবেশ
'সোহরাওয়ার্দী উদ্যানকে কেন্দ্র করে
চারিদিকে তরুণদের মহাসমুদ্র।
Helal Uddin Ahmmad
#তারুণ্যরসমাবেশ #ঢাকা

শুভ জন্মদিন❤️🎉🎈🎂🥳কক্সবাজার জেলার অবিসংবাদিত নেতা,শাহজাহান চৌধুরীসাবেক হুইপ জাতীয় সংসদ,সভাপতি,কক্সবাজার জেলা বিএনপি।আপনা...
17/07/2023

শুভ জন্মদিন❤️🎉🎈🎂🥳
কক্সবাজার জেলার অবিসংবাদিত নেতা,
শাহজাহান চৌধুরী
সাবেক হুইপ জাতীয় সংসদ,
সভাপতি,
কক্সবাজার জেলা বিএনপি।
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

চট্টগ্রাম বিভাগীয় তারুণ্যে সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে মিরসরাই উপজেলা ছাত্রদলের নেত্রী নাদিয়া নুসরাতে উপর শারীরিক এবং ম...
18/06/2023

চট্টগ্রাম বিভাগীয় তারুণ্যে সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে মিরসরাই উপজেলা ছাত্রদলের নেত্রী নাদিয়া নুসরাতে উপর শারীরিক এবং মানুষিক নির্যাতন করেন মিরসরাই ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে পুলিশ হাতে সোপর্দ করে পুলিশ মিথ্যা ভিত্তিহীন বানোয়াট পুরোনো একটা বিষ্ফোরক মামলায় তাকে গ্রেফতার দেখায়।
আমার বোনের দ্রুত মুক্তি চাই এবং নির্যাতনকারী যে সংগঠনের নেতাকর্মী হওক সুস্থ বিচার দাবি জানাচ্ছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

Happy birthday 🎂🥳🎈🎉In further leader of Bangladesh Mr. Tarique Rahman wife Dr. Zobaida Rahman.Bangladesh Nationalist Par...
18/06/2023

Happy birthday 🎂🥳🎈🎉
In further leader of Bangladesh Mr. Tarique Rahman wife Dr. Zobaida Rahman.
Bangladesh Nationalist Party-BNP

সাংবাদিকতা পেশাটি এমন অবস্থা হবে কেউ কল্পনাও করতে পারেনি। বিশেষত্ব কয়েক ব্যক্তি ছাড়া দেশ ও জাতির জন্য কাজ করে লোকের সং...
16/06/2023

সাংবাদিকতা পেশাটি এমন অবস্থা হবে কেউ কল্পনাও করতে পারেনি। বিশেষত্ব কয়েক ব্যক্তি ছাড়া দেশ ও জাতির জন্য কাজ করে লোকের সংখ্যা নগ্ন। আর বর্তমানে বিভিন্ন নিউজ পোর্টাল খুলে অনলাইনে নির্দিষ্ট ব্যক্তির তোষামোদী করা সাংবাদিক সমাজের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। যার পরিণতি প্রকৃত পেশাদার সাংবাদিকতা সাথে তোষামোদন সাংবাদিকতা মধ্যে বিরাট পরাক দেখা যায়। হিংসা বিদ্বেষ দিন দিন বেড়েই চলেছে। ফলে মহৎ পেশাটি পেশাদারিত্ব পালন করতে গিয়ে দুর্নীতি, লুটপাট, চাটুকারদের প্রতিহিংসার শিকার হয়ে রাজপথে বিভিন্ন আঘাত হামলার শিকার হয়ে মৃত্যুবরণ এবং জেল জুলুম নির্যাতন শিকার বন্ধ হচ্ছে না। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত গ্রেফতার এবং সুস্থ বিচারের দাবি জানাচ্ছি।

16/06/2023

দেশ সমাজের উন্নয়নে জন্য রাজনৈতিক নেতারা ক্ষমতা ব্যবহার করতেন।
কিন্তু বিগত ১যুগ যাবত দেখছি ক্ষমতা, প্রশাসন, পদ - পদবী ব্যবহার করে একশ্রেণীর মানুষ দূর্নীতি, লুটপাট, চোরি চামারি করে নিজের স্বার্থ আদায়ে জন্য।

পরের টাকায় বাহাদুরি, ঋণের টাকায় গালবাজি, এতো টাকা গেল কয়?
13/06/2023

পরের টাকায় বাহাদুরি,
ঋণের টাকায় গালবাজি, এতো টাকা গেল কয়?

12/06/2023

পীর কে চিনেন না বাংলার জনগণ, চরমোনাই পীর সাহেব কে জয় বাংলা করে দিয়েছে পিটিয়ে!
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কেন্দ্রে পরিদর্শন সময় হামলা।

Cats know how to love, they are looking at their loved ones with two eyes. 's lover  Helal Uddin Ahmmad
11/06/2023

Cats know how to love, they are looking at their loved ones with two eyes.
's lover
Helal Uddin Ahmmad

আধুনিক বাংলাদেশের রূপকার, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪২তম শাহাদাত ব...
30/05/2023

আধুনিক বাংলাদেশের রূপকার, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা, সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪২তম শাহাদাত বার্ষিকীতে টেকনাফ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা....
Tarique Rahman

18/05/2023

"পরিবর্তন"
মানুষ একমাত্র শ্রেষ্ঠ জীব। পরিবর্তন হওয়ার জন্য কয়েকটি দিক থাকে। বিবেক, বুদ্ধি, আত্নসংযম এবং শিক্ষা। পাশাপাশি প্রতিবেশী মানুষের সংমিশ্রণ ফলে অনেকটাই পরিবর্তন সাধিত হয়।
প্রবাদে আছে, দেখা দেখি কর্ম, দেখা দেখি ধর্ম। সে ধর্ম আর কর্মের গুণে মানুষের মৌলিক পরিবর্তন ঘটে। মানুষ পরিপূর্ণ একটা জীব। পরিবার, সমাজ, রাষ্ট্রের যে কোন স্তরে মানুষের অংশগ্রহণ। বর্তমান যুগটা গ্লোবাল তথ্য প্রযুক্তির নির্ভর। মানুষের অনেক কিছু জানার শেখার প্রয়োজন আছে। সৃজনশীল চিন্তা চেতনা বৃদ্ধি করি। যা নিজের লাভ পরিবার বা সমাজের লাভ হবে।

"যে মানুষের আত্নার পরিবর্তন ঘটেনা না, তাহাকে পৃথিবীর কোন ইতিহাস, ঐতিহ্য, ধর্ম, কর্ম, শিক্ষা, সংস্কৃতি, রুপ, গুণ, পরিবার,সমাজ, রাষ্ট্র পরিবর্তন ঘটাতে পারে না"। সুতরাং পরিবর্তন হওয়ার জন্য প্রাথমিক পারিবারিক শিক্ষা গ্রহণ করতে হবে। সু শিক্ষা অর্জন, ধর্মীয় শিক্ষা অর্জন, সমাজের মানুষের সাথে সংমিশ্রণ, কর্মের প্রতি আকৃষ্ট হওয়া, রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ, মৌখিক আচার ব্যবহার এবং সুচিন্তিত ও বিবেকবান মানুষ হয়ে পরিবর্তনের গ্রাণ অন্যজনকে মুখরিত করা আপনার আমার দায়িত্ব ও কর্তব্য।

বিশেষ করে গ্রামাঞ্চলে মানুষের যে পরিবেশ তা আমরা সভ্য সমাজের মানুষ বলতে পারি না। কারণ আমাদের সুনাগরিক হওয়ার জন্য প্রাথমিক যে জ্ঞান ধারণা থাকার কথা সেটি মুটেও নেই। একে অন্যর প্রতি নম্র, ভদ্র, সহানুভূতিশীল হওয়া কথা উল্টো বিপরীত অভ্যাস চর্চার জন্য অভ্যস্ত। আমরা কি পারিনা পরিবার সমাজ রাষ্ট্র পরিবর্তন ঘটাতে?
পারি আপন গুণে গুণান্বিত করতে! সমস্যা একটাই, অন্যর ক্ষতি করে নিজের স্বার্থ আদায়ে করা থেকে বিরত থাকি। সমাজে মানুষে মানুষে ঝগড়া বিভেদ লাগিয়ে না দিই। পরিবার বা সমাজের মানুষের ধন সম্পদ, অর্থ লুট না করি। সকল স্তরের অন্যর ক্ষতি নিজের ক্ষতি মনে করি। সমাজে মানুষের বিপদ আপদে পাশে দাঁড়িয়ে সহযোগিতা হাত বাড়িয়ে দিই এবং অন্যর সাফল্য নিজের সফলতা মনে করি। সামনের সারিতে দাঁড়িয়ে উৎসাহ প্রদান করি। দেখবেন, একদিন নিজের পরিবর্তন সাধিত হবে। সে সফলতা দেখে সবাই অনুপ্রাণিত হবে। নিজের জীবটা সুন্দর অন্যর ভালোবাসা পাবেন। আপনা আপনি পরিবার, সমাজ, রাষ্ট্র পরিবর্তন হয়ে যাবে।
প্রবাদে আছে, আপন ভালো জগৎ ভালো। বুঝবে সেদিন আপনি একজন অবহেলিত জনগোষ্ঠীর এক উজ্জ্বল নক্ষত্র।
লেখক: Helal Uddin Ahmmad

14/05/2023

ঘূর্ণিঝড় মোখা তান্ডব

শুভ জন্মদিন🎂🎉🎈ছাত্র ও যুবসমাজের আইডল, সৎ সাহসী রাজনৈতিক ব্যক্তিত্ব প্রিয় অভিভাবক Rashedul Karim Markin সাবেক সদস্য সচিব...
14/05/2023

শুভ জন্মদিন🎂🎉🎈
ছাত্র ও যুবসমাজের আইডল, সৎ সাহসী রাজনৈতিক ব্যক্তিত্ব প্রিয় অভিভাবক Rashedul Karim Markin
সাবেক সদস্য সচিব,
টেকনাফ উপজেলা বিএনপি ও সভাপতি টেকনাফ উপজেলা যুবদল।
সদস্য কক্সবাজার জেলা বিএনপি।
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

ইতিহাস, তথ্য উপাত্ত সংগ্রহ ও বিচার বিশ্লেষণ গুগল, উইকিপিডিয়াকে পরাজিত করে শীর্ষ স্থান দখলে নিয়েছে বাংলাদেশের কিছু আজগু...
09/05/2023

ইতিহাস, তথ্য উপাত্ত সংগ্রহ ও বিচার বিশ্লেষণ গুগল, উইকিপিডিয়াকে পরাজিত করে শীর্ষ স্থান দখলে নিয়েছে বাংলাদেশের কিছু আজগুবি রাজনৈতিক নেতারা।

আর বেশি গরম বা ঠান্ডা পড়বে না। সারা দেশে চিপ হিট অফিসারের আগমন ঘটবে। কারণ ঢাকা টাকা পয়সা ওয়ালা লোকের শহর, পকেটের গরম ...
04/05/2023

আর বেশি গরম বা ঠান্ডা পড়বে না। সারা দেশে চিপ হিট অফিসারের আগমন ঘটবে। কারণ ঢাকা টাকা পয়সা ওয়ালা লোকের শহর, পকেটের গরম কামানোর জন্য এ রকম চিপ হিট অফিসার দরকার। প্রকৃতির আবহাওয়া দমন করা যায় না তবে মানব সৃষ্ট আবহাওয়া দমনের জন্য এ অফিসারের নিয়োগ বৈধ।

প্রিয় মায়ের জন্য দোয়া প্রার্থনা🤲🤲🤲🤲টেকনাফ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব হেলাল উদ্দিন আহম্মদ এর মা খুব ...
03/05/2023

প্রিয় মায়ের জন্য দোয়া প্রার্থনা🤲🤲🤲🤲
টেকনাফ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব হেলাল উদ্দিন আহম্মদ এর মা খুব অসুস্থ, আজ সকাল ১০টার সময় চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে ডা: মিজানুর রহমান মিজান এর তত্ত্বাবধানে কিডনীর অপারেশন করা হবে। মায়ের অপারেশন সফল ভাবে সম্পুর্ন এবং সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
Helal Uddin Ahmmad

"মানুষ স্বপ্নের চেয়েও বড়"অবৈধ পথে সাগর মহাসাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া  যাওয়ার স্বপ্ন এখন দুর্স্বপ্ন। দালালদের খপ্পরে...
29/04/2023

"মানুষ স্বপ্নের চেয়েও বড়"
অবৈধ পথে সাগর মহাসাগর পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন এখন দুর্স্বপ্ন। দালালদের খপ্পরে পড়ে ছোট ছোট বালকদের অবৈধ পথে পাচার করে করুন ধসা। কক্সবাজার জেলায় বিভিন্ন পয়েন্ট দিয়ে সাগর পথে মানবপাচার এবং পাচারকারী সেন্ডিকেট সক্রিয় এবং শক্তিশালী। পাচার হওয়া ব্যক্তিদের জিম্মি করে পরিবার বা আত্নীয় স্বজনদের কাছ থেকে ৭/৮ লক্ষ্য টাকা আদায় করা হচ্ছে। টাকা পরিশোধ করতে না পারলে অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়ে মৃত্যুবরণ করেন এমন বহু নজির রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা বৃদ্ধি এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো খুব জরুরী। বিশেষ করে টেকনাফ উপজেলায় যে হারে মানব পাচার সেন্ডিকেট সক্রিয় চোখে পড়ার মতো। জীবনে ঝুঁকি নিয়ে দালালের খপ্পরে পড়ে একদল যুবক অবৈধ পথে সাগর পাড়ি দিয়ে দালালদের হাতে বন্দী (থাইল্যান্ডে - মালয়েশিয়া) সীমান্তে। যথা সময়ে টাকা পরিশোধ করতে না পারায় শারীরিক নির্যাতনের দৃশ্য।
এমন নির্যাতনের দৃশ্য বাবা মা'কে দেখানো হয় একজন বিবেকবান মানুষ পক্ষে ইগুতে ধরে রাখা সম্ভব নয়।

"ক্লান্তিহীন ছুটে চলার নামই জীবন"!Helal Uddin Ahmmad
25/04/2023

"ক্লান্তিহীন ছুটে চলার নামই জীবন"!
Helal Uddin Ahmmad

ঈদ মোবারক ও ঈদুল ফিতরের শুভেচ্ছা।Helal Uddin Ahmmad
21/04/2023

ঈদ মোবারক ও ঈদুল ফিতরের শুভেচ্ছা।
Helal Uddin Ahmmad

গনস্বাস্থ্য ট্রার্স্টিট কিংবদন্তি মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী ইন্তেকাল করেছেন  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র...
11/04/2023

গনস্বাস্থ্য ট্রার্স্টিট কিংবদন্তি মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Address

Cox's Bazar
Teknaf
4760

Alerts

Be the first to know and let us send you an email when Helal Uddin Ahmmad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Helal Uddin Ahmmad:

Videos

Share