Sani Islam Pappu

Sani Islam Pappu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sani Islam Pappu, Digital creator, Teknaf.

ছোট বেলায় ভাবতাম বড় হয়ে টাকা ইনকাম করলে বড় করে একটা ঘর বানাবো ঘরের নির্দিষ্ট কোন এক জায়গায় মায়ের জন্য সুন্দর একটা...
22/10/2024

ছোট বেলায় ভাবতাম বড় হয়ে টাকা ইনকাম করলে বড় করে একটা ঘর বানাবো ঘরের নির্দিষ্ট কোন এক জায়গায় মায়ের জন্য সুন্দর একটা নামাজের আলাদা ঘর করবো এক পাশে জানালা করে দিবো প্রাকৃতিক বাতাস খাবে আর আল্লাহর ইবাদত করবে আল্লাহ আপনি আমার মনের আশা টা পূরণ করিয়েন 🤲😥😔❤️🥰

কোন একদিন যদি সামর্থ হয় বিদেশী বিড়াল না কিনে দেশী বিড়াল গুলোর যত্ন নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ 🌸💜
22/10/2024

কোন একদিন যদি সামর্থ হয় বিদেশী বিড়াল না কিনে দেশী বিড়াল গুলোর যত্ন নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ 🌸💜

21/10/2024

Sister and brother 💕

05/09/2024

কাউকে ছেড়ে আসাটা খুব কষ্টের কিন্তু তার চেয়ে অধিক কষ্ট হচ্ছে, মানুষটা আসবেনা জেনেও তার জন্য অপেক্ষা করা! 😢💔

31/08/2024

সে পেরেছিল ভুলে থাকতে , তাই আমিও ফিরিয়েছি মুখ। ভালোবাসা যেখানে মূল্যহীন সেখানে বিচ্ছেদেই হোক সুখ!!🙂❤️‍🩹

31/08/2024

১ তারিখ নাকি চিঠি দিবস?
তাতে আমার কী? আমার বেডি তো আনরোমান্টিক, চিঠি দিব কেমনে!😒

31/08/2024

মানুষ একসাথে থাকার চুক্তিবদ্ধ হয়েওও বি`চ্ছেদ করে,, অথচ পাখিরা সঙ্গ হারালে উপোস করে.!💔

আগামী ২১ সেপ্টেম্বর হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার সিরাত মাহফিল। বিশেষ অতিথি থাকবেন শায়খ আহমাদুল্লাহ। ...
28/08/2024

আগামী ২১ সেপ্টেম্বর হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবার সিরাত মাহফিল। বিশেষ অতিথি থাকবেন শায়খ আহমাদুল্লাহ। ইনশাআল্লাহ🌸🤍

**৭ম শ্রেণির শরিফ-শরিফার গল্পটা এরকমও হতে পারতো:- ** শরিফ আর শরিফা দুই ভাই-বোন...বাবা আর মায়ের সাথে ঢাকার বনানীতে বসবাস ...
27/01/2024

**৭ম শ্রেণির শরিফ-শরিফার গল্পটা এরকমও হতে পারতো:-
** শরিফ আর শরিফা দুই ভাই-বোন...বাবা আর মায়ের সাথে ঢাকার বনানীতে বসবাস করেন। স্কুলের ছুটি পেয়ে ঢাকা থেকে দাদু বাড়ি ময়মনসিংহের গফরগাঁও বেড়াতে যাচ্ছে , এটাই তাদের প্রথম ট্রেন ভ্রমণ,তাই ওরা দুজনেই খুব উৎফুল্ল,শরিফ পঞ্চম শ্রেণিতে পড়ে আর শরিফা চতুর্থ শ্রেণিতে,শরিফ-শরিফার বাবা জনাব আশরাফ সাহেব রাজধানীর স্বনামধন্য ব্রাক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক.....

ময়মনসিংহগামী -মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর রেলস্টেশনে থামলে একদল হিজড়া//তৃতীয় লিঙ্গের মানুষ ট্রেনটিতে উঠে, ট্রেনের জানালার কাঁচ দিয়ে সে দৃশ্য দেখে শরিফ ও শরিফা,, দুই ভাই-বোনই ওদের দেখে খুব অবাক হয়ে তাকিয়ে থাকে । 'মানুষগুলো মেয়েদের মত দেখতে,কিন্তু অনেক লম্বা,ঠোঁটে কড়া লিপস্টিক লাগানো,মুখেও অনেক মেকাপ,দেখতে কেমন যেন একটু অদ্ভুত লাগে। ওরা সবচেয়ে অবাক হয়,মেয়েদের মত দেখতে হলেও ওদের গলার আওয়াজ ঠিকই ছেলেদের মত...শরিফা ভয় পেয়ে মায়ের আঁচলে লুকোতে চায়...কৌতুহল জাগে শরিফের মনে...সে বাবাকে জিজ্ঞেস করে,'বাবা, কে এরা তাদের দেখতে এমন কেন ?'

আশরাফ সাহেব বলেন,'ওরা তোমার আমার মতই স্বাভাবিক মানুষ...সৃষ্টিকর্তা তোমাকে যেমন ছেলে বানিয়েছেন...তোমার ছোট্ট বোনটাকে যেমন মেয়ে বানিয়েছেন...তেমনি সৃষ্টিকর্তা ওদেরও এক বিশেষভাবে বানিয়েছেন, ওরা ছেলেও না,আবার মেয়েও না, ওদের বলা হয় থার্ড জেন্ডার বা তৃতীয় লিঙ্গ'

বাবা-ছেলের এই প্রশ্নোত্তর পর্ব চলতে চলতেই সেই হিজড়াদের দলের একজন ওদের কাছে আসে, কিছুটা পুরুষের মত ভাঙ্গা গলা সুরে টাকা দিয়ে সাহায্য করতে বলে শরিফের বাবাকে, ...শরিফের বাবা আশরাফ সাহেব পকেট থেকে ২০ টাকার একটা নোট শরিফের হাতে দিয়ে বলেন,'নাও বাবা,এটা আন্টিকে দাও'...শরিফ ভয়ে ভয়ে টাকাটা হিজড়া মানুষটির দিকে বাড়িয়ে দেয়, টাকা নিয়ে মুচকি হাসি দেয় সে হিজড়া মহিলা, শরিফের গাল টেনে আদর করে দিয়ে বলে,'অনেক বড় হও বাবা'আর শরীফার দিকে চেয়ে মুচকি হেসে দিল...

এক পর্যায়ে চলে যায় হিজড়ার দল অন্য এই বগি থেকে অন্য বগিতে । কিন্তু কৌতুহল তখনও কাটেনি শরিফের,আবারও শরিফ জিজ্ঞেস করে তার বাবাকে,'আচ্ছা বাবা,ওরা যদি আমাদের মত স্বাভাবিক মানুষ হয়,তাহলে ওরা ট্রেনে ট্রেনে এভাবে ভিক্ষা করে কেন ?

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শরিফ-শরিফার বাবা সুন্দর করে তার দুই ছেলে-মেয়েকে বুঝিয়ে বলেন,'ওরা আমাদের মত স্বাভাবিক মানুষ হলেও স্বাভাবিক মানুষের মত কাজ করার সুযোগ তেমন একটা ওরা সমাজে পায় না ,ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখার সুযোগও ওদের তেমন নেই ,, সমাজে কিছু মানুষ ওদের দূর দূর করে, বেশিরভাগ মানুষ তাদের দিকে আর চোখে তাকিয়ে থাকে। ওরা যদি সমাজে আট দশটা ছেলে মেয়ের মত সব জায়গায় সমান তালে পড়ালেখা ও চাকুরি করার সুযোগ পেত,,তাহলে ওদের ট্রেনের বগিতে, বগিতে এভাবে ভিক্ষা করার প্রয়োজন হত না। তাহলে তোমার মত বাবা-মার আদর স্নেহ পেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে তারা প্রতিষ্ঠিত হতে পারত। সমাজের কিছু মানুষের কারণে তারা আজ সমাজ থেকে বিচ্ছিন্ন।

এ কথা শুনে শরিফ এবং শরিফা দুঃখ প্রকাশ করে বাবা-মায়ের কাছে ওরা বলে,ওরা বড় হয়ে তৃতীয় লিঙ্গের এই অবহেলিত মানুষদের শিক্ষার ব্যবস্থা করবে আর কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে, শরিফ-শরিফার বাবা-মা এই কথা শুনে খুব খুশি হয়‌ । বাবার সাথে শরীফ শরিফা হিজড়াদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে বলতে ট্রেনটি এসে গফরগাঁও স্টেশনে থেমে যাই পরে তারা ট্রেন থেকে নেমে দাদুর বাড়িতে চলে যায়।...................
বিঃদ্রঃ- আমাদের দেশে শিক্ষার চেয়ে গুজবের শক্তি বেশি, পাঠ্যপুস্তক প্রণয়নকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শব্দ ও ভাষার ব্যবহারে আরও যত্নশীল হওয়া উচিত, এসবের কারণে আমাদের শিশুদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে , ভবিষ্যতে যেন কেউই এই পুস্তকের ভুল ব্যাখ্যা না দিতে পারে.....

কক্সবাজার রেলওয়ে স্টেশনের বর্তমান চিত্র। একমাস আগে এটার যাত্রা হয়েছে আর এরমাঝে অবস্থা এমন!! আমরা বাঙ্গালী অনেক আজিব ক্যা...
26/12/2023

কক্সবাজার রেলওয়ে স্টেশনের বর্তমান চিত্র।

একমাস আগে এটার যাত্রা হয়েছে আর এরমাঝে অবস্থা এমন!!
আমরা বাঙ্গালী অনেক আজিব ক্যারেক্টার।

যিক্কে যাবি ইক্কে বরবাদ গরি ন আইলে তোরার অজম নু অয় ক্যেন?

Photo credit: Sani Islam pappu

বাংলাদেশের টিকটকার/ব্লগার BD Imran এর সাথে বিয়ে হচ্ছে স্যান্ডি সাহার। বাংলাদেশে সমকামী বিবাহ বৈধ না হওয়ায় প্রকাশ করতে পা...
25/12/2023

বাংলাদেশের টিকটকার/ব্লগার BD Imran এর সাথে বিয়ে হচ্ছে স্যান্ডি সাহার। বাংলাদেশে সমকামী বিবাহ বৈধ না হওয়ায় প্রকাশ করতে পারছেনা।

গতকাল সন্ধ্যায় কুমিল্লার টমসমব্রীজ থেকে বাসায় আসার জন্য এইরিক্সাওয়ালার রিক্সায় চড়ি। কিন্তুতার আচড়নটা আমার কাছে একট...
25/12/2023

গতকাল সন্ধ্যায় কুমিল্লার টমসম
ব্রীজ থেকে বাসায় আসার জন্য এই
রিক্সাওয়ালার রিক্সায় চড়ি। কিন্তু
তার আচড়নটা আমার কাছে একটু ভিন্ন
মনে হলো। কথার স্টাইল অনেক স্মার্ট।
আলাপচারিতার এক পর্যায়ে জানলাম
ছেলেটির নাম বোরহান উদ্দিন। চাঁদপুর
টেকনিক্যাল কলেজের তৃতীয় বর্ষের
ছাত্র। নিজে স্ট্রাগল
না করলে প্রাইমারি স্কুল
থেকে হাইস্কুলের ভর্তি করার সামর্থ
ছিলনা তার পরিবারের। জিজ্ঞেস
করলাম,
রিক্সা চালিয়ে পড়াশুনা করতে সমস্যা
হয়না,টায়ার্ড লাগেনা? ছেলেটির
উত্তর,”এখনইতো পরিশ্রম করার
বয়স। আমার সন্তানকে যেন
রিক্সা চালিয়ে বাঁচতে না হয় সে জন্য
নিজে রিক্সা চলিয়ে পড়াশুনা করছি।
আজ থেকে তৃতীয় বর্ষের ক্লাশ শুরু
হয়েছে। সবাই ক্লাশ করছে, আমার
মনটা অনেক খারাপ যেতে পারছি না।
আরো ১০০০ টাকা আয় করতে হবে।
বাড়ি গিয়ে বই কিনব, ২ বস্তা চাল
কিনব। আর ক্লাশে তো যেনতেন
জামাকাপড় পড়ে যাওয়া যায় না।
বন্ধুদের সাথে তাল
মিলিয়ে চলতে হয়।”

ছবি তুলে ফেইসবুকে দেয়ার
অনুমতি চাইলে সে বলল, ”দেন কোন
সমস্যা নাই। রিক্সা চালাই,
চুরিতো আর করি না। একদিন
এসি গাড়িতে আমার ড্রাইভার
গাড়ি চালাবে আর
আমি পেছনে বসে ল্যাপটপে কাজ
করব।”

তাঁর শেষ কথাটা আমার
রক্তে কেমন যেন শিহরন জাগিয়ে গেল।
সত্যি ইন্সপারেশন।

ছেলেটার জন্য দোয়া করবেন.....

অনলাইন স্বাস্থ্যকথা '

☺☺☺😂
25/12/2023

☺☺☺😂

বন্ধু যখন মেয়ে দেখতে গিয়ে😅 মহিলা কলেজে ঢুকে যায়🥵
08/10/2022

বন্ধু যখন মেয়ে দেখতে গিয়ে😅
মহিলা কলেজে ঢুকে যায়🥵

শিক্ষণীয় পোস্ট  🌿🥀🌿এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেল। খাদ্য-বস্ত্রে দেখা দিল চরম অভাব। স্বর্ণকারে...
05/10/2022

শিক্ষণীয় পোস্ট 🌿🥀🌿

এক স্বর্ণকারের মৃত্যুর পর তার পরিবারটা বেশ সংকটে পড়ে গেল। খাদ্য-বস্ত্রে দেখা দিল চরম অভাব।

স্বর্ণকারের বিধবা স্ত্রী তার বড় ছেলেকে একটা হীরের হার দিয়ে বলল, 'এটা তোমার কাকার দোকানে নিয়ে যাও সে যেন এটা বেচে কিছু টাকার ব্যবস্থা করে দেয়'।

ছেলেটা হারটি নিয়ে কাকার কাছে গেল। কাকা হারটা ভালো করে পরীক্ষা করে বলল, 'বেটা, তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজার খুবই মন্দা, কয়েকদিন পর বিক্রি করলে ভাল দাম পাওয়া যাবে'। কাকা কিছু টাকা ছেলেটিকে দিয়ে বললেন, 'আপাতত এটা নিয়ে যাও আর কাল থেকে তুমি প্রতিদিন দোকানে আসবে আমি কোন ১দিন ভাল খদ্দর পেলেই যেন তুমি দৌড়ে হার নিয়ে আসতে পার তাই সারাদিন থাকবে।'

পরের দিন থেকে ছেলেটা রোজ দোকানে যেতে লাগল। সময়ের সাথে সাথে সেখানে সোনা-রুপা-হীরে কাজ শিখতে আরম্ভ করল। ভালো শিক্ষার ফলে অল্প দিনেই খুব নামি জহুরত বনে গেল। দূর দূরান্ত থেকে লোক তার কাছে সোনাদানা বানাতে ও পরীক্ষা করাতে আসত। খুবই প্রশংসিত হচ্ছিল তাঁর কাজ।

একদিন ছেলেটির কাকা বলল, 'তোমার মাকে গিয়ে বলবে যে এখন বাজারের অবস্থা বেশ ভালো, তাই সেই হারটা যেন তোমার হাতে দিয়ে দেন। এখন এটা বিক্রি করলে ভালো দাম পাওয়া যাবে।'

ছেলেটি ঘরে গিয়ে মায়ের কাছ থেকে হারটি নিয়ে পরীক্ষা করে দেখল যে এটা একটা নকল হীরের হার। তাই সে হারটা আর কাকার কাছে না নিয়ে বাড়িতেই রেখে দিল।

কাকা জিজ্ঞেস করল, 'হারটি এনেছ?' ছেলেটি বলল, 'না কাকা, পরীক্ষা করে দেখলাম এটা একটা নকল হার'।

তখন কাকা বলল, 'তুমি যেদিন আমার কাছে হারটি প্রথম নিয়ে এসেছিলে সেদিন আমি দেখেই বুঝে নিয়েছিলাম যে এটা নকল, কিন্তু তখন যদি আমি তোমাকে এই কথাটা বলে দিতাম, তাহলে তোমরা হয়তো ভাবতে যে আজ আমাদের মন্দা সময় বলেই কাকা আমাদের আসল জিনিষকে নকল বলছে'।

আজ যখন এ ব্যাপারে তোমার পুরো জ্ঞান হয়ে গেছে, তখন তুমি নিজেই বলছ এটা নকল হার।
এই দুনিয়াতে প্রকৃত জ্ঞান ছাড়া তুমি যা কিছু দেখছ যা কিছু ভাবছ সবটাই এই হারের মতই নকল, মিথ্যে।

জ্ঞান ছাড়া কোনো জিনিসের বিচার সম্ভব নয়। আর এই ভ্রমের শিকার হয়েই অনেক সম্পর্ক শেষ হয়ে যায়। তোমাদের সাথে আমার সেই সম্পর্কটা নষ্ট হোক আমি তা চাইনি।

Address

Teknaf

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sani Islam Pappu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share