Tplus News

Tplus News আসসালামু আলাইকুম

টেকনাফে খিরা চাষের ধুম                                                    আবুল কালাম আজাদইফতারিতে রোজাদারের কাছে আলাদা চ...
23/11/2024

টেকনাফে খিরা চাষের ধুম

আবুল কালাম আজাদ

ইফতারিতে রোজাদারের কাছে আলাদা চাহিদা রয়েছে খিরার। আসন্ন পবিত্র রমজান মাসকে উপলক্ষ করে টেকনাফে খিরা চাষের ধুম পড়েছে। মাঠ থেকে আমন ধান কাটার পর কৃষকেরা উপজেলার বিভিন্ন এলাকায় হাইব্রিড জাতের খিরা চাষে নেমে পড়েছেন। তারা বলছেন, বছরের অন্যান্য সময়ের চেয়ে পবিত্র রমজান মাসে বাজারে খিরার চাহিদা বেড়ে যায়। এই চাহিদা হাইব্রিড জাতের খিরা চাষ করেই মেটানো সম্ভব। স্বল্প জমিতে খিরার চাষে আর্থিকভাবে লাভবান হওয়া যায়। ফলে মৌসুমী এই ফল উৎপাদনে তাদের আগ্রহ বাড়ছে বলে জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাকিরুল ইসলাম জানিয়েছেন, ইতোমধ্যে উপজেলায় ৪০ হেক্টর জমিতে খিরার চাষ হয়েছে। আমন ধান কাটার পর জমিতে খিরার চাষ বাড়বে বলে জানান তিনি।

জীবন যুদ্ধে হার না মানা এক মা সন্তান কোলে নিয়ে টেকনাফে নারী উদ্যোক্তার স্বল্পমূল্যে সবজি বিক্রি
23/11/2024

জীবন যুদ্ধে হার না মানা এক মা সন্তান কোলে নিয়ে টেকনাফে নারী উদ্যোক্তার স্বল্পমূল্যে সবজি বিক্রি

কক্সবাজার সদর উপজেলায় মাকে কু*পিয়ে হ*ত্যা করেছে এক যু*বক। পরে নিজেই থানায় গিয়ে পুলিশের হাতে ধরাও দিয়েছে তিনি।বিস্তা...
23/11/2024

কক্সবাজার সদর উপজেলায় মাকে কু*পিয়ে হ*ত্যা করেছে এক যু*বক। পরে নিজেই থানায় গিয়ে পুলিশের হাতে ধরাও দিয়েছে তিনি।

বিস্তারিত কমেন্টে

কক্সবাজার সদরের সুগন্ধা বীচ এবং টেকনাফের মৌলভীবাজার মুসলিমপাড়া এলাকায় পৃথক দু’টি অভিযান পরিচালনা করে মাদক মামলায় সাজাপ্র...
21/11/2024

কক্সবাজার সদরের সুগন্ধা বীচ এবং টেকনাফের মৌলভীবাজার মুসলিমপাড়া এলাকায় পৃথক দু’টি অভিযান পরিচালনা করে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুইজন পলাতক আসামী কে আটক করেছে র‌্যাব-১৫।

বিস্তারিত কমেন্টে..

টেকনাফের মিঠাপানিরছড়ায় শয়ন কক্ষের খাটের নিচে লুকায়িত ১১৫ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র‍্যাব ।বিস্তারিত কমেন্টে..
21/11/2024

টেকনাফের মিঠাপানিরছড়ায় শয়ন কক্ষের খাটের নিচে লুকায়িত ১১৫ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র‍্যাব ।

বিস্তারিত কমেন্টে..

21/11/2024

জমিটি বিক্রি করা হবে

টেকনাফ পৌরসভার শাপলা চত্বর সী-বীচ রোড় হোটেল আল আব্বাস সংলগ্ন ৩০ কড়া (১০ শতক) জমি বিক্রি করা হবে। বর্তমানে ১০টি দোকান ঘর ভাড়া চলছে..
যোগাযোগ: ০১৮১৮৮৮৯৯২৪ ।

আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো বাচ্চাটির সন্ধান পেতে পারে পরিবার..
20/11/2024

আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো বাচ্চাটির সন্ধান পেতে পারে পরিবার..

❝ সভাপতি                             সাধারণ সম্পাদক  ফরিদুল আলম                       শামসুল আলম ❞টেকনাফ সদর ইউনিয়ন স্বে...
20/11/2024

❝ সভাপতি সাধারণ সম্পাদক
ফরিদুল আলম শামসুল আলম ❞

টেকনাফ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন।

20/11/2024

সুপারি উৎপাদনে দেশসেরা সীমান্ত শহর টেকনাফ

20/11/2024

মাওলানা রফিক উল্লাহ
বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা আমীর নির্বাচিত

কাপনের কাপড় পড়ে সড়কে শুয়ে আছেন সেন্টমার্টিন এর জনসাধারণ। স্হান : ডলফিন মোড়, কক্সবাজার।
19/11/2024

কাপনের কাপড় পড়ে সড়কে শুয়ে আছেন সেন্টমার্টিন এর জনসাধারণ।
স্হান : ডলফিন মোড়, কক্সবাজার।

সুন্দরী ও প্রবাসীর স্ত্রী কন্যাদের টার্গেট করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নারীদের ভোগ করা এই লেবাসধারী মুজিবের পেশা ও নিত্য ...
19/11/2024

সুন্দরী ও প্রবাসীর স্ত্রী কন্যাদের টার্গেট করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নারীদের ভোগ করা এই লেবাসধারী মুজিবের পেশা ও নিত্য রুটিনে পরিণত। তার এজাতীয় অহ'রহ অভিযোগের জনশ্রুত রয়েছে।

নিজস্ব সংবাদদাতা: অপ্রাপ্ত বয়স্ক এতিম শিশুকে বিয়ের নাটকে এলাকায় তোলপাড়। অভিযুক্ত ব্যক্তি রোহিঙ্গা নাগরিক ও স্থ.....

মাছ ধরার ট্রলার হতে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ডটি-প্লাস ডেস্ক:  #কক্সবাজারের টেকনাফে মাছ ধরার ট্রলার থেকে...
19/11/2024

মাছ ধরার ট্রলার হতে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড

টি-প্লাস ডেস্ক:
#কক্সবাজারের টেকনাফে মাছ ধরার ট্রলার থেকে দুই লাখের বেশি ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।

#সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সাগর উপকূলের #খুরেরমুখ এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।

#তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব না হলেও পাচারকাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

#মুনিফ তকি বলেন, সোমবার সকালে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ সংলগ্ন সাগর #উপকূলের খুরেরমুখ দিয়ে ট্রলার যোগে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবর পায় কোস্টগার্ড। এতে কোস্টগার্ডের একটি দল সেখানে #অভিযান চালায়। এক পর্যায়ে ইঞ্জিনচালিত কাঠের সন্দেহজনক একটি দেখতে পেয়ে কোস্টগার্ড সদস্যরা #থামার জন্য নির্দেশ দেন।

#পরে ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টাকালে চরে আটকে যায়। এতে ট্রলারে থাকা সন্দেহজনক ২ জন #লোক সাঁতার কেটে কূলের দিকে পালিয়ে যায়। পরে ট্রলারটি জব্দের পর তল্লাশি করে দুইটি বস্তার ভেতরে #পাওয়া যায় ২ লাখ ১০ হাজার ইয়াবা।

#উদ্ধার করা ইয়াবাগুলো টেকনাফ থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান #কোস্টগার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা।

কক্সবাজারের টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়ার পাহাড়ের চূড়ায় অভিযান পরিচালনা করে মানব পাচারকারীদের গোপন আস্তানা ...
18/11/2024

কক্সবাজারের টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়ার পাহাড়ের চূড়ায় অভিযান পরিচালনা করে মানব পাচারকারীদের গোপন আস্তানা হতে ৩১ জন ভিকটিম র‌্যাব-১৫ কর্তৃক উদ্ধার; মানব পাচারকারী চক্রের ০২ জন গ্রেফতার

১। র‌্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

২। কক্সবাজারে মরণ নেশা ইয়াবার সঙ্গে পাল্লা দিয়ে সাগরপথে ফের সক্রিয় হয়ে উঠেছে মানব পাচারকারী চক্র। যা বিভিন্ন গণমাধ্যমে প্রতিনিয়নই প্রকাশিত হচ্ছে। এই চক্রের সঙ্গে উখিয়া-টেকনাফের বেশির ভাগ পাচারকারী জড়িত বলে জানা যায়। স্থানীয়দের পাশাপাশি তারা বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে শিশু, নারী ও পুরুষ পাচারের জন্য সংগ্রহ করে তাদের দুর্গম পাহাড়ী আস্তানায় আটক রাখে। আটককৃতদের সুযোগ বুঝে পাচারের উদ্দেশ্যে ট্রলারে তুলে দেওয়া হয়। এর মধ্যে যাদের আর্থিক অবস্থা ভালো, পাচারকারীরা তাদের পরিবার থেকে মোটা অংকের মুক্তিপণ আদায় করে মর্মে তথ্য পায় র‌্যাব-১৫।

৩। র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল জানতে পারে যে, গত ১২ নভেম্বর ২০২৪ তারিখে কক্সবাজার জেলার উখিয়ার মোছার খোলা এলাকার একলাছ মিয়া ও তার চাচাতো ভাই এবং ২/৩ জন বন্ধু কচ্ছপিয়া মেরিন ড্রাইভ এলাকায় ঘুরতে গিয়ে মানবপাচারকারী কর্তৃক অপহরণের শিকার হয়। ঘটনার দিন অনুমান ১৭.০০ ঘটিকায় ঘুরাঘুরি একপর্যায়ে তারা ছবি তোলার সময় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তাদের নিকট আসে। এ সময় তাদের নাম-ঠিকানা জানতে চেয়ে হঠাৎ অজ্ঞাত ব্যক্তিরা জোরপূর্বক ভিকটিমদের চোখ বেঁধে ফেলে এবং সেখান থেকে পাহাড়ের চূড়ায় একটি অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম একলাছ মিয়া সেখানে একটা ছোট খুপড়ি ঘরে ৪০-৫০ জন নারী-পুরুষ, শিশু দেখতে পায়। অতঃপর মানব পাচারকারীরা তাকে নির্যাতন করে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা মুক্তিপণ দাবী এবং মুক্তিপণের টাকা না দিলে মালয়েশিয়ায় পাচার করে দিবে বলে হুমকি দেয়। একপর্যায়ে ভিকটিম একলাছ মিয়ার পরিবারের সাথে যোগাযোগ করেও মুক্তিপনের টাকা না পাওয়ায় গত ১৬ নভেম্বর ২০২৪ তারিখ অনুমান ২০.১৫ ঘটিকায় তাকে’সহ ১৫-২০ জনকে ট্রলারযোগে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে পাহাড়ের চূড়ার খুপড়ি ঘর থেকে বের করে সাগর পাড়ে ট্রলারের নিকট নিয়ে যাওয়ার সময়ে কৌশলে সে পালিয়ে আসে। কিন্তু তার সাথে থাকা চাচাতো ভাইসহ অন্যান্যরা পাচারকারীদের হেফাজতে থাকায় তাদের উদ্ধারের জন্য র‌্যাবের সহায়তা কামনা করেন।

৪। এরই ধারাবাহিকতায়, ভিকটিমদের উদ্ধারসহ মানবপাচারকারীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। ভিকটিম একলাছ মিয়ার নিকট হতে প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই করতঃ অদ্য ১৮ নভেম্বর ২০২৪ তারিখ রাত অনুমান ০২.৩০ ঘটিকার সময় র‌্যাব-১৫ এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বাহারছড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কচ্ছপিয়া এলাকাস্থ জনৈক নুর হোসেনের বাড়ীর পিছনে পাহাড়ের চূড়ায় একটি গোপন আস্তানায় অভিযান পরিচালনা করে। এ সময় মানব পাচারকারীদের হেফাজত হতে ০৫ বাংলাদেশী (পুরুষ-০৩, নারী-০১, শিশু-০১) ও ২৬ রোহিঙ্গা নাগরিক (পুরুষ-০২, নারী-০২ ও শিশু-২২) সহ সর্বমোট ৩১ জন ভিকটিমকে উদ্ধার এবং পাচার চক্রের ০২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাবের আভিযানিক দল।

৫। উদ্ধারকৃত ভিকটিমদের বিস্তারিত পরিচয়-

১) আতিকুর রহমান (৩২), পিতা-আবুল কালাম, সাং-মকশেট আজম, দোলহাজারা ইউনিয়ন, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার।
২) মোহাম্মদ রফিকুল ইসলাম (২৭), পিতা-আব্দুল কাদের, সাং-কায়কাবাদ, শাপলাপুর ইউনিয়ন, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার।
৩) মোহাম্মদ গিয়াস উদ্দিন (২২), পিতা-ফরিদ, সাং-সাদেকের কাটা, শাপলাপুর ইউনিয়ন, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার।
৪) মোহাম্মদ শহিদ (১৭), পিতা-নজির আহমেদ, সাং-কায়কাবাদ, শাপলাপুর ইউনিয়ন, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার।
৫) হাসনা বেগম (১৮), পিতা-সাব্বির, সাং-শাপলাপুর, বাহারছড়া ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
৬) মোহাম্মদ নূর (১২), পিতা-মনজুর রহমান, সাং-ক্যাম্প-১২, ব্লক-জি-১৭।
৭) নূর কামাল (৩৫), পিতা-নূর মোহাম্মদ, সাং-ক্যাম্প-০৩, ব্লক-এইচ-৩৬।
৮) শরীয়ত উল্লাহ (১৭), পিতা-আজিমুল্লাহ, সাং-ক্যাম্প-১৭, ব্লক-এইচ-১০০।
৯) মোহাম্মদ আরাফাত (১৪), পিতা-সৈয়দ নুর, সাং-ক্যাম্প-০৫, ব্লক-ই-১।
১০) নাইমুল হাসান (২০), পিতা-হাফেজ আহমেদ, সাং-ক্যাম্প-১৯, ব্লক-ডি-১২।
১১) আয়াতুল্লাহ (১২), পিতা-জালাল আহমেদ, সাং-ক্যাম্প-০৩, ব্লক-ই-৫৪।
১২) সালমান (১৭) পিতা-অলি আহমদ, সাং-ক্যাম্প-১৩, ব্লক-জি-০৩।
১৩) মোহাম্মদ নূর (১৭), পিতা-কোভির আহমেদ, সাং-ক্যাম্প-১৩, ব্লক-এফ-১।
১৪) সেনোয়ারা (২৫), পিতা-আব্দুল মোতালেব, স্বামী-মহিবুল্লাহ, সাং-ক্যাম্প-০৩, ব্লক-ডি-৪০।
১৫) খুইললে বানু (১৮), পিতা-অলি আহমদ, সাং-ক্যাম্প-১৭, ব্লক-এ-১০০।
১৬) সুফাইরা (১৭), পিতা-অলি আহমেদ, সাং-ক্যাম্প-১৩, ব্লক-জি-৩।
১৭) তশমিনা আরা (১৭), পিতা-আলী জোহার, সাং-ক্যাম্প-০৩, ব্লক-সি-৪১।
১৮) জোহরা আক্তার (১৭), পিতা-সৈয়দ সালাম, সাং-ক্যাম্প-০৩, ব্লক-সি-৩৯।
১৯) হামিদা (১৭), পিতা-দিল মোহাম্দ, সাং-ক্যাম্প-০৪, ব্লক-ডি-০৪।
২০) বিবি আছিয়া (২৪), পিতা-শামসুল হক, সাং-ক্যাম্প-১২, ব্লক-এইচ-১৩।
২১) চকুতারা (১৮), পিতা-মুসা আলি, সাং-ক্যাম্প-০৩, ব্লক-বি-৪০।
২২) তসলিমা (১৮), পিতা-নূর হোসেন, সাং-ক্যাম্প-০৩, ব্লক-ডি-৪০।
২৩) জান্নাত আর (১৫), পিতা-কাশেম, সাং-ক্যাম্প-১০, ব্লক-এ-৩৬।
২৪) দিল কায়াস (১৬), পিতা-কাশেম, সাং-ক্যাম্প-১০, ব্লক-এ-৩৬।
২৫) আরজিনা (১৮), পিতা-নুর আলম, সাং-ক্যাম্প-০৩, ব্লক-ই-০৬।
২৬) রুমিয়াছ (০৭), পিতা-নুর আলম, সাং-ক্যাম্প-১৭, ব্লক-এ-১০০।
২৭) দিলারা (১৪), পিতা-নূর মোহাম্মদ, সাং-ক্যাম্প-১৫, ব্লক-বি-০৩।
২৮) হামিদা (১৫), পিতা-শামসুল আলম, সাং-ক্যাম্প-১১, ব্লক-ডি-০৫।
২৯) নুরুল আমিন (০৮), পিতা-মহিবুল্লাহ, সাং-ক্যাম্প-১০, ব্লক-এইচ-৩৬।
৩০) নুর হাফেজ (০৬), পিতা-মহিবুল্লাহ, সাং-ক্যাম্প-১০, ব্লক-এইচ-৩৬।
৩১) নুর সাহারা (০৩), পিতা-মহিবুল্লাহ, সাং-ক্যাম্প-১০, ব্লক-এইচ-৩৬, ক্রমিক ৬-৩১ পর্যন্ত সর্বথানা-উখিয়া, জেলা-কক্সবাজার।

৬। গ্রেফতারকৃত মানব পাচারকারীদ্বয়ের বিস্তারিত পরিচয়-

১) মোঃ আনোয়ার (৪৪), পিতা-মৃত অছিউর রহমান, সাং-পানখালী ৪নং ওয়ার্ড, ইউনিয়ন-হ্নীলা এবং
২) মোহাম্মদ আইয়ুব (৩৬), পিতা-মৃত মোঃ রফিক, সাং-উত্তর লম্বরী, ২নং ওয়ার্ড, ইউনিয়ন-সদর ইউনিয়ন, উভয় থানা- টেকনাফ, জেলা-কক্সবাজার

৭। উদ্ধারকৃত ভিকটিমদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিমদের মালয়েশিয়ায় নেয়ার কথা বলে কচ্ছপিয়ার পাহাড়ের চূড়ায় আস্তানায় আটকে রাখে মানব পাচারকারীরা। সেখানে থাকা অবস্থায় বার্মায় আছে বলে ভিকটিমদের পরিবারের নিকট ফোন করে টাকা দাবী করা হতো। এভাবে করে অনেকের নিকট হতে জনপ্রতি এক লক্ষ করে টাকা আদায় করে পাচারকারীরা। উদ্ধারকৃত এক ভিকটিমের ভাষ্যমতে তাকে আট দিন ধরে পাহাড়ী ঐ আস্তানায় আটকে রাখা হয়। অপর এক ভিকটিমকে আটকে রাখা হয় তের দিনের অধিক সময়। উদ্ধারকৃত এ সকল ভিকটিমদের ঠিকমত দেয়া হতো না খাবার। করা হতো বিভিন্নভাবে নিযার্তন।

৮। গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের নাম-ঠিকানা প্রকাশ এবং তাদের চক্রের মূলহোতাসহ আরো ৫-৭ জন কৌশলে পাহাড়ের অপর পাশ দিয়ে পালিয়ে যায় মর্মে জানায়। জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, ভিকটিমদের আর্থ-সামাজিক অনগ্রসরতা ও পরিবেশগত অসহায়ত্বকে পুঁজি করে মানব পাচারকারী চক্র উন্নত জীবন-যাপন, অধিক বেতনে চাকুরী ও অবিবাহিত নারীদেরকে বিবাহের মিথ্যা প্রলোভনের মাধ্যমে ছল-চাতুরীর আশ্রয় নিয়ে যৌন নিপীড়ন, প্রতারণামূলক বিবাহ ও জবর-দস্তিমূলক শ্রম সেবা আদায় এর অভিপ্রায়ে পাহাড়ী আস্তানায় একত্রিত করে মালয়েশিয়া পাচারের জন্য জোরপূর্বক আটক রাখা হয়। মূলহোতাসহ সংঘবদ্ধ মানব পাচার চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের র‌্যাবের অভিযান চলমান রয়েছে।

৯। উদ্ধারকৃত ৩১ জন ভিকটিম এবং গ্রেফতারকৃত পাচারকারীদ্বয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

18/11/2024

টেকনাফ উপজেলা #নির্বাচন অফিসের কর্মরত "ডাটা এন্ট্রি" অপারেটর #অফিসার আব্দুর রহমানের মর্মান্তিক মৃ*ত্যুর ঘটনার বর্ণনা দিলেন স্থানীয় মাদ্রাসার এক শিক্ষক!

শেষ পর্যন্ত #ভিডিওটি দেখুন..

টেকনাফ উপজেলা নির্বাচন অফিসের কর্মরত কম্পিউটার অপারেটর আব্দুর রহমান সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন...
17/11/2024

টেকনাফ উপজেলা নির্বাচন অফিসের কর্মরত কম্পিউটার অপারেটর আব্দুর রহমান সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

16/11/2024

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক পরিচালিত পৃথক দু’টি অভিযানে ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি বিদেশী পিস্তল ও ১২ রাউন্ড গুলি উদ্ধার।

বিস্তারিত কমেন্টে..

বাহারছড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু!ডেস্ক নিউজ:বাহারছড়া ইউপির শামলাপুর ঢালার মুখ এলাকার বেলাল উদ্দিনের ছেলে মুসিফাত (...
16/11/2024

বাহারছড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু!

ডেস্ক নিউজ:
বাহারছড়া ইউপির শামলাপুর ঢালার মুখ এলাকার বেলাল উদ্দিনের ছেলে মুসিফাত (১১) এবং একই এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে মো. ইব্রাহিম (৮) নামের দুইজন শিশু পাহাড়ী খালে গোসল করতে নেমে পানিতে ডুবে দু'জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে বাহারছড়া শামলাপুর ঢালার মুখ এলাকায় পেয়ারা বাগান সংলগ্ন পাহাড়ী খালে গোসল করতে নেমে ওই দুই শিশুর প্রাণহানি হয়।

নিহত শিশুরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই বলে জানায় নিহতের পরিবার।

Address

Cox's Bazar
Teknaf
4760

Alerts

Be the first to know and let us send you an email when Tplus News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tplus News:

Videos

Share


Other News & Media Websites in Teknaf

Show All