Teknaf News

Teknaf News Teknaf News video 24 71 online today

25/11/2022

সবাইকে #কৃষি উৎপাদনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, 'আমরা শুধু নিজেদের চাহিদা মেটাবো না, অনেক দেশকে আমাদের সহযোগিতা করতে হবে। খাদ্যপণ্য দিয়ে আমরা অনেক দেশকে সহযোগিতা করতে পারি।'

কক্সবাজারের বিভিন্ন শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারের রাখাইনে ফেরত পাঠাতে দীর্ঘদিন ধরেই ‘মধ্যস্থতা’ করছে...
21/10/2022

কক্সবাজারের বিভিন্ন শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারের রাখাইনে ফেরত পাঠাতে দীর্ঘদিন ধরেই ‘মধ্যস্থতা’ করছে #চীন। তবে এখন পর্যন্ত রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে কোনো ‘সুখবর’ দিতে পারেনি দেশটি। এবার বান্দরবানসংলগ্ন বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখায় থাকা হাজার পাঁচেক রোহিঙ্গাকে ফেরত পাঠাতে চীনের সহায়তা চেয়েছে #বাংলাদেশ।

গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং। এ সময় মন্ত্রী শূন্যরেখায় থাকা রোহিঙ্গাদের বিষয়ে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মিয়ানমারের #রাখাইন রাজ্যের অবনতিশীল পরিস্থিতির কারণে বাংলাদেশ সীমান্তে উৎকণ্ঠা এবং প্রত্যাবাসন নিয়ে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি ঢাকা– #বেইজিং সম্পর্ক নিয়েও কথা হয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাংবাদিকদের বলেছেন, চীনের রাষ্ট্রদূতকে তিনি বলেছেন মিয়ানমার–বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় প্রায় পাঁচ হাজার রোহিঙ্গা আছে। মিয়ানমার যাতে ওই রোহিঙ্গাদের ভেতরে নিয়ে যায়। কারণ, তারা সেখানে থাকলে একটা ভয় থাকে। তাদের শূন্যরেখায় রাখা যাবে না। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনা দূত আগে বলেছিলেন ‘সুখবর’ দেবেন। কিন্তু আজকের বৈঠকে তিনি কোনো সুখবর দিতে পারেননি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি তাঁকে (চীনের রাষ্ট্রদূত) বলেছি, আপনি বলেছিলেন, সুখবর দেবেন। জবাবে রাষ্ট্রদূত জানান, তিনি আশা করেছিলেন, কিন্তু এখনো কিছু হয়নি। তিনি শুধু বলেছেন, তারা (মিয়ানমার) এখনো এক পায়ে দাঁড়িয়ে আছে রোহিঙ্গাদের নেওয়ার জন্য, এটাই সুখবর।’

চীনের রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রত্যাবাসনের জন্য যে চুক্তি হয়েছে, সে অনুযায়ী রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে রাজি মিয়ানমারের সামরিক সরকার। তারা (মিয়ানমার) রোহিঙ্গাদের ভেরিফিকেশনের (পরিচয় যাচাই) পর ফিরিয়ে নিয়ে যাবে। মিয়ানমার এখন রোহিঙ্গাদের নিরাপত্তা দেওয়ার কথা জানিয়েছে। রোহিঙ্গারা যাতে স্বেচ্ছায় যেতে পারে, সে জন্য তারা রাখাইনে সহায়ক পরিবেশ সৃষ্টি করার কথা জানিয়েছে।

অবশ্য পরপর দুই দফায় তারিখ ঠিক করার পরও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করা যায়নি। ফলে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের আন্তরিকতা নিয়ে সন্দিহান পররাষ্ট্রমন্ত্রী। প্রত্যাবাসনের দুই দফা চেষ্টা ভেস্তে যাওয়ায় প্রত্যাবাসনের পরবর্তী দিনক্ষণ নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে চাননি তিনি।

রাখাইনে সংঘাতের জেরে বাংলাদেশ–মিয়ানমার সীমান্তের পরিস্থিতির প্রসঙ্গ টেনে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, চীনকে জানানোর পর পরিস্থিতি ভালো হয়েছে। মিয়ানমারের দিক থেকে প্রায়ই বোমা আসছিল। সীমান্ত এলাকার লোক আতঙ্কে ছিল। সীমান্ত পরিস্থিতি মিয়ানমারের রাষ্ট্রদূতকে জানানো হয়েছে। পরে চীনের রাষ্ট্রদূতকেও বলা হয়েছে। চীনকে বলার পর বোমাবাজি কমে গেছে।

 #রূপপুর, ( #ঈশ্বরদী,  #পাবনা) থেকে: উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ২০২১ সাল থেকে ২০৪১ সাল পর্যন্ত যে পরিপ্রেক্ষিত পরিকল্পনা...
19/10/2022

#রূপপুর, ( #ঈশ্বরদী, #পাবনা) থেকে: উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ২০২১ সাল থেকে ২০৪১ সাল পর্যন্ত যে পরিপ্রেক্ষিত পরিকল্পনা নেওয়া হয়েছে তা বাস্তবায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বড় ভূমিকা রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার জন্য রাশিয়া ও দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বুধবার (১৯ অক্টোবর) নির্মাণাধীন রূপপুর #পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) দ্বিতীয় ইউনিটে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল (পারমাণবিক চুল্লিপত্র) স্থাপন উদ্বোধন করে অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হয়ে সকাল ১০টা ৪০ মিনিটে এই রিঅ্যাক্টর ভেসেল স্থাপন কাজের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র শুধু একটি বিদ্যুৎকেন্দ্র না। পরমাণু ব্যবহার করা খুবই কঠিন। পরমাণু মানুষের কল্যাণের জন্য। বাংলাদেশ শান্তির জন্য এটা ব্যবহার করছে। এ প্রকল্প নির্মাণকালে সার্বিক নিরাপত্তার দিকে সবচেয়ে বেশি নজর দেওয়া হয়েছে। বিদ্যুৎকেন্দ্রের পারমাণবিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ, জনস্বাস্থ্যসহ সবকিছু মাথায় রেখেই নির্মাণ কাজ চলছে।

প্রধানমন্ত্রী বলেন, কোভিড পরিস্থিতির সময়ও রাশিয়ার বিশেষজ্ঞরা প্রকল্পের কাজ বন্ধ করেনি। নিরাপত্তাসহ সব বিভাগই কাজ অব্যাহত ছিল। সবার আন্তরিকতার কারণেই অত্যন্ত কঠিন এই কাজ আমরা করতে পেরেছি। এ কারণেই আজকের অগ্রগতি হয়েছে। আজকে সত্যিকারের একটা গুরুত্বপূর্ণ দিন। যদিও ২০২১ সালে ১০ অক্টোবর প্রথম ইউনিটে প্রেসার ভেসেল স্থাপন। এরপর অল্প সময়ের মধ্যেই আজ দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন করা হলো। এজন্য আমি রাশিয়ার বিশেষজ্ঞ, বাংলাদেশের কর্মকর্তা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়সহ যারা কাজ করছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। প্রকল্পের কাজ প্রায় শেষ হয়ে এসেছে। বাংলাদেশ আর অন্ধকারে থাকবে না। ২০২৩ সালের মধ্যে প্রথম ইউনিট বিদ্যুৎ সরবরাহ করবে। যাতে বিদ্যুৎ সংযোগ পেতে পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। আর ২০২৪ সালের মধ্যে দ্বিতীয় ইউনিটও চালু করার আশা রাখি। এর মাধ্যমে জলবায়ু সম্মেলনের যে সিদ্ধান্তটা ছিল, জলবায়ু পরিবর্তনের যে ঝুঁকিটা এতে পরিবেশের কোনো ধরনের কোনো প্রভাব পড়বে না। সম্পূর্ণ পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপন্ন করে মানুষকে দিতে পারব। আমরা এখনো জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মানুষকে রক্ষা করে যাচ্ছি। এই পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে যে বিদ্যুৎ উৎপন্ন হবে তা অত্যন্ত পরিবেশবান্ধব বিদ্যুৎ হবে। এটা আমাদের কোনো ক্ষতিই করবে না বরং মানুষ স্বচ্ছ একটা বিদ্যুৎ পাবে। মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে একটি বড় অবদান রেখে যাবে। সে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ২০২৩ সালে প্রথম ইউনিট এবং ২০২৪ সালে দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত হয়ে বিশেষ করে উত্তরবঙ্গের মানুষই সবচেয়ে বেশি উপকৃত হবেন। শিল্প কারখানা এবং সেচ কাজ অথবা নিজের ঘরসহ সব কাজেই প্রতিটি প্রতিষ্ঠান এই বিদ্যুৎ কাজে লাগাতে পারবে। প্রথম ইউনিটে ১২০০ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিটে আরও ১২০০ মেগাওয়াটসহ মোট ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে, এটা মোটেই কম কথা নয়। যা আমাদের দারিদ্র্য মুক্তি ও মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের বিরাট অবদান রাখবে। আমরা ২০২১ সাল থেকে ২০৪১ সাল পর্যন্ত যে পরিপ্রেক্ষিত পরিকল্পনা নিয়েছি তা বাস্তবায়নে এই পারমাণবিক বিদ্যুৎ বিরাট ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। এর জন্য আমাদের বন্ধুপ্রতিম দেশ রাশিয়াকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানাই। রোসাটমকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকে এটা বাংলাদেশের ইতিহাসে বিরাট অর্জনের দিন হিসেবে শনাক্ত হয়ে থাকবে।

 #রাশিয়া চাইলে মাত্র ৩০ মিনিটেই  #পারমাণবিক হামলা চালিয়ে  #যুক্তরাষ্ট্র ও  #ইউরোপ-কে ধ্বংস করে দিতে পারে বলে মন্তব্য করে...
19/10/2022

#রাশিয়া চাইলে মাত্র ৩০ মিনিটেই #পারমাণবিক হামলা চালিয়ে #যুক্তরাষ্ট্র ও #ইউরোপ-কে ধ্বংস করে দিতে পারে বলে মন্তব্য করেছেন বিশ্বের শীর্ষ ধনী টেসলারের কর্ণধার াস্ক। সম্প্রতি, এক #টুইট বার্তায় এ কথা বলেন তিনি। মার্কিন নাগরিক হয়েও ইলন মাস্কের এমন টুইটের পরপরই যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।

 #পারমাণবিক হামলার শঙ্কায়  #ইউক্রেন-র বিভিন্ন জায়গায় ব্যাপক হারে বেড়েছে  #আয়োডিন ট্যাবলেটের চাহিদা। ফার্মেসিগুলোতেও হুমড়...
19/10/2022

#পারমাণবিক হামলার শঙ্কায় #ইউক্রেন-র বিভিন্ন জায়গায় ব্যাপক হারে বেড়েছে #আয়োডিন ট্যাবলেটের চাহিদা। ফার্মেসিগুলোতেও হুমড়ি খেয়ে পড়ছেন সাধারণ মানুষ। এছাড়া ইউক্রেনের আশপাশের দেশগুলো'সহ ইউরোপের অনেক দেশেও পটাশিয়াম আয়োডাইড পিলের চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। মূলত বাতাসের #তেজস্ক্রিয়তা থেকে রক্ষা পেতে ব্যবহার করা হয় এই #ওষুধ।

দুবার স্থগিত হওয়া  #সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন  #সমাজকর্মী পদে লিখিত পরীক্ষা (এমসিকিউ) সারা দেশে একসঙ্গে অনুষ্ঠিত হবে ২১...
17/10/2022

দুবার স্থগিত হওয়া #সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন #সমাজকর্মী পদে লিখিত পরীক্ষা (এমসিকিউ) সারা দেশে একসঙ্গে অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর। সমাজকর্মী পদে আবেদন করেছেন ৬ লাখ ৬২ হাজার ২৭০ জন। সে হিসাবে ১টি পদের জন্য লড়বেন ১ হাজার ৪৩০ জন। এসব পরীক্ষার্থীর জন্য নির্দেশনা প্রকাশ করেছে সমাজসেবা অধিদপ্তর।

নির্দেশনায় বলা হয়েছে, লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্র ও জাতীয় পরিচয়পত্র অবশ্যই সঙ্গে আনতে হবে। পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে প্রার্থীকে নির্ধারিত আসন গ্রহণ করতে হবে এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কক্ষ ত্যাগ করতে পারবেন না।

পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে ওএমআর ফরম দেওয়া হবে। ওএমআর ফরমের নির্দিষ্ট বক্সে বাংলায় দুটি বাক্য ও ইংরেজিতে দুটি বাক্য লিখতে হবে। পরীক্ষা শুরুর পর থেকে ওএমআর ফরম জমা না দেওয়া পর্যন্ত কাউকে বাইরে যেতে দেওয়া হবে না, তাই পরীক্ষা শুরু হওয়ার আগেই সব প্রয়োজন মিটিয়ে আসতে হবে।

পরীক্ষাকেন্দ্রে কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, মুঠোফোন, ভ্যানিটি ব্যাগ, পার্স, হাতঘড়ি বা ঘড়িজাতীয় বস্তু, ইলেকট্রনিক হাতঘড়ি বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, যোগাযোগযন্ত্র বা এ–জাতীয় বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। যদি কোনো পরীক্ষার্থী এসব দ্রব্য সঙ্গে নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন, তবে তাঁকে তাৎক্ষণিক বহিষ্কারসহ তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 #ইউক্রেন-র রাজধানী  #কিয়েভে হামলা বাড়িয়েছে  #রাশিয়া। স্থানীয় সময় আজ সকাল থেকেই দফায় দফায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে...
17/10/2022

#ইউক্রেন-র রাজধানী #কিয়েভে হামলা বাড়িয়েছে #রাশিয়া। স্থানীয় সময় আজ সকাল থেকেই দফায় দফায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে জানাচ্ছে #বিবিসি। ভোরে #সাইরেন বেজে উঠার পরই চারটি বিস্ফোরণ ঘটে #শেভচেনকিভস্কি এলাকায়। এতে একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ড্রোন হামলার ঘটনায় রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি|

বিবিসির বরাতে জানা যায়, সোমবার স্থানীয় সময় সকাল ৭টার আগে কিয়েভে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই উদ্ধারকারীরা ঘটনাস্থলে ছুটে যায়। বাসিন্দাদের আশ্রয়কেন্দ্র থাকার পরামর্শ দেয়া হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান #আন্দ্রি_ইয়ারমাক বলেন, কিভের অন্যতম বড় শহরে #কামিকেজে #ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া।

অন্য একজন অফিসার বলেন, হামলার ধরন থেকেই তাদের আক্রমণের ভঙ্গি বোঝা যায়। ইউক্রেনকে রুশ হামলা প্রতিহতে যত দ্রুত সম্ভব আরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন #ইয়ারমাক।

গত সপ্তাহে রাশিয়া ইউক্রেনজুড়ে দফায় দফায় ক্ষেপাস্ত্র হামলা চালালে অন্তত ১৯ জন মারা যান। #ক্রাইমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে সংযুক্তকারী ইউরোপের বৃহত্তম রেল ও সড়ক সেতুতে ভয়াবহ হামলার পর ইউক্রেন জুড়ে বেসামরিক অবকাঠামোতে বেড়েই চলেছে রাশিয়ার হামলা। এতে আক্রান্ত হচ্ছেন বেসামরিক বাসিন্দারা।

10/10/2022

কক্সবাজারে জমে উঠেছে পর্যটন মেলা। মেলার বিশেষ আকর্ষণ হোটেল-মোটেল ও রেস্তোরায় থাকছে ছাড়। সপ্তাহব্যাপী এ মেলায় পর্যটকরা ঘুরে ঘুরে উপভোগ করছেন সাংস্কৃতিক অনুষ্ঠান, করছেন কেনাকাটাও। এমন আয়োজনে দেশি-বিদেশী পর্যটকদের পাশাপাশি বেচাকেনা ভালো হওয়া খুশি বিক্রেতারাও।

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ের মিয়ানমার সীমান্তে আবারও গোলাগুলির শব্দে গ্রামগুলো কেঁপে উঠছে। গতকাল রোববার রাত ১১টা থে...
10/10/2022

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ের মিয়ানমার সীমান্তে আবারও গোলাগুলির শব্দে গ্রামগুলো কেঁপে উঠছে। গতকাল রোববার রাত ১১টা থেকে আজ সোমবার সকাল ৮ পর্যন্ত থেমে থেমে মর্টার শেল ও গোলাগুলির শব্দ পান স্থানীয়রা। এতে সীমান্তের বসবাসরত লোকজনের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অন্যদিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে কয়েক দিন ধরে গোলাগুলি ও উত্তেজনা নেই। এ পরিস্থিতিতে বাংলাদেশ-মিয়ানমারের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত পরিদর্শনে যাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ। তিনি আজ সোমবার বেলা ১টায় কোনার পাড়া সীমান্তে পৌঁছানোর কথা রয়েছে।

রোববার রাত ১১টা থেকে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে গোলাগুলির শব্দ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী। তিনি বলেন, সোমবার সকাল ৮টা পর্যন্ত থেমে থেমে ভারী অস্ত্রের গুলির শব্দ শোনা গেছে।

হোয়াইক্যং ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাজী জালাল আহমদ বলেন, কয়েক দিন বন্ধ থাকার পর আবারও গোলাগুলি শুরু হওয়ায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। একেকটি গোলার আওয়াজে পুরো গ্রাম পর্যন্ত কেঁপে উঠছে।

টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. এরফানুল হক চৌধুরী বলেন, আবারও সীমান্তে গোলাগুলির খবর জনপ্রতিনিধিরা জানিয়েছেন। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে জানিয়ে তিনি বলেন, সীমান্তের ৩০০ মিটারের মধ্যে বসবাসকারীদের পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে বিজিবির মহাপরিচালক নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন শুরু করেছেন বলে জানান বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মোহাম্মদ মেহেদী হোসাইন কবির।

তিনি বলেন, আজ (সোমবার) সকালে বিশেষ হেলিকপ্টারে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ কক্সবাজার পৌঁছান। এরপর সকাল ১০টা থেকে তিনিও ঘুমধুমের বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন শুরু করেছেন। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিজিবির মহাপরিচালক সীমান্ত পরিস্থিতি পরিদর্শন করছেন। পরিদর্শনকালে বিজিবির সদস্যদের পাশাপাশি স্থানীয়দের সঙ্গে তিনি কথা বলবেন।

দুপুরে সীমান্ত পরিস্থিতি পরিদর্শন শেষে বিজিবির মহাপরিচালক সাকিল আহমেদ গণমাধ্যম কর্মীদের সঙ্গে সংবাদ সম্মেলন করবেন বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

#কক্সবাজার #মিয়ানমার #বিজিবি #চট্টগ্রাম #গোলাগুলি #সীমান্ত #টেকনাফ #নাইক্ষ্যংছড়ি #মর্টার

 #খাগড়াছড়ি জেলা পরিষদের নতুন ভবনের পার্কিংশেড ধসে পড়ে সাজ্জাদ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত পাঁচজন।...
08/10/2022

#খাগড়াছড়ি জেলা পরিষদের নতুন ভবনের পার্কিংশেড ধসে পড়ে সাজ্জাদ নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত পাঁচজন।

শনিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে জেলা পরিষদের চারতলা নতুন ভবনের নিচতলায় পার্কিংশেডে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের এডিশনাল কর্মকর্তা রাজেস বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল সাড়ে ৩টার দিকে #জেলা_পরিষদ-র চারতলা নতুন ভবনের নিচতলায় পার্কিংশেডের একাংশ বিকট শব্দে ধসে যায়। এতে ঘটনাস্থলে এক শ্রমিক নিহত হন। এ সময় শেডের নিচে চাপা পড়ে আহত হন অন্তত পাঁচজন। আহতদের #খাগড়াছড়ি_সদর_হাসপাতাল ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছেন #ফায়ার_সার্ভিস কর্মীরা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  #ওবায়দুল_কাদের বলেছেন, সংবিধান এবং নির্বাচনী ব্যবস্থা ব্যক্তিবিশেষের খেয়ালখুশিমতো চলে না, ব...
08/10/2022

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক #ওবায়দুল_কাদের বলেছেন, সংবিধান এবং নির্বাচনী ব্যবস্থা ব্যক্তিবিশেষের খেয়ালখুশিমতো চলে না, বিভিন্ন গণতান্ত্রিক দেশের পন্থা অনুসরণ করেই নির্বাচনী ব্যবস্থা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের স্বৈরতান্ত্রিক #জিয়াউর_রহমান ও #হুসেইন_মুহাম্মদ_এরশাদ নিজেদের স্বার্থে দখল করা ক্ষমতাকে সাংবিধানিক বৈধতা দেয়ার জন্য সংবিধান সংশোধন করেছিলেন।

সংবিধানের সেসব সংশোধনী দেশের উচ্চ আদালত অবৈধ ঘোষণা করেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এখন সেই জায়গায় যাওয়ার আর কোনো সুযোগ নেই।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, এখন #সংবিধানবিরোধী বক্তব্য যারা দিচ্ছেন, তারা একটি #অগণতান্ত্রিক এবং #অনির্বাচিত সরকার ব্যবস্থা দেখতে চায়।

#আওয়ামী_লীগ #সাধারণ_সম্পাদক আরও বলেন, আর এই অনির্বাচিত ও অগণতান্ত্রিক সরকার দেখতে চায় বলেই #বিএনপি নেতারা নির্বাচনী ব্যবস্থা এবং সংবিধান নিয়ে তাদের অসাংবিধানিক, অগণতান্ত্রিক ও বেআইনি বক্তব্য দিচ্ছেন আর জনগণকে বিভ্রান্ত করার অপতৎপরতা চালাচ্ছেন।

#বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সবসময় একটি অন্তর্ভুক্তিমূলক সুষ্ঠু নির্বাচনের পক্ষে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ব্যবস্থা প্রত্যাশা করে। শেখ হাসিনা সবসময় নির্বাচনে সব দলের অংশগ্রহণকে স্বাগত জানিয়ে আসছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কখনো ফাঁকা মাঠে গোল দিতে চায় না।

আওয়ামী লীগ চায় দেশের সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক এবং তাদের জনপ্রিয়তা যাচাই করুক-- এমনটা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, পাশাপাশি ভোটের রায় গ্রহণ করার মানসিকতা গড়ে তুলুক।

তিনি আরও বলেন, #ভোট-র রায় পক্ষে না গেলে #নির্বাচনী_ব্যবস্থা-কে প্রশ্নবিদ্ধ করার মানসিকতা পরিহার করতে হবে। বিএনপি তো হেরে যাওয়ার ভয়ে নির্বাচনে অংশগ্রহণ করে না, আর করলেও তারা নির্বাচনী ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যে অংশগ্রহণ করে-- এমন দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপির #মহাসচিব-র উদ্দেশ্য যদি এমন হয়, তাহলে তো কখনোই #গণতন্ত্র টেকসই হবে না।

 #রাশিয়া  #পরমাণু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এমন অভিযোগ করে বিশ্বকে এখনই ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিড...
08/10/2022

#রাশিয়া #পরমাণু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এমন অভিযোগ করে বিশ্বকে এখনই ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট #ভলোদিমির_জেলেনস্কি। আর রাশিয়ার পরমাণু হামলার হুমকির ঘটনায় ১৯৬২ সালের স্নায়ুযুদ্ধের পর বিশ্ব ভয়াবহ পারমাণবিক ঝুঁকিতে রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর বিবিসি।

চলমান যুদ্ধে জাপোরিঝিয়া, খেরসনসহ বিভিন্ন শহরে গোলা বর্ষণ অব্যাহত থাকলেও সম্প্রতি রুশ সেনারা #ইউক্রেন-র বিভিন্ন অঞ্চলে পিছু হটেছে বলে দাবি কিয়েভের। গত কয়েক সপ্তাহে #ইউক্রেনীয় সেনারা পূর্বাঞ্চলীয় দুই হাজার বর্গকিলোমিটার ও দক্ষিণের ৫০০ বর্গকিলোমিটার এলাকা পুনর্দখল করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

রাশিয়ার পরমাণু হামলার হুমকির পর একের পর এক সতর্কবার্তা দিয়ে আসছেন জেলেনস্কি। শুক্রবার (০৭ অক্টোবর) সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, পারমাণবিক যুদ্ধের জন্য রাশিয়া নিজেদের নাগরিকদের প্রস্তুত করছে। তাই মস্কোর বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই ব্যবস্থা নেয়ার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।

রেকর্ড সংখ্যায়,  #ভেনিজুয়েলারা মার্কিন সীমান্তে পৌঁছানোর জন্য একটি মারাত্মক ট্র্যাকের ঝুঁকি নিচ্ছে এবং তাদের মধ্যে বেশ...
08/10/2022

রেকর্ড সংখ্যায়, #ভেনিজুয়েলারা মার্কিন সীমান্তে পৌঁছানোর জন্য একটি মারাত্মক ট্র্যাকের ঝুঁকি নিচ্ছে এবং তাদের মধ্যে বেশিরভাগই শিশু।

ডরিয়েন গ্যাপ নামে পরিচিত বিপদজনক স্থল সেতুতে দুটি সংকট একত্রিত হচ্ছে: দক্ষিণ আমেরিকায় অর্থনৈতিক ও মানবিক বিপর্যয় চলছে এবং ওয়াশিংটনে #অভিবাসন নীতি নিয়ে তিক্ত লড়াই। এই বছর, 150,000 এরও বেশি ভেনিজুয়েলান মার্কিন সীমান্তে এসেছেন, এটি একটি সংখ্যা যা ভেনেজুয়েলার সংকটের সবচেয়ে খারাপ সময়কে অতিক্রম করেছে যখন, 2015 থেকে 2018 পর্যন্ত, দক্ষিণ #সীমান্ত অভিবাসীদের আশঙ্কা বছরে 100 জনকে অতিক্রম করেনি।

বেশিরভাগই কষ্টকর এবং কখনও কখনও মারাত্মক যাত্রা করতে অনুপ্রাণিত হয়েছে কারণ এই কথা ছড়িয়ে পড়েছে যে তাদের অনেককে ফিরিয়ে আনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কোন উপায় নেই। কিন্তু তাদের যাত্রা - প্রায়শই সামাজিক মিডিয়া জুড়ে ভিডিওগুলি দ্বারা খারাপভাবে জানানো হয় - দারিয়েন গ্যাপে নৃশংস দৃশ্য তৈরি করছে, একটি 66-মাইল প্রসারিত জঙ্গল ভূখণ্ড যা দক্ষিণ ও মধ্য আমেরিকাকে সংযুক্ত করে, উত্তরে এবং সমান্তরাল সংকটগুলি নাকালের ফলস্বরূপ দক্ষিণ।

উদ্বোধনের তিন মাস পর  #পদ্মা_সেতু পাড়ি দিলেন  #রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সেতুর মাঝামাঝি গিয়ে গাড়ি থেকে নেমে উপভো...
07/10/2022

উদ্বোধনের তিন মাস পর #পদ্মা_সেতু পাড়ি দিলেন #রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সেতুর মাঝামাঝি গিয়ে গাড়ি থেকে নেমে উপভোগ করেন সৌন্দর্য। পরে #টুঙ্গিপাড়া গিয়ে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানান। এরআগে, পদ্মা সেতু পাড়ি দিয়ে টুঙ্গিপাড়ায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। এসময় ১৭টি গাড়ির জন্য টোল পরিশোধ করেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে।

ইউক্রেনের চার অঞ্চলকে অন্তর্ভুক্তির বিলে বুধবার আনুষ্ঠানিকভাবে সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির  #পুতিন। এর মাধ্য...
05/10/2022

ইউক্রেনের চার অঞ্চলকে অন্তর্ভুক্তির বিলে বুধবার আনুষ্ঠানিকভাবে সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির #পুতিন। এর মাধ্যমে #রাশিয়া ওই চার অঞ্চলকে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে নেয়ার সব আনুষ্ঠানিকতা শেষ করলো।

#ইউক্রেন ও পশ্চিমাদের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া আসার পরও পুতিন এ পদক্ষেপ নিলেন। এই সপ্তাহের শুরুতে, রাশিয়ান পার্লামেন্টের উভয় কক্ষ #ডোনেৎস্ক, #লুহানস্ক, #খেরসন এবং #জাপোরিজিয়া অঞ্চলকে রাশিয়ার অংশ করার চুক্তি অনুমোদন করেছে। গত ২৩ সেপ্টেম্বর থেকে বেশ কয়েকদিন ধরে অনুষ্ঠিত গণভোটের মাধ্যমে এসব এলাকার বেশিরভাগ নাগরিকই রাশিয়ার সাথে যুক্ত হওযার পক্ষে তাদের রায় দেন। তার পরেই রাশিয়া সেই অঞ্চলগুলোকে সংযুক্ত করতে পদক্ষেপ নিয়েছে।

বুধবার পুতিনের সইয়ের আগে চার চুক্তির বিল রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের সর্বসম্মত সমর্থন লাভ করে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্র পরিচালিত টেলিভিশন নেটওয়ার্ক আরটি।

05/10/2022
রাঙ্গামাটির সাজেকে যাওয়ার পথে নন্দারাম এলাকায় পাহাড়ধসের ঘটনায় সাড়ে ছয় ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক হয়েছে। সেনাবাহিনীর সহা...
05/10/2022

রাঙ্গামাটির সাজেকে যাওয়ার পথে নন্দারাম এলাকায় পাহাড়ধসের ঘটনায় সাড়ে ছয় ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক হয়েছে। সেনাবাহিনীর সহায়তায় যানচলাচল স্বাভাবিক হয় বলে জানান #বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আকতার।

স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড়ধসের ঘটনায় রাস্তার দুইপাশে প্রায় পাঁচ হাজার পর্যটক আটকা পড়েন। মঙ্গলবার রাতে ভারি বৃষ্টিপাতের কারণে এই পাহাড়ধসের ঘটনা ঘটে। মাটি সরাতে বুধবার (৫ অক্টোবর) সকাল থেকেই #সেনাবাহিনী কাজ করে।

Sponsor Green

#সাজেক #কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ জাগো নিউজকে বলেন, সকালে পাহাড়ধসের ঘটনা আমরা জানতে পেরেছি। সাজেক এলাকায় প্রায় ছোট-বড় মিলে ২০০ গাড়ি রয়েছে, যা গতকাল এসেছিল। আজ সকালে অনেকেরই চলে যাওয়ারও কথা ছিল কিন্তু পাহাড়ধসের কারণে গাড়ি চলাচল বন্ধ থাকায় সবাই আটকা পড়ে। দুপুরের দিকে যান চলাচল স্বাভাবিক হলে গাড়ি ছাড়তে শুরু হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, সাজেকে পাহাড়ধসের কারণে প্রায় পাঁচ হাজার পর্যটক দুইপাশে আটকা পড়েছিল। পরে সেনাবাহিনীর ২০ ইসিবির সদস্যদের সঙ্গে স্থানীয়রা মাটি সরানোর কাজে নেমে পড়েন। দুপুর আড়াইটার দিকে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এখন কোনো সমস্যা নেই।

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি যৌথ মহড়ার সময় একটি ব্যর্থ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ক...
05/10/2022

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি যৌথ মহড়ার সময় একটি ব্যর্থ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ক্ষমা চেয়েছে উপকূলীয় শহর গাংনিউংয়ের বাসিন্দাদের মধ্যে শঙ্কা সৃষ্টি করেছে।

তারা বিস্ফোরণের শব্দ শুনে এবং রাতভর আগুন দেখতে পাওয়ার কথা জানায়।

তবে সামরিক বাহিনী, যারা বলেছে যে কোন হতাহতের ঘটনা ঘটেনি, সাত ঘন্টা পরেও ঘটনাটি স্বীকার করেনি।

মঙ্গলবার ভোরে উত্তর কোরিয়া জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে এই উৎক্ষেপণ করা হয়।

2017 সাল থেকে এই প্রথম পিয়ংইয়ং জাপানের উপর দিয়ে একটি ক্ষেপণাস্ত্র উড়িয়েছে - এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া থেকে শক্তি প্রদর্শনের জন্য উদ্বুদ্ধ করেছিল যা সামরিক মহড়া পরিচালনা করেছিল। সিউল এবং ওয়াশিংটন পূর্ব সাগরে একটি ভলি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে - যা জাপান সাগর নামেও পরিচিত - কোরীয় উপদ্বীপ এবং জাপানের মধ্যে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী পরে নিশ্চিত করেছে যে তাদের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরেই ব্যর্থ হয়েছে এবং বিধ্বস্ত হয়েছে - এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রগুলির থেকে আলাদা।

সামরিক বাহিনী আরও বলেছে যে Hyunmoo-2 ক্ষেপণাস্ত্র একটি ওয়ারহেড বহন করে কিন্তু এটি বিস্ফোরিত হয়নি, এবং উদ্বেগ সৃষ্টির জন্য ক্ষমাপ্রার্থী।

অনলাইনে পোস্ট করা একটি নতুন ভিডিওতে দেখা যাচ্ছে যে স্কুলছাত্রীরা ইরানের ভয়ঙ্কর আধাসামরিক বাহিনী বাসিজ ফোর্সের একজন সদস্...
05/10/2022

অনলাইনে পোস্ট করা একটি নতুন ভিডিওতে দেখা যাচ্ছে যে স্কুলছাত্রীরা ইরানের ভয়ঙ্কর আধাসামরিক বাহিনী বাসিজ ফোর্সের একজন সদস্যকে হেনস্থা করছে, সরকার বিরোধী বিক্ষোভ শ্রেণীকক্ষে ছড়িয়ে পড়ার পরে।

কিশোর-কিশোরীদের বাতাসে তাদের মাথার স্কার্ফ নেড়ে চিৎকার করতে দেখা যায় "হারিয়ে যাও, বাসিজি" লোকটির দিকে, যাকে তাদের সাথে কথা বলতে বলা হয়েছিল।

বাসিজের স্বেচ্ছাসেবকরা কর্তৃপক্ষকে বিক্ষোভ দমনে সহায়তা করেছে।

হিজাব আইন ভঙ্গের দায়ে আটক এক নারীর মৃত্যুর পর তারা ফেটে পড়ে।

#হিজাব

ইউক্রেনে আরও সামরিক সহায়তা পাঠানোর মার্কিন সিদ্ধান্ত রাশিয়া ও পশ্চিমের মধ্যে "সরাসরি সামরিক সংঘর্ষের বিপদ বাড়িয়েছে",...
05/10/2022

ইউক্রেনে আরও সামরিক সহায়তা পাঠানোর মার্কিন সিদ্ধান্ত রাশিয়া ও পশ্চিমের মধ্যে "সরাসরি সামরিক সংঘর্ষের বিপদ বাড়িয়েছে", মস্কো সতর্ক করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ বলেছেন যে এটি মস্কোর জন্য একটি "তাৎক্ষণিক হুমকি" ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রকে "সংঘাতের অংশগ্রহণকারী" হিসাবে বর্ণনা করে।

এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আরও 625 মিলিয়ন ডলার (547 মিলিয়ন ডলার) সামরিক সহায়তা ঘোষণা করেছিল।

রাশিয়ার দখলদার বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনকে গতিশীলতা তৈরিতে সহায়তা করার জন্য উন্নত মার্কিন অস্ত্রের কৃতিত্ব দেওয়া হয়েছে।

ইউক্রেনের সেনারা সাম্প্রতিক সপ্তাহগুলিতে দেশটির উত্তর-পূর্ব এবং দক্ষিণে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।

সর্বশেষ মার্কিন হার্ডওয়্যারে আরও চারটি উচ্চ-নির্ভুল হিমার্স মাল্টিপল রকেট সিস্টেম রয়েছে।

সব মিলিয়ে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 24 ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণ করার পর থেকে ওয়াশিংটন কিয়েভের জন্য প্রায় 17 বিলিয়ন ডলারের সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

টেকনাফ সমুদ্র উপকূলে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এসময় ট্রলারের যাত্রী ৪ বাংলাদেশীসহ ৪৫ জনকে উদ্ধার করেছে কোস্...
05/10/2022

টেকনাফ সমুদ্র উপকূলে মালয়েশিয়াগামী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এসময় ট্রলারের যাত্রী ৪ বাংলাদেশীসহ ৪৫ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ডের সদস্যরা। তারা সকলেই গভীর সাগরে অপেক্ষামান মালয়েশিয়াগামী বড়ো ট্রলারের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল বলে জানিয়েছেন কোস্ট গার্ড ও পুলিশ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৪ জন বাংলাদেশী। বাকি ৩৩জন পুরুষ এবং ৮জন নারী বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা যায়।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে- মহেশখালীর ২ জন, টেকনাফ সাবরাং এর ১ জন, ঈদগাঁওয়ের ১ জন।

Advertisement Green

বাকিরা উখিয়ার বালুখালী, কুতুপালং, হাকিম পাড়া সহ বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

টেকনাফের বাহারছরা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পরিদর্শক নুর মোহাম্মদ জানান, আজ মংগলবার সকালে বাহারছরা ইউনিয়নের হলবনিয়া সমুদ্র সৈকতের কাছে সাগর উপকূলে একটি ছোট ট্রলার ডুবে যায়।

খবর পেয়ে বাহারছরায় কর্মরত কোস্ট গার্ডের একটি টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় সাঁতার কেটে কুলে আসার সময় ৪দালালসহ ৩৯ জনকে উদ্ধার করে। দুপুর ১২টারদিকে মারিশবনিয়া থেকে আরো ৩জন পুরুষ ও ৩জন মহিলাকে উদ্ধার করা হয়।

পুলিশ আরো জানান গতকাল রাতে একটি দালাল চক্র রোহিঙ্গা ক্যাম্প থেকে সমুদ্র পথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার জন্য বাহারছরা ইউনিয়নের হলবনিয়া এলাকায় নিয়ে এসে একটি বাড়িতে রেখেছিল। আজ মংগলবার ভোরে ছোট ট্রলারে করে হলবনিয়া সৈকত থেকে রওয়ানা দিয়েছিল। সৈকত থেকে কিছুদূর গেলে সমুদ্রের ঢেউয়ের তোড়ে ট্রলারটি ডুবে যায়।

তিনি জানান, উদ্ধারকৃতদের বেশিরভাগ রোহিঙ্গা। কয়েকজন বাংলাদেশের নাগরিক রয়েছে। এখনও তাদের নাম পরিচয় নেয়া হচ্ছে।

কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লে কমান্ডার আশিক আহমেদ জানান পৃথকভাবে ৪ বাংলাদেশী ও ৪১ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। ট্রলার ডুবির ঘটনায় আরো নিখোঁজ রয়েছে কিনা খোঁজ নেয়া হচ্ছে। এদিকে সাগরে ৩জন নারীর ভাসমান মৃতদেহ দেখতে পেয়েছে বলে স্থানীয় সুত্র দাবী করেছে।

#টেকনাফ #মালয়েশিয়া #ট্রলার #মহেশখালী #টেকনাফ #সাবরাং #ঈদগাঁও #উখিয়া #বালুখালী #কুতুপালং #হাকিমপাড়া #রোহিঙ্গা #ক্যাম্প #বাহারছরা

Information and Broadcasting Minister Dr Hasan Mahmud on Monday said BNP is holding meetings with microscopic political ...
05/10/2022

Information and Broadcasting Minister Dr Hasan Mahmud on Monday said BNP is holding meetings with microscopic political parties in the name of dialogue.

"BNP held dialogues with all the political parties in 2018 also and they had formed an alliance known as 'Jatiya Oikkya' (National Unity). The result of the alliance is that BNP got only five seats. There were rightist, leftist, extreme rightist and extreme leftist in that alliance,” he said.

The minister said: "Currently BNP is holding meetings with microscopic parties. They held meeting with Kalyan Party yesterday (Sunday). People laugh at seeing BNP telling that they would create a greater unity with microscopic parties. Kalyan Party has a chairman, but I don't know who its secretary general is. I also don't know whether Mirza Fakhrul Islam Alamgir knows or not. Such meeting is nothing but publishing news."

ADVERTISEMENT Greenhouse

Hasan stated these while replying to a query of reporters at the meeting room of his ministry at secretariat in the capital.

Earlier, Bangladesh Press Council (BPC) Chairman Justice Nizamul Haque Nasim handed over the annual report 2021 to the minister. BPC members Shafiul Islam Mohiuddin, MP, Bangla Academy director general poet Nurul Huda, the daily Observer editor Iqbal Sobhan Chowdhury, the daily Jugantar editor Saiful Alam, the daily Jatiya Arthaniti editor MG Kibria Chowdhury, BFUJ office secretary Sebika Rani and BPC secretary Shah Alam, among others, were present.

বান্দরবানের তুমব্রুতে মিয়ানমার সীমান্তে গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণে মো. আব্দুল কাদের (৫০) নামের বাংলাদেশী এক কৃষকের পা ...
04/10/2022

বান্দরবানের তুমব্রুতে মিয়ানমার সীমান্তে গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণে মো. আব্দুল কাদের (৫০) নামের বাংলাদেশী এক কৃষকের পা বিচ্ছিন্ন হয়েছে। মঙ্গলবার রাত ৮ টার দিকে বান্দরবানের তুমব্রু সীমান্তে এ ঘটনা ঘটে। আহত কৃষক নাইক্ষ্যংছড়ি উপজেলার চেরারকুল ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। রাত সাড়ে টার দিকে আহত কৃষককে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়।

আব্দুল কাদেরের সাথে থাকা মোহাম্মদ হোসাইন জানান, সীমান্ত এলাকায় গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণের শিকার হয় কাদের। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

কক্সবাজার সদর হাসপাতালের মেডিকেল অফিসার তারেকুল ইসলাম জানান, কাদেরের ডান পায়ের হাঁটু পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে গেছে। চোখেও মারাত্মক আঘাত পেয়েছেন। তাছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাত পাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। তাই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এদিকে আজ মঙ্গলবার বিকেলে সীমান্তের ৩৪ নম্বর পিলারের কাছ থেকে ২ জন রোহিঙ্গা কে আটক করা হয়। এরা হলো- নিরঞ্জন বড়ুয়ার ছেলে রিতু বড়ুয়া (২০), এবং মধু বড়ুয়ার ছেলে স্বদেশ বড়ুয়া (২২)। এদের দুজনের বাড়ি মিয়ানমারের রাখাইন রাজ্যের ডেকুবুনিয়া এলাকায়। তারা, সীমান্তে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বিজিবি তাদের আটক করে। এদের তুমব্রু ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন, সীমান্তের কাছ থেকে দু’জন সন্দেহভাজন যুবককে ধরে স্থানীয়রা বিজিবির কাছে হস্তান্তর করেছে এলাকাবাসী । তারা অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে অনুপ্রবেশ করেছে।

অপরদিকে, মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা মাইন বিষ্ফোরণে আবারো শূন্যরেখার এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে আরও একজন।

গত রবিবার (২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটলেও রাত ৮টার দিকে বিষয়টি প্রকাশ পায়। ঘটনার পর মাইন বিষ্ফোরণের বিষয়টি গোপন রেখেছিলেন শূন্যরেখার বাসিন্দারা।বাংলাদেশ সীমান্তের ৩৪-৩৫ নম্বর পিলারের মধ্যবর্তী তুমব্রু কোণাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতের নাম ওমর ফারুক (১৫)। সে তুমব্রু শূন্যরেখাস্থ রোহিঙ্গা ক্যাম্প ৩ নং ব্লকের মো. আইয়ুবের ছেলে। এ ঘটনায় আহত মো. সাহাব উল্লাহ (২৮) ১০নং ব্লকের আবুল হোসেনের ছেলে। এ সব ঘটনা অব্যাহত থাকায় এলাকায় চরম আতংক বিরাজ করছে।

#বান্দরবান #মিয়ানমার #নাইক্ষ্যংছড়ি #কক্সবাজার #চট্টগ্রাম #ঘুমধুম

04/10/2022

সদ্য পাওয়া...

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন।

রাখাইন আর্মির সাথে পেরে উঠছে না মিয়ানমারের সেনাবাহিনী  #মিয়ানমার  #সেনাবাহিনী  #আর্মি  #রাখাইন
01/10/2022

রাখাইন আর্মির সাথে পেরে উঠছে না মিয়ানমারের সেনাবাহিনী

#মিয়ানমার #সেনাবাহিনী #আর্মি #রাখাইন

সাড়ে ৫ হাজার রুশ সেনাকে ঘিরে ফেলেছে ইউক্রেনীয় বাহিনীডনেস্ক অঞ্চলের লিমান শহরের গুরুত্বপূর্ণ ঘাঁটিতে থাকা রুশ বাহিনীকে ঘে...
01/10/2022

সাড়ে ৫ হাজার রুশ সেনাকে ঘিরে ফেলেছে ইউক্রেনীয় বাহিনী

ডনেস্ক অঞ্চলের লিমান শহরের গুরুত্বপূর্ণ ঘাঁটিতে থাকা রুশ বাহিনীকে ঘেরাও করেছে ইউক্রেনের যোদ্ধারা। কিয়েভের দাবি, লিমানে প্রবেশ করেছে সেনারা। পুতিন ডনেস্ককে রাশিয়ার সঙ্গে সংযুক্তের ঘোষণার মধ্যেই এ খবর এলো।

ইউক্রেনের সামরিক বাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র সের্হি চেরেভাতি বলেছেন, ‘লিমান এলাকায় রাশিয়ার সেনাদের ঘাঁটি ঘিরে রাখা হয়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কির চিফ অব স্টাফের প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, শহরের প্রবেশদ্বারে হলুদ-নীল জাতীয় পতাকা উচিয়ে রেখেছে ইউক্রেনের দুই সেনা।

এক সেনা সামরিক গাড়িতে দাঁড়িয়ে বলেন, আমাদের ভূখণ্ডে রাষ্ট্রীয় পতাকা উত্তোলন করেছি। লিমান ইউক্রেনের।

পূর্বাঞ্চলের ইউক্রেনীয় বাহিনীর মুখপাত্র সের্হি চেরেভাতির দাবি, লিমানে ৫ থেকে সাড়ে ৫ হাজার রুশ সেনা অবস্থান করছে। কিন্তু হতাতের কারণে সেনা সংখ্যা কিছু কম বেশি হতে পারে।

AIUB Student Thought
01/10/2022

AIUB Student Thought

ভাই পেলো আব্রাম খান জয় #আব্রামখানজয়
01/10/2022

ভাই পেলো আব্রাম খান জয়

#আব্রামখানজয়

22 years ago, Israeli forces shot dead 12-year-old Palestinian boy Muhammad al-Durrah as his father tried to shield him ...
01/10/2022

22 years ago, Israeli forces shot dead 12-year-old Palestinian boy Muhammad al-Durrah as his father tried to shield him from live fire.
🔗: https://aje.io/02geob

Address

Teknaf
4760

Alerts

Be the first to know and let us send you an email when Teknaf News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other News & Media Websites in Teknaf

Show All