MAK TV

MAK TV তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হয়না

সিলেটের পাচ ভাই রেষ্টুরেন্টের ঘোষণা কো ক সরাবনা।প্রত্যেক মুমিনের শপথ হোকপাচ ভাইয়ে যাবনা। ইনশাআল্লাহ।আমি পাচ ভাই রেষ্টুরে...
16/06/2024

সিলেটের পাচ ভাই রেষ্টুরেন্টের ঘোষণা
কো ক সরাবনা।
প্রত্যেক মুমিনের শপথ হোক
পাচ ভাইয়ে যাবনা।

ইনশাআল্লাহ।আমি পাচ ভাই রেষ্টুরেন্ট কর্তৃপক্ষের নি:শর্ত ক্ষমা চাওয়া ছাড়া কখনো যাবনা।
এ রেষ্টুরেন্ট থেকে কোন খাবার কিনবনা।
একজন মুমিন হিসেবে আপনার মত কী?...........

13/06/2024

দীর্ঘ সময় ধরে মুসল ধারে বৃষ্টি হচ্ছে সিলেট ।

আল্লাহ তায়ালা, দেশ ও জাতিকে যাবতীয় বিপর্যয় থেকে হেফাজতে রাখুন।

10/06/2024

আশা জাগিয়েও হারলো বাংলাদেশ

"আরে মিয়ারা, কোক মোটেও ঐ "জায়গা"র না" লাইনটা বিজ্ঞাপনে যতবার কানে আসতেসে, অন্যরকম একটা আনন্দ হইতেসে। প্রথমত, বয়কটে না...
10/06/2024

"আরে মিয়ারা, কোক মোটেও ঐ "জায়গা"র না" লাইনটা বিজ্ঞাপনে যতবার কানে আসতেসে, অন্যরকম একটা আনন্দ হইতেসে।

প্রথমত, বয়কটে নাকি তোমাদের বাপদের কিছু হয় না? তাইলে এখন প্রতি ওভার শেষে কোক মোটেও ঐ জায়গার না বলে কানতেসো কেন?

শখে শখে নিশ্চয়ই কোন ব্র্যান্ড এমন টাকা খরচ করে কান্নাকাটি করে না?

আর দ্বিতীয়ত, যতই সাপোর্ট করুক, ঐ জায়গা এতোটাই নোংরা যে, ঐ জায়গার নাম উচ্চারণ করার সাহস ইভেন কোকেরও হয় নাই।

অর্থাৎ, যতই সাপোর্ট করুক, ওরা যে ঘৃণারও অযোগ্য, ওদের দেশের নাম যে পাবলিকলি উচ্চারণ করা যায় না, সেইটা ওরা নিজেরাও জানে।

সত্য আর মিথ্যার তফাতটা যুগে যুগে এমনই ছিলো, এমনই আছে, ভবিষ্যতেও এমনই থাকবে।
এই অভিনেতাদের কে বয়কট ।.....

যারা গত একটা বছর মানুষের হাজারো টিটকারি সহ্য করেও কোকের বোতলটা দূরে সরিয়ে রেখে চলেছেন, আপনাদের সবাইকে অভিবাদন জানাই ।...........

©©©©©©©

এই খাটাশদেরকে চিনে রাখুন আর এই কোক বর্জনে নতুন করে উজ্জীবিত হোন।.......
10/06/2024

এই খাটাশদেরকে চিনে রাখুন
আর এই কোক বর্জনে নতুন করে উজ্জীবিত হোন।.......

09/06/2024

আলোচনাটি আলেম এবং রাষ্ট্রেপক্ষের সকলের মনোযোগ সহকারে শোনা দরকার।

শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আজ বারিধারা মাদরাসায় মাজলুম আলেমদের সংবর্ধনা অনুষ্ঠানে।.....

পেইজে লাইক শেয়ার করে আমাদের সাথে থাকুন ।

বন্ধ হয়ে যাওয়া এয়ার সিলেট (air Sylhet Airlines)  কি আবারো চালু হওয়া সম্ভব?....পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন...........
28/05/2024

বন্ধ হয়ে যাওয়া এয়ার সিলেট (air Sylhet Airlines) কি আবারো চালু হওয়া সম্ভব?....

পেইজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন..........

আপনি কী জানতেন Air Sylhet নামে একটি এয়ারলাইন্স ছিল?

এয়ার সিলেট পিএলসি (পাবলিক লিমিটেড কোম্পানি) ২০০৭ সালের শুরুর দিকে বাংলাদেশের সিলেট অঞ্চলের ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়।

এয়ার সিলেট এজি পূর্ণ মালিকানাধীন অস্ট্রিয়ান বিমান ছিল এবং পিলসির সহায়ক ছিল যা বার্মিংহাম বিমানবন্দর থেকে ভিয়েনায় কারিগরি বিরতি নিয়ে অমৃতসরে যাত্রী পরিবহন সেবা দিত। সৌদি আরবের জেদ্দা থেকেও এয়ার সিলেট যাত্রী নেয়ার অনুমতি ছিল।
তবে বিভিন্ন কারনে তা বন্ধ হয়ে যায়।

যারা সিলেটি দাবি করেন এবং মন থেকে নিজেকে সিলেটি মনে করেন আমরা তাদের প্রতি বিনিত অনুরোধ জানাই সিলেটিদের চাহিদা মাথায় রেখে আবার এয়ার সিলেট চালু করার জন্য।
অবশ্যই সিলেটিরা এগিয়ে যাবে, সিলেট বিরুদ্ধি দালাল ও চাটুকারদের গালে চপেটাঘাত করে।

#ꠍꠤꠟꠐ #ꠍꠤꠟꠐꠤ

16/05/2024

সিলেট আর আগের সিলেট রইছে না💔। জরুরী পোস্ট পড়েন।

একটা কাহিনী আইজে সবর লগে শেয়ার কররাম.................

আইজ সকাল ১০ টাত আমি আর আমার খালা বন্দর জাইতাম করি বারইছি বাসা তাকি বটেশ্বর সিনেমা হলর সামনে আইয়া আমরা উবাইছি গাড়ির লাগি অউ সময় একটা CNG আইছে খালি পরে আমরা উটছি গাড়িত এর একটু সামনে গিয়া আরেক জন বেটা মানুষ উটছইন সামনে দেখতে খুব ভদ্র মনে অইছে এর আরেকটু সামনে গিয়া আরেক জন উটছইন ফুয়া বয়সি কিচ্ছু না মাতিয়া ই ফুয়া পিছে আইয়া বইছে আমার গালাবায় অউ সময় আরেকজন মানুষএ জিকাইছইন বন্দর জাইবা নি কিন্তু তানরে তুলছে না
সামনে যেইন আছলা তাইন কত সময় পরে পরে কল দিরা কারে র কইরা অউ জাগাত আছি হেন তেন মাতিরা তার পরে আমরা মিরাবাজার যাওয়ার পরে ড্রাইভারে কারে কল দিয়া কর যে আইচ্ছি বেশি সময় লাগতো না তখন আমার মন অইছে যে কয়দিন আগে একটা পোস্ট পরছিলাম নতুন চক্র বারইছে তারা ফুরিন তরে টার্গেট করে কিন্তু ই সময় আমি কিতা করতাম নিজেউ বুজরাম না খালারেও কিচ্ছু কইতাম পাররাম না খালি আল্লাহরে ডাকরাম মনে মনে যেন জ্যামও পরি 🥹 নাইওরপুল পয়েন্ট ও গিয়া জ্যাম ও পরছি ওউ সময় খালার কল আইছে তাইন কইরা আমরা নাইওরপুল পয়েন্ট ও আছি ওউ সময় আমি হঠাৎ দেখি আমার গালাত যে ফুয়া ওগ্গে স্প্রে মারের গাড়িত লুকাইয়া এর পরে আমি খালারে কইছি নামও ওনও আমার তুরা দরকার কইয়াও তানরে লইয়া নামতাম গাড়ি স্টার্ট দিলাইছে আমরাও লগালগ নামি গেছি পরে গাড়ি টান দিয়া গেছে গি 🥹 কিন্তু সব তাকি বড় কথা তারা বন্দর না গিয়া অন্য রাস্তা বায় গেছে আর আমার বায়দি খুব রাগি চোখে চাইছে 🥲

বইন অকল আমার পোস্ট করার কারন অইল আমরা সবও দরকারে বারই সব একটু সচেতন থাকিও নিজ নিজ এলাকার CNG Stand তাকি গাড়িত উটিও কে খারাপ আার কে ভালা কিচ্ছু বুঝার উপায় নাই

আমার মুখ বান্দা আছিল তাও স্প্রে অকটার লাগি ১ ঘন্টার মতো আমার শরীর খারাপ আছিল 😥

(একজন আপার টাইমলাইন থেকে)..

ঢাকা সিলেট মহাসড়কের সিলেটে প্রবেশদ্বার কুশিয়ারা নদীর উপর নির্মিত শেরপুর সেতু মেরামত কাজের জন্য আগামী সাপ্তাহে যানবাহন চল...
11/05/2024

ঢাকা সিলেট মহাসড়কের সিলেটে প্রবেশদ্বার কুশিয়ারা নদীর উপর নির্মিত শেরপুর সেতু মেরামত কাজের জন্য আগামী সাপ্তাহে যানবাহন চলাচল ১৪তাঃ মঙ্গলবার থেকে ৩ দিন বন্ধ থাকবে।
সিলেট থেকে ঢাকা, ঢাকা থেকে সিলেট সরাসরি যাতায়াত করতে চাইলে সিলেট-ফেঞ্চুগঞ্জ- মৌলভীবাজার হয়ে ঢাকা, অথবা সিলেট-,সুনামগঞ্জ/,জগন্নাথপুর-রানিগঞ্জ- শেরপুর হয়ে ঢাকা যেথে পারবেন, এছাড়াও শেরপুর এসে নৌকায় নদী পেরিয়ে যেখানে খুশি যেথে পারবেন।
(Copy)........

03/05/2024

“হয়তো খেলাফত নয়তো শাহাদাত..................
মুক্ত বাতাসে এসেই হুংকার মাওলানা মামু-নুল হক সাহেব এর

#ফলো #লাইক

আলহামদুলিল্লাহ.... ❤️❤️❤️❤️❤️❤️
03/05/2024

আলহামদুলিল্লাহ.... ❤️❤️❤️❤️❤️❤️

27/04/2024
23/04/2024
23/04/2024

বৃষ্টির জন্য রবের কাছে অন্ধ হাফেজের হৃদয় ছুঁয়ে যাওয়া প্রার্থনা |।......

#ফলো #লাইক

22/04/2024

আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন, আবার যাকে ইচ্ছা হেদায়াত দান করেন৷।

কয়েকদিন আগে সিলেট থেকে বাহুবল আসার উদ্দেশ্যে (হবিগঞ্জ-সিলেট) বিরতিহীন বাস কাউন্টারে যাই। যাওয়ার পর কাউন্টারে টিকিট নেয়ার...
02/04/2024

কয়েকদিন আগে সিলেট থেকে বাহুবল আসার উদ্দেশ্যে (হবিগঞ্জ-সিলেট) বিরতিহীন বাস কাউন্টারে যাই।
যাওয়ার পর কাউন্টারে টিকিট নেয়ার সময় আমাকে রানিং বাসে সীট থাকা সত্ত্বেও পরের বাস যেটা আধা ঘন্টা পর ছাড়বে সেটার টিকিট দেয়া হয়।।

আমি যখন বললাম যে রানিং বাসে সীট ফাকা থাকা সত্ত্বেও পরের বাসের টিকিট দিলেন কেন??

উনাদের সহজ উত্তর যে বাহুবলের সীট এই বাসে নাই দেওয়া হবেনা এটা হবিগঞ্জ যে যাত্রী যাবে তাদের জন্য।
আমাকে এই বাসে যেতে হলে হবিগঞ্জের ভাড়া দিয়ে বাহুবল যেতে হবে তাহলে এই বাসের টিকিট পাব।

যাই হউক আমি তাদের কথামত ঐ বাসের টিকিট কেটে পরের বাসে গিয়েই বসলাম।। যেহেতু ঐ বাস'টা ছিল আধা ঘন্টা পরের বাস।
আর টিকিট আমি আগে কাটছি পরের বাসের। সেই প্রসঙ্গক্রমে আমি বাসের সামনের সীটে বসলাম চিরাচরিত নিয়ম অনুযায়ী।

কিন্তু বাসের কন্টাকদার এসে আমাকে বাসের একদম শেষে বাম্পায়ারের আগের সীটে বসতে বললো।

আমি এই নিয়ে কন্টাকদারের সাথে অনেক তর্কাতর্কি করেছি বলতে পারেন হাতাহাতি বাকি ছিল তর্কাতর্কির লিমিটেশনটা।।

বললাম আপনারা রানিং বাসের টিকিট দেন নাই। হবিগঞ্জের যাত্রীর জন্য, পরের বাসের টিকিট দিলেন তাও মানলাম। এখন এই বাসের সীট দিয়ে বলেন একদম শেষে বসব এসবের কারণ কি??
উনাদের কথা বাসে নাকি সীট বরাদ্ধ থাকে ( বাহুবল, পানিউমদা, দিগাম্বর, শেরপুর, আউশকান্দি) এসব জায়গায় যারা নামবে তাদের সীট পেছনে এবং এসব প্যাসেঞ্জারের সীট সীমিত।।

পরে টিকিট কাউন্টারে আসলাম এই বিষয়ে কথা বলতে কিন্তু কাউন্টারে গাড়ির ড্রাইভার আমার টিকিট রেখে আমার টাকা বেক করে দিচ্ছে আর বলতেছে আপনি আধা ঘন্টা ধরে ভেজাল করতেছেন আপনি অন্য যে বাসে পারেন চলে যান।। এখানেও অনেক তর্কাতর্কির পর অবশেষে রানিং বাসে হবিগঞ্জ এর ভাড়া দিয়ে বাহুবল আসলাম।

আমি তাদের উপরের ঘটনার সব কিছু মেনে নিয়েছি, তারপর এই রানিং বাসে সব সিট ফিলাপের পরও দেখতেছি যাত্রী উঠাচ্ছে তো উঠাচ্ছেই।
শুধু বলে পিছনে জায়গা আছে যাত্রী তুলতে তুলতে তারা এক বিন্দু পরিমাণ জায়গা বাকি রাখে নাই। বাসের ইঞ্জিনে একদম ভরপুর (সেটার ছবি এবং ভিডিও তাৎক্ষণিক সংরক্ষণ করে রেখেছিলাম)

কথা হচ্ছে তারা যাত্রী সীট হওয়ার পর ও দাঁড়িয়ে যাত্রী তুলে একদম দম বন্ধ করে দেয়ার উপক্রম করে পেলে।

কিন্তু কেন ভাই তারা কি আমাদের কাছ থেকে টাকা কম নেয়??? দাঁড়িয়ে যারা আসে তাদের কাছ থেকেও সেইম ভাড়া রাখে।।
তার উপর সেই গাড়ি এত স্পীডে আসছে শ্যামলী বাসও অভার-টেক করে আসলো।
গাড়ি ভর্তি এত যাত্রী রেখে দাঁড়ানে অবস্থায় মহিলা সহ এমন বেপরোয়া গতিতে গাড়ি এইভাবে চালানো কতটা বাঞ্জনীয় সেটা আমার বোধগম্য নয়।।।

এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, হবিগঞ্জ-সিলেট বাস স্টাফ এবং চালকদের এমন হয়রানী তাদের এমন অমানুষিক আচরণ আপনারা কি সারাজীবন মাথা পেতে নিবেন নাকি এদের বিরুদ্ধে শক্ত অবস্থান করে এদের বয়কট করবেন এখন সেটা আপনারা চিন্তা করে দেখেন।।

আমার ফ্রেন্ডলিষ্টের প্রত্যেকটা মানুষ যারাই হবিগঞ্জ- সিলেট বিরতিহীন বাসে উঠছেন এটা আপনার আমার সাথে প্রত্যেকদিনের নিত্য দিনের ঘটনা।

আমাদের একটাই দাবী এদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়া হয়তো এদের বয়কট করতে হবে নতুবা এই হবিগঞ্জ সিলেট রোডে অন্য সমিতির বাস যোগ করতে হবে।।

নয়তো এরা আরও বেপরোয়া হয়ে উঠবে আমাদের যাত্রীদের মানুষ বলে মনে করবেনা, এই রোডে সমিতি এই একটা বলেই এরা এত ক্ষমতা আর সাহস দেখায়।।

আমার আইডিতে ফ্রেন্ড কম যার জন্য হয়তো এই স্ট্যাটাস টা ভাইরাল হবেনা সবাই দেখবেনা এবং লিষ্টে কয়েকজন সাংবাদিক ও আছেন ।। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ স্ট্যাটাস টা শেয়ার বা কপি করে প্রত্যেকের মাঝে ছড়িয়ে দিন যাতে সবাই দেখতে পায় এবং এদের বিরুদ্ধে সবাই রুকে দাঁড়ায় এদেরকে সবাই বয়কট করে।

আমাদের দাবি যেগুলা সেইগুলো হল।

১/শেরপুর,আউশকান্দি,পানিউমদা,পুটিজুরি,বাহুবল,মিরপুরের যাত্রী যারাই আসুক না কেন যে আগে আসবে সেই আগে বসবে এবং ভাড়া প্রত্যেক জায়গার যত তত করেই নিতে হবে এবং যাত্রীদের সাথে ভালো ব্যবহার করতে হবে।

২/ হবিগঞ্জের যাত্রীদের সামনে বসা এমন কোটা প্রত্যাহার করতে হবে।

৩/ সীট ব্যতীত অধিক যাত্রী নেওয়া (দাঁড়িয়ে যাত্রী নেওয়া) এই সিস্টেম বন্ধ করতে হবে।..........

আমাদের এই তিনটা দাবি সফল না হলে এদের বিরুদ্ধে আমরা বয়কট ঘোষণা করব।। প্রয়োজনে আরও অনেক বাস আছে সেসব বাসে যাতায়াত করব। তবুও এদেরকে না বলব✊✊✊
Md Ataur Moklesur Rahman

শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন ........

 #ফ্রি_দিলেও_খাবোনা  ইনশাআল্লাহ 💪পাক্কা নিয়ত করে ফেলি সবাই।......দাম ১০ টাকা কমুক আর ৫০ টাকা কমুক খাবোনা ইনশাআল্লাহ  💪পে...
10/03/2024

#ফ্রি_দিলেও_খাবোনা ইনশাআল্লাহ 💪
পাক্কা নিয়ত করে ফেলি সবাই।......
দাম ১০ টাকা কমুক আর ৫০ টাকা কমুক খাবোনা ইনশাআল্লাহ 💪

পেইজে লাইক শেয়ার করে আমাদের সাথে থাকুন ।

মাশা আল্লাহ..... বিশ্ব ইজতেমা
03/02/2024

মাশা আল্লাহ..... বিশ্ব ইজতেমা

30/01/2024

মুফতি আরিফ বিন হাবিব হাফিঃ ২/৩/৪ এ ফেব্রুয়ারী ২৪ ইং টঙ্গী বিশ্ব ইজতেমা সফলের আহবান জানিয়েছেন !.......
শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন ।

26/01/2024

শিক্ষা ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায়....
মুফতি আলী হাসান উ-সা-মা সাহেব ।

পেইজে লাইক শেয়ার করে আমাদের সাথে থাকুন ।

বিকাশের বিকল্প ইজি মোবাইল ব্যাংকিংয়ের অপশন আমাদের সামনে আছে। বেশি না, কেবল আজকের দিনের ভিতরই লাখের মত গ্রাহক যদি বিকাশ থ...
22/01/2024

বিকাশের বিকল্প ইজি মোবাইল ব্যাংকিংয়ের অপশন আমাদের সামনে আছে। বেশি না, কেবল আজকের দিনের ভিতরই লাখের মত গ্রাহক যদি বিকাশ থেকে তাদের সকল টাকা উত্তোলন করে ফেলে এবং হাজার খানেক ব্যবসা প্রতিষ্ঠান তাদের লেনদেন মাধ্যম থেকে বিকাশকে সরিয়ে দেয়, তবে এই ঘটনাই বিকাশের মত প্রতিষ্ঠানকে বিরাট একটা ধাক্কা দিবে।

আর ধারাবাহিকভাবে যদি এই বয়কট প্রক্রিয়া চলতেই থাকে, তবে আশা করি তারা প্রকাশ্য ক্ষমা চাইতে কিংবা গোজামিল দিয়ে হলেও কোন স্টেটমেন্ট দিতে বাধ্য হবে। তাদের জমিদারি স্বভাবে কিছুটা হলেও নতি স্বীকারের আচরণ দেখা যাবে।

তাই আসুন! বয়কটের আওয়াজ ও আহবানকে আরো জোরদার করি, ছড়িয়ে দিই এবং নিজেরা বাস্তবায়ন করি ।।।।।.........

Iftekhar Sifat

21/01/2024

ইত্তেহাদুল উলামা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত তাফসীরুল কুরআন মহা সম্মেলন ।

আলোচনায় - মুফতি আলী হাসান উ-সা-মা সাহেব ।

পেইজে লাইক শেয়ার করে আমাদের সাথে থাকুন ।

21/01/2024

আলোচনায় - মুফতি আলী হাসান উ-সা-মা সাহেব ।

তুমি থেমে গেছ কারণ তুমি এমন কিছু দেখেছো যা তোমার হৃদয় ছুঁয়ে গেছে ❤️উনি কে চিনতে পারছেন ।........পেইজে লাইক দিয়ে সাথে থ...
17/01/2024

তুমি থেমে গেছ কারণ তুমি এমন কিছু দেখেছো যা তোমার হৃদয় ছুঁয়ে গেছে ❤️

উনি কে চিনতে পারছেন ।........

পেইজে লাইক দিয়ে সাথে থাকুন 🥰 🥰

11/01/2024

আসসালামু আলাইকুম
|
|
পেইজে লাইক দিয়ে সাথে থাকুন

08/01/2024

°লোভের কারণে পুরুষ হারায় ব্যক্তিত্ব,
নারী হারায় সতীত্ব,
নেতা হারায় নেতৃত্ব,
আলেম হারায় অস্তিত্ব |

Address

Sylhet
Sylhet
3100

Telephone

+8801612497080

Website

Alerts

Be the first to know and let us send you an email when MAK TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MAK TV:

Videos

Share

Category



You may also like