Rof Rof Islamic Media

Rof Rof Islamic Media Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rof Rof Islamic Media, TV Channel, Muktarpur, Chotul Bazar. Kanaighat, Sylhet.

এক ব্যক্তি জঙ্গলে হাটছিলেন। হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে। তিনি প্রাণ ভয়ে দৌঁড়াতে লাগলেন। কিছু দূর গিয়ে একটি পানি ...
10/06/2022

এক ব্যক্তি জঙ্গলে হাটছিলেন। হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে। তিনি প্রাণ ভয়ে দৌঁড়াতে লাগলেন। কিছু দূর গিয়ে একটি পানি হীন কুয়া দেখতে পেলেন। তিনি চোখ বন্ধ করে দিলেন ঝাঁপ।পড়তে পড়তে একটি ঝুলন্ত দড়ি দেখে খপ করে ধরে ফেললেন এবং এই অবস্থায় ঝুলে রইলেন। ওপরে চেয়ে দেখলেন, কুয়ার মুখে সিংহ টি তাকে খাবার অপেক্ষায় দাড়িয়ে আছে। নিচে চেয়ে দেখলেন, বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে। বিপদের উপর আরও বিবদ হিসেবে দেখতে পেলেন, একটি সাদা ইঁদুর আর একটি কালো ইঁদুর তার দড়ি টি একটু একটু করে ছিঁড়ে ফেলতে চাইছে। এমন হিমশিম অবস্থায় কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। তখন হঠাৎ তার সামনে কুয়ার সাথে লাগোয়া গেছে একটি মৌচাক দেখতে পেলেন, তিনি কি মনের করে, সেই মৌচাকের মধুতে আঙ্গুল ডুবিয়ে তাই চেটে দেখলেন। সেই মধুর মিষ্টতা এতটাই মোহনীয় ছিল যে, তিনি কিছু মুহূর্তের জন্য ওপরে গর্জন রত সিংহ,
নিচে হ্যা করে থাকা সাপ
আর দড়ি কাঁটা ইঁদুরদের কথা ভুলে গেলেন। ফলে তার বিপদ আরও অবশম্ভাবি হয়ে দাঁড়ালো। 🥺

পারসের বিখ্যাত দার্শনিক ইমাম গাঁজালি এই কাহিনীটির অত্যন্ত
চমৎকার ভাবে ব্যাখ্যা করেছেন।
🌹এই সিংহ টি হচ্ছে আমাদের মৃত্যু, যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে।
😔
সেই সাপ টি হচ্ছে রূপক ভাবে কবর, যা আমাদের অপেক্ষায় আছে।
😭
দড়ি টি হচ্ছে আমাদের জীবন, যাকে আশ্রয় করেই আমাদের বেঁচে থাকা।

সাদা ইঁদুর হলো দীন, আর কালো ইঁদুর হলো রাত, যারা প্রতিনিয়ত ধরে ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে।
আর সেই মৌচাক হলো দুনিয়া, যার স্বাদ আর মিষ্টিতার মোহে পড়ে এই চতুর মুখী ভয়ানক বিপদের কথা এবং আমাদের জীবন মৃত্যুর আসল উদ্দেশ্য ই আমরা ভুলে যাচ্ছি

বইঃ ম্যাসেজ

08/06/2022

নদী আর সমুদ্রে ভাটা আছে, চাঁদের আছে অমাবস্যা। বসন্তের আগে গাছগুলো পার করে পাতা-ঝরা সময়। এমনকি তেজস্বী সূর্যেরও গ্রহণ লাগে।
আর, আপনি কী-না ভাবছেন আপনার জীবনে কোন উত্থান-পতন থাকবে না? একইভাবে কেটে যাবে গোটা জীবন?
ভাটা নদী আর সমুদ্রে জোয়ারের উপলক্ষ তৈরি করে। অমাবস্যা আছে বলেই পূর্ণিমার এতো কদর! পাতা-ঝরার মুহূর্তগুলোতে গাছেরা প্রস্তুত হয় বসন্ত-বরণের জন্য। গ্রহণ তীব্র করে তোলে আমাদের জীবনে সূর্যের প্রয়োজনীয়তা।
একইভাবে, আপনার জীবনের দুঃখ-জর্জরিত সময়গুলোকে সুখের সময়ের জন্য প্রস্তুতি হিশেবে গ্রহণ করুন। দুঃখ আপনাকে ভাঙতে আসে না, জীবনে একটা সুন্দর আকৃতি দিতে আসে।
- আরিফ আজাদ

06/06/2022

- অতএব, তারা সামান্য হেসে নিক ❤️
- এবং তারা তাদের কৃতকর্মের বদলাতে ❤️
- অনেক বেশি কাঁদবে ❤️

- সূরা: আত-তাওবাহ ❤️
- আয়াত : ৮২ ❤️

05/06/2022

...কোনো এক রাতে কুরআনুল কারীমের অক্ষরগুলো উঠিয়ে নেয়া হবে। সকালে মানুষ কোরআন শরীফ খুলে দেখবে পৃষ্ঠাগুলো খালি পড়ে আছে, কালির একটি অক্ষরও নেই সেখানে।
তড়িঘড়ি করে সবাই ঐ সকল লোকদের কাছে ছুটে যাবে যাদের কোরআন মুখস্থ। কিন্তু তারা অনেক চেষ্টা করেও একটি আয়াতও স্মরণে আনতে পারবে না।.............
সুনানে দারেমী হাঃ নং ৩২০৯
এ দৃশ্য দেখে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে তওবা করতে থাকবে, বেঈমানের দলেরা ঈমান আনতে থাকবে।
কিন্তু তাদের তওবা ও ঈমান আল্লাহ কবুল করবেন না।
এ মর্মে আল্লাহ তায়ালা সূরা আনআমের ১৫৮ নং আয়াতে বলেন।......لا يَنفَعُ نَفسًا إيمٰنُها لَم تَكُن ءامَنَت مِن قَبلُ أَو كَسَبَت فى إيمٰنِها خَيرًا.......
সেদিন এমন কোন ব্যক্তির ঈমান তার জন্যে ফলপ্রসূ হবে না, যে পূর্ব থেকে ঈমান আনয়ন করেনি কিংবা স্বীয় ঈমান অনুযায়ী সৎকর্ম করেনি।
(সূরা আনআম-১৫৮)।
আল্লাহ আমাদের সবাইকে ইমান এর সহিত কবরে যাওয়ার তাওফিক দান করুন,
আপনার খাস গোলাম হিসেবে আমাদের সবাইকে কবুল করেন।
-আমিন❤

05/06/2022

নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই ভাই। কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ- মীমাংসা করে দাও। আর তোমরা আল্লাহকে ভয় কর, আশা করা যায় তোমরা অনুগ্রহপ্রাপ্ত হবে।

আল-হুজুরাত (আয়াতঃ১০)

04/06/2022

সকল মুসলমানদের উচিত একে অপরের জন্য দোয়া করা। এতে করে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। আপনার দোয়া কবুল হবে কি,না জানিনা কিন্তু ফেরেশতারা মাসুম গুনাহ্ মুক্ত আপনার জন্য ফেরেশতাদের দোয়া ঠিকই কবুল হবে। আমরা সকলের জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ।

04/06/2022
03/06/2022

হে মানব!"
তোমরা অহংকারে মানুষকে তুচ্ছ করো না!
এবং পৃথিবীতে অহংকার করে চলো না!
নিশ্চয়ই আল্লাহ দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না।

{সূরা লোক'মান:-১৮}

02/06/2022

ফোরাত নদীর পানি শুকিয়ে যাচ্ছে,এবং এ নিয়ে
নাসার গবেষকেরা খুবই চিন্তিত৷
হযরত আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত, হযরত মোহাম্মাদ সঃ বলেছেন, অদূর ভবিষ্যতে ফোরাত
নদী সোনার ভান্ডার উন্মুক্ত করে দেবে, সে সময় যারা ওখানে উপস্থিত থাকবে তারা যেনো তা থেকে কিছুই গ্রহন না করে৷
(সহীহ বুখারী, খন্ড ৬, পৃষ্ঠা ২৬০৫)

প্রিয় নবিজী সঃ আরো বলেন,সেই পর্যন্ত কেয়মত সংঘটিত হবে না, যতক্ষন না ফোরাত নদী থেকে
স্বর্নের পাহার বের হবে৷ তার জন্য মানুষ যুদ্ধ করবে, প্রতি একশো জনে নিরানব্বই জন মারা যাবে, যারা জীবিত থাকবে, তারা ভাববে বোধহয় একা আমিই জীবিত আছি৷
(সহীহ মুসলিম,খন্ড ৪, পৃষ্ঠা ২২১৯)

১২/২/২০১৩এ একটা রিপোর্টে নিউইয়র্ক টাইমস বলেছে, নাসার গবেষকেরা এবং ক্যালফোর্নিয়া ইউনিভার্সিটি লক্ষ করছে, গত ১০বছরে ১১৭লক্ষ একর খাদের পানি শুকিয়ে গেছে৷
অর্থাত এই নদীর পানি শুকানোটা হচ্ছে কেয়ামতের কয়েকটি আলামতের মধ্যে অন্যতম একটি আলামত৷

ওহে মুসলিম তুমি ঘুমাচ্ছো কেনো?
তোমার কি এখনো সময় হয়নি তোমার প্রভুর ডাকে সাড়া দেওয়ার।

ইয়া রাব্বুল আলামিন আমাদের সকলকেই ইসলামের সঠিক বুঝ দান করুন।
আমিন 🤲🤲

01/06/2022

🌠محبوب الله
الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين
যারা স্বচ্ছলতায় ও অভাবের সময় ব্যয় করে যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে আল্লাহ সৎকর্মশীলদের কে ভালোবাসেন।

30/05/2022

🌠ঈমানের উদ্দেশ্য দুইটি।
🎀দিলের একীন সহীহ করা
অর্থাৎ দিলের মধ্যে এই দুটি কথাকে দৃঢ়ভাবে বসানো যে
১/মাখলুক আল্লাহর হুকুম ছাড়া কিছুই করতে পারে না।
সে যা কিছু করে আল্লাহর হুকুমে করে অর্থাৎ
আগুন ততক্ষণ পর্যন্ত পুড়াতে পারবে না যতক্ষণ না আল্লাহ তাআলার হুকুম হয়
পানি ততক্ষণ পর্যন্ত ঢুবাতে পারবেনা যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলার হুকুম হয়
হাইড্রোজেন নাইট্রোজেন পারোমানিক কোন বোমা কতক্ষণ পর্যন্ত বিস্ফোরিত হবে না যতক্ষণ না আল্লাহ তাআলার হুকুম হয়
ক্ষিপ্র গতিতে বের হওয়া বুলেট ততক্ষণ পর্যন্ত আমার শরীরে লাগবে না যতক্ষণ পর্যন্ত না আল্লাহতালা রকম হয়
লাগার পরেও ততক্ষণ পর্যন্ত মৃত্যু হবে না যতক্ষণ না আল্লাহ তাআলার হুকুম হয়
সমগ্র পৃথিবী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেও আমার কিচ্ছু করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তায়ালার হুকুম হয়

২/ আল্লাহ তায়ালা মাখলুক ছাড়া সবকিছু করতে পারেন
🎀কারণ দিলের একিন সহীহ না করলে আল্লাহর হুকুম কঠিন মনে হবে। আর যদি দিলের এক্বিন সহীহ হয়ে যায় তবে হুকুমে এলাহী পালন করা সহজ হয়ে যাবে।

২,তরীকার এক্বীন সহীহ করা
(,,, দিলের এক্বিন এবং তরীকার এক্বীন যদি সহীহ না হয় তবে সুখ-শান্তির সব সবব থাকা সত্ত্বেও জীবনে সুখ থাকবে না শান্তি থাকবে না। আর যদি এই দুইটি জিনিস সহি হয়ে যায় তবে হাজারো দুঃখের মধ্যে থেকেও মনের মধ্যে শান্তি থাকবে।)
,,, এই দু এক্বীনের মানে হলো অন্তরের মধ্যে এই বিশ্বাসকে দৃঢ় করতে হবে যে আল্লাহ তাআলার হুকুম এবং নবীর তরিকার মধ্যেই দুনিয়া ও আখেরাতের শান্তি সফলতা।
২, তরিকার একীন সহীহ করা
( মুসলমানের কাছে তার সবচেয়ে বড় সম্পদ এমনকি জীবনের থেকেও বড় দামি বস্তু হল ঈমান। আল্লাহ তাআলা মুমিনকে তার ঈমানের উপর ৪টি পুরস্কার দেওয়া ওয়াদা করছেন।)
ঈমানের এই উদ্দেশ্য হাসিল করার জন্য তিনটা কাজ করতে হবে।
সহি একীন ও সহীহ তরীকার
১,দাওয়াত দিতে হবে
২,এর মশক করতে হবে
৩,দুআ করতে হবে।
🌠 নামাজের উদ্দেশ্য হলো
,,,সমস্ত হাজত সরাসরি আল্লাহর কাছ থেকে পূরণ করার যোগ্যতা অর্জন করা
🎗️ এই উদ্দেশ্য অর্জন করার জন্য‌ও ঐ কই কাজ
,,,,,দাওয়াত

,,,,মশক
,,মশকের লাইন 2 টি
, জাহেরী
, বাতেনী
,,,,দোয়া
🌠 ইলিম ও জিকর
🎗️ ইলিমের উদ্দেশ্য হইল
,,, আল্লাহ তাআলাকে চিনা
🎗️ জিকিরের উদ্দেশ্য হলো
,,, আপন জিন্দেগীর মধ্যে এহসান পয়দা করা
🌠 একরামুল মুসলিমিন এর উদ্দেশ্য হলো
,,, আপন জিন্দেগীর মধ্যে নবী ওয়ালা আখলাক পয়দা করা এবং আপন আমল কে হেফাজত করা
🌠 সহি নিয়ত এর উদ্দেশ্য
,,,আহকামে এলাহী তথা সমস্ত আমল শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করা
🌠 দাওয়াত ও তাবলীগের উদ্দেশ্য
,,, নিজের এবং গোটা উম্মতে মুসলিমার ঈমান এক্বিন এবং আমল সহী করা

30/05/2022
26/05/2022

আসসালামু আলাইকুম।
কেমন আছেন

ইসলাহে নাফস অর্থাৎ আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা বর্ণনাতীত। আমরা শ্রেষ্ঠ জাতি, আমাদের অন্তরাত্মা শ্রেষ্ঠ হবার কথা; কিন্তু আজ প...
06/03/2022

ইসলাহে নাফস অর্থাৎ আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা বর্ণনাতীত। আমরা শ্রেষ্ঠ জাতি, আমাদের অন্তরাত্মা শ্রেষ্ঠ হবার কথা; কিন্তু আজ পুরো বিপরীত। পঁচে গেছে আমাদের অন্তর। নাফস আজ পুরোটা মানুষের ক্ষতি বা গীবত নামক ক্যান্সারে আক্রান্ত। কোথাও দু-থেকে চারজন বসলেই অন্যের বিরুদ্ধে কথা বলাটাই আজকের ফ্যাশন। অমুকের-তমুকের বাতচিত আজকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আমাদের নাফস আজ রবের শৃঙ্খল থেকে বেরিয়ে শয়তানের প্ররোচনায় চলতে শুরু করেছে।

মানুষের ইমান এবং ইসলামকে সুন্দর করার মাধ্যম হলো তাসাউফ ও তাযকিয়া। অাহমিকা, পরনিন্দা, গীবত আমাদের পেয়ে বসেছে। কারণ একটাই, আমরা নিজেরা নিজেদের উত্তম ও বড় ভাবতে শিখেছি। তাসাউফ তাযকিয়া চর্চা বা বুজুর্গদের সুহবত একমাত্র আমাদের আত্মশুদ্ধির পাথেয় হতে পারে।

কঠিন এই সময়ে আমাদের মুর্শিদ শায়খ দুর্লভপুরি হাফিযাহুল্লাহ-এর খানকাহ দুর্লভপুর জামে মসজিদে আগামি ১০ ই মার্চ বৃহস্পতিবার ইসলাহি মাজলিস অনুষ্ঠিত হবে। আসুন আমরা সবাই অংশগ্রহন করে নিজেদের সংশোধন করার কাজে নিয়োজিত রাখি। সমাজ সংশোধনে সবচেয়ে বড় কাজ নিজেরা সংশোধন হওয়া৷ বুজুর্গদের সুহবত আমাদের কঠিন এই কাজের সহায়ক হবে ইনশাআল্লাহ।

01/04/2021
06/02/2021

শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। ২০২১ সালে
আলোচকঃ আল্লামা নুরুল ইসলাম ওলীপুরি দা.বা.

আল্লামা মুশাহিদ বায়মপুরী রাঃ যখন দারুল উলুম কানাইঘাট মাদ্রাসার মুহতামিম ছিলেন তখনকার বাৎসরিক জলসার পোস্টার!স্মৃতি হিসেব...
25/01/2021

আল্লামা মুশাহিদ বায়মপুরী রাঃ যখন দারুল উলুম কানাইঘাট মাদ্রাসার মুহতামিম ছিলেন তখনকার বাৎসরিক জলসার পোস্টার!স্মৃতি হিসেবেই রেখে দিলাম।

07/12/2020

দেশের বিরাজমান পরিস্থিতির দায় কার?সরকারের চাওয়া কী? ভাস্কর্য ইস্যুর সমাধান কবে হবে? ইসলামী মাহফিলের পেন্ডাল পুড়িয়ে দেওয়া কোন দেশের সভ্যতা? আমিতো মৌলবাদী এটা নিশ্চিত, আমার দরকার হবে কখনো আপনাদের? সরকার কোন পথে হাঁটছে? আমরা কোন পথে যাবো?

কত শত প্রশ্নের সম্মুখে দাঁড়িয়ে আছে দেশ। ইমানের প্রশ্নে আপস হবার কোনো চিন্তা করা যায় না। মানব ভাস্কর্য হয়তোবা শক্তি দিয়ে অতীতে নির্মিত হয়েছে এবারো নির্মিত হবে। কিন্তু আমি নাজায়েজ বলতে বলতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবো। উস্কানিমূলক পরিস্থিতি কখনো ইসলাম সমর্থন করে না। আজও বলছি ভবিষ্যতেও বলবো।

আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি দেশের জন্য। আমি বঙ্গবন্ধুকে ভালোবাসতে গিয়ে ইমান বহির্ভুত কোনো কাজে সমর্থন দিবো না। দাওয়াত দিচ্ছি সকল বঙ্গবন্ধু প্রেমিকদের। ভাস্কর্য স্থাপন ইসলাম সমর্থন করে না। কবুল করা না করা আপনার বিষয়। কাল হাশরে বলতে পারবো দাওয়াত দিয়েছি। কিন্তু তারা গ্রহণ করে নি।

দায় নেই আমার। শক্তি নেই আমার। আমি বলি সব কথা শেষ প্রহরে খোদার তরে। তুমি মুক্তি দাও আমাদের সবগুলো সমস্যা থেকে। আল্লাহ সর্বোচ্চ ক্ষমতার অধিকারী।

04/12/2020

সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া ভাস্কর্য নিয়ে আন্দোলন পরবর্তীতে এটাকে কেন্দ্র করে যুবলীগের দেশব্যাপী ঢালাওভাবে আ....

04/09/2020

জমিয়তে তালাবা বাংলাদেশ কানাইঘাট পৌরশাখার অন্তর্গত ৬ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অধিবেশন ও কর্মী সম্মেলন সম্পন্ন। .....

শায়খ আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী হাফি.। নমুনায়ে শায়খুল ইসলাম বায়মপুরী, মুসলিম জাতিসত্ত্বার অতন্দ্রপ্রহরী, ইখলাস ও লিল্...
02/06/2020

শায়খ আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী হাফি.।

নমুনায়ে শায়খুল ইসলাম বায়মপুরী, মুসলিম জাতিসত্ত্বার অতন্দ্রপ্রহরী, ইখলাস ও লিল্লাহিয়্যাতের জীবন্ত প্রতিচ্ছবি, আসলাফ ও আকাবিরের সঠিক উত্তরসুরী।তিনি আমাদের আলোকের দিশারী, ইলমে নববীর চলন্ত সোপান। আল্লাহর আনুগত্যে অটল,হকের উপর অবিচল,দুনিয়ার প্রতি অনাসক্ত, খোদাভীরু এক বিরল ব্যক্তিত্ব। তিনি নি:সন্দেহে আল্লাহর একজন ওলী। তিনি অনন্য যোগ্যতা ও প্রতিভার অধিকারী ইলমী জগতের একজন মান্যবরেষু মনিষী। ইলমে নববীর প্রতিটি শাখায় রয়েছে তাঁর দীপ্তিময় পদচারণা। তিনি বিজ্ঞ ও প্রাজ্ঞ রাজনীতিবিদ। তাঁর মতো সমজদার রাজনীতিক বাংলাদেশে নেই বললেই চলে।প্রচলিত রাজনীতিতে তাঁর আগ্রহ কম হলেও রাজনীতির মারপ্যাঁচ খু্ব ভালোভাবেই বুঝেন। তিনি আপসহীন। বাতিলের কাছে শির নত না করা এক ক্ষণজন্মা বীর। মুসলিম নামধারী যে সকল জিন্দিক মুসলমানের ঈমান-আকিদা বিনষ্ট করে সেই সাথে মিশিয়ে দিচ্ছে তাদের রচিত মনগড়া মতবাদ, তাদের বিরুদ্ধে বুক টান করে দাঁড়ানো এক সংগ্রামী মহাপুরুষ তিনি।
তিনি ইলমে নববীর আকাশে এক উজ্জ্বল নক্ষত্র। মেধায়, মননে, প্রজ্ঞায়, সুন্দর ও সৌন্দর্যের অনুশীলনে এক অসামান্য ধ্রুপদী। তিনি বিনয়ী, ধীর-স্থির এবং নিষ্কলুষ আখলাকে কারীমার অধিকারী। কাছের-দূরের, শত্রু-মিত্র নির্বিশেষে সকলেই তাঁর ইলমী গভীরতার অকুন্ঠ সমর্থনকারী। হাদিস, তাফসীর ও ফিকহসহ অনেক শাস্ত্রের তিনি সুযোগ্য পণ্ডিত। তাঁর ইলমী গভীরতা ও পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে শায়খুল ইসলাম বায়মপুরী রাহি. তাঁকে ছাত্র জীবনেই দারুল উলুম কানাইঘাটের শিক্ষক হিসেবে নিয়োগ দেন। মিশকাতে পড়তেন,জালালাইন পর্যন্ত পড়াতেন--এমন ঘটনা বাংলাদেশে বিরল।
তিনি একজন সুযোগ্য শিক্ষক।ক্লাসের পড়াকে ছাত্রের উপলব্ধির কাছে সুখপাঠ্য করে তুলতে শিক্ষকের মধ্যে পাঠদান শক্তির নৈপুণ্য থাকতে হয়। শায়খের মধ্যে সেই নৈপুন্যশক্তি পুরো মাত্রায় বিরাজমান। ফুল তার গন্ধে,নক্ষত্র তার আলোতে যেমন স্বমহিমান্বিত, শায়খে দুর্লভপুরী তেমন তাঁর পাঠদান নৈপুন্যে স্বপ্রতিভ।শায়খকে আমি খুব কাছে থেকে দেখেছি/দেখছি; তাঁর মন-মানসিকতা উচ্চ-চিন্তাশীলতায় ভরপুর।তাঁর জ্ঞানীয় উপলব্ধি খুবই যৌক্তি,শৈল্পিক। ছাত্রের মনের ভাবনাকে জাগিয়ে তোলার আপ্রাণ প্রয়াস থাকে তাঁর পাঠদানে। মতনের মূলভাব বোঝাতে আঁকারে ভাবের দারুণ মুন্সিয়ানা দেখানোর মতো বিরল যোগ্যতার অধিকারী। ইবারতের সাবলীল ও প্রাঞ্জল অনুবাদে তিনি অনন্য।কোন শুভক্ষণে তাঁর জন্ম হয়েছিল, ঠিক তা জানি না।তবে ধারণা করছি নিসর্গ তাঁকে উদার হস্তে পৃথিবীর বুকে ধারণ করেছিল নিশ্চয়।কারণ,বিদ্যাবুদ্ধি সম্পন্ন গুণীজনকে নিসর্গ এভাবেই বরণ করে। তিনি আমার শায়খ, আমার উস্তায। তাঁর কাছে আমি মিশকাত পড়েছি ,আরো অনেক পড়তে চাই।
রাব্বে কারীমের নিকট করজোড়ে জানাই মিনতি ; অনন্য বহুমুখী প্রতিভার অধিকারী মানুষটাকে আমার মধ্যে বাঁচিয়ে রাখুন হাজারটা বছর।

Address

Muktarpur, Chotul Bazar. Kanaighat
Sylhet
3181

Telephone

+8801740198095

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rof Rof Islamic Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rof Rof Islamic Media:

Videos

Share

Category



You may also like