Green Sylhet

Green Sylhet Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Green Sylhet, TV Channel, Shah Paran, Sylhet.

01/09/2024

বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বক্তব্য:
“শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মন জয় করুন। জনগণের ভালোবাসা অর্জন করুন।”

-তারেক রহমান
১ সেপ্টেম্বর ২০২৪, রবিবার

#বিএনপি #প্রতিষ্ঠা_বার্ষিকী #তারেক_রহমান

30/08/2024

হযরত শাহপরান (রা) মাজারে উন্নয়ন মূলক সরকারি কাজের মালামাল লুটপাট অনিয়ম নিয়ে যারা দুর্নীতি করছেন তাদের বিরুদ্ধে সোচ্চার স্থানীয় এলাকাবাসী এবং ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব দেলোয়ার হোসেন নাদিম। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সবাইকে সাথে থাকার আহবান করছেন।

26/08/2024

LIVE- জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস...

26/08/2024

বাসা থেকে আশাহত ইনুকে গ্রে’ফতার করা হয় যেভাবে….

25/08/2024

রাজু ভাস্কর্যের অভিমুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
আনসারদের জবাব দেবার এখনি সময় !! ✊

25/08/2024

হ'ঠাৎ ফেইসবুক লাইভে এসে যা বললেন সদ্য সাবেক সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী....!

23/08/2024

ফেনী যেন এক ডুবন্ত নগরী! | Feni Flood 2024 | Drone View |

09/08/2024

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন বা অন্য কোন প্রচারণায় মাননীয় প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার নিষিদ্ধ করা হলো।
- প্রধান উপদেষ্টার কার্যালয়!

08/08/2024

প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতির উদ্দেশে যে বার্তা দিলেন | Dr. Yunus Speech | Green Sylhet

#প্রধান_উপদেষ্টা

08/08/2024
14/01/2024

Ratargul Swamp Forest | Ratargul Sylhet | রাতারগুল সিলেট | রাতারগুল জলাবন

রাতারগুল · স্থান. সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত

রাতারগুল জলাবন সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত বাংলাদেশের একটি মিঠাপানির জলাবন। একসময় বাংলাদেশের একমাত্র জলাবন হিসেবে মনে করা হতো রাতারগুলকে। তবে পরবর্তীতে জুগিরকান্দি মায়াবন, বুজির বন ও লক্ষ্মী বাওড় জলাবন নামে আরও জলাবন বাংলাদেশে খুঁজ মিলে। পৃথিবীতে মিঠাপানির যে ২২টি মাত্র জলাবন আছে, “রাতারগুল জলাবন” তার মধ্যে অন্যতম। উইকিপিডিয়া

#রাতারগুল_সিলেট #রাতারগুল_জলাবন #রাতারগুল #সিলেট #জলাবন

12/01/2024

চুনারুঘাটে লক্ষ জনতার সামনে বিজয়ের ভাষণ দিলেন ব্যারিস্টার সুমন Barrister Suman News l Election 2024

#চুনারুঘাটে_লক্ষ_জনতার_সামনে_বিজয়ের_ভাষণ_দিলেন_ব্যারিস্টার_সুমন

30/12/2023

I am তো অবাক 😱 | সিলেটের ভাইরাল রিক্সা চালক | Green Sylhet

#সিলেটের_ভাইরাল_রিক্সা_চালক #সিলেটের_ভাইরাল #সিলেট #ভাইরাল

07/11/2023

মেয়র হিসেবে শেষ বক্তব্য রাখছেন জনতার মেয়র আরিফুল হক চৌধুরী | সিলেট সিটি কর্পোরেশন | ৭ নভেম্বর ২০২৩ইং

আরিফুল হক চৌধুরী
সিলেট সিটি কর্পোরেশনের ৩য় মেয়র
কাজের মেয়াদ
১৯ জুন ২০১৩ – ২১ জুন ২০২৩

#আরিফুল_হক_চৌধুরী #সিলেট_সিটি_কর্পোরেশন

হযরত শাহজালাল (রঃ) মাজার, সিলেট।ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক হযরত শাহজালাল (রহ.) ৬৭১ হিজরী এবং ১২৭১ খিৃস্টাব্দে ত...
06/10/2023

হযরত শাহজালাল (রঃ) মাজার, সিলেট।

ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক হযরত শাহজালাল (রহ.) ৬৭১ হিজরী এবং ১২৭১ খিৃস্টাব্দে তুরস্কে জন্মগ্রহন করেন। তাঁর পুরো নাম শায়খ শাহজালাল কুনিয়াত মুজাররদ। ৭০৩ হিজরী মোতাবেক ১৩০৩ ইংরেজী সালে ৩২ বছর বয়সে ইসলাম ধর্ম প্রচারের লক্ষ্যে অধুনা বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারনা করা হয়। সিলেট আগমনের সময় কাল নিয়ে যদিও বিভিন্ন অভিমত রয়েছে; তদুপরি শাহজালালের সমাধির খাদিমগণের প্রাপ্ত পারসী ভাষার একটি ফলক লিপি হতে উল্লেখিত সন-তারিখই সঠিক বলে ধরা হয়। পারসী ভাষায় লিখিত ফলক লিপি বর্তমানে ঢাকা যাদুঘরে সংরক্ষিত আছে। সিলেটে তাঁর মাধ্যমেই ইসলামের বহুল প্রচার ঘটে। সিলেট বিজয়ের পরে শাহ জালালের সঙ্গী অনুসারীদের মধ্য হতে অনেক পীর দরবেশ এবং তাদের পরে তাদের বংশধরগণ সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে বসবাস করেন। শাহজালাল ও তাঁর সফরসঙ্গী ৩৬০ জন আউলিয়ার সিলেট আগমন ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা। তাঁর মৃত্যুর পর তাঁকে সিলেটেই কবর দেয়া হয়। হযরত শাহজালাল (রহ.) ৭৪০ হিজরী এবং ১৩৪১ খিৃস্টাব্দে শাহাদাত বরণ করেন।

জুবায়ের আল মাহমুদ রাসেল

21/09/2023

শাহপরান মাজারের উরুস মোবারক

09/09/2023

তোরা বন্ধু নামের কল**ঙ্ক | 🤣😝😛 | গ্রীন সিলেট

12/07/2023

আল্লাহ্ সহায় অনেক বড় ক্ষতির হাত থেকে রক্ষাপেল ব্লক-ডি উপশহর মেইন রোড, সিলেট।
১২ তারিক সন্ধা ৭টায় ঘটনাটি ঘটে

10/07/2022

হোক আত্মত্যাগ এবং আত্মশুদ্ধির জয় - আকিজ সিরামিকস

হৃদয় স্পর্শ করা অসাধারণ এক বিজ্ঞাপন। মন ছুঁয়ে গেলো। ধন্যবাদ "আকিজ সিরামিক" কে।

ঈদ পূর্ণতা পায় তখনই, ঈদের আনন্দকে আমরা যখন ভাগ করে নিতে পারি অন্যের সাথে। আমাদের ঈদের গল্পগুলো ঠিক এমনই। আকিজ সিরামিকস শ্রদ্ধা জানায়, ছোট বড় এমন সকল আত্মত্যাগ এবং আত্মশুদ্ধি অর্জনের প্রতিটি পদক্ষেপকে।

সবাইকে জানাই ঈদ-উল-আযহার শুভেচ্ছা। ঈদ মুবারক।

#হোক_আত্মত্যাগ_এবং_আত্মশুদ্ধির_জয়


28/06/2022

স্বপ্নের পদ্মা সেতু❤️❤️❤️

19/06/2022

বরশি দিয়ে মাছ ধরার হিরিক পরেছে।

19/06/2022

❤️❤️ বাংলার রূপ ❤️❤️

মানবিক বিপর্যয়ের ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন সিলেট! হে আরশের মালিক, সিলেটবাসীর উপর রহম করুন।আসুন, প্রত্যেকে নিজ নিজ জায়গা ...
18/06/2022

মানবিক বিপর্যয়ের ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন সিলেট! হে আরশের মালিক, সিলেটবাসীর উপর রহম করুন।
আসুন, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে সহযোগীতার হাত বাড়াই ও আন্তরিক দু’আ অব্যাহত রাখি।

14/06/2022

বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি রাসূলের দুশমন

13/06/2022

প্রিয় নবীজী মুহাম্মদ (সাঃ) দেখতে কেমন ছিলেন?❤️

09/07/2021

Shah Paran Mazar Gate, Khadim Nagar, Sylhet.
Date 09-July-2021

সিলেটের ঐতিহাসিক কীন ব্রীজ:---------------------------------সুরমা নদীর উপর অবস্থিত কীন ব্রিজ সিলেটের প্রবেশদ্বার হিসেবেই...
28/05/2021

সিলেটের ঐতিহাসিক কীন ব্রীজ:
---------------------------------
সুরমা নদীর উপর অবস্থিত কীন ব্রিজ সিলেটের প্রবেশদ্বার হিসেবেই পরিচিত। এক সময় এ ব্রিজটি সিলেটেরই অন্য পরিচয় হয়ে উঠেছিলো। সময়ের পরিক্রমায় কীন ব্রিজের সে জৌলুস আর থাকলেও এটি এখনও সিলেটের ঐতিহ্য ও ইতিহাসের অংশ হয়ে সুরমার বুকে টিকে আছে। ১৯৩৬ সালে আসামের শিক্ষামন্ত্রী খান বাহাদুর আবদুল হামিদ এবং আসামের এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য বাবু প্রমোদ চন্দ্র দত্তের উদ্যোগে ব্রিজটি তেরি হয়। ব্রিজটি উদ্বোধন করেন আসামের তৎকালীন গভর্নর মাইকেল কীন। তার নামেই ব্রিজের নামকরণ করা হয়। তবে ব্রিজটি সুরমা ব্রিজ নামেও ব্যাপক পরিচিত। স্টিলের তৈরী এই ব্রিজটি দৈর্ঘ্যে ৩৯৫ মিটার এবং প্রস্থে ৫.৫০ মিটার। তৎকালীন সময়ে ব্যয় হয়েছিল প্রায় ৫৬ লাখ টাকা।

আলী আমজাদের ঘড়ি:কীন ব্রীজের পাশেই চাঁদনীঘাটে রয়েছে সিলেটের আরেক ঐতিহ্য আলী আমজাদের ঘড়ি। কীন ব্রিজ থেকে নীচের দিকে তাকালে...
28/05/2021

আলী আমজাদের ঘড়ি:
কীন ব্রীজের পাশেই চাঁদনীঘাটে রয়েছে সিলেটের আরেক ঐতিহ্য আলী আমজাদের ঘড়ি। কীন ব্রিজ থেকে নীচের দিকে তাকালে, চাঁদনী ঘাটের কাছেই চোখে পড়ে আলী আমজাদের ঘড়ি। উনবিংশ শতকের একটি স্থাপনা, যা মূলত একটি বিরাটাকায় ঘড়ি, একটি ঘরের চূড়ায় স্থাপিত।

ঘড়িটি নির্মিত হয় ১৮৭৪ সালে। সে সময় তৎকালীন বড়লাট লর্ড নর্থ ব্রুক সিলেট সফরে এলে তার সম্মানে এ ঘড়ি নির্মাণ করা হয় আলী আমজাদের জমিদারীর তহবিলের অর্থ থেকে। তাই এ ঘড়িটি আলী আমজাদের ঘড়ি হিসেবেই পরিচিত। ঘড়ির ডায়ামিটার আড়াই ফুট এবং ঘড়ির কাঁটা দুই ফুট লম্বা। এ অঞ্চলে যখন ঘড়ির অবাধ প্রচলন ছিল না, মানুষ সূর্যের দিকে তাকিয়ে সময় আন্দাজ করতো, ঠিক সে সময় এ ঐতিহাসিক ঘড়িঘরটি নির্মিত হয়। সে আমলে মানুষজন শহরের প্রবেশপথে স্থাপিত ঘড়িঘরের সময় দেখে শহরে আসা-যাওয়া ও কাজকর্ম সম্পাদন করতেন। লোহার খুঁটির ওপর ঢেউটিন দিয়ে সুউচ্চ গম্বুজ আকৃতির এ মনোরম স্থাপত্যশৈলীর পরিচায়ক ঘড়িঘরটি তখন থেকেই আলী আমজাদের ঘড়িঘর নামে পরিচিতি লাভ করে। বিরাট আকারের ডায়াল ও কাঁটা সংযুক্ত সুবিশাল ঘড়িটির ঘণ্টাধ্বনি শহরের বাইরে অনেকদূর থেকেও শোনা যেত। মুক্তিযুদ্ধ চলাকালীন হানাদার বাহিনীর গোলার আঘাতে এই প্রাচীন ঘড়িঘর বিধ্বস্ত হয়। স্বাধীনতার পর সিলেট পৌরসভা ঘড়িটি মেরামতের মাধ্যমে সচল করলেও কিছুদিনের মধ্যেই ঘড়ির কাঁটা বন্ধ হয়ে যায়। ১৯৮৭ খ্রিস্টাব্দে আলী আমজদের ঘড়ি মেরামত করে পুনরায় চালু করা হয়। এসময় ঘড়িটি চালু করার পর ঢাকার একটি কোম্পানীর কারিগররা ঘড়িটি চালু রাখার জন্য রিমোট কন্ট্রোলের ব্যবস্থা করে দেয়। পৌর চেয়ারম্যানের অফিসকক্ষ থেকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ঘড়ির কাঁটা ঘুরতো। কিন্তু দুই-চার বছর যেতে না যেতেই ঘড়ির কাঁটা আবার বন্ধ হয়ে যায়। এরপর সিজান কোম্পানীর দ্বারা ইলেক্ট্রনিক পদ্ধতিতে ঘড়িটি পূনরায় চালু করা হয়। কিন্তু বছর না ঘুরতেই ঘড়িটির কাঁটা আবারও বন্ধ হয়ে যায়। ২০১১ খ্রিস্টাব্দে সিলেট সিটি কর্পোরেশন এই ঘড়িটিকে পূণরায় মেরামত করলে তা আবার দৈনিক ২৪ ঘন্টাব্যাপী সচল রয়েছে।

ঘড়ি ঘরের পরিমাপ নিম্নরূপ:
দৈর্ঘ্য: ৯ ফুট ৮ ইঞ্চি প্রস্থ: ৮ ফুট ১০ ইঞ্চি নীচ থেকে ছাদ পর্যন্ত উচ্চতা: ১৩ ফুট ছাদ থেকে ঘড়ি অংশের উচ্চতা: ৭ ফুট ঘড়ির উপরের অংশের উচ্চতা: ৬ ফুট মোট উচ্চতা: ২৬ ফুট।

অবস্থান:
সিলেট সার্কিট হাউজ ও ক্বিন ব্রীজ সংলগ্ন। সিলেট রেলওয়ে স্টেশন অথবা কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে ১ কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে গেলেই ঐতিহাসিক আলী আমজাদ ঘড়িটির অবস্থান।

28/05/2021
28/05/2021

Address

Shah Paran
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Green Sylhet:

Videos

Share

Category



You may also like