Kalandar TV

Kalandar TV আমাদের এখানে নিত্যনতুন। পেইজটি ফলো ক?

06/10/2023

জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্র-তি-বা-দ মি-ছি-ল

দেশ ব্যাপি জামাত শিবিরের নৈরাজ্যের প্র-তি-বা-দে জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান আহমদের নেতৃত্বে বিশাল বি-ক্ষো-ভ মি-ছি-ল ও পথ সভার আয়োজন করা হয়।

আয়োজিত বি-ক্ষো-ভ মি-ছি-ল ও পথ সভায় উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি হাসিম আহমদ এর পরিচালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সুলতান আহমদ।
বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জামিল আহমদ, সহ সভাপতি দুলাল আহমদ, সংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ও আশিক আহমদ।
আরও উপস্থিত ছিলেন, সহ সভাপতি আতিক আহমদ,জেলা কৃষক লীগের নেতা আব্দুল আলিম, যুবলীগ নেতা আজকার ও আব্দুর রহমান। বিক্ষোভ মিছলে আরও উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা ছাত্র লীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন এর নেতা কর্মীবৃন্দ।

06/10/2023

আল্লামা বালাউটি ছাহেব ক্বিবলাহ (রহঃ)'র ৪র্থ ইন্তেকাল দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল।

আল্লামা শুয়াইবুর রহমান বালাউটি ছাহেব (রহঃ)'র ৪র্থ ইন্তেকাল দিবস উপলক্ষে ৩ অক্টোবর ২০২৩ বালাউটি ছাহেব বাড়িতে খতমে কোরআন, খতমে খাজেগান সহ বিভিন্ন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আল্লাহ পাক তাঁর প্রিয় ওলীর দারাজাত বুলন্দ করুন,আমিন।

📷Ahmed Al Sahan


#মিলাদ
#মিলাদ_কিয়াম



#ভিডিও

01/10/2023

দরদ মাখা কন্ঠে হামদ। আমার মাথা নত করে দাও হে তোমার দরবারে।
আল্লামা বড় ছাহেব কিবলাহ ফুলতলীর লিখিত হামদে কন্ঠ দিয়েছেন উদীয়মান কন্ঠ শিল্পী আব্দুল ওয়াহিদ।

01/10/2023

সুমধুর কন্ঠে পবিত্র আজান।
ফুলতলী ছাহেব বাড়ী মসজিদে মুয়াজ্জিনের সুমধুর কন্ঠে আজান শোনে কলিজা শীতল হয়ে গেলো।

#আজান

#ফুলতলীছাহেববাড়ী
#আযান

26/09/2023

নি হ ত লেছুর পরিবারের পাশে মাসুক উদ্দিন....
জকিগঞ্জের মঙ্গলসার গ্রামের আবুল হোসেন লেছু হ*ত্যা*র মামলায় ন্যায় বিচার নিয়ে যে আশ্বাস দিলেন বীরমুক্তিযোদ্ধ্বা মাসুক উদ্দিন আহমদ।

📷 Tanim Ahmed

21/09/2023

নৌকা বাইচের নৌকা ডুবার দৃশ্য ___
সুরমা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৩ এর নৌকা ডুবার দৃশ্য না দেখলে মিস করবেন।

#নৌকা
#নৌকাবাইচ



#নৌকাডুবি








19/09/2023

কুনো ব্যাঙ্গের পেটের ভিতর------
#ফকির_দূর্বীন_শাহর জনপ্রিয় গান, ও ভাই রাখনি খবর- কুনো ব্যাঙের পেটের ভিতর আছে অজগর।

কন্ঠেঃ বাউল শিল্পী আংকি মিয়া।
ভিডিও ধারণঃ Mizan Ahmed
#বাউল
#দূর্বীনশাহ

#ওভাইরাখোনিখবর
#কুনোব্যাঙ্গেরপেটেরভিতর






15/09/2023

সুরমা নদীতে নৌকা বাইচ চিত্র
হাজার হাজার মানুষের সমাগমে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা আটগ্রাম সুরমা নদীতে অনুষ্ঠিত হয়।

#নৌকা
#নৌকাবাইচ






#কোন_মিস্ত্রি_নাও_বানাইলো_কেমন_দেখা_যায়_ঝিলমিল_ঝিলমিল_করে_রে_ময়ূর_পঙ্খি_নায়।

হারানো বিজ্ঞপ্তি, সেয়ার করে সাহায্য করুন 🙏সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের  মাতারগ্রাম গ্রামের মরহুম এশ...
12/09/2023

হারানো বিজ্ঞপ্তি, সেয়ার করে সাহায্য করুন 🙏
সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের মাতারগ্রাম গ্রামের মরহুম এশাদ মিয়ার স্ত্রী আনোয়ার বেগম গত ০৫.০৯.২০২৩ইং, রোজঃ মঙ্গলবার ঢাকা মিরপুর ১৪ এই ঠিকানায় তার আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে উল্লেখিত তারিখে কাউকে না জানিয়ে বাসা থেকে বের হয়ে যান। এর পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। সকল আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করেও তার কোন সন্ধান না পাওয়ায় মিডিয়ার দারস্থ হয়েছেন। যদি কোন সুহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।মোবাইলঃ 01860623574

পোস্ট টা শেয়ার করেন প্লিজ

24/07/2023

ইশকে নাবী জিন্দাবাদ

#ইশকেনাবীজিন্দাবাদ
#গজল
#নাতেরাসুল

15/07/2023

দেখার মতো ট্রাইবেকার সট #ফুটবল

30/06/2023

হাক্কানী ছিলছিলায় ভণ্ডামির কুনো স্থান নেই।
মাওলানা এনামুল হক আজাদীর গুরুত্বপূর্ণ আলোচনা।

#মাওলানা_এনামুল_হক_আজাদী
#ফুলতলী
#ছিলছিলায়েফুলতলী
#গুরুত্বপূর্ণ_আলোচনা
#সেরা_ওয়াজ
#নতুনওয়াজ
#২০২৩সালেরসেরাওয়াজ
#আব্বাসী
#এনায়েতুল্লাহাব্বাসী

#সেরা_আলোচনা
#এনামুলহকাজাদী
#বয়ান
#হৃদয়কাপানোবয়ান

26/05/2023

আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী, ছাহেব ক্বিবলাহ ফুলতলীর দোয়া।

#মুফতি
#মুফতিগিয়াসউদ্দিনচৌধুরী
#মুফতিছাহেবেরদোয়া
#ফুলতলী

21/05/2023

রবীন্দ্রনাথের সংগীতের যায়গায় প্রিয় নবীজিকে সালাম দিয়ে যদি আমাদের বিদ্যালয়ের কার্যক্রম শুরু করা হতো তাহলে কতই না ভালো হতো।

আমরা দাবী করি মুসলিম অথচ আমাদের সংস্কৃতিতে শুরো করি হিন্দুদের কবিতা দিয়ে।কোরআন তেলাওয়াত বা সালাম দিয়ে বিসমিল্লাহ করলে পড়ে কেউ বেকার হতো না ইনশাআল্লাহ।

সুনামধন্য এই প্রতিষ্ঠানের সকল অবিভাবককে আন্তরিক মোবারকবাদ সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য।আমাদের উচিত প্রিয় নবীজিকে সালাত এবং সালাম দিয়ে ইস্কুল মাদ্রাসার আনুষ্ঠানিকতা শুরু করা।

আসুন আমরা তাসবিহ তাহমিদ এবং তাহলিল পাট করি।
سبحان الله و الحمد لله و لا اله الا الله الله اكبر
اللهم صل و سلم و بارك علي محمد صلي الله عليه و سلم ❣️

21/03/2023

গভীর রাতে সুমধুর কন্ঠে পবিত্র কোরআনের তেলাওয়াত টি শোনে হৃদয় শীতল হয়ে যায়।
রমজান মাসে সেহরির সময়ে মাওলানা শাহিদ আহমদের
হৃদয় জুড়ানো তেলাওয়াত।
তেলাওয়াতটি মনোযোগ দিয়ে শুনুন উচ্চারণের সমস্যাগুলো সংশোধন হবে ইনশাআল্লাহ।

সিলেট ওসমানী হাসপাতালের বাস্তব চিত্র। সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে রুগী নিয়ে যাওয়ার সাথে স...
16/03/2023

সিলেট ওসমানী হাসপাতালের বাস্তব চিত্র।

সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে রুগী নিয়ে যাওয়ার সাথে সাথে টিকেট নিতে হবে। টিকেট ১০টাকা, টিকেট নেওয়ার পর, যদি রোগী ভর্তি করতে হয়। লিখা ১৫টাকা কিন্তু টিকেট ২০টাকা। টিকেট নেওয়ার পর রোগীকে হুইল চেয়ারে করে ওয়ার্ডে নিয়ে গেলে ১০০টাকা, আর রোগীর অবস্থা খারাপ হলে ট্রলি দিয়ে নিতে ২০০টাকা,ওয়ার্ডে নিয়ে যাওয়ার পর রোগীর সাথে ১জনের বেশি প্রবেশ করলে জন প্রতি ২০টাকা, ৫০০টাকা হলে বেড আছে। না হয় মাটিতে। রোগী ভর্তি শেষ। এবার ডাক্তারের পালা। ডাক্তার আসবে রোগী দেখবে।তারপর শুরু হবে পরিক্ষা। প্রথমে কমপক্ষে ৪টি পরিক্ষা সাথে ১বস্তা স্যালাইন ও কিছু ঔষধ। পরিক্ষার রিপোর্ট আসা পর্যন্ত স্যালাইন আর ঔষধ চলবে।

রিপোর্ট আসার পর আরেক ডাক্তার আসবে সে দেখে আবার অন্য পরিক্ষা দিবে।এভাবে প্রতিদিন ডাক্তার পরিবর্তন হবে আর একটার পর একটা পরিক্ষা দিবে।পরিক্ষা করাতে হুইলচেয়ারে নিয়ে গেলে ১০০টাকা আর ট্রলিতে নেওয়া লাগলে ২০০টাকা ওয়ার্ড বয়কে দিতে হবে। আর প্রতিদিন নতুন নতুন ঔষধ যোগ হবে।প্রতিদিন রোগীর সাথে দেখা করতে আসলে দারোয়ানকে খুশি করতে হবে।সব পরিক্ষা শেষ। এবার অপারেশন এর পালা।অপারেশন করতে ৬০০০ থেকে ৭০০০ টাকার ঔষধ কিনে ডাক্তারের হাতে দিতে হবে। যাহা অফেরতযোগ্য।অপারেশনে যদি রোগী মারা যায়। টাকা এবং মানুষ সব শেষ। হাতে ভিক্ষার বাটি।

আর অপারেশন যদি সাক্সেস হয়।অপারেশন থিয়েটারের বয়কে খুশি করতে হবে।দারোয়ানকে খুশি করতে হবে। এবং প্রতিদিন ড্রেসিং করার জন্য ও খাওয়ার ঔষধ কিনতে হবে।রোগী সুস্থ্য। এবার রিলিস দেওয়ার পালা।নার্সকে খুশি করতে হবে। দারোয়ানকে খুশি করতে হবে। ওয়ার্ড বয়কে খুশি করতে হবে। সবাইকে খুশি করে লেংটা হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসতে হবে। তারপর বাহিরে এসে দেখবেন জাতির সেই ব্যানার ঝুলে আছে,আমি ও আমরা সবাই সাধু!!

প্রশাসনের কাছে জোর দাবী এদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হোক।✊✊✊✊✊

ভাইরাল করলে এটাই করেন অন্তত আপনার পাড়া প্রতিবেশী মধ্যবিত্ত গরীব মানুষগুলো প্রানে বাঁচবে কাজে আসবে!!😥😥😥

গত কয়েকদিন আগে আমার মেয়েকে নিয়ে ভর্তি ছিলাম নিজের স্বচক্ষে দেখছি ওদের অবস্থা।

সংগৃহীত

27/02/2023

"শবে বরাত" নিয়ে আল্লামা হাবিবুর রাহমান মুহাদ্দিস ছাহেব রহঃ এর গুরুত্বপূর্ণ আলোচনা।

#গুরুত্বপূর্ণ
#মুহাদ্দিস
#আল্লামা_হাবিবুর_রহমান
#শবেবরাত

15/02/2023

জনপ্রিয় ইসলামি সংগীত শিল্পী মাহমুদ আব্দুল কাদিরের কণ্ঠে শুনুন নতুন ইসলামি সংগীত ' আবদার'।

#ইসলামি_সংগীত
#আবদার
Abdul Kadir

13/02/2023

ছোট ভাইটির প্রতি দোয়া রইলো।
আল্লাহ যেনো আশেকে রাসুল হিসেবে কবুল করেন,আমিন।

01/02/2023

প্রিয় দুই শিল্পীর গায়কীতে মুগ্ধ।
খালি গলায় মাহমুদ আব্দুল কাদির ও তাজওয়ার ভাইয়ের অসাধারণ কন্ঠ শোনে কলিজা শীতল হয়ে গেলো।

09/01/2023

ফুলতলীর ঈসালে সাওয়াব মাহফিলের প্যান্ডেল, গাড়ি পার্কিং স্পট এবং খাবারের স্থান পরিদর্শন করেন সিলেটের আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তারা

এতে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সেলিম আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল জকিগঞ্জ) মোহাম্মদ জাকির আহমদ, ডিআইওওয়ান ময়নুল ইসলাম, জকিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন প্রমুখ।

পরিদর্শনে নেতৃত্ব দেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর নাতী ও ঈসালে সাওয়াব মাহফিল বাস্তবায়ন পরিষদের অন্যতম দায়িত্বশীল মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী।

25/12/2022

ছাহেব ক্বিবলাহ ফুলতলীর রহঃ এর লিখিত নালায়ে কলন্দর এর বিখ্যাত নাশিদ তোমহারা নাম জব হায় মোহাম্মদ।

12/11/2022

মারজান রুহির কন্ঠে হৃদয়কাড়া মিলাদ শরীফ।

12/11/2022

একদিন মরতে হবে হতেই হবে লাশ!
মরহুম রেদ্বওয়ান মাহমুদের কন্ঠে গাওয়া মরমি নাশিদ।
আল্লাহ যেনো তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন,আমিন।

ধন্যবাদ কে, নাশিদ টি কাভার করার জন্য।

04/11/2022

রেদ্বওয়ানের জানাযায়
ফুলতলী ছাহেব ক্বিবলাহ রহঃ র নাতির কান্নাজড়িত বক্তব্য

মা-বাবার একমাত্র সন্তান রেদ্বওয়ান, শোকের সাগরে ভাসিয়ে চলে গেলো মাওলার ডাকে। আল্লাহ যেনো তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন।

04/11/2022

রেদ্বওয়ানের লাশ রাতে বাড়িতে আসলে স্বজনদের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে যায়। আজ শুক্রবার বিকাল ৩ঘটিকার সময় ইছামতী আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হইবে।

বাড়ি ফেরা হলোনা সংবাদকর্মী রেদ্বওয়ান মাহমুদ চৌধুরীর, গুরুতর আহত মা।জকিগঞ্জ-সিলেট সড়কে সিএনজি অটোরিকশা ও টেম্পু গাড়ির মুখ...
03/11/2022

বাড়ি ফেরা হলোনা সংবাদকর্মী রেদ্বওয়ান মাহমুদ চৌধুরীর, গুরুতর আহত মা।

জকিগঞ্জ-সিলেট সড়কে সিএনজি অটোরিকশা ও টেম্পু গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এমসি কলেজের অনার্স অর্থনীতি বিভাগের ছাত্র ও এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির সদস্য, জকিগঞ্জ টিভির উপস্থাপক রেদ্বওয়ান মাহমুদ চৌধুরী (২৪)। বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের কানাইঘাট উপজেলার সড়কের বাজার ঈদগাহ নামক স্থানে অটোরিকশা ও টেম্পু গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রেদ্বওয়ান মাহমুদ চৌধুরীর মৃত্যু হয়। এ সময় রেদ্বওয়ান মাহমুদের মা আমিনা বেগম পান্না ও সিএনজি অটোরিকশা চালক সহ অপর আরেকজন গুরুতর আহত হন। আহতদের অন্যদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি
নিহত রেদ্বওয়ান জকিগঞ্জের মানিকপুর ইউপির খলাদাপনিয়া গ্রামের মাওলানা কবির আহমদ চৌধুরীর ছেলে। বাবা-মায়ের একমাত্র ছেলে রেদ্বওয়ান মাহমুদ চৌধুরী এমসি কলেজের অনার্স অর্থনীতি বিভাগের ৩ সেমিস্টারের লেখাপড়ার পাশাপাশি সড়কের শৃঙ্খলা ও সড়ক দুর্ঘটনার প্রতিকারে করণীয় সহ বিভিন্ন বিষয় নিয়ে পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখি করতেন। কিন্তু অবশেষে রেদ্বওয়ানের মৃত্যু সড়কেই ঘটলো।
পারিবারিক সূত্রে জানাগেছে, সম্প্রতি সময়ে আমেরিকান কন্যার সঙ্গে রেদ্বওয়ান মাহমুদ চৌধুরীর আকদ অনুষ্ঠান হয়েছে। কিন্তু নববধূ ঘরে ওঠানোর আগেই রেদোয়ান মাহমুদ চৌধুরী চলে গেলো না ফেরার দেশে। শুক্রবার রেদোয়ান মাহমুদ চৌধুরীর দাদির কুলখানি বাড়িতে। দাদির কুলখানিতে অংশ নিতে সিলেট শহর থেকে মাকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরছিলেন তিনি।
এদিকে সদাহাস্যজ্বল মেধাবী শিক্ষার্থী রেদোয়ান মাহমুদ চৌধুরীর মৃত্যুতে শোক নেমে এসেছে পুরো উপজেলায়। সড়কে একেরপর এক তরতাজা প্রাণ বিলিন হওয়ার ঘটনায় চাপা ক্ষোভ দেখা দিয়েছে সর্বত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছি এবং আহতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অত্যন্ত নম্র, ভদ্র, বিনয়ী সংবাদকর্মী রেদ্বওয়ান মাহমুদ চৌধুরীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল ও কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না।

31/10/2022

আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব ক্বিবলাহ রহঃ এর গুরুত্বপূর্ণ বয়ান।

Address

Zakiganj
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Kalandar TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category