RadioRumio.com

RadioRumio.com Radio station > RadioRumio.com
(48)

৬ অক্টোবর ২০১৯।রাত  ৮.১৩।বুয়েট শেরেবাংলা হলের ১০১১  নাম্বার কক্ষে ঘুমাচ্ছিলো একটা ছেলে। একই ব্যাচের তানিমসহ তিনজন এসে তা...
12/04/2024

৬ অক্টোবর ২০১৯।
রাত ৮.১৩।
বুয়েট শেরেবাংলা হলের ১০১১ নাম্বার কক্ষে ঘুমাচ্ছিলো একটা ছেলে। একই ব্যাচের তানিমসহ তিনজন এসে তাকে ঘুম থেকে ডেকে তোলে।
-- বড় ভাইয়েরা তোকে ডাকছে। ২০১১ তে আয়।
-- কেনো?
-- গেলেই দেখতে পাবি।
-- কখন যাওয়া লাগবে?
-- এখনই। তোর ল্যাপটপ এটা?
-- হ্যাঁ।
-- মোবাইলটাও দে।
--কেনো?
-- দিতে বলছি তাই দিবি। ভাইরা বলছে।
মোবাইল, ল্যাপটপ এবং ছেলেটাকে নিয়ে তারা রওনা দিলো ২০১১ নাম্বার রুমের উদ্দেশ্যে। এই ছেলেটা কোন সাধারণ ছেলে ছিলো না। বুয়েটের EEE বিভাগে ২০১৮ সালে ভর্তি হওয়া এই ছেলের নাম আবরার ফাহাদ রাব্বি। অসাধারণ মেধাবী এই ছেলে ঢাবি 'ক ইউনিট' ভর্তি পরীক্ষায় ১৩ তম হয়েছিলো। চান্স পেয়েছিলো ঢাকা মেডিকেলেও। বড় ভাইদের ডাকে ২০১১ নাম্বার রুমের দিকে পা বাড়ানো আববার তখনো জানতো না, "অনন্ত মহাকালে এই যাত্রা, অসীম মহাকাশের অন্তে"।
আবরারের অপরাধ ছিল তাদের চোখে মারাত্মক! ভারতের আগ্রাসনের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়েছে সে। আবরারেরই রুমমেট মিজানের সন্দেহ, "আবরার শিবির করে।" তাই বুয়েট শাখা ছাত্রলীগের আজ এই আয়োজন। কক্ষে ঢোকার পরই মোবাইল আর ল্যাপটপ চেক করা শুরু করে তারা। তেমন কোন প্রমাণ না পেয়ে রুমে থাকা রবিন ক্ষিপ্ত হয়ে ওঠে।
-- এদিকে আয়। চশমা খোল।
আবরার চশমা খোলার পর রবিন প্রচন্ড জোরে তার গালে কয়েকটি চড় মারে। হাত দিয়ে গাল চেপে বসে পড়ে আবরার। এরই মধ্যে মোরশেদ কাঠের তৈরি শক্ত ক্রিকেট স্ট্যাম্প নিয়ে আসে। ইফতি প্রথমে রবিনের মতোই গায়ের জোরে থাপ্পড় মারে আবরারকে। এরপর হাতে তুলে নেয় ক্রিকেট স্ট্যাম্প। পিঠে, পায়ে, পায়ের তালুতে, হাতে সর্বশক্তিতে মারতে থাকে। প্রচণ্ড শক্তিতে মারার কারণে কয়েক বাড়ি দেওয়ার পরই স্ট্যাম্প ভেঙে দুই টুকরা হয়ে যায়। আবরার ততক্ষণে চিৎকার দিতে দিতে লুটিয়ে পড়েছে মেঝেতে। সেই চিৎকার শুনে আশেপাশের রুমের জানালা ভয়ে দ্রুত বন্ধ হয়ে যায়। এহতেসামুল, রাব্বি ও তানিম আরেকটি নতুন স্ট্যাম্প নিয়ে আসে। এবার অনিক স্ট্যাম্প হাতে তুলে নেয়। একাধারে মাটিতে লুটিয়ে থাকা আবরারের সারা শরীরে আঘাত করতে থাকে। প্রায় ৫০ থেকে ৬০টি আঘাত করে অনিক নিজেই ক্লান্ত হয়ে পড়ে। মেঝেতে পড়ে কাতরাতে থাকে আবরারের শরীর। সঙ্গে সঙ্গে মুজাহিদ ও শামিম স্কিপিং রোপ (মোটা দড়ি) দিয়ে মারতে শুরু করে। আবরার তখন বাঁচার জন্য আকুতি-মিনতি করে কিন্তু তাতে কারো মন গলেনি। কারো মধ্যেই মনুষ্যত্ব ফিরে আসেনি। বরং জীয়ন এগিয়ে এসে অনিক থেকে ক্রিকেট স্ট্যাম্প নিয়ে আবরারের শরীরের বিভিন্ন স্থানে সর্বশক্তিতে মারতে থাকে।
রাত সাড়ে দশটা। অমানুষিক মার খেয়ে মেঝেতে লুটিয়ে গোঙাতে থাকে আবরার। ইফতি ধমক দিয়ে টেনে দাঁড় করায়। তারপর সর্বশক্তিতে কয়েকটি চড় মারে। এরপর আবার স্ট্যাম্প দিয়ে পেটাতে থাকে।
রাত এগারোটা। ২০১১ নাম্বার কক্ষে এসে হাজির হয় এস এম মাহমুদ সেতু। এসেই সবাইকে জিজ্ঞেস করলো,
-- কি অবস্থা? কিছু বাইর হইছে?
-- না, কোন কিছু বলতেছে না।
-- মারতে থাক।
সেতুর নির্দেশে আবরারকে আবার ক্রিকেট স্ট্যাম্প, স্কিপিং রোপ দিয়ে মারা শুরু হয়। ইফতি ও অনিক আবরারকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে মারতে থাকে। হাতের কনুই দিয়ে পিঠে প্রচণ্ড আঘাত করে। উৎসাহিত হয়ে তখন সবাই মিলে প্রচন্ড শক্তিতে আবরারকে এলোপাতাড়ি কিল-ঘুষি চড়-থাপ্পড়, লাথি মারতে থাকেন। আবরারের কুঁকড়ে যাওয়া শরীর থেকে তখন শুধু গোঙানি শোনা যাচ্ছিলো।
রাত সাড়ে এগারোটা। কিছুক্ষণের জন্য রুম থেকে বের হওয়ার আগে অনিক ও রবিন অন্যদের বলে যায়,
-- তোরা অর কাছ থেকে যেমনেই হোক তথ্য বের কর।
এবার মনির ক্রিকেট স্টাম্প দিয়ে আবরারকে পেটাতে শুরু করে। তাবাখখারুল, নাজমুস সাদাত, তানিম, জেমি আবরারকে চড়-থাপ্পড় মারতে থাকে। বাইরে থেকে আবার রুমে ঢুকে অনিক হাতে ক্রিকেট স্ট্যাম্প তুলে নেয়। এরপর আবরারকে প্রচন্ড জোরে একটানা আরও ৪০ থেকে ৫০টি আঘাত করে। মুমূর্ষু আবরার তখন বমি ও প্রস্রাব করে ফেলে। ব্যথায় চিৎকার করার মতো শক্তিও অবশিষ্ট নেই। বাঁচার জন্য ইশারা-ইঙ্গিতে কাকুতি-মিনতি করে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হয়। শ্বাসকষ্ট দেখে ইফতি আবরারের মাথার নীচে বালিশ দেয়। পরপর আরো কয়েকবার বমি করে আববার। এমন অবস্থায় আবরারকে হলের বাথরুমে নিয়ে যাওয়া হয়। ধুয়ে মুছে জামা কাপড় বদলানো হয়।
রাত সাড়ে বারোটা। ইফতি ও মেহেদীর নির্দেশে আবরারকে ধরাধরি করে ২০০৫ নম্বর কক্ষে নিয়ে আসা হয়। ইফতি মোশাররফ হলের মেস বয় জাহিদ হাসানকে ডেকে আসে। ২০১১ নম্বর রুমে আবরারের বমি তাকে দিয়ে পরিষ্কার করানো হয়।
২০০৫ নম্বর কক্ষে আনার পর ইফতি বলে,
-- তোরা এবার অর থেকে তথ্য বাইর কর। বুয়েটে কে কে শিবির করে বাইর কর।
দুই-একজন আবরারের মুমূর্ষু অবস্থা দেখে ভয়ে ভয়ে বললো,
-- ভাই, অবস্থা বেশ খারাপ। হাসপাতালে নেওয়া দরকার।
এই কথা শোনার পর রবিন তেলেবেগুনে জ্বলে উঠেন।
-- যা বলছি তাই কর। এইগুলি সব নাটক। ভং ধরছে। তোরা শিবির চেনস না। শিবির চেনা কষ্ট।
রবিনের রেগে ওঠা দেখে সবাই ভয়ে জলদি আবরারকে আবার ইন্টারোগেট শুরু করে। কিন্তু আবরারের মুখ থেকে কোন শব্দ আসে না। নিশ্চল, নিস্তেজ পড়ে থাকা দেহ কোন সাড়া না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে আবার আরেক দফা পেটানো শুরু হয়।
রাত দুইটা। সিদ্ধান্ত হয় আবরারকে হল থেকে বের করে পুলিশে দেওয়া হবে। মেহেদী চকবাজার থানা পুলিশকে ফোন দেয়, "হলে একটা শিবির ধরা পড়েছে। এসে নিয়ে যান।" চকবাজার থানা পুলিশ একটা টহল দল পাঠায় শেরে বাংলা হলের গেইটে। কিন্তু দেরী হওয়ায় গেইট থেকে পুলিশকে ফিরিয়ে দেওয়া হয়।
রাত আড়াইটা। ইফতি, মুজাহিদ, তাবাখখারুল ও তোহা মিলে নিশ্চল আবরারকে তোশকে করে হলের দোতালার সিঁড়িতে এনে রেখে দেয়। সিঁড়ির লাইটের আলোয় আবরারের খালি গায়ে তখন স্পষ্ট কালো কালো দাগ। সারা শরীরে স্ট্যাম্পের বাড়ির কারণে কালশিটে পড়ে আছে। চোখ বন্ধ। তবে চেহারায় কোন যন্ত্রণার ছাপ নেই। বরং সেখানে প্রশান্তির চিহ্ন। নিষ্ঠুর অমানুষদের এই পৃথিবী ছেড়ে স্রষ্টার সান্নিধ্যে চলে যাওয়ার প্রশান্তি।
রাত তিনটা। খুনীরা বুয়েটের চিকিৎসক ও অ্যাম্বুলেন্স ডেকে আনে। চিকিৎসক আবরারের দেহ পরীক্ষা করে ঘোষণা দেন সে মারা গেছে। তড়িঘড়ি করে ক্রিকেট স্ট্যাম্প, তোষক, বালিশ, আবরারের ল্যাপটপ, চাপাতি হলের ২০১১ নম্বর কক্ষ থেকে বুয়েট শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মুহতাসিম ফুয়াদ এর কক্ষে নিয়ে রেখে দেওয়া হয়। বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রাসেল আবরারের মৃতদেহ হলের নিচে নামানোর পর তড়িঘড়ি করে সেখান থেকে সরিয়ে ফেলার জন্য বুয়েটের চিকিৎসককে চাপ দেন। খুনীরা সিদ্ধান্ত নেয় আবরারের লাশ গুম করে ফেলা হবে। কিন্তু ততক্ষণে কিছু শিক্ষার্থী দেখে ফেলায় তার নতুন পরিকল্পনা করে। আবরারের লাশের সাথে কিছু মাদক দিয়ে গণপিটুনিতে মারা যাওয়ার নাটক সাজানোর চেষ্টা করে। কিন্তু আবরারের সহপাঠীদের দৃঢ়তায় সেই অপচেষ্টা ব্যর্থ হয়।
৭ অক্টোবর ২০১৯। ভোরের আলো ফোটার আগেই বুয়েটের শিক্ষার্থীরা উপহার পায় এক সতেজ তাজা লাশ। পাঁচ ঘন্টা অমানুষিক নির্যাতনে মৃত ফর্সা শরীরটার সবখানে শুধু লাল আর কালোর মিশ্রণ। দেশের পক্ষে ফেসবুকে দেওয়া স্ট্যাটাস আবরার ফাহাদ রাব্বিকে পৌঁছে দিয়েছে অনন্ত মহাকাশের পথে।
***
লেখা- মারুফ হাসান,
ঢাকা বিশ্ববিদ্যালয়।

বউ বাচ্চা মারা গেছে আমি বেচে কি করবো এই সংক্রান্ত বস্তাপচা সস্তা চ্যানেলে প্রচারিত আবেগে গা ভাসাবেন না। উনি বাঁচতে চাইছে...
07/01/2024

বউ বাচ্চা মারা গেছে আমি বেচে কি করবো এই সংক্রান্ত বস্তাপচা সস্তা চ্যানেলে প্রচারিত আবেগে গা ভাসাবেন না। উনি বাঁচতে চাইছে। উনি আবেগের গল্প বলার জন্য জানালা দিয়ে গলিত হাত আর মাথা বের করে দেয় নাই। উনি শেষ অব্দি বাঁচতে চাইছে। প্রত্যক্ষদর্শীরা সবাই দেখেছে। সেইটার ভিডিও আছে। শহীদি মৃত্যুকে আবেগ দেখিয়ে সুইসাইড বানাবেন না প্লিয।

একটা সিরিয়াস ঘটনাকে হালকা করার জংলি ক্ষমতা বাঙালির আছে, আমি মনে করি এই প্রোপাগান্ডাটা তারই একটা অংশ। এখানে একজন ভিক্টিম যিনি বাঁচার চেষ্টা করেছে, তাঁর কাহিনীকে ফুলিয়ে ফাঁপিয়ে রসে ডুবিয়ে পুরো ঘটনার চেয়ে তাঁর বৌ-বাচ্চার প্রতি অতি আবেগ দেখিয়ে মূল ঘটনা ধামাচাপা দেওয়ার একটা অসভ্য প্রচেষ্টা হয়েছে, আপনি যদি আজকে সাবধান না হন, তা হলে আগামীকাল আপনি তার জায়গায় থাকবেন।

-সংগৃহীত।
SaDik Rahman

14/04/2023

যারা জমি ইজারা দেওয়া নেওয়া করে তাদের জন্য এই ভিডিও।

13/04/2023

এ ৩ সিস্টেমে ব্যবসা করবেন।

12/04/2023

লাইলাতুল কদরের কিছু গুরুত্বপূর্ণ কথা। #মিজানুর_রহমান_আজহারি

01/04/2023

যারা পর্নোগ্রাফি এতে এডিক্টেড, তারা কিছুই করতে পারে না।

01/04/2023

ছেলে মেয়েদের বিয়ে নিয়ে কিছু কথা।

31/03/2023
31/03/2023

হযরত ওসমান রাদিয়াল্লাহু তা'আলা আনহুর মত ধনী হতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য।

31/03/2023

যুবকদের যৌবন নিয়ে কিছু কথা।
#ইসলামিক_ওয়াজ।
সবাই শেয়ার করতে ভুলবেন না।

25/03/2023

দেখেন আমরা কি চাউল খাচ্ছি।😪😪😪😪

সবাই সেয়ার করে জানিয়ে দিন, আমরা সবাই যাতে সতর্ক হতে পারি।

happy Birthday SaDik Rahman boss.
13/02/2023

happy Birthday SaDik Rahman boss.

26/01/2023

এই ভিডিও দেখার পর,,,,,
গ্যারান্টি সহকারে হস্তমৈথুন ছেড়ে দিবেন ইনশাআল্লাহ্।

#হস্তমৈথুন #হস্তমৈথুনের_ক্ষতি
#কি_করলে_হস্তমৈথুন_থেকে_বাঁচা_যায়

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের পেজে লাইক দিয়ে পাশে থাকবেন।

www.https://youtube.com/c/radiorumio

24/01/2023

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধিতে ওষুধ উৎপাদন খরচ বাড়তে পারে ২৫ শতাংশ।

24/01/2023

একটা জিনিস খেয়াল কর-লাম,ফেসবুকে প্রায় সবার হাতের লেখা একই রকম!

18/01/2023

অসুস্থ মায়ের খেয়াল না রাখায় তিন ভাই একসঙ্গে ডিভোর্স দিলেন তিন স্ত্রীকে!

05/01/2023

বুয়েটের ভাইয়ারা নাকি ঢাবির পোলাপান দের গোনায় ধরে না

এদিকে ঢাবির পোলাপান সাত কলেজ গোনায় ধরে না

পাবলিকের পোলাপান প্রাইভেট রে গোনায় ধরে না

আবার প্রাইভেটের পোলাপান ন্যাশনালের পোলাপান দের গোনায় ধরে না

ন্যাশনালের পোলাপান আবার ডিগ্রির পোলাপান দের গোনায় ধরে না

ডিগ্রির পোলাপান আবার পলিটেকনিক্যাল এর পোলাপান দের গোনার ধরে না

কলেজের নিব্বা স্কুলের নিব্বাদের গোনায় ধরে না

এই যে যত বড় বড় বুয়েট ঢাবি আর যত পাবলিক প্রাইভেট আছে এদের আবার অক্সফোর্ড হার্ভাড গোনায় ধরে না

মোট কথা হলো যে তোমাকে গোনায় ধরে না খোঁজ নিয়ে দেখো তাকেও কেউ গোনায় ধরে না।

We all are equal
We all are student



🫠🫠🫠

Congratulations
19/12/2022

Congratulations

16/12/2022

ইস্তেগফার
মর্যদা বৃদ্ধি, ক্ষমা লাভ, রিযিক বৃদ্ধি, আযাব গজব থেকে বাঁচাসহ অনেক ধরণের বড় বড় বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর শেখানো দুআ হলো ‘ইস্তেগফার’। ইস্তেগফার করার জন্য কিছু দুআর সংকলন আপনাদের খেদমতে পেশ করলাম।শিখে নিতে পারেন-
সব চেয়ে ছোট ইস্তেগফার হলো
দোয়া-১:*
أَستَغْفِرُ اللهَ
উচ্চারণঃ আস্তাগফিরুল্লা-হ।
অনুবাদঃ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি।
প্রতি ওয়াক্তের ফরয সালাতে সালাম ফিরানোর পর রাসুলুল্লাহ (সাঃ) এই দোয়া ৩ বার পড়তেন। [মিশকাত-৯৬১]
এছাড়াও সারাক্ষণ টয়লেট বাথরুম ছাড়া এই ইস্তেগফার টি পড়ে জিহবা ভিজিয়ে রাখুন এর ফজিলত অনেক বেশি।

দোয়া-২:*
মূল আরবীঃ أَسْتَغْفِرُ اللهَ وَأَتُوْبُ إِلَيْهِ
উচ্চারণঃ আস্তাগফিরুল্লা-হা ওয়া আতূবু ইলাইহি।
অনুবাদঃ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি ও তাঁর দিকে ফিরে আসছি।
রাসুলুল্লাহ (সাঃ) প্রতিদিন ৭০ বারের অধিক তাওবা ও ইসতিগফার করতেন। [বুখারী-৬৩০৭]

দোয়া-৩:*
মূল আরবীঃ أَسْتَغْفِرُ اللَّهَ الَّذِي لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيْهِ
উচ্চারণঃ আস্‌তাগফিরুল্লা-হাল্লাযী লা- ইলা-হা ইল্লা- হুওয়াল হাইয়্যুল কইয়্যূম ওয়া আতূবু ইলায়হি।
অনুবাদঃ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোন মা‘বূদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তাঁর কাছে তাওবাহ্ করি।
এই দোয়া পড়লে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন-যদিও সে যুদ্ধক্ষেত্র হতে পলায়নকারী হয়। [আবু দাউদ-১৫১৭, তিরমিযী-৩৫৭৭, মিশকাত-২৩৫৩]

দোয়া-৪:*
মূল আরবীঃ رَبِّ اغْفِرْ لِيْ وَتُبْ عَلَيَّ إِنَّكَ (أنْتَ) التَّوَّابُ الرَّحِيْمُ / الغَفُوْرُ
উচ্চারণঃ রাব্বিগ্ ফিরলী, ওয়া তুব ‘আলাইয়্যা, ইন্নাকা আনতাত তাওয়া-বুর রাহীম। দ্বিতীয় বর্ণনয় “রাহীম”-এর বদলে: ‘গাফূর’।
অনুবাদঃ হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন এবং আমার তাওবা কবুল করুন। নিশ্চয় আপনি মহান তাওবা কবুলকারী করুণাময়। দ্বিতীয় বর্ণনায়: তাওবা কবুলকারী ও ক্ষমাকারী।
রাসুলুল্লাহ (সাঃ) মসজিদে বসে এক বৈঠকেই এই দোয়া ১০০ বার পড়েছেন।
[আবূ দাঊদ-১৫১৬, ইবনু মাজাহ-৩৮১৪, তিরমিযী-৩৪৩৪, মিশকাত-২৩৫২]

দোয়া-৫: (সাইয়েদুল ইস্তিগফার-বা আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ দুআ:*
সায়্যিদুল ইস্তেগফার সব চেয়ে শ্রেষ্ট ইস্তেগফার। এবং এটি সকাল সন্ধ্যার জিকির।
মূল আরবীঃ اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ
উচ্চারণঃ আল্লাহুম্মা আনতা রব্বী লা-ইলাহা ইল্লা আনতা খালাক্কতানী ওয়া আনা আ’বদুকা ওয়া আনা আ’লা আহ্দিকা ওয়া ও’য়াদিকা মাসতাত’তু আ’উযুবিকা মিন শার্রি মা ছা’নাতু আবূউলাকা বিনি’মাতিকা আ’লাইয়্যা ওয়া আবূউলাকা বিযানবী ফাগ্ফির্লী ফাইন্নাহু লা-ইয়াগফিরুয্যুনূবা ইল্লা আনতা
অনুবাদঃ হে আল্লাহ তুমিই আমার প্রতিপালক। তুমি ছাড়া কোন ইলাহ নেই। তুমিই আমাকে সৃষ্টি করেছ। আমি তোমারই গোলাম। আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে পানাহ চাচ্ছি। তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি। আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে মাফ করে দাও। কারন তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না।
এই দোয়া সকালে পড়ে রাতের আগে মারা গেলে অথবা রাতে পড়ে সকালের আগে মারা গেলে সে জান্নাতে যাবে। [বুখারী-৬৩০৬]

এই দোয়া গুলো পড়ার মাধ্যমে ইস্তেগফার করুন। তবে সব চেয়ে উত্তম হলো সায়্যিদুল ইস্তেগফার।
আপনি শেয়ার করে দিলে হয়তো কেউ একজন আমল করতে পারে। আল্লাহ তাআলা আমাদের তাওফিক দান করুন।

কপি করে ছড়িয়ে দিন।

অফিসিয়াল:২০২৬ বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ থাকবে ৩টি, কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো। দল থাকবে ৪৮ টি।ফরম্যাট:➡️মোট গ্রুপ ...
14/12/2022

অফিসিয়াল:

২০২৬ বিশ্বকাপ ফুটবলের আয়োজক
দেশ থাকবে ৩টি, কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।

দল থাকবে ৪৮ টি।

ফরম্যাট:
➡️মোট গ্রুপ হবে ১৬ টি।
➡️প্রতি গ্রুপে ৩ টি করে দল থাকবে।
➡️প্রতি গ্রুপে টপ ২ দলকে নিয়ে,
অনুষ্ঠিত হবে নক আউট স্টেজের রাউন্ড
অব থার্টি টু রাউন্ড।

অংশগ্রহণ:
এশিয়া মহাদেশ থেকে অংশগ্রহণ করবে ৮টি দল।
আফ্রিকা মহাদেশ থেকে অংশগ্রহণ করবে ৯টি দল।
উত্তর আমেরিকা মহাদেশ অংশগ্রহণ ৬টি দেশ।
লাতিন আমেরিকা থেকে অংশগ্রহণ করবে ৬দেশ।
ওশেনিয়া মহাদেশ থেকে অংশগ্রহণ করবে ১টি দেশ।
ইউরোপের মহাদেশ থেকে অংশগ্রহণ করবে ১৬টি দেশ।

কাতার বিশ্বকাপের বাকী মাত্র ২ দিন। জেনে নিন গ্রুপ পর্বের খেলার সময়-সূচী।
18/11/2022

কাতার বিশ্বকাপের বাকী মাত্র ২ দিন। জেনে নিন গ্রুপ পর্বের খেলার সময়-সূচী।

Mission  A’B clear next C’D🙂
03/10/2022

Mission A’B clear next C’D🙂

সিলেটি হিসেবে গর্ববোধ করি। আমরা হক্কল সিলেটি। দেশ-বিদেশে আমরাই সেরা।ꠡꠤꠟꠦꠐꠤ ꠢꠤꠡꠦꠛꠦ ꠉꠞ꠆ꠛꠛꠧꠗ ꠇꠞꠤ⁕ ꠀꠝꠞꠣ ꠢꠇ꠆ꠇꠟ ꠡꠤꠟꠦꠐꠤ⁕ ꠖꠦꠡ-ꠛꠤ...
03/10/2022

সিলেটি হিসেবে গর্ববোধ করি। আমরা হক্কল সিলেটি। দেশ-বিদেশে আমরাই সেরা।
ꠡꠤꠟꠦꠐꠤ ꠢꠤꠡꠦꠛꠦ ꠉꠞ꠆ꠛꠛꠧꠗ ꠇꠞꠤ⁕ ꠀꠝꠞꠣ ꠢꠇ꠆ꠇꠟ ꠡꠤꠟꠦꠐꠤ⁕ ꠖꠦꠡ-ꠛꠤꠖꠦꠡꠦ ꠀꠝꠞꠣꠁ ꠡꠦꠞꠣ⁕

Address

RadioRumio. Com
Sylhet
3100

Telephone

+8801717527756

Website

Alerts

Be the first to know and let us send you an email when RadioRumio.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RadioRumio.com:

Videos

Share

Category


Other Radio Stations in Sylhet

Show All

You may also like