ALL TIME News

  • Home
  • ALL TIME News

ALL TIME News This Is An Entertainment page

হারানো মসজিদ : এসব প্রশ্নের উত্তর পাওয়া যায় ১৯৮৬ সালে। ইতিহাসের হারানো অধ্যায় লুকিয়ে ছিল সেই প্রত্যন্ত গ্রামের.........
18/02/2024

হারানো মসজিদ : এসব প্রশ্নের উত্তর পাওয়া যায় ১৯৮৬ সালে। ইতিহাসের হারানো অধ্যায় লুকিয়ে ছিল সেই প্রত্যন্ত গ্রামের........

হারানো মসজিদ: এসব প্রশ্নের উত্তর পাওয়া যায় ১৯৮৬ সালে। ইতিহাসের হারানো অধ্যায় লুকিয়ে ছিল সেই প্রত্যন্ত গ্রাম....

বিদায় অনুষ্টান 😀😀
15/02/2024

বিদায় অনুষ্টান 😀😀

রোজ রাতেই আমি টের পাই আমার বড় মেয়ে রাতে পুনুর পুনুর করে ফোনে কথা বলে।আমি ওর রুমে গেলেই একেবারে চুপ হয়ে ঘুমের ভান ধরে ব্য...
11/02/2024

রোজ রাতেই আমি টের পাই আমার বড় মেয়ে রাতে পুনুর পুনুর করে ফোনে কথা বলে।আমি ওর রুমে গেলেই একেবারে চুপ হয়ে ঘুমের ভান ধরে ব্যাঙ্গের মতন পরে থাকে। আমি ওর মা আমিও এমন করে ওর বাপের সাথে প্রেম করতাম।তখন ফোন ছিলনা,রাতে চিঠি আদান প্রদান করতাম।আব্বারে দেখলে আমিও ব্যাং মরার মতন পরে থাকতাম।

ভাবলাম আমার কিছু একটা করতে হবে।আমার আব্বা কলেজ যাওয়া অফ করে দিছিল তাই আমি পালিয়ে এসেছিলাম।কিন্তু আমি ডিজিটাল মা,আমার এসব করা চলবেনা।

টেকনিক করে, মেয়ে যখন ওয়াশ রুমে গেল আর ওর ফোনখানা নিয়ে দেখি রিসিভ কল ভর্তি হয়ে আছে একটি নম্বর।আর তা জান নামে সেভ করা।সুন্দরভাবে ওই নম্বর টুকে নিলাম।

ব্যাস!রান্না ঘরে গিয়ে ওই নম্বরে মেসেজ দিলাম,জান আমি লিমু,এটা আমার নিউ নম্বর।আগের নম্বরে ভুলেও কল দিবানা।ওটা মায়ের কাছে।ওই নম্বর ব্লাক লিস্ট এ দেও।এখন থেকে মেসেজিং করবো। মা টের পেয়েছে সব।তাই কিছুদিন কথা বলা যাবেনা।

ওপাশ থেকে টুং করে ফিরতি মেসেজ,আচ্ছা জান।কি করছো সোনা?

মনে মনে ভাবি,তরে একবার হাতের নাগালে পাই সোনা পুড়ে তামা বানামু।

আমি মেসেজ দিলাম,কিছুনা জান।মন খারাপ।

এভাবেই আমাদের মেসেজিং চলতেই রইল,চলতেই রইল,৫দিনের মাথায় আমি ভোর রাতেও বারান্দায় গিয়ে মেসেজিং করি।আমার বর মহাশয় ইদানীং আমার দিকে কেমন সন্দেহর দৃষ্টিতে তাকায়।তাতে কিছুই আসে যায়না। আমার মেয়ের লাইফ আগে।আমি অনেকদিন মেসেজিং করলে আমার মেয়ে ওদিক থেকে ওই ছেলেকে ভুলে যাবে।

ইদানীং আমার মেয়েকেও মন মরা দেখি।নম্বর ব্লক লিস্ট এ দিয়েছে কিনা।

যাক, অবশেষে আমি ভাবলাম আমি সেই ছেলের সাথে দেখা করি।ওকে গিয়ে হুমকি ধামকি দিয়ে আসবো।তাহলেই সাকসেস।

সাজুগুজু করছি,মন বেশ ফুরফুরা লাগছে আজ সেই বেয়াদপ কে চরম ধোলাই দিব।

আমার বর মশাই পেপার পড়া বাদ দিয়ে আমায় আড়চোখে দেখছে আর জিজ্ঞেস করছে কি!কই যাও?

ওকে বললে ও বেপার টা নিয়ে হাইপার হবে।তাই বললাম বাজারে কিছু কেনার আছে

-এই বিকেলবেলা?

তো?মধু নাই বাসায়।তুমি তো জানো সকালে খালি পেটে আমি মধু খাই।ডায়েটে আছি তো।

বাসা থেকে নেমে পার্ক এ গিয়ে দাড়িয়ে আছি।
অল্প বয়সী কাউকেই দেখছিনা।কিন্তু আমার বরের চেয়েও বয়স্ক লোক আমার পাশে ঘুরঘুর করছে।

ফোনটা হাতে নিয়ে আবার মেসেজ দিলাম কই তুমি?

ওপাশ থেকে মেসেজ না দিয়েই কল দিল।আমি রিসিভ করে চুপ করে আছি।কি অদ্ভুত আমার পাশে দাড়ানো লোকটির কানেও ফোন আর আমার দিকে শকুনের মতন তাকিয়ে আছে।আমি কেটে দিয়ে আবার কল দিলাম,আমি আরো শিহরিত হলাম,ফোন বাজছে ওই লোকের হাতের টা ই।

রেগে গিয়ে বললাম,আপনি ই সেই মানুষ! ছিঃ মেয়ের বয়সী একজন এর সাথে প্রেম করতে লজ্জা লাগেনা।আবার তারে জান,সোনা ডাকেন!

লোকটি তীব্র দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলে,বেত্তমিস মহিলা,তিন কাল গিয়ে এক কালে ঠেকছে আর এখন বাচ্চার বয়সী ছেলেকে বিরক্ত করেন!

ঝগড়ার এক পর্যায় জানতে পারলাম,আমার মেয়ে এই লোকের ছেলের সাথে প্রেম করে।তিনি তার ছেলের ফোন নিয়ে গেছিল।আর আমি এতদিন তার ছেলে ভেবে তার সাথেই প্রেমালাপ করেছিলাম।

দুজন ই এক পর্যায় হাসতে হাসতে মরার উপক্রম হয়েছে।দুই ব্যর্থ গোয়েন্দাই এক পর্যায় কফি শপ এ বসলাম।নিজের কর্মকান্ডর জন্য স্যরিও বললাম।তিনিও বললেন।ভাবলাম বেয়াই হিসেবে ছেলের বাবা মন্দ না।হেসে হেসে বললাম ছেলের ফোনটা বাসায় গিয়ে ছেলেকে দিয়ে দিয়েন,আমার মেয়ে খুব ই মন মরা হয়ে আছে।

সে উঠে বললো,হুম আগে মেসেজিং গুলি মুছে নেই।এমন প্রেমালাপ দেখলে মামলা খেয়ে যাব হা হা হা।

আমি হেসে কুটিকুটি হয়ে কফির মগে চুমুর দিব তখন ই দেখছি আমার দিকে রাক্ষসের মতন তাকিয়ে আছে লিমুর বাবা।
এ কি তুমি এখানে?

-বাহ!আরজু বাহ!না আসলে তো এমন রঙ্গ দেখতেই পেতাম না

এই কি বলো?ভুল ভাবছো তুমি আমায়।

-ভুল!ছিঃ এত নিচ তুমি?এখন তো আমি তিতা হয়ে গেছি?আর এই বেটা মধু?তাই তো ভ্রমর মধু খেতে এসেছে।খাও মধু।
এই বলে লিমুর বাবা চলে গেল।

আমি পিছন পিছন ছুটছি।বেয়াই মশাই উঠে বললো,ঘাবড়াবেন না সোনা থুক্কা আপা।আমি আছি অলয়েজ পাশে।

রেগে বললাম,চুপ কর টাকলা ব্যাটা।মেয়ের প্রেম ভাংতে গিয়া আমার সংসার ই ভাঙার উপক্রম হইছে।

ও লিমুর আব্বা...খারাও..তুমি ভুল ভাবতেছো,দুনিয়ার সব মধুই ভেজাল,তুমি ই আসল।

ও লিমুর আব্বা খারাও কইলাম.....

#টিট_ফর_ট্যাত 🙊
লিখাঃ Umme Nipa

উৎসাহ পেলে আরো আকবো।
10/02/2024

উৎসাহ পেলে আরো আকবো।

আরাল সাগরের সাথে সাগর শব্দটি যুক্ত হলেও এটি একট হ্রদ ছিল। এটি উজবেকিস্তান এবং কাজাখস্তানে আপনার। আয়তনের কারণে হ্রদটিদের...
09/02/2024

আরাল সাগরের সাথে সাগর শব্দটি যুক্ত হলেও এটি একট হ্রদ ছিল। এটি উজবেকিস্তান এবং কাজাখস্তানে আপনার। আয়তনের কারণে হ্রদটিদের কাছে সমুদ্রসীমা পরিচিত ছিল। ভৌগলিকভাবে........

আরাল সাগর নামের সাথে সাগর শব্দটি যুক্ত হলেও এটি মূলত একটি হ্রদ ছিল। এটি উজবেকিস্তান এবং কাজাখস্তানে অবস্থিত। আয়...

06/02/2024

জীবনযু!দ্ধে এগিয়ে যাওয়ার জন্য পড়াশোনার চেয়ে রুপচর্চা বেশি জরুরি!
আমাদের ক্লাসের লাস্ট বেঞ্চের "আনিকা" এখন বরের সাথে কানাডা যাবে..🙂

06/02/2024

যে মেয়ের ৭ থেকে ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত কোনো প্ল্যান নাই, সে কোনো সাধারণ মেয়ে না, সে মহীয়সী নারী! এক কথায় 'She is 100% wife material.🖤

চার্লস দ্বীপটি মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকা টের মিলফর্ডের কাছে আপনার কাছে। মানব শূন্য দ্বীপটি এখন সিলভার স্যান্ডস স্...
03/02/2024

চার্লস দ্বীপটি মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকা টের মিলফর্ডের কাছে আপনার কাছে। মানব শূন্য দ্বীপটি এখন সিলভার স্যান্ডস স্টেট পার্কের.......

চার্লস দ্বীপটি মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের মিলফোর্ডের কাছে অবস্থিত। মানবশূন্য দ্বীপটি এখন সিলভার স্য...

ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ৭৭১ জন নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক ও আপত্তিকর ছবি শেয়ার করায় তার বিরুদ্ধে অভিযোগ ক...
02/02/2024

ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ৭৭১ জন নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক ও আপত্তিকর ছবি শেয়ার করায় তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে.......বিস্তারিত ভিতরে

সম্প্রতি একাধিক ভুক্তভোগী প্রতারণা র মামলা করেছেন । ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ৭৭১ জন নারীর সঙ্গে প্র....

01/02/2024

ডিসিশন ফাইনাল!
১৪ ফেব্রুয়ারি রাস্তায় কোনো
জুটি দেখলেই বলবো

আপু আগের ভাইয়াটা কিন্তুু বেশি সুন্দরী ছিল।😀😀

বরকতময় অলৌকিক ‘জমজম কুপ’ সৃষ্টির উদ্দেশ্য
30/01/2024

বরকতময় অলৌকিক ‘জমজম কুপ’ সৃষ্টির উদ্দেশ্য

জমজম কুপ বা কূপ (আরবি: زمزم‎)। এটি মক্কার মসজিদুল হারামের ভিতরে অবস্থিত।আরবি ভাষায় জমজম মানে প্রচুর পানি। জমজম কূপ ...

এই প্রশ্নের উত্তর আগে লিখতে হবে হেলিপ্যা,ড কি? সঠিক যে স্থানটি হেলিকপ্টার অবতরণ করে বা উড্ডয়ন করে তাকে হেলিপ্যা, ড. উল্...
30/01/2024

এই প্রশ্নের উত্তর আগে লিখতে হবে হেলিপ্যা,ড কি? সঠিক যে স্থানটি হেলিকপ্টার অবতরণ করে বা উড্ডয়ন করে তাকে হেলিপ্যা, ড. উল্লেখ্য যে হেলিপ্যাডে শুধুমাত্র হেলিকপ্টার করে। বিমান অনুমতি রাওয়েতে। একটি বিমান এবং একক প্রতিপক্ষের মধ্যে ভিন্নও হেলিকপ্টার।

Uncategorizedএকাদশ শ্রেণিতে ভর্তি ২০২৩ : HSC College Admission Notice 2023 August 7, 2023 - by All Time News - 1 Comment একাদশ শ্রেণিতে ভর্তি র নানা কার্যক্রম শুরু হচ্ছে। 2...

হুম আসলেই তাই😀😀
30/01/2024

হুম আসলেই তাই😀😀

রেস্টুরেন্টে এর খাবার গুলা জোস।
29/01/2024

রেস্টুরেন্টে এর খাবার গুলা জোস।

29/01/2024

মিঃ ভাবছি তোমাকে একজোড়া নুপুর কিনে দিবো।

সামওয়ানঃ ওহহো যাতে তুমি অন্য মেয়ের সাথে কথা বলার সময় আমি আসলে তুমি টের পাও!!
মিঃ🙃🙃🙃🙃

গাছ লাগাইতে কইছে সরকার,, গাছে না
29/01/2024

গাছ লাগাইতে কইছে সরকার,, গাছে না

যাবো আর আসবো😀😀
28/01/2024

যাবো আর আসবো😀😀

একটু মানবিক হই
27/01/2024

একটু মানবিক হই

বন্ধ করুন 😀😀
27/01/2024

বন্ধ করুন 😀😀

ধৈর্য ধরতে শিখো প্রিয় ❤😀😀😢😢
27/01/2024

ধৈর্য ধরতে শিখো প্রিয় ❤😀😀😢😢

কোথায় গেল সোনার সময় সোনার মানুষ কই!কোথায় গেল লাঙ্গল জোয়াল কোথায় গেল মই।কোথায় গেল গরুর গাড়ি কোথায় গরুর হালকোথায় ...
26/01/2024

কোথায় গেল সোনার সময় সোনার মানুষ কই!
কোথায় গেল লাঙ্গল জোয়াল কোথায় গেল মই।

কোথায় গেল গরুর গাড়ি কোথায় গরুর হাল
কোথায় গেল রংবেরঙের ডিঙি নায়ের পাল।

কোথায় গেল মাটির কলস
সেই কলসির জল
ঘরের শোভা রঙিন শিখা কোথায় গেল বল!

শকুনরা সব কোথায় গেল কোথায় গেল কাক
কোথায় গেল শিয়াল মামার হুক্কাহুয়া ডাক।

কোথায় গেল শিল আর পাটা পাটার ভাটা ঝাল
কোথায় গেল কাঠের ঢেকি ঢেকির ছাঁটা চাল।

কোথায় গেল পালকি চলার হুনহুনাহুন সুর
ঠেলার গাড়ি হারিয়ে গেল হায়রে কত দূর।

কোথায় গেল রাত্রি জেগে চিঠি লেখার দিন
কোথায় গেল হারিকেন আর কোথায় কেরোসিন।

কোথায় গেল গরুর টানা আঁখ মারানোর কল
কোথায় গেল গ্রামের বাড়ির বাংলা ঘরের ছল।

বিয়েবাড়ির গীতের আসর কোথায় গেল ভাই
কলাপাতায় আহার করার মেজবানিটাও নাই।

কোথায় গেল কাঁচের চুড়ি রেশমী ফিতার সাজ
কোথায় গেল হাত রুমালের সুতার কারুকাজ।

কোথায় গেল মাটির কূপের মিষ্টি স্বাদের জল
কোথায় গেল ডাল মারানোর শিলার যাঁতাকল।

কোথায় গেল কুলুর বলদ বন্ধ যাহার চোখ
কোথায় গেল হুক্কা তামাক হুক্কা টানার লোক।

হারানো সুর খুঁজতে গিয়ে সবচেয়ে ব্যথা পাই
যখন দেখি কোরআন শিখার মকতব ও আর নাই।
সংগৃহীত

প্লিজ প্লিজ প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন

মাটির হাড়িগুলা খুব সুন্দর!!
25/01/2024

মাটির হাড়িগুলা খুব সুন্দর!!

🙂✌️পরীক্ষার গান,,,,       প্রকাশিত হয়েছে  😁               "আমাকে" "আমার" "মতো" "পড়তে"                                 ...
24/01/2024

🙂✌️পরীক্ষার গান,,,,
প্রকাশিত হয়েছে 😁

"আমাকে" "আমার" "মতো" "পড়তে"

"দাও"

"আমি" "পড়াকে" " নিজের" "মতো"

"কমিয়ে" "নিয়েছি"

"যেটা" "পড়িনি" "পড়িনি" "সেটা"

"না" "পড়ায়" "থাক"

"সব" "পড়তে" "কষ্ট" "ভীষণ"

"এই" "পড়ার" "টেবিল" "আজ"

"ছারখার"

"তবুও" "পড়তে" "বসছি" "তিন"

"বার"

"আমি" "পড়তে" "চাই" "না" "যে"

"আর"

"কুনো" "নতুন" "রকমের" " চ্যাপ্টার" "তাই"
"চেষ্টা" "করছি" "বার" "বার" "না" "পরেই"

"পাশ করার"

কেমন হয়েছে গানটি???😃🐸

নতুন নতুন গল্প পেতে আমার আইডিতে ফলো দিয়ে রাখুন।

প্লিজ ফলো দিন

কালেক্টেড

আসিতেছে.........
24/01/2024

আসিতেছে.........

কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?😀😀
24/01/2024

কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?😀😀

যেই আ শঙ্কা করেছিলাম, সেটাই এখন ভ য়ংকর বাস্তব। ফজলুর রহমান বাবুর মতো ভার্সেটাইল অভিনেতা ‘দুবুরকুটাই মতবাদ’ প্রচার করা না...
22/01/2024

যেই আ শঙ্কা করেছিলাম, সেটাই এখন ভ য়ংকর বাস্তব।
ফজলুর রহমান বাবুর মতো ভার্সেটাইল অভিনেতা ‘দুবুরকুটাই মতবাদ’ প্রচার করা নাটকে অভিনয় করেছে। পুরো নাটকের মূল বিষয়ই সম্ভবত এই মতাদর্শকে প্রচার করা।
মূল নাটকের এই ক্লিপ তারা আলাদা করে প্রচার করেছে। কয়েকবছর আগে ফারুকির বউ ‘বেনীআসহকলা’ নাটকে অভিনয় করেছিল, যেটার মূল উপজীব্য ছিল বেনীআসহকলা মতবাদ। চাপের মুখে পড়ে আরটিভি সেই নাটক সরিয়ে নেয়।
এখন মাছরাঙা টিভি দুদিন আগে সম্প্রচার করেছে ‘সিদ্দিক’ নাটক। ইমোশনাল দৃশ্যপট দিয়ে তাদের এজেন্ডার পক্ষে পাবলিকের সিম্প্যাথি আদায় করছে এই নাটকের মাধ্যমে।
যেহেতু এটা শুরু হয়ে গেছে, সামনে আরও নাটক বের হবে, যেখানে এসব মতবাদ প্রোমোট করা হবে। আপনি জাস্ট ইমাজিন করেন, আপনার কলিজার টুকরা জ্বলজ্যান্ত ছেলে কিংবা ভাই হুট করে শাড়ি পরে নাকে নথ দিয়ে এসে বলছে, ‘আমি এখন থেকে মেয়ে!’ আপনি কোন মুখে এটা মেনে নেবেন?! আল্লাহুল মুস্তাআন।
বিন্দুমাত্র সময় নাই আমাদের। তীব্র প্র তিবাদ করতে হবে এসব প্রচারকারী এবং এদের মদদদাতা সাক্ষাৎ শয় তানদের বিরুদ্ধে। পার্শ্ববর্তী দেশে একদিনে এদের পক্ষে আইন পাস হয়নি। বলিউডের নামকরা অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে নির্মিত নাটক-সিনেমায় এসব মতবাদ রীতিমতো প্রোমোট করে, আন্দোলন করে আইন পাশ করিয়েছে এরা। এজন্য রংপুরের নূরলদীনের মতো বলছি, জাগো বাহে, কোনঠে সবাই?!

[ছবিতে শাড়িপরা ব্যক্তিটি জ্ব লজ্যান্ত মর্দা পাঁঠা অ্যালেন শুভ্র। কাব্বাহাহুমুল্লাহ। পোস্টে কেউ অ্যাংরি রিয়্যাক্ট দিয়েন না, রিচ কমে যেতে পারে।]

শেয়ার করে ছড়িয়ে দিন।

***সংগৃহীত

উত্তর দিবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন
21/01/2024

উত্তর দিবেন আর ফলো দিয়ে পাশে থাকবেন

পরিচয় দেন। আর ফলো দিয়ে পাশে থাকবেন।
21/01/2024

পরিচয় দেন। আর ফলো দিয়ে পাশে থাকবেন।

রবিদা অন ফায়ার 🔥🔥
20/01/2024

রবিদা অন ফায়ার 🔥🔥

Address


Alerts

Be the first to know and let us send you an email when ALL TIME News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share