Ignored-অপেক্ষা

Ignored-অপেক্ষা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ignored-অপেক্ষা, Digital creator, সিলেট, Sylhet.

22/11/2023
সিলোটি🤪Ignored-অপেক্ষা
21/11/2023

সিলোটি🤪
Ignored-অপেক্ষা

18/11/2023

Just Imagine তোমার প্রিয় মানুষ কু'রআন পড়ছে, আর তুমি সেটা তার পাশে থেকে শুনছো!

15/11/2023

প্রশান্তি 🫠

26/10/2023

গরুকে গোসল করানোর পদ্ধতি

19/10/2023

জেনে নিন কিভাবে গরুকে ঘাস খাওয়াতে হয়।

ভালোবাসা সুন্দর 🧡ছবিতে আমার সাথে যে মেয়েটাকে দেখা যাচ্ছে সে আমার এক্স গার্লফ্রেন্ড। এখন আর সে আমার গার্লফ্রেন্ড নাই। আমা...
18/10/2023

ভালোবাসা সুন্দর 🧡

ছবিতে আমার সাথে যে মেয়েটাকে দেখা যাচ্ছে সে আমার এক্স গার্লফ্রেন্ড। এখন আর সে আমার গার্লফ্রেন্ড নাই। আমাকে বিয়ে করে আমার জীবন প্রেমিকা শূণ্য করে দিয়েছে। এমনকি ইয়াং মেয়েদেরা সাথে আমার কথা বলা নিষেধ করে দিয়েছে।

আজকে তার জন্মদিন।

প্রেম আর প্রণয় মিলিয়ে তার সাথে প্রায় বারো বছর কাটিয়ে দিলাম। খুব ভালো মেয়ে, আমার কাছে দেনমোহর ছাড়াও কিছু টাকা পায়। দিচ্ছি, দেব করে দিব্যি কাটিয়ে দিচ্ছি। সে চায় না, মাঝে মাঝে খোঁটা মারে শুধু। অপেক্ষায় আছি, আর দশ বারো বছর পেরোলে আশা করি খোঁটাও দেবে না।

দীর্ঘ সময় একজন মানুষের সাথে থাকলে কথারা ফুরিয়ে যায়, আলোরা হারিয়ে যায়। আমাদের কথারা ফুরিয়ে যায়নি, আলোও হারিয়ে যায়নি।

টরোন্টোতে সবাই ঘুমিয়ে পড়ে নয়টা দশটার মধ্যে। আমি আর সেঁজুতি জ্যাকেট-ট্যাকেট পড়ে রাত বারোটার দিকে হাঁটতে বাইর হই, দুইটা পর্যন্ত হাঁটি।

সবাই জিজ্ঞাসা করে, রাতের বেলা তোমরা কই যাও?

উত্তর দেই, আমরা হাঁটি।

'কোথায় হাঁটো?'

'রাস্তায় রাস্তায় হাঁটি।'

অবাক হয়ে জিজ্ঞাসা করে, এই ঠান্ডার মধ্যে এত রাতে হাঁটো কেন? তোমাদের কী সমস্যা?

আমাদের কী সমস্যা আমরা জানি না। হতে পারে এই সমস্যার নাম ভালোবাসা। হতে পারে স্রেফ পাগলামী। তবে সমস্যা একটা আছে সেটা বুঝি, তা না হলে, ভুতুড়ে ঠান্ডা শহরে মাঝরাতে হাহা হিহি করতে করতে দুইজন মানুষ কেন ঘন্টার পর ঘন্টা হাঁটবে?

শুভ জন্মদিন সেঁজুতি। আমার সাথে আজীবন হাঁটো। হাহা হিহি করতে করতে আমরা অনেক কঠিন পথ পার হয়ে যাব।

এই উছিলায় এই চমৎকার মেয়েটিকে আপনারাও শুভ জন্মদিন জানাতে পারেন, তার ফেসবুক নাই, তবে আপনাদের শুভকামনা পৌঁছে দেয়া হবে।
কপি : @অপরিচিতা

লিজেন্ডরা কোথায়? একটু বলে দাও।
18/10/2023

লিজেন্ডরা কোথায়? একটু বলে দাও।

12/10/2023

আপনার ফ্রেন্ড লিস্টের একটা লাজুক বন্ধুকে ম্যানশন দিয়া দৌড় দেন।

11/10/2023

Mention Your Special Person🧡
If you miss him🥀

সেই বন্ধুকে ম্যানশন দিন, যার ক্লাসে ঘুম আসে,,🙂
11/10/2023

সেই বন্ধুকে ম্যানশন দিন, যার ক্লাসে ঘুম আসে,,🙂

আপনার সেই বান্ধবীকে ম্যানশন দেন, যেই বন্ধুবী বেশি সাজে।
10/10/2023

আপনার সেই বান্ধবীকে ম্যানশন দেন, যেই বন্ধুবী বেশি সাজে।

28/09/2023

বেস্ট ফ্রেন্ড মানেই সব কিছু।😌

ম্যানশন ইউর বেস্ট ফ্রেন্ড

21/08/2023

রাজনীতি তখনই বুঝেছিলাম যেদিন ক্লাস ক্যাপটেন আমাদের ভোটে জিতে আমাদেরই নাম বোর্ডে তুলে স্কুল শিক্ষককে দিতো!🙂

15/08/2023

এবার বলো
তুমি কিসে আটকাও?

31/07/2023

প্রথম কে কথা বলেছিলেন মোবাইল ফোনে।

24/07/2023

নাইস মানে সুন্দর

তোমাকে নিয়ে আমরা গর্বিত🙂 🙏Ignored-অপেক্ষা
22/07/2023

তোমাকে নিয়ে আমরা গর্বিত🙂 🙏
Ignored-অপেক্ষা

😆😆😆🙄
21/07/2023

😆😆😆🙄

ঠিক না বেঠিক🤭
19/07/2023

ঠিক না বেঠিক🤭

- আজ শুক্রবার.!🙂- আল্লাহ আমাদের দুঃখ দূর করুন! এবং আমাদের প্রার্থনা কবুল করুন!'❤🥺
14/07/2023

- আজ শুক্রবার.!🙂

- আল্লাহ আমাদের দুঃখ দূর করুন! এবং আমাদের প্রার্থনা কবুল করুন!'❤🥺

13/07/2023

- ধৈর্য হারিয়ো না,😊

নিশ্চয়ই আল্লাহ তোমার জন্য উত্তম কিছু রেখেছে!'❤

বেশির ভাগ মানুষ ভুল উত্তর দেয়।দেখি কে বলতে পারবেন এটা কিসের চিহ্ন।
12/07/2023

বেশির ভাগ মানুষ ভুল উত্তর দেয়।
দেখি কে বলতে পারবেন এটা কিসের চিহ্ন।

10/07/2023

SSC 𝐛𝐚𝐭𝐜𝐡 𝐤𝐨𝐭𝐨\-🌼

09/07/2023

- Assalamu'alaikum!🌸

পৃথিবিতে সব চাইতে কঠিন কাজ হল নিজে সংশোধন হওয়া আর সব চাইতে সহজ কাজ হল অন্যের সমলোচনা করা.  .... (হযরত আলী রাঃ)
08/07/2023

পৃথিবিতে সব চাইতে কঠিন কাজ হল নিজে সংশোধন হওয়া আর সব চাইতে সহজ কাজ হল অন্যের সমলোচনা করা. .... (হযরত আলী রাঃ)

এক মাসে দুইবার রক্তদান করার ফলে মৃত্যু !!!🙁😢 (ইন্না লিল্লাহ.....)যারা নিয়মিত রক্তদান করেন তাদের উদ্দেশ্যে বলতেছিঃ-আপনি ...
06/07/2023

এক মাসে দুইবার রক্তদান করার ফলে মৃত্যু !!!🙁😢
(ইন্না লিল্লাহ.....)

যারা নিয়মিত রক্তদান করেন তাদের উদ্দেশ্যে বলতেছিঃ-

আপনি যদি নিয়মিত রক্তদান করেন তাহলে, প্রতি তিন/চার মাস পরপর রক্ত দিবেন। কোনভাবেই তিন মাসের আগে কিংবা এক মাসে দুইবার রক্ত দেওয়ার মত ভুল করবেন না।

এই ভুলটা করলে আপনার শরীরের রক্তে হিমোগ্লোবিন কমে শরীর দুর্বল হয়ে যেতে পারে, যার ফলাফল নির্ঘাত মৃত্যু হতে পারে।

বিঃদ্রঃ আগে নিজে বাঁচুন, তারপর অন্যকে বাঁচান।

সকল রক্ত যোদ্ধাদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা এবং দোয়া রইল।❤️❤️

তারিখঃ১৩-০৫-২০২৩ #রক্তদান_ও_মানবকল্যাণ_ফাউন্ডেশন_মৌলভীবাজার

Collected

04/07/2023

মা মানেই হাজারো খুশির কারণ!🥰🌸

Address

সিলেট
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ignored-অপেক্ষা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share



You may also like