Freedom sylhet

Freedom sylhet Freedom sylhet. known as “IP TV” is a 24-hour News and other programme Channel of Bangladesh. This page is the authorized page of freedom sylhet

দেশের মানুষের গড় মাথাপিছু আয় এখন ৩ লাখ টাকারও বেশিদেশের ইতিহাসে প্রথমবার মাথাপিছু আয় ৩ লাখ টাকা ছাড়িয়েছে। ডলারের মূল্যব...
21/05/2024

দেশের মানুষের গড় মাথাপিছু আয় এখন ৩ লাখ টাকারও বেশি

দেশের ইতিহাসে প্রথমবার মাথাপিছু আয় ৩ লাখ টাকা ছাড়িয়েছে। ডলারের মূল্যবৃদ্ধির মধ্যেও দেশে গড় মাথাপিছু আয় বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে দেশে মাথাপিছু আয় এখন ২ হাজার ৭৮৪ ডলার। এটি চলতি অর্থবছরের সাময়িক হিসাব। প্রতি ডলারের দাম ১০৯ টাকা ৯৭ পয়সা হিসাবে মাথাপিছু গড় আয় ৩ লাখ ৬ হাজার ১৪৪ টাকা।সোমবার রাতে এ তথ্য প্রকাশ করেছে বিবিএস। প্রতিষ্ঠানটির প্রকাশ করা পরিসংখ্যানে চলতি অর্থবছরের মোট দেশজ উৎপাদন (জিডিপি), প্রবৃদ্ধি, বিনিয়োগ, মাথাপিছু আয়—এসবের সাময়িক হিসাব দেওয়া হয়েছে।

বিবিএসের হিসাবে, গত অর্থবছরে (২০২২-২৩) মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৪৯ ডলার। এক বছরের ব্যবধানে এই আয় ৩৫ ডলার বেড়েছে।

মাথাপিছু আয় কোনো ব্যক্তির একক আয় নয়। দেশের অভ্যন্তরের আয়ের পাশাপাশি রেমিট্যান্সসহ যত আয় হয়, তা একটি দেশের মোট জাতীয় আয়। সেই জাতীয় আয়কে মাথাপিছু ভাগ করে দিয়ে এই হিসাব করা হয়।

এদিকে চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ৮২ শতাংশ হবে বলে সাময়িক হিসাব দিয়েছে বিবিএস। গত অর্থবছরে ৫ দশমিক ৩৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছে বিবিএস।

টাকার কাছে বেলাল আহমেদ মুরাদের আত্মসম্মান বিক্রি বিস্তারিত ----
21/05/2024

টাকার কাছে বেলাল আহমেদ মুরাদের আত্মসম্মান বিক্রি

বিস্তারিত ----

বাংলাদেশের একজন বিজ্ঞানী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে স্টিফেন হকিং বলেছিলেন, "সে সেরা। আমি তার কাছে কিছুই না।""সায়েন্স ওয়া...
21/05/2024

বাংলাদেশের একজন বিজ্ঞানী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে স্টিফেন হকিং বলেছিলেন, "সে সেরা। আমি তার কাছে কিছুই না।"

"সায়েন্স ওয়ার্ল্ড" নামে একটি বিজ্ঞান ম্যাগাজিন ২০০৭ সালে জামাল নজরুল ইসলামকে নিয়ে একটি ফিচার ছাপিয়েছিল। বাংলাদেশের কোনো ম্যাগাজিনে উনাকে নিয়ে লেখা এটিই ছিলো প্রথম ও শেষ ফিচার।

"কৃষ্ণবিবর" নামে উনার একটি বই আছে যেটা বাংলাদেশে খুঁজে পাওয়া কষ্টকর ।

শুধু এটাই নয়, "কৃষ্ণবিবর" "দ্য আল্টিমেট ফেইট অব ইউভার্স" "রোটেটিং ফিল্ডস ইন জেনারেল রিলেটিভিটি" বইগুলো অক্সফোর্ড কেমব্রিজ আর হার্ভার্ড এর মত বিশ্ববিদ্যালয়সহ আরও ১০০ টারও বেশী বিশ্ববিদ্যালয়ে এখনো পড়ানো হয়।
কিন্তু যে দেশে তিনি জন্মেছিলেন, সেই বাংলাদেশের কোন একটা বিশ্ববিদ্যালয়ে তার বই থেকে কোন লেকচার দেয়া হয় বলে আমার জানা নেই...

২০০১ সালে যখন পৃথিবী ধ্বংস হবার একটা গুজব উঠেছিল তখন জামাল নজরুল ইসলাম অংক কষে বলেছিলেন পৃথিবী তার কক্ষপথ থেকে ছুটে চলে যাবার কোনো সম্ভাবনা নেই।

স্টিফেন হকিং কে চিনে না এমন মানুষ খুব কম আছে। উনার লেখা "আ ব্রিফ হিস্ট্রি অব টাইম" বইটি এক কোটি কপিরও বেশী বিক্রি হয়েছে সারাবিশ্বে । সে বইটি সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল ১৯৮৮ সালে।

কিন্তু এই বইটি প্রকাশের প্রায় ৫ বছর আগেই ১৯৮৩ সালে জামাল নজরুল ইসলাম "দ্যা আল্টিমেট ফেইট অব দ্য ইউনিভার্স" বইটি লিখেছিলেন। দুটো বই-ই প্রায় একই সব টপিকের উপর লিখা। ব্লাকহোল, ওয়ার্ম হোল, সুপারনোভা, কসমিক রেডিয়েশন, প্যারালাল ইউনিভার্স, বাটারফ্লাই ইফেক্ট ইত্যাদি সব জোতিপদার্থর্বিজ্ঞানীয় ব্যাপারগুলোই ঘুরেফিরে দুটো বইতেই উঠে এসেছে। কিন্তু তুলনামূলক বিচারে জামাল নজরুল ইসলামের বইটিকেই বিশ্বখ্যাত বড় বড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগন অধিক মূল্যায়ন করেছেন, যেটি প্রকাশিত হয়েছিল হকিং এর বইয়েরও প্রায় ৫ বছর পূর্বে।
অথচ হকিং এর বই নিয়ে যতটা না মাতামাতি সারাবিশ্বে হয়েছে, তার ছিঁটেফোঁটাও হয়নি জামাল নজরুল ইসলামের কোন বই নিয়ে.. কেনো? পরে বলছি।
বলা হয়ে থাকে, বিশ্বের ৭ জন শ্রেষ্ট বিজ্ঞানীর নাম বলতে গেলে সে তালিকায় নাকি জামাল নজরুলের নামও চলে আসবে।
বিশ্বের বুকে বাংলার গর্ব জামাল নজরুল ইসলাম
১৯৮১ সালে লন্ডনের লাখ টাকা বেতনের চাকরি এবং উন্নত সুযোগ-সুবিধা ছেড়ে মাত্র ৩ হাজার (২৮ শত) টাকা বেতনের চাকরি নিয়ে তিনি চলে আসেন মাতৃভূমি বাংলাদেশে। বাংলাদেশের বিজ্ঞান শিক্ষা এবং বিজ্ঞান গবেষণার গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুভব করেন তিনি। তাই সব সুযোগ সুবিধা ছেড়ে দেশে চলে এসেছিলেন।
সংগৃহীত: মহাকাশের যত কথা

08/05/2024

আবারও নির্বাচিত হলেন গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান জনাব মঞ্জুর কাদির শাফী এলিম।

23/04/2024

চলছে ২০২৪ইং-এর গোলাপগঞ্জ উপজেলা নির্বাচনী হাওয়া।

আনুষ্ঠানিকভাবে টিউবওয়েল প্রতীক নিয়ে শুরু হলোগোলাপগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রিন্সিপাল জনাব মো:লবিবুর রহমা...
23/04/2024

আনুষ্ঠানিকভাবে টিউবওয়েল প্রতীক নিয়ে শুরু হলো
গোলাপগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রিন্সিপাল জনাব মো:লবিবুর রহমানের নির্বাচনী কার্যালয়। কদমতলি,গোলাপগঞ্জ।

আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও সিলেট ক্লাসিক স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল জনাব ...
22/04/2024

আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও সিলেট ক্লাসিক স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল জনাব লবিবুর রহমান লবিব ভাইয়ের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানঃ আছিরগঞ্জ আহমদ শাহ রহঃ সমাজ সেবা পরিষদের কার্যালয়।

15/04/2024
29/03/2024

নগদ অর্থ বিতরণ অনুষ্ঠান 💐
আয়োজনেঃ কুশিয়ারা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন

সৌজন্যে:আয়শা ক্বোরআনিক ক্লাস এবং লামা চন্দরপুর পূব মহল্লা জামে মসজিদ

29/03/2024

ছাএদের সম্মানে আলোচনা সভাও ইফতার মাহফিল ২০২৪
আয়োজনে :কুশিয়ারা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন
সৌজন্যে আয়শা ক্বোরআনিক ক্লাস এবং লামা চন্দর পুর পূর্ব মহল্লা জামে মসজিদ

09/03/2024

দেবারাই সারেং বাড়ির রাস্তা পাকা করণের শুভ সূচনা। এর মধ্য দিয়ে দিশারী প্রি-ক্যাডেট স্কুল উন্নয়নের দিকে আরেকটি ধাপ এগিয়ে গেল। এজন্য স্কুলের পক্ষ থেকে সারেং বাড়ির সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এ সময় উপস্থিত ছিলেন জনাব আবুল কাশেম পল্লব(উপজেলা চেয়ারম্যান,বিয়ানীবাজার) ও অত্র এলাকার সর্বস্থরের জনসাধারণ।

20/02/2024

দিশারী প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ,প্রবাসী সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪ খ্রিঃ।

20/02/2024

দিশারী প্রি-ক্যাডেট স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের নাচের দৃশ্য।

10/02/2024

আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া-২০২৪'র পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

দিশারী প্রি-ক্যাডেট স্কুলে অনুষ্টানের মধ্য দিয়ে বিশিষ্ট কবি ও সাহিত্যিক জনাব আতাউর রহমান আফতাব স্যারের ৬৫তম জন্মদিন পালন...
04/02/2024

দিশারী প্রি-ক্যাডেট স্কুলে অনুষ্টানের মধ্য দিয়ে বিশিষ্ট কবি ও সাহিত্যিক জনাব আতাউর রহমান আফতাব স্যারের ৬৫তম জন্মদিন পালন করা হলো।এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্য। সবার পক্ষ থেকে উনাকে জন্মদিনের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

04/02/2024

গ্রীণ স্টার ক্রিকেট ক্লাব আছিরগঞ্জ
VS
বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ বিয়ানীবাজার
ম্যাচের মধ্য দিয়ে শুভ সূচনা হলো বিয়ানীবাজার উপজেলা প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০২৪ইং। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রিড়াব্যাক্তিত্ব গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজনেঃ বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট এসোসিয়েশন।

25/01/2024

আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজে ৩য় ইব্রাহিম আলী স্মৃতি মেধাবৃত্তি পরিক্ষা-২০২৩'র মেধাবৃত্তি পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী (মেয়র,সিটি কর্পোরেশন,সিলেট) আরও উপস্থিত ছিলেন জনাব মঞ্জুর শাফি চৌধুরী এলিম(চেয়ারম্যান,উপজেলা পরিষদ,গোলাপগঞ্জ)।

21/01/2024

দিশারী প্রি-ক্যাডেট স্কুলের প্রবাসী সংবর্ধনা অনুষ্ঠান

21/01/2024

আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের দৃষ্টি নন্দন গেইটের ভিত্তি প্রস্তর স্থাপন

07/01/2024

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে ৭ই জানুয়ারী ২০২৪ইং জাতীয় নির্বাচন। খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দেবারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের দৃশ্য।

24/12/2023

ক্রীড়াব্যাক্তিত্ব শাহীন উদ্দিন ও রাজনৈতিকব্যাক্তিত্ব জয়নাল উদ্দিনের যৌথ উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে জনাব নাজিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুরুল ইসলাম (লেচু)। উপস্থিত প্রবাসী অতিথিবৃন্দ স্কুলের সার্বিক উন্নয়নের প্রতিস্রুতি দিয়েছেন এজন্য দিশারী প্রি- ক্যাডেট স্কুলের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

20/12/2023

লন্ডনে বিয়ে করে ডিপেনডেন্ট হয়ে এসে তারপর
আবার, দ্বিতীয় বিয়ে করলে যেমনটি হবে

28/11/2023

মরার আগে বাংলাদেশের ফুটবলকে ভাল জায়গায় নিয়ে যেতে চাই ( ব্যারিষ্টার সুমন)

27/11/2023

বৃহস্পতিবার সারাদেশে হরতাল, বিএনপি’র নতুন কর্মসূচি

12/11/2023

আছিরগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের বিদ্যমান
একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল শিক্ষামন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য,উন্নয়নের রূপকার জনাব নুরুল ইসলাম নাহিদ।

Address

City Shopping Complex 1st Floor, Asirgonj, Golapgonj
Sylhet
3165

Alerts

Be the first to know and let us send you an email when Freedom sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category



You may also like