15/11/2024
আপনারা দেখছেন ভয়েস অফ ঝিনাইগাতী প্রেজেন্ট রাংটিয়া নাইট ক্রিকেট টুর্নামেন্ট সিজন-৩ বিগ ফাইনাল ফাইনাল
শেরপুর জেলার সর্বশেষ সংবাদ জানতে এ পে?
Sherpur
Be the first to know and let us send you an email when SherpurTimes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to SherpurTimes:
২০১৩ সালের ২৬ মার্চ পাঠকদের সামনে আসে শেরপুর জেলা ভিত্তিক প্রথম অনলাইন নিউজ পোর্টাল শেরপুর টাইমস ডটকম । শুরু থেকেই নিউজ পোর্টালটি বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করে আসছে। ঘটনার সত্য খবর পরিবেশন, প্রকাশিত খবরটি কার পক্ষে গেল বা না গেল সেটা বিবেচনায় না এনে, এমন নীতিতে অটল থেকে সবার আগে সব খবর প্রকাশ করে চলেছে শেরপুর টাইমস। আর সে কারনেই পাঠক প্রিয়তা পেয়েছে এ নিউজ পোর্টালটি। অগণিত পাঠকের ভালবাসায় গণমাধ্যমটির এখন চলছে অষ্টম বছর ।
আমাদের এই কণ্টকাকীর্ণ যাত্রা শুরু হয়েছিল কিছু তরুণ, মেধাসম্পন্ন ও সংবাদ পরিবেশনে কর্ম উদ্যোমীদের নিয়ে। তরুণদের মাঝেও যে অপার সম্ভাবনা থাকে আর অদম্য বাসনা থাকলে স্টার সাংবাদিক না হয়েও যে তারা ভালো কিছু করতে পারে সেটাই দেখিয়েছে শেরপুর টাইমস। সীমিত জনবল নিয়ে নিউজ পোর্টালটি যে সফলতা অর্জন করেছে তা রীতিমতো ঈর্ষণীয়।
শেরপুর টাইমসের সংবাদকর্মীদের কঠোর পরিশ্রম, মমত্ববোধ সঙ্গে তাদের একান্ত আন্তরিকতা ছাড়া এ অনলাইন পত্রিকাটির পাঠক প্রিয়তা বাড়ানো কোনভাবেই সম্ভব ছিল না। এ জন্যে শেরপুর টাইমস কর্তৃপক্ষ মেধাবী সেসব সংবাদকর্মীদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছে।
পাঠকের খবরের চাহিদা পূরনে বস্তুুনিষ্ঠতার যে ছাপ শেরপুর টাইমস রাখছে, তা অব্যাহত থাকবে সব সময়। সবার প্রতি আবারো শুভেচ্ছা রইলো।