সত্যের সন্ধানে

সত্যের সন্ধানে https://www.facebook.com/pg/ww.Nalitabari/posts/
সত্যের সন্ধানে

সেনাবাহিনী" আইনের ধারা অনুযায়ী  নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতাধারা ৬৪ : ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংঘটনকা...
18/09/2024

সেনাবাহিনী" আইনের ধারা অনুযায়ী নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা

ধারা ৬৪ : ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংঘটনকারী ব্যক্তিকে গ্রেপ্তার করার বা গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার এবং হেফাজতে রাখার ক্ষমতা;

ধারা ৬৫ : গ্রেপ্তার করার ক্ষমতা বা তার উপস্থিতিতে গ্রেপ্তারের নির্দেশনা যার জন্য, তিনি গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন;

ধারা ৮৩/৮৪/৮৬ : ওয়ারেন্ট অনুমোদন করার ক্ষমতা বা ওয়ারেন্টের অধীনে গ্রেপ্তারকৃত অভিযুক্ত ব্যক্তিকে অপসারণের আদেশ দেওয়ার ক্ষমতা;

ধারা ৯৫(২) : নথিপত্র ইত্যাদির জন্য ডাক ও টেলিগ্রাফ কর্তৃপক্ষের দ্বারা অনুসন্ধান এবং আটক করার ক্ষমতা;

ধারা ১০০ : ভুলভাবে বন্দী ব্যক্তিদের হাজির করার জন্য অনুসন্ধান-ওয়ারেন্ট জারি করার ক্ষমতা;

ধারা ১০৫ : সরাসরি তল্লাশি করার ক্ষমতা, তার (ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি) উপস্থিতিতে যে কোনো স্থানে অনুসন্ধানের জন্য তিনি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন;

ধারা ১০৭ : শান্তি বজায় রাখার জন্য নিরাপত্তার প্রয়োজনীয় ক্ষমতা;

ধারা ১০৯ : ভবঘুরে এবং সন্দেহভাজন ব্যক্তির ভালো আচরণের জন্য নিরাপত্তার প্রয়োজনীর ক্ষমতা;

ধারা ১১০ : ভালো আচরণের জন্য নিরাপত্তা প্রয়োজনীয় ক্ষমতা;

ধারা ১২৬ : জামিনের নিষ্পত্তি করার ক্ষমতা;

ধারা ১২৭ : বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার আদেশদানের ক্ষমতা;

ধারা ১২৮ : বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা;

ধারা ১৩০ : বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি ব্যবহার করার ক্ষমতা;

ধারা ১৩৩ : স্থানীয় উপদ্রবে ক্ষেত্রবিশেষে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা;

ধারা ১৪২ : জনসাধারণের উপদ্রবের ক্ষেত্রে অবিলম্বে ব্যবস্থা হিসেবে আদেশ জারি করার ক্ষমতা;

উল্লিখিত ক্ষমতা ছাড়াও, যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর অধীনে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য সরকার এবং সেই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট দ্বারা সংশ্লিষ্ট এখতিয়ারের মধ্যে ক্ষমতা দেওয়া হয়েছে।

17/09/2024

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার এই জঘন্য কর্মকাণ্ডে জড়িত রাজনৈতিক দলের কর্মীদের নিন্দা জানাচ্ছি এবং এই পুলিশ সদস্যের পরিবার...
28/10/2023

বাংলাদেশে রাজনৈতিক সহিংসতার এই জঘন্য কর্মকাণ্ডে জড়িত রাজনৈতিক দলের কর্মীদের নিন্দা জানাচ্ছি এবং এই পুলিশ সদস্যের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, মিডিয়া কর্মীদের উপর হামলা কেমন গনতন্ত্র?
দায়ীদের কঠোর ও কঠোর শাস্তির ব্যবস্থা করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। এই পুলিশ সদস্যের মৃত্যুর জন্য।

24/10/2023

ইস্টার আনন্দন

ঢাকেশ্বরী মন্দির।।
18/10/2023

ঢাকেশ্বরী মন্দির।।

18/10/2023

।।মোহাম্মদ মোসারব হোসেন আড়াইআনী বাজার
নালিতাবাড়ী শেরপুর।। #নালিতাবাড়ী

ঝিনাইগাতীর চাঞ্চল্যকর অটোরিকশা চালক শাহ আলমের ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার ও আলামত উদ্ধার।[০৯ অক্টো...
09/10/2023

ঝিনাইগাতীর চাঞ্চল্যকর অটোরিকশা চালক শাহ আলমের ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার ও আলামত উদ্ধার।

[০৯ অক্টোবর ২০২৩ খ্রিঃ]

গত ০৭/১০/২০২৩ খ্রিঃ তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬:৩০ ঘটিকার সময় ডিসিস্ট শাহ আলম, শ্রীবরদী থানাধীন মাটিয়াকুড়া সাকিনস্থ জনৈক আবু রায়হান মেম্বার এর অটোরিকশা রাখার গ্যারেজ হতে অটোরিকশা নিয়ে ভাড়া মারার জন্য বের হয়।

পরবর্তীতে রাত গভীর হলেও ডিসিস্ট শাহ আলম (৪১) বাড়ীতে না ফেরায় পরের দিন তার স্ত্রী মোছাঃ মোরশেদা বেগম ঘুম থেকে উঠে ডিসিস্ট শাহ আলম রাতে বাড়ীতে আসে নাই বলে বিষয়টি জানিয়ে অটোরিকশা চার্জ দেওয়ার গন্তব্যস্থল জনৈক আবু রায়হান মেম্বার এর অটোরিকশা গ্যারেজের উদ্দেশ্যে রওনা দেয় এবং ডিসিস্ট শাহ আলম এর বাড়ীর অন্য লোকজন তাকে খোঁজাখুজি করতে থাকে।

খোঁজাখুজি করার সময় ডিসিস্ট শাহ আলম এর ভাই মোঃ ফেরুজ মাজন (২০) গত ০৮/১০/২০২৩ তারিখ সকাল অনুমানিক ০৮:০০ ঘটিকার সময় লোকমুখে জানতে পারে যে, ঝিনাইগাতী থানাধীন কুচনীপাড়া সাকিনস্থ কুচনীপাড়া টু কুরুয়াগমী পাকা রাস্তার পশ্চিম পাশে সাবেক চেয়ারম্যান জনৈক সামছুল হকের ধান ক্ষেতের পূর্ব পাশে রাস্তার ধারে পানিতে একটি লাশ পাওয়া গিয়েছে। তাৎক্ষনিক ডিসিস্ট শাহ আলম এর স্ত্রী ও ভাই বর্ণিত স্থানে গিয়ে লাশটি শাহ আলম এর বলে সনাক্ত করে।

পরে ডিসিস্টের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ঝিনাইগাতি থানায় এজাহার দায়ের করলে ঝিনাইগাতী থানার মামলা নং-০৯, তাং-০৮/১০/২০২৩ খ্রিঃ, ধারা-৩৯৪/৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

মামলাটি রুজু হওয়ার পূর্বে হত্যাকাণ্ডের মূল রহস্য দ্রুত সময়ের মধ্যে উদঘাটন, আসামি গ্রেফতার ও মামলার যথাযথ তদন্তের লক্ষ্যে শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম পিপিএম-সেবা মহোদয়
জেলা পুলিশের জ্যৈষ্ঠ কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে দ্রুত সময়ের মধ্যে ঘটনার মূল রহস্য উদঘাটনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও তদন্তকারী কর্মকর্তাকে দিক-নির্দেশনা প্রদান করেন।

পুলিশ সুপার, শেরপুর মহোদয়ের দিকনির্দেশনায় দ্রুত সময়ের মধ্যে ঘটনার মূল রহস্য উদঘাটন করার জন্য অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোঃ খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ সাইদুর রহমান ও সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব মোঃ দিদারুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ঝিনাইগাতী থ

বাংলাদেশের ভবিষ্যৎ কেবল এ দেশের জনগণই নির্ধারণ করবে। যাতে বাংলাদেশ স্থিতিশীলতা রক্ষা ও উন্নয়ন করতে পারে।রোববার (৮ অক্টোব...
08/10/2023

বাংলাদেশের ভবিষ্যৎ কেবল এ দেশের জনগণই নির্ধারণ করবে।

যাতে বাংলাদেশ স্থিতিশীলতা রক্ষা ও উন্নয়ন করতে পারে।রোববার (৮ অক্টোবর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সেমিনারে তিনি এ কথা বলেন।

ইয়াও ওয়েন বলেন, ভবিষ্যতে বাংলাদেশ ভালো করবে এবং চীন-বাংলাদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে। ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিষয়গুলো বাংলাদেশই দেখুক। যাতে বাংলাদেশ স্থিতিশীলতা রক্ষা ও উন্নয়ন করতে পারে।

বাংলাদেশ-চায়না সম্পর্ক আরও গভীর হবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক দল ও মানুষের সমর্থন দুই দেশের সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় হবে।

বাংলাদেশ-চায়না সিল্ক রোড ফোরাম আয়োজিত এই সভায় আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ-চায়না সিল্ক রোড ফোরামের চেয়ারম্যান দিলীপ বড়ুয়া, কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম, চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ প্রমুখ।

01/10/2023

নিজপাড়া মহাশ্মশান সুরক্ষা বাঁধ নির্মাণ কালীমন্দিরের সীমানা প্রচীর নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃ...

ঝিনাইগাতী থানার অভিযানে ২৬ সেপ্টেম্বর ভোরে রাংটিয়া এলাকা হইতে ২৪ বোতল ভারতীয় মদ সহ মিষ্টার (৩৩) পিতা কালু গাজী সাং রাংটি...
26/09/2023

ঝিনাইগাতী থানার অভিযানে ২৬ সেপ্টেম্বর ভোরে রাংটিয়া এলাকা হইতে ২৪ বোতল ভারতীয় মদ সহ মিষ্টার (৩৩) পিতা কালু গাজী সাং রাংটিয়া থানা ঝিনাইগাতী জেলা শেরপুরকে গ্রেফতার করা হয়েছে।

Address

Nalitabari
Sherpur
2110

Alerts

Be the first to know and let us send you an email when সত্যের সন্ধানে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সত্যের সন্ধানে:

Videos

Share