Priyo Pustok

Priyo Pustok জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক আঁধারে

প্রিয় পুস্তক ডটকম। জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক আঁধারে এই শ্লোগানকে ধারণ করে দেশের যে প্রান্তেই আপনার অবস্থান হোক বইপ্রেমীদের শিক্ষাগত সম্পদের সমান প্রাপ্যতা তৈরি করতে বড় শহরে বই কেনার সহজতা সারা দেশে ছড়িয়ে দিতেই আমাদের একটি প্রচেষ্টার নাম । টেকনাফ থেকে তেতুলিয়া যেখানেই থাকুন বই বা শিক্ষার উপকরণ একই মূল্যে হাতে তুলে দিবো এই প্রত্যাশা স্বপ্ন আমাদের, হোক আপনার অবস্থান যতই জনশূন্য কিংবা দূরবর্তী ।

17/09/2022
জার্মানির একটি লাইব্রেরি📚Marienplatz Library, Munich, Germany
13/07/2022

জার্মানির একটি লাইব্রেরি📚
Marienplatz Library, Munich, Germany

শুভ নববর্ষ-১৪২৯Priyo Shikkhaloy Priyo Pustok  প্রিয় টেক.নেট
14/04/2022

শুভ নববর্ষ-১৪২৯
Priyo Shikkhaloy
Priyo Pustok
প্রিয় টেক.নেট

বই : কারাগারের রোজনামচা (হার্ডকভার)লেখক : শেখ মুজিবুর রহমানপ্রকাশনী : বাংলা একাডেমিবিষয় : মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ ম...
25/03/2022

বই : কারাগারের রোজনামচা (হার্ডকভার)
লেখক : শেখ মুজিবুর রহমান
প্রকাশনী : বাংলা একাডেমি
বিষয় : মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
পৃষ্ঠা : 332, কভার : পেপার ব্যাক
দাম : 400 টাকা
বইটি অর্ডার করতে ফোন করুন : 01740588988 , ওয়েব : www.priyopustok.com

'কারাগারের রোজনামচা' বইয়ের ফ্ল্যাপে লেখা কথা ভাষা আন্দোলন থেকে ধাপে ধাপে স্বাধীনতা অর্জনের সোপানগুলি যে কত বন্ধুর পথ অতিক্রম করে এগুতে হয়েছে তার কিছুটা এই কারাগারের রোজনামচা বই থেকে পাওয়া যাবে। স্বাধীন বাংলাদেশ ও স্বাধীন জাতি হিসেবে মর্যাদা বাঙালি পেয়েছে যে সংগ্রামের মধ্য দিয়ে, সেই সংগ্রামে অনেক ব্যথা-বেদনা, অশ্রু ও রক্তের ইতিহাস রয়েছে। মহান ত্যাগের মধ্য দিয়ে মহৎ অর্জন করে দিয়ে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান । বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছেন; ক্ষুধা, দারিদ্র্য থেকে মুক্তি দিতে চেয়েছেন। বাংলার শোষিত বঞ্চিত মানুষকে শোষণের হাত থেকে মুক্তি দিয়ে উন্নত জীবন দিতে চেয়েছেন। বাংলার মানুষ যে স্বাধীন হবে এ আত্মবিশ্বাস বারবার তাঁর লেখায় ফুটে উঠেছে। এত আত্মপ্রত্যয় নিয়ে পৃথিবীর আর কোনো নেতা ভবিষ্যদবাণী করতে পেরেছেন। কিনা আমি জানি না । - শেখ হাসিনা 'কারাগারের রোজনামচা' বইয়ের ভূমিকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষের স্বাধীনতা অর্জনের জন্য সংগ্রাম করেছেন । বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য নিজের জীবনের সব আরাম-আয়েশ ত্যাগ করে দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন । তিনি জীবনের অধিকাংশ সময় কারাগারে বন্দি জীবন যাপন করেন । বার বার গ্রেফতার হন তিনি । মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করা হয় । আইয়ুব-মোনায়েম স্বৈরাচারী সরকার একের পর এক মামলা যেমন দেয়, সেই মামলায় কোনো কোনো সময় সাজাও দেয়া হয় তাকে । তাঁর জীবনে এমন সময়ও গেছে, যখন মামলার সাজা খাটা হয়ে গেছে, তারপরও জেলে বন্দি করে রেখেছে তাকে । এমনকি বন্দিখানা থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরতে পারেন নাই, হয় পুনরায় গ্রেফতার হয়ে জেলে গেছেন অথবা রাস্তা থেকে- গ্রেফতার করে জেলে পাঠিয়েছে। ভাষা আন্দােলন বঙ্গবন্ধু শুরু করেন ১৯৪৮ সালে। ১১ই মার্চ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়ার দাবিতে আন্দোলন শুরু করেন এবং গ্রেফতার হন । ১৫ই মার্চ তিনি মুক্তি পান। ছাত্র সংগ্রাম পরিষদ বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সমগ্ৰ দেশ সফর শুরু করেন। জনমত সৃষ্টি করতে থাকেন। প্রতি জেলায় সংগ্রাম পরিষদ গড়ে তোলেন । ১৯৪৮ সালের ১১ই সেপ্টেম্বর তৎকালীন সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবকে ফরিদপুরে গ্রেফতার করে । ১৯৪৯ সালের ২১শে জানুয়ারি মুক্তি পান। মুক্তি পেয়েই আবার দেশব্যাপী জনমত সৃষ্টির জন্য সফর শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারীদের দাবির প্রতি তিনি সমর্থন জানান এবং তাদের ন্যায্য দাবির পক্ষে আন্দোলনে অংশ নেন । সরকার ১৯৪৯ সালের ১৯শে এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে। জুলাই মাসে তিনি মুক্তি পান। এইভাবে কয়েক দফা গ্রেফতার ও মুক্তির পর ১৯৪৯ সালের ১৪ই অক্টোবর আর্মানিটােলা ময়দানে জনসভা শেষে ভুখা মিছিল বের করেন। দরিদ্র মানুষের খাদ্যের দাবিতে ভুখা মিছিল করতে গেলে আওয়ামী লীগের সভাপতি মওলানা ভাসানী, সাধারণ সম্পাদক শামসুল হক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেফতার হন। এবারে তাকে প্রায় দু’বছর পাঁচ মাস জেলে আটক রাখা হয়। ১৯৫২ সালের ২৬শে ফেব্রুয়ারি ফরিদপুর জেল থেকে মুক্তি লাভ করেন। ১৯৫৪ সালের ৩০শে মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সদস্য হিসেবে করাচি থেকে ঢাকায় প্রত্যাবর্তন করে গ্রেফতার হন এবং ২৩শে ডিসেম্বর মুক্তি লাভ করেন। ১৯৫৮ সালের ১২ই অক্টোবর তৎকালীন সামরিক সরকার কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। এবারে প্রায় চৌদ্দ মাস জেলখানায় বন্দি থাকার পর তাকে মুক্তি দিয়ে পুনরায় জেল গেটেই গ্রেফতার করা হয়। ১৯৬০ সালের ৭ই ডিসেম্বর হাইকোর্টে রিট আবেদন করে মুক্তি লাভ করেন। ১৯৬২ সালের ৬ই ফেব্রুয়ারি আবার জননিরাপত্তা আইনে গ্রেফতার হয়ে তিনি ১৮ই জুন মুক্তি লাভ করেন। ১৯৬৪ সালে রাষ্ট্রপতি নির্বাচনের ১৪ দিন পূর্বে তিনি আবার গ্রেফতার হন। ১৯৬৫ সালে রাষ্ট্রদ্রোহিতা ও আপত্তিকর বক্তব্য প্রদানের অভিযোগে মামলা দায়ের করে তাকে এক বছরের কারাদণ্ড প্ৰদান করা হয়। পরবতী সময়ে হাইকোর্টের নির্দেশে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। ১৯৬৬ সালের ৫ই ফেব্রুয়ারি লাহােরে বিরোধী দলসমূহের জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৬ দফা দাবি পেশ করেন। ১লা মার্চ তিনি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন । তিনি যে ছয় দফা দাবি পেশ করেন তা বাংলার মানুষের বাঁচার দাবি হিসেবে করেন, সেখানে স্বায়ত্তশাসনের দাবি উত্থাপন করেন যার অন্তর্নিহিত লক্ষ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা । একের পর এক দাবি নিয়ে জনগণের অধিকারের কথা বলার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের প্রথম তিন মাসে ঢাকা, চট্টগ্রাম, যশোহর, ময়মনসিংহ, সিলেট, খুলনা, পাবনা, ফরিদপুরসহ বিভিন্ন শহরে আটবার গ্রেফতার হন ও জামিন পান । নারায়ণগঞ্জে সর্বশেষ মিটিং করে ঢাকায় ফিরে এসেই ৮ই মে মধ্য রাতে গ্রেফতার হন। তাঁকে কারাগারের অন্ধকার কুঠুরিতে জীবন কাটাতে হয়। শোষকগােষ্ঠীর শোষণের বিরুদ্ধে বক্তৃতা দিয়েছেন, বাংলাদেশের মানুষের ন্যায্য দাবি তুলে ধরেছেন। ফলে যখনই জনসভায় বক্তৃতা করেছেন তখনই তার বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার করেছে সরকার । ১৯৬৮ সালের ৩রা জানুয়ারি পাকিস্তান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এক নম্বর আসামি করে মোট ৩৫ জন বাঙালি সেনা ও সিএসপি অফিসারের বিরুদ্ধে পাকিস্তানকে বিচ্ছিন্ন করার অভিযোগ এনে রাষ্ট্রদ্রোহী হিসেবে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে । ১৮ই জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দিয়ে জেলগেট থেকে পুনরায় গ্রেফতার করে তাকে ঢাকা সেনানিবাসে কঠোর নিরাপত্তায় বন্দি করে রাখে

বইমেলা ২০২২ এর তিনটি নতুন গুরুত্বপুর্ণ বই একত্রে ২৫% ছাড়ে ১৪৫৫ টাকা1. পার্বত্য চট্টগ্রাম শান্তিবাহিনী জিয়া হত্যা মনজুর ...
03/03/2022

বইমেলা ২০২২ এর তিনটি নতুন গুরুত্বপুর্ণ বই
একত্রে ২৫% ছাড়ে ১৪৫৫ টাকা

1. পার্বত্য চট্টগ্রাম শান্তিবাহিনী জিয়া হত্যা মনজুর খুন” - 600 টাকা
2. আল কায়দার খোজে - 390 টাকা
3. পুরানো সেই দিনের কথা - 465 টাকা

** অর্ডার করতে ইনবক্সে আপনার ঠিকানা ও মোবাইল নাম্বার দিন।
** ডেলিভারি চার্জ সারাদেশে ৮০ টাকা।
#প্রিয়পুস্তক

#বইমেলা২০২২

‘প্রচণ্ড ঝড় একটি জাহাজকে চূর্ণ-বিচূর্ণ করে দিতে পারলেও, সামান্য একটি সুতোর গিঁট খুলতে পারে না। রাগের ব্যাপারটি এমনই। এটি...
01/03/2022

‘প্রচণ্ড ঝড় একটি জাহাজকে চূর্ণ-বিচূর্ণ করে দিতে পারলেও, সামান্য একটি সুতোর গিঁট খুলতে পারে না। রাগের ব্যাপারটি এমনই। এটি চূর্ণ-বিচূর্ণ করে দিতে পারে, কিন্তু কোন সমাধান দিতে পারে না।'

-শাইখ আহমাদ মুসা জিবরিল (হাফিযাহুল্লাহ)

বইয়ের নাম  : লেনিন (হার্ডকভার)লেখক :  মনির জামানপ্রকাশনী: কথা প্রকাশবিষয় : ঐতিহাসিক ব্যক্তিত্ব                         ...
27/02/2022

বইয়ের নাম : লেনিন (হার্ডকভার)
লেখক : মনির জামান
প্রকাশনী: কথা প্রকাশ
বিষয় : ঐতিহাসিক ব্যক্তিত্ব
দাম : 75 টাকা
বইটি অর্ডার করতে ফোন করুন : 01740588988 ,
ওয়েব : www.priyopustok.com

মনে তাঁর বঞ্চিত মানুষের গান...

‘লেনিন ভেঙেছে রুশে জনষােতে অন্যায়ের বাঁধ,
অন্যায়ের মুখােমুখি লেনিন প্রথম প্রতিবাদ। ...
লেনিন ভূমিষ্ঠ রক্তে, ক্লীবতার কাছে নেই ঋণ,
বিপ্লব স্পন্দিত বুকে, মনে হয় আমিই লেনিনা !!

লিখে গেছেন আমাদের রুদ্রতাপস কবি সুকান্ত ভট্টাচার্য। বিপ্লবের মধ্য দিয়েই পৃথিবীতে জনগণের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন এই বঞ্চিত মানুষের নেতা। আজো পৃথিবীতে যেখানে অন্যায়, বঞ্চিত মানুষের হাহাকার, সেখানেই প্রতিবাদ ও বিপ্লবে মহামতি লেনিন। আসল নাম ভাদিমির ইলিচ উলিয়ানিভ। ১৮৭০ সালের এপ্রিলে জারশাসিত তৎকালীন রাশিয়ার সিমবিরস্ক শহরে জন্ম পুলিশের হাত থেকে বাঁচতে নিয়েছিলেন ছদ্মনাম। সাইবেরিয়ার ‘লেনা’ নদীর নামানুসারে নিজের ছদ্মনাম রাখেন লেনিন। এই নামেই তাঁকে জানল জগতের সব মানুষ।

বইয়ের নাম  : মাও সেতুং (হার্ডকভার)লেখক :  মনির জামানপ্রকাশনী: কথা প্রকাশবিষয় : ঐতিহাসিক ব্যক্তিত্ব                     ...
27/02/2022

বইয়ের নাম : মাও সেতুং (হার্ডকভার)
লেখক : মনির জামান
প্রকাশনী: কথা প্রকাশ
বিষয় : ঐতিহাসিক ব্যক্তিত্ব
দাম : 75 টাকা
বইটি অর্ডার করতে ফোন করুন : 01740588988 ,
ওয়েব : www.priyopustok.com

শৈশব থেকে সংগ্রাম

সাম্যবাদী চিন্তার মহান দার্শনিক কার্ল মার্কসের মৃত্যুর দুই দশক অতিক্রান্ত হতে না হতে ১৯১৭ সালে কমরেড লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টি রুশ দেশে সাম্যবাদী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে জয়ী হয়। রুশ বিপ্লবের সাফল্যের ভিতর দিয়ে এটা প্রমাণিত হয় যে, সামন্ততন্ত্র ও পুঁজিবাদী সমাজব্যবস্থা সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়ে শ্রমিক- কৃষক-মেহনতি মানুষের রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা সম্ভব। ফলে ইউরােপের দেশে দেশে শ্রেণীবৈষম্যের বিপরীতে সাম্যবাদী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম হয়ে ওঠে অগ্রসর রাজনীতিকদের আরাধ্য। কিন্তু তখনাে এশিয়ার জনগণ ছিল সাম্রাজ্যবাদী দেশগুলাের পদলেহি সামন্ত প্রভুদের কর্তৃত্বাধীন। ভারতবর্ষ নিস্পেষিত হচ্ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের থাবার নিচে। আর নতজানু সামন্ততন্ত্রের প্রশ্রয়ে ষাট কোটি জনগণ অধ্যুষিত প্রাচীন সংস্কৃতির দেশ চীনকে খুবলে খাচ্ছিল আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি ও জাপানের মতাে পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদী দেশগুলাে।

বইয়ের নাম  : মহাত্মা গান্ধী (হার্ডকভার)লেখক :  কাজী মহম্মদ আশরাফপ্রকাশনী: কথা প্রকাশবিষয় : জীবনী গ্রন্থমালা, আন্তর্জাতি...
27/02/2022

বইয়ের নাম : মহাত্মা গান্ধী (হার্ডকভার)
লেখক : কাজী মহম্মদ আশরাফ
প্রকাশনী: কথা প্রকাশ
বিষয় : জীবনী গ্রন্থমালা, আন্তর্জাতিক রাজনৈতিক ব্যক্তিত্ব
দাম : 75 টাকা
বইটি অর্ডার করতে ফোন করুন : 01740588988 ,
ওয়েব : www.priyopustok.com

মতবাদ বা দর্শনের উপর। এটি ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম চালিকাশক্তি, সারা বিশ্বে মানুষের স্বাধীনতা এবং অধিকার পাওয়ার আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা। বলা ভালাে তিনি নােবেল পাননি, কিন্তু তাঁকে শান্তিতে কয়েকবার নােবেল দিলেও যােগ্য সম্মান দেয়া হতাে না বাধ করি, এমন প্রবাদতুল্য পুরুষ এই মহাত্ম।

দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে দুস্থ কৃষক এবং দিনমজুরদের নিয়ে কর-ব্যবস্থা এবং বহুবিস্তৃত বৈষম্যের বিরুদ্ধে গড়ে তােলেন আন্দোলন। ভারতীয় জাতীয় কংগ্রেস নেতৃত্বে আসার পর গান্ধী ভারতব্যাপী দারিদ্র্য দূরীকরণ, নারী স্বাধীনতা, বিভিন্ন জাতিগােষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, বর্ণবৈষম্য দূরীকরণ, জাতির অর্থনৈতিক সচ্ছলতাসহ বিভিন্ন বিষয়ে প্রচার শুরু করেন। এর সবগুলােই ছিল স্বরাজ অর্থাৎ ভারতকে বিদেশী শাসন থেকে মুক্ত করার লক্ষ্যে। ১৯৩০ সালে গান্ধী ভারতীয়দের লবণ-করের বিরুদ্ধে প্রতিবাদে ৪০০ কিলােমিটার দীর্ঘ ডান্ডি লবণ কুচকাওয়াজে নেতৃত্ব দেন, যা ১৯৪২ সালে ইংরেজ শাসকদের প্রতি সরাসরি ভারত ছাড়াে আন্দোলনের সূত্রপাত ঘটায়। তিনি বিভিন্ন সময় বিভিন্ন কারণে বেশ কয়েকবার দক্ষিণ আফ্রিকা এবং ভারতে কারাবরণ করেন।

বইয়ের নাম  : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (হার্ডকভার)লেখক :  মনি হায়দারপ্রকাশনী: কথা প্রকাশবিষয় : বঙ্গবন্ধু শেখ মুজিবুর ...
27/02/2022

বইয়ের নাম : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (হার্ডকভার)
লেখক : মনি হায়দার
প্রকাশনী: কথা প্রকাশ
বিষয় : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
দাম : 75 টাকা
বইটি অর্ডার করতে ফোন করুন : 01740588988 ,
ওয়েব : www.priyopustok.com

প্রাণে তাঁর সােদামাটির তেজ...

বাঙালির প্রাণপুরুষ বঙ্গবন্ধু। তাঁকে বিশেষিত করা যায় নানা অভিধায়। তাঁর মনে ছিল অমিত নক্ষত্রধারা, বাংলার সােদামাটির ঘ্রাণ, তেজস্বী পলি...। সেই মহামানব যিনি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক নেতা। পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে পুরােধা ব্যক্তিত্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৯২০-১৯৭৫) জাতির জনক হিসেবে বিবেচিত।

বইয়ের নাম  : ফিদেল কাস্ত্রো (জীবনী)লেখক :  জাহেদ সরওয়ারপ্রকাশনী: কথা প্রকাশবিষয় : ঐতিহাসিক ব্যক্তিত্ব                  ...
27/02/2022

বইয়ের নাম : ফিদেল কাস্ত্রো (জীবনী)
লেখক : জাহেদ সরওয়ার
প্রকাশনী: কথা প্রকাশ
বিষয় : ঐতিহাসিক ব্যক্তিত্ব
দাম : 80 টাকা
বইটি অর্ডার করতে ফোন করুন : 01740588988 ,
ওয়েব : www.priyopustok.com

কিউবা বিপ্লবের প্রধান নেতা ফিদেল ফেব্রুয়ারি ১৯৫৯ থেকে ডিসেম্বর ১৯৭৬ পর্যন্ত কিউবার প্রধানমন্ত্রী ছিলেন, এরপর ফেব্রুয়ারি ২০০৮-এ তার স্বেচ্ছায় সরে যাওয়ার আগ পর্যন্ত কিউবার মন্ত্রী পরিষদের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ১৯৬১ সালে কিউবা কমিউনিস্ট দলের প্রতিষ্ঠালগ্ন থেকে মৃত্যুর আগ পর্যন্ত প্রধান হিসেবে ছিলেন।

বইয়ের নাম  : নেলসন ম্যান্ডেলা (হার্ডকভার)লেখক :  জাহেদ সরওয়ারপ্রকাশনী: কথা প্রকাশবিষয় : ঐতিহাসিক ব্যক্তিত্ব            ...
27/02/2022

বইয়ের নাম : নেলসন ম্যান্ডেলা (হার্ডকভার)
লেখক : জাহেদ সরওয়ার
প্রকাশনী: কথা প্রকাশ
বিষয় : ঐতিহাসিক ব্যক্তিত্ব
দাম : 75 টাকা
বইটি অর্ডার করতে ফোন করুন : 01740588988 ,
ওয়েব : www.priyopustok.com

নেলসন ম্যান্ডেলা প্রকৃতপক্ষে ছিলেন আফ্রিকার নিখাদ আত্মা। শুধু আফ্রিকারই বা কেন বলা হবে? তিনি তাে অগণিত সাধারণ শােষিত মানুষেরও প্রেরণা। আফ্রিকান জাতীয়তাবাদ থেকে তিনি পদার্পণ করেছিলেন সাম্যবাদী ম্যান্ডেলায়। বন্দি থাকা অবস্থায় সারা পৃথিবীতেই তাঁর মুক্তির জন্য উন্মুত্ত হয়ে উঠেছিল অজস্র শােষিত মানুষ। অগণিত দেশের সরকার তাঁকে সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছিল। অগণিত বিশ্ববিদ্যালয় তাঁকে সম্মানসূচক ডক্টরেট প্রদান করেছিল। অগণিত শহরের রাস্তা ও পার্কের নামকরণ করা হয়েছিল তাঁর নামে। এসবই ছিল তাঁর প্রতি মানুষের ভালােবাসার প্রকাশ। নােবেল পুরস্কারের কথা না হয় বাদই দিলাম। যা কিনা সবাই জ্ঞাত। জীবিত অবস্থায় এত সুদীর্ঘ কাল নির্মম নির্বাসনে দুনিয়ার খুব বেশি নেতাকে তাঁর সমগ্র জীবন দেশের সাধারণ জনগণের মুক্তির জন্য ত্যাগ করতে দেখা যায়নি, একমাত্র ম্যান্ডেলা ছাড়া।

বইয়ের নাম  : নেতাজি সুভাষচন্দ্র বসু (জীবনী গ্রন্থমালা) (হার্ডকভার)লেখক :  শাহজাহান সাজুপ্রকাশনী: কথা প্রকাশবিষয় : ঐতিহা...
27/02/2022

বইয়ের নাম : নেতাজি সুভাষচন্দ্র বসু (জীবনী গ্রন্থমালা) (হার্ডকভার)
লেখক : শাহজাহান সাজু
প্রকাশনী: কথা প্রকাশ
বিষয় : ঐতিহাসিক ব্যক্তিত্ব
দাম : 75 টাকা
বইটি অর্ডার করতে ফোন করুন : 01740588988 ,
ওয়েব : www.priyopustok.com

মুখবন্ধ
আমাদের জাতীয় জীবনে নৈতিক অধঃপতন এবং মূল্যবােধের অবক্ষয় আজ তীব্র আকার ধারণ করেছে। কবি জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪) তাঁর সময়ে এ সংকট অনুভব করেছিলেন : অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা; যাদের হৃদয়ে কোনাে প্রেম নেই, প্রীতি নেই করুণার আলােড়ন নেই পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া... মুখবন্ধ আমাদের জাতীয় জীবনে নৈতিক অধঃপতন এবং মূল্যবােধের অবক্ষয় আজ তীব্র আকার ধারণ করেছে। কবি জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪) তাঁর সময়ে এ সংকট অনুভব করেছিলেন : অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা; যাদের হৃদয়ে কোনাে প্রেম নেই, প্রীতি নেই করুণার আলােড়ন নেই পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া...

বইয়ের নাম  : চে গুয়েভারালেখক :  মনির জামানপ্রকাশনী: কথা প্রকাশবিষয় : ঐতিহাসিক ব্যক্তিত্ব                               ...
27/02/2022

বইয়ের নাম : চে গুয়েভারা
লেখক : মনির জামান
প্রকাশনী: কথা প্রকাশ
বিষয় : ঐতিহাসিক ব্যক্তিত্ব
দাম : 75 টাকা
বইটি অর্ডার করতে ফোন করুন : 01740588988 ,
ওয়েব : www.priyopustok.com

বিপ্লবের আরেক নাম চে
এক তরুণ ছুটছেন তাে ছুটছেন মােটরসাইকেলে চড়ে। সঙ্গে বন্ধু আলবার্তো গ্রানােদা। পাড়ি দিলেন চার হাজার মাইল। ভ্রমণ করলেন চিলি, পেরু, কলম্বিয়া ও ভেনিজুয়েলা। তাদের সঙ্গে ছিল তাঁবু, কম্বল, মােটরসাইকেলের যন্ত্রপাতি, পিস্তল, ক্যামেরা এবং একটা ছােট্ট কুকুর কামব্যাক। এই ভ্রমণবৃত্তান্ত প্রকাশিত হয় মােটরসাইকেল ডায়েরি নামে, হয় মুভিও। এই তরুণ আর কেউ নন, চে গুয়েভারা। এই ভ্রমণই চে-কে জাগিয়ে তুলেছিল অন্য জীবনের জন্য। তাঁর চেতনায় এনেছিল অদ্ভুত পরিবর্তন। লাতিন আমেরিকার জনপদজুড়ে মানুষের দুর্দশা, শােষণ, দারিদ্র্য, অসাম্য, সামাজিক শ্রেণীবিন্যাস তাঁর হৃদয়কে নাড়া দিল ভয়ঙ্করভাবে, আর অভ্যন্তর থেকে গড়ে তুলল এক নতুন চে-কে।

বইয়ের নাম  :  কার্ল মার্কসবিষয় :ঐতিহাসিক ব্যক্তিত্বলেখক : মনির জামানপ্রকাশনী: কথাপ্রকাশদাম : 75 টাকা বইটি অর্ডার করতে ফ...
27/02/2022

বইয়ের নাম : কার্ল মার্কস
বিষয় :ঐতিহাসিক ব্যক্তিত্ব
লেখক : মনির জামান
প্রকাশনী: কথাপ্রকাশ
দাম : 75 টাকা
বইটি অর্ডার করতে ফোন করুন : 01740588988 ,
ওয়েব : www.priyopustok.com

আমাদের জাতীয় জীবনে নৈতিক অধঃপতন এবং মূল্যবােধের অবক্ষয় আজ তীব্র আকার ধারণ করেছে। কবি জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪) তাঁর সময়ে এ সংকট অনুভব করেছিলেন : অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা; যাদের হৃদয়ে কোনাে প্রেম নেই, প্রীতি নেই করুণার আলােড়ন নেই পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া... আমাদের জাতীয় জীবনে নৈতিক অধঃপতন এবং মূল্যবােধের অবক্ষয় আজ তীব্র আকার ধারণ করেছে। কবি জীবনানন্দ দাশ (১৮৯৯-১৯৫৪) তাঁর সময়ে এ সংকট অনুভব করেছিলেন : অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা; যাদের হৃদয়ে কোনাে প্রেম নেই, প্রীতি নেই করুণার আলােড়ন নেই পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া...

বইয়ের নাম  : ঘাসফুলের মৃত্যু (হার্ডকভার)লেখক : রহমান মিজানজপ্রকাশনী: নব সাহিত্য প্রকাশনীবিষয় : কাব্য                   ...
26/02/2022

বইয়ের নাম : ঘাসফুলের মৃত্যু (হার্ডকভার)
লেখক : রহমান মিজানজ
প্রকাশনী: নব সাহিত্য প্রকাশনী
বিষয় : কাব্য
পৃষ্ঠা: ৮০
দাম : ২০০ টাকা
বইটি অর্ডার করতে ফোন করুন : 01740588988 ,
ওয়েব : www.priyopustok.com

বিবর্ণ কবিতার মাঠ-
একদিন এখানে সবুজ মাঠ ছিল....
মাঠেমাঠে দোল খেত সোনা রঙাধান, পাট , সরিষা , কলাই!
সুনীল দিগন্ত ছোঁয়া ছিল কাশবন,মেঠোপথ,
শত বর্ষের অশ্বত্থ বট , খরস্রোতা নদী....

দূর্বাঘাসে ছিল স্নিগ্ধ শিশির, সিক্ত ভেজাঘাস,
ছিল ভ্যাবসা মাটির জীবন্ত উচ্ছ্বাস!
নয়ন জুড়ানো নানান রঙের প্রজাপতি-
বিকেলের কাক মিটিং,হলুদ ঠ্যাং খয়েরী শালিক,
বালিহাঁস, মাছরাঙা; ছিল বলাকাদের মিছিল আর-
উড়ন্ত সোনালি ডানা মেলা চিল!

বইয়ের নাম  :ভোর হলো দোর খোল (হার্ডকভার)লেখক : মহিউদ্দিন বিন্ জুবায়েদপ্রকাশনী: পান্ডুলিপি প্রকাশবিষয় : গল্প             ...
26/02/2022

বইয়ের নাম :ভোর হলো দোর খোল (হার্ডকভার)
লেখক : মহিউদ্দিন বিন্ জুবায়েদ
প্রকাশনী: পান্ডুলিপি প্রকাশ
বিষয় : গল্প
পৃষ্ঠা: ৪৭
দাম : ১৩০ টাকা
বইটি অর্ডার করতে ফোন করুন : 01740588988 ,
ওয়েব : www.priyopustok.com

১৬ ডিসেম্বর
নামাপাড়া গ্রাম।
গ্রামের পাশেই ছোট্র বিল।নাম কুলা।বর্ষা মৌসুমে পানিতে কানায় কানায় ভরে টইটুম্বুর হয়ে যায়।দক্ষিণা বাতাসে বিলের পানি ঢেউ খেলে।
ঢেউয়ের তালে তালে হাটুজলে কলমিলতা আর শ্যাওলা দোল খায়।
বিলে প্রচুর মাছ আছে।
জেলেরা দিনভর বিলে মাছ ধরে । তাতে সাদা বক আর পানকৌড়ির আনাগোনা তো আছেই।

বিলের পূর্ব কোণে ছােট্ট বাড়ি জাহিদদের।
দুটো কুঁড়ে ঘর। জাহিদ ক্লাস এইটে পড়ে। বোন ফাতিমা ক্লাস ফোরে।
প্রতি বছরের ন্যায় এবারও জাহিদদের স্কুলে ১৬ ডিসেম্বর উপলক্ষে ক্রীড়াপ্রতিযােগিতার প্রস্তুতি চলছে।
জাহিদের মনে সে কি আনন্দ! সহপাঠী তৌহিদের কাছ থেকে ১৬ ডিসেম্বর অনুষ্ঠানের আনন্দের কথা শুনেছে।
স্কুলের পুরাে মাঠ সেদিন ছেলে-মেয়েদের কলকাকলিতে মুখরিত থাকবে।

তৌহিদ,
মুক্তিযুদ্ধ কি?
জাহিদ জানতে চায়।
তৌহিদ বলে, দেশকে শত্রু মুক্ত করতে যারা কাঁধে বন্দুক তােলে নিয়েছিল, জীবন বাজী রেখে যুদ্ধ করেছেন, দেশের জন্য তারাই মুক্তিযােদ্ধা।
জাহিদ জানিস? স্যার বলেছে, সন্ধ্যায় স্কুলের মাঠে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক মঞ্চস্থ হবে। নাটক দেখলেই অনেক কিছু জানতে পারবি।

বইয়ের নাম  :শতরূপা (হার্ডকভার)লেখক : হারুনুর রশীদপ্রকাশনী: গাঙচিল প্রকাশনবিষয় : কাব্য                                  ...
26/02/2022

বইয়ের নাম :শতরূপা (হার্ডকভার)
লেখক : হারুনুর রশীদ
প্রকাশনী: গাঙচিল প্রকাশন
বিষয় : কাব্য
পৃষ্ঠা: ৬৪
দাম : ১৫০ টাকা
বইটি অর্ডার করতে ফোন করুন : 01740588988 ,
ওয়েব : www.priyopustok.com

মা---

মা যে আমার মাথার মুকুট, মা যে চোখের মণি,
মা যে আমার সাত রাজার ধন, মা যে সােনার খনি ।
মা যে আমার আঁধার রাতে পূর্ণ চাদের আলো,
মা যে আমার সবার সেরা, সব রকমের ভালাে।

প্রথম দর্শন মায়ের বদন, খাদ্য মায়ের দুগ্ধ,
প্রথম শিক্ষা মায়ের বচন, সংসার, কর্মযুদ্ধ।
চরম দুঃখে মা যে আমার পরম সু-শান্ত্বনা,
সুখসায়রে মা যে আমার মনেরই আল্পনা।

সকল দুঃখে সেরা সুখ যে মায়ের আঁচলতলে,
বাঁধ মানে না দুঃখ মা ধন ভাসলে নয়নজলে ।
ফোকলা মুখে মায়ের হাসি স্রষ্টার সেরা দান,
অন্তরাত্মা? তুচ্ছ হেথা সুবিশাল আসমান ।

মা যে আমর সেরা বান্ধব, সেরা শিক্ষাগুরু,
খা খাঁ মরু প্রান্তরে মা তমাল ছায়াতরু।
হতচ্ছরা, দুষ্ট, বানর... মায়ের মুখের গালি
দরদভরা, মধুমাখা, ভাদ্রের তালপাটালি ।

মায়র শাসন নাহি ত্রাসন, শধুই ভালােবাসা,
লঘু দণ্ড, গুরু প্রাপ্তি স্নেহ-মায়া খাসা।
স্রষ্টা মাগে সবার আগে মায়ের আশির্বাদ,
মায়ের শাপে আরশ কাঁপে, প্রলয় ঘটে নির্ঘাত!

মা-গাে তােমার চরণতলে দিয়াে মােরে ঠাই,
ত্রি-ভূবনে তুমি হীনে আপন কেহ নাই ।

বইয়ের নাম  :শেরপুর গাঙচিলকন্ঠ-কবি ও কবিতা (হার্ডকভার)লেখক : হারুনুর রশীদপ্রকাশনী: গাঙচিল প্রকাশনবিষয় : কাব্য           ...
26/02/2022

বইয়ের নাম :শেরপুর গাঙচিলকন্ঠ-কবি ও কবিতা (হার্ডকভার)
লেখক : হারুনুর রশীদ
প্রকাশনী: গাঙচিল প্রকাশন
বিষয় : কাব্য
পৃষ্ঠা: ১২৮
দাম : ৪০০ টাকা
বইটি অর্ডার করতে ফোন করুন : 01740588988 ,
ওয়েব : www.priyopustok.com

মা---

মা নেই আমার বহুদিন
মেয়েও নাই ঘরে।
ক্লান্ত দেহে বেলা শেষে
মন যে কেমন করে !

বিবি-ছেলে বন্ধুরা সব
পাশেই থাকুক যত!
তাদের শত ভালোবাসা
হয় না মায়ের মতো।

হৃদয় ভরা কষ্ট নিয়ে
ঘুম আসে না যখন।
মা’য়ের ডাকে কষ্টগুলো
শীতল হতো তখন।

বিপদ-আপদ যতই আসুক
হয়না কোন ক্ষতি।
মা’য়ের দোয়া থাকে বলেই
জীবনে পায় গতি।

তারপরও যে কেন মোরা
মা’য়েরে যাই ভুলে।
স্বার্থপরের খোলশ ভাঙে
মা যখন যায় চলে।

বইয়ের নাম  :রূপসী ছড়ার দেশ( হার্ডকভার)লেখক : জাহাঙ্গীর আলমপ্রকাশনী: গাঙচিল প্রকাশনবিষয় : কাব্য                         ...
26/02/2022

বইয়ের নাম :রূপসী ছড়ার দেশ( হার্ডকভার)
লেখক : জাহাঙ্গীর আলম
প্রকাশনী: গাঙচিল প্রকাশন
বিষয় : কাব্য
পৃষ্ঠা: ৬৪
দাম : 160 টাকা
বইটি অর্ডার করতে ফোন করুন : 01740588988 ,
ওয়েব : www.priyopustok.com

রূপসী এই দেশ

রূপসী এই বাংলাদেশটি
যেনো ছড়ার দেশ,
লাল সবুজের নিশান ভাসে
রূপের নেইকো শেষ।

পশু পাখি সবুজ বনে
খুঁজে বেড়ায় সুখ,
নদীমাতৃক দেশটি পেয়ে
নেই যে কারো দুখ।

এমন দেশে জন্ম নিয়ে
ছড়ায় কাটছে ‍দিন,
খালে বিলে শাপলা ফোটে
বাজাই সুখের বীণ।

বইয়ের নাম  :সুবর্ণ  দিনও বিবর্ণ( হার্ডকভার)লেখক : মোঃ হানজালাপ্রকাশনী: ক্যানভাস প্রকাশনীবিষয় : কাব্য                   ...
26/02/2022

বইয়ের নাম :সুবর্ণ দিনও বিবর্ণ( হার্ডকভার)
লেখক : মোঃ হানজালা
প্রকাশনী: ক্যানভাস প্রকাশনী
বিষয় : কাব্য
পৃষ্ঠা: ৬৪
দাম : 150 টাকা
বইটি অর্ডার করতে ফোন করুন : 01740588988 ,
ওয়েব : www.priyopustok.com

তুমিহীনা সুবর্ণ ‍দিনও বিবর্ণ,
তুমিহীনা পরিপূর্ণও অপূর্ণ।
শুধু তোমার জানার বাকি,
অরণ্যচারী প্রাণের পাখি।

আমার ডালে ছিল তোমার বসতি,
তোমার সাথে হতো কতই রসতি।
কোথায় থেকে এলো উড়ে এক পঙ্খি...
না ভেবে আমাকে, ফূর্তি মনে সঙ্গি।

চারণভূমির নিঃসঙ্গ বৃক্ষটিই
একলা কালেকালে,
শুধু তোমার ঠোঁটের স্পর্শ,নখের
আঁচড় ডালে ডালে ।
বনের মায়ায় ছেড়ে গেলে উড়ে ,
তাকালেও না তুমি পিছন ফিরে।
নিষ্পলক হয়ে উড়ে যাওয়া তোমার,
দেখেছি অসহায়ের মতন, অভিসার।

ঝরে পড়ে ছিল বিচ্ছেদ যাতনায়
খুব নীরবে অশ্রুসিক্ত;
আজও সেই দুই ফোঁটা রোধাপচয়
হয়নি তাঁর প্রায়শ্চিও।

সবুজ শ্যামলে প্রকৃতির অপরূপ,
মৌ মৌ ঘ্রাণ ফুলে ফলে ভরাবুক।
তুমিহীনা সুবর্ণ ‍দিনও বিবর্ণ,
তুমিহীনা পরিপূর্ণও অপূর্ণ।

তুমি তুমিই তোমাকে ছাড়া আলুথালু........

বইয়ের নাম  :পুঁথি কাব্য  ডাইনি মা (হার্ডকভার)লেখক : এম এইচ মুকুলননননপ্রকাশনী: অনন্য প্রকাশনবিষয় : কাব্য                ...
26/02/2022

বইয়ের নাম :পুঁথি কাব্য ডাইনি মা (হার্ডকভার)
লেখক : এম এইচ মুকুলনননন
প্রকাশনী: অনন্য প্রকাশন
বিষয় : কাব্য
পৃষ্ঠা: ৬৪
দাম : ২০০ টাকা
বইটি অর্ডার করতে ফোন করুন : 01740588988 ,
ওয়েব : www.priyopustok.com

১ম পাঠঃ

শোনেন দেশও বাসী (২)
প্রতিবেশী, শোনেন ‍দিয়া মন,
ডাইনি একটা মায়ের কথা,করিবো বর্ণন
শুরু আল্লাহর নামে (২)
দেশ গেরামে,সকল মা বোন ভাই,
আছেন যতো ময় মুরুব্বি,ক্ষমা চেয়ে যাই
শোনেন মূল ঘটনা (২)
শিবপুর থানা,উলা কান্দা গ্রাম,
সেই গ্রামেরই কিশোর যুবক, বকুল তারই নাম
বয়স তেরো চৌদ্দ (২)
চঞ্চল সত্য,ছাত্র খারাপ নয়,
এক বাপেরই একটি পুত্র ,ছিলোনা তো ভয়
বাবা স্কুল শিক্ষক (২)
ন্যায় বিচারক,গাঁয়ের লোক কয় ,
পুত্রটি তার হবে মানুষ,করবে সুনাম জয়
বাবা স্বপ্ন দেখে (২)
শ্রান্ত চোখে,ঝরায় দেহে ঘাম,
ভাঙা সাইকেল নিত্য সঙ্গী,পড়ানো তার কাম
ছুটেন বাড়ি বাড়ি (২)
অনাহারী,নিয়ে ক্ষুধার রেশ
শহরে সে করবে বাসা,দুঃখ হবে শেষ
আল্লাহ সহায় হলেন-

বইয়ের নাম  :  ‘৭১’ এ রনাঙ্গনের অগ্নিপুরুষ’ (হার্ডকভার)লেখক : আবুল হাশিমপ্রকাশনী: চন্দ্রছাপবিষয় : একজন মুক্তিযোদ্ধা বাবা...
26/02/2022

বইয়ের নাম : ‘৭১’ এ রনাঙ্গনের অগ্নিপুরুষ’ (হার্ডকভার)
লেখক : আবুল হাশিম
প্রকাশনী: চন্দ্রছাপ
বিষয় : একজন মুক্তিযোদ্ধা বাবার স্মৃতি কথা
পৃষ্ঠা: ৭৯
দাম : ২০০ টাকা
বইটি অর্ডার করতে ফোন করুন : 01740588988 ,
ওয়েব : www.priyopustok.com

১৯৬১-৬২ সনের ৯ মিনিটের যুদ্ধ:
আখাউড়া রেল স্টেশনের পর সিলেট লাইনে লছমিপুর গ্রামে নদীর কাছে আগরতলা থেকে ইন্ডিয়ান বাহিনী,প্রায় ২০-৩০ একর এর একটা মাঠের মত জমি দখল করে নেয়।এই জমি ফেরত নেওয়ার জন্য আমরা ফার্স্ট ইস্ট বেঙ্গলের ১৬ জন সৈন্য,ই.পি.আর বাহিনীর সাথে মিলে যুদ্ধ করি।আর এই যুদ্ধ ও পুরো বাহিনীর কমান্ডার ছিলেন মেজর তোফাইল আহাম্মদ।আর এ যুদ্ধ হয়েছিল কেবল জায়গা ফেরত নেয়ার জন্য।৯ মিনিটের এই যুদ্ধেে, ইন্ডিয়ান বাহিনীর কমান্ডার মেজর বি.কে বাহাদুরসহ মোট ৪ জন ভারতীয় সৈন্যকে আমরা জীবিত ধরে আনি। বাকি সৈন্যরা ভারতে পালিয়ে যায়।

বইয়ের নাম  :  ছোটদের প্রিয় রাসূল (পেপারব্যাক)-৬ টি বইয়ের সেটলেখক : তানভীর হাসানপ্রকাশনী: সত্যায়ন প্রকাশনবিষয় :  সীরাতে ...
26/02/2022

বইয়ের নাম : ছোটদের প্রিয় রাসূল (পেপারব্যাক)
-৬ টি বইয়ের সেট
লেখক : তানভীর হাসান
প্রকাশনী: সত্যায়ন প্রকাশন
বিষয় : সীরাতে রাসূল (সা.), নবীজির সীরাহ বিষয়ক সেরা বইগুলো, শিশু কিশোরদের বই
পৃষ্ঠার ধরন : ৪ কালার
দাম : 638 টাকা
বইটি অর্ডার করতে ফোন করুন : 01740588988 ,
ওয়েব : www.priyopustok.com

শিশুরা বড় হবে। কিন্তু কার মতো? কার আদর্শে?আমরা শিশুকে প্রশ্ন করি, “তুমি বড় হয়ে কী হতে চাও?” কিন্তু কখনো কি প্রশ্ন করেছি, “তুমি বড় হয়ে কার মতো হতে চাও?”মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ আমাদের প্রিয় নবি সা.। নবিজি শিশুদের ভালোবাসতেন। শিশুরাও তাকে প্রাণভরে ভালোবাসতো। প্রিয় নবি সা. যেন ছিলেন শিশুদের খেলার সাথী! চাইলেই তাঁর হাত ধরে টেনে নেয়া যেত। চাইলেই তাঁর কোলে উঠা যেত। কোনো শিশুর মন খারাপ দেখলে নবিজি বলতেন, “তোমার ছোট্ট পাখিটির কী হয়েছে?”এমন নবিকে ভালোবাসা ঈমানের দাবী। কিন্তু কিভাবে এই দাবি পূরণ হবে, যদি আমরা তাঁকে না চিনি? যদি তাঁর জীবনী না জানি? অচেনা কোনো মানুষকে কি ভালোবাসা যায়?গল্পে গল্পে প্রিয় নবিকে শিশুদের সাথে পরিচয় করিয়ে দিতে আমরা নিয়ে এসেছি ‘ছোটদের প্রিয় রাসূল’। এই সিরিজের প্রায় প্রতিটি গল্পই কুরআন ও বিশুদ্ধ হাদীসের আলোকে সাজানো হয়েছে। প্রতিটি গল্পে রয়েছে আকর্ষণীয় রঙিন রঙিন ছবি।আমরা আশাবাদী, এই সিরিজটি পড়ে নবিজির প্রতি শিশুদের ভালোবাসা বেড়ে যাবে বহুগুণ। তারা নবিজিকে আদর্শ হিসেবে নিতে শিখবে। বড় হয়ে তাঁর মতোই হতে চাইবে।

Address

7/E, New Market (2nd Floor), Sherpur Town, Sherpur/, BD
Sherpur
2100

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801740588988

Alerts

Be the first to know and let us send you an email when Priyo Pustok posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Priyo Pustok:

Share

Nearby media companies


Other Book & Magazine Distributors in Sherpur

Show All