04/12/2022
শেরপুর সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের চুরির ঘটনায় সাতক্ষীরা থেকে এরশাদ (৩৬) ও হাসান (৩২) নামের আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উভয়ের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে শেরপুরের পুলিশ সুপার কামরুজ্জামান প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। পুলিশ জানায়, চোর চক্রটি দেশের বিভিন্ন পলিটেকনিক ইন্সটিটিউটে একই কায়দায় বিভিন্ন ল্যাব থেকে চুরি করে আসছিল। গত ২৩ নভেম্বর দিবাগত রাত ৩টার দিকে শেরপুর পলিটেকনিক ইন্সটিটিউটের ক্যাম্পাসের দক্ষিণ-পূর্ব দিকের গ্রিল কেটে প্রবেশ করে ৩টি সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে। পরে ২৫টি কম্পিউটারের প্রসেসর, ২৫টি র্যাম, ২২টি হার্ডডিস্ক, ২টি সিপিইউ, অন্যান্য মূলব্যান যন্ত্রাংশসহ প্রায় ১০-১২ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এসময় তাদের উপস্থিতি টের পাওয়ায় অস্ত্রের মুখে দুই নিরাপত্তা কর্মীকে মারপিট করে হাত-পা বেঁধে সিঁড়ির নিচে ফেলে যায়। পরে সকালে তাদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে পরদিন শেরপুর সদর থানায় মামলা হয়।