Deshbartabd.com

Deshbartabd.com News portal

নালিতাবাড়ীতে বাল্যবিয়ে নিরোধ কমিটির সাথে ব্র্যাকের সমন্বয় সভা অনুষ্ঠিত আমিরুল ইসলাম: শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে বা...
16/11/2023

নালিতাবাড়ীতে বাল্যবিয়ে নিরোধ কমিটির সাথে ব্র্যাকের সমন্বয় সভা অনুষ্ঠিত
আমিরুল ইসলাম: শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে বাল্যবিয়ে নিরোধ কমিটির সাথে ব্র্যাকের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সহযোগিতায় উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল এর সভাপতিত্বে সভা উপস্থাপনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক, নালিতাবাড়ী ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, মরিচপুরান ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার, পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান মাওঃ জামাল উদ্দিন।
সমন্বয় সভায় বাল্যবিবাহের কুফল সম্পর্কে নানা দিক তুলে ধরেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী ও ব্র্যাক জেলা সমন্বয়ক ফারহানা মিল্কি, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির এসোসিয়েট অফিসার (নালিতাবাড়ী) মনোজ ভাবক।
সভায় বক্তারা বাল্যবিবাহ কে একটি সামাজিক ব্যাধি হিসেবে আখ্যায়িত করে বাল্যবিবাহ রোধে সকলে একসাথে কাজ করবে বলে মতামত ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী অফিসার ইলিশায় রিছিল বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। প্রয়োজনে বাল্যবিয়ের পরে হলেও তথ্য দিয়ে সাহায্য করতে হবে যাতে তাদেরকে আইনের আওতায় আনা যায়। এতে জনগণ আরো সচেতন হবে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমিন এবিষয়ে সার্বিক সহায়তা করবেন বলে সবাইকে আশ্বস্ত করেন এবং অন্যান্য বক্তারা বলেন, আইনের যথাযথ প্রয়োগ সহ মৌন সম্মতি বন্ধ করতে হবে। বাল্যবিবাহের দাওয়াতে অংশ নেয়া থেকে বিরত থাকতে হবে।
এসময় নালিতাবাড়ী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আশুরা বেগম, সাংবাদিক, শিক্ষার্থী প্রতিনিধি, শিক্ষকসহ উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা হারুন অর রশিদ দুদু: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেল...
16/11/2023

ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

হারুন অর রশিদ দুদু: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র নেতৃত্বে বিজিবি, বন বিভাগ এবং আনসার বাহিনীর সমন্বয়ে ১৫ নভেম্বর ২০২৩ বুধবার তাওয়াকোচা এলাকায় উপজেলা টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল কবীর উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনাকালে শ্রীবরদী উপজেলার বালিজুড়ি গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোঃ আশরাফ আলী (২৭) অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনকালে হাতে নাতে আটক হয়। পরে তার হেফাজতে থাকা এবং তাওয়াকোচা এলাকায় অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করে বিধি মোতাকেব ব্যবস্থা গ্রহণ করা হয়। অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহণের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্তকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল কবীর।

পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে করে নদীর তীরে ভাঙ্গনের সৃষ্টি হবে এবং তীরবর্তী বাসিন্দাদের বাড়িঘর ভেঙ্গে যেতে পারে। তিনি আরো জানান জনস্বার্থে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে শেরপুরে আওয়ামী লীগের আনন্দ মিছিলনিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে...
16/11/2023

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে শেরপুরে আওয়ামী লীগের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে শেরপুরে আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পর জেলা শহরের চকবাজারস্থ জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সম্মুখ থেকে আনন্দ মিছিলটি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুর নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক, ফখরুল মজিদ খোকন, মিনহাজ উদ্দিন মিনাল ও এ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাবেক যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট সুব্রত কুমার দে ভানু, সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান বাচ্চু ও বশিরুল ইসলাম শেলু, সম্পাদকমণ্ডলীর সাবেক সদস্য আলহাজ্ব মো. আসাদুজ্জামান রওশন, এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, আব্দুল্লাহ আল মামুন, দেবাশীষ ভট্টাচার্য, শামীম হোসেন, চন্দন সাহা, সাইফুল ইসলাম ভুট্টো, রফিকুল ইসলাম, বেলাল হোসেন, বিনয় কুমার সাহা, শহর আওয়ামী লীগের সভাপতি প্রকাশ দত্ত, সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক ভিপি মোহাম্মদ বায়েযীদ হাছান ও মনোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মনির উদ্দিন আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুনায়েদ নুরানী মনি ও শোয়েব হাসান শাকিল, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাট ও রেজাউল করিম রেজা প্রমুখ।

মিছিল শেষে শহরের নিউমার্কেট মোড়ে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল। বক্তারা নির্বাচন ঘিরে তফসিল ঘোষণাকে স্বাগত জানান ও নির্বাচনের প্রস্তুতি নিতে সবাইকে আহবান জানান।

মিছিলে জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শেরপুরে কুতথ্য গুজব প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইননিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যমে কুতথ্য ও গুজব প্রতিরোধে সচ...
15/11/2023

শেরপুরে কুতথ্য গুজব প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যমে কুতথ্য ও গুজব প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ১৫ নবেম্বর বুধবার দুপুরে শহরের রঘুনাথ বাজার বঙ্গবন্ধু স্কোয়ারে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে শতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করে। এসময় ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা সাইবার বুলিং, মিথ্যা তথ্য শেয়ার, লাইক, কমেন্ট বিসয়ে ফ্যাক্ট চেকিংয়ের গুরুত্ব তুলে ধরে ঘৃণাত্মক মন্তব্য, সাম্প্রদায়িকতা বা অন্যান্য যেসব ভায়োলেশন হয়, সেগুলো প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। আসন্ন নির্বাচনকে ঘিরেও পরিকল্পিতভাবে কুতথ্য ও গুজব ছড়িয়ে কোন কোন বিশেষ গোষ্ঠি ফায়দা লুটতে পারে, সেজন্য নাগরিকদের সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সবাইকে সতর্ক হতে হবে বলেও ক্যাম্পেইনে জানানো হয়। দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) এ ক্যামেপআইনের আয়োজন করে। এসময় বিতার্কিক এসএম ইমতিয়াজ চৌধুরী শৈবাল, যুব সংগঠক শুভংকর সাহা প্রমুখ বক্তব্য রাখেন।

শেরপুরে অ্যারাইজ আইএনএইচ ১৬০১৯ ধানের মাঠ দিবস অনুষ্ঠিতনিজস্ব প্রতিবেদক: শেরপুরে বায়ার কোম্পানির হাইব্রিড জাতের অ্যারাইজ ...
15/11/2023

শেরপুরে অ্যারাইজ আইএনএইচ ১৬০১৯ ধানের মাঠ দিবস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: শেরপুরে বায়ার কোম্পানির হাইব্রিড জাতের অ্যারাইজ আইএনএইচ ১৬০১৯ ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে সদর উপজেলার রৌহা ইউনিয়নের ফটিয়ামারী গ্রামের কৃষক মো. রুবেল মিয়ার জমিতে ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বায়ারের রিজিয়নাল ম্যানেজার কৃষিবিদ মো. গোলাম মোর্শেদ।

ওইসময় তিনি বলেন, অ্যারাইজ আইএনএইচ ১৬০১৯ জাতের ধানটি স্বল্পজীবনকালের হওয়ায় মাত্র ১২৫-১৩০ দিনের মধ্যেই ধান কেটে ঘরে তুলতে পারছেন কৃষকরা। এছাড়া জাতটি বাদামি গাছ ফড়িং ও পাতাপোড়া সহনশীল আমন হাইব্রিড ধান। এ ধান গাছটি হেলে পড়ে না, উফশী জাতের তুলনায় ফলনও অনেক বেশি। চাল মধ্যম-চিকন।

বায়ারের টেরিটোরি ইনচার্জ কৃষিবিদ মো. মনিয়ার হোসেনের পরিচালনায় মাঠ দিবসে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রৌহা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা তাহমিনা তুষ্টি, বায়ারের টেরিটোরি ইনচার্জ জান্নাতুল আনিকা, কৃষক মো. রুবেল মিয়া, কৃষক মো. মামুন মিয়া, রিটেইলার শাকিল আহমেদ প্রমুখ।

কৃষক মো. রুবেল মিয়া জানান, চলতি মৌসুমে অ্যারাইজ আইএনএইচ ১৬০১৯ জাতের ধান চাষ করে তিনি একরপ্রতি ৬৯ মণ ফলন পেয়েছেন। এই জাতের ধানে কারেন্ট পোকা ধরে না। এজন্য আবাদে খরচও কম লেগেছে। এছাড়া স্বল্পমেয়াদী হওয়ায় ধান কেটে সরিষার আবাদ করতে পারছেন। এতে তিনি লাভবান হবেন। আগামীতে এই জাতের ধানের আবাদ করার জন্য স্থানীয় অনেক কৃষক আগ্রহ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

ধানটির রিটেইলার শাকিল আহমেদ জানান, বাণিজ্যিকভাবে চাষ করার জন্য প্রথমবারের মতো কৃষকদের আইএনএইচ ১৬০১৯ ধানের বীজ দিয়েছিলাম। এটি কারেন্টপোকা ও পাতাপোড়া সহনশীল হিসেবে প্রমাণিত হয়েছে। তাই আগামীতে এ ধান চাষে কৃষকদের আগ্রহ বাড়বে।

উপসহকারী কৃষি কর্মকর্তা তাহমিনা তুষ্টি জানান, স্বল্পজীবনকালীন হওয়ায় এই ধান কেটে আবার তেল জাতীয় রবি শস্য উৎপাদন করা সম্ভব হওয়ায় কৃষকরা লাভবান হবেন। এ মাঠ দিবসে বায়ারের অন্যান্য কর্মকর্তাগণসহ প্রায় শতাধিক কৃষক অংশ নেন।

শেরপুরে আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন জেলা প্রশাসকনিজস্ব প্রতিবেদক: শেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৫ উপ...
15/11/2023

শেরপুরে আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: শেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৫ উপজেলার ফুটবল দল নিয়ে আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্ট ১৪ নভেম্বর মঙ্গলবার বিকেলে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে শুরু হয়েছে।

উদ্বোধনী খেলায় শেরপুর সদর উপজেলা একাদশ আক্রমণভাগের খেলোয়াড় সুলতান মাহমুদের একমাত্র গোলে ১-০ ব্যবধানে ঝিনাইগাতী উপজেলা একাদশকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছে।

বিকেলে বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ।

এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত সহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে জেলার ৫টি উপজেলা দল নকআউট পদ্ধতিতে অংশগ্রহণ করছে।

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ এক মাদক কারবারি গ্রেফতারনিজস্ব প্রতিবেদক: শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে ৭০ বোতল ভারতীয় মদসহ ...
14/11/2023

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ এক মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে ৭০ বোতল ভারতীয় মদসহ মঞ্জুরুল ইসলাম (৪৩) নামে এক মাদক কারবারিকে করেছে নালিতাবাড়ী থানার পুলিশ। ১৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে নালিতাবাড়ী উপজেলার নয়ানিকান্দা গরুহাটি গ্রাম থেকে তাকে মদসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মঞ্জুরুল ইসলাম শেরপুর জেলার সদর উপজেলার লছমনপুর গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর পৌণে ১২টার দিকে নালিতাবাড়ী উপজেলার নয়ানিকান্দা গরুহাটি গ্রামে নালিতাবাড়ী থানা পুলিশের একটি দল চেকপোস্ট ডিউটি করা কালীন অবস্থায় একটি সিএনজি তল্লাশী করে। এসময় ওই সিএনজিতে রক্ষিত ভারতীয় রয়েল স্ট্যাজ ব্র্যান্ডের ৭৫০ মিলির ৪৬ বোতল ও রয়েল চ্যালেঞ্জার ব্র্যান্ডের ৭৫০ মিলির ২৪ বোতলসহ মোট ৭০ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি মঞ্জুরুল ইসলামকে আটক করে পুলিশ।

এব্যাপারে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেরপুরে ৪৮ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীনিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮৮ কোটি ৪১ লাখ টাকা ব্...
14/11/2023

শেরপুরে ৪৮ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮৮ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে শেরপুর জেলায় বাস্তবায়িত ৪৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন। ১৪ নভেম্বর মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সারাদেশের মতো শেরপুরের ওই প্রকল্পগুলোর উদ্বোধন ঘোষণা করেন।

প্রকল্পগুলো হচ্ছে গণপূর্ত অধিদপ্তরের অধীনে ৮ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে কোভিড-১৯ ইমারজেন্সী রেসপন্স এন্ড পেনডেমিং রিপেয়ার্ডনেস প্রকল্পের আওতায় জেলা সদর হাসপাতালে ২০ শয্যাবিশিষ্ট আইসোলেশন ইউনিট ও ১০ শয্যাবিশিষ্ট আইসিউ ইউনিট স্থাপন এবং একই হাসপাতালে মেডিকেল গ্যাস পাইপ লাইন সিস্টেম স্থাপন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৩৮ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে ৩৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৩৫ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে ৭টি সরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার উন্নয়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে ৫ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে মুজিবকিল্লা নির্মাণসহ বন্যা ও নদীভাঙন এলাকায় আশ্রয়কেন্দ্র নির্মাণ।

এদিকে ভার্চুয়ালি উদ্বোধনকালে শেরপুরের জেলা প্রশাসক কার্যালয় থেকে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) তোফায়েল আহমেদ, সদ্য পদোন্নতিপ্রাপ্ত উপসচিব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশীদ, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, শ্রীবরদী পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধারসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ যুক্ত ছিলেন।

পরে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমসহ অন্যান্যরা জেলা সদর হাসপাতালে স্থাপিত আইসোলেশন ইউনিট ও আইসিইউ ইউনিট, সদর উপজেলার খুনুয়া এলাকায় নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন, শ্রীবরদীর কাজীরচর এলাকায় নির্মিত মাদ্রাসা ভবন ও সদরের কামারেরচর এলাকায় নির্মিত মুজিবকিল্লা পরিদর্শন করেন।

শেরপুরে গুজব প্রতিরোধে সামাজিক যোগাযোগ মাধ্যমের এডমিনদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিতনিজস্ব প্রতিবেদক: শেরপুর জেলা...
13/11/2023

শেরপুরে গুজব প্রতিরোধে সামাজিক যোগাযোগ মাধ্যমের এডমিনদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: শেরপুর জেলা পুলিশের উদ্যোগে জেলা থেকে পরিচালিত বিভিন্ন ফেসবুক পেইজ ও গ্রুপ এডমিনদের নিয়ে ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও ভুল তথ্য উপস্থাপন প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর সোমবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম।

এসময় পুলিশ সুপার মোনালিসা বেগম বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেসবুক গ্রুপে গুজব ও ভুল তথ্য ছড়ানো, ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাষ্ট্র ও সরকার বিরোধী প্রচারনা, সাইবার বুলিং, নাশকতা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রচেষ্টা প্রতিরোধে করে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় সদ্য পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শেরপুর জেলা সোশ্যাল মিডিয়া এডমিন এ্যাসোসিয়েশনের সমন্বয়ক ইমরান হাসান রাব্বীসহ জেলার বিভিন্ন সোশ্যাল মিডিয়া এডমিনগণ উপস্থিত ছিলেন।

শেরপুরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উন্নয়ন ও আলোচনা সভা অনুষ্ঠিতহামিদুর রহমান: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্র...
13/11/2023

শেরপুরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উন্নয়ন ও আলোচনা সভা অনুষ্ঠিত

হামিদুর রহমান: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরে উন্নয়ন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর শেরপুর জেলা শহরের শহীদ বুলবুল সড়কের উপর মঞ্চ তৈরি করে উন্নয়ন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, সদর যুবলীগ, পৌর যুবলীগ সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা মিছিল সহকারে উন্নয়ন ও আলোচনা সভায় যোগদান করেন।

পরে শেরপুর জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সদর উপজেলা যুবলীগের সভাপতি মো. আসাদুজ্জামান দুলালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু।

এসময় তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের শক্তিশালী অবস্থান গড়ে তুলতে হবে। শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছাতে হবে। ২০১৪ সালের মতো জ্বালাও-পোড়াওয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

একই সাথে মো. ছানুয়ার হোসেন ছানু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে শেরপুর জেলার উন্নয়ন আরো গতিশীল করার লক্ষে নৌকা প্রতীকে মনোনয়ন চান। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বিজয়ী হলে এই আসনের সবধনের উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে করা হবে। শেরপুর সদর উপজেলার মানুষ এইবার পরিবর্তন চায়, তা বুঝতে হবে।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর রুমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, শেরপুর জেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরু, সদর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান বায়েজিদ হাসান প্রমুখ।

অনুষ্ঠানে শেরপুর জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি শামছুন্নাহার কামাল, জেলা আওয়ামী লীগ সাবেক সহ-সভাপতি মো. মোসাদ্দেক ফেরদৌসী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সুব্রত দে ভানু, জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নি, সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা সহ জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, সদর যুবলীগ, পৌর যুবলীগ সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেরপুর প্রেসক্লাবের নবসজ্জিত ভবনের উদ্বোধন করলেন হুইপ আতিকনিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের নবসজ্জিত ভবনে...
13/11/2023

শেরপুর প্রেসক্লাবের নবসজ্জিত ভবনের উদ্বোধন করলেন হুইপ আতিক

নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী শেরপুর প্রেসক্লাবের নবসজ্জিত ভবনের উদ্বোধন করা হয়েছে। ১৩ নভেম্বর সোমবার দুপুরে জেলা শহরের মাধবপুর এলাকায় নবসজ্জিত ওই প্রেসক্লাব ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।

এসময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার গণমাধ্যমবান্ধব সরকার। এজন্য সরকার সাংবাদিকদের কল্যাণে কাজ করছে। তাদের নানাভাবে সহযোগিতা নিচ্ছে। আগামী দিনে নতুন জায়গায় প্রেসক্লাবের নতুন ভবন প্রতিষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, সাংবাদিকদের সত্য বলার ও লেখার সাহস থাকতে হবে। সাদাকে সাদা ও কালোকে কালোই বলতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি বলেন, এ নির্বাচনে বিএনপির সাথেই মোকাবেলা করতে চাই। বিএনপি নির্বাচনে এলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুুষ্ঠু নির্বাচনে অংশ নিতে চাই। তিনি প্রেসক্লাবের উন্নয়নে ইতোমধ্যে ২ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন বলে ঘোষণা দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাব সাবেক সভাপতি শরিফুর রহমান, নতুন সহ-সভাপতি আছাদুজ্জামান মোরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক দত্ত প্রমুখ।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সাবেক সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক আবীর, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সঞ্জীব চন্দ বিল্টুসহ নির্বাহী পরিষদ, সাধারণ পরিষদসহ জেলায় কর্মরত অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নকলায় ঐচ্ছিক তহবিল থেকে অনুদান বিতরণ করলেন মতিয়া চৌধুরীনকলা প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলার ১০৪টি গোরস্থানে মাটি ভর...
13/11/2023

নকলায় ঐচ্ছিক তহবিল থেকে অনুদান বিতরণ করলেন মতিয়া চৌধুরী

নকলা প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলার ১০৪টি গোরস্থানে মাটি ভরাট ও ১০টি শ্বশান ঘাটের উন্নয়নের জন্য বাংলাদেশ জাতীয় সংসদের উপনেতা, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি তার ঐচ্ছিক তহবিল থেকে মোট ৫ লাখ ৭০ হাজার টাকা আর্থিক অনুদান বিতরণ করেছেন।

এ উপলক্ষে ১২ নভেম্বর রোববার বিকেলে নকলা উপজেলার মুজিব শতবর্ষ মুক্তমঞ্চ মাঠে উপজেলা প্রশাসন আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করে। এতে সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে গোরস্থান ও শ্বশান ঘাট পরিচালনা পরিষদের সভাপতি/সাধারণ সম্পাদকগণদের হাতে অনুদানের চেক তুলে দেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া উম্মুল বানিনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তার সঞ্চালনায় অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর রুমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, নকলা উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহ-সভাপতি বাবু ইন্দ্রজিৎ ধর সুভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান, আনিসুর রহমান সুজা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুল আলম আজাদ আলমগীর, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম সুহেল, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. শাহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম হাফিজ সোহেল, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা, আব্দুর রশিদ সরকার, সহ-দপ্তর সম্পাদক এফএম কামরুল আলম রঞ্জু, পৌর আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু হামযা কনকসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন ইউপির চেয়ারম্যান, জনপ্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণ, উপজেলার সকল গোরস্থান ও শ্বশান ঘাট পরিচালনা পরিষদের সভাপতি/সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

অপরদিকে একই দিন দুপুর ২টায় উপজেলার চরমধুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে পাঠাকাটা, টালকী, চরঅষ্টধর ও চন্দ্রকোনা ইউনিয়ন সমূহের এবং ৩টায় উপজেলার মুজিব শতবর্ষ মুক্তমঞ্চ মাঠে উপজেলার গণপদ্দী, নকলা, উরফা, গৌড়দ্বার, বানেশ্বরদী ইউনিয়ন ও পৌর এলাকার সকল মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সমমান দাখিল মাদ্রাসার ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির মেধাক্রমানুসারে প্রথম ১৬ জনের মাঝে টিআর কর্মসূচির দ্বিতীয় কিস্তির আওতায় খাত হতে নগদ এক হাজার টাকা করে আর্থিক প্রণোদনা প্রদান করেন বাংলাদেশ জাতীয় সংসদের উপনেতা, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি। এছাড়া উপজেলার কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

শেরপুর জেলা শহরে পৌরসভা কর্তৃক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানজিএইচ হান্নান: শেরপুর জেলা শহরের পৌরসভার সড়ক ও জনপথ বিভাগের (সও...
12/11/2023

শেরপুর জেলা শহরে পৌরসভা কর্তৃক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

জিএইচ হান্নান: শেরপুর জেলা শহরের পৌরসভার সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সড়কের দুই পাশে অবস্থিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের অবৈধ স্থাপনা ১২ নভেম্বর রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
শেরপুর পৌরসভা ও জেলা প্রশাসনের যৌথ অভিযানকালে জেলা শহরের নিউমার্কেট মোড় থেকে খরমপুর মোড় পর্যন্ত সড়কের দুই পাশের ব্যবসা প্রতিষ্ঠান এবং দোকানপাটের অবৈধ স্থাপনা বুল ডোজার দিয়ে ভেঙ্গে ফেলা হয়। পৌরসভা কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আল আমীনের নেতৃত্বে ব্যবসা প্রতিষ্ঠান ও দোকান পাটের সাইন বোর্ডসহ বিভিন্ন স্থাপনা বুল ডোজার দিয়ে ভেঙ্গে দেয়া হয়।

অভিযানকালে অন্যান্যদের মধ্যে পৌরসভার নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, সহকারি প্রকৌশলী মো. খোরশেদ আলম, সার্ভেয়ার আঃ মান্নান, সহকারি উপ-পরিদর্শক মো. নূরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

উচ্ছেদ অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আল আমীন জানান, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

শেরপুরে ১৫ দিনে বিএনপি-জামায়াতের ১২৭ নেতাকর্মী গ্রেফতারজিএইচ হান্নান: সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল অবরোধ ও নাশকত...
12/11/2023

শেরপুরে ১৫ দিনে বিএনপি-জামায়াতের ১২৭ নেতাকর্মী গ্রেফতার
জিএইচ হান্নান: সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা হরতাল অবরোধ ও নাশকতা এবং জ্বালাও পোঁড়াও সহিংস ঘটনায় পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে গ্রেফতার ও আটক অব্যাহত রেখেছেন। এর অংশ হিসেবে ১২ নভেম্বর পর্যন্ত ১৫ দিনে শেরপুর সদরসহ পাঁচ উপজেলায় বিএনপি-জামায়াতের ১২৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর থেকে বিএনপি-জামায়াত থেমে থেমে হরতাল অবরোধ কর্মসূচি দিয়ে আসছে। এরই অংশ হিসেবে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শেরপুর জেলা সদর ও পাঁচ উপজেলায় কড়া নিরাপত্তা ও নজরদারী অব্যাহত রেখেছে। এদিকে নাশকতা প্রস্তুতির দায়ে ১২ নভেম্বর পর্যন্ত বিএনপি-জামায়াতের ১২৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। পরে তাদের আদালতের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।

শেরপুর জেলার স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান জেএন্ডএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান “সাপ্তাহিক দৃশ্যপট” প্রকাশিত সংখ্যা-৭৮।
12/11/2023

শেরপুর জেলার স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান জেএন্ডএস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান “সাপ্তাহিক দৃশ্যপট” প্রকাশিত সংখ্যা-৭৮।

শেরপুরে অগ্নিকাণ্ড-প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণনিজস্ব প্রতিবেদক: শেরপুরে অগ্নিকা...
12/11/2023

শেরপুরে অগ্নিকাণ্ড-প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ

নিজস্ব প্রতিবেদক: শেরপুরে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে ২০২৩-২৪ অর্থবছরে বরাদ্দকৃত ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। ১০ নভেম্বর শনিবার সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিস চত্বরে ওই ঢেউটিন বিতরণ করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।

এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের দুর্দশায় ভাবেন। এজন্য তাদের নানাভাবে সহায়তা করে আসছেন। প্রধানমন্ত্রীর সেই সহায়তার আওতায় দুঃস্থ-অসহায়দের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ করা হচ্ছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌসের সভাপতিত্বে ওইসময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খবিরুজ্জামান খান, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম আওলাদ, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাবেক সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিন সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন ও পৌরসভায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে ২ বান্ডিল করে ঢেউটিন ও ৬ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।

শেরপুরে বিজয়া পুনর্মিলনী উপলক্ষে গীতি নাট্যালেখ্য ‘মহিষাসুর মর্দিনী’ মঞ্চস্থনিজস্ব প্রতিবেদক: শেরপুরে বাঙালি হিন্দু সম্প...
12/11/2023

শেরপুরে বিজয়া পুনর্মিলনী উপলক্ষে গীতি নাট্যালেখ্য ‘মহিষাসুর মর্দিনী’ মঞ্চস্থ

নিজস্ব প্রতিবেদক: শেরপুরে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্বজনীন শারদীয় দুর্গোৎসবের বিজয়া পুনর্মিলনী উপলক্ষে গীতি নাট্যালেখ্য ‘মহিষাসুর মর্দিনী’ মঞ্চস্থ হয়েছে।

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, শেরপুর জেলা শাখার আয়োজনে শুক্রবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এটি মঞ্চস্থ হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আরও বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি সুব্রত কুমার দে, সাধারণ সম্পাদক বিনয় কুমার সাহা, বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানের আহবায়ক রতন কুমার সাহা, সদস্যসচিব সুতপা দত্ত, নন্দ সাহা প্রমুখ।

পরে অধ্যাপক শিবশঙ্কর কারুয়া রচিত ও মলয় মোহন বল নির্দেশিত ‘মহিষাসুর মর্দিনী’ গীতি নাট্যালেখ্যটি মঞ্চস্থ হয়। এতে দেবী দুর্গা ও মহিষাসুরের ভূমিকায় অভিনয় করেন যথাক্রমে তন্বী সরকার ও চন্দন কুমার সাহা। এছাড়া বিভিন্ন ভূমিকায় আরও অভিনয় করেন প্রিয়তোষ সরকার, শুভ্র সাহা, শম্ভু কালোয়ার, প্রদীপ ঘোষ, নারায়ণ দাম, শুভ ঘোষ, সুশান্ত দে, সুদেব ঘোষ, দেবকী সরকার, স্বপ্ন কারুয়া, অভয় সাহা, আরাধ্য সাহা প্রমুখ। গীতি নাট্যালেখ্যে স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ‘মহিষাসুর মর্দিনী’ গীতি নাট্যালেখ্যটি পাঁচ শতাধিক দর্শক উপভোগ করেন।

নকলায় বড়শি দিয়ে মাছ শিকার প্রতিযোগিতা: ৩ জনকে পুরষ্কার প্রদাননকলা প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলাতে বড়শি দিয়ে মাছ শি...
12/11/2023

নকলায় বড়শি দিয়ে মাছ শিকার প্রতিযোগিতা: ৩ জনকে পুরষ্কার প্রদান

নকলা প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলাতে বড়শি দিয়ে মাছ শিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর শুক্রবার দুপুর থেকে শুরু হয়ে ১১ নভেম্বর শনিবার সন্ধ্যা পর্যন্ত উপজেলার টালকী ইউনিয়নের বড়বিলা বিলে মাছ শিকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এই প্রতিযোগিতায় রাজধানী ঢাকার সাভার এলাকার শিকারিসহ দেশের বিভিন্ন জেলা, উপজেলা থেকে শৌখিন মৎস্য শিকারিরা অংশ নেয়। এতে নির্দিষ্ট সময়ের মধ্যে যে শিকারি সর্বোচ্চ ওজনের সবচেয়ে বড় মাছ বড়শি দিয়ে শিকার করেন এমন ৩ জনকে বড়বিলা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে আকর্ষণীয় পুরষ্কার প্রদান করা হয়।

দিন শেষে সকল শিকারিদের শিকার করা বড় মাছটি ওজন করে সর্বোচ্চ ওজনের বড় মাছ শিকারি তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে প্রথম বিজয়ীর হাতে পুরষ্কার হিসেবে ২৪ ইঞ্চি এলইডি নতুন টেলিভিশন, দ্বিতীয় বিজয়ীর হাতে পুরষ্কার হিসেবে একটি স্মার্ট মোবাইল ও তৃতীয় বিজয়ীর হাতে একটি সাধারণ বাটন মোবাইল পুরষ্কার হিসেবে তুলে দেয়া হয়।

এউপলক্ষে বড়বিলা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে বড়বিলা বিলের পাড়ে বড়বিলা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টালকী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও বড়বিলা বিলের ইজারাদার মো. আনোয়ার হোসেন, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, বড়বিলা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক রফিক মিয়া।

সর্বোচ্চ ওজনের বড় মাছ শিকারি হিসেবে নকলা উপজেলার টালকী ইউনিয়নের মজিদবাড়ী এলাকার আজিজুল হক ও পশ্চিম পোয়াভাগ এলাকার আপেলের হাতে ২৪ ইঞ্চি এলইডি নতুন টেলিভিশন, দ্বিতীয় সর্বোচ্চ ওজনের মাছ শিকারি টালকী ইউনিয়নের ফুলপুর এলাকার আলী আকবরের হাতে নতুন একটি স্মার্ট মোবাইল ফোন ও তৃতীয় সর্বোচ্চ ওজনের মাছ শিকারি রাজধানী ঢাকার সাভারের মো. নাজিম উদ্দিনের হাতে একটি সাধারণ বাটন মোবাইল পুরষ্কার হিসেবে তুলে দেন অতিথিবৃন্দ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বড়বিলা বিলের পানিতে ও পাড়ে অন্তত ২০টি মাচা করা হয়েছে। প্রতিটি মাচায় সর্বনিম্ন তিনজন থেকে সর্বোচ্চ সাতজন বড়শি দিয়ে মাছ ধরার সুযোগ পেয়েছেন। প্রতি মাচার ফি নির্ধার ছিলো ১০ হাজার টাকা করে।

তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসা মার্কেট উদ্বোধন করলেন হুইপ আতিকজিএইচ হান্নান: শেরপুর জেলা শহরের প্রাণকেন্দ্র ঐতিহ্য...
11/11/2023

তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসা মার্কেট উদ্বোধন করলেন হুইপ আতিক

জিএইচ হান্নান: শেরপুর জেলা শহরের প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার নবনির্মিত তৃতীয় তলা মার্কেট ভবন ১১ নভেম্বর শনিবার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।

মার্কেট উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তেরাবাজার জামিয়া সিদ্দিকীয়া মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা সিদ্দিক আহমাদ। এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। এসময় তিনি বলেন, তেরাবাজার মাদ্রাসার অবকাঠামো উন্নয়নে ইতিপূর্বে এক কোটি টাকা অনুদান দেয়া হয়েছে এবং আজ আরো ৫০ লক্ষ টাকা অনুদান দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়াও ওই নবনির্মিত তৃতীয় তলা মার্কেটের নিচ তলায় ১২টি কক্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভাড়াসহ ২য় এবং তৃতীয় তলা ইসলামী ব্যাংককে ভাড়া দেয়ায় মাদ্রাসার উন্নয়ন তহবিল হিসেবে আর্থিকভাবে মাদ্রাসার ব্যাপক উন্নয়ন সাধিত হবে বলে তিনি এসব কথা বলেন।

এসময় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, মাদ্রাসার সভাপতি আলহাজ্ব এ.কে.এম ফখরুল মজিদ খোকন, সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন, সদস্য বশিরুল ইসলাম সেলু, এ্যাডভোকেট নুরুল ইসলাম, এ্যাডভোকেট মোখলেসুর রহমান জীবন, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আওলাদুল ইসলাম আওলাদ, প্রেসক্লাব সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি আছাদুজ্জামান মোরাদ, সাধারণ সম্পাদক জিএইচ হান্নান ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শেরপুরে নিজাম উদ্দিন আহাম্মদ কলেজ মাঠে বিশাল জনসভায় নৌকায় ভোট চাইলেন হুইপ আতিকজিএইচ হান্নান: শেরপুর জেলার সদর উপজেলার পা...
11/11/2023

শেরপুরে নিজাম উদ্দিন আহাম্মদ কলেজ মাঠে বিশাল জনসভায় নৌকায় ভোট চাইলেন হুইপ আতিক

জিএইচ হান্নান: শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের চৈতনখিলা নিজাম উদ্দিন আহম্মদ কলেজ মাঠে ১০ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এবং ওই ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মো. হায়দার আলীর সভাপতিত্বে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেল গড়িয়ে সন্ধ্যায় পাকুড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে ৫ সহস্রাধিক উপর আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকরা খন্ড খন্ড মিছিল সহকারে নৌকা ও বৈটা নিয়ে নিজাম উদ্দিন আহম্মদ কলেজ মাঠের জনসভায় উপস্থিত হয়। এতে করে মাঠটি কর্মী ও সমর্থকদের পদভারে কানায় কানায় ভরে যায়।

এসময় স্বাগত বক্তব্যেয় আলহাজ্ব মো. হায়দার আলী বলেন, বিগত ওয়ান-ইলেভেনের সময় আওয়ামী লীগের দুঃসময়ে পাকুড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগকে সু-সংঘটিত করতে তিনি হুইপ আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপির নির্দেশনায় পাকুড়িয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে দলকে পুর্নগঠন এবং সু-সংঘটিত করেছেন। এক সময় পাকুড়িয়া ইউনিয়নে বিএনপি-জামায়াতের ৮০% শতাংশ ভোটারের মধ্যে আজ অক্লান্ত পরিশ্রমে এখন উল্টো চিত্র হয়েছে এবং ৮০% শতাংশ মানুষ নৌকার কর্মী সমর্থকে পরিণত হয়েছে। এছাড়াও সারাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রগতি হিসেবে শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নে রাস্তাঘাট এবং অবকাঠামোসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই আগামী নির্বাচনে আবারো নৌকায় ভোট দেয়ার জন্য ইউনিয়নবাসীকে আহ্বান জানান।

ভীমগঞ্জ আতিউর রহমান মডেল কলেজের প্রভাষক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি। এসময় তিনি বলেন, বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশে আজ পদাপর্ণ করতে যাচ্ছে। সেই সাথে বিশ্ব দরবারে মাথা উচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। দেশ যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দ্রুত উন্নয়ন শিখরে এগিয়ে যাচ্ছে ঠিক সেই মুহুর্তে বিএনপি-জামায়াত সহ কিছু হঠকারী রাজনৈতিক দল দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতেই হরতাল-অবরোধ দিয়ে জ্বালাও পোঁড়াও, পুলিশ হত্যা এবং ধ্বংসাত্মক রাজনীতি কর্মসূচি দিয়ে দেশকে অকার্যকর করার চেষ্টা করছে। তাই বিএনপি-জামায়াতের অপ রাজনীতি প্রতিহত করতে হবে এবং এদের প্রতিহত করতে প্রতিটি আওয়ামী লীগ নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে ও সজাগ দৃষ্টি রাখতে হবে। সেই সাথে শেরপুরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারো সকলকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

এছাড়াও বক্তব্য রাখেন শেরপুর পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ার হাসান উৎপল প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম সেলু, সাবেক অর্থ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান রওশন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শামীম হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. আনিসুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাসরিন বেগম ফাতেমা, জেলা আওয়ামী লীগ সদস্য অধ্যক্ষ গোলাম হাসান সুজন, সাবেক জেলা পরিষদ সদস্য ও পাকুড়িয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. কফিল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক মনির উদ্দিন আহম্মেদ, ভাতশালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুন নাহার ও আওয়ামী লীগ সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

ঝিনাইগাতীতে শিক্ষার্থীদের যোগ্যতা ও মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিতহারুন অর রশিদ দুদু: শেরপুর জেলার ঝিনাইগাতী উপ...
07/11/2023

ঝিনাইগাতীতে শিক্ষার্থীদের যোগ্যতা ও মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

হারুন অর রশিদ দুদু: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় “মান সম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ নভেম্বর সোমবার দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ঝিনাইগাতী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রাথমিক শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি পঠন যোগ্যতা ও গণিত বিষয়ে মৌলিক দক্ষতা যাচাই প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম।

শিক্ষক জহুরুল হক মিলন ও সহকারী শিক্ষক সৈয়দা সালিহা ফেরদৌসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নুরুন নবী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ঝিনাইগাতী শাখার সভাপতি ও ঝিনাইগাতী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি ঝিনাইগাতী শাখার সাধারণ সম্পাদক ও বিলাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসাইন, ফাকরাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঝিনাইগাতী শাখার সভাপতি মাসুদ হাসান প্রমুখ।

অনুষ্ঠানে সহকারী শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজ, উপজেলা রিসোর্স সেন্টারের তত্বাবধায়ক মফিজ উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি ফজিলা শারমীনসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা অনুষ্ঠানে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির মোট ২৭ জন বিজয়ী শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।

Address

Sherpur
2100

Alerts

Be the first to know and let us send you an email when Deshbartabd.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Deshbartabd.com:

Videos

Share

Nearby media companies


Other Sherpur media companies

Show All

You may also like