27/02/2022
ব্রিটিশ, আমেরিকা বলছেন ইউক্রেনের পাশে দাঁড়িয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে রাজি নয় তার দেশ 😀
প্রতিপক্ষ রাশিয়া হওয়ায় তথাকথিত ক্ষমতাশীল পশ্চিমা দেশগুলো অসহায়ত্ব দেখাচ্ছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে, রাশিয়ার জায়গায় যদি মধ্যপ্রাচ্যের কোনো দুর্বল মুসলিম রাষ্ট্র হতো, তবে এত সময় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ পশ্চিমারা নিজেদেরই সৃষ্টিকর্তা দাবি করতো।
এত সহজে রাশিয়ার বিরোধিতা করার দুঃসাহস কোন দেশ দেখাবেনা, কারণ পরিসংখ্যান বলছে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র এবং অন্যান্য অস্ত্র মজুদ রয়েছে রাশিয়ার। রাশিয়ার সাথে যদি অন্য কোন শক্তিশালী দেশ দাঙ্গা বাধায় তবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে।
চীন পরিষ্কার বলে দিয়েছে রাশিয়ার পাশে আছে তারা। বেলারুশ অস্ত্র নিয়ে রাশিয়ার পাশে চলে এসেছে। উত্তর কোরিয়া শীঘ্রই রাশিয়ার সাথে যোগ দিবে।
এত দিন ধরে পুতিন যে ইউক্রেনকে ন্যাটোতে যোগ না দিতে নিষেধ করছিলো, তখন কই ছিলো এই দালাল। পুরো পৃথিবী পশ্চিমা এবং আমেরিকার হাতের পুতুল হয়ে যেতে পারে না, তাই পুতিনের উদ্যোগকে অনেকে স্বাগত জানিয়েছে।
আমি ইউক্রেনের জনসাধারণের কান্না দেখে মোটেও বিচলিত নই, কারন আমি ফিলিস্তিন, ইরাক, আফগানিস্তান, সিরিয়া, মিয়ানমার, লিবিয়ান বৃদ্ধ যুবক নারী এবং, শিশুদের বিবস্ত্র আহাজারি দেখে দেখেই বড় হয়েছি।😢😢
যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা হোক।
================