ঐতিহ্যবাহী বিজবাগ

ঐতিহ্যবাহী বিজবাগ "THINK POSITIVE, DO POSITIVE, GO AHEAD."

28/08/2023
Follow  this page please!!!!!
23/08/2023

Follow this page please!!!!!

গ্রীন হাউজ ইফেক্ট।

19/08/2023

বাংলাদেশের হারিয়ে যাওয়া বিভিন্ন প্রকার নৌকা।

17/08/2023
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল।
09/12/2022

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল।

ঘাসফুল
06/12/2022

ঘাসফুল

আজকের খেলা।
29/11/2022

আজকের খেলা।

কাতার বিশ্বকাপের পয়েন্ট তালিকা।
28/11/2022

কাতার বিশ্বকাপের পয়েন্ট তালিকা।

3D flags
24/11/2022

3D flags

মাস্কট বলতে কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর প্রতিরূপকে চিতিত্র করা হয় যা সৌভাগ্য বয়ে নিয়ে আসে। জনসাধারণের কাছে পরিচিতির ল...
23/11/2022

মাস্কট বলতে কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর প্রতিরূপকে চিতিত্র করা হয় যা সৌভাগ্য বয়ে নিয়ে আসে। জনসাধারণের কাছে পরিচিতির লক্ষ্যে বিদ্যালয়, ক্রীড়া দল, বিশ্ববিদ্যালয়ের সংঘ, সামরিক বাহিনীর একাংশ কিংবা বিভিন্ন ব্রান্ড নামকে মাস্কট আকারে ব্যবহার করা হয়।

বিশ্বকাপে মাস্কটের ব্যবহার করা হয় বিশ্বের কাছে স্বাগতিক দেশের সংস্কৃতি বা ঐতিহ্য তুলে ধরতে।বিশ্বের প্রথম মাস্কট ছিলো ইংল্যান্ড বিশ্বকাপের 'উইলি'।
কাতার বিশ্বকাপ ২০২২ এর অফিসিয়াল মাস্কটের নাম- ‘লায়িব’ (Laʼeeb)। আরবি ভাষায় ‘লায়িব’ শব্দের অর্থ- অত্যন্ত দক্ষ খেলোয়াড়। এটি সাদা রঙের কাতারি পোশাক পরা এক তরুণের আদলে তৈরি করা হয়েছে।

চলছে ফুটবল বিশ্বকাপ। কোন ম্যাচ মিস করতে না চাইলে দেখে নিন, কার খেলা কবে আর কখন।
22/11/2022

চলছে ফুটবল বিশ্বকাপ। কোন ম্যাচ মিস করতে না চাইলে দেখে নিন, কার খেলা কবে আর কখন।

ভোটার তালিকা হালনাগাদ-২০২২ এর প্রথম পর্বের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শেষ  হয়েছে। আগামী ০২ জুলাই ২০২২ইং রোজ শনিবার...
30/06/2022

ভোটার তালিকা হালনাগাদ-২০২২ এর প্রথম পর্বের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে। আগামী ০২ জুলাই ২০২২ইং রোজ শনিবার বিজবাগ ইউনিয়ন পরিষদ ভবনে ৬,৭,৮ নং ওয়ার্ড এর নতুন নিবন্ধিত ভোটারদের ছবি তোলা হবে এবং বায়োমেট্রিক সংগ্রহ করা হবে।

নিবন্ধন কেন্দ্রে ছবি তোলা এবং বায়োমেট্রিক প্রদানকালে কিছু বিষয়ের দিকে খেয়াল রাখলে আপনি একটি সঠিক এবং নির্ভুল জাতীয় পরিচয়পত্র পেতে পারেন :-

* নিবন্ধন কেন্দ্রে ছবি তোলা এবং বায়োমেট্রিক দেয়ার আগে তথ্যসংগ্রহকারীর কাছ হতে নিবন্ধন ফরম- ২ সংগ্রহ করে ছবি তোলার লাইনে দাড়াতে হয়। এসময়ে তথ্যসংগ্রহকারী কর্তৃক পূরনকৃত আপনার ভোটার নিবন্ধন ফরম ভালো করে দেখে নিন যাতে কোনো ভুল না থাকে। প্রয়োজন হলে নিজের সার্টিফিকেট এবং জন্মসনদের সাথে নিবন্ধন ফরমের পূরনকৃত তথ্য মিলিয়ে নিন। নিবন্ধন ফরমে কোনো ভুল তথ্য পেলে তা তথ্যসংগ্রহকারীর কাছে যেয়ে ঠিক করে নিন।

* নিবন্ধন কেন্দ্রে ছবি তোলা এবং বায়োমেট্রিক দেয়ার সময় ডাটা এন্ট্রি অপারেটর আপনার তথ্য তথ্য সফটওয়্যারে এন্ট্রি করে এন্ট্রিকৃত তথ্যের একটি প্রিন্ট যাচাই কপি আপনাকে প্রদান করবে। উক্ত যাচাই কপিতে আপনার তথ্য সঠিকভাবে এন্ট্রি করা হয়েছে কিনা তা যাচাই করে দেখবেন। যাচাই করে সকল এন্ট্রিকৃত তথ্য সঠিক পেলে উক্ত যাচাই কপিতে আপনি স্বাক্ষর প্রদান করবেন। আর যাচাই কপিতে এন্ট্রিকৃত তথ্যে কোনো ভুল পেলে সাথেসাথে তা ডাটা এন্ট্রি অপারেটরকে জানিয়ে ভুল সংশোধন করে নতুন আরেকটি যাচাই কপি সংগ্রহ করে সকল তথ্য সঠিক পেলে যাচাই কপিতে স্বাক্ষর করুন।

* নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি- ২০২২ তে নিবন্ধিত ভোটারদের এন্ট্রিকৃত তথ্যের যাচাই কপি প্রদান বাধ্যতামূলক। তাই ছবি তোলা এবং বায়োমেট্রিক দেয়ার সময় আপনার এন্ট্রিকৃত তথ্যের যাচাই কপি বুঝে নিন।

* ভোটার নিবন্ধন ফরমে দুটি স্থানে আপনার স্বাক্ষরের জায়গা থাকে। একটি স্বাক্ষর দিতে হয় তথ্যসংগ্রহকারী কর্তৃক পূরনকৃত ফরম যাচাই করে সকল তথ্য সঠিক আছে উল্লেখ করে। আরেকটি স্বাক্ষর দিতে হয় ছবি তোলার মূহুর্তে ডাটা এন্ট্রি অপারেটর সকল তথ্য নির্ভুলভাবে এন্ট্রি করেছে উল্লেখ করে। দুটি স্বাক্ষর দেওয়ার আগে অবশ্যই তথ্য যাচাই করে নিবেন।

* নিবন্ধন কেন্দ্রে ছবি তোলা এবং বায়োমেট্রিক দেয়ার সময় আপনি সিগনেচার প্যাডে যে স্বাক্ষর দিবেন সেটিই আপনার জাতীয় পরিচয়পত্রের স্বাক্ষর হিসাবে প্রিন্ট হবে। আপনি প্রাত্যহিক জীবনের নানান ক্ষেত্রে যে স্বাক্ষর ব্যবহার করেন, সিগনেচার প্যাডে সেই স্বাক্ষরই দেয়া উচিৎ।

* নিবন্ধন কেন্দ্রে ছবি তোলার জন্য সাদা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়ে থাকে। তাই নিবন্ধন কেন্দ্রে ছবি তুলতে যাওয়ার সময় সাদা রংয়ের পোশাক পরিধান থেকে বিরত থাকা উচিৎ।

* নিবন্ধন কেন্দ্রে তোলা ছবিই আপনার জাতীয় পরিচয়পত্রে আসবে বিধায় শার্ট বা অন্যান্য ফরমাল পোশাক পড়ে ছবি তোলা উচিৎ। ছবি তোলার ক্ষেত্রে অবশ্যই গোল গলার গেঞ্জি পড়া থেকে বিরত থাকা উচিৎ।

* নিবন্ধন কেন্দ্রে ছবি তোলার সময় আপনার কান পর্যন্ত দৃশ্যমান হতে হবে। এ বিষয়ে বাসা থেকেই পূর্বপ্রস্তুতি নিয়ে যাওয়া উত্তম।

* নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিক দেয়ার সময় আপনার হাতের ১০ আংগুলের ছাপ নেয়া হবে বিধায় বাসা থেলে সুন্দরভাবে হাতের আংগুল পরিষ্কার করে যাওয়া উচিৎ।

* ভোটার নিবন্ধন কেন্দ্রে সকালের দিকে অত্যাধিক চাপ থাকে বিধায় দুপুরের দিকে বা দুপুরের পরে নিবন্ধন কেন্দ্রে যাওয়াই উত্তম।

* ভোটার নিবন্ধন কেন্দ্রে ছবি তোলা এবং বায়োমেট্রিক দেয়ার পরে আপনাকে যে স্লিপ (ফরম-৫) দেয়া হবে তা ভালোভাবে সংরক্ষণ করা উচিৎ। ভবিষ্যতে স্মার্ট কার্ড প্রদানের সময় এই স্লিপটি জমা দিতে হবে।

আবু হাসান
সহকারী শিক্ষক
বিজবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সেনবাগ, নোয়াখালী।

ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিগন প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে রাখুন। ভুল থাকলে তাড়াতাড়ি সংশোধন করে নিন।
19/05/2022

ভোটার হওয়ার যোগ্য ব্যক্তিগন প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে রাখুন। ভুল থাকলে তাড়াতাড়ি সংশোধন করে নিন।

Address

Senbag
3862

Website

Alerts

Be the first to know and let us send you an email when ঐতিহ্যবাহী বিজবাগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ঐতিহ্যবাহী বিজবাগ:

Share