Nazmul Razu- নাজমুল রাজু

Nazmul Razu- নাজমুল রাজু Allah is All Mighty

01/05/2024
30/04/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

I've just reached 500 followers! Thank you for continuing support. I could never have made it without each and every one...
21/10/2023

I've just reached 500 followers! Thank you for continuing support. I could never have made it without each and every one of you. 🙏🤗🎉

22/11/2021
  for this guy 👍🏼Swizerland lost but win my heart 😌
02/07/2021

for this guy 👍🏼
Swizerland lost but win my heart 😌

20/06/2021

ক্রিকেটের শৃঙ্খলা ভঙ্গের অপরাধে সাকিব অপরাধী । কিন্তু আজীবন শুধু বাইরের দৃশ্য দেখলেই হবে! আর কত?! কেন এমন করছে সেটা কি দ...
12/06/2021

ক্রিকেটের শৃঙ্খলা ভঙ্গের অপরাধে সাকিব অপরাধী । কিন্তু আজীবন শুধু বাইরের দৃশ্য দেখলেই হবে! আর কত?! কেন এমন করছে সেটা কি দেখবো না?! ক্লাব ক্রিকেটে একটা দল কে সবাই মিলে সাপোর্ট দিয়ে চললে অন্য ক্লাব কিভাবে নিজেদের ধরে রাখবে!
যে অন্যায় টা আবাহনীর বিপক্ষ দলের সাথে হলো তার কোন বিচার নাই!! কি ছিলো কাহিনী?
আবারো বলছি, সাকিবের প্রতিবাদের উপায়টা সমর্থনযোগ্য না হলেও এমন প্রতিবাদ দরকার ছিল। আমাদের দেশে তো আর নরম কথায় কাজ হয় না..

দৃশ্যপট ঃ
***মোহামেডানের ২০ ওভারে সংগ্রহ ১৪৫ রান। জবাবে আবাহনীর ৩ উইকেট যায় ৯ রানেই। আর একটা উইকেট পড়লে ডি এল এস এর নিয়মে খুব ভাল অবস্থানে থকে সাকিবের দল। সাকিবকে দেখে মনে হলো নিশ্চিত আউট কিন্তু আম্পায়ারের ভাব এমন আজাইরা আপিল। যাই আবেদন করো না কেন আউট হবে না। প্রিডিটারমাইন্ডেড।

***লাস্টে ৬ ওভার খেলা হলেই ডি এল এস সিস্টেমে সাকিবের টিম জিতবে। আম্পায়ার এবার খেলাই বন্ধ করে দিলেন তাও ৫.৫ বলের সময়!! এমন কোন বৃষ্টি আসেনাই হুট করে যে, একটা বল আর করা যেত না। এতে কি হলো? আবাহনী নিশ্চিত পরাজয় থেকে বেচে গেল!! এটা কি ইচ্ছাকৃত না? এমন ভাব আমাদের যা ইচ্ছা করব আবাহনীর জন্য তোমরা শুধু চেয়ে চেয়ে দেখবে। এখানে সুজন আছে, পাপনের সাপোর্ট আছে, সব মূল প্লেয়ার আবাহনীতে বেশি আছে, তার সাথে গায়ের জোর... এই হচ্ছে পেশাদারী ক্রিকেট লীগের অবস্থা বছরের পর বছর...

দিন দিন ক্রিকেটার তৈরীর যে অবস্থা তাতে এই ক্রিকেট গ্যাং দের হাতে যদি আমাদের ক্রিকেট পরিচালিত হয়, তবে সেদিন আর বেয়াহি দূরে নয় যেদিন এই ক্রিকেটও হবে ফুটবলের মত..

সংগৃহীত

নোয়াখালীতে ৭ দিনের লকডাউন ঘোষণা
04/06/2021

নোয়াখালীতে ৭ দিনের লকডাউন ঘোষণা

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
16/12/2020

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।

ফাইনালে আপনি কোনডা লালডা, না কালাডাআমি কিন্তু কালাডা 🤣🤣🤣
21/08/2020

ফাইনালে আপনি কোনডা লালডা, না কালাডা
আমি কিন্তু কালাডা 🤣🤣🤣

07/07/2020

হাজার ব্যাথা বেদনার পরে...

30/05/2020

লি‌খে‌ছেন- মীরজাদী সেব্রিনা ফ্লোরা
(আশা করি পুরোটাই পড়বেন)

লক ডাউন উঠে যাবে হয়ত কয়েকদিন পরই। কেন উঠবে সেটাও পরিষ্কার। হাজার হাজার মানুষ না খেয়ে মরবে। লকডাউন রাখা হয়েছিল ভাইরাসটা যেন ধীরে ছড়ায়, ততদিনে যেন ভ্যাক্সিন আবিষ্কার হয়ে যায়। কিন্তু দুঃখের কথা হলো, পুরো পৃথিবীর ৭০০ কোটির সবার হাতে হাতে এই ভ্যাক্সিন পৌছাতে, কম করে হলেও ৩-৪ বছর লাগবে। তাই এমন অনন্তকাল লক ডাউন রাখা সম্ভবও না, সে যত উন্নত রাষ্ট্রই হোক না কেন। চীন,ইতালিতেও উঠিয়ে নেয়া হচ্ছে লকডাউন।

তবে আমরা কি এভাবেই মরব?

সহজ ভাষায় বলতে গেলে, হ্যা এবং এটা একদমই প্রাকৃতিক ব্যাপার। প্রতিটা যুগে যুগে এমন Evolution হয়েছে। এক যুগে 'ডাইনোসর' ছিল, কিন্তু প্রকৃতিতে টিকে থাকতে পারে নি বলে তারা আজ নেই। অথচ সেই জুরাসিক যুগের 'তেলাপোকা' এখনো টিকে আছে। কারণ সে নিজেকে Evolve করে, নিজেকে চেঞ্জ করে প্রকৃতিতে টিকে থাকতে পেরেছে। ম্যামথও ছিল তখন, হয়ত 'ম্যামথ' তার রুপ চেঞ্জ করেই বর্তমানের হাতি হয়েছে। এগুলাই Evolution।
তো এগুলা বলার মানে কি? এগুলা জেনে কি করব?

আমাদেরও প্রকৃতির উপাদানের সাথে Evolve হতে হবে। লড়াই করে টিকে থাকতে হবে। আমাদের নিজেদেরও চেঞ্জ হতে হবে। কিছু নিয়ম মেনে চললেই এই টিকে থাকা সম্ভব।

১) অভ্যাসঃ বাজে অভ্যাসগুলা ত্যাগ করতে হবে। কথায় কথায় মুখে আঙুল দেয়া, কলমের মুখ কামড়ানো, আঙুল জিব্বায় লাগিয়ে কাগজ উল্টানো, সেপ দিয়ে টাকা গোনা ইত্যাদি যুগ যুগ ধরে চলে আসা বাজে অভ্যাস ত্যাগ করতে হবে। সাথে মাস্ক পড়তে হবে এবং সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যেস গড়ে তুলতে হবে। ২০০৩ এ জাপানে সার্স ভাইরাসের মহামারির পর তাদের মধ্যে এই অভ্যেস গুলা গড়ে উঠেছিল, যা আজ খুব ভাল কাজ করতেসে ইমিউনিটি বৃদ্ধি করতে। ধূমপান যথাসম্ভব পরিহার করতে হবে।

২) এনভায়রনমেন্টঃ আমরা খুব ভাগ্যবান যে আমরা এমন পরিবেশে আছি। নয়ত এই ঘনবসতি দেশ কবেই শেষ হয়ে যেত। আর্দ্রতা এবং তাপমাত্রা খুব ভাল কাজ করতেসে। আর্দ্রতা বেশি থাকা মানে বাতাসে ধুলাবালি কম উড়বে। শীতে আর্দ্রতা কম থাকে, চারিদিক শুষ্ক থাকে বলে বেশি ধুলা ওড়ে। এজন্য শীত প্রধান দেশে এই ভাইরাস হানা দিতেসে বেশি। তাই ঠান্ডা এসি এভোয়েড করতে হবে, এসি রুমের আর্দ্রতা কমিয়ে দেয়।

৩) ইমিউনিটিঃ এটাই মোস্ট ইম্পোর্টেন্ট। এই পুরো পোস্ট লিখার পেছনে এই পয়েন্টটাই দায়ী। হার্ড ইমিউনিটির বিকল্প নাই। আমাদের ইমিউনিটি বুস্ট করতেই হবে। সেটা কিভাবে?
_________________
ফিজিক্যালি এন্ড মেন্টালি।
_________

#ফিজিক্যালিঃ

* নিয়ম মাফিক ঘুমাতে হবে, রাত জাগা খুব খারাপ শরীর ও ইমিউন সিস্টেমের জন্য। প্রতিদিন কমপক্ষে ৬-৮ ঘন্টা ঘুমাতে হবে।

* প্রতিদিন ব্যায়াম করতে হবে, প্রায় ১৫-৩০ মিনিট। মাসল এক্টিভিটি বাড়াতে হবে।

* প্রায়ই রোদে ঘুরতে হবে ছাদে। রোদ দরকার, ভিটামিন ডি লাগবেই
খাবারঃ
• ভাতে কোন ঘোড়ার আন্ডার পুষ্টিও নাই, উল্টা অতিরিক্ত ভাত খেলে আপনি মোটা হবেন। ভাত কম খেয়ে তরকারি এবং প্রোটিন জাতীয় খাবার খেতে হবে।

• প্রচুর পানি খেতে হবে ( এটা খুব বাজে অভ্যাস আমরা পানি খেতে চাই না)

• এন্টি অক্সিডেন্ট যুক্ত খাবার খেতে হবে। শাক সবজি খেতে হবে। প্রয়োজনীয় প্রটেকশন নিয়ে বাজারে যান, নয়ত ইমিউনিটির অভাবে এমনিও মরতে হবে।

• ভিটামিন সি বা টক যুক্ত ফল, কমলা, লেবু খেতে হবে। এছাড়াও সিজনাল ফল খেতে হবে। প্রতিদিন সকালে লেবু সেদ্ধ গরম পানি খান।

• ফাস্ট ফুড টোটালি অফ, চিনি কিংবা লবন খাওয়াও কমাতে হবে।

• আমাদের দেশের মশলা গুলা দারুন কাজের। লং, লবঙ্গ, জিরা, হলুদ, দারুচিনি এই গুলা মারাত্মক ভাবে ইমিউনিটি বুস্ট করে। দুধে হলুদ মিশিয়ে খাবেন, হলুদ অনেক কাজের। চায়ে মশলা মিশিয়ে খাবেন। গ্রিন টি (এন্টিঅক্সিডেন্ট) বেস্ট, গ্রিন টি তে এই মশলা গুলা খেলে অনেক ভাল।

• কালিজিরা কার্যকরী একটা জিনিস। প্রতিদিন সকাল বেলা উঠে এক চামচ মধুর সাথে কালিজিরা অনেক বেটার একটা কম্বিনেশন। এছাড়া কালিজিরা ভর্তা/ভাজি খাবারে সাথেও খেতে পারেন।

#মেন্টালি

ইমিউন বুস্টের জন্য সঠিক হরমোনাল ব্যালেন্স ঠিক রাখা খুব জরুরি। তাই মন কে শান্ত রাখতে হবে, হাসি খুশি থাকতে হবে। ধর্মীয় প্রার্থনায় মন দিন, মন সুন্দর থাকবে।

সবাই ভাল থাকুক, সবাই সুস্থ থাকুক। সবাইকে নিয়েই বাঁচতে চাই। বাকিটুকু আল্লাহ ভরসা।

Source: বাংলাদেশ জার্নাল/কেআই

15/05/2020

█▒▒▒ Breaking News ▒▒▒█
*২৪ ঘণ্টায় ৮৫৮২ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত ১২০২
*দেশে করোনায় আরো ১৫ জনের প্রাণহানি, মোট মৃত্যু ২৯৮
*করোনায় সারা দেশে মোট আক্রান্ত ২০০৬৫
*২৪ ঘণ্টায় সুস্থ ২৭৯ করোনা রোগী, মোট সুস্থ ৩৭১৬
*গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৭, নারী ৮

10/05/2020

.............ব্রেকিং নিউজ...........

গত ২৪ ঘন্টায় ৫৭৩৮ টি নমুনা পরিক্ষা করে আক্রান্ত রেকর্ড ৮৮৭ জন ও মৃত্যু ১৪ জন।

নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় ১১ জন শনাক্ত হয়েছে।

দয়া করে বাসায় থাকুন, শপিং অথবা কেনা কাটা থেকে দুরে থাকুন, বেশি বেশি আল্লাহকে ডাকুন।

Address

Senbag

Telephone

+8801822859912

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nazmul Razu- নাজমুল রাজু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nazmul Razu- নাজমুল রাজু:

Videos

Share