DM Hira Moni

DM Hira Moni Assalamu Alaikum, I'm student. I'm learning freelance for develope my cereer.

31/07/2024

24/06/2024

―আমরা রাসেল'স ভাইপার নিয়ে যতটা আতঙ্কিত, যদি সম'কা'মিতা আর অশ্লীলতা নিয়ে এতটা আতঙ্কিত হতাম; তবে আমাদের বর্তমান প্রজন্মের এতটা অধঃপতন হতো না।
✍️আদিব সালেহ

[আল্লাহুম্মাগফিরলী🤲]

৩৫ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা যশোরে
30/04/2024

৩৫ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা যশোরে

কাহাফ গার্ড ব্যবহার করুন এবং দূরে থাকুন ইন্টারনেটের যাবতীয় হারাম কন্টেন্ট থেকে........  নিজে ব্যবহার করুন, সাথে নিজের পর...
30/04/2024

কাহাফ গার্ড ব্যবহার করুন এবং দূরে থাকুন ইন্টারনেটের যাবতীয় হারাম কন্টেন্ট থেকে........
নিজে ব্যবহার করুন, সাথে নিজের পরিবার, বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন সহ সকলকে কাহাফ গার্ড ব্যবহার করতে উদ্বুদ্ধ করুন....

17/04/2024

অবশেষে 'রুপা*ন্তর' নামক নাটকটি ইউটিউব থেকে সরানো হয়েছে! ___আলহামদুলিল্লাহ।
ঐক্যবদ্ধ আ'ন্দো*লন ও বয়*কট কতটা গুরুত্বপূর্ণ তা আজ স্পষ্ট!😊

আমার তো মনে হচ্ছে  বিশ্বের মুসলমানদের জন্য এটাই সবচেয়ে বড় ঈদ....! আলহামদুলিল্লাহ.....!🌺💝
14/04/2024

আমার তো মনে হচ্ছে বিশ্বের মুসলমানদের জন্য এটাই সবচেয়ে বড় ঈদ....!

আলহামদুলিল্লাহ.....!🌺💝

এডিসন বলেন, সাফল্য হলো  ৯৫% কঠোর পরিশ্রম আর ৫% অনুপ্রেরণার ফল...!🖤🌺Collected from Freelancer Shuvo sir..
04/01/2024

এডিসন বলেন,
সাফল্য হলো ৯৫% কঠোর পরিশ্রম আর ৫% অনুপ্রেরণার ফল...!🖤🌺


Collected from Freelancer Shuvo sir..

04/01/2024

জ্ঞানী ভুল করলে অনুতপ্ত হয়,
আর নির্বোধ ভুল করলে ভুলের পক্ষে যুক্তি দাঁড় করায়।



01/01/2024

জীবনের চলার পথে অনেক বাধাই আসবে। কোনো কিছুই যাতে তোমাকে থামাতে না পারে।


#হতাশ

28/12/2023

যে ধাক্কা বা কষ্ট আমাকে আল্লাহর কাছে ফিরিয়ে আনে, সেটা যতই যন্ত্রণাকর হোক, তা আমার জন্য আল্লাহর খাস রহমত।

🎙️-শাইখ আতিকুল্লাহ হাফি.

18/12/2023

__বেশি 𝑬𝒅𝒖𝒄𝒂𝒕𝒆𝒅, 𝑬𝒈𝒐 ওয়ালা, অনেক 𝑭𝒂𝒔𝒉𝒊𝒐𝒏𝒂𝒃𝒍𝒆 এবং টাকার গরম দেখানো 𝑼𝒑𝒑𝒆𝒓 𝒄𝒍𝒂𝒔𝒔 মানুষদের থেকে নিজেকে দূরে রাখতে স্বাচ্ছন্দ্য' বোধ করি!🙂

শীতকাল একটি পর্দাশীল ঋতু.....আলহামদুলিল্লাহ.....🖤🌺
09/12/2023

শীতকাল একটি পর্দাশীল ঋতু.....
আলহামদুলিল্লাহ.....🖤🌺

09/12/2023

তোমাদের কেউ যদি জানত যে, "জাযাকাল্লাহু খাইরান" বলার ভেতর কী প্রাপ্তি রয়েছে, তাহলে একজন আরেকজনের চেয়ে সেটা বেশি বলত।

উমর ইবনুল খাত্তাব (রা.)

ইবনু আবি শায়বাহ : ০১/৪৩৬

08/12/2023

জুম'আর দিন অধিক বারাকাহময়।
সর্বোচ্চ দরূদ পাঠ হোক

#সল্লাল্লাহু_আলাইহি_ওয়াসাল্লাম🖤🌺

02/12/2023

চালাক বা বুদ্ধিমান মানুষ কখনই নিজেকে বুদ্ধিমান বলে বেড়ায় না...!!
বরং, তারা কাজের মাধ্যমে বুঝিয়ে দেয় যে তাদের মধ্যে বুদ্ধি আছে...!!

অন্যদিকে, বোকারা মনে করে তারা বুদ্ধিমান..!!
আর, সেটা প্রমাণ করার জন্য কত কিছুই বলে...!
কিন্তু, প্রকৃত পক্ষে যার যত বেশী বুদ্ধি সে তত বেশীই নিরব...!!
🖤🌺

আজ সকালেই ভূমিকম্প হলো..!ভাবছিলাম, গুনাহ বেড়ে গেছে, তাই বুঝি এমন হচ্ছে..?অথচ, এই কথাটাই আজ থেকে শত বছর আগে ইমাম ইবনুল কা...
02/12/2023

আজ সকালেই ভূমিকম্প হলো..!
ভাবছিলাম, গুনাহ বেড়ে গেছে, তাই বুঝি এমন হচ্ছে..?
অথচ, এই কথাটাই আজ থেকে শত বছর আগে ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.) লিখে গেছেন।
তিনি আরও বিস্তারিত বলেছেন..............

#ভূমিকম্প

01/12/2023

জীবনকে উপভোগ করার ১২টি উপায়-

১. নিজের সিদ্ধান্ত নিজেই নিন।
২. নিজের ব্যক্তিস্বাধীনতার সাথে কখনো আপস করবেন না।
৩. নিজের মতামত ও ইছাকে প্রাধান্য দিন।
৪. আবেগের ঊর্ধ্বে উঠুন।
৫. ভুল মানুষের সাথে জীবন অতিক্রান্ত না করে সঠিক বন্ধু নির্বাচন করুন।
৬. নিজের জন্য বিনোদনের যথেষ্ট সময় রাখুন।
৭. জীবনে ভুল বলে কিছু নেই; তবে যাহাই ঘটুক না কেন, ঘুরে দাঁড়াতে হবে।
৮. একলা পথচলা শিখুন।
৯. কারো প্রতি নির্ভরশীলতা পরিহার করুন।
১০. নিজের চলার পথ নিজেই তৈরি করুন।
১১. নিজেকে অন্যের ব্যবহৃত জিনিস বানাবেন না।
১২. নিজের লক্ষ্যে সর্বদা অটুট রাখা।

আমি একবার আমার শাইখকে অভিযোগ করলাম-শাইখ! আমি বই পড়ি। কিন্তু শেষ করার পর আমার কিছুই মনে থাকে না।শাইখ আমার দিকে একটি খেজুর...
30/11/2023

আমি একবার আমার শাইখকে অভিযোগ করলাম-
শাইখ!
আমি বই পড়ি।
কিন্তু শেষ করার পর আমার কিছুই মনে থাকে না।

শাইখ আমার দিকে একটি খেজুর বাড়িয়ে দিয়ে বললেন-
এটা চিবিয়ে খাও। আমি তাই করলাম।

শাইখ: এখন শারিরীক কোন বৃদ্ধি টের পাচ্ছো?
আমি: না তো!

শাইখ: তুমি অনুভব না করলেও খেজুরটি
(এর সারাংশটুকু)
কিন্তু আলাদা আলাদা হয়ে তোমার রক্ত, মাংস, হাড্ডি, চামড়া, চুল ও নখে পরিনত হয়েছে।
ঠিক এমনিভাবে আমরা যখন কোন বই পড়ি তখন তা আমাদের অগোচরেই আমাদের ভাষাকে শক্তিশালী করে,
জ্ঞানকে সমৃদ্ধ করে,
চরিত্রকে শুদ্ধ করে,লেখনী ও বাচনভঙ্গি উন্নত করে।

-শাইখ সালমান আল আওদাহ (হাফি.)

Address

Senbag

Website

Alerts

Be the first to know and let us send you an email when DM Hira Moni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DM Hira Moni:

Videos

Share