Gold N Price

Gold N Price সোনা রূপা'র সর্বশেষ আপডেট জানতে Gold N Price ফেসবুক পেজ & ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন

আজ থেকে কিছুটা কমলো স্বর্ণের দাম
05/11/2024

আজ থেকে কিছুটা কমলো স্বর্ণের দাম

✨গিভওয়ে, গিভওয়ে, গিভওয়ে 🔥🥀প্রিয় আপুরা আপনারাদের জন্য নিয়ে এলাম গিভওয়ে‌ কনটেস্ট ❤️পার্টিসিপেট করার নিয়মাবলী: 📍১. আমাদের F...
20/10/2024

✨গিভওয়ে, গিভওয়ে, গিভওয়ে 🔥🥀

প্রিয় আপুরা আপনারাদের জন্য নিয়ে এলাম গিভওয়ে‌ কনটেস্ট ❤️

পার্টিসিপেট করার নিয়মাবলী: 📍
১. আমাদের F Boutiques এবং Gold N Price পেইজটি ফলো করবেন, পেজ লিঙ্ক কমেন্টে থাকবে,(ফেক আইডি অগ্রহণযোগ্য)
২. পেইজে আপনার ফ্রেন্ড লিস্টের ফিমেল বন্ধুদের ইনভাইট করে সেটার স্কেনসর্ট অথব স্ক্রিন রেকর্ড পেইজের ইনবক্সে দিবেন।
৩.পেইজের পোষ্ট গুলোতে প্রতিদিন একবার আপনার ফিমেল বান্ধবিদের মেনশন করবেন এবং পোষ্ট গুলো নিজ নিজ আইডিতে শেয়ার করবেন, পাশাপাশি পেইজের রিভিউ অপশনে একটি পজেটিভ রিভিউ দেবেন ।

কন্টেস্ট চলবে আজ ২০ অক্টোবর থেকে নভেম্বর মাসের ২০ তারিখ পর্যন্ত,
তাহলে আর দেরি কিসের এক্ষুনি অংশগ্রহণ করুন।

সর্বোচ্চ পার্টিসিপেট কারি ৩জন কে বিজয়ী ঘোষণা করা হবে ।

১ম পুরুস্কার: গিফট বক্স 🔥🥀
(গিফট বক্সে থাকবে প্রিয়জনকে উপহার হিসেবে দেওয়ার জন্য কিংবা স্পেশাল কোন দিনে নিজেকে অন্যরকম ভাবে সাজিয়ে তুলার জন্য পার্ফেক্ট একটি প্যাকেজে থাকছে ১৩টি আইটেম - শাড়ি নেকলেস দুল ১ জোড়া মিরোর লেকমি কাজল টিপের পাতা মেহদি 24k soothing gel ডেরিমিল্ক চকলেট ৮ পিস ম্যাট লিপগ্লোজ Aloevera soothing gel বক্স

২য় পুরস্কার: থ্রি পিস 🥀
তৃতীয় পুরস্কার: একটি শাড়ি।🥀

তাহলে আর দেরি কেন, আপনার টার্গেট পূরণ শুরু করুন এখনই 🥀❤️

বি‌ঃদ্রঃ :- সর্বনিম্ন পার্টিসিপেট ১৫ জন হতে হবে, যদি কম হয় তাহলে এডমিন চাই আরও সময় বৃদ্ধি করতে পারবেন।

& PicForAttention &

📍আপডেট 🔥আগামীকাল থেকে আবারও বাড়ছে স্বর্ণের দাম,যা গতকাল পোস্টেই আগাম জানিয়েছি আমরা এবং আমাদের ভিডিওতে গত সপ্তাহ খানেক ...
19/10/2024

📍আপডেট 🔥
আগামীকাল থেকে আবারও বাড়ছে স্বর্ণের দাম,
যা গতকাল পোস্টেই আগাম জানিয়েছি আমরা এবং আমাদের ভিডিওতে গত সপ্তাহ খানেক থেকেই আগাম সম্ভাবনা জানানো হয়েছিল।
আগামীকাল থেকে ভরিতে ২,৬১২৳ বাড়লো সোনার দাম
২০-১০-২০২৪ থেকে বাজুস কর্তৃক নির্ধারিত নতুন রেট 👇
-----------------------------------
⏩২২ ক্যারেটের ১২,০০৮৳ প্রতি গ্রাম I ১,৪০,০৬১৳ প্রতি ভরি
⏩২১ ক্যারেটের ১১,৪৬৩৳ প্রতি গ্রাম I ১,৩৩,৭০৪৳ প্রতি ভরি
⏩১৮ ক্যারেটের ৯,৮২৫৳ প্রতি গ্রাম I ১,১৪,৫৯৮৳ প্রতি ভরি
⏩সনাতন ৮,০৬৯৳ প্রতি গ্রাম I ৯৪,১১৬৳ প্রতি ভরি

সোনার দাম বাড়ার অথবা কমার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ ❤️

📍3 piece❤️ অরিজিনাল মুসলিন কর্টন জামা ফুল বডি কম্পিউটার এমব্রয়ডারি করা।  সালোয়ার ফুল বডি এমব্রয়ডারি করা।  ওড়না ফুল ব...
19/10/2024

📍3 piece❤️ অরিজিনাল মুসলিন কর্টন জামা ফুল বডি কম্পিউটার এমব্রয়ডারি করা। সালোয়ার ফুল বডি এমব্রয়ডারি করা। ওড়না ফুল বডি কম্পিউটার এমব্রয়ডারি করা। বডি:৪০.৪৪. লং :৪২.৪৩. সালোয়ার আফগান ডিজাইন করা। ওড়না : ৯০ ইঞ্চি লম্বা। কালার ১০০% গ্যারান্টি 🔥
⏩ দাম জানতে ইনবক্স করুন 📍

⏩ Latest Gold Price Update 📍খুব শীঘ্রই বাংলাদেশে আবারও রেকর্ড পরিমাণ বাড়তে যাচ্ছে সোনার দাম 🔥আমাদের নতুন পেজ  https://w...
18/10/2024

⏩ Latest Gold Price Update 📍

খুব শীঘ্রই বাংলাদেশে আবারও রেকর্ড পরিমাণ বাড়তে যাচ্ছে সোনার দাম 🔥

আমাদের নতুন পেজ https://www.facebook.com/share/CfBLQc87zFcjo88v/ ফলো করার অনুরোধ সবাইকে 🥀

18/10/2024
আপডেট:- আন্তর্জাতিক বিশ্বে গতকাল সোনার দাম ভরিতে ১২ ডলার কমলেও আজ আবার ১২ ডলার বেড়ে গিয়েছে , তাই দেশে সোনার দাম কিছুটা...
01/10/2024

আপডেট:- আন্তর্জাতিক বিশ্বে গতকাল সোনার দাম ভরিতে ১২ ডলার কমলেও আজ আবার ১২ ডলার বেড়ে গিয়েছে , তাই দেশে সোনার দাম কিছুটা কমার সম্ভাবনা দেখা দিলেও আপাতত আর কমবে না 😰

মূলত ইজরায়েল ফিলিস্তিন রাশিয়া ইউক্রেন সংকটের সাথে বর্তমানে লেবাননে ইহুদী বাদীরা জোরালো যুদ্ধ চালিয়ে যেতে এগোচ্ছে তাই আপাতত সোনার দাম কমার থেকেও‌ বাড়বে বেশি 🥺

আন্তর্জাতিক বিশ্বে যুদ্ধ সংকট সমাধান হলেই কেবল স্থায়ি সমাধান মিলবে অর্থনৈতিতে ।

সোনার দাম বাড়ার অথবা কমার সম্ভাবনা সবার আগে জানতে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন, যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ ❤️

আপডেট:- অবশেষে সোনার দামে কিছুটা স্বস্তি 😍টানা দুই সপ্তাহ উর্দ্ধমুখী দামের পর এবার সোনার দাম কিছুটা নিম্নমুখী ❤️এভাবে কম...
01/10/2024

আপডেট:- অবশেষে সোনার দামে কিছুটা স্বস্তি 😍
টানা দুই সপ্তাহ উর্দ্ধমুখী দামের পর এবার সোনার দাম কিছুটা নিম্নমুখী ❤️
এভাবে কমতে থাকলে বাংলাদেশে আবারও কিছুটা কমতে পারে সোনার দাম।

তবে আন্তর্জাতিক বিশ্বে যুদ্ধ সংকট সমাধান না হলে আবারও যে কোন মুহুর্তে বেড়ে যাবার আশঙ্কা রয়েছে পরবর্তীতে।

সোনার দাম বাড়ার অথবা কমার সম্ভাবনা সবার আগে জানতে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন, যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ ❤️

🔥 আপডেট ➡️বিশাল পরিবর্তন সোনার নতুন দামে 🥺যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা ভিডিওতে বাড়ার সম্ভাবনার মেসেজ আগেই পেয়ে...
25/09/2024

🔥 আপডেট ➡️
বিশাল পরিবর্তন সোনার নতুন দামে 🥺
যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা ভিডিওতে বাড়ার সম্ভাবনার মেসেজ আগেই পেয়েছেন 🙂

বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস কর্তৃক গহনা সোনার নতুন দাম ঘোষণা করা হয়েছে, নতুন দাম অনুযায়ী ভরিতে ৩,০৪৪৳ দাম বাড়ানো হয়েছে।

➡️🔸২২ ক্যারেটের প্রতি গ্রাম ১১,৮৯২৳, এবং ১,৩৮,৭০৮৳ প্রতি ভরি,
➡️🔸২১ ক্যারেটের ১১,৩৫১৳ প্রতি গ্রাম I ১,২৩২,৩৯৮৳ প্রতি ভরি
➡️🔸১৮ ক্যারেটের ৯,৭৩০৳ প্রতি গ্রাম I ১,১৩,৪৯১৳ প্রতি ভরি
➡️🔸সনাতন ৭,৯৮৭৳ প্রতি গ্রাম I ৯৩,১৬০৳ প্রতি ভরি

➡️ সোনার নতুন দাম আপডেট 🔥🥲।  অতিতের সব রেকর্ড ছাড়িয়ে সর্বোচ্চ এখন স্বর্নের দাম 😭। আগামীকাল থেকে বাড়ছে স্বর্নের দাম 😰 এবা...
14/09/2024

➡️ সোনার নতুন দাম আপডেট 🔥🥲। অতিতের সব রেকর্ড ছাড়িয়ে সর্বোচ্চ এখন স্বর্নের দাম 😭। আগামীকাল থেকে বাড়ছে স্বর্নের দাম 😰 এবার ভরিতে ৩,৫৮১৳ বাড়লো👇

➡️🛑 আমাদের পেজ ফলোয়ারদের কয়েকদিন আগেই পোস্ট এবং ভিডিওর মাধ্যমে বাড়ার আগাম সম্ভাবনা জানানো হয়েছিল 🙂

⭐১৫-০৯-২০২৪ থেকে বাজুস কর্তৃক নির্ধারিত নতুন রেট⭐
-----------------------------------
➡️🔸২২ ক্যারেটের ১১,১৩৭৳ প্রতি গ্রাম I ১,২৯,৯০২৳ প্রতি ভরি
➡️🔸২১ ক্যারেটের ১০,৬৩১৳ প্রতি গ্রাম I ১,২৪,০০০৳ প্রতি ভরি
➡️🔸১৮ ক্যারেটের ৯,১১২৳ প্রতি গ্রাম I ১,০৬,২৮২৳ প্রতি ভরি
➡️🔸সনাতন ৭,৪৬০৳ প্রতি গ্রাম I ৮৭,০১৩৳ প্রতি ভরি

( Gold N Price ফলো করার জন্য ধন্যবাদ)

➡️ আপডেট:- আন্তর্জাতিক বিশ্বে বেড়েছে সোনার দাম 🙂বর্তমান দাম সর্বকালের সর্বোচ্চ রেকর্ড এটা 🔥যদি এভাবে চলমান থাকে তাহলে দ...
12/09/2024

➡️ আপডেট:- আন্তর্জাতিক বিশ্বে বেড়েছে সোনার দাম 🙂
বর্তমান দাম সর্বকালের সর্বোচ্চ রেকর্ড এটা 🔥

যদি এভাবে চলমান থাকে তাহলে দেশে আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে খুব শীঘ্রই।

সোনার দাম বাড়ার অথবা কমার সম্ভাবনা সবার আগে জানতে আমাদের Gold N Price ফলো করুন।

যারা আমাদের পাশে রয়েছেন অসংখ্য ধন্যবাদ ❤️

বাংলাদেশের স্বর্ণ ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালাকে গত মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। জুয়েলার্স এসোসিয়েশনের সাবেক সা...
09/09/2024

বাংলাদেশের স্বর্ণ ব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালাকে গত মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। জুয়েলার্স এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক মি. আগরওয়ালার বিরুদ্ধে সোনা চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণের অভিযোগ পাওয়া গেছে বলেও জানিয়েছে সিআইডি।

এরই মধ্যে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সোনা ও হীরা আমদানির নামে বিদেশে অর্থ পাচার-সহ নানা অভিযোগের অনুসন্ধান শুরু করেছে সিআইডি।

এরই পরিপ্রেক্ষিতে সোনার বাজারে তথাকথিত 'সিন্ডিকেট' ভেঙে দাম নিয়ন্ত্রণ সম্ভব কি না, সে বিষয়ে প্রশ্ন উঠেছে।

সোনার দাম সিন্ডিকেটের কাছে জিম্মি ?
ব্যবসায়ীরা বলছেন, রাজধানীর তাঁতীবাজারে বুলিয়ান (পোদ্দার) মার্কেট সোনার যে দাম নির্ধারণ করে সেটা অনুসরণ করে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন সোনার দাম নির্ধারণ করে।

বুলিয়ান মার্কেট হলো যেসব ব্যবসায়ীরা স্বর্ণের ব্যবসা করেন তাদের মার্কেট। বাংলায় একেই পোদ্দার বলা হয়।

যারা সোনা চোরাচালানে জড়িত তাদের সিন্ডিকেট রয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।

বাজুস দাম নির্ধারণের ক্ষেত্র 'অসহায়' বলে দাবি তাদের। কারণ সরকার ডলারের রেট দেয়, কিন্তু সোনার রেট নির্ধারণ করে না।

মি. রহমান বলেন, “সরকার গোল্ড আনেও না, গোল্ড সাপ্লাইও দেয় না। বাজুস দেশের স্বর্ণ ব্যবসায়ীদের ঐক্যবদ্ধতা ধরে রাখার জন্য সোনার রেট দেয়।"

"রেট কীভাবে দেয় বাজুস? যেমন ধরুন তাঁতীবাজারের বুলিয়ান মার্কেট। আমরা কিন্তু বুলিয়ান মার্কেটের রেটকে ফলো করি। বুলিয়ান মার্কেট সলিড গোল্ড নিয়ে ডিল করে", জানান তিনি।

বুলিয়ান মার্কেটে সোনা কোথা থেকে আনা হয়, এমন প্রশ্নে মি. রহমানের দাবি, “সেটা আসলে আমাদের ধারণা নেই। ইট ইজ টোটালি বেইজড অন স্মাগলিং। যেটা আমরা জানি। এদেশের প্রশাসনও জানে।”

এদের একটা সিন্ডিকেট আছে দাবি করে মি. রহমান জানান, দুবাই থেকে ব্যাগেজ রুলসে যেসব সোনা আসে বা মানুষজন যে সোনা আনে অথবা ইনফরমাল ওয়েতে যে সোনা আসে তারা সে সব সোনার উচ্চ মূল্য মুনাফা নির্ধারণ করে সোনার রেটকে নিয়ন্ত্রণ করে।

“যেহেতু বহির্বিশ্ব থেকে দেশে সোনা আমদানি হয় না, তারা দশ-বারো হাজার টাকা রেট বাড়িয়ে একটা রেট নির্ধারণ করে রাখে। ওইটা ফলো করতে বাজুস বাধ্য”, বলেন মি. রহমান।

বুলিয়ান মার্কেটের সিন্ডিকেট বেশ শক্তিশালী বলে দাবি করেন তিনি। মূলত ওই মার্কেটের রেট অনুসরণ করেই বাজুস দাম নির্ধারণ করে থাকে বলে জানান এই ব্যবসায়ী।

ফলে তাঁতীবাজারের বুলিয়ান মার্কেট যে সোনার রেট নির্ধারণ করে, তার ভিত্তিতে শুধু দুই দশমিক আট শতাংশ মুনাফা যুক্ত করে দাম নির্ধারণ করা হয় বলে দাবি এই স্বর্ণ ব্যবসায়ীর।

বাংলাদেশে সোনার গহনা তৈরিতে ১২ শতাংশ 'ওয়েস্টেজ' (অপচয়) থাকে যা বাকি বিশ্বের তুলনায় অনেক বেশি। অন্য দেশে এই পরিমাণ ১ থেকে সর্বোচ্চ ৬ শতাংশ।

বাংলাদেশে সেটা অলংকার তৈরির চার্জ হিসেবে নেওয়া হয় বলে জানান মি. রহমান। এতেও দাম বৃদ্ধি পায়।

সোনার দাম বাড়তি হওয়ার কারণে বাংলাদেশ থেকে অনেক ক্রেতাই দুবাই, কাতার বা পার্শ্ববর্তী দেশের বাজারে চলে যাচ্ছে বলেও জানান তিনি।

নাম প্রকাশ না করার শর্তে স্বর্ণ ব্যবসায়ীদের দাবি, দেশে এখন যে ধারায় সোনার ব্যবসা চলছে তা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চলছে না। তারা বলছেন, যারা স্মাগলিং করত তারা এই সিন্ডিকেটের অংশীদার। মূলত ২০০৯ সাল থেকে এ ধারা চলছে বলে দাবি তাদের।

ব্যবসায়ীরা এক্ষেত্রে সাবেক প্রেসিডেন্ট এনামুল হক খান দোলন এবং সাধারণ সম্পাদক দিলীপ আগরওয়ালের দিকেও ইঙ্গিত করছেন। সে সময় সোনার রেট উচ্চ মাত্রায় ছিল বলে দাবি তাদের।

এদিকে, মি. রহমানের দাবি ওই ধারা থেকে বের হতে তারা ইতোমধ্যেই পাঁচ শতাংশ সোনার রেট কমিয়েছেন।

যদিও তার এই দাবির তেমন কোনও প্রভাব বাংলাদেশের সোনার বাজারে গত কয়েক মাসেও দেখা যায় নি।

মঙ্গলবার রাতেই সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করে পুলিশ। একই সাথে তার বিরুদ্ধে সোনা চোরাচালান, অর্থ পাচার-সহ নানা অভিযোগের অনুসন্ধানও শুরু করেছে সিআইডি।

এই সিন্ডিকেটের বিপরীতে বাজুস অসহায় বলে দাবি ওই সংস্থার সোনার দাম নির্ধারণ কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের।

মি. রহমানের দাবি, আগের রেট হলে এখন সোনার দাম এখন ভরিতে আরো অন্তত দশ হাজার টাকা বেড়ে যেতো।

দাম নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজার দর বাংলাদেশ জুয়েলারি এসোসিয়েশন বিবেচনায় নেয় না বলেও জানান তিনি।

“আমাদের তো দেখার সুযোগ নাই। যদি গোল্ড ইমপোর্ট হত, বা রিফাইনারি থেকে বের হত তাহলে নির্ধারণ করার সুযোগ ছিল। যেহেতু এটা নাই তাই ধারণা নাই”, বলেন মি. রহমান।

বাংলাদেশে সোনার ভরি এখন এক লাখ ছাব্বিশ হাজারের বেশি
বাংলাদেশের ও ভারতের দামে পার্থক্য কত ?
বাংলাদেশে বুধবার ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ২৬ হাজার ৩২১ টাকা।

একই দিনে প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় ২২ ক্যারেট এক ভরি সোনার দাম বাংলাদেশি টাকায় আসে এক লাখ দশ হাজার ৬৫৩ টাকা।

অর্থাৎ একই দিনে দুই দেশের সোনার ভরিতে পার্থক্য পনের হাজার ৬৬৮ টাকা।

(সুত্র বিবিসি বাংলা)

👉 আপডেট:- আন্তর্জাতিক বিশ্বের সোনার দাম মনিটরিং করে বুঝা যাচ্ছে যে আপাতত দেশে সোনার দাম কমার কোন সম্ভাবনা নেই আগামী কয়ে...
03/09/2024

👉 আপডেট:- আন্তর্জাতিক বিশ্বের সোনার দাম মনিটরিং করে বুঝা যাচ্ছে যে আপাতত দেশে সোনার দাম কমার কোন সম্ভাবনা নেই আগামী কয়েকদিনে, তবে বর্তমান অর্থনৈতিক সংকট থাকায় এখনও লাফিয়ে লাফিয়ে বাড়ার সম্ভাবনা একটু বেশি।

যারা গতকালের কমার খবর পেয়েও এখনও আরো কমার অপেক্ষায় আছেন তাদের মনে করিয়ে দিতে চাই যে গত ৩ থেকে চার বছরে সোনার দাম কোথায় থেকে কোথায় পৌঁছেছে জাষ্ট একটু ভেবে দেখুন....বলে রাখা ভাল যে স্বর্ণ এমন এক ধাতু যে কিনে ফেললে ঠকবেন না, বরং আজ অথবা কাল কমলেও এক সপ্তাহ ১মাস অথবা আরো কিছুদিন পর তার থেকে কয়েক গুণ বেশি বাড়বে।

আমাদের সব ভিডিওতে ২০২২ থেকে আমরা আগাম আপডেট জানিয়ে দিতেছি , যখন ৭৫ হাজার টাকা স্বর্ণের ভরি তখন থেকে আমরা ইউটিউব এবং ফেসবুকে সোনার দামের আগাম আপডেট জানিয়েছি 🙂

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Fatiha Ayat, Esha Moni
27/08/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Fatiha Ayat, Esha Moni

বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস কর্তৃক স্বর্ণের দামের সর্বশেষ আপডেট এবং স্বর্ণের দাম কমার সম্ভাবনা রয়েছে কিনা তা নিয়ে ব...
08/08/2024

বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুস কর্তৃক স্বর্ণের দামের সর্বশেষ আপডেট এবং স্বর্ণের দাম কমার সম্ভাবনা রয়েছে কিনা তা নিয়ে বিস্তারিত লেখা পড়ুন এবং শেয়ার করুন :-

২২ ক্যারাট প্রতি ভরি গহনা সোনা ১,২০,০৮০৳
২১ ক্যারেটের প্রতি ভরি গহনা সোনা ১,১৪,৬২২৳
১৮ ক্যারেটের প্রতি ভরি গহনা সোনা ৯৮,২৪৬৳
ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৮০,৪২৩৳


এছাড়াও
২২ ক্যারাট ১ আনা সোনা ৭,৫০৫৳
২১ ক্যারাট ১ আনা সোনা ৭,১৬৪৳
১৮ ক্যারাট ১ আনা সোনা ৬,১৪০৳৳
সনাতন পদ্ধতির ১ আনা সোনা ৫,০৭৭৳ নতুন দাম ধার্য করা হয়েছে।

২২ ক্যারাট ১ গ্রাম গহনা সোনা ১০,২৯৫৳
১ রতি সোনা ১,২৫১৳
এবং ১ পয়েন্ট ১২৫৳

২১ ক্যারেট ১ গ্রাম ৯,৮২৭৳
১ রতি সোনা ১,১৯৪৳
এবং ১ পয়েন্ট ১১৯৳

১৮ ক্যারেট সোনা ১ গ্রাম ৮,৪২৩৳
১ রতি ১,০২৩৳
এবং ১ পয়েন্ট ১০২৳

সনাতন পদ্ধতির সোনা ১ গ্রাম ৬,৯৬৪৳
১ রতি ৮৪৬৳
১ পয়েন্ট ৮৫৳

*রুপা:-
বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা,
২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা,
১৮ ক্যারেটের দাম ১ হাজার ৭১৫ টাকা
এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা

অতিশয় সোনার দাম‌ কমে যাওয়ার কোন সম্ভাবনা নেই, তবে সরকার পরিবর্তনের ফলে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ালে আস্তে আস্তে কিছুটা কমতে পারে স্বর্ণের দাম, অর্থাৎ বর্তমান ১ ডলার ১১৭৳ + , যদি ১ ডলার পরিমাণ গত ৩/৪ বছর আগের টাকায় ৭৫/৮০৳ টাকায় ফিরতে শুরু করে তাহলে স্বর্ণের দাম কমে যাবে, তবে তার সাথে অবশ্যই আন্তর্জাতিক বিশ্বেও সোনার দাম স্থিতিশীল থাকা প্রয়োজন।

05/08/2024

আলহামদুলিল্লাহ। দীর্ঘ জুলুমের অবসান। যাদের রক্তের বিনিময়ে এ বিজয় মহান রব তাদেরকে শাহাদাতের উঁচু মাকাম দান করুন, আমীন 🤲❤️

স্বর্ণের আপডেট খবর:- আন্তর্জাতিক বিশ্ব‌ এবং ভারতে বিশাল পতনে প্রচুর কমলো স্বর্ণের দাম, ভারতে স্বর্ণের ভরিতে দাম কমেছে প্...
26/07/2024

স্বর্ণের আপডেট খবর:-
আন্তর্জাতিক বিশ্ব‌ এবং ভারতে বিশাল পতনে প্রচুর কমলো স্বর্ণের দাম, ভারতে স্বর্ণের ভরিতে দাম কমেছে প্রায় ৫ হাজার রুপি।😱

তবে বাংলাদেশে এখনো অপরিবর্তিত রয়েছে স্বর্ণের দাম 🙃

উল্লেখ্য গত সপ্তাহে দেশে এবং আন্তর্জাতিক বিশ্বে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড দামে পৌঁছেছিল সোনার দাম।

বিশ্ব ইতিহাসের রেকর্ড সর্বোচ্চ মূল্য স্বর্ণের 🔥আন্তর্জাতিক বিশ্বে এটাই সর্বোচ্চ রেকর্ড সোনার 🔥এর আগে ২২ ক্যারেট সোনার রে...
18/07/2024

বিশ্ব ইতিহাসের রেকর্ড সর্বোচ্চ মূল্য স্বর্ণের 🔥

আন্তর্জাতিক বিশ্বে এটাই সর্বোচ্চ রেকর্ড সোনার 🔥

এর আগে ২২ ক্যারেট সোনার রেকর্ড সর্বোচ্চ মূল্য উঠেছিল প্রতি গ্রাম ৭৪ ডলার, কিন্তু এখন তা বেড়ে প্রতি গ্রাম ৭৫ ডলার 🔥

বাংলাদেশ‌ও‌ খুব শীঘ্রই ভরিতে ১ থেকে ২ হাজার টাকা কিংবা তারও বেশি বাড়ার সম্ভাবনা রয়েছে ।।

Gold N Price সোনার দাম বাড়ার অথবা কমার সম্ভাবনা সবার আগেই জানিয়ে দেয়, যারা আমাদের ফলো করেছেন অসংখ্য ধন্যবাদ ❣️🥀❤️

Address

Senbag

Alerts

Be the first to know and let us send you an email when Gold N Price posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share