Sandwip24

Sandwip24 আমরা মানবতার কথা বলি

সন্দ্বীপের একটি অনলাইন টেলিভিশন। হৃদয়ে সন্দ্বীপ দৃষ্টিতে বাংলাদেশ।
(8)

02/07/2024

অরক্ষিত বেড়িঁবাধে আতঙ্কে সন্দ্বীপবাসি

বিস্তারিত প্রতিবেদনে...

সারিকাইতের আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে গরুর খামারে, দুর্যোগকালীন আশ্রয় নিতে পারেন না স্থানীয়রাবিস্তারিত কমেন্টের লিংকে...
01/07/2024

সারিকাইতের আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে গরুর খামারে, দুর্যোগকালীন আশ্রয় নিতে পারেন না স্থানীয়রা

বিস্তারিত কমেন্টের লিংকে...

30/06/2024

৩নম্বর সিগন্যাল, জাহাজ বন্ধ, কাঠেরবোট চলে...
গাছুয়া ফেরিঘাট থেকে...

একটি হারানো বিজ্ঞপ্তি 📢নাম: রাহাদুল ইসলাম — লিমন (বয়স:১৪বছর)।পিতাঃ জামাল উদ্দীন, গ্রামঃ মাইটভাঙ্গা, বাড়িঃ ফাজিল সেরাং বা...
30/06/2024

একটি হারানো বিজ্ঞপ্তি 📢

নাম: রাহাদুল ইসলাম — লিমন (বয়স:১৪বছর)।
পিতাঃ জামাল উদ্দীন, গ্রামঃ মাইটভাঙ্গা, বাড়িঃ ফাজিল সেরাং বাড়ি।
গতকাল আসরের নামাজের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গায়ের রং ফর্সা। যদি কোন সহৃদয়বান ব্যক্তি দেখতে পান। নিম্নে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
01606726331
01705693289
ছেলেটিকে খুঁজে পেতে পোস্টটি শেয়ার করুন।

29/06/2024

সন্দ্বীপ নৌরুটে ৩ নম্বর সংকেতের মধ্যে চলছে কাঠের নৌযান, বন্ধ জাহাজ
বিস্তারিত কমেন্টে-

29/06/2024

ইউপি সদস্যের অনিয়ম নিয়ে নিউজ প্রকাশ করায়, প্রকাশ্যে মিডিয়াকর্মী কে হুমকি দামকি দিয়ে যাচ্ছে ঐ ইউপি সদস্যে।

সারিকাইতের আশ্রয়কেন্দ্র এখন গরুর খামার  আশ্রয়কেন্দ্র এখন গরুর খামারচট্টগ্রামের সন্দ্বীপে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে...
29/06/2024

সারিকাইতের আশ্রয়কেন্দ্র এখন গরুর খামার

আশ্রয়কেন্দ্র এখন গরুর খামার
চট্টগ্রামের সন্দ্বীপে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে বাঁচাতে ফ্রান্সের একটি দাতা সংস্থার অর্থায়নে নির্মাণ করা হয় আশ্রয় কেন্দ্রটি। যা এখন গরুর খামারে পরিণত হয়েছে। যেকোনো ঘূর্ণিঝড়ে আতঙ্কে থাকেন ওইখানের বাসিন্দারা। তাই আশ্রয় কেন্দ্রটিতে দুর্যোগকালীন আশ্রয় নিতে চান স্থানীয়রা। বেদখলের বিষয়ে অনেকবার উপজেলা প্রশাসনকে জানালেও কাজ হয়নি বলে জানা গেছে।

জানা গেছে, ১৯৯২ সালে সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় আশ্রয় কেন্দ্রটি নির্মাণের পর আশ্রয়কেন্দ্রের তদারকির দায়িত্ব দেওয়া হয় বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘকে (বিএনপিএস)। ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসের সঙ্গে বসবাস দ্বীপ জনপদ সন্দ্বীপের বাসিন্দাদের। প্রতি বছর ঝড় জলোচ্ছ্বাসে আতঙ্কে দিন কাটান তারা। যদিও জলোচ্ছ্বাস থেকে রক্ষা পেতে দ্বীপের বেশ কিছু বেড়িঁবাধ ব¬ক দ্বারা বাঁধানো হয়েছে। তবে এখনো কিছু বেড়িবাঁধ অরক্ষিত হয়েছে।

জানা গেছে, সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের প্রায় ৩ হাজার মানুষের বসবাস। যেখানে বেড়িঁবাধে পাশে প্রায় এক দেড় হাজার মানুষের বসবাস। যেকোনো ঘূর্ণিঝড়ে ওই এলাকার বাসিন্দারা আতঙ্কে থাকেন। ওই এলাকার মানুষের কথা ভেবে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে বাঁচাতে ফ্রান্সের একটি দাতা সংস্থার অর্থায়নে নির্মাণ করা হয় একটি আশ্রয় কেন্দ্র। নির্মাণের পর আশ্রয়কেন্দ্রের তদারকির দায়িত্ব দেওয়া হয় বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘ কে। সেই আশ্রয়কেন্দ্র এখন গরুর খামারে পরিণত হয়েছে।

সরেজমিনে জানা গেছে, গত দুই বছর ধরে এই আশ্রয় কেন্দ্রের গরুর খামার করেছেন স্থানীয় ইউপি সদস্যের ছোট ভাই মাহমুদুর রহমান খোকন। খামারের ময়লা আবর্জনা ও গরুর খড়-কুটার কারণে বেড়েছে মশামাছির উপদ্রব। ফলে দুর্যোগকালীন সেখানে কোনো মানুষ আশ্রয় নিতে চান না। তারা বাধ্য হয়ে এলাকা থেকে অনেক দূরে সারিকাইত ইউনিয়ন পরিষদ ভবনে আশ্রয় নেন। এমনকি সেখানে একসময় অবৈধভাবে করা দোকানঘর ভাড়া দেওয়া হতো।

নাম না প্রকাশে অনিচ্ছুক খামারের আশপাশে বসবাস করা কয়েকজন জানান, খামারের দুর্গন্ধে ঘরের দরজা-জানালা খোলা যায় না। আগে দুর্যোগকালীন সময়ে স্থানীয়রা ওইখানে আশ্রয় নিতো। কিন্তু এখন খামার হওয়ায় ¯¬াইকোন সেল্টারটি তে আশ্রয় নেওয়ার পরিস্থিতি নেই। তারা বলছেন, খামারের মালিক স্থানীয় ইউপি সদস্যের ছোট ভাই হওয়াতে অনেকেই ভয়ে কিছু বলেন না। তবে স্থানীয়রা চান ওইখানে দুর্যোগকালীন আশ্রয় নিতে।

খামারের মালিক মাহমুদুর রহমান খোকন জানান, তার বাবার দেওয়া জমিতে এই আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়। ভবনটি সাময়িক পরিত্যক্ত হওয়ার কারণে সেখানে তিনি গরু লালন পালন করেন। তবে দুর্যোগের সময় তিনি এটা খুলে দেন যেন মানুষ আশ্রয় নিতে পারে। সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, দ্রুত এটি সড়িয়ে নিব।

এদিকে বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ শাখার এরিয়া ম্যানেজার সাহাব উদ্দীন জানান, এই বিষয়ে তিনি অনেকবার উপজেলা প্রশাসনকে জানিয়েছেন। তবুও কোনো প্রতিকার পাওয়া যায়নি। ভবনটি নির্মাণের পর থেকে ২০০০ সাল পর্যন্ত তাদের তদারকিতে থাকে। পরে এটি সরকারের দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাঈলকে একাধিকবার মোবাইল ফোনে কল করলেও তিনি তা রিসিভ করেননি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল¬াহ্ জানান, বিষয়টি তিনি অবগত নন। তাই সরেজমিনে দেখবেন। খামারটি সরিয়ে আশ্রয়কেন্দ্রের উপযোগী করার চেষ্টা করা হবে।

নিউজটি প্রতিদিনের সংবাদ থেকে নেওয়া

সন্দ্বীপে ৪ কলেজকে এইচএসসি পরীক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার নির্দেশযুগান্তর পত্রিকার সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্ট...
28/06/2024

সন্দ্বীপে ৪ কলেজকে এইচএসসি পরীক্ষার্থীদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ

যুগান্তর পত্রিকার সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার চারটি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্র বাবদ অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। শিক্ষা বোর্ডের নির্দেশনা উপেক্ষা করে কলেজ অধ্যক্ষরা পরীক্ষার্থীদের কাছ থেকে ৪০০ থেকে ১০০০ টাকা করে আদায় করছেন বলে অভিযোগ পরীক্ষার্থী ও অভিভাবকদের।

চারটি কলেজের একাধিক শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মুস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজে ৯৫০ টাকা, সাউথ সন্দ্বীপ কলেজে ব্যবসায় ও মানবিক বিভাগে ৮০০ টাকা এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ৯০০ টাকা, মগধরা স্কুল অ্যান্ড কলেজে ৪৫০ টাকা ও উত্তর সন্দ্বীপ কলেজে ৪৫০ টাকা করে আদায় করা হচ্ছে পরীক্ষার্থীদের কাছ থেকে।
কলেজ সূত্রে জানা গেছে, এই আদায়কৃত অর্থ নেওয়া হচ্ছে কেন্দ্র ফি বাবদ। অন্যদিকে শিক্ষা বোর্ড জানিয়েছে, প্রত্যেক পরীক্ষার্থীর ফরম পূরণের সময় ওই টাকা পরিশোধ করার নিয়ম।

মুস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামিল ফরহাদ অভিযোগের সত্যতা স্বীকার করে যুগান্তরকে জানান, প্রবেশপত্র ফি নাই, এসব কে বলে আপনাকে? আমরা ৯৫০ টাকা নিচ্ছি এবং বিদায় অনুষ্ঠান বাবদ আরও ১০০ টাকা নিচ্ছি।

মগধরা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. দিদার হোসেনও প্রবেশপত্র বাবদ অর্থ আদায়ের বিষয়ে স্বীকার করে যুগান্তরকে জানান, সন্দ্বীপ থেকে চট্টগ্রামে পরীক্ষার খাতা পাঠানোর খরচ বেশি হওয়ায় বাধ্য হয়ে এ টাকা নিচ্ছি।

সাউথ সন্দ্বীপ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফিরোজ খানকে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।

উত্তর সন্দ্বীপ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশারেফ হোসেনের কাছে অভিযোগের সত্যতা জানতে চাইলে তিনি বলেন, আপনি এসব কী বলেন! কেন্দ্র ফি দিতে হবে না!

সাউথ সন্দ্বীপ কলেজের পরীক্ষার্থী সাবিনা আক্তার (ছদ্মনাম) যুগান্তরকে বলেন, ফরম পূরণের সময় কোচিংয়ের নামে অতিরিক্ত টাকা নিয়েছে। এখন আবার প্রবেশপত্রের জন্য অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে।

মুস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজের পরীক্ষার্থী শাকিল (ছদ্মনাম) যুগান্তরকে বলেন, টাকা না দিলে প্রবেশপত্র দিচ্ছে না, বিদায় অনুষ্ঠানের জন্যও বাধ্য হয়ে ১০০ টাকা দিতে হচ্ছে।

শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত এইচএসসি-২৪ ফরম পূরণ বিজ্ঞপ্তির ১৭ ও ১৮নং ধারায় দেখা যায়, সেখানে বোর্ড ফি সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে- এইচএসসি পরীক্ষার কেন্দ্র ফি (যাদের ব্যবহারিক বিষয় নেই) জনপ্রতি ৪৫০ টাকা ও ব্যবহারিক বিষয় থাকলে ৪৫০ টাকার সঙ্গে প্রতি পত্রের জন্য ২৫ টাকা করে যুক্ত করতে হবে। এই কেন্দ্র ফি থেকেই ট্যাগ অফিসারের সম্মানী ও অন্যান্য ব্যয় নির্বাহের জন্য বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে।

ফরম পূরণের পর প্রবেশপত্র বাবদ অর্থ আদায়ের কোনো দাপ্তরিক নির্দেশনা আছে কিনা?

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম এ প্রশ্নের জবাবে যুগান্তরকে বলেন, কেন্দ্র ফি ফরম পূরণের সময় নেওয়া হয়। প্রবেশপত্র দেওয়ার সময় কলেজ কর্তৃপক্ষ কোনো টাকা নিতে পারবে না।

তিনি বলেন, অভিযুক্ত চার কলেজের বিরুদ্ধে শিগগিরই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, পরীক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করতে তিনি সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গেও কথা বলেছেন।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা যুগান্তরকে জানান, জরুরি তলব করে শিক্ষা বোর্ডের নির্দেশনা মেনে চলার জন্য অভিযুক্ত চারটি কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলেছি।

ছবি: প্রতীকি

পাওয়া গেছেএকটি হারানো বিজ্ঞপ্তিদারুল জান্নাত  ইসলামিয়া মাদ্রাসা নূর নবী মার্কেট থেকে, আমার ভাগিনা মাসুদ রানা হৃদয় কে দুপ...
28/06/2024

পাওয়া গেছে
একটি হারানো বিজ্ঞপ্তি

দারুল জান্নাত ইসলামিয়া মাদ্রাসা নূর নবী মার্কেট থেকে, আমার ভাগিনা মাসুদ রানা হৃদয় কে দুপুর 1:00থেকে পাওয়া যাচ্চে না। ঠিকানা সন্দ্বীপ পৌরসভার ওয়ার্ড নং 6, বাড়ির নাম মামুনের গো নতুন বাড়ি। যদি কোন মহান ব‍‍্যাক্তি দেখে থাকেন।অনুগ্রহ করে আমাদেরকে জানাবেন।
ফোন নম্বর: 01864551990
01823760741

সবাই শেয়ার করে দিন

আশ্রয়কেন্দ্র এখন গরুর খামার
28/06/2024

আশ্রয়কেন্দ্র এখন গরুর খামার

  চট্টগ্রামের সন্দ্বীপে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে বাঁচাতে ফ্রান্সের একটি দাতা সংস্থার অর্থায়নে নির্মাণ .....

আশ্রয়কেন্দ্র এখন গরুর খামারসারিকাইত ৫নম্বর ওয়ার্ডের আশ্রয়কেন্দ্র এখন গরুর খামার।ঐ ওয়ার্ডের ইউপি সদস্যের ছোট ভাই মাহমুদুর...
28/06/2024

আশ্রয়কেন্দ্র এখন গরুর খামার

সারিকাইত ৫নম্বর ওয়ার্ডের আশ্রয়কেন্দ্র এখন গরুর খামার।ঐ ওয়ার্ডের ইউপি সদস্যের ছোট ভাই মাহমুদুর রহমান খোকন গত ২বছর ধরে এই খামার পরিচালনা করে যাচ্ছে। খামার হওয়াতে পরিবেশ নোংরা হওয়া ঘূর্ণিঝড়ের সময় সেখানে কেউ যেতে পারে না।

27/06/2024

১৭ নং মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ- নির্বাচন আগামী ২৭ জুলাই ২০২৪

Sandwip24 এ প্রতিবেদনের পর রাস্তা পাকাকরণে বরাদ্দ ঘোষণাসন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মৌলভী তোফাজ্জল হোস...
24/06/2024

Sandwip24 এ প্রতিবেদনের পর রাস্তা পাকাকরণে বরাদ্দ ঘোষণা

সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মৌলভী তোফাজ্জল হোসেন সড়কের বেহাল অবস্থা নিয়ে গত ২৩শে মে একটি প্রতিবেদন করেন আমাদের চীফ রিপোর্টার আব্দুর রহমান ইমন। সংবাদ প্রচারের আজ চলতি বাজেটে ঐ সড়ক পাকা করণ করতে বরাদ্দ ঘোষণা দেন স্থানীয় সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা এমপি।

চট্টগ্রাম জেলা প্রশাসক গোল্ডকাপ (আন্তঃ স্কুল বালক) ফুটবল টুর্ণামেন্ট-২০২৪তৃতীয় রাউন্ডের ম্যাচ পিকচার.....প্রথম ম্যাচ সকা...
24/06/2024

চট্টগ্রাম জেলা প্রশাসক গোল্ডকাপ
(আন্তঃ স্কুল বালক) ফুটবল টুর্ণামেন্ট-২০২৪
তৃতীয় রাউন্ডের ম্যাচ পিকচার.....
প্রথম ম্যাচ সকাল ১০.৩০ মিনিট
দ্বিতীয় ম্যাচ সকাল ১১.৩০ মিনিট
তৃতীয় ম্যাচ বিকেল ৩.০০ টা
৪র্থ ম্যাচ বিকেল ৪.০০ টা

একটি হারানো বিজ্ঞপ্তি -গতকাল আনুমানিক ৩ টার দিকে সন্দ্বীপ এনাম নাহার মোরে নুপুর মজুমদার নামের একজনের একটি পাস ব্যাগ হারি...
24/06/2024

একটি হারানো বিজ্ঞপ্তি -
গতকাল আনুমানিক ৩ টার দিকে সন্দ্বীপ এনাম নাহার মোরে নুপুর মজুমদার নামের একজনের একটি পাস ব্যাগ হারিয়ে গিয়েছে।
তিনি চট্টগ্রাম থেকে এসে টিকিট কাউন্টারের সামনে থেকে তার ব্যাগ টি পাচ্ছে না।

কেউ যদি পেয়ে থাকেন দয়া করে একটু ইনবক্স করবেন- ব্যাগে টাকা,আইডি কার্ড ও কিছু প্রয়োজনীয় জিনিস ছিল।

কেউ পেলে টাকা না হলেও জিনিস গুলো প্রয়োজনীয়।
ছবিতে দেওয়া কপি কালারের ব্যাগটি
ধন্যবাদ

23/06/2024

সরাসরি>> ২য় অর্ধ
মাইটভাংগা দ্বীমুখী উচ্চ বিদ্যালয় (চৌধুরী বাজার) VS দক্ষিণ পূর্ব সন্দ্বীপ হাই স্কুল (জনতা মার্কেট)

23/06/2024

সরাসরি>>> ২য় অর্ধ

কাজি আফাজ উদ্দিন VS মগধরা স্কুল এন্ড কলেজ

চট্টগ্রাম আন্তঃ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২৪২য় রাউন্ডের খেলার সময়সূচি- আগামীকাল সাউথ সন্দ্বীপ হাই স্কুল মা...
22/06/2024

চট্টগ্রাম আন্তঃ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২৪

২য় রাউন্ডের খেলার সময়সূচি-

আগামীকাল সাউথ সন্দ্বীপ হাই স্কুল মাঠে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে-

১|কাজী আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয় বনাম মগধরা স্কুল এন্ড কলেজ - বিকেল ৩:৩০

২|দক্ষিণ পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয় বনাম মাইটভাঙ্গা দ্বীমুখী উচ্চ বিদ্যালয়- বিকেল ৪:৩০

22/06/2024

সরাসরি>>>>> ২য় অর্ধ
সাউথ সন্দ্বীপ হাই স্কুল VS কাজী আফাজ উদ্দিন হাই স্কুল

পাওয়া গেছে...সন্ধান চাই-নামঃ শাহেদবয়সঃ ২০ বছরপিতাঃ সাহাবুদ্দিনগোলাজিরগো বাড়ি, ইউনিয়ন সারিকাইত, গ্রাম সাতঘরিয়া ওয়ার্ড নং ...
22/06/2024

পাওয়া গেছে...

সন্ধান চাই-
নামঃ শাহেদ
বয়সঃ ২০ বছর
পিতাঃ সাহাবুদ্দিন
গোলাজিরগো বাড়ি, ইউনিয়ন সারিকাইত, গ্রাম সাতঘরিয়া ওয়ার্ড নং ০৯।
পরিবারের বক্তব্য শাহেদ গতকাল বেলা ৩ টার সময় বাড়ি থেকে ঘাটমাঝির হাটের পূর্বে অবস্থিত তার বোনের শশুরবাড়িতে যায় মোটরসাইকেলে করে। সেখান থেকে সে আসরের সময় রওনা দেয়। তারপর থেকে আর শাহেদের খুঁজ পাওয়া যায়নি।

বিঃদ্রঃ কেউ যদি দেখে থাকেন তবে এই নম্বরে +8801755999669 যোগাযোগ করুন। শাহেদের সন্ধান পেতে সবাই একটু সহায্য করুন।

22/06/2024

চলছে চট্টগ্রাম জেলা প্রশাসন আন্তঃ স্কুল গোল্ডকাপ দক্ষিণ জোনের ২য় দিনের১ম ম্যাচ!>>

---১ম অর্ধ----
সন্দ্বীপ কারামতিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা বনাম মাইটভাঙা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়।

এক ঘাট আর তাদের অবহেলায় হাজারো মানুষের দুর্ভোগের গল্প।ছবি তুলেছেন - মাহমুদুল হাসান
21/06/2024

এক ঘাট আর তাদের অবহেলায় হাজারো মানুষের দুর্ভোগের গল্প।

ছবি তুলেছেন - মাহমুদুল হাসান

21/06/2024

চলছে চট্টগ্রাম জেলা প্রশাসন আন্তঃ স্কুল গোল্ডকাপ দক্ষিণ জোনের ১ম ম্যাচ!>>

---২য় অর্ধ----
মগধরা স্কুল এন্ড কলেজ বনাম মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়।

খেলার ফলাফল - মগধরা স্কুল এন্ড কলেজ-২ মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়-০

21/06/2024

মগধরা স্কুল এন্ড কলেজ বনাম মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়।

খেলার ফলাফল - মগধরা স্কুল এন্ড কলেজ-১ মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়-০

21/06/2024

কোপায় মেসির ওপরে কেউ নেই

20/06/2024

সন্দ্বীপে মেসিবাহিনীদের জন্যে উল্লাস, ঝাঁকজমক আর্জেন্টাইন মিলনমেলা

Leo Messi

সন্দ্বীপে জিপিএ-৫ প্রাপ্ত ১১১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনাসাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার উদ্যোগে সন্দ্বীপ থেকে ২০২৪...
20/06/2024

সন্দ্বীপে জিপিএ-৫ প্রাপ্ত ১১১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার উদ্যোগে সন্দ্বীপ থেকে ২০২৪ সালে মাধ্যমিক ও ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক স্তরে জিপিএ-৫ প্রাপ্ত ১১১ জন কৃতি শিক্ষার্থীর অংশগ্রহণে কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (২০ জুন) সকাল ১০ টায় হাজী আবদুল বাতেন সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা খবিরুল ইসলাম।

কর্মশালায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মাইশা মেহেজাবীন আরিশা, আবদুল আহাদ সোহাগ ও মোঃ নিহাদ।

সংবর্ধনায় বক্তব্য রাখেন, সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হালিমা বেগম শান্তা, সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবুল কাসেম শিল্পী, পত্রিকার উপদেষ্টা কারিমুল মাওলা লিটন, উত্তর সন্দ্বীপ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশারেফ হোসাইন, রাজউক উত্তরা মডেল কলেজের সহকারী অধ্যাপক মোঃ আনোয়ারুল কবির, আবদুল খালেক একাডেমি-গাছুয়ার সাবেক প্রধান শিক্ষক মোঃ আবদুস সাত্তার, আজিমপুর হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক বিষ্ণু পদ রায়, মাইটভাঙ্গা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ রফিকুল মাওলা, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, কালাপানিয়া এসডিআই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান ভূঁইয়া রিপন, পত্রিকার উত্তর সন্দ্বীপ প্রতিনিধি ডা. মোজাম্মেল হোসেন, মাস্টার ছায়েদ উল্যাহ, মাস্টার মোশাররফ হোসাইন নূর, মাস্টার রিদুয়ানুল বারী, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ আবুল কাশেম, মাস্টার আবুল বশার, বৃহত্তর মিরপুর সন্দ্বীপ সমাজ-ঢাকার সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির, সাংবাদিক বাদল রায় স্বাধীন, অপু ইব্রাহিম ও ফয়সাল আসির, মাওলানা আবদুল জব্বার প্রমুখ।

কর্মশালায় কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট, অভিনন্দন পত্র, অনু্ষ্ঠানের দাওয়াত পত্র, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা ও একটি শিক্ষামূলক বই প্রদান করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মগধরা স্কুল এন্ড কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক কাজী দেলোয়ার হোসেন ও পত্রিকার সহযোগী সম্পাদক ইলিয়াছ সুমন।

উক্ত কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠানে যাঁরা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

প্রসঙ্গত, শিক্ষার গুণগত মানোন্নয়নে ২০১৩ সাল থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার উদ্যোগে ২০১৪ সাল থেকে মাঠ পর্যায়ে ৭টি কর্মসূচি চলমান রয়েছে। কর্মসূচিগুলো হচ্ছে-
১. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি পরীক্ষা (৫ম শ্রেণি, সূচনা ২০১৪)
২. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ চিত্রাংকন প্রতিযোগীতা (৪র্থ শ্রেণি, সূচনা ২০১৫)
৩. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ হাতের লেখা প্রতিযোগীতা (৩য় শ্রেণি, সূচনা ২০১৬)
৪. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ ক্যারিয়ার গাইড লাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা (মাধ্যমিক স্তর, সূচনা ২০১৮)
৫. কবি আবদুল হাকিম ফাউন্ডেশন স্মৃতি রচনা প্রতিযোগিতা (৩য়-৫ম শ্রেণি, সূচনা ২০১৮)
৬. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা (উচ্চ মাধ্যমিক স্তর, সূচনা ২০২২)
৭. সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক সংবর্ধনা (সূচনা ২০২২)।

Address

Halishar
Sandwip
4300

Alerts

Be the first to know and let us send you an email when Sandwip24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sandwip24:

Videos

Share

Category

Nearby media companies


Other TV Channels in Sandwip

Show All