Sandwip Press Tv

Sandwip Press Tv SANDWIP PRESS TV
সত্যের সন্ধানে, নির্ভীক পথচলা....

28/04/2024

সন্দ্বীপে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

সন্দ্বীপে এম. এ বারী ফাউন্ডেশনের           ইফতার সামগ্রী বিতরণ     প্রতি বছরের মত  এবারও সন্দ্বীপে দুঃস্থ ও অসহায় মানুষে...
14/03/2024

সন্দ্বীপে এম. এ বারী ফাউন্ডেশনের
ইফতার সামগ্রী বিতরণ

প্রতি বছরের মত এবারও সন্দ্বীপে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে এম.এ বারী ফাউন্ডেশন।বৃহস্পতিবার সকালে সন্দ্বীপ পৌরসভার ৭ নং ওয়ার্ডস্থ তাজালীর বাড়ীতে প্রায় ১৫০০ অসহায় মানুষের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সকাল ৯ টায় ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন। এ সময় এম.এ. বারী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক হাজী আছাদুল বারী মানিক মিয়া উপস্থিত ছিলেন।
চিনি,ডাল,বুট,তেল,পিয়াজ,চাল সহ বিভিন্ন আইটেমের দ্রব্যসামগ্রী পেয়ে খুশী ৬৫ বছর বয়সের বৃদ্ধা আজমালা। ফাউন্ডেশন প্রধান হাজী মানিককে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন-- এ জিনিস দিয়ে কমপক্ষে রোজার ১৫ দিন ভালভাবে কাটবে ইনশাল্লাহ । গত কয়েক বছর ধরে রোজায় এ সহায়তা পেয়ে যাচ্ছি,আগামীতে আশা রাখি এটি চলমান থাকবে।

27/02/2024

ভয়েস- শামসুল আজম মুন্না

টেলিফিল্ম- ডুবো চর
পরিচালক- সাইফ রাব্বী ও মিজানুর রহমান টিটু

https://youtu.be/BoD8sp-yVgo?si=Funab8eYfqwYYmTv

26/02/2024
23/02/2024

গাছুয়া ট্যু গুলিয়াখালী
২৩/০২/২০২৪

সন্দ্বীপ  উপজেলায় গ্রাম আদালত সক্রিয়করণে গ্রাম পুলিশদের ভূমিকা শীর্ষক  ওরিয়েন্টেশন সম্পন্ন    সন্দ্বীপে "গ্রাম আদালত সক্...
21/02/2024

সন্দ্বীপ উপজেলায় গ্রাম আদালত সক্রিয়করণে গ্রাম পুলিশদের ভূমিকা শীর্ষক ওরিয়েন্টেশন সম্পন্ন

সন্দ্বীপে "গ্রাম আদালত সক্রিয়করণে গ্রাম পুলিশদের ভূমিকা" শীর্ষক এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি সকাল ১০ ঘটিকায় সন্দ্বীপ উপজেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।সন্দ্বীপ উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশরা এ কর্মশালায় অংশগ্রহণ করেন। ওরিয়েন্টেশনে গ্রাম আদালতের এখতিয়ার, গ্রাম আদালতে পরিচালনার ক্ষেত্রে গ্রাম পুলিশের দায়িত্ব,গ্রাম আদালত সম্পর্কে জনসাধারণকে অবহিত করা,নারী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি সংবেদনশীল হয়ে তাদের সুবিচার বৃদ্ধি করা। গ্রাম আদালতের মামলার ফিস,ছোটখাট বিরোধে জনসাধারণকে গ্রাম আদালতের মাধ্যমে সুবিচার নিশ্চিত করার বিষয় ও প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য বিষয়ক সেশন পরিচালনা করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায় ) প্রকল্প এর আওতায় এ কার্যক্রম সম্পন্ন হয়। স্থানীয় ছোট খাটো দেওয়ানী ও ফোজদারি বিরোধ ইউনিয়ন পরিষদের মাধ্যমে নিস্পত্তির লক্ষ্যে সরকার ২০০৬ সালে গ্রাম আদালত আইন প্রণয়ণ করেন । ২০১৩ সালে এ আইনটি সংশোধন করা হয় এবং ২০১৬ সালে গ্রাম আদালত বিধিমালা প্রণয়ন করা হয়েছে। আইন ও বিধিমালা অনুযায়ী গ্রামীণ ছোট খাট দেওয়ানী ও ফৌজদারী বিরোধ বিবাদ স্থানীয় ভাবে নিস্পত্তির অন্যতম বিচারিক কাঠামো গ্রাম আদালত। গ্রাম আদালতের সেবা প্রার্থীদের বিশেষত নারী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি সংবেদনশীল হয়ে তাদের সুবিচার পাওয়ার ক্ষেত্রে গ্রাম পুলিশদের ভূমিকা রয়েছে। স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশে গ্রাম আদলত সক্রিয় করণ (তৃতীয় পর্যায় ) প্রকল্প বাস্তবায়ন সহযোগি সংস্থা হিসেবে কাজ করছে ইপসা (ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন)। উক্ত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী জনাব মোঃ মহি উদ্দীন উক্ত ওরিয়েন্টেশন কোর্স পরিচালনা করেন।

চৌমুহনী বাজারে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস....
12/02/2024

চৌমুহনী বাজারে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস....

11/02/2024

সন্দ্বীপ হারামিয়া আন্তঃ ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা.....

10/02/2024
নির্বাচন পরবর্তী বিচ্ছিন্ন ঘটনা এড়াতে সন্দ্বীপে ডিবি পুলিশের অভিযান। আটক দুইজন....
13/01/2024

নির্বাচন পরবর্তী বিচ্ছিন্ন ঘটনা এড়াতে সন্দ্বীপে ডিবি পুলিশের অভিযান। আটক দুইজন....

31/12/2023

বিশেষ বিজ্ঞপ্তি-

আগামী ৩জানুয়ারী ২০২৪ বুধবার বিকেল ৩টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্ব সন্দ্বীপ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন। তিনি নৌকার জন্যে ভোট চাইবেন।

মাননীয় প্রধানমন্ত্রী পুরো চট্টগ্রাম জেলায় শুধু সন্দ্বীপ থেকে যুক্ত হবেন।

সূত্র- নৌকা মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মিতা এবং সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ।

30/12/2023

হারামিয়া ইউনিয়নে নৌকার গণসংযোগ থেকে সরাসরি

29/12/2023
28/12/2023

সন্দ্বীপে নৌকার দু'কর্মীর উপর সশস্ত্র হামলা

প্রতিনিধি
হারামিয়া ইউনিয়নের কাছিয়াপাড় (১ নং ওয়ার্ড) গ্রামে নৌকা মার্কার দু'কর্মীর ওপর সশস্ত্র হামলার খবর পাওয়া গেছে। হামলায় রক্তাক্ত শাহাবুদ্দিন (৫৫) ও শামীম (৩৭) কে চিকিৎসার জন্য গাছুয়া হাসপাতালে নেয়া হচ্ছে। জানা গেছে, সশস্ত্র সন্ত্রাসীরা দু'জনকে এলোপাতাড়ি আঘাত করেছে। তাতে শাহাবুদ্দিনের পায়ে রামদা এর কোপ এবং শামীমের গায়ে বন্দুকের বাটের আঘাত লেগেছে। বৃহস্পতিবার রাত ১১ টায় কাছিয়াপাড় জয়নাল আবেদীনের নতুন বাড়ীর সামনে এ ঘটনা ঘটে।
নৌকা মার্কার এ দু'কর্মী স্থানীয় আজাদ মার্কেটে একজন ডেকোরেশন ব্যবসায়ী এবং অপরজন চা'এর দোকানদার। বাজার থেকে মোটর সাইকেল যোগে বাড়ী ফিরছিলেন। হারামিয়া ১নং ওয়ার্ড আওয়ামিলীগের সহ সাধারন সম্পাদক ও নৌকা মার্কার কেন্দ্র কমিটির যুগ্ম আহ্বায়ক শামীম জানান, আমার মামা শাহাবুদ্দিন সহ আমি মোটর সাইকেল চালিয়ে বাড়ীর দিকে যাচ্ছিলাম। নিজ (জয়নাল আবেদীনের) বাড়ীর কাছে পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা মুখোশধারী কয়েকজন সশস্ত্রধারী তাদের ওপর হামলা চালিয়েছে।
সন্দ্বীপ থানার অফিসার ইন চার্জ কবির হোসেন জানান, আমি এইমাত্র ঘটনার কথা শুনেছি,পুলিশ পাঠাচ্ছি।

উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মিশন এ প্রতিবেদককে জানান, এটি আমার গ্রামের ঘটনা, গত ২/৪ দিন ধরে আমাদের প্রতিপক্ষ ঈগল মার্কার কর্মীদের সাথে উত্তেজনা চলছে, হয়তো তারা এ ঘটনা ঘটাতে পারে।

27/12/2023

সকল নৌকা প্রার্থীর জন্যে ভোট চাইলেন মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা....

26/12/2023

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন★

মাহফুজুর রহমান মিতার(নৌকা) সমর্থনে হারামিয়া ইউনিয়নের মালেক মুন্সীর বাজারে ব্যবসায়ীদের সভা

সৌজন্যে- মাহফুজুর রহমান মিতা (মিডিয়া সেল)

26/12/2023
25/12/2023

নৌকা প্রার্থী মাহফুজুর রহমান মিতার কালাপানিয়া ইউনিয়নে প্রচারণায়

ভিডিও* সাইফ রাব্বী

24/12/2023

★মাহফুজুর রহমান মিতা অনলাইন উপ-কমিটি, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ★

#অনলাইন_প্রচার_উপকমিটি

24/12/2023

★মাহফুজুর রহমান মিতা অনলাইন উপ-কমিটি, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ★


#অনলাইন_প্রচার_উপ-কমিটি
#নৌকা
#নৌকা_সন্দ্বীপ

"পশ্চিমা প্রভুরা বিএনপিকে  বসায় দিলে তারা ক্ষমতায় আসবে। তারা জনগণের দুয়ারে ভোট চাইতে যায় না। তাদের জনগণের ভোট লাগবে ...
23/08/2023

"পশ্চিমা প্রভুরা বিএনপিকে বসায় দিলে তারা ক্ষমতায় আসবে। তারা জনগণের দুয়ারে ভোট চাইতে যায় না। তাদের জনগণের ভোট লাগবে না। লন্ডন থেকে ঘোষণা আসে ১টি লাশ পড়লে ১০টি পড়বে। কিন্তু তিনি দেশে আসেন না। আসবেন বা কিভাবে! দেশ ছাড়ার আগে মুচলেকা দিয়েছেন রাজনীতি না করার। সন্দ্বীপে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা এসব বলেন। তিনি বলেন, বিএনপি খাম্বায় বিশ্বাসী বিদ্যুতের আলোয় না। সন্দ্বীপে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন, জেটি নির্মাণ করেছেন, ব্লক বেড়িবাঁধ নির্মাণ করেছেন, রাস্তাঘাট পাকা করেছেন। আর সন্দ্বীপ বিএনপির বেলায়েত কন্ট্রাক্টর দেলোয়ার খাঁ সড়কের টাকা মেরে দিয়েছেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে উন্নয়নের রোড মডেল। তিনি এখন বিশ্বের সফল রাষ্ট্র নায়ক। মাননীয় প্রধানমন্ত্রীকে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন- আমি আপনার থেকে শিখছি কিভাবে দেশের পরিবর্তন করতে হয়। কিভাবে দ্রুত দেশের উন্নয়ন সাধিত করতে হয়।"

19/07/2023

হারামিয়া ৭ ও ৮ নং ওয়ার্ড কেন্দ্র প্রিজাইডিং এর অভিযোগ সাংবাদিকদের বিরুদ্ধে। পুলিশের সাথে ধস্তাধস্তির অভিযোগ করেছেন তিনি।

03/07/2023

সন্দ্বীপ হেলিকপ্টার সার্ভিস চালুকে সামনে রেখে মতবিনিময় সভা

23/05/2023

আসন্ন সন্দ্বীপ উপজেলা পরিষদ উপ-নির্বাচন উপলক্ষে জাসদ এর সংবাদ সম্মেলন।

23/05/2023

আসন্ন সন্দ্বীপ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে নৌকার প্রার্থী মাঈন উদ্দিন মিশন এর সংবাদ সম্মেলন।

13/05/2023

সন্দ্বীপ আবহাওয়া অফিস থেকে ঘূর্ণিঝড় 'মোখা' নিয়ে সর্বশেষ বুলেটিন......

ঠিক রাত ৮টায় ডুবোচর টেলিফিল্ম সম্পূর্ণ প্রিমিয়ার হবে এই লিংকে।
04/05/2023

ঠিক রাত ৮টায় ডুবোচর টেলিফিল্ম সম্পূর্ণ প্রিমিয়ার হবে এই লিংকে।

Telefilm- Dubochor(ডুবোচর)Story- Ismail Hossain MoniStory Editor- Sajid MohonCinematography- Tanvir DipuEdit & Color- Abdullah Al NahidMusic Composer & Singe...

সবাই আমন্ত্রিত ৩মে বুধবার(আগামীকাল) বিকেল ৪টাকবি আব্দুল হাকিম অডিটোরিয়াম, সন্দ্বীপ
02/05/2023

সবাই আমন্ত্রিত

৩মে বুধবার(আগামীকাল) বিকেল ৪টা
কবি আব্দুল হাকিম অডিটোরিয়াম, সন্দ্বীপ

12/05/2022

দ্রুত নৌযান না থাকায় রোগী পারাপারের সৃষ্ট সমস্যা সমাধানের পথ কি হতে পারে? আপনি কি মনে করছেন?

★অনতিবিলম্বে সী অ্যাম্বুলেন্স চালু করা হউক-১

★পুনরায় স্পীড বোট চালু করা হউক-২

★দুই পাশে দুইটি স্পীড বোট চালু করা হউক-৩

★অনুমোদিত দ্রুত যান চালু করা হউক-৪

Address

Chittagong
Sandwip
4300

Alerts

Be the first to know and let us send you an email when Sandwip Press Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sandwip Press Tv:

Videos

Share

Category


Other TV Channels in Sandwip

Show All

You may also like