30/10/2025
সন্দ্বীপ পৌরসভায় পৌর প্রশাসক ও প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা কমিটির সদস্য বৃন্দের তত্ত্বাবধানে, জাটকা আহরণে বিরত জেলেদের মাঝে চাউল বিতরণ হয়েছে।
--------------------------------------------------------------------------------
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে পৌরসভা প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন সন্দ্বীপ পৌরসভার প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা।
এতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা মেনে জাটকা আহরণে বিরত থাকা জেলেদের উৎসাহ দিতে চাউল বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে সন্দ্বীপ পৌরসভা প্রশাসন।
পৌরসভা সূত্রে জানা যায়, এ বছর পৌরসভার ২৫০ জন কার্ডধারী জেলেকে সরকারিভাবে জনপ্রতি ২৫ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। ‘জাটকা সংরক্ষণ ও ইলিশ সম্পদ উন্নয়ন কর্মসূচি’র আওতায় এ সহায়তা প্রদান করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা বলেন,“জাটকা রক্ষা মানে দেশের সম্পদ রক্ষা। সরকার জেলেদের বিকল্প সহায়তা দিচ্ছে যাতে তারা নির্ধারিত সময় পর্যন্ত জাটকা আহরণ থেকে বিরত থাকতে পারেন।”
জেলেদের পক্ষে সুমন জলদাস জানান
"এ ধরনের সহায়তা তাদের জীবনে বড় সহায় হয়ে দাঁড়ায়। মৌসুমে মাছ ধরতে না পারায় তাদের পরিবার অর্থনৈতিক সংকটে পড়ে, তবে সরকারের দেওয়া এই চাউল পেয়ে তারা স্বস্তি অনুভব করছেন।
তারিখ -৩০/১০/২০২৫ইং