![[😭 একটি মানবিক আবেদন😭/২০২৪ইং, সন্দ্বীপ পৌরসভা ]সন্দ্বীপ পৌরসভা ০৪ নং ওয়ার্ডের বাসিন্দা গরীব এবং অসহায় মহিলা - মোছাঃ বিল...](https://img4.medioq.com/487/962/841306394879626.jpg)
10/10/2024
[😭 একটি মানবিক আবেদন😭/২০২৪ইং, সন্দ্বীপ পৌরসভা ]
সন্দ্বীপ পৌরসভা ০৪ নং ওয়ার্ডের বাসিন্দা গরীব এবং অসহায় মহিলা - মোছাঃ বিলকিছ, স্বামী: মোঃ আবুল বশার, প্রযত্নে :- আবুল বশারের বাড়ী, ডাকঘর : সন্দ্বীপ, উপজেলা : সন্দ্বীপ, চট্টগ্রাম দীর্ঘদিন যাবত " জরায়ু টিউমার " নিয়ে অসুস্থ তার টিউমারটি ডাক্তারের পরামর্শ মোতাবেক অপারেশন করা প্রয়োজন অন্যথায়, ক্যান্সার আক্রান্ত হয়েছে মারা যেতে পারে ।
তার চিকিৎসার ও আনুষঙ্গিক খরচের জন্য ২৫০ লক্ষ পঞ্চাশ হাজার টাকার প্রয়োজন। তার পরিবারের পক্ষে এত খরচ বহন করা সম্ভব না। তাই দেশ ও প্রবাসীদের সবার কাছে বিনীত অনুরোধ আমরা সবাই যে যতটুকু পারি সাহায্য হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে আসি। এমনও হতে পারে আপনার ১, ২, ৫, ১০ টাকা সাহায্যের কারণে বেঁচে যেতে পারে একটি প্রাণ। বিকাশ - 01881-746480