06/12/2024
আসসালামু আলাইকুম ভিক্ষুকের মতো ভিক্ষা চাচ্ছি প্রান বাঁচাতে এগিয়ে আসুন 😭😭🙏🙏দুই হাত জোর করে আঁচল পেতে ভিক্ষা চাচ্ছি আপনাদের সামান্য কিছু দান প্রান বাঁচাতে পারে এগিয়ে আসেন বিকাশ ও নগদ পার্সোনাল///////01866678614 /******
সুমাইয়া ওর #লিভার ড্যামেজ,হার্টে ফুটো 😭 লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তার বলেছে তাড়াতাড়ি অপারেশন না করলে বাঁচানো যাবে না এইটুকু বয়সে কত কষ্ট সহ্য করছে
ডাক্তার বলেছে অপারেশন করতে ১০ লাখ +টাকা লাগবে সব খরচ সহ আমাদের এত সামর্থ্য নেই ভাইয়া আপুরা আমরা ভিক্ষুক বাবা মা সন্তানের প্রান বাঁচাতে ভিক্ষা চাচ্ছি আপনাদের কাছে😭 দয়া করে ফিরিয়ে দেবেননা। আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন সবাই।।
মা হয়ে সন্তানের প্রান বাঁচাতে আকুল আবেদন আপনাদের কাছে যে যা পারেন আপনাদের সামথ্য অনুযায়ী /৫০/১০০/২০০/৫০০/ 1000/5000/দিয়ে সাহায্য করুন আপনার এই দানে একটা প্রান পৃথিবীতে বেঁচে থাকতে পারবে এই আলো বাতাস নিঃশ্বাস নিতে পারবে।
কত টাকা তো কত জায়গায় ঘুরতে গিয়ে নষ্ট করেন আজ আমার মেয়ের প্রান বাঁচাতে না হয় কিছু টাকা দান করলেন
মায়ের নাম তাসলিমা বেগম
ঠিকানা-সদরদী ভাংগা ফরিদুর।
জরুরী চিকিৎসা করানোর জন্য যেতে হবে আমাদের😭
সাহায্য পাঠাবার ঠিকানা // বিকাশ ও নগদ পার্সোনাল//-01866678614
. দয়া করে কেউ এড়িয়ে যাবেননা সবার বিকাশ এই কম বেশি টাকা থাকে।প্লিজ একটা বার নিজের সন্তানের কথা ভেবে দান করেন। Mohammed Rajib