OMEDiA Pirgachha

OMEDiA Pirgachha পীরগাছার সর্বশেষ সংবাদ ও তথ্য পেতে...
(7)

পীরগাছার সর্বশেষ সংবাদ ও তথ্য পেতে আমাদের সাথেই থাকুন। আপনাদের লাইক, কমেন্ট আমাদের কাছে অনেক দামী। আপনাদের লাইক কমেন্ট এর উপর নির্ভর করে আমরা সামনে এগিয়ে যেতে চাই।

29/02/2024

অনেক কিছুতে
সিদ্ধান্ত নেয়া, এখনও
বাকি রয়ে গেছে!

15/12/2023
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টিপু মুনশি।দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে জননেত...
01/12/2023

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টিপু মুনশি।

দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী ৭ই জানুয়ারি নৌকায় ভোট দিন। বিজয়ী করুন মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু🇧🇩❤️

#শেখ_হাসিনাতেই_আস্থা #আওয়ামীলীগ #নির্বাচন #টিপু_মুনশি

অভিনন্দনS M Monjur Morshedনব নির্বাচিত সভাপতি শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পীরগাছা উপজেলা শাখা।
05/11/2023

অভিনন্দন
S M Monjur Morshed
নব নির্বাচিত সভাপতি
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ
পীরগাছা উপজেলা শাখা।

নুপুরের দাম হাজার টাকা, কিন্তু তার স্থান পায়েই হয়, টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে। যে নুনের মতো তিতকুটে জ্ঞান ...
18/07/2023

নুপুরের দাম হাজার টাকা, কিন্তু তার স্থান পায়েই হয়, টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে। যে নুনের মতো তিতকুটে জ্ঞান দেয়, সে আসল বন্ধু। ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি, আর মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে, পিঁপড়ারাও ছাড়েনি।

মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথের প্রতি সবারই আগ্রহ বেশী। এজন্যই তো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায় যেতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি, "জল মেশাননি তো?" আর মদে নিজেরাই জল মিশিয়ে খাই। মানুষকে জানোয়ার বললে ক্ষেপে যায়, কিন্তু সিংহ বললে খুশি হয়।।

"মানুষ বড়ই আজব প্রাণী।".....

সংগৃহীত পোস্ট।

#শিক্ষা_ও_তথ্য_কেন্দ্র।

মেধাবী শিক্ষার্থী হয়েও রিক্সাচালকের মেয়ে বলে ট্যাব পেল না রংপুরের পীরগাছায় মেধাবী ও ক্লাস রোল ১ হওয়া সত্ত্বেও সুমনা আক্ত...
12/07/2023

মেধাবী শিক্ষার্থী হয়েও রিক্সাচালকের মেয়ে বলে ট্যাব পেল না

রংপুরের পীরগাছায় মেধাবী ও ক্লাস রোল ১ হওয়া সত্ত্বেও সুমনা আক্তার পেলেন না প্রধানমন্ত্রীর দেয়া ট্যাব। তাকে ট্যাব না দিয়ে প্রধান শিক্ষক মাহবুবার রহমান স্বজনপ্রীতি ও অনিয়মতান্ত্রিকভাবে ৬টি ট্যাব বিতরণ করেন। ঘটনাটি উপজেলার কান্দি ইউনিয়নের তেয়ানি মনিরাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ঘটে। এ ব্যাপারে ট্যাব বঞ্চিত সুমনার বাবা দিনমজুর শুকুর আলী বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।



অভিযোগে জানা যায়, উপজেলা পরিসংখ্যা ব্যুরো অধিদপ্তরের আওতায় জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের বিতরণের কার্যক্রম শুরু হয়। এর প্রেক্ষিতে তেয়ানি মনিরাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবার রহমানের কাছে ৬জন মেধাবী শিক্ষার্থীদের তালিকা চাওয়া হয় উপজেলা মাধ্যমিক অফিস থেকে। সেই তালিকায় ওই স্কুলের ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী সুমনা আক্তারের নাম পাঠায়নি প্রধান শিক্ষক। সুমনার নাম না পাঠিয়ে প্রধান শিক্ষক তার মেয়ে মিথিলা আক্তারের নাম যিনি একই উপজেলার চৌধুরাণী তছিরন নেছা প্রিপারেটরী স্কুলে নিয়মিত ক্লাস করছেন। তেয়ানি মনিরাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের হাজিরা খাতায় মিথিলার নাম থাকলেও উপস্থিত নেই প্রায় ৭মাস থেকে।



প্রধান শিক্ষক শুধু তার মেয়েকে নয় ওই স্কুলের সহকারি শিক্ষক নাজমুল ইসলামের ছেলে সানি মিয়া যিনি রংপুরে একটি বিদ্যালয়ে অধ্যয়নরত। এমনকি ওই বিদ্যালয়ের দপ্তরী সিরাজুল ইসলামের মেয়ে সুমাইয়া আক্তার ও তার নাতনী ও প্রধান শিক্ষকের ভাতিজির ছেলেকে স্বজনপ্রীতি ও অনিয়মতান্ত্রিকভাবে ট্যাবগুলো বিতরণ করেছেন। এ নিয়ে ওই স্কুলের ট্যাব বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন।



ওই বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আশামনি ও সুমনা আক্তারসহ অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা মেধাবী হয়েও ট্যাব পাইনি অথচ প্রধান শিক্ষকের মেয়ে এই স্কুলের ছাত্রী না হয়েও সে ট্যাব পেয়েছে। সুমনা আক্তার আরও বলেন, আমি বিজ্ঞান বিভাগের ১ রোল হয়েও আমি ট্যাব পেলাম না অথচ সহকারি শিক্ষক নাজমুল ইসলামের ছেলে সানি মিয়ার ২ রোল হয়েও সে কিভাবে ট্যাব পেল?



সুমনা আক্তারের বাবা রিকশাচালক শুকুর আলী জানান, আমি সামান্য রিকশাচালক। অনেক কষ্টে করে আমার মেয়ের লেখাপড়া চালিয়ে যাচ্ছি। প্রধান শিক্ষকের স্বজনপ্রীতির কারণে আমার মেয়ে ১ রোল হয়েও সে ট্যাব পেল না।
আমাদের প্রতিনিধি প্রধান শিক্ষকের মেয়ে মিথিলা আক্তার চৌধুরাণী তছিরন নেছা প্রিপারেটরী স্কুলে পড়ে কিনা-তা যাচাই করতে সরেজমিনে গিয়েছিল ওই স্কুলে। স্কুলের পরিচালক মুইদুর রহমান পিনু সত্যতা স্বীকার করেন।



তেয়ানি মনিরাম দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবার রহমান বলেন, আমরা প্রায় প্রতিষ্ঠান থেকে ২/১জন শিক্ষার্থীদের কোচিং করাই। তাতে আমাদের শিক্ষার্থীদের পরীক্ষা ভালো হয়। তার মেয়ের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমার মেয়ে মিথিলা কোচিং করতেছে। সে ২০২৪ সালের পরীক্ষার্থী। ট্যাব বিতরণে কোন অনিয়ম হয়নি বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন মুঠোফোনে জানান, নিয়মানুয়ায়ী ১-৩ রোল মেধাবী শিক্ষার্থী ট্যাব পাবে। এর বত্যয় ঘটলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

07/07/2023

Windows 10 এর Update কিভাবে Off করবেন?

04/07/2023
পীরগাছা উপজেলার সর্বস্তরের জনগনকে ঈদের শুভেচ্ছা জানিছেন পীরগাছা উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল...
28/06/2023

পীরগাছা উপজেলার সর্বস্তরের জনগনকে ঈদের শুভেচ্ছা জানিছেন পীরগাছা উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন।

24/06/2023

আমরা কম্পিউটারে কিভাবে স্কিনশট নিতে পারি?

📷 #কিভাবে #স্কিনশট

20/06/2023

👉page Details | Bangla Tutorial | page 2023

#পীরগাছাআইটি

20/06/2023

👉How To Create Gmail Account 2023-Pirgachha IT

19/06/2023

How To Create Private Window In Chrome Browser-Pirgachha IT

 #পীরগাছায় মাদক সেবনের অপরাধে ৩ জনের সাজামাদক সেবনের দায়ে রংপুরের পীরগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩জনকে বিভিন্ন মেয়াদ...
06/06/2023

#পীরগাছায় মাদক সেবনের অপরাধে ৩ জনের সাজা

মাদক সেবনের দায়ে রংপুরের পীরগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৫জুন) বিকেলে পীরগাছা রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ রায় দেন উপজেলা নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট নাজমুল হক সুমন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী। পরে তাদেরকে গ্রেফতার দেখিয়ে রংপুর কারাাগরে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ওই উপজেলার পশ্চিম ব্রাহ্মণীকুন্ডা গ্রামের মেহেদী হাসান মুরাদ (২৫) ও মজিবর রহমানের ছেলে মোহাম্মদ আলী (৩০)। তাদের উভয়কে দোষী সাব্যস্ত করে ৩০দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০টাকা জরিমানা করা হয়েছে, এবং বড় পানসিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে আনারুল ইসলাম (৩২)। তাকে ৬০দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫০০টাকা জরিমানা করা হয়।

এসময় রংপুর অঞ্চলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পরিদর্শক আসলাম আলী মন্ডল সহ অনেকে উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণীকুন্ডা থেকে পাকারমাথা রোড (মাছুয়া পাড়া মসজিদ পাড়) এ অল্প বৃষ্টিতেই পানি জমে বন্যার সৃষ্টি,,, দূর্ভোগে পথচারী নে...
19/05/2023

ব্রাহ্মণীকুন্ডা থেকে পাকারমাথা রোড (মাছুয়া পাড়া মসজিদ পাড়) এ অল্প বৃষ্টিতেই পানি জমে বন্যার সৃষ্টি,,, দূর্ভোগে পথচারী নেই পানি নিষ্কাশনের ব্যবস্থা।

18/05/2023

জাতীয় বিশ্ববিদ্যালয় এর মেধা তালিকার রেজাল্ট
এসএমএসে দেখতে sms অপশনে গিয়ে টাইপ। করুন NU এরপর একটি স্পেস দিয়ে টাইপ করুন ATHN আর একটি স্পেস দিয়ে ভর্তির Roll no টাইপ করে 16222 নম্বরে send করতে হবে।
উদাহরণঃ
(NU ATHN Roll no টাইপ করে 16222 নম্বরে send করতে হবে)

পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যুপটুয়াখালীর কলাপাড়া এলাকায় একটি পুকুরে পড়ে একই পরিবারের তিন ভাইবোনের মৃত...
12/05/2023

পুকুরের পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়া এলাকায় একটি পুকুরে পড়ে একই পরিবারের তিন ভাইবোনের মৃত্যু হয়েছে। তারা হলেন -শারমিন (৬), রুমান (৮) ও মরিয়ম (৮)।

আজ শুক্রবার (১২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের জিয়া কলোনি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত শারমিন ও রুমান ওই এলাকার সোহেল ফকিরের সন্তান। আর মরিময় সোহেলের ছোট ভাই রুবেলের মেয়ে।

জানা যায়, দুপুরে ওই তিন শিশু পরিবারের অগোচরে তাদের বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর পাড়ে খেলতে গিয়ে ডুবে মারা যায়। প্রথমে স্থানীয়রা ওই পুকুরে শারমিনের ভাসমান লাশ দেখতে পায়। পরে অপর দুই শিশুকে অনেক খোঁজাখুঁজির পর ওই পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।

পীরগাছায় এক ইউপি সদস্যের দুটি ঘর পুড়ে ছাইরংপুরের পীরগাছা সদর ইউনিয়ন পরিষদের এক মহিলা সদস্যের দুটি ঘরে বৈদ্যুতিক আগুন লেগ...
12/05/2023

পীরগাছায় এক ইউপি সদস্যের দুটি ঘর পুড়ে ছাই

রংপুরের পীরগাছা সদর ইউনিয়ন পরিষদের এক মহিলা সদস্যের দুটি ঘরে বৈদ্যুতিক আগুন লেগে প্রায় ৫লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি বৃহস্পতিবার (১১ মে) সকাল ১১টায় ওই ইউনিয়নের বড় পানসিয়া গ্রামের ৭,৮ ও ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আয়েশা বেগমের বাড়িতে ঘটে।

আয়েশা বেগম জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তিনি স্থানীয় হাসপাতালে ঔষধ নিতে গিয়েছিলেন। কেউ একজন তাকে ফোন করে বলছে তারদুটি ঘরে আগুন ধরেছে। তিনি এসে দেখেন সব পুড়ে ছাই হয়ে গেছে। কি করে আগুন লাগল এ বিষয়ে তিনি কিছু বলতে পারে নাই।

কি পরিমাণ ক্ষতি হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি আরও জানান, দুটি টিনশেড ঘরে আমার অনেক মালামাল ছিল। টিভি, ফ্রিজ, খাট, আলনা, চাল, কাপড়চোপড় সহ নগদ ৫০হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায়। এতে আমার আনুমানিক ৫লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমার থাকার জায়গাটুকু আগুনে পুড়ে গেছে। আমার পরনের কাপড় ছাড়া আর কোন কাপড় নেই।

এ ব্যাপারে উপজেলা ফায়ার স্টেশন লিডার আব্দুল বাতেন বলেন, বৈদ্যুতিক আগুন লেগে তার দুটি ঘর পুড়ে যায়। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হই।

পীরগাছায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শিক্ষার্থীর মৃত্যুরংপুরের পীরগাছায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে...
09/05/2023

পীরগাছায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শিক্ষার্থীর মৃত্যু

রংপুরের পীরগাছায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জাহিদুল ইসলাম (২৫) নামে মাস্টার্স পড়ুয়া এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে।

তিনি উপজেলার ইটাকুমারী ইউনিয়নের কালীগঞ্জ (হাড়িয়াপাড়া) গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ইটাকুমারী ইউনিয়ন চেয়ারম্যান আবুল বাশার।

জানা যায়, জাহিদুল ইসলাম সোমবার (৮ মে) বিকেল সাড়ে চারটায় তার বাড়ির পাশেই গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার সহ আত্মীয়স্বজন ও বন্ধু মহলে।

`সোনার বাংলা গড়তে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন করা হচ্ছে`প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন,...
09/05/2023

`সোনার বাংলা গড়তে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন করা হচ্ছে`

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, যুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছেন সোনার বাংলা গড়ার। সেই সোনার বাংলা গড়তে হলে প্রথমে দেশের সন্তানদের সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সোনার মানুষ গড়ে তোলার জন্য প্রাথমিক শিক্ষাই একমাত্র শিক্ষা। সোনার বাংলা গড়তে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন করা হচ্ছে।

সোমবার (৮ মে) দুপুরে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমিতে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা অংশীজনের সমন্বয়ে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। তিনি যদি ডিজিটাল বাংলাদেশ না করতেন তাহলে আমরা করোনাকালীন অনলাইনে শিক্ষা দিতে পারতাম না।

এসময় সন্তানদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে মায়েদের উদ্দেশে তিনি বলেন, মায়েদের সহযোগিতা ছাড়া আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে পারবো না। কারণ আজকের যে শিশুটা আপনার কাছে, সেই শিশুটাই ২০৪১ সালে এদেশের ডিসি হবে, এসপি হবে। তারাই নেতা হবে, দেশ পরিচালনা করবে। তারাই বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন পূরণ করবে।

এসময় উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মোজাহিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহীদ মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার প্রমুখ।

পীরগাছায় ৪ গ্রাম হেরোইন ও ৩০ পিস ইয়াবাসহ আমজাদ হোসেন নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এসআই মালেকের নেতৃত্বে কৈকু...
05/05/2023

পীরগাছায় ৪ গ্রাম হেরোইন ও ৩০ পিস ইয়াবাসহ আমজাদ হোসেন নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। এসআই মালেকের নেতৃত্বে কৈকুড়ি ইউপির জামিরজান এলাকা থেকে তাকে আটক করা হয়।

পীরগাছায় নেশাগ্রস্ত অবস্থায় ছাদ থেকে পরে যুবকের মৃত্যুরংপুরের পীরগাছায় ড্যান্ডি খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় ছাদ থেকে পড়ে মি...
02/05/2023

পীরগাছায় নেশাগ্রস্ত অবস্থায় ছাদ থেকে পরে যুবকের মৃত্যু

রংপুরের পীরগাছায় ড্যান্ডি খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় ছাদ থেকে পড়ে মিঠু মিয়া (১৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ মে) ভোরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে তার মৃত্যু হয়
এর আগে সোমবার (১ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জমানবীশ বালিকা দাখিল মাদরাসায় এ ঘটনা ঘটে।
নিহত মিঠু মিয়া উপজেলার অনন্তরাম সরকারটারী গ্রামের ভ্যানচালক শহিদুল ইসলামের ছেলে


পুলিশ ও এলাকাবাসী জানায়, দুই বন্ধুসহ ওই মাদরাসার ছাদে ড্যান্ডি দিয়ে নেশা করে মিঠু মিয়া। এ সময় অতিরিক্ত নেশাগ্রস্ত হয়ে মিঠু মিয়া ছাদ থেকে নিচে পড়ে যান।

এ ঘটনায় তার সঙ্গে থাকা দুই বন্ধু পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান।

নিহতের বাবা শহিদুল ইসলাম জানান, মিঠু মিয়া ঢাকায় একটি প্রেসে শ্রমিক হিসেবে কাজ করতেন। ঈদের ছুটিতে বাড়িতে এসে আর ফিরে যাননি।
খোঁজ নিয়ে জানা গেছে, পলিথিন ব্যাগে আঠাল পদার্থ নিয়ে কিছুক্ষণ ঝাঁকানো হয়। তারপর পলিথিন থেকে নাক বা মুখ দিয়ে বাতাস টেনে নেয়। এই নেশা 'ড্যান্ডি' নামে পরিচিত। এসব মূলত ছোটখাটো ইলেকট্রনিক যন্ত্রপাতি, ডিভাইস, চামড়া ও প্লাস্টিকের পণ্য জোড়া লাগানোর কাজে ব্যবহৃত হয়। মূলত ‘ড্যান্ডি’ আঠা ঘ্রাণযুক্ত এবং ঘ্রাণ থেকেই এক ধরনের আসক্তি হয়।

পীরগাছায় আশঙ্কাজনকহারে ছড়িয়ে পড়েছে ড্যান্ডি নেশা। কম টাকায় হাতের কাছে সহজেই পাওয়া যাওয়ায় বাড়ছে সেবনকারীর সংখ্যা।

এসব আঠা সাধারণত হার্ডওয়ারের দোকানে বিক্রি হয়। দাম বেশি হওয়ায় আসক্ত শিশু ও কিশোরা কৌটা কিংবা টিউব কেনে না। প্রয়োজন অনুযায়ী ইলেক্ট্রনিক রিপেয়ারের দোকান বা জুতা মেরামতকারীদের (মুচি) কাছ থেকে ৩০-৪০ টাকার বিনিময়ে অল্প করে সংগ্রহ করে থাকে।

এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, ছেলেটি সলিউশন দিয়ে নেশা করতো বলে আমরা জেনেছি।

সচেতনতা মুলোক পোস্ট:রাস্তায় এভাবে খড় শুকাতে দিয়েন না। মনে রাখবেন, রাস্তা দিয়ে অনেক গাড়ি চলাচল করে। আপনার শুকাতে দেয়া খড় ...
01/05/2023

সচেতনতা মুলোক পোস্ট:

রাস্তায় এভাবে খড় শুকাতে দিয়েন না। মনে রাখবেন, রাস্তা দিয়ে অনেক গাড়ি চলাচল করে। আপনার শুকাতে দেয়া খড় এর কারনে যদি কেউ স্লিপ খেয়ে পরে যায় তবে অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। ক্ষতিটা হবে কারো বাবার, কারো ভাইয়ের, কারো স্বামীর, কারো ছেলের। যারা ছিল হয়তো পরিবারের একমাত্র অর্থ উপার্জনকারী।

যদি এমনটা আপনার পরিবারের হয় তবে কেমন হবে একবার ভাবুন। দয়াকরে সচেতন হউন। আল্লাহ আপনাদের হেদায়েত দান করুন। আমিন।

অগ্রিম ধন্যবাদ।

পীরগাছায় দুই ভুয়া পরীক্ষার্থীর ভ্রাম্যমাণ আদালতে সাজারংপুরের পীরগাছায় দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করা দুই ভুয়া পরীক্ষার্থীকে...
30/04/2023

পীরগাছায় দুই ভুয়া পরীক্ষার্থীর ভ্রাম্যমাণ আদালতে সাজা

রংপুরের পীরগাছায় দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করা দুই ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একজনকে ছয় মাস ও অপরজনকে তিন মাসের কারাদণ্ড প্রদাণ করা হয়।

রবিবার(৩০ এপ্রিল) সকালে পরীক্ষা চলাকালীন পীরগাছা হাজী ছফর উদ্দিন মাদ্রাসা কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।
ভুয়া পরীক্ষার্থীরা হলেন কাউনিয়া উপজেলার মীরবাগ ভূতছোড়া গ্রামের সেলেমান মিয়ার ছেলে ও মীরবাগ ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্র বিপুল মিয়া(২২) ও সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের খোদ্দা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আক্কাস মিয়া(২৩)।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা যায়, সরাদেশের ন্যায় আজ সকালে পীরগাছা হাজী ছফর উদ্দিন মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার প্রথম দিনে কোরআন মজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকালে পরীক্ষা শুরুর আগে মাদ্রাসার গেটে তল্লাশীর সময় বিপুল মিয়াকে কেন্দ্র সচিব ও পরীক্ষা চলাকালীন সময় আক্কাস মিয়াকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন। শুরুতে তাদের উভয়ের বয়স বেশী বলে প্রতিয়মান হওয়ায় তাদেরকে আটক করা হয়। পরে প্রবেশ পত্রে দুই ভুয়া পরীক্ষার্থীর নাম ও ছবির মিল না থাকায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
আদালত ভুয়া পরীক্ষার্থী বিপুল মিয়ার ৬ মাসের ও আক্কাস মিয়ার ৩ মাসের কারাদণ্ড প্রদাণ করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন জানান, হাজী ছফর উদ্দিন মাদ্রাসা কেন্দ্র থেকে দুই ভূয়া পরীক্ষার্থীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একজনের ৬ মাস ও আর আপরজনের ৩ সাসের কারাদণ্ড প্রদান করা হয়।
বিপুল মিয়া চর রহমত দাখিল মাদ্রাসার একক শিক্ষার্থীর পরিবর্তে ও আক্কাস ইটাকুমারীর পূব হাসনা দাখিল মাদরাসার শিক্ষার্থী মাইদুলের পরিবর্তে পরীক্ষায় অংশ নেয়।

Address

Pirgachha College Get
Rangpur
5450

Telephone

+8801721518010

Website

Alerts

Be the first to know and let us send you an email when OMEDiA Pirgachha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to OMEDiA Pirgachha:

Videos

Share

Our Story

এখানে ছবি ও কম্পোজ সহ অনলাইনের যাবতীয় কাজ করা হয়। অনলাইনে সকল কাজের অর্ডার নেয়া এবং সোনালী ব্যাংকের লোন ফরম সহ সকল প্রকার প্রয়োজনীয় কাগজ পাওয়া যায়।

Nearby media companies