Sundorgonj post

Sundorgonj post অপরাধীকে ঘৃণা করুন,অপরাধীর খোজে

21/07/2023

তিস্তার ভাঙ্গনে দিশেহারা মানুষ

21/09/2021

#বামনডাঙ্গা

সুন্দরগঞ্জে নৌকা পেতে আদাজল খেয়ে ১৫ ইউনিয়নে শতাধিক প্রার্থী!রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টার।। গাইবান্ধার সুন্দরগঞ্জে...
17/09/2021

সুন্দরগঞ্জে নৌকা পেতে আদাজল খেয়ে ১৫ ইউনিয়নে শতাধিক প্রার্থী!

রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টার।। গাইবান্ধার সুন্দরগঞ্জে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এবার সরগম হচ্ছে স্থানীয় রাজনীতি । কে হবেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী? এ নিয়ে ভোটারদের আগ্রহের যেনো এতটুকু কমতি নেই। তেমনি সম্ভাব্য প্রার্থীরা নৌকার মাঝি হতে আদাজল খেয়ে মাঠে নেমেছেন।

এদিকে ভোটারদের দৃষ্টি কেড়ে নেয়ার জন্য পাড়া-মহল্লায় রংবেরঙের ব্যানার-ফেস্টুন টানাচ্ছেন। অন্যদিকে অনেকে দলীয় প্রতীকটা বাগিয়ে নিতে শুরু করেছেন দৌড়ঝাঁপ। উপজেলা ছেড়ে অনেকে জেলা ও কেন্দ্রীয় নেতাদের আশীর্বাদ পাওয়ার আশায় জোর লবিং করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ নির্বাচনী এলাকায় ইতোমধ্যে আওয়ামী লীগের দলীয় প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন মসুল ধারে।

সূত্র জানায়, সুন্দরগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়নে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী রয়েছে প্রতি ইউনিয়নে ৫ থেকে ৭ জন কিংবা তার বেশি। হিসেব করলে দেখা যায় উপজেলায় আওয়ামী লীগের প্রায় শতাধিক সম্ভাব্য প্রার্থী রয়েছে নৌকা প্রতীক পাওয়ার জন্য। এদের মধ্যে বেশিরভাগই নতুন মুখ। এদিকে দল ক্ষমতায়, অন্যদিকে আধিপত্য বিস্তারের আশায় অনেকে নির্বাচনে প্রার্থী হওয়ার স্বপ্ন দেখছেন বলে দাবী স্থানীয়দের।

প্রার্থী হওয়ার স্বপ্ন দেখে অনেকেই এখন থেকে খরচ করছেন বেশ টাকাপয়সা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রার্থীরা ছুটছেন এক গ্রাম থেকে অন্য গ্রামে। সাথে থাকছে দলীয় লোকজন আর এক ঝাঁক হোন্ডার মহড়া।

সরেজমিনে ঘুরে জানা যায়, অনেকে জেলার নেতাদের সাথে ঘনঘন যোগাযোগ করে নতুন করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত সংসদের ছবি দিয়ে ব্যানার ফেস্টুন ছড়িয়ে দিচ্ছেন। আবার অনেকে কেন্দ্রীয় নেতাদের আশীর্বাদ নিতে দৌড়ঝাঁপ করছে বঙ্গবন্ধু এভিনিউর এবং অনেকে কেন্দ্রীয় নেতাদের সাক্ষাৎ পাওয়ার আশায় জোর লবিং করছেন।

ইসি সচিব (নির্বাচন কমিশন) মো. হুমায়ুন কবীর খোন্দকার জানিয়েছেন ডিসেম্বর মাসের মধ্যে সমাপ্তি ঘটবে দেশের সকল ইউনিয়ন পরিষদ নির্বাচন। বাংলাদেশ নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তের কারণে এখন আর বসে নেই এসব সুবিধাবাদীরা। দলীয় প্রতীক পেতে ব্যর্থ হন সেক্ষেত্রে বিদ্রোহী কিংবা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করার কথাও শোনা যাচ্ছে। তাদের দাবি নিজেদের ব্যক্তিগত ইমেজকে কাজে লাগিয়ে তারা নির্বাচনে বিজয়ী হতে পারেন।

কোন ইউনিয়নে কে হচ্ছেন নৌকার মাঝি? কার হাতে যাচ্ছে ক্ষমতাসীনদের নৌকার বৈঠা? এমন প্রশ্ন কেন্দ্র থেকে তৃণমূলের মুখে মুখে। আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন, নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে দলের জন্য যারা সব সময় কাজ করেছেন, নেতাকর্মীদের নিয়ে এলাকায় মানুষের পাশে ছিলেন, গণভিত্তি ও জনপ্রিয়তা অর্জন করেছেন; এমন প্রার্থী খুঁজে মনোনয়ন দেয়া হবে।

10/09/2021

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শিক্ষা প...

07/09/2021
04/09/2021

গাইবান্ধার সুন্দরগঞ্জে সোনারায় ইউনিয়নে সুন্দর মনোরম পরিবেশে গড়ে ওঠা সরোবর পার্ক এন্ড রিসোর্স এর শুভ উদ্ধোধন করা হয়েছে।

03/09/2021
29/08/2021

গোয়াল ঘরে আগুনে নিঃশ্ব মিলন মিয়া।

26/08/2021
পলাশবাড়ীতে গাঁজাসহ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ-গাইবান্ধার পলাশবাড়ীতে গাড়ী তল্লাশী চালিয়ে ৮'কেজি গাজাসহ দুই মাদক ...
24/08/2021

পলাশবাড়ীতে গাঁজাসহ মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ-

গাইবান্ধার পলাশবাড়ীতে গাড়ী তল্লাশী চালিয়ে ৮'কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানার নির্দেশে এস.আই বেলাল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তল্লাশী চৌকি বসিেেয় উপজেলার বরিশাল ইউনিয়নের ঢাকা-রংপুর মহাসড়কের দুবলাগাড়ী নামক স্থানে ২৪ আগস্ট মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে আসা সামিউল এন্টারপ্রাইজ নামক একটি বাস দুপুর ১'টায় তল্লাশী চালিয়ে ৩'কেজি গাঁজাসহ রাকিব হাসান (২০) নামে একজনকে গ্রেফতার করেন। রাকিব হাসান লালমনিরহাট জেলার সদর থানার কেপাতডাঙ্গা গ্রামের আঃ জোব্বারের ছেলে।

অপরদিকে একই স্থানে দুপুর দেড়টায় ফাইভ স্টার গাড়ী তল্লাশী চালিয়ে চাঁন মিয়া (২১) এর কাছ থেকে ৫'কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে। চাঁন মিয়া একই জেলার সদর থানার কুলাঘাট গ্রামের সায়েদ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সুন্দরগঞ্জে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে দোয়া মাহফিল-স্বাধীনতা বিরোধী চক্রের হাতে ২১ আগস্ট গ্রেনেড হামলায়...
21/08/2021

সুন্দরগঞ্জে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে দোয়া মাহফিল-

স্বাধীনতা বিরোধী চক্রের হাতে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে গাইবান্ধার সুন্দরগঞ্জে শ্রদ্ধাঞ্জলি, পথ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। পরে দলীয় কার্যালয় থেকে একটি শোক র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পণ করে বঙ্গবন্ধু চত্ত্বরে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মিসেস আফরুজা বারীর সভাপতিত্বে পথ সভা অনুষ্ঠিত হয়।
পৌর আ’লীগের সভাপতি আহসানুল করিম চাঁদের সঞ্চালনায় পথ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, যুগ্ম-আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম-আহ্বায়ক রেজাউল আলম রেজা, আহসান আজিজ সরদার মিন্টু, হাফিজা বেগম কাকলী, সদস্য ফাহমিদা বুলবুল কাকলী, বীরমুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মেহেদী রাসেলসহ উপজেলা আ’লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে দোয়া মাহফিল পরিচালনা করেন ধোপাডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি হাবিবুর রহমান।

https://youtu.be/Ui3qEA54eLc
19/08/2021

https://youtu.be/Ui3qEA54eLc

Trending Funny 2020! Top Funny Video 2020! P A Comedy TV! Update Funny Video Hello Dear Viewers,We are making some stupid boys videos, and all time try to m...

গাইবান্ধায় ৩০ বোতল অবৈধ অফিসার চয়েসসহ যুবক আটকগাইবান্ধায় ৩০ বোতল ভারতীয় অবৈধ অফিসার চয়েসসহ একলাসুর রহমান পটু(২১) নামে এক...
18/08/2021

গাইবান্ধায় ৩০ বোতল অবৈধ অফিসার চয়েসসহ যুবক আটক

গাইবান্ধায় ৩০ বোতল ভারতীয় অবৈধ অফিসার চয়েসসহ একলাসুর রহমান পটু(২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার(১৮ আগষ্ট) সকাল ১১ টায় সদর উপজেলার গিদারী ইউনিয়নের ধুতিচোরা নয়াগাও গ্রাম থেকে তাকে আটক করেন।

আটক একলাসুর রহমান একই গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার উপ পুলিশ পরিদর্শক(এসআই) সাইবুদ্দিন জানান,

গোপন সংবাদের ভিত্তিতে সদরের গিদারী ইউনিয়নের ধুতিচোরা নয়াগাও গ্রামের ব্রহ্মপুত্র নদের কিনার থেকে ৩০ বোতল অবৈধ ভারতীয় অফিসার চয়েস উদ্ধার ও মাদক বিক্রেতা একলাসুর রহমানকে আটক করেন।

তিনি আরও জানান, এ ব্যাপারে একলাসুর রহমানের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগরে পাঠানো হবে।

গাইবান্ধার পলাশবাড়ীতে সিএনজি কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত-৪ আহত-৩গাইবান্ধার পলাশবাড়ীতে সিএনজি ও কাভার্ড ভ্যানের ম...
30/07/2021

গাইবান্ধার পলাশবাড়ীতে সিএনজি কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত-৪ আহত-৩

গাইবান্ধার পলাশবাড়ীতে সিএনজি ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ চার জন নিহত হয়েছে।এ ঘটনায় তিনজন আহত হয়েছে।

ঘটনাটিঘটেছে শুক্রবার বিকেল ৫'টায় রংপুর ঢাকা জাতীয় মহাসড়কের পলাশবাড়ী ব্র্যাক মোড় এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান শুক্রবার রংপুর থেকে পলাশবাড়ী অভিমুখে ছেড়ে আসা একটি যাত্রী বাহী সিএনজি পলাশবাড়ী উপজেলার ব্র্যাক মোড় এলাকায় পৌছিলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দিলে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের নিচে পরে দুমড়ে মুচড়ে যায় এতে ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে নেওয়ার পথে এক জন নিহত হয়।

খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস, পলাশবাড়ী থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

নিহত ৪'জনের মধ্যে ১'জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে।তিনি হলেন রংপুর মর্ডান এলাকার বাবু মিয়ার স্ত্রী শাম্মি (৪০)।
আহতরা হলেন নিহত শাম্মির শিশু সন্তান শুভ (৭),শাহ আলম (৪৫)জিন্টু (৩০)।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, ও ওসি তদন্ত মতিউর রহমান দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

22/07/2021
22/07/2021
17/07/2021

সুন্দরগঞ্জের বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি গ্রামে রাতের আধারে হামলার শিকার মতিন ফকির।

করোনা প্রতিরোধে স্বাস্থ্য সেবা ও অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে এমপি শামীমের জরুরি সভা-দেশে লাফিয়ে লাফিয়ে হুহু করে বাড়ছে অ...
15/07/2021

করোনা প্রতিরোধে স্বাস্থ্য সেবা ও অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে এমপি শামীমের জরুরি সভা-
দেশে লাফিয়ে লাফিয়ে হুহু করে বাড়ছে অদৃশ্য করোনার প্রকোপ। প্রতিনিয়ত মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে সহস্র মানুষ। করোনার ছোবল থেকে রক্ষা পেতে আগাম প্রস্তুতি নিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও স্থানীয় সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী উপজেলা সম্মেলন কক্ষে ১৫ জুলাই জরুরি সভা ও করোনা প্রতিরোধে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে ডাক্তারদের নিয়ে আলোচনা সভা করেন।

আলোচনা সভায় সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী অক্সিজেনের সুব্যবস্থা নিশ্চিত করার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। করোনা রোগীদের রংপুর কিংবা গাইবান্ধা সদরে গিয়ে যাতে চিকিৎসা নিতে না হয় সেই লক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কোলঘেসে আইসোলেশন ইউনিট এর জন্য সুন্দরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজকে নির্ধারণ করেন।

করোনা রোগীদের পাশাপাশি অন্যান্য রোগীদের যাতে স্বাস্থ্য সেবায় ভোগান্তি পোহাতে না হয়, সে বিষয়েও তিনি দিক নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাহমুদ আল হাসান, সুন্দরগঞ্জ উপজেলা মেডিকেল অফিসার ডা.বিশেশ্বর চন্দ্র বর্মন, রোগ নিয়ন্ত্রণ মেডিকেল অফিসার ডা.মেজবা উল হাসান সহ আরো অনেকেই

https://youtu.be/Paj09vFOk-s
15/07/2021

https://youtu.be/Paj09vFOk-s

সুন্দরগঞ্জে কোরবানির জন‍্য প্রস্তুুত লাল বাবু লক্ষী সোনা

Address

Sundorgong, Gaibandha
Rangpur
5721

Alerts

Be the first to know and let us send you an email when Sundorgonj post posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sundorgonj post:

Videos

Share

Nearby media companies