সাতপাই স্কুল অ্যান্ড কলেজ অফি

  • Home
  • Bangladesh
  • Rangpur
  • সাতপাই স্কুল অ্যান্ড কলেজ অফি

সাতপাই স্কুল অ্যান্ড কলেজ অফি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সাতপাই স্কুল অ্যান্ড কলেজ অফি, News & Media Website, Rangpur.

SSC 2022 রেজাল্ট সাতপাই স্কুল অ্যান্ড
28/11/2022

SSC 2022 রেজাল্ট
সাতপাই স্কুল অ্যান্ড

18/09/2022

ব্রেকিং নিউজ
বহিষ্কার ৯ এসএসসি পরীক্ষার্থীকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ...!

আগামীকাল থেকে SSC পরিক্ষা সকল SSC পরীক্ষার্থীদের জন্য দোয়া কইরেন সবাই। আল্লাহ যেন সকল পরিক্ষার্থীদের ভালো রেজাল্ট করার ত...
14/09/2022

আগামীকাল থেকে SSC পরিক্ষা
সকল SSC পরীক্ষার্থীদের
জন্য দোয়া কইরেন সবাই। আল্লাহ যেন
সকল পরিক্ষার্থীদের ভালো রেজাল্ট করার
তৌফিক দান করে ( আমিন)

14/09/2022

কেমন আছেন সবাই।

🔴নেই কোনো জায়গা-জমি। তাইতো কবরস্থানে ঘর বানিয়ে বসবাস করছেন ছয় সদস্যের একটি পরিবার। নেই পয়ঃনিষ্কাশন ও বিদ্যুতের ব্যবস্থা...
09/09/2022

🔴নেই কোনো জায়গা-জমি। তাইতো কবরস্থানে ঘর বানিয়ে বসবাস করছেন ছয় সদস্যের একটি পরিবার। নেই পয়ঃনিষ্কাশন ও বিদ্যুতের ব্যবস্থা। ১২ বছরের বেশি সময় ধরে সেখানে বসবাস করলেও সম্প্রতি কবরস্থান কর্তৃপক্ষ উচ্ছেদের কথা বলায় দুশ্চিন্তায় রয়েছে পরিবারটি। নীলফামারী সদরের পলাশবাড়ী ইউনিয়নের আরাজী কলোনি কবরস্থানে গেলে এমন দৃশ্য চোখে পড়বে...

শোক সংবাদনজরুল স্যার আর নেই↓আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯ টায় মো. নজরুল ইসলাম স্যার (ভিপি, ক্যান্টপাবলিক স্কুল ও কলে...
06/09/2022

শোক সংবাদ
নজরুল স্যার আর নেই

আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯ টায় মো. নজরুল ইসলাম স্যার (ভিপি, ক্যান্টপাবলিক স্কুল ও কলেজ, সৈয়দপুর) ইন্তেকাল করেছেন।।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ্ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।

এই স্কুলের বিরুদ্ধে অনেকে ষড়যন্ত্র করছে। আল্লাহ সকলকে হিদায়ত দান করুক আমিন
06/09/2022

এই স্কুলের বিরুদ্ধে অনেকে ষড়যন্ত্র করছে।
আল্লাহ সকলকে হিদায়ত দান করুক
আমিন

 #ব্লাড  #সচেতন জনসচেতনতামূলক পোস্ট।শোক সংবাদ-(ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)রক্তদানে আরো সতর্ক হোন।প্রিয় রক্ত স্বে...
05/09/2022

#ব্লাড #সচেতন
জনসচেতনতামূলক পোস্ট।
শোক সংবাদ-
(ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)

রক্তদানে আরো সতর্ক হোন।

প্রিয় রক্ত স্বেচ্ছাসেবী ভাইবোন সকলের দৃষ্টি ও মনুযোগ আকর্ষণ করছি প্লিজ।
অত্যন্ত দুঃখজনক, ব্যাধনাদায়ক গঠনা।

একমাসের দুইবার রক্তদান করে,কুমিল্লা জেলার ব্রাক্ষনপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের,কালেমকান্দী গ্রামের রক্তযোদ্ধা “শুভ”নিজেই চলে গেলেন দুনিয়া ছেড়ে। যদিও মৃত্যু ও বেচা থাকা উপরওয়ালার হাতে।

সে দীর্ঘদিন হাসপাতালে থেকে গতকাল সকালে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলেগেছেন না ফেরার দেশে😢।

এমন ভুল যেনো আমরা আর কেউ না করি। অপরকে বাঁচাতে গিয়ে যেনো আমরা নিজেই অত বড় ক্ষতির সম্মুখীন না হই। সবাই সচেতন হয়ে রক্তদান করার চেষ্টা করবো।

আমাদের রক্ত স্বেচ্ছাসেবী ভাইবোনদের মাঝে লক্ষ্য করলে দেখাযায়, ডোনেট এর হিসাব বাড়াতে গিয়ে তিন মাসের আগেই রক্তদান করতে আগ্রহ প্রকাশ করে থাকেন। এমনটা মুটেও ঠিকনা। রক্তদানের পর কমপক্ষে তিন মাস পর আপনি রক্তদানের জন্য তৈরি হবেন। শারীরিক মানসিক ও রক্তের হিমুগ্লোবিন সকল কিছু বিবেচনা করে রক্তদানের জন্য প্রস্তুতি নিবেন প্লিজ। নিজের এত বড় ক্ষতি করে অন্যের উপকার করা মুটেও উচিত নয় প্রিয়।

একজন প্রবীণ রক্তযোদ্ধা ছিলো শুভ,এক মাসে দুইবার রক্তদানের পর শরীর আর সুস্থ হয়ে উঠেনি তার।

তুমি ছিলে মানবতার ফেরিওয়ালার এক যুদ্ধা। তোমার রক্তের বিনিময়ে হাসি ফোঁটে ছিলো কত পরিবারে। তোমার এই দানের ভালোবাসা ভুলার মতো না,কিন্তু আজ তুমি আমাদের থেকে চলে গেছো এক ফিরে না আসার জগতে।

তোমার জন্য দোয়া রইলো প্রিয় ভাই আমার মহান রবের নিকট হাজারো প্রার্থনা করি মহান রবে যেনো তোমাকে জান্নাতুল ফেরদৌসে দান করেন। আমিন।

#আমরা সবাই শোকাহত
Copy post

02/09/2022

🔴প্রচন্ড বজ্রপাত হচ্ছে বৃষ্টির সাথে, সাবধানে থাকুন সৈয়দপুরবাসী

01/09/2022

মেসি ও রোনালদোকে ছাপিয়ে রেকর্ডবুকে নেইমার। ক্লাব আর জাতীয় দলের জার্সিতে টানা গোল ও এ্যাসিস্ট!

দেশের প্রকৌশলীরা চীনের লুকিয়ে রাখা প্রযুক্তি হটিয়ে নিজেদের প্রযুক্তি ব্যবহার করে দিনাজপুরের পার্বতীপুর ডিজেল ওয়ার্কশপে স...
01/09/2022

দেশের প্রকৌশলীরা চীনের লুকিয়ে রাখা প্রযুক্তি হটিয়ে নিজেদের প্রযুক্তি ব্যবহার করে দিনাজপুরের পার্বতীপুর ডিজেল ওয়ার্কশপে সচল করেছে ৫টি ডেমু ট্রেন।
সাড়ে ৬০০ কোটি টাকা ব্যয়ে ২০ সেট ডেমু ট্রেন আমদানি করা হয় ২০১৩ সালে। উদ্দেশ্য ছিল ওই ট্রেনের মাধ্যমে কাছাকাছি দূরত্বে ব্যাপক যাত্রী পরিবহন করা। চীনের তানশাং ইন্টারন্যাশনাল ও ডানিয়াল টেকনিক্যাল রিসার্চ ইনস্টিটিউট ওই ডেমু ট্রেনের নির্মাতা। কম্পিউটার নিয়ন্ত্রিত ওই ট্রেনগুলো এক ধরনের বিশেষ সফটওয়্যার দিয়ে পরিচালিত, যে প্রযুক্তি কখনোই সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশকে হস্তান্তর করেনি। এর মডিউল বিকল হলে নতুন মডিউলের সঙ্গে সফটওয়্যার সেটআপ দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিত। এর জন্য ধর্ণা দিতে হত চীনা প্রকৌশলীদের কাছে। যা ছিল অনেক ব্যয়বহুল। একটি ডেমুতে ৪০টি মডিউল রয়েছে। যার এক একটির দাম প্রায় ৭ লাখ টাকা। চীনা প্রকৌশলীরা প্রযুক্তি হস্তান্তর না করায় একটার পর একটা ট্রেন বিকল হতে থাকে।
২০২০ সালে মেরামতের অভাবে ট্রেনগুলো বিকল হয়ে যায়। এসব সচল করতে চ্যালেঞ্জ গ্রহণ করে বাংলাদেশ রেলওয়ে। অতিরিক্ত মহাপরিচালক জনাব মো. মঞ্জুর উল আলম চৌধুরী দেশি প্রকৌশলীদের সহযোগিতা নিয়ে ডেমু ট্রেন মেরামতে দেশীয় প্রযুক্তি উদ্ভাবনে উদ্যোগী হন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী ও আনবিক শক্তি কমিশনের সাবেক কর্মকর্তা প্রকৌশলী মো. আসাদুজ্জামানের সহযোগিতা চাওয়া হয়। আসাদুজ্জামান ডেমু নিয়ে ইতোমধ্যে গবেষণা শুরু করেন। গবেষণাগার হিসেবে তিনি বেছে নেন সৈয়দপুর রেলওয়ে অফিসার্স ক্লাবের একটি কক্ষ। ৭২ দিনের প্রচেষ্টায় তিনি উদ্ভাবন করে ফেলেন বাস-ট্রাকের মতই ডেমু চালানোর প্রযুক্তি। ব্যয়বহুল মডিউল হটিয়ে দেন তিনি। সেক্ষেত্রে বসানো হয় মাত্র ২টি কন্ট্রোলার। আর চালু হয়ে যায় অচল ট্রেন।
এভাবে ৫ সেট ডেমু সচল করতে সক্ষম হয়েছে বাংলাদেশ রেলওয়ে। দু’মুখে দুটি ইঞ্জিন মাঝখানে একটি কোচ। এরপর পর্যায়ক্রমে লোড বাড়িয়ে ট্রায়াল রান সম্পন্ন করা হয়েছে। এভাবে ৮টি ট্রায়াল রানের প্রতিটিতেই সাফল্য এসেছে।
অকেজো ডেমু মেরামত করে আমাদের প্রকৌশলীরা যুগান্তকারী সাফল্য দেখিয়েছেন। একটি ডেমু ট্রেন মেরামতে ব্যয় হয়েছে সর্বোচ্চ ৫০ লাখ টাকা, যা আমদানি করা হলে কয়েক গুন বেশি টাকা ব্যয় হত। এ নিয়ে এক্সপেরিমেন্ট (পরীক্ষা-নিরীক্ষা) করতে গিয়ে আমাদের জনবলও দক্ষ হয়েছেন। তাদের মাধ্যমে পরবর্তী মেরামত কাজ সহজ হয় ।

পোস্ট : শাফকাত আমিন
ছবি : সংগৃহীত

আমাদের স্কুল গেট।
23/08/2022

আমাদের স্কুল গেট।

16/08/2022

উত্তরার গার্ডার দুর্ঘটনা: নিহত রুবেলের মরদেহ দাবিদার ৭ স্ত্রী।

এটাকেও কি তাহলে এক্সিডেন্ট বলবেন আপনারা?দেশের যে কোন ছোট বড় ঠিকাদারি কাজে অব্যাবস্থাপনা হওয়া ত একটা ওপেন সিক্রেট । তাই ব...
16/08/2022

এটাকেও কি তাহলে এক্সিডেন্ট বলবেন আপনারা?

দেশের যে কোন ছোট বড় ঠিকাদারি কাজে অব্যাবস্থাপনা হওয়া ত একটা ওপেন সিক্রেট । তাই বলে এখন এভাবে মরতে হবে ?

আর কত ভাবে মরতে হবে আমাদের?

একটা লাইন লেখার আগে ত একশ বার চিন্তা লাগে যে কে কোথা থেকে আবার শত্রুর কাতারে ফেলে দেবেন আমায়, আমাদের!

ঘুমায় যাই? ঘুমের মাঝে মরে গেলে হয়ত কষ্ট কম হবে!

হয় দ্রুততম সময়ে সঠিক বিচার করেন, নাহয় বলেন চোখ,কান,মুখ বুজে মরে যাই সবাই মিলে।

ইউনিভার্সিটির হলের ছেলেগুলোকে কখনো বাবা কি করে জিজ্ঞেস করতে নেই, সবচেয়ে কাছের বন্ধুটাকেও না।শেষবার আমি যখন একজন কে জিজ্...
16/08/2022

ইউনিভার্সিটির হলের ছেলেগুলোকে কখনো বাবা কি করে জিজ্ঞেস করতে নেই, সবচেয়ে কাছের বন্ধুটাকেও না।
শেষবার আমি যখন একজন কে জিজ্ঞেস করেছিলাম সে অনেকক্ষন মাথা নিচু করে চুপ করে ছিলো,
তারপর বলল, “বাবা কিছু করে না”।পরে জানতে পেরেছিলাম তার বাবা অন্যের জমিতে কাজ করে, মানে একজন কৃষক।
সে সম্ভবত এটা স্বীকার করতে লজ্জা পাচ্ছিলো।
কিছুদিন আগে হলের সামনের মাঠে খালি জায়গাটাতে দাড়িয়ে, আকাশের দিকে তাকিয়ে,
যখন একটু আনমনে হয়ে যাই, ঠিক তখন বাতাসে কোন এক বালকের কাঁদো কাঁদো গলা ভেসে আসে,
"ফরম ফিল-আপ এর জন্য ১৭০০টা টাকা লাগবে বাবা, এ মাসে বাড়িতে টাকা পাঠাতে পারবো না..
ওপাশ থেকে কি বলা হয় শোনা যায়না, তবে বোঝা যায়, বাবা আর ছেলের মাঝে এব্যাপারে অনেকক্ষণ তর্ক হয়।
সেদিন পিকনিক এর প্ল্যান করার সময় কাছের এক বন্ধু কন্ঠস্বর খাদে নামিয়ে বলে,
“দোস্ত আমার বাবা রিক্সা চালায়, আমি পারবোনা তোদের সাথে যেতে।”
এ বলে সে উঠে যায়, হাঁটা শুরু করে, তার যাওয়ার পথে তাকিয়ে থাকি আমি, দূর থেকে বুঝতে পারি, শার্টের হাতা টা দিয়ে সে চোখ মুছছে, আজ সারারাত কাঁদবে।
বুকের মাঝে কেমন জানি হাহাকার করে উঠে।না থাক! আমিও যাবোনা।
‘একবেলা ভাত, একবেলা পানি’ খেয়েও এদের মাস চলে না, ওদিকে রিক্সাওয়ালা বাবা ভার্সিটি পড়ুয়া ছেলেটার কাছে সংসারের হাল ধরার আশা করে।
ক্ষুধার্ত মা, ছোট-ভাইবোন গুলোকে বুঝ দেয়, “ভাইয়া টাকা পাঠালে..”

ছোটবোনটার বিয়ের খরচ মেটানোর দায়িত্ব এসে পরে তখন, যখন তার tsc তে গলা ছেড়ে গান গাওয়ার কথা
ছেলেটা তার স্বপ্ন বাদ দিয়ে অন্যেদের স্বপ্ন পূরণে লেগে যায়। এত কিছুর পরও ছেলেগুলো চা-দোকানে চা শেষ করে সবার আগে বিল দেওয়ার জন্য এগিয়ে আসে,
আড্ডাশেষে কাছের বন্ধুটাকে বিদায় দেয়ার জন্য শেষপর্যন্ত অপেক্ষা করে, জীবনের প্রথম আয়ের টাকা দিয়ে মা’র জন্য শাড়ী কিনে আনে, অসুস্থ বাবা-টার জন্য টিউশনের টাকা থেকে ওষুধ কিনে পাঠায়!
গার্লফ্রেন্ড নামক অভিশপ্ত বিশেষ্যের আবরণ, তাদেরকে বিচ্যুত করতে পারেনা কক্ষপথ থেকে!
ছোটবোনটার বিয়ের জন্য টাকা জমায়, আবার ডিপার্টমেন্টে ফার্স্ট হয়, বিসিএস দিয়ে প্রশাসনে যায়-
দেশটাকে চালায়, কেমিস্ট্রি তে পড়ে,, দেশসেরা সাহিত্যিক হয়, রাষ্ট্রপতি হয়,নোবেল পুরষ্কার পায়,
হ্যা, এই ছেলেগুলোই!
দুই বেলা ঠিকভাবে না খেতে পারা ছেলেগুলোই...!
জয় হোক সব দুঃখী সন্তানদের!!!

সৈয়দপুরের মেধাবী বাশার পেলো বুয়েটে ভর্তির সু্যোগ***********************************Daily Manabkontho*বাবা করেন দর্জির কা...
13/08/2022

সৈয়দপুরের মেধাবী বাশার পেলো বুয়েটে ভর্তির সু্যোগ
***********************************
Daily Manabkontho
*
বাবা করেন দর্জির কাজ। আর মা দেখেন সাংসারিক কাজকর্ম। এমনি দরিদ্র বাবা-মায়ের সন্তান আবুল বাশার (১৮)। অত্যন্ত মেধাবী সে। বাশারদের বসতভিটা ছাড়া আর কিছুই নেই। তবে সব ক্ষেত্রে মেধার স্বাক্ষর রেখে চলেছে বাশার। সে ধারাবাহিকতায় এবার সুযোগ হয়েছে বয়েটে পড়ার।
*
বাশার এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ পরীক্ষায় মেধাতালিকায় ১ হাজার ৭০২তম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠতম স্থান অর্জন করে। আর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যলয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষায় অপেক্ষমান তালিকায় ছিলেন তিনি। তবে আগে থেকেই স্বপ্ন ছিল বুয়েটেই পড়াশোনা করার। অবশেষে তার সে স্বপ্নপূরণ হয়েছে। বাশার বুয়েটে নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। ভর্তির সুযোগ পাওয়ার খবরে তার পরিবার, এলাকা ও নিজ শিক্ষাপ্রতিষ্ঠনে খুশির বন্যা বইছে।
*
নীলফামারীর সৈয়দপুর উপজেলার ওয়াপদা গেট খলিফাপাড়া এলাকার হতদরিদ্র দর্জি তসলিম উদ্দীন ও বিউটি বেগম দম্পতির ছেলে আবুল বাশার। তারা এক ভাই ও এক বোন। ছোট বোন তাজমিম আক্তার ৮ম শ্রেণিতে পড়ছে। আবুল বাশার স্থানীয় সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন। প্রাথমিক সমাপনী, জেএসসসি ও এসএসসিতেও ছিল জিপিএ-৫ এর কৃতিত্ব।
*
বাবা-মায়ের মত বাশারও খুব পরিশ্রমী। তাই পড়ালেখায় বেশি মনযোগী হওয়ায় বাবা-মা তাকে কোনো কাজ করতে দেয়নি। প্রতিদিন পরিশ্রম করে সংসারের চাহিদা পূরণ করতেন বাশারের বাবা-মা।
*
জীবনসংগ্রামের স্মৃতিচারণ করে আবুল বাশার বলেন, ছোটবেলা থেকেই দারিদ্রতার সঙ্গে লড়াই করে বেড়ে ওঠেছি। মা-বাবাকে হাড়ভাঙা পরিশ্রম করতে দেখেছি। সকাল হলে বাবা চলে যান কাজে, আর মা সংসারের কাজে ব্যস্ত। অর্থাভাব ও শত কষ্টের মাঝেও নিজেকে প্রস্তুত করি। ভাবতাম একদিন বুয়েট থেকে প্রকোশলী হিসেবে বের হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করব। তখন মা-বাবার দুঃখ-কষ্ট দূর হবে। আল্লাহর মেহেরবানীতে বুয়েটে ভর্তির সুযোগ পেয়ে ওই স্বপ্নের পথে এক ধাপ এগিয়েছি। তার সাফল্যের পেছনে শিক্ষক ও মা-বাবার অবদানই বেশি বলে মনে করেন তিনি।
বাশার বলেন, নানা পর্যায়ের শিক্ষকেরা আমাকে সহযোগিতা করছেন।
*
মেধাবী বাশারের ব্যাপারে সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল বলেন, শুধু পড়ালেখায় নয়, সব দিক দিয়েই খুব ভালো ছেলে সে। তার অদম্য ইচ্ছা শক্তিই তাকে এ সফলতা এনে দিয়েছে। বাশারের সাফল্যে আমরা শিক্ষকরা সবাই অনেক খুশি ও গর্বিত।
*
ছোটবেলা থেকেই আবুল বাশার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতেন বলে জানান তার মা বিউটি বেগম। তিনি বলেন, আমার ছেলে কাগজ কেটে বাড়ি বানাত। উড়োজাহাজ দেখলেই দৌড়ে ঘর থেকে বের হতো। বলত বড় হয়ে আমি ইঞ্জিনিয়ার হব। ওর ছোটবেলার স্বপ্ন পূরণ হওয়ায় জীবনে যত দুঃখ-কষ্ট ছিল, সব ভুলে গেছি।

13/08/2022

ব্রেকিং নিউজ
বিদ্যুৎ সাশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করার চিন্তা করছে সরকার।
-শিক্ষমন্ত্রী।

12/08/2022

ব্রেকিং নিউজ
অভাবের তাড়নায় সন্তান বি*ক্রি করতে বাজারে তুললেন মা...!
এর কারণ আজকের....???

এসব খাবারের কাছে দামী খাবার কিছুই না।😋😍
11/08/2022

এসব খাবারের কাছে দামী খাবার কিছুই না।😋😍

11/08/2022

ভালোবাসার আরেক নাম
"সাতপাই স্কুল অ্যান্ড কলেজ "

ভালোবাসার স্কুল টা আগের থেকে অনেক সুন্দর হয়েছে। কে কে মিসস করো এই স্কুলে কাটানো সময়গুলোকে??pic...9 August 2022
10/08/2022

ভালোবাসার স্কুল টা আগের থেকে অনেক সুন্দর হয়েছে।
কে কে মিসস করো এই স্কুলে কাটানো সময়গুলোকে??
pic...9 August 2022

09/08/2022

সৈয়দপুর উপজেলার সাতপাই উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সভাপতি দুই ভাইয়ের দূর্নীতি ও অনিয়ম নিয়ে শিক্ষক ও জমিদাতা পরিবারের এক সদস্যের মন্তব্য।

09/08/2022

অধ্যক্ষের কক্ষে নেই বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি, শিক্ষকরা কেউ ধারণ করেনি কালো ব্যাজ

ভিশন ডেস্ক : নিয়মানুযায়ী স্কুল এন্ড কলেজের প্রধানের কক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি স্থাপনের নির্দেশনা থাকলেও মানা হয়নি নীলফামারীর সৈয়দপুর উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানে। সরকারীভাবে ৪ তলা নতুন ভবন পেয়ে সেখানে আরামদায়ক ও জাঁকজমকপূর্ণ অফিস করে যথারীতি বসলেও প্রশাসনিক ওই নির্দেশনা পালনে বিন্দুমাত্র মাথাব্যথা নেই ভারপ্রাপ্ত অধ্যক্ষের।

এমনকি শোকের মাস আগস্টে সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারীদের অফিস সময়ে কালোব্যাজ ধারণ করার ক্ষেত্রেও একইরকম অবমাননার ঘটনা ঘটেছে উপজেলার সাতপাই উচ্চ বিদ্যালয় ও কলেজে। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় সরেজমিনে গেলে এমন চিত্রই দৃষ্টিগোচর হয় সংবাদকর্মীদের।

এসময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. লতিফুর রহমান জানান, মাত্র ১০ দিন হলো নতুন বিল্ডিংয়ে অফিস স্থানান্তর করা হয়েছে। তাই এখনও ছবি স্থাপন করা হয়নি। অফিসের সব জিনিসই এখানে আনলেও শুধু ছবি দুটি না আনার কারণ কি? প্রশ্ন করলে তিনি ভুল হয়েছে এখনই আনছি বলে দ্রুত ছুটে যান স্টোররুমে। তার সাথে সেখানে গেলে দেখা যায়, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি অন্যান্য মালামালের সাথে অবমাননাকর অবস্থায় মেঝেতে রাখা।

এসময় ছবি তুলতে গেলে তিনি সংবাদকর্মীদের বাধা দিয়ে অফিস কক্ষে এসে কোনরকমে আলমিরারা উপর হেলানো অবস্থায় রাখেন। এই ছবি দুটি অনেক পুরাতন এবং প্রজ্ঞাপন অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ছবি স্থাপনের নির্দেশ রয়েছে সেটা নয়। এবিষয়ে জিজ্ঞাসা করলে প্রজ্ঞাপনের কথা জানেন না বলে জবাব দেন।

অন্যদিকে ওই শিক্ষা প্রতিষ্ঠানের কেউই চলমান শোকের মাস আগস্ট উপলক্ষে সরকারী নির্দেশনা মতে ডিউটিরত অবস্থায় কালোব্যাজও ধারণ করেননি। এনিয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান বলেন, তা তো ঠিক। ব্যাজ তো লাগাতে হবে। লাগাবো অবশ্যই। কারণ আমরা আওয়ামীলীগ পরিবার। আমার ভাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এই প্রতিষ্ঠানের এ্যাডহক কমিটির সভাপতি। আমাদের তো লাগাতেই হবে।

এখনও কেন লাগাননি প্রশ্ন করলে বলেন, এব্যাপারে আলোচনা করেছি। দুই একদিনের মধ্যে ভালো মানের কালোব্যাজ কিনে আনা হবে। তারপর নিয়মিত ব্যাজ পড়বো। তবে এখনও সময় আছে। তাই সমস্যা নাই। তাছাড়া এটা তেমন ধরার বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি।
#কপি

কথা ঠিক না বেঠিক?
09/08/2022

কথা ঠিক না বেঠিক?

08/08/2022

যেমন বেতন-তেমন কাজ🤣

দোকানে গিয়ে দুস্টুমি করে বললাম “৭৪২ টা মুসুর ডাল দিন তো।”দোকানদার কোন কথা না বলে আমাকে ২০০ গ্রাম ডাল ওজন করে দিয়ে দিল।অব...
08/08/2022

দোকানে গিয়ে দুস্টুমি করে বললাম “৭৪২ টা মুসুর ডাল দিন তো।”
দোকানদার কোন কথা না বলে আমাকে ২০০ গ্রাম ডাল ওজন করে দিয়ে দিল।
অবাক হয়ে বললাম “এখানে ৭৪২ টা আছে?”
দোকানদার বলল “বাড়ি গিয়ে গুনে নেবেন। আমার ছেলে গুনে দেখেছে কেজিতে ৩৭১০ টা হয়। সেই হিসাবে ২০০ গ্ৰামে ৭৪২ টা হবে।"
আপ্লুত হয়ে আমি জিজ্ঞেস করলাম, “কী করেন আপনার ছেলে?”
দোকানদার বলল “আপনার মতোই আকাইম্মা , কলেজ বন্ধ, পাড়ার আড্ডা বন্ধ তাই বাড়িতেই এই সব করে। মুসুর ডাল শেষ করে এখন কালোজিরে ধরেছে!" 🙂

প্রথম কোন ক্লাসে ভর্তি হয়েছিলেন।
07/08/2022

প্রথম কোন ক্লাসে ভর্তি হয়েছিলেন।

07/08/2022

-পরীক্ষার হলে 🙂

-Science students : দোস্ত জাস্ট সূত্র টা বল আবিষ্কার আমি করতেছি 🤠🤝

-Arts students : দোস্ত তুই শুধু সাল টা বল যুদ্ধ আমি লাগাইতেছি 😎😗

-Commerce Students. : দোস্ত তুই শুধু মান বসা ব্যবসা আমি করতেছি 🤥😟

-কে কোন group? Me :Arts😁🥱

06/08/2022

😃😃😃

সাতপাই স্কুল অ্যান্ড কলেজ এর তোমার প্রিয় শিক্ষক এর নাম কি??
06/08/2022

সাতপাই স্কুল অ্যান্ড কলেজ এর
তোমার প্রিয় শিক্ষক এর নাম কি??

বাংলাদেশ বর্তমানে শ্রীলঙ্কার উপকূলে অবস্থান করছে.....!!★শ্রীলঙ্কা দেউলিয়া হওয়ার আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য দাম দ...
06/08/2022

বাংলাদেশ বর্তমানে শ্রীলঙ্কার উপকূলে অবস্থান করছে.....!!

★শ্রীলঙ্কা দেউলিয়া হওয়ার আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য দাম দেড়-দুই গুণ হারে বেড়ে ছিল!
★★ যা ইতিমধ্যে বাংলাদেশ অতিক্রম করেছে।

★ বিদ্যুৎখাতে বিদ্যুৎ খাতে চরম ঘাটতি দেখা দিয়েছিল!
★★ বর্তমানে যা চলছে বাংলাদেশ, বিদ্যুৎতের মিস কল..!!

★জ্বালানি তেলের দাম বেড়েছিল চরম হারে..
★★যা বাংলাদেশ শুরু হয়ে গেছে!!

★★★ শুধু বাকি আছে, রিজার্ভ আর পালানোর।

জমির পরিমাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন ধারনাঃ১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ১ কাঠা = ৬৬.৮৯ বর্গমিটার১ কাঠা = ১.৬৫ শত...
05/08/2022

জমির পরিমাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন ধারনাঃ
১ কাঠা = ৭২০ বর্গফুট = ৮০ বর্গগজ
১ কাঠা = ৬৬.৮৯ বর্গমিটার
১ কাঠা = ১.৬৫ শতাংশ
১ কাঠা = ১৬ ছটাক
১ কাঠা = ৩২০ বর্গহাত
২০ কাঠা = ১ বিঘা
৬০ কাঠা = ১ একর
১৪৮২০ কাঠা = ১ বর্গকিলোমিটার
১৪৮.২ কাঠা = ১ হেক্টর
কানি পরিমাপক
১ কানি = ১৭২৮০ বর্গফুট = ১৬১৯ বর্গমিটার = ৪০০০০ বর্গলিংক = ৮০ করা
১ কানি = ৭৬৮০ বর্গহাত = ১৯৩৬ বর্গগজ = ১২০ শতাংশ
১ কানি = ২০ গন্ডা = ৪০ একর
১ কানি = ২০ গন্ডা=৪০০০০ বর্গলিংক
১ কানি = ২৪ কাঠা
বিঘা পরিমাপক
১ বিঘা = ৩৩ শতাংশ = ১ পাকি
১ বিঘা =২০ কাঠা
১ বিঘা = ৬৪০০ বর্গহাত
১ বিঘা = ৩৩০০০ বর্গলিংক
১ বিঘা = ১৬০০ বর্গগজ
১ বিঘা = ১৪৪০০ বর্গফুট = ১৩৩৮ বর্গ মিটার
১ বিঘা = ১৬ গন্ডা ২ করা ২ ক্রান্তি
৩ বিঘা = ১ একর (মোটামুটি) = ১৬০০ বর্গইয়ার্ড
৭৪১ বিঘা=১৪৮২০ কাঠা=১০৬৭০৪০০ বর্গফুট =৯৯১৬৭২ বর্গমিটার= ১বর্গকিলোমিটার=
২৪৭একর
৭.৪১বিঘা=১৪৮.২কাঠা=১০৬৭০৪ বর্গফুট =৯৯১৩ বর্গমিটার=১ হেক্টর=২.৪৭একর
জেনে নিন খতিয়ান, পর্চা, চিটা, দখলনামা, বয়নামা, জমাবন্দি, দাখিলা, হুকুমনামা, জমা খারিজ, মৌজা কি?
পাকি পরিমাপক
১ পাকি = ১ বিঘা = ৩৩ শতাংশ
১ পাকি = ২০ কাঠা = ৩৩ শতাংশ
শতাংশ নির্ণয়ের সুত্র
১.৬৫ শতাংশ = ১ কাঠা = ১৬৫ অযুতাংশ =৭২০ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১ শতক = ৪৩৫.৬ বর্গফুট (মোটামুটি)
১ শতাংশ = ১০০ অযুতাংশ = ১০০০ বর্গলিংক
৩৩ শতাংশ = ১ পাকি = ১ বিঘা = ২০ কাঠা
১ শতাংশ =১৯৩.৬ বর্গহাত
২৪৭.১০৫ শতাংশ = ১ আয়ের
একর পরিমাপক
১ একর = ১০ বর্গচেইন = (৬৬*৬৬০) = ৪৩৫৬০ বর্গফুট
১ একর = ১০০ শতক = ৪৩৫৬৯ বর্গফুট
১ একর = ১০০ শতক = ১০০০০০ বর্গলিংক
১ একর = ১৯৩৬০ বর্গহাত
১ একর = ৪৮৪০ বর্গগজ
১ একর = ৪০৪৭ বর্গ মিটার = ০.৬৮০ হেক্টর
৬৪০ একর = ১ বর্গমাইল
১ একর = ৩ বিঘা ৮ ছটাক
১ একর = ৬০.৫ কাঠা
১ একর = ২ কানি ১০ গন্ডা ( ৪০ শতক কানি অনুসারে)
২৪৭ একর = ১ বর্গকিলোমিটার
হেক্টর পরিমাপক
১ হেক্টর=২.৪৭একর
১ হেক্টর = ৭.৪১বিঘা
১ হেক্টর = ১৪৮.২কাঠা
১ হেক্টর = ১০৬৭০৪ বর্গফুট
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার =৯৯১৩ বর্গমিটার
১ হেক্টর = ১১৯৬০ বর্গগজ
১ হেক্টর = ১.৪৭ একর
১ আয়ের = ২৮.৯ বিঘা
১ হেক্টর = ২৪৭.১০৫ শতক
১ হেক্টর = ৪৭৮৯.৫২৮ বর্গহাত
১ হেক্টর = ১০৭৬৩৯ বর্গফুট
১ হেক্টর = ১১৯৫৯.৮৮২ বর্গগজ
১ হেক্টর = ৭.৪৭৪ বিঘা
১ হেক্টর = ১০০ আয়ের গন্ডা পরিমাপক ১ গন।
লেখা সংগৃহীত

Update version of Satpai School  & College
04/08/2022

Update version of Satpai School & College

04/08/2022

Address

Rangpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাতপাই স্কুল অ্যান্ড কলেজ অফি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share