ROG 360 Degree Rangpur

ROG 360 Degree Rangpur For News

প্রিয় রংপুরবাসী বলুনতো এই তাজমহল রংপুরের কোথায় অবস্থিত ☺️
30/09/2024

প্রিয় রংপুরবাসী বলুনতো এই তাজমহল রংপুরের কোথায়
অবস্থিত ☺️

দক্ষিণের বন্যা মানবতাকে জাগ্রত করলেওউত্তরের বন্যা মানবতাকে স্পর্শ  করতে পারে নাহ 🥲
30/09/2024

দক্ষিণের বন্যা মানবতাকে জাগ্রত করলেও
উত্তরের বন্যা মানবতাকে স্পর্শ করতে পারে নাহ 🥲

এমনিতেই দেশ রসাতলে। আরেকটা গণহত্যার জন্য মেবি প্রস্তুতি চলছে। আল্লাহ মালুম। তিনি ভালো জানেন ভাই।
02/08/2024

এমনিতেই দেশ রসাতলে। আরেকটা গণহত্যার জন্য মেবি প্রস্তুতি চলছে। আল্লাহ মালুম। তিনি ভালো জানেন ভাই।

কথা বলেন। ঠিক না? বেঠিক?
02/08/2024

কথা বলেন। ঠিক না? বেঠিক?

13/07/2024

ওয়াং চিং নয়াং বিয়াং ফু।

পড়ে নিলেন তো বিয়ে না হওয়ার দোয়া।
এবার বুঝো ঠেলা😁

অনার্স পাস করেও এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না!হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার একটা চাকরি হয়ে গেল। চিড়িয়াখানার বা...
13/07/2024

অনার্স পাস করেও এক যুবক দীর্ঘদিন ধরে চাকরি পাচ্ছে না!
হঠাৎ একদিন চিড়িয়াখানায় তার একটা চাকরি হয়ে গেল। চিড়িয়াখানার বাঘটা হঠাৎ করে মারা যাওয়ায় খাঁচাটা শূন্য পড়ে আছে। কর্তৃপক্ষ বললঃ তুমি যদি খাঁচার ভেতর একটা বাঘের পোষাক পরে বাঘের মত তর্জন গর্জন দিতে পারো তাহলে মাসে ৮হাজার টাকা পাবে। বেকার ছেলেটা তাতেই রাজি।

রোজ চিড়িয়াখানা খোলার আগে সে বাঘের পোষাক পরে খাঁচায় ঢুকে পড়ে। দর্শক এলে তাদেরকে তর্জন- গর্জন ও আরো নানা কায়দা-কুসরত দেখিয়ে ভীষণ আনন্দ দেয়। দেখতে দেখতে চিড়িয়াখানার দর্শক বেড়ে গেল। বাঘের খাঁচার সামনে বিরাট ভিড়। চিড়িয়াখানা কর্তৃপক্ষও খুশি হয়ে বেতন বাড়িয়ে দিল।

ভালোই চলছিল দিন....... হঠাৎ একদিন হলো বিপত্তি...!!! বাঘের খাঁচার পাশেই ছিল সিংহের খাঁচা। দুই খাঁচার মাঝে একটা লোহার জালের বেঁড়া। একদিন সেই বেঁড়া ধরে লাফিয়ে নেচে- কুদে মজা দেখাতে গিয়ে পুরনো বেঁড়া ভেঙ্গে সে গিয়ে পড়লো সিংহের খাঁচার ভেতর। এখন কী হবে? পৈতৃক প্রাণটা বুঝি আজ সিংহের হাতেই গেল...!

ভয়ে জবু থবু হয়ে খাঁচার এক কোনে বসে দোয়া-দুরুদ পড়তে লাগলো বেচারা। এদিকে সিংহটাও কিছুক্ষণ চুপকরে বসে থেকে ধিরে ধিরে উঠে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো তার দিকে। ভয়ে তো তার প্রায় হার্ট এটাক হবার যোগার।

এদিকে সিংহটা এক্কেবারে কাছে চলে এসেছে। প্রাণের মায়া ছেড়ে দিয়ে ছেলেটা যখন কালেমা পড়তে শুরু করলো.... ঠিক তখন সিংহটা বলে উঠলো . . . . ভাই, এতো ভয় পাবেন না, আমিও অনার্স পাশ বেকার।

10/07/2024

- Facebook বিশ্ববিদ্যালয়ে!

- কত সালে ভর্তি হয়েছিলেন!

03/07/2024

Dotcor দের Hadnwttring এত খারাপ হওয়া সত্ত্বেও Hopstial বা দোকানের Phamraicst রা prsepctriion এত সহজে কিভাবে বুঝে যায় ভেবে দেখেছেন কখনো??
উত্তরটা কিন্তু এই Qeusiton এর মধ্যেই দিয়ে রেখেছি। এতক্ষণে হয়তো খেয়াল করেননি যে এই post এর সবগুলো Egnislh বানানই ভুল, তবুও আপনার পড়তে খুব বেশি বেগ পেতে হচ্ছেনা। কারণটা হলো আপনার konwdlege এবং Hmuan Bairn এর কেরামতি। আপনার চেনা-জানা শব্দগুলির শুধু শুরু ও শেষের Lteter এবং tatol Lteter সংখ্যা ঠিক থাকলেই, মাঝে উল্টা পাল্টা করে যাই থাকুক না কেন আপনার আমার Biran সেটাকে roecginze করে ফেলে। 🙂

**এইমাত্র পাওয়া সংবাদ: রংপুরের বদরগঞ্জের চেংমারীতে ঝড়ে চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়লো গাছ, আহত অনেকে। তথ্য: DRB News
16/06/2024

**এইমাত্র পাওয়া সংবাদ:
রংপুরের বদরগঞ্জের চেংমারীতে ঝড়ে চলন্ত গাড়ির ওপর ভেঙে পড়লো গাছ, আহত অনেকে।

তথ্য: DRB News

রাসেল ভাইপারঃএই সাপের বিশেষত্ব হচ্ছে, এরা খুবই বিষাধর। কাউকে ছোবল দিলে এন্টি ভেনম দিলেও বাঁচার সম্ভাবনা ২০%.।।এন্টি ভেনম...
12/06/2024

রাসেল ভাইপারঃ
এই সাপের বিশেষত্ব হচ্ছে, এরা খুবই বিষাধর। কাউকে ছোবল দিলে এন্টি ভেনম দিলেও বাঁচার সম্ভাবনা ২০%.।।এন্টি ভেনম এটার টা নাই এ দেশে।
আর এই দেশের জলবায়ুতে প্রকিতৃতে এদের কোন অবদান নাই।
আরও ভয়ংকর ব্যাপার হল অন্যান্য সাপ সাধারণত নিজেরা আক্রান্ত হলে কিংবা সরাসরি কারও সামনে পড়লে ছোবল দেয় অন্যথায় কামড় দিতে আসে না বরং পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু রাসেল ভাইপার দূরে থেকে মানুষ দেখলেও তেড়ে আসে আর কামড় দেওয়ার চেষ্টা করে।
অন্য সাপ ১ রকম বিষ ধারন করলেও,,রাসেল ভাইপারের বিষ একই সাথে ৫/৬ ধরনের হয়।
এই সাপ খুবই দ্রুত বংশ বিস্তার করে
এরা সরাসরি বাচ্চা দেয়---৫০ থেকে ৮০ টি পর্যন্ত বাচ্চা দিতে পারে।
সম্প্রতি,, রাজশাহী,, নাটোর,, পাবনা,,মানিকগঞ্জ,,,মাওয়া,,,পদ্মার তীরবর্তী এলাকায় এই সাপের উপদ্রব বেড়েছে।
তাই সরকারিভাবে যদি এই সাপ নিধনের উদ্যোগ না নেয়া হয় তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সাপ ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
আপনারা তো ভাইরাল বস্তু ছাড়া শেয়ার করেন না,,জনসাধারণের উপকার এর জন্য শেয়ার করতে পারেন।
(Collected)

যে তোমাকে পছন্দ করবে,সে তোমায় সর্বাস্থায় পছন্দ করবে!'তোমার সেজে-গুজে পারফেক্ট হওয়া চেহারা আর কর্মব্যস্ত ঘর্মাক্ত চেহারা ...
29/05/2024

যে তোমাকে পছন্দ করবে,সে তোমায় সর্বাস্থায় পছন্দ করবে!'
তোমার সেজে-গুজে পারফেক্ট হওয়া চেহারা আর কর্মব্যস্ত ঘর্মাক্ত চেহারা দুটোই তার কাছে সমান মায়াবী এবং আকর্ষণীয়!'
তুমি দেখতে চিকন, মোটা কিংবা খাটো!'সেটা তার কাছে কোনো পরিচয়ই বহন করবে না!'তার কাছে তুমিই সম্পূর্ণ!'তোমার বিকল্প কেউ নাই,তোমার বিকল্প তুমিই!'❣️🌸

16/05/2024

আমের সিজন আসতেছে,

রংপুরের মানুষদের সাথে সম্পর্ক ঠিকঠাক করে নেন🙂

নব্দীগঞ্জ বাজারের পূর্বে এক্সিডেন্ট স্পট ডেট একজন। 😭😭অটো আর নাইট কোচ নাবিল পরিবহন।বাকি যাত্রীদের অবস্থান আশংকাজনক।😭😭😭
03/04/2024

নব্দীগঞ্জ বাজারের পূর্বে এক্সিডেন্ট স্পট ডেট একজন। 😭😭
অটো আর নাইট কোচ নাবিল পরিবহন।
বাকি যাত্রীদের অবস্থান আশংকাজনক।😭😭😭

আলহামদুলিল্লাহ 🤲রংপুরের ক্ষুদে  'হাফেজ মনিরুজ্জামানের' আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার!!!রংপুরের সন্তা...
31/03/2024

আলহামদুলিল্লাহ 🤲
রংপুরের ক্ষুদে 'হাফেজ মনিরুজ্জামানের' আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার!!!

রংপুরের সন্তান 'হাফেজ হুযাইফা বিন মনিরুজ্জামান' তানজানিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে।
বাংলাদেশের এই ক্ষুদে হাফেজের বসয় ৯ বছর।তাঁর বাড়ি আমাদের রংপুরের গংগাচড়া সদর ইউনিয়নের মধ্যপাড়া চতরার পাড়ে। প্রথন স্থান অধিকারের জন্য দোয়া অনেক অনেক শুভকামনা রইলো হাফেজ হুযাইফা বিন মনিরুজ্জামান।

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তোমাকে দ্বীনের একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল করুন। -আমীন

29/02/2024

রংপুরে জন্ম 💙
রংপুরেই বেড়ে ওঠা,🤗,
কিন্তু জীবনের প্রয়োজনে এখন থাকা হয় কোথায়.??

26/02/2024

-থামিয়ে দাও মেয়েদের প্রতি😅
-নোংরা লোভের থাবা....🧐🤨
-একদিন তো তুমি ও হতে পারো কন্যা সন্তানের বাবা.....!🤲🌹🥲

বইমেলায় তো যেতে চাই কিন্তু এই ‌লোকের ভয়ে যাইতে পারিন না।
16/02/2024

বইমেলায় তো যেতে চাই কিন্তু এই ‌লোকের ভয়ে যাইতে পারিন না।

কোনটি??
30/01/2024

কোনটি??

03/05/2023

রংপুরের মেয়েরা ঘোমটা তুললেই সারা বাংলাদেশ "

আলোকিত" হয়ে যায়,😌🙈
Yes/No?

সাংবাদিক জুলকারনাইন সায়ের রয়টার্স এর একটি পুরাতন ভিডিও পোস্ট করেছেন। সেখানে ৭১ এর রাজাকারদের দেখানো হয়েছে। দেখেন তো রাজা...
02/05/2023

সাংবাদিক জুলকারনাইন সায়ের রয়টার্স এর একটি পুরাতন ভিডিও পোস্ট করেছেন। সেখানে ৭১ এর রাজাকারদের দেখানো হয়েছে। দেখেন তো রাজাকারের মুখে দাড়ি-টুপি আছে কি, গায়ে পাঞ্জাবি আছে কি, তাদেরকে হুজুর বা আলেম মনে হয় কি!!
অথচ বাংলাদেশের ইতিহাস এমনভাবে তৈরি করা হয়েছে, মুক্তিযুদ্ধের উপর নির্মিত বেশকিছু সিনেমা, প্রামাণ্যচিত্রে এমনভাবে দেখানো হয়েছে যে, রাজাকার মানে হুজুর ,দাড়িটুপিওয়ালা মানুষরা!
অথচ প্রকৃত রাজাকারের স্বরুপ দেখেন....

01/05/2023

বউয়ের মাথায় প্রচুর উকুন আছে, এটা জানা সত্ত্বেও পাশাপাশি ঘুমানোর নামই ভালোবাসা।🥰🥰

30/04/2023

Address

Rangpur
0521

Website

Alerts

Be the first to know and let us send you an email when ROG 360 Degree Rangpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share