Our Rangpur

Our Rangpur ভালোবাসার রংপুর শহর

চাঁদের আলোয় অপূর্ব শাপলা চত্বর ❤️ছবিঃ মুস্তাফিজুর রহমান
26/01/2024

চাঁদের আলোয় অপূর্ব শাপলা চত্বর ❤️

ছবিঃ মুস্তাফিজুর রহমান

কি বাহে,কোনঠে সবাই?বই বিনিময় উৎসব- রংপুরসময়ঃ ২৬ জানুয়ারি, শুক্রবার (দিনব্যাপী)স্থানঃ রংপুর টাউন হল (পাবলিক লাইব্রেরি মাঠ...
25/01/2024

কি বাহে,কোনঠে সবাই?

বই বিনিময় উৎসব- রংপুর

সময়ঃ ২৬ জানুয়ারি, শুক্রবার (দিনব্যাপী)

স্থানঃ রংপুর টাউন হল (পাবলিক লাইব্রেরি মাঠ)

ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের আজকের চিত্র।দ্বীনি স্বকীয়তা ও আইডেন্টিটি রক্ষায়শিক্ষার্থীদের মাথা উঁচু করে দাঁড়ানোর প্রয়াস।বিশ্...
23/01/2024

ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের আজকের চিত্র।
দ্বীনি স্বকীয়তা ও আইডেন্টিটি রক্ষায়
শিক্ষার্থীদের মাথা উঁচু করে দাঁড়ানোর প্রয়াস।
বিশ্ববিদ্যালয়ের মেইন গেইটে শিক্ষার্থীদের অবস্থান।
©

রংপুর নগরীর বাস টার্মিনাল এলাকায় হলি ক্রিসেন্ট হসপিটালে হসপিটালের বিল ৪০ হাজার টাকার জন্য সদ্য জন্ম নেয়া এক নবজাতককে জোর...
21/01/2024

রংপুর নগরীর বাস টার্মিনাল এলাকায় হলি ক্রিসেন্ট হসপিটালে হসপিটালের বিল ৪০ হাজার টাকার জন্য সদ্য জন্ম নেয়া এক নবজাতককে জোরপূর্বক বিক্রি করতে বাধ্য করার পর ভুক্তভোগী মা লাবনী আক্তারের অভিযোগের প্রেক্ষিতে হসপিটালের মালিক পল্লী চিকিৎসক রনিসহ তিন জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।

ছবি: Sharier Mim

অংশুমান, রংপুর সেনানিবাস। ফটো ক্রেডিটঃ Sowmittraw Roy
21/01/2024

অংশুমান, রংপুর সেনানিবাস।

ফটো ক্রেডিটঃ Sowmittraw Roy

আজ জেলা প্রশাসন, নীলফামারী ও সিভিল সার্জন অফিস, নীলফামারী এর যৌথ উদ্যোগে মদিনা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ফারুক ...
19/01/2024

আজ জেলা প্রশাসন, নীলফামারী ও সিভিল সার্জন অফিস, নীলফামারী এর যৌথ উদ্যোগে মদিনা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ফারুক হোসেন রুবেল নামে একজন নিবন্ধন বিহীন ভুয়া ডাক্তারকে গ্রেফতার করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ মোতাবেক ফারুক হোসেন রুবেলকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও ০১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি মদিনা ডায়াগনস্টিক সেন্টার ০১ মাসের জন্য সিলগালা পূর্বক বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

17/01/2024

লালমনি এক্সপ্রেসের কেবিনের ভিতরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে রেলওয়ে এটেনডেন্ট আক্কাস আলী গ্রেফতার...⤵️

আজ হিলি ট্রেন ট্রাজেডি দিবস..১৯৯৫ সালের ১৩ জানুয়ারি আজকের এই দিনে দিনাজপুরের হিলি রেলষ্টেশনে ঘটেছিল এক হৃদয় বিদারক ট্রেন...
13/01/2024

আজ হিলি ট্রেন ট্রাজেডি দিবস..

১৯৯৫ সালের ১৩ জানুয়ারি আজকের এই দিনে দিনাজপুরের হিলি রেলষ্টেশনে ঘটেছিল এক হৃদয় বিদারক ট্রেন দূর্ঘটনা। আজ থেকে ২৯ বছর আগে সেদিনের দূর্ঘটনার কথা মনে হলে আজও গা শিউরে উঠে স্থানীয়দের।

স্থানীয়রা জানায়, ১৯৯৫ সালের ১৩ জানুয়ারী শুক্রবার রাত প্রায় সাড়ে ৯ টার দিকে হিলি রেলষ্টেশনের ১ নং লাইনে দাঁড়িয়েছিল গোয়ালন্দ-পার্বতীপুরগামী ৫১১ নং লোকাল ট্রেনটি। কর্তব্যরত ষ্টেশন মাষ্টার ও পয়েন্টম্যানের দায়িত্বহীনতার কারনে ১ নং লাইনে ঢুকে পড়ে সৈয়দপুর-খুলনাগামী ৭৪৮নং আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস। ভুল সংকেতের কারনে মুহুর্তেই দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে বিকট শব্দে ভারী হয়ে উঠে হিলির আকাশ বাতাস।

দুমড়ে মুচড়ে যায় লোকাল ট্রেনটির ইঞ্জিনসহ ৩ টি বগী। পরে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন, স্থানীয় রেলওয়ে একতা ক্লাবের সদস্যসহ স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে। বেসরকারী ভাবে নিহতের সংখ্যা শতাধিক হলেও সরকারী ভাবে ঘোষনা করা হয় ২৭ জন।

পরদিন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছুটে আসেন হিলিতে। ঘোষনা দেন আহত ও নিহত পরিবারকে ক্ষতিপুরণের।

এদিকে স্টেশনে প্রতি বছর হিলি রেলওয়ে একতা ক্লাবের উদ্যোগে দিনটিকে হিলি ট্রেন ট্রাজেডি দিবস হিসেবে নিহতদের স্মরনে বুকে কালো ব্যাজ ধারন, ট্রেন দূর্ঘটনা এড়াতে ট্রেনের গায়ে ব্যানার লাগানো হয়।

© সংগৃহীত, ফেরদৌস মাহমুদ গালিব!
বিউটিফুল দিনাজপুর / Beautiful Dinajpur

স্মৃতিতে কারমাইকেল? 😇ছবিঃ Himel Sharkar
12/01/2024

স্মৃতিতে কারমাইকেল? 😇

ছবিঃ Himel Sharkar

আসেন পরিচিত হই...হামার বাড়ি রংপুর আপনার??
11/01/2024

আসেন পরিচিত হই...

হামার বাড়ি রংপুর আপনার??

ফাইট্টা যায়
08/01/2024

ফাইট্টা যায়

"কেউ একজন নিশ্চয়ই নিজ হাতে ট্রেনের জানালায় পেট্রোল ছুড়ে মেরেছিলো? কেউ একজন নিশ্চয়ই সজ্ঞানে আগুনটা ধরিয়ে দিয়েছিলো? কেউ এক...
06/01/2024

"কেউ একজন নিশ্চয়ই নিজ হাতে ট্রেনের জানালায় পেট্রোল ছুড়ে মেরেছিলো? কেউ একজন নিশ্চয়ই সজ্ঞানে আগুনটা ধরিয়ে দিয়েছিলো? কেউ একজন নিশ্চয়ই অনেক পরিকল্পনা করে কাউকে দিয়ে কাজটা করিয়েছিলো? কোনো দলের হয়ে, কয়টা টাকার জন্য, কোনো একটা স্বার্থ হাসিলের জন্য কিংবা এমনিই।

বাড়ি ফিরছিলো ওরা। যেমন করে মাঝে মাঝেই ট্রেনে করে বাড়ি ফিরি আমরা সবাই। ব্যাগ ভর্তি কাপড় চোপড়, বুকের ওপর প্রিয় বাচ্চাটা, পাশের সিটে জীবনসঙ্গী। বাসা থেকে মা ফোন দিয়ে নিশ্চয়ই জিজ্ঞেস করেছিলো, "কদ্দূর আসছো?", ওরা উত্তর দিয়েছিলো, "এইতো কমলাপুর, একটু পরেই ট্রেন থেকে নামবো। ভাত খাবো এসে।"

মা ভাত নিয়ে অপেক্ষা করে আছে। ওরা পুড়ে কয়লা হয়ে গেছে।

ট্রেনের জানালা দিয়ে যে মানুষটার পোড়া মৃতদেহটা ঝুলে আছে, ওটাই বাংলাদেশ। এই মৃত্যু উপত্যকাই আমার দেশ ছিলো। মাঝে মাঝে ভুলে যাই। মাঝে মাঝেই মনে করিয়ে দেওয়া হয়।

আমরা আবার ভুলে যাবো, কাল বা পরশু নতুন ইস্যু এলেই ভুলে যাবো। শুধু ভুলতে পারবে না সেই মানুষটা, যে ভাত নিয়ে বসে রইলো, কিন্তু সেই ভাত খাওয়ার মানুষটা ট্রেনের জানালায় পোড়া লাশ হয়ে ঝুলে রইলো।"

~ 😔😔

রংপুরের (পীরগাছা) কৃতি সন্তান নূর আলম ভাইয়ের আরেকটা মাস্টার পিচ! আঁকা ছবি।"বাংলার রূপ "এ্যাক্রেলিক কালার পেইন্টিং সাইজ:৩...
05/01/2024

রংপুরের (পীরগাছা) কৃতি সন্তান নূর আলম ভাইয়ের আরেকটা মাস্টার পিচ! আঁকা ছবি।

"বাংলার রূপ "
এ্যাক্রেলিক কালার পেইন্টিং
সাইজ:৩০"×৪৮"
লোকেশন : নাটশালার চর, তাম্বুলপুর, পীরগাছা, রংপুর।

রংপুর সেনানিবাস 🔴🟢🔵ছবিঃ Arafat Haque Sifat
05/01/2024

রংপুর সেনানিবাস 🔴🟢🔵

ছবিঃ Arafat Haque Sifat

শীতলগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মিঠাপুকুর, রংপুর  ❤️ছবিঃ Merajul Islam
03/01/2024

শীতলগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মিঠাপুকুর, রংপুর ❤️

ছবিঃ Merajul Islam

শীতকালের মহিপুর তিস্তা 🌬️ ছবিঃ S M Mahfuj
02/01/2024

শীতকালের মহিপুর তিস্তা 🌬️

ছবিঃ S M Mahfuj

I ❤️ RANGPURবামনদিঘী ইকোপার্ক, তারাগঞ্জ, রংপুর ছবিঃ Sadia Afroz Luna
28/12/2023

I ❤️ RANGPUR

বামনদিঘী ইকোপার্ক, তারাগঞ্জ, রংপুর

ছবিঃ Sadia Afroz Luna

বদরগঞ্জ রেলওয়ে স্টেশন ☀️ ছবিঃ Taufik Hasan Nill
27/12/2023

বদরগঞ্জ রেলওয়ে স্টেশন ☀️

ছবিঃ Taufik Hasan Nill

~ রংপুরেই সম্ভবত বাংলাদেশের সবচেয়ে ছোট (৯ ফুট বাই ৫ ফুট) মসজিদ ~রংপুরের শ্যামপুর রেল স্টেশন থেকে তিন কিলোমিটার দূরে বদরগ...
22/12/2023

~ রংপুরেই সম্ভবত বাংলাদেশের সবচেয়ে ছোট (৯ ফুট বাই ৫ ফুট) মসজিদ ~

রংপুরের শ্যামপুর রেল স্টেশন থেকে তিন কিলোমিটার দূরে বদরগঞ্জ উপজেলার ১১ নং গোপালপুর ইউনিয়নের আখন্দপাড়ার এই মসজিদটিই সম্ভবত বাংলাদেশের সবচেয়ে ছোট মসজিদ । স্থানীয় ভাবে মসজিদটি এক গম্বুজ মসজিদ হিসেবে পরিচিত। মসজিদটি যখন দাঁড়িয়ে ছিল তখন তার মাপ ছিল ৯ ফুট বাই ৫ ফুট । একজন ইমামসহ সর্বোচ্চ তিনজন মুসল্লীসহ মোট চারজন পর্যন্ত নামাজ আদায় করতে পারতেন।

মসজিদটি এখন ধ্বংসপ্রায় । মসজিদের গম্বুজ তথা ছাদ বেয়ে বেড়ে ওঠা বটগাছের কারণে বয়সের ভারে ন্যুব্জ মসজিদটি ভেঙে চুরে শেষ চিহ্নটুকু হারিয়ে যাবার পথে । বাঁশঝাড় ও ঝোপ জঙ্গলে ঢেকে থাকায় বোঝারও উপায় নেই আদতে এখানে কি ছিল ।

ধ্বংসপ্রায় অবস্থায় দেখা যায় এতে তিনটা দরজা ছিল । দরজাগুলো খুব বেশি উঁচু নয়। ভেতরে ইমামের জন্য আলাদা কোন মিম্বার নেই । দরজার পাশে ও দেয়ালে কিছু দেয়াল নকশার দেখা মেলে এখনো। মসজিদে একটাই গম্বুজ ছিল এবং সেটা ছিল পুরো ছাদ জুড়ে । এখন সেই স্থান দখল করে বিরাট এক বটগাছ শেকড়-বাকর প্রোথিত করে মসজিদটি ধ্বংস করে বসে আছে ।

এই মসজিদ সংরক্ষণের কোন উদ্যোগ নেই । এখনো যেটুকু অবশিষ্ট আছে তা সংরক্ষণ করা হলে একটা ঐতিহাসিক নিদর্শন রক্ষা পেত ধ্বংসের হাত থেকে।

এ সম্পর্কে স্থানীয় কেউ কেউ মনে করেন মসজিদটি সম্রাট আকবরের শাসনামলে । কিন্তু আলোচ্য এক গম্বুজ মসজিদটির পলেস্তারের অবস্থা, লতা-পাতার কারুকার্য ইত্যাদি দেখে ধারণা করা যায় এটা সম্ভবত দুইশো থেকে তিনশো বছরের পুরনো । স্থানীয় ও রংপুরের ইতিহাস নিয়ে কাজ করেন এমন কয়েকজনের সাথে কথা বললে সকলেই ধারণা করেছেন এটাই দেশের সবচেয়ে ছোট মসজিদ।

তথ্য : লেখক ও গবেষক রানা মাসুদ ভাই।

শীতের রাত ১ টা - রংপুর 💜ছবিঃ Mohai Menur R.
22/12/2023

শীতের রাত ১ টা - রংপুর 💜

ছবিঃ Mohai Menur R.

সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর ছবিঃ মারইয়াম জামিলা
14/11/2023

সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর

ছবিঃ মারইয়াম জামিলা

চেনা শহর যেন অচেনা 🏙️ছবিঃ Jb jinat nur
27/06/2023

চেনা শহর যেন অচেনা 🏙️

ছবিঃ Jb jinat nur

চেকপোস্ট, রংপুর ছবিঃ Arafat Haque
25/06/2023

চেকপোস্ট, রংপুর

ছবিঃ Arafat Haque

বৃষ্টি ভেজা এ শহর ⛈️☔️ছবিঃ  Arafat Haque Sifat
11/06/2023

বৃষ্টি ভেজা এ শহর ⛈️☔️

ছবিঃ Arafat Haque Sifat

🙂
04/01/2023

🙂

30/11/2022

Ajob ekta family te thaki bhai jeikhane biyer jonno kokhono pressure e dey na.🙂

24/09/2022

Eh, Bi, Chi, Di, Ee, Ef, Ji, Eich, Ai, Lub, Yu, So, Much!! 🐸👀

23/09/2022

বেতন যত বেশি , বউ তত ফর্সা।🙂

18/09/2022

২০ টাকার মধ্যে গার্লফ্রেন্ড কে কি গিফট দেওয়া যায় ‌! অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি 😊

Address

Rangpur
Rangpur

Alerts

Be the first to know and let us send you an email when Our Rangpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share



You may also like