Asad Mahfuz - اسعد محفوظ

Asad Mahfuz - اسعد محفوظ digital content creator guideline

27/08/2024

পালাইছে রে পালাইছে
আনসার লীগ পালাইছে।
ধাওয়াইছে রে ধাওয়াইছে
ছাত্র জনতা ধাওয়াইছে

26/08/2024

গতকাল ওরা এসেছিল আনসার সেজে,আজকে এসেছে রিক্সাওয়ালা সেজে। কাল হয়তো আসবে ভিক্ষুক কিংবা হিজড়া সেজে৷
তবে আমরা প্রস্তুত আছি সব-সময়৷

26/08/2024

জাতির উদ্দেশ্যে এ যাবত কালের সুন্দর,সেরা, মার্জিত , সময়োপযোগী ভাষণ শুনলাম 🙏🏻

26/08/2024

যারা আসছেন তারা একটু নোয়াখালীর দিকে যান
নোয়াখালীর অবস্থা ভালো না।

26/08/2024

মুছাপুর সুইজ গেইট ভেঙ্গে গেছে!
নোয়াখালী 😰

25/08/2024

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
বন্যা কবলিত এলাকায় ত্রান দিতে গিয়ে ট্রাক উল্টে গিয়ে পাঁচজন নিহত😭 আল্লাহপাক জান্নাতের উচ্চ মাকাম দান করুক এবং পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন 🤲

24/08/2024

সেনাবাহিনী ১২ স্পীড বোট ও হেলিকপ্টার নিয়ে দ্রুত পরশুরাম ফুলগাজী আসছে স্যালুট বাংলাদেশ সেনাবাহিনী।
স্যালুট আপনাদের... 🫡🫡
বাংলাদেশ সেনাবাহিনী❤️🇧🇩

24/08/2024

কি লিখব? কি লেখা উচিৎ?

নিজেকে অসহায় মনে হচ্ছে।পরিচিতদের কাছে ইনশাআল্লাহ কিছু হাদীয়া পাঠাবো , ওনারা মাঠ পর্যায়ে কাজ করবে, তবে আমার কষ্ট লাগছে যতটুকুই করা হবে তা কি যথেষ্ট?? তবুও করতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু এখন না, পানি নেমে যাবার পর পর্যন্ত বন্যার্তদের পাশে থাকতে হবে। নৌকা, ঔষধ, বিশুদ্ধ পানি, শুকনা খাবার যে যেভাবে পারেন।

ব্যাপার না। আমরা জন্ম থেকেই সংগ্রাম করতে জানি, এবার ও করবো। আল্লাহ এ যাত্রায়ও আমাদের রক্ষা করবেন ইনশাল্লাহ🤲 দূর্যোগ ঘটে গেছে, এখন পুরো বাংলাদেশ মিলে তা মোকাবিলা করার সময়। বসে থাকার সুযোগ নেই, সবাই নিজের সাধ্যমতো এগিয়ে আসি।

24/08/2024

ভাই আমাদের ত্রাণ লাগবে না আমাদের স্পীড বোট আর ইঞ্জিনচালিত নৌকা লাগবে, না খেয়ে দুইদিনও থাকা যাবে, পানির নিচে ২ মিনিট থাকা যাবে না ভাই
-ফেনী থেকে এভাবেই বলছে মানুষ

24/08/2024

আজ রাত ও কাল ভারতীয় বাঁধের পানি ব্যপকভাবে বাংলাদেশে প্রবেশ করার আশংকা করছেন অনেকে। বাংলাদেশ সেনাবাহিনীসহ যারা উদ্ধার-কাজে ইতোমধ্যে তৎপর আছেন, আশা করি তাদের তৎপরতা সর্বোচ্চ জোরদার করবেন। সেই সাথে স্থানীয়ভাবে সবাইকে যার যার মতো উদ্ধার কাজে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।

স্থানীয় বিত্তবানদের প্রতি আহ্বান— আপনার পাকা ঘরে কাঁচা ঘরের প্রতিবেশীকে ঠাঁই দিন। ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে একে অপরের সাহায্যে এগিয়ে আসুন। মানবিক সংকটের মুহুর্তে ছোট ছোট সেক্রিফাইসগুলো হতে পারে মহান রবের সন্তোষ ও জান্নাত লাভের মাধ্যম।

মহান আল্লাহ আমাদের সহায় হোন।

24/08/2024

বাধ ভেঙ্গে গেছে বুড়বুড়িয়া, বুড়িচং, কুমিল্লা।
আল্লাহ 😢

24/08/2024

ওরা জুলাইয়ে ঝড়ানো #রক্তের দাগ আগষ্টের পানি দিয়ে ধুয়ে দিতে চায়৷
ওরা জানে না এই রক্তের দাগ ১৮ কোটি বাঙালির হৃদয়ে গেথে আছে৷
🇧🇩

24/08/2024

বিপদতো একদিন কেটেই যাবে ইনশাআল্লাহ, আমাদের ভালোবাসাগুলো সেদিন শক্তিশালী হয়ে জানিয়ে দেবে দেশের প্রয়োজনে আমরা এক এবং অভিন্ন।

আজ রাতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের পক্ষ থেকে কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের ঘরে ঘরে গিয়ে, প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আমরা পৌছে দিচ্ছি ।

কাজ চলমান থাকবে, দোয়া চাই সবার কাছে।

24/08/2024

আলহামদুলিল্লাহ।
যে ছেলেটাকে বলা হতো মাদ্রাসায় পড়ে কি করবি?
কি খাবি?কেমনে চলবি? আজ সেই ছেলেই গোটা দেশের মানুষের হাল ধরেছে। সে ছেলাটাই শাইখ আহমাদুল্লাহ..

24/08/2024

গোমতীর বেড়িবাঁধ অতিঝুঁকিপূর্ণ ঘোষণা; জারি করা হচ্ছে রেড অ্যালার্ট😓

24/08/2024

ছাড়বো না আমরাও!
---------------------
ভারতকে বলে দাও দিতে সব অধিকার
আমরা চিনি না ভাই- কে রাহুল! মোদী কার!
দেশকে দেব না যেতে ভারতের খাঁচাতে
আমরাই পারি আজ দেশটাকে বাঁচাতে।

হে ভারত! ভাই আমার, প্রতিবেশী দোস্তো!
কেন গিলে খেতে চাও আমাদের গোশতো?
প্রভু হতে চাও যদি ছাড়বো না আমরাও!
বিষদাঁত খুলে নেব, যদি বেশি কামড়াও।

আমাদের ছোট ভেবে বেশি যদি ঘাটবে
১৬ কোটি ডিনামাইট একসাথে ফাটবে।
চেতনার ভাঁজে ভাঁজে আগুনের ফুলকি
মধু খেতে এসে দেখো মো-মাছির 'হুল' কী!

খুঁচোখুঁচি উৎপাত কর সব বন্ধ
এই দেশে দিলে চোখ হয়ে যাবে অন্ধ
এই দেশ কালেমার শক্তিতে পূর্ণ
এখানে বাড়ালে হাত হয়ে যাবে চূর্ণ!

@
বই : নতুন ঝড়।
প্রথম প্রকাশ : সাপ্তাহিক লিখনী, ২০১৩
*
(বর্তমান প্রজন্মের আবেগ ও চেতনার এই কথাগুলো ২০১৩ সালেই লিখে দিয়েছিলাম। ৬৪ লাইনের দীর্ঘ কবিতা থেকে এখানে ১৬ লাইন মাত্র।)
Muhib Khan

24/08/2024

এর পরেও কি এই দেশের হুজুরদের অবদান ভুলে গিয়ে অস্বীকার করা সম্ভব।

24/08/2024

ভাই ফেনীতে আর বোর্ড আনা প্রোয়োজন নেই। পর্যাপ্ত বোর্ড আছে।

এখন খাবার আর মেডিসিন প্রোয়োজন।

24/08/2024

ফেনীর বিভিন্ন স্থানে মসজিদ-মাদ্রাসায় ইমাম শিক্ষক ছাত্রসহ অনেকে আটকা পড়ে আছে ওনাদের আশ্রয়স্থলে আনার জন্য খোঁজখবর নিতে হবে।

24/08/2024

পানি কমতে শুরু করেছে আখাউড়া ও কসবায়।
আলহামদুলিল্লাহ

24/08/2024

এই বিপদ ক্ষতির পরে হলেও কেটে যাবে ইনশাআল্লাহ!
কিন্তু ভারত কে তার প্রাপ্য বুঝিয়ে দিতে হবে।
মুনাফিক অপদার্থ ছাড়া কারো অন্তরে ভারতের প্রেম থাকতে পারেনা!

24/08/2024

৫০ হাজার টাকা সংগ্রহ করে একটা গাড়ি নিয়ে ৬ জনের টিম গিয়ে ৩০ হাজার টাকা ভাড়ায় খরচ করে ২০ হাজার টাকা ত্রাণ সহায়তা দেওয়ার বিষয়টা খুবই বিব্রতকর, কারণ এদেশে অসংখ্য ট্রাস্টেড জায়গা আছে টাকা দেওয়ার। সেগুলোতে দিয়ে দিলেই হয়। কিন্তু তা না করে এই বন্যাট্যুর খুবই বিরক্তিকর!

আর যদি যাওয়ার ই হয় যাওয়া-আসা থাকা-খাওয়া এগুলো নিজেদের টাকায় করলে ভালো হয়। না পারলে সংগ্রহকৃত টাকা গুলো কোন ট্রাস্টেড ফান্ড বা যারা অলরেডি ওখানে আছে ট্রাস্টেড তাদের দিয়ে দিলে ভাল হয়।

মনে রাখবেন, আপনার একজনের আসা-যাওয়া ও থাকা-খাওয়ার খরচ দিয়ে একটি পরিবারের খাবারের ব্যবস্থা হয়ে যাবে।
(সংগৃহিত)

24/08/2024

একটা সতর্কতামূলক পোস্ট
অনেক নামকরা ফাউন্ডেশন এবং প্রতিষ্ঠান যারা বন্যার জন্য ত্রাণ সংগ্রহ করছেন, কিছু প্রতার সেসব ফাউন্ডেশন এবং প্রতিষ্ঠানের ফেইসবুক পোস্টার হুবহু ঠিক রেখে ফোন নাম্বার পাল্টে দিচ্ছে ।
আপনারা সবাই অবশ্যই একটি বিশ্বস্ত জায়গায় সহায়তা করুন।
দয়া করে নিজে সতর্ক হোন, অন্যকেও সতর্ক করে দিন ।

24/08/2024
11/08/2024

আলহামদুলিল্লাহ!

স্বাধীন বাংলাদেশ 💞

Good Morning.....   Asad Ibna Mahfuz Asad Mahfuz - اسعد محفوظ  Asad Mahfuz @ফলোয়ার
12/07/2024

Good Morning.....

Asad Ibna Mahfuz Asad Mahfuz - اسعد محفوظ Asad Mahfuz @ফলোয়ার

10/07/2024

আলহামদুলিল্লাহ 💖

28/06/2024

Alhamdulillah

Address

Rajshahi Division

Alerts

Be the first to know and let us send you an email when Asad Mahfuz - اسعد محفوظ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share