Voice of Kawkhali-কাউখালীর কন্ঠ

Voice of Kawkhali-কাউখালীর কন্ঠ খবর প্রতিদিন, আপডেট নিউজ সবসময় সবার আগে।
(5)

ভান্ডারিয়া ও কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্স,পিরোজপুর।
04/06/2024

ভান্ডারিয়া ও কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্স,পিরোজপুর।

01/06/2024

ব্রিটিশ মিউজিয়ামে এখনো লেখা আছে,

Super Man of The World🌏
হযরত মুহাম্মদ (সাঃ)

সুত্রঃ যমুনা টেলিভিশন
01/06/2024

সুত্রঃ যমুনা টেলিভিশন

জনগণের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে জনগণের সেবা না করে আওয়ামী কর্তৃত্ববাদী সরকারের গোলামী করে সম্পদের পাহাড় গড়েছেন। অপকর্ম ...
01/06/2024

জনগণের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে জনগণের সেবা না করে আওয়ামী কর্তৃত্ববাদী সরকারের গোলামী করে সম্পদের পাহাড় গড়েছেন। অপকর্ম যা করেছেন। শেষ পরিনতি কি হয়েছে বা হচ্ছে? শেষ রক্ষা হবে তো? বর্তমানরা শিক্ষা নিবেন কি? কোনো দল বা গোষ্ঠীর দালালী নয় জনগন তথা রাষ্ট্রের সেবক হোন, জনগণ আপনাদের পাশে থাকবে।

এমনটাই বলছে সাধারণ মানুষ।

29/05/2024

আপনাদের রোমান্টিক সিনারি শেষ হইলে বন্যা কবলিত ঘর বাড়ি হারা উপকূল বাসির পাসে দাঁড়াইয়েন

29/05/2024

চট্টগ্রাম, কক্সবাজার,খুলনা, বরিশাল, নোয়াখালী, যশোর অঞ্চলের মানুষদের জন্য এমবি ও মিনিট ফ্রি গ্রামীণফোণের পক্ষ থেকে।

29/05/2024

আলহামদুলিল্লাহ ❤️
ফি'লি'স্তিন স্বাধীন দেশের স্বীকৃতি পেয়েছে 🇵🇸

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে লণ্ডভণ্ড উপকূলীয় এলাকা পিরোজপুরের ইন্দুরকানী; শত শত ঘর বাড়ি ও হাজার হাজার গাছপালা বিধ্বস্ত, ...
27/05/2024

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে লণ্ডভণ্ড উপকূলীয় এলাকা পিরোজপুরের ইন্দুরকানী; শত শত ঘর বাড়ি ও হাজার হাজার গাছপালা বিধ্বস্ত, জলোচ্ছ্বাসে কাচাপাকা রাস্তাঘাট, মাছের ঘের ও পানের বরজের ব্যাপক ক্ষয়ক্ষতি, পানির নিচে তলিয়ে গেছে উপজেলার সবগুলো নিম্নাচল। উপজেলার সব এলাকায় বিদ্যুৎ ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

20/05/2024

ডিগ্রি পাসের নিচে কেউ সাংবাদিক হতে
পারবে না, বাংলাদেশ প্রেস কাউন্সিলের
এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।

20/05/2024

কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে আবু সাঈদ মনু মিয়ার ঘোড়া মার্কার নির্বাচনী প্রচারণা।

14/05/2024

বোন, ফুফুরা পিতার ওয়ারিশ দাবি করলে খারাপ নজরে দেখা হয় তাদের মন্দ ভাবা হয়!
অথচ এটা তাদের হক আল্লাহ প্রদত্ত পাওনা।

"প্রজন্মের 'মা' ধ্বংসের মাষ্টার প্লান"ভার্সিটি পড়ুয়া মেয়েদের একটা অংশ দেহ ব্যবসা করছে। আরেকটা বড় অংশ প্রেমীকের সাথে রুমড...
12/05/2024

"প্রজন্মের 'মা' ধ্বংসের মাষ্টার প্লান"

ভার্সিটি পড়ুয়া মেয়েদের একটা অংশ দেহ ব্যবসা করছে। আরেকটা বড় অংশ প্রেমীকের সাথে রুমডেট, মেস, আবাসিক হোটেল, ডার্ক রেস্টুরেন্ট, হাইড আউট, পার্কে যাচ্ছে। আমার নিজের শহরে এরা সংক্রামক ব্যাধির মত ছড়িয়ে পড়েছে।

আমার এক বন্ধু পড়ালেখার পাশাপাশি আবাসিক এক হোটেলের ম্যানেজারের দায়িত্ব পালন করছে। ওর ডিউটি রাতে। বিশাল বড় হোটেলের কোনো রাতেই খুব একটা রুম ফাঁকা থাকেনা। ও বলছে, বন্ধু বেশিরভাগই ভার্সিটির স্টুডেন্ট। পার নাইট ১৫০০-৫০০০/- পর্যন্ত খরচ করে থাকছে এক রাতের স্বামী-স্ত্রীর মত। বলছে, বেশির ভাগই তো মুখে হিজাব পড়ে আসে,তারপরও যখন আমি ক্যামপাসে যাই তখন অনেকে আমাকে দেখে মুখ ঢেকে চলে যায়। একটা হোটেলের তথ্য, অথচ অসংখ্য হোটেল শহরে!

আরেকটা অংশ ভার্সিটির খরচসহ লাক্সারিয়াস লাইফ পার করতে এটাকে ব্যবসা হিসেবে নিয়েছে। একটা চক্র দালালের ভূমিকায় কন্টাক্ট করে দেয়। এরকম একজনকে চিনি, আমার কলেজের সিনিয়র যিনি মেসের ছেলেদেরকে চড়া সুদে টাকা ধার দেওয়ার পাশাপাশি কমিশন সিস্টেমে এই দু'নাম্বারি বিজনেস করেন। প্রশাসনের সাথেও এদের কানেকশন শক্তিশালী। যেকারণে হুট করে এদের বিরুদ্ধে দাড়িয়ে টিকে থাকা কঠিন!

জি আমার প্রিয় অভিভাবকেরা এই হচ্ছে আমার বোন। অর্থাৎ, আপনাদের মেয়েদের অবস্থা! পুরো রমরমা ক্যারিয়ার বানাতে যে পাঠিয়েছেন তার যথাযথ অর্জন করেই আপনার ঘরে ফিরবে।

অনার্সের বয়সটা এমন যে, কনজারভেটিভ পরিবার থেকে উঠে আসা মেয়েটা ছেলেদের সাথে দীর্ঘ সময় উঠাবসা করে। আর এই বয়সের ছেলেদের তেমন ভয় থাকেনা। তাই এরা নিঃসংকোচে গোপন কথাবার্তা মেয়ে বন্ধুকে ট্রিট করে বলে। এসব শুনতে শুনতে এক সময় মেয়েদের লজ্জা কমে যায়। আর জৈবিক চাহিদা যেহেতু নারী-পুরুষের সব চেয়ে তীব্র ও বড় মাপের চাহিদা তাই ভয়হীন ছেলে আর লজ্জাহীন নারীর জন্য এটা সহজ হয়ে যায়। তাই অবাধে চলছে আপনার মেয়ের যৌন প্রেম অথবা রমরমা যৌন ব্যবসা।

এখানে বড় পরিতাপের বিষয় হচ্ছে, এই মেয়েগুলো তো সারাজীবন আর এভাবে চলতে পারেনা। ভার্সিটি শেষে একটা পর্যায়ে এদেরই কেউ না কেউ আপনার আমার ঘরে স্ত্রী হিসেবে আসছে। এবং লজ্জাহীন এই নারী তখন স্বামীকে মমতা, প্রেম, তীব্র আবেগানুভূতি দিতে পারেনা। পারেনা সন্তানকে নৈতিকতার শিক্ষা দিতে। এভাবেই প্রজন্মের মায়েরা ধ্বংস হচ্ছে।

মা হলো সন্তানের জন্য বড় শিক্ষক, এই মা-ই যদি নির্লজ্জ বেহায়াপনা করে তার সন্তান তার থেকে এটাই শিখবে।

এখন অভিভাবক হিসেবে কি আপনি চান ভার্সিটি ক্যারিয়ারের নামে আপনার কলিজার টুকরো মেয়েটা এভাবে নিজের ইজ্জত বিলিয়ে দিক? অনেকে বলছে বিকল্প অপশন কি?
বিকল্প অনেক আছে, কিন্তু আপনার পুঁজিবাদী মস্তিষ্ক বিকল্প দেখতে পায়না, দেখিয়ে দিলেও মানতে পারেনা। কারণ আপনার চাহিদা বস্ত্রহীন, লজ্জাহীন, ইজ্জতহীন রং মাখানো ক্যারিয়ার।

© সংগৃহীত

#পোস্টটির জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি।।

স্যালাইনকে শরবত বা জুস ভাবা বন্ধ করুন  এবং অবশ্যই ঔষধ মনে করুন।  আজকে সোনাগাজীতে ২১ বছর বয়সের একজন ছেলের রক্তে সোডিয়াম ল...
27/04/2024

স্যালাইনকে শরবত বা জুস ভাবা বন্ধ করুন এবং অবশ্যই ঔষধ মনে করুন।

আজকে সোনাগাজীতে ২১ বছর বয়সের একজন ছেলের রক্তে সোডিয়াম লবণ পেয়েছি ১৬০ (স্বাভাবিক হল ১৩৫ -১৪৫ )। তার ইতিহাস থেকে জানলাম পড়শু দিন গরম বেশি লাগায় সে ৩ টি স্যালাইন একসাথে মিশিয়ে এক গ্লাসে খেয়েছে। এরপর থেকে তার অস্থিরতা , মাংস ব্যথা ,মাথা ঘুরানো এবং তীব্র বমি ভাব হচ্ছে।
জটিলতায় চরম পর্যায়ে ব্রেইন কোমায় যেতে পারে , অতঃপর মৃত্যু । মৃত্যুর কারণ কেউ জানবেনা , বলবে কিভাবে কিভাবে যেন মরে গেল!!!!

কি করতে হবে ?
স্যালাইন খেতে হলে অবশ্যই ৫০০ মিলি পানিতে একটি স্যালাইন মিশিয়ে খেতে হবে।

ডাঃ তানভীর মাহমুদ তৌহিদ

23/04/2024

ন্যাশনাল ব্যাংক, পদ্মা ব্যাংক,
বেসিক ব্যাংক, বিডিবিএল ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে।

22/04/2024

কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের তালিকা:

উপজেলা চেয়ারম্যান: ০৫ জন

১। বিশ্বজিৎ পাল
২। আবু সাঈদ মিঞা মনু
৩। আবদুস শহীদ
৪। ফরিদুল ইসলাম পারভেজ
৫। মনিরুজ্জামান তালুকদার পল্টন

ভাইস-চেয়ারম্যান : ০৫ জন
১। বিপুল বরণ ঘোষ
২। পার্থ প্রতিম সমাদ্দার
৩! মৃদুল আহমেদ সুমন
৪। শামীম হোসেন
৫। মোঃ মাসুম বিল্লাহ

ভাইস চেয়ারম্যান (মহিলা):০২ জন
১। সীমা আক্তার
২।ফাতেমা ইয়াসমিন পপি

গাছ কাটিয়া ফার্নিচার বানিয়াছি। রাস্তার ধারের বহু গাছ কাটিয়াছি রাস্তা চওড়া করিবার জন্য। বহু বাড়ি বানাইয়াছি ভাড়া দিবার জন্...
21/04/2024

গাছ কাটিয়া ফার্নিচার বানিয়াছি। রাস্তার ধারের বহু গাছ কাটিয়াছি রাস্তা চওড়া করিবার জন্য। বহু বাড়ি বানাইয়াছি ভাড়া দিবার জন্য। এখন বাড়ি ভাড়া পাই আর বসিয়া বসিয়া খাই।

ভালোই আছি কিন্তু ইদানীং তাপমাত্রা বাড়িয়া যাইতেছে। অবশ্য এসি লাগাইয়া তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখিতে পারিবো কিন্তু আবহাওয়া বিজ্ঞানীরা বলিতেছে এদেশের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস হইয়া যাইবে। আমরা হয়তো সেন্টু গেঞ্জি পড়িয়া, লুঙ্গি খুলিয়া দিন পার করিতে পারিবো কিন্তু আমাদের সন্তানরা কি করিবে?

৫০ ডিগ্রির তাপমাত্রা তো এসিতে কমাইতে পারিবে না। তাছাড়া এসি কিনিতে যাইয়া তো তারা চাল-ডাল কিনিতে পারিবে না। কারন ৫০ ডিগ্রি তাপমাত্রায় ধান চাষ করিবে কিভাবে?
তাছাড়া ধান গাছ তো পুড়িয়া যাইবে!

মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, তারাতো ঠিকমতো কথাই বলতে জানেনা"............ রবীন্দ্রনাথ।❓বিপরীতে যাঁর দানকৃত ৬০০...
20/04/2024

মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, তারাতো ঠিকমতো কথাই বলতে জানেনা"............ রবীন্দ্রনাথ।

বিপরীতে যাঁর দানকৃত ৬০০ একর জমির উপর আজকের

📌 ঢাকা বিশ্ববিদ্যালয়,
📌 ঢাকা মেডিকেল কলেজ,
📌 বুয়েটের মতো

দেশের নামকরা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে আছে, সেই শ্রদ্ধেয় স্যার সলিমুল্লাহ সাহেবের মৃত্যুবার্ষিকীতে এইসব প্রতিষ্ঠানে কোন আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

অন্যদিকে তৎকালীন সময়ে কবি র-বীন্দ্রনাথ ঠাকুরের বাঙালি বিদ্বেষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিরোধীতার কথা কমবেশি সবারই জানা। রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় শুধু কঠোরভাবে বিরোধিতা করেই ক্ষান্ত হননি বরং তিনি ব্রিটিশদের সাথে রীতিমতো দেন-দরবার করেছিলেন যাতে ঢাকায় বিশ্ববিদ্যালয় না করা হয়। সেসময় র-বীন্দ্রনাথ এক অনুষ্ঠানে দাম্ভিকতার সাথে বলেছিলেন “মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, তারাতো ঠিকমতো কথাই বলতে জানেনা!” অন্যত্র এক অনুষ্ঠানে এদেশের মানুষকে তীব্রভাবে কটাক্ষ করে রবী ঠাকুর বলেছিলেন “সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালী করে মানুষ করোনি”। অথচ সেই র-বীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, মৃত্যুদিন, সাহিত্য উৎসবসহ আরো অনেক আয়োজন ধুমধামের সাথে পালন করা হয়।

আর যে বঙ্গসন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রূপকার সেই নবাব স্যার সলিমুল্লাহকে আজকের শিক্ষার্থীদের অনেকেই চেনাতো দূরের কথা নামটাও জানেনা। আমরা এতোটা অকৃতজ্ঞ যে বলতেও লজ্জা লাগে!

মুক্তিযুদ্ধের ইতিহাস জানানোর সাথে সাথে এইসব ইতিহাস ও জানাতে হবে নতুন প্রজন্ম কে..!!

18/04/2024

এই মুহূর্তে গাবখান সেতুর টোল উঠায়ে দেয়া হোক, ২৪ বছর ধরে টোল দিচ্ছি।

17/04/2024

ঝালকাঠির গাবখান সেতুর টোল প্লাজায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১২!

একজন হিন্দু অনিতা চক্রবর্তি তার ফেসবুক আইডিতে লিখেছে"বৈশাখী সংস্কৃতি কোন মুসলমান পালন করতে পারে না" বৈশাখী সংস্কৃতি শুধু...
14/04/2024

একজন হিন্দু অনিতা চক্রবর্তি তার ফেসবুক আইডিতে লিখেছে
"বৈশাখী সংস্কৃতি কোন মুসলমান পালন করতে পারে না"

বৈশাখী সংস্কৃতি শুধু সনাতন ধর্মাবলম্বীদের জন্য পালন করা একটি আনন্দের কথা।।
মুসলিমদের কেন?
মুসলিমদের সংস্কৃতি শুধু রবিউল আওয়াল মাসে পালন করবেন। আরবি সন হিসেবে।। এটা হোক আপনাদের আনন্দ উল্লাসের দিন।বৈশাখীর শুভাযাত্র মিছিলে প্রথম সারিতে খেয়াল করে দেখবেন দেব দেবীর ছবিসহ
মিছিল করা হয়।।এটা হিন্দুদের প্রতিমা। আপনি একজন নামাজ পড়ুয়া কোরআন পড়ুয়া বিবেকবান বুদ্ধিমান মানুষ যদি হিন্দু ধর্মের সংস্কৃতিতে বিশ্বাসী ও পালন করেন" তাহলে আমার আব্বু সুনিল চক্রবর্তী ও
আপনার মাঝে তফাৎ কোথায়?

এছাড়া অনেক মুসলিম ভাই বোনদের দেখেছি বোরকা কিনবা পাঞ্জাবি পড়ে বিভিন্ন পুজায় অংশ গ্রহন করতে।।
কেন? কেন যাবেন?
আপনার ধর্মীয় মিলাদ মাহফিল ওয়াজ মাহফিল তাফসির মাহফিলে কতজন হিন্দু এটেন্ট করে?
পারবেন কোন জবাব দিতেন? পারবেন না।।

পরিশেষে বলছি যারা শ্লোগান দেন ধর্ম যারযার উৎসব সবার।
এটা একটা ধুকাবাজি শ্লোগান।
ধর্ম যার যার
উৎসব যার যার

#অনিতা_চক্রবর্তির ফেসবুক আইডি থেকে।

06/04/2024

অভিযোগ জানাতে গিয়ে দেখা গেলো বিদ্যুৎ অফিসেই বিদ্যুৎ নাই 🫣

06/04/2024

গ্রামিনফোন ব্যবহার কারিদের জন্য সতর্কতা :

আপনার সিম এ ব্যালেন্স থাকা অবস্থায় মেয়াদ শেষ হয়ে গেলে এবং আরো ৩০ দিন অতিবাহিত হয়ে গেলে তাদের ভাষায় সিমটি রিফ্রেস হয়ে যাবে।

যার অর্থ আপনার সিম এ ৫০০/১০০০ যত টাকাই থাকুক না কেন সব টাকা কেটে নেয়া হবে।

এত বড় একটি বিষয় তারা গ্রাহকদের জানানোর প্রয়োজন মনে করে নাই। লাইভ চ্যাট এ জানতে চাইলে তারা লাইন টি কেটে দেয়।

বর্তমানে জিপি রে ২০ টাকা রিচার্জ এ মেয়াদ ১০ দিন। তাই আপনার ১ মাস মেয়াদ এর জন্য অবশ্যই প্রতি মাসে নুন্যতম ৬০ টাকা রিচার্জ করতেই হবে, না হলে আপনার যা আছে সব নাই হয়ে যাবে।

01/04/2024
পুরুষ খরচ করে তার পরিবারের জন্যই আর নারী বিলাসিতার জন্য।
01/04/2024

পুরুষ খরচ করে তার পরিবারের জন্যই
আর নারী বিলাসিতার জন্য।

কিছু কিছু বাইকার মোটরসাইকেল উঠলে মনে করেন তিনি রাস্তার রাজা বাকি সবাই প্রজা জ্ঞানশূন্যভাবে রাস্তায় যেভাবে গাড়ি চালায় ...
01/04/2024

কিছু কিছু বাইকার মোটরসাইকেল উঠলে মনে করেন তিনি রাস্তার রাজা বাকি সবাই প্রজা জ্ঞানশূন্যভাবে রাস্তায় যেভাবে গাড়ি চালায় মাঝে মাঝে আমি নিজেই ভয় পাই এরকম আমার গাড়ির সামনে একাধিকবার পড়েছে দুই একজন আমার গাড়ির গতি স্লো ছিলো বিদায় আল্লাহর রহমতে বেঁচে গেছে। নচেত তো এরকম ঘটনাই ঘটতে পারতো আল্লাহ মাফ করুন সবাইকে। আমাদের উচিত সন্তানদেরকে বাইক কিনে না দেওয়া।
অন্যের সন্তানকে কি বলবো আমার নিজের সন্তানই তো আজকে তিন চার বছর যাবৎ আমাকে পেইন দিতেছে বাইক কেনার জন্য কিন্তু আমি এখনো শক্তভাবে না বলতেছি তার কারণ হলো এটাই।

কত স্পিড হইলে এ ধরনের এক্সিডেন্ট হতে পারে। ধারণা করা যায়, আজকে বিকেলে আমাদের বেকুটিয়া ব্রিজে এক্সিডেন্ট, বাইক চালক নিহত ১ ।

31/03/2024

মাথা পিছু বৈদেশিক ঋণ ৬৩ হাজার ১৮৭ টাকা।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ রেকর্ডে সিলেটে শিলা বৃষ্টি হয়েছে অসংখ্য মানুষের টিনের ঘরের টিন ছিদ্র হয়ে গেছে। পাশাপাশি রাস্তায় থা...
31/03/2024

সর্বকালের সর্বশ্রেষ্ঠ রেকর্ডে সিলেটে শিলা বৃষ্টি হয়েছে অসংখ্য মানুষের টিনের ঘরের টিন ছিদ্র হয়ে গেছে।

পাশাপাশি রাস্তায় থাকা মানুষ অনেক জখম হয়েছে ও রাস্তায় থাকা গাড়ি গুলো ও ভিন্ন বাসা বাড়ির Glass ভেঙে গেছে।

অনেক এর মাথার অবস্থা এমন।

কোনো ছাত্রকে হেনস্তা করার সহজ রাস্তা হচ্ছে শিবির ট্যাগ লাগানো। শিবির হতে হিন্দু মুসলিম হওয়া লাগে না ভাই! তাদের বিপক্ষে ক...
30/03/2024

কোনো ছাত্রকে হেনস্তা করার সহজ রাস্তা হচ্ছে শিবির ট্যাগ লাগানো। শিবির হতে হিন্দু মুসলিম হওয়া লাগে না ভাই! তাদের বিপক্ষে কথা গেলেই সে শিবির! 😊 বাংলাদেশ হিন্দু ছাত্রশিবিরের
জন্য শুভকামনা রইল 🤭

30/03/2024

বাংলাদেশে যে পরিমান সাংবাদিক আছে, পৃথিবীর অনেক দেশে এতো জনসংখ্যাও নাই!

Address

Kawkhali Pirojpur
Pirojpur
5210

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Kawkhali-কাউখালীর কন্ঠ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice of Kawkhali-কাউখালীর কন্ঠ:

Videos

Share

Nearby media companies


Other News & Media Websites in Pirojpur

Show All