কলঙ্ক

কলঙ্ক আল্লাহ ইসলামের জন্য কবুল করুন

21/09/2022

১। Internet আবিষ্কৃত হয় 1969 সালে।
২। Email আবিষ্কৃত হয় 1971 সালে।
৩। Hotmail আবিষ্কৃত হয় 1996 সালে।
৪। Google আবিষ্কৃত হয় 1998 সালে।
৫। Facebook আবিষ্কৃত হয় 2004 সালে।
৬। Youtube আবিষ্কৃত হয় 2005 সালে।
৭। Twitter আবিষ্কৃত হয় 2006 সালে।
৮। বিশ্বে ইন্টারনেট চালু হয় ১৯৬৯সালে
৯। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয়
১৯৯৩ সালে।
১০। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার
জন্য উন্মুক্ত হয় ১৯৯৬ সালে।
১১। বাংলাদেশে 3g চালু হয় 14
OCTOBER,2012।
১২। বাংলাদেশে স্থাপিত প্রথম
কম্পিউটার "IBM-1620 ‘ যা স্থাপিত হয়
বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে ১৯৬৪
সালে।
১৩। ২১মে ২০০৬ সালে কক্সবাজারের
ঝিলংজা-তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের
মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে
যুক্ত হয়।
১৪। বাংলাদেশর বিজ্ঞানীরা
প্রথমাবারের মতো ‘জীবনরহস্য‘ উন্মোচন
করেছেন মহিষের।
১৫। ২০১৩সালে দেশি পাটের জীবন রহস্য
উন্মোচনে নেতৃত্ব দেন ড মাকসুদুল আলম।
১৬। ১৯৮১ এপসন কোম্পানি সর্বপ্রথম
ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন তার
নামঅসবর্ন-১।
১৭। বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি
অবস্থিতযুক্তরাষ্ট্রের আটলান্টায়।
১৮। বাংলা সামাজিক মাধ্যম ‘‘বেশত‘‘ চালু
হয় ২৮ ফ্রেব্রু ২০১৩।
১৯। বাংলাদেশের ‘টেলিফোন শিল্প
সংস্থা লিমিটেড(টেশিস) কর্তৃক তৈরী
প্রথম ল্যাপটপ --এর নামদোয়েল।
২০। জাতিসংঘ রেডিও বাংলা যাত্রা শুরু
করে ২১ ফ্রেব্রু:২০১৩।
২১। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্চিন
‘‘পিপীলিকা‘‘ উদ্ধোধন করা হয় ১৩এপ্রিল,
২০১৩।
২২। বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট
‘‘ওয়াইম্যাক্স‘ চালু হয় >>June,2009, Banglalion।
২৩। বাংলাদেশে কবে , কোথায় সাইবার
ক্যাফে চালু হয় ১৯৯৯ সালে,বনানীতে।
২৪। বাংলাদেশের প্রথম মোবাইল ফোন
কোম্পানীর সিটিসেল ডিজিটাল, ১৯৯৩
সাল।
২৫। বাংলাদেশে প্রথম ডিজিটাল
টেলিফোন ব্যবস্থা চালূ হয় ৪ জানুয়ারী,
১৯৯০।
২৬। বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন
চালূ হয় ১৯৯২ সালে।
২৭। প্রথম ডিজিটার জেলা যশোর।
২৮। প্রথম ওয়াই ফাই নগর সিলেট।
২৯। সাইবার সিটি সিলেট।
৩০। প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ
মিঠাপুকুর ,রংপুর।
=> GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable
Format
=> BMP এর পূর্ণরূপ — Bitmap
=> JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert
Group
=> PNG এর পূর্ণরূপ — Portable Network
=> Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity
=> HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer
Protocol
=> HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer
Protocol Secure
=> URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator
=> IP এর পূর্ণরূপ— Internet Protocol
=> VIRUS এর পূর্ণরূপ — Vital Information
Resource Under Seized
=> UMTS এর পূর্ণরূপ — Universal Mobile
Telecommunication System
=> RTS এর পূর্ণরূপ — Real Time Streaming
=> AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
=> SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File
=> AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate Codec
=> JAD এর পূর্ণরূপ — Java Application Descriptor
=> JAR এর পূর্ণরূপ — Java Archive
=> MP3 এর পূর্ণরূপ — MPEG player lll
=> 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation
Partnership Project
=> 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
=> MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file
=> SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module
=> 3G এর পূর্ণরূপ — 3rd Generation
=> GSM এর পূর্ণরূপ — Global System for Mobile
Communication
=> CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple
Access
=> AAC এর পূর্ণরূপ — Advanced Audio Coding
=> SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash
=> WMV এর পূর্ণরূপ — Windows Media Video
=> WMA এর পূর্ণরূপ — Windows Media Audio
=> WAV এর পূর্ণরূপ — Waveform Audio
1) GOOGLE : Global Organization Of Oriented
Group Language Of Earth
2) YAHOO : Yet Another Hierarchical Officious
Oracle
3) WINDOW : Wide Interactive Network
Development for Office work Solution
4) COMPUTER : Common Oriented Machine
Particularly United and used under Technical and
Educational Research
5) VIRUS : Vital Information Resources Under
Siege
6) UMTS : Universal Mobile Telecommunications
System
7) AMOLED: Active-matrix organic light-emitting
diode

★OLED : Organic light-emitting diode
9) IMEI: International Mobile Equipment Identity
10) ESN: Electronic Serial Number
11) UPS: uninterrupted power supply
12) HDMI: High-Definition Multimedia Interface
13) VPN: virtual private network
14) APN: Access Point Name
15) SIM: Subscriber Identity Module
16) LED: Light emitting diode
17) DLNA: Digital Living Network Alliance
18) RAM: Random access memory
19) ROM: Read only memory
20) VGA: Video Graphics Array
21) QVGA: Quarter Video Graphics Array
22) WVGA: Wide video graphics array
23) WXGA: Wide screen Extended Graphics Array
24) USB: Universal serial Bus
25) WLAN: Wireless Local Area Network
26) PPI: Pixels Per Inch
27) LCD: Liquid Crystal Display
28) HSDPA: High speed down-link packet access
29) HSUPA: High-Speed Uplink Packet Access
30) HSPA: High Speed Packet Access.

বন সংরক্ষকের দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় এর আওতাধীন বন সংরক্ষকের দপ্তর এর একটি নিয়োগ বি...
13/09/2022

বন সংরক্ষকের দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয় এর আওতাধীন বন সংরক্ষকের দপ্তর এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন সংরক্ষকের দপ্তর এর জন্য ফরেস্ট গার্ড পদে ভোলা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে যোগ্যতার ভিত্তিতে ডাকযোগে/ সরাসরি আবেদনপত্র আহবান করা হচ্ছে।

✒নিয়োগ বিজ্ঞপ্তির সারসংক্ষেপ

প্রতিষ্ঠানের নামঃ বন সংরক্ষকের দপ্তর
পদ সংখ্যাঃ ২২ টি
আবেদন প্রক্রিয়াঃ ডাকযোগে/ সরাসরি
অফিশিয়াল ওয়েবসাইটঃ bforest.gov.bd
আবেদন শুরুঃ ৮ জুন ২০২২
আবেদনের শেষ তারিখঃ ১৮ জুলাই ২০২২

✒নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ

১। পদের নামঃ ফরেস্ট গার্ড
পদ সংখ্যাঃ ২২ টি
বেতনঃ ৯০০০-২১৮০০ টাকা
গ্রেডঃ ১৭
যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক/ সমমানের ডিগ্রী।

✒প্রার্থীর বয়স
আবেদনকারী প্রার্থীর বয়স ১ জুন ২০২২ তারিখে ১৮-৩০ এর মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযুদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীর জন্য বয়স ১৮-৩২ বছর।

✒আবেদন ফি
আবেদন ফি বাবদ প্রার্থীকে বন সংরক্ষক, পোস্টাল সার্কেল, কাশিপুর, বরিশাল এর অনুকূলে ১০০ টাকার ব্যাংক ড্রাফট/ পে অর্ডার জমা দিতে হবে অথবা ট্রেজারী চালানের মাধ্যমে প্রতিটি পদের জন্য ১০০ টাকা বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংক এর যে কোন শাখায় জমা দিয়ে চালানের মূল কপি আবেদন পত্রের সাথে যুক্ত করতে হবে।

✒আবেদন করার পদ্ধতি

প্রার্থীকে সরাসরি/ ডাকযোগে আবেদন করতে হবে। আবেদন করার জন্য বন অধিদপ্তরের ওয়েবসাইট হতে নির্ধারিত চাকরির আবেদন ফর্ম ডাউনলোড করে আবেদন করতে হবে। এছাড়াও বন সংরক্ষক, পোস্টাল সার্কেল, কাশিপুর, বরিশাল এর সংস্থাপন শাখা হতে অফিস চলাকালীন সময়ে আবেদন ফরম সংগ্রহ করা যাবে।

আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের ফটোকপি, জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন সনদের অনুলিপি, ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সংযুক্ত করে দিতে হবে।

আবেদন পত্রের সাথে নিজ নাম, ঠিকানা সংবলিত ১০ টাকার ডাকটিকিট লাগানো একটি ফেরত খাম যুক্ত করতে হবে। আবেদনপত্র টি বন সংরক্ষক, পোস্টাল সার্কেল, কাশিপুর, বরিশাল এর ঠিকানায় বরাবর প্রেরণ করতে হবে।

NSI job news 2022এন এস আই( NSI)    চাকরির বিজ্ঞপ্তি 2022আপনি কি ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এনএসআই.  ( NSI)  সার্কুল...
09/09/2022

NSI job news 2022

এন এস আই( NSI) চাকরির বিজ্ঞপ্তি 2022

আপনি কি ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এনএসআই. ( NSI) সার্কুলার 2022 খুঁজছেন? আপনি যদি চান বা আপনি যদি চাকরি প্রার্থী হন, তাহলে আপনি আমাদের page a সঠিক সরকারি চাকরির পোস্টে এসেছেন। এই NSI চাকরির সার্কুলার 2022 আপনার জন্য আমাদের page a প্রকাশিত হয়েছে।

ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এনএসআই চাকরির বিজ্ঞপ্তি 2022 ইমেজ অনুযায়ী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই. গাড়ি চালকের চাকরির পোস্টে 46 জনকে যুক্ত করবে। ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এনএসআই জব কার ড্রাইভারের চাকরি প্রার্থীর জন্য একটি বড় সুযোগ রয়েছে। আপনি যদি গাড়ি চালনা বা আগ্রহী গাড়ি চালনার চাকরি পছন্দ করেন তবে আপনাকে এই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা NSI চাকরির জন্য আবেদন করতে হবে।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই চাকরির শিক্ষাগত যোগ্যতা জেএসসি পাস। বাংলাদেশের সকল যোগ্য ব্যক্তিরা এই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা চাকরির জন্য আবেদন করতে পারেন। ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এনএসআই চাকরি হল সেরা সরকারের একটি, তাই, আপনি যদি যোগ্য হন, তাহলে এই সরকারি চাকরির সুযোগকে ভুল করবেন না।

ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স
এন এস আই ( NSI) জব সার্কুলার 2022 আবেদন শুরু হবে 27 সেপ্টেম্বর 2022 এবং শেষ হবে 10 অক্টোবর 2022 এ। আপনাকে চাকরির আবেদনের সময়সীমার আগে আপনার NSI চাকরির সার্কুলার 2022 আবেদন পাঠাতে হবে। আপনার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা চাকরির সার্কুলার 2022 আবেদন পাঠানোর আগে অনুগ্রহ করে সম্পূর্ণ জাতীয় নিরাপোত্তা গয়েন্দা গানের চাকরির বিজ্ঞপ্তি 2022 তথ্য পড়ুন।


#( NSI)

বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন করুন । Join Bangladesh Air Force  👇👇         https://joinairforce.baf.mil.bd/applyবাংলার আ...
02/09/2022

বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন করুন ।
Join Bangladesh Air Force 👇👇
https://joinairforce.baf.mil.bd/apply

বাংলার আকাশ রাখিব মুক্ত’ এই স্লোগানে নিয়ে দেশ রক্ষায় কাজ করে যাচ্ছে বাংলাদেশ বিমানবাহিনী। আকাশে উড়ে বেড়ানো, রোমাঞ্চকর জীবন, সম্মান, দেশ সেবা, আর্থিক সচ্ছলতা, দেশের স্বার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সচ্ছল জীবন ও আকর্ষণীয় সুযোগ সুবিধা পেতে পারেন বাংলাদেশ বিমানবাহিনীতে যোগ দিয়ে। বিমান সেনা পদে নিয়োগের জন্য বিস্তারিত

বিমানবাহিনীতে বিমানসেনাদের ট্রেড ভিত্তিক কাজ :

#টেকনিক্যাল: এই ট্রেড এর মধ্যে বিভিন্ন ভাগ থাকে,
যেমন,,
১।এয়ারফ্রেম ফিটার,
২। ইঞ্জিন ফিটার,
৩।ইন্সট্রুমেন্ট ফিটার,
৪।রেডিও ফিটার,
৫।আর্মেন্ট ফিটার,
৬।জেনারেল ইঞ্জিনিয়ারিং,
৭।গ্রাউন্ড সিগন্যালিং,
৮।রাডার অপারেটর,
৯।এয়ার ট্র্যাফিক নিয়ন্ত্রণ সহকারী,
১০।আবহাওয়া সহকারী এবং
১১।লজিস্টিক সহকারী বাণিজ্য। বিমান এর সকল ইঞ্জিনিয়ারিং কাজ গুলো সম্পন্ন করে থাকে টেকনিক্যাল ট্রেড এর বিমান সেনারা।

#নন-টেকনিক্যাল: কথার মধ্যেই কিন্তু বুঝা যাচ্ছে এদের কাজ কি ;

১। অফিসিয়াল কাজ
২। এয়ারক্রু
৩। ফটোগ্রাফি, ক্যাটারিং ইত্যাদি কাজ গুলো করে থাকেন এই ট্রেড এর বিমান সেনারা

(মেকানিকাল ট্রান্সপোর্ট অপারেটর) এই ট্রেড এর কাজ গুলো বাহিনীর সকল বাস,মাইক্রো, কার্গো সহ সকল পরিবহন এর মেকানিকাল ও ইঞ্জিনিয়ারিং সাইট গুলো দেখা শুনা এন্ড সেই পরিবহন এর ড্রাইভিং করা

#মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট: (সহকারী ডাক্তার) বিমান বাহিনী এর বিভিন্ন ইউনিট বা বেজ এ সহকারী ডাক্তার হিসেবে দায়িত্ব পালন করা, সিএমএইচ এ গেলে আপনি তাদের দেখতে পারবেন।

#প্রভোস্ট: এই ট্রেড এর বিমান সেনা রা বিমান বাহিনী এর পুলিশ নাম এ পরিচিত ।
ক্যান্টনমেন্ট এরিয়া এর ভিতরে রাইট আর্মস এ লাল ব্যাজ (প্রভোস্ট)এরা ভীষণ চৌকষ এয়ার পুলিশ অর্থাৎ ট্রাফিক লেন ও বিমান সেনা ভর্তি করে থাকেন ।

& DI: physical fitness and drill instructor এরা হলো ট্রেইনার বা প্রশিক্ষক রিক্রুট ট্রেনিং স্কুল (RTS) এ যারা সদ্য রিক্রুট তাদের ট্রেনিং করানোর দায়িত্ব থাকে এদের উপর মোটকথা এরা প্রশিক্ষক।

#মিউজিক: এটা নিয়ে বেশি কিছু বলার দরকার পড়বে না এটার কাজ কম বেশি সবাই জানেন বিভিন্ন অনুষ্ঠানে বাদ্য যন্ত্র বাজানো।

#খেলোয়াড়: সবাই জানেন এদের শুধু খেলাধুলা করতে হয়।
#জিসি(GC): Ground Combator এরা হলো এয়ারফর্স এর para commandos।

(Ministry of Defence Constabulary): বিমান বাহিনী এর অভ্যন্তরীণ ঘাঁটি সমুহ,অভ্যন্তরীণ ব্যারাক,বা অফিসার মেস এবং বিভিন্ন অফিস এর গেট এ এদের ডিউটি করতে হয়।

বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ প্রস্তুতি :
১। টেকনিক্যাল
২। চিকিৎসা সহকারী
৩। আইটি সহকারী
৪। এমটিওএফ
৫। প্রভোস্ট
৬। নন-টেকনিক্যাল
৭। নন-টেকনিক্যাল (প্লেয়ার)

আবেদন এর যোগ্যতাঃ
বয়সঃ- ১৬-২১ বছর
MTOF ট্রেডে সর্বোচ্চ ২৪ বছর পর্যন্ত এবং Medical Assistant Trade এ ৪ বছর MATS সম্পন্নকারী প্রার্থীদের বয়স সর্বোচ্চ ২৬ বছর।
জিপিএ (এসএসসি) -৩.৫০, MTOF ট্রেডে ৩.০০
উচ্চতাঃ- ছেলে -৫'৪", শুধু মাত্র প্রভোস্ট ট্রেডে ৫'৮"

পরীক্ষার ধাপ সমূহঃ-
১। পরীক্ষা কেন্দ্রে উপস্থিতি ও কাগজপত্র চেক-আপ।
২। লিখিত পরীক্ষা (MCQ পদ্ধতি তে)
৩। মেডিক্যাল চেক-আপ
৪। গোয়েন্দা ভাইভা
৫। ভাইভা
৬। ফলাফল ঘোষণা
৭। ব্লাড টেস্ট ও ডোপ টেস্ট।
৮। এপয়েন্টমেন্ট লেটার

লিখিত পরিক্ষায় যা যা থাকেঃ

১। Technical Trade, MTOF, IT
আই-কিউ -১০০
ইংরেজি -৫০
পদার্থ ও গনিত -৫০
২। Medical Assistant
আই-কিউ -১০০
ইংরেজি -৫০
পদার্থ ও গনিত -৫০, জীববিজ্ঞান -২৫

৩। নন টেকনিক্যাল ট্রেড, খেলোয়াড় ও প্রভোস্ট
আই-কিউ -১০০
ইংরেজি -৫০
সাধারণ জ্ঞান -৫০

পরীক্ষা কেন্দ্র : বাংলাদেশ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫

Bangladesh Airforce Airmen হতে চাও ? তাহলে যে বিষয় গুলো সম্পর্কে পরিস্কার ধারনা থাকা দরকারঃ
১। পরীক্ষা পদ্ধতি
২। পরিক্ষার বিষয় সমূহ
৩। কোন বিষয় গুলো পড়তে হবে ।
৪। কোন বই পড়তে হবে
৫। কিভাবে প্রিপারেশন নিতে হবে সব জানতে হবে

ইনশাআল্লাহ আল্লাহ যেন সবার নেক আশা পূরণ করুক
যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন ইনবক্সএ
বিস্তারিত জানতে যোগাযোগ করুন : বাংলাদেশ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্প্রতি রাজস্ব খাতের ২ টি পদে মোট ১৪ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ কর...
01/09/2022

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্প্রতি রাজস্ব খাতের ২ টি পদে মোট ১৪ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও।

অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ০৪-০৯-২০২২ থেকে ।
আবেদন করা যাবে ২৫-০৯-২০২২ পর্যন্ত।

পদের নাম ও পদসংখ্যা

১। ডুবুরি (পুরুষ)-০৭

২। নার্সিং এ্যাটেনডেন্ট (পুরুষ)-০৭

আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।

চাকরি আবেদনের বয়স

প্রার্থীর বয়স ০১-০৮-২০২২ তারিখে ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে ।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://fscd.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে




Allah Raham Koro
31/08/2022

Allah Raham Koro

🛑 বিমানসেনা ৫১ তম এন্ট্রি সার্কুলার প্রকাশ       পুরুষ এবং মহিলা উভয়।আবেদন শুরুঃ- ১ সেপ্টেম্বর থেকে ১৭ ই সেপ্টেম্বর পর্...
27/08/2022

🛑 বিমানসেনা ৫১ তম এন্ট্রি সার্কুলার প্রকাশ
পুরুষ এবং মহিলা উভয়।
আবেদন শুরুঃ- ১ সেপ্টেম্বর থেকে ১৭ ই সেপ্টেম্বর পর্যন্ত

📛 যে সকল ট্রেড গুলো রয়েছে:
🟢 টেকনিক্যাল ট্রেড -(পুরুষ)
🔴 নন টেকনিক্যাল -(পুরুষ)
🟣 এম টি ও এফ -(পুরুষ)
🔵 আই টি সহকারী -(পুরুষ)
🟤 প্রভোস্ট -(পুরুষ এবং মহিলা)
⚫ পি এফ এন্ড ডি আই -(পুরুষ এবং মহিলা)
⚪ চিকিৎসা সহকারী -(পুরুষ এবং মহিলা)
🟡 মিউজিক ট্রেড ( পুরুষ )
🔴 নন টেকনিক্যাল প্লেয়ার ( পুরুষ )
🟢 সাইফার অ্যাসিস্ট্যান্ট
⚪ শিক্ষা প্রশিক্ষক

🌀 বয়সঃ ১৬ থেকে ২১ বছর ( ২ এপ্রিল ২০২৩ তারিখে)
🌀 এম টি ও এফ ১৬-২৪ ( ২ এপ্রিল ২০২৩ তারিখে)
🌀 চিকিৎসা সহকারী MATS সম্পন্নকারীদের ক্ষেত্রে সর্বোচ্চ ২৬ বছর ( ২ এপ্রিল ২০২৩ তারিখে)
💥 শিক্ষাগত যোগ্যতাঃ-

🔹টেকনিক্যাল ট্রেড -(পুরুষ) এস এস সি বিজ্ঞান শাখা ৩.৫০
🔹নন টেকনিক্যাল -(পুরুষ) এস এস সি যে কোন বিভাগ ৩.৫০
🔹এম টি ও এফ -(পুরুষ) এস এস সি বিজ্ঞান শাখা ৩.০০
🔹 নন টেকনিক্যাল প্লেয়ার ( পুরুষ ) এসএসসি যেকোনো শাখা ৩.৫০
🔹 মিউজিক ( ট্রেড পুরুষ ) এসএসসি যে কোন শাখা ২.৫০
🔹আই টি সহকারী -(পুরুষ) এস এস সি বিজ্ঞান শাখা ৩.৫০
🔹প্রভোস্ট -(পুরুষ এবং মহিলা) এস এস সি যে কোন বিভাগ ৩.৫০
🔹 পি এফ এন্ড ডি আই -(পুরুষ এবং মহিলা) এস এস সি যে কোন বিভাগ ৩.৫০
🔹চিকিৎসা সহকারী -(পুরুষ এবং মহিলা) এস এস সি জীববিজ্ঞানসহ বিজ্ঞান শাখায় ৩.৫০
🔹 শিক্ষা প্রশিক্ষক- বিয়ে, বিবিএস, বিএসসি সিজিপি ৩.০০
🔹 সাইফার অ্যাসিস্ট্যান্ট- বিয়ে, বিবিএস,

বিএসসি, ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিজিপিএ ৩.০০

🌀 উচ্চতা- (পুরুষ)
সকল ট্রেড -৫ ফুট ৪"
প্রভোস্ট, পি এফ এন্ড ডি আই -৫ ফুট ৮"
🌀 উচ্চতা - (মহিলা)
চিকিৎসা সহকারী - ৫ ফুট
প্রভোস্ট, পি এফ এন্ড ডি আই - ৫ ফুট ৩" ✌️

Fire Service Job Circular 2022, Fire Service and Civil Defense Job Circular 2022: Those who are find the latest Banglade...
25/08/2022

Fire Service Job Circular 2022
, Fire Service and Civil Defense Job Circular 2022:
Those who are find the latest Bangladesh Government job circular 2022, have a piece of good news from bdgovtjobs.com because Recently Bangladesh fire Service and Civil Defence published a new recruitment notice at their official website. Fire Service Job Circular 2022 Published by Bangladesh fire Service and Civil Defence.

Fire Service and Civil Defence will add 550 + 161 in the 04 + 01 vacant job post. Total of 711 Man Vacancy of this Fire Service Job Circular 2022.

FSCD Job Circular 2022
Employer =Fire Service and Civil Defence
Employer Type Government
Job Type Full time

Job Category BD Govt Job

Publish Date; 25 August 2022
News Source :Online
Total Post . 01 + 04
Total Man .550 + 161

Educational Qualification . View in the FSCD Circular 2022 image
Other Qualification Please see in the advertisement image
Job Salary Check in the appointment notice
Job Benefits See below in the FSCD Circular images
Job Location Check in the official job image
Job Application Process See in the jo circular image

Job Application Start Date 31 August 2022 at 10:00 AM
Last Date 21 September 202 at 05:00 PM
Official Website http://www.fireservice.gov.bd
Application Form Please view below

PDF file gift comments or inbox nok kola
👍👍👍

____Custom khulna vat ____          ___results sett  ___
11/08/2022

____Custom khulna vat ____
___results sett ___

প্রতিষ্ঠানের নাম:বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)সংক্ষিপ্ত নাম:BJRIআবেদন শুরুর তারিখ:  7 আগস্ট, 2022আবেদনের শেষ...
04/08/2022

প্রতিষ্ঠানের নাম:

বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)
সংক্ষিপ্ত নাম:

BJRI

আবেদন শুরুর তারিখ: 7 আগস্ট, 2022

আবেদনের শেষ তারিখ: 6 সেপ্টেম্বর, 2022

বিজ্ঞপ্তির নং:

12.23.0000.004.11.001.22.242

ওয়েব লিংক: http://bjri.teletalk.com.bd/

31/07/2022

Khulna Customer mat 2022

   আজ ২৭/০৭/২০২২ ইং আনুমানিক ১২.৩০ মিনিটে ঢাকা জেলার, নবাবগঞ্জ উপজেলায় কৈলাইল ইউনিয়ন, ভাঙ্গাভিটা গ্রামের পাশে ইছামতি ন...
27/07/2022



আজ ২৭/০৭/২০২২ ইং আনুমানিক ১২.৩০ মিনিটে ঢাকা জেলার, নবাবগঞ্জ উপজেলায় কৈলাইল ইউনিয়ন, ভাঙ্গাভিটা গ্রামের পাশে ইছামতি নদীর দক্ষিণ পাড়ে বাংলাদেশ সেনাবাহিনীর Bell-206 হেলিকপ্টার ধান ক্ষেতে ভূপাতিত হয় । পাইলট সহ দু'জনকেই সুস্থ অবস্থায় ভিতর থেকে বের করে আনা হয় ।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদেরকে অন্য একটি হেলিকপ্টার করে অন্যত্র নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায় ।

MOCA জব সার্কুলার 2022সকল কর্মরত এবং বেকার লোকেদের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় MOCA কর্মজীবনের সুযোগ। MOCA জব সার্ক...
23/07/2022

MOCA জব সার্কুলার 2022
সকল কর্মরত এবং বেকার লোকেদের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় MOCA কর্মজীবনের সুযোগ। MOCA জব সার্কুলার আবেদনের লিঙ্ক এবং নির্দেশাবলী এই পৃষ্ঠায় নীচে দেওয়া আছে। স্নাতক পাস, এইচএসসি পাস, ডিপ্লোমা পাস এবং এসএসসি পাস প্রার্থীরা MOCA টেলিটক অনলাইনে আবেদন করার যোগ্য। আপনি MOCA সার্কুলার 2022 প্রয়োগ করে উজ্জ্বল ভবিষ্যত পেতে পারেন। আপনি যদি MOCA সরকারি চাকরির বিজ্ঞপ্তি 2022-এর জন্য যোগ্য হন তবে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আপনার চাকরির আবেদন জমা দিন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের MOCA চাকরির আবেদন ফর্ম MOCA teletalk com bd ওয়েবসাইটে http:// moca.teletalk.com.bd। আপনি MOCA অনলাইনে আবেদন করে একটি BD সরকারি চাকরি পেতে পারেন। তাই এখনই আবেদন করুন এবং MOCA জব সার্কুলার 2022-এর জন্য প্রস্তুত হন।

MOCA Circular 2022
Job Summary:

Company Name: Ministry of Cultural Affairs.

Job Location: Anywhere in Bangladesh.

Total Vacancies: 12 posts.

Jobs Category: Government Jobs.
Gender: Both males and females can apply.
Salary: As per government pay scale.
Published On: 23 July 2022.
Application Start Date: 27 July 2022 at 10 AM
Application Last Date: 25 August 2022 at 5 PM.
Job Source: Online Jobs Portal.
How to Apply: MOCA Job Circular apply on moca.teletalk.com.bd.

 #বিমান_সেনা_ভর্তি_পরীক্ষা_২০২২    ক্ষুদ্র চেষ্টায় এক নজরে বাংলাদেশ বিমান বাহিনীর কার্যক্রম ২০২২ সালের বিমানসেনা প্রাথীদ...
16/07/2022

#বিমান_সেনা_ভর্তি_পরীক্ষা_২০২২
ক্ষুদ্র চেষ্টায় এক নজরে বাংলাদেশ বিমান বাহিনীর কার্যক্রম

২০২২ সালের বিমানসেনা প্রাথীদের মনে রাখার জন্য 👇👇

শারীরিক টিপসঃ
১. ডাল খাবে না।
২. কোনো খাবার বেশি খাওয়া যাবে না।
৩. চর্বিযুক্ত খাবার বর্জন করো।
৪. রাতে অথবা কোনসময় অতিরিক্ত মোবাইল ইউজ করবে না। খুব ভালো হয় রাত ৯:০০ ঘুমিয়ে ভোর ৪:০০ ঘুম থেকে উঠো ।
৫. যাদের হাত পা ঘামে তারা দ্রুত ডাক্তারের কাছে যাও আর বেশি করে পানি পান করো।
৬. শরীর এবং মন টেনশন মুক্ত রাখো এবং সদা হাসিখুশি থাকবে।
৭. প্রতিদিন সকালে ৩/৪ কিলোমিটার আস্তে আস্তে দৌড়াতে হবে।সেই sathe বিরতিহীভাবে কমপক্ষে ১০ বার বুক উঠানামা করো।
৮. শরীচর্চা বই পড়ে কিছুটা আইডিয়া নাও।
৯. ১ ম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা , ict , পদার্থ , ইংলিশ , বায়োলোজি , সাধারণ জ্ঞান বেসিক important questions পড়ে আসছো সেগুলো একনজর দেখে নাও।
১০. অবশেষে পরীক্ষা দেয়ার সময় সকল ধরনের কাগজ পত্র অবশ্যই তোমার সাথে নিবে🥰

#বিমানবাহিনীর_পরীক্ষা_দেয়ার_আগে_অবশ্যই_যে_বিষয়_খেয়াল_রাখবেন.....!!

১. ভদ্রতা বজায় রাখুন । কোন প্রকার বেয়াদবি করবেন না ।
২. শরীর উপর থেকে নিচ একেবারে ক্লিন সেভ করা। (গোপনাঙ্গ সহ মেডিকেল এর জন্য)
৩. চুল লম্বা না থাকলে ভাল।
৪. মোবাইল নিতে পারেন ফোন রাখার জায়গা রয়েছে ভালো।
৫. সততা বা সত্যি কথা বলুন।
৬. ঘোষ থেকে বিরত থাকুন। (দিতে চাইলে মার+জেল হবে)
৭. পরিক্ষার জন্য। সাধারন আইকিউ, ইংরেজি , বায়োলজি , পদাথ , সাধারণজ্ঞান , গনিত ট্রেড ভিত্তিক পরীক্ষা হবে । তাই আপনার ট্রেড অনুযায়ী পড়াশুনা করুন ।
৮. আপনি যদি পাবলিক স্কেলে অর্থাৎ মাপের ফিতায় ৫.৫ হয়ে থাকেন তাহলে বিমান বাহিনীর মাপে সেটা ৫.৪ । কারন আমাদের স্কেলে একটু বেশি বারতি থাকে।
৯. I & SC সেন্টারে কোন সেলফি বা ছবি তোলা নিষেধ।
১০. আপনি লিখিত পরীক্ষা দেওয়ার সময় নিজের মাথা ভুলে ও ডানবামে নড়াচড়া করবেন না।
১১. বাইভায় ( মৌখিক ) সবকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন।

বিমান বাহিনীর পরীক্ষা কার্যক্রম :

★ সকাল ৮ টায় উপস্থিত থাকতে হবে। একটু আগে যাওয়ার জন্য চেষ্টা করবে।
★ আবেদন পত্রের প্রিন্ট কপি (এডমিট কার্ড) ও এসএসসি মার্কশিট এবং জন্ম নিবন্ধন সাথে থাকতে হবে ।
★ অবশ্যই শর্ট প্যান্ট পরে রাখবেন ফুল প্যান্টের নিচে।
★ অবশ্যই ক্লিন শেভ করে যাবেন (নাভীর নিচেও)।
★ ভিতরে নাস্তা পানির জন্যব্যবস্থা রয়েছে ।
★ কলম নিয়ে যাবেন।
★ একটি মোবাইল নিয়ে যেতে পারেন রাখার জন্য জায়গা রয়েছে ।

পরীক্ষার যাওয়ার পর কার্যক্রম :

➤প্রথমে সবাইকে I & SC সেন্টারে গেটের ভিতর নিয়ে, আবেদন পত্রের প্রিন্ট কপি (এডমিট কার্ড) ও এসএসসি মার্কশিট এবং জন্ম নিবন্ধন চেক করে তার পর নির্দিষ্ট স্থানে নিয়ে যাবে।

তার পর যা করাবে,,,,,,,,,,
➤ ওজন, উচ্চতা মাপবে( উচ্চতা সর্বনিম্ন ৫.৩এবং ওজন সর্বনিম্ন ৪৯ কেজি) এবার একটা নির্দিষ্ট স্থানে দাঁড় করাবে ।
একজন অফিসার আবেদন পত্রের প্রিন্ট কপি (এডমিট কার্ড) সিল করবে ।
➤ একটি নির্দিষ্ট কক্ষে নিয়ে
➤ ১০০ মার্কের আইকিউ লিখিত পরীক্ষায় থাকবে পরে ইংরেজি , বায়োলজি , পদাথ , সাধারণজ্ঞান গনিত ট্রেড ভিত্তিক পরীক্ষা হবে ।
তারপর মেডিকেল করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পরেরদিন মেডিকেল হবে অথবা সাথে সাথে

তারপর ভাইভা ও সিলেকশন
এখানে আলহামদুলিলাহ যারা সঠিক পরিশ্রম করবে তারাই সাফল্য পাবে বাকিরা কেঁদে বের হয়ে আসবে ।
ভাবেন , তুমি কোন দলে থাকবে ?

বাংলাদেশ বিমান বাহিনী

● সাম্প্রতিক MCQ গুরুত্বপূর্ণ প্রশ্ন → (বাংলাদেশ ও আন্তর্জাতিক)🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛⇨ সূত্রঃ জুলাই মাসের কারেন্ট অ্...
15/07/2022

● সাম্প্রতিক MCQ গুরুত্বপূর্ণ প্রশ্ন → (বাংলাদেশ ও আন্তর্জাতিক)
🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛🔛

⇨ সূত্রঃ জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স
☞ পড়া শেষ হলে ✓Done লিখবেন।

➢ বাংলাদেশ
১. ৯ জুন ২০২২ কোন বাংলাদেশী জাতিসংঘের আন্ডার সেক্রেটারি নিযুক্ত হন?
→ রাবাব ফাতিমা।
২. ১৫-২১জুন কততম জনশুমারি ও গৃহণনা অনুষ্ঠিত হয়েছিল?
→ ষষ্ঠ।
৩. বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নাম কি?
→ আব্দুর রউফ তালুকদার।
৪. বাংলাদেশের প্রথম নারী অর্থসচিবের নাম কি?
→ ফাতিমা ইয়াসমিন।
৫. বাংলাদেশেরর প্রথম নারী সচিবের নাম কি?
→ খোদেজা আজম।

➢ শিক্ষা
৬. বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি?
→ ৫২টি (৫২তম - সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)।
৭. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে?
→ অধ্যাপক ড. মো. আবু নাঈম শেখ।
৮. বর্তমানে দেশে সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কতটি?
→ ১২টি (১২তম - সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)।

➢ জাতীয় বাজেট ২০২২-২০২৩
৯. অন্তর্বর্তীকালীন বাদে ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট কততম?
→ ৫১তম।
১০. জাতীয় বাজেটের পরিমাণ কত?
→ ৬,৭৮,০৬৪ কোটি টাকা।
১১. সাধারণ করমুক্ত আয়সীমা কত?
→ ৩ লাখ।

➢ বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২২
১২. জনসংখ্যা কত?
→ ১৬.৯১ কোটি।
১৩. জনসংখ্যা বৃদ্ধির হার কত?
→ ১.৩৭%।
১৪. জনসংখ্যারর ঘনত্ব / প্রতি বর্গ কিমি কত?
→ ১,১৪০ জন।
১৫. প্রত্যাশিত গড় আয়ুষ্কাল কত বছর?
→ ৭২.৮।
১৬. দারিদ্র্যের হার কত? মুজাহিদ
→ ২০.৫%।
১৭. চরম দারিদ্র্যের হার কত?
→ ১০.৫%।
১৮. মাথাপিছু আয় কত?
→ ২,৮২৪ মা.ড.।
১৯. মাথাপিছু GDP কত?
→ ২,৭২৩ মা.ড.।
২০. সাক্ষরতার (৭+) হার কত?
→ ৭৫.২%।

➢ কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২১
২১. ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
→ ময়মনসিংহ।
২২. চা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
→ মৌলভীবাজার।
২৩. পাট উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
→ ফরিদপুর।
২৪. গম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
→ ঠাকুরগাঁও।
২৫. আম উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
→ রাজশাহী।
২৬. পেঁয়াজ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
→ পাবনা।
২৭. কাঁঠাল উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
→ গাজীপুর।
২৮. তুলা উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
→ ঝিনাইদহ।
২৯. তামাক উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
→ কুষ্টিয়া।
✍️ মুজাহিদুল ইসলাম

আন্তর্জাতিক
৩০. জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সভাপতি কে?
→ কাসাবা কোরেসি (হাঙ্গেরি)।
৩১. জাতিসংঘে সাধারণ পরিষদে বহু ভাষার প্রচলনের উপর উপস্থাপিত প্রস্তাব কবে পাস হয়?
→ ১০ জুন ২০২২।
৩২. কোন দেশের কাছে সর্বাধিক পরমাণু অস্ত্র রয়েছে?
→ রাশিয়া।
৩৩. উত্তর কোরিয়ার প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী কে?
→ শোয়ে সন-হুই।
৩৪. নতুন জোট 12U2 অন্তর্ভুক্ত দেশ কোনটি?
→ ইসরায়েল, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র।

রিপোর্ট-সমীক্ষা
৩৫. ২০২২ সালে বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি?
→ আইসল্যান্ড।
৩৬. ২০২২ সালে বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
→ ৯৬তম।
৩৭. ২০২২ সালে বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
→ আফগানিস্তান।

সম্মেলন
৩৮. ৪৮তম জি-৭ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
→ ২৬-২৮ জুন ২০২২।
৩৯. ৪৮তম জি-৭ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
→ বাভারিয়ান আল্পস, জার্মানি।
৪০. বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) মন্ত্রীর পর্যায়ের ১২তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
→ জেনেভা, সুইজারল্যান্ড।

পদক-পুরস্কার
৪১. ২০২২ সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন?
→ গীতাঞ্জলী শ্রী (ভারত)।
৪২. কোন উপন্যাসের জন্য গীতাঞ্জলী শ্রী আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন?
→ Tomb of Sand.
৪৩. ২০২২ সালে বাংলা একাডেমী কোন পুরস্কার প্রবর্তন করে?
→ নজরুল পুরস্কার।
৪৪. ২০২২ সালে প্রথম নজরুল পুরস্কার লাভ করেন কে?
→ সিরাজুল ইসলাম চৌধুরী।

ক্রীড়াঙ্গন
৪৫. ২০২১-২০২২ সালের উয়েফা চ্যাম্পিয়ন লীগে চ্যাম্পিয়ন দেশ কোনটি?
→ রিয়াল মাদ্রিদ।
৪৬. ২০২২ সালে কাতার বিশ্বকাপে শেষ দল হিসেবে টিকিট পায় কোন দেশ?
→ কোস্টারিকা।
৪৭. বাংলাদেশের টেস্ট অধিনায়ক কে?
→ সাকিব আল হাসান।

(সংগ্রহীত পোস্ট)

শোক সংবাদ এসপি দেওয়ান লালন আহমেদের মৃত্যুঢাকা, ১৪ জুলাই ২০২২ খ্রি.পুলিশ সুপার (এসপি) দেওয়ান লালন আহমেদ (৪৩) হৃদরোগে আক...
14/07/2022

শোক সংবাদ

এসপি দেওয়ান লালন আহমেদের মৃত্যু

ঢাকা, ১৪ জুলাই ২০২২ খ্রি.

পুলিশ সুপার (এসপি) দেওয়ান লালন আহমেদ (৪৩) হৃদরোগে আক্রান্ত হয়ে আজ (১৪ জুলাই ২০২২) বেলা দেড়টায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) পদে কর্মরত ছিলেন।

তিনি আজ সকালে অসুস্থতা বোধ করলে তাঁকে দ্রুত কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকায় নেওয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা, এক বোন, এক ভাইসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ছাঁওয়ালী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ নুরুল ইসলাম এবং মাতা মরহুমা রওশন আরা বেগম।

দেওয়ান লালন আহমেদ ২৪তম বিসিএস (পুলিশ) ব্যাচে ২০০৫ সালের ০২ জুলাই সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি এ বছর জুলাই মাসের ৭ তারিখে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় যোগদান করেন।

মরহুমের নামাজে জানাজা আজ (১৪ জুলাই) বাদ আসর রাজারবাগ পুলিশ লাইন্সে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, মরহুমের সহকর্মী ও আত্মীয়-স্বজন জানাজায় অংশগ্রহণ করেন।

জানাজা শেষে আইজিপি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, এসবি'র অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ, ট্যুরিস্ট পুলিশের পক্ষে অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়া, ২৪তম বিসিএস ফোরাম, ২৪তম বিসিএস (পুলিশ) ব্যাচ এবং গীতিকবি সংঘ বাংলাদেশ কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করেন।

তাঁকে টাঙ্গাইলে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

*আইজিপির শোক*

পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদের মৃত্যুতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোক বাণীতে আইজিপি বলেন, দেওয়ান লালন আহমেদ একজন প্রতিভাবান কর্মকর্তা ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে আমরা একজন দক্ষ কর্মকর্তাকে হারালাম।

আইজিপি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শ্রদ্ধান্তে-
মোঃ কামরুজ্জামান বিপিএম
এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর)
বাংলাদেশ পুলিশ

  Result of Written Exam - NAVY DEO 2023- A Officer Cadet has been published. :Room # 135 (1st floor), RH Home Center (O...
06/07/2022




Result of Written Exam - NAVY DEO 2023- A Officer Cadet has been published.

:
Room # 135 (1st floor), RH Home Center (Opposite to Green Super Market), 74/B/1 Green Road, Dhaka-1215.

আফগানিস্তানে সংঘটিত ভূমিকম্প বিপর্যস্ত মানুষের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে ত্রাণ সামগ্রী...
05/07/2022

আফগানিস্তানে সংঘটিত ভূমিকম্প বিপর্যস্ত মানুষের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর সি-১৩০জে পরিবহন বিমানের মাধ্যমে ত্রাণ সামগ্রী সহায়তা প্রেরণঃ

😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

আফগানিস্তানের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে গত ২২ জুন ২০২২ তারিখে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে এতে সহস্রাধিক আফগান লোক নিহত, প্রায় দুই হাজারের বেশী মানুষ আহত হয় এবং কয়েক শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়। ভূমিকম্পের ফলে খাদ্য ও পানি সংকট, বাসস্থান সংকট ও জরুরী চিকিৎসা সেবার অভাব দেখা দিয়েছে। বাংলাদেশ সরকার বন্ধুপ্রতীম রাষ্ট্র আফগানিস্তানের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ‘সমন্বিত উন্নয়ন’ নীতির ভিত্তিতে ভূমিকম্পসৃষ্ট আকস্মিক দুর্যোগ মোকাবেলায় আফগানিস্তানের সাধারণ জনগণের জন্য সাধ্য অনুযায়ী জরুরী মানবিক সহায়তা প্রেরণ করা হচ্ছে। এ প্রেক্ষিতে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130J পরিবহন বিমান ০৫ জুলাই ২০২২ সকাল ০৬৩০ ঘটিকায় তাবু, শুকনো খাবার, ঔষধ সামগ্রীসহ প্রায় ১২ টন জরুরী ত্রাণ সামগ্রী নিয়ে কাবুলের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার মোঃ হাবিবুর রহমান, পিএসসি বিমানের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করবেন। ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে সি-১৩০জে পরিবহন বিমানটি একই দিনে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে।

দেশের প্রথম অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাসে একাডেমিক সেশন উদ্বোধন করলেন বিমান বাহিনী প...
03/07/2022

দেশের প্রথম অ্যাভিয়েশন এন্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাসে একাডেমিক সেশন উদ্বোধন করলেন বিমান বাহিনী প্রধান

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএএইউ) ০৩ জুলাই ২০২২ রবিবার লালমনিরহাট ক্যাম্পাস থেকে আনুষ্ঠানিকভাবে তার একাডেমিক সেশন শুরু করেছে। বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই একাডেমিক কার্যক্রমের উদ্বোধন করেন। উপাচার্য এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ নজরুল ইসলাম নবনির্মিত ক্যাম্পাসে বিমানবাহিনী প্রধান ও তার সফরসঙ্গীদেরকে স্বাগত জানান। অনুষ্ঠানে বিমান বাহিনী সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও স্থানীয় সামরিক এবং বেসামরিক প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএসএমআরএএইউ তার একাডেমিক কার্যক্রম ঢাকা ক্যাম্পাস থেকে ২০২০ সালে শুরু করলেও এ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস হবে লালমনিরহাটে। এ লক্ষ্যে প্রয়োজনীয় সম্ভাব্যতা যাচাই, মাস্টার প্ল্যান তৈরি এবং ডিপিপি প্রস্তুতির জন্য এ বছরের ফেব্রুয়ারী মাসে একটি ত্রি-পক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে। এখানে একটি পূর্ণাঙ্গ ক্যাম্পাস তৈরি না হওয়া পর্যন্ত একটি একাডেমিক ভবন এবং একটি আবাসিক ভবনে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম চলমান থাকবে। বিমান বাহিনী প্রধান তার বক্তব্যে উপস্থিত সকলকে স্মরণ করিয়ে দেন যে বিএসএমআরএএইউ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি স্বপ্নের প্রকল্প। তিনি আরও বলেন যে এ বিশ্ববিদ্যালয়টি অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস শিক্ষায় অত্র অঞ্চলে একটি ʹসেন্টার অব এক্সিলেন্সে’পরিণত হবে।

বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি অ্যাভিয়েশন হাবে রূপান্তরের পরিকল্পনা করছে উল্লেখ করে বিমান বাহিনী প্রধান আশা প্রকাশ করেন যে, বিশ্বব্যাপী দ্রুত বর্ধনশীল অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস সেক্টরের জন্য দক্ষ মানবসম্পদ তৈরি ও সরবরাহের ক্ষেত্রে বিএসএমআরএএইউ একটি কৌশলগত হাতিয়ার হিসেবে কাজ করবে।

বিমান বাহিনী প্রধান আরও বলেন যে, বাংলাদেশের উত্তরাঞ্চলের এ জেলায় বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার ফলে বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী সবার জন্য অংশগ্রহণমূলক এবং মানসম্পন্ন শিক্ষা নীতির বাস্তবায়ন প্রতিফলিত হয়েছে এবং এ অঞ্চলের জনগণ বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য একটি সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে ।

অনুষ্ঠান উপলক্ষে বিমান বাহিনী প্রধান ক্যাম্পাসে চারা রোপণ করেন এবং দেশের সার্বিক উন্নয়ন বিশেষ করে বিএসএমআরএএইউ এর অব্যাহত উন্নতি ও মঙ্গল কামনা করে অনুষ্ঠিত দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেন। সকলের অংশগ্রহণে একটি গ্রুপ ফটোগ্রাফির মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।






স্কোয়াড্রন লিডার এনায়েত কবির পলাশ ও স্কোয়াড্রন লিডার সিরাজুল ইসলাম বাংলাদেশ বিমানবাহিনীর দুইজন চৌকস ফাইটার পাইলট ছিলেন।এ...
02/07/2022

স্কোয়াড্রন লিডার এনায়েত কবির পলাশ ও স্কোয়াড্রন লিডার সিরাজুল ইসলাম বাংলাদেশ বিমানবাহিনীর দুইজন চৌকস ফাইটার পাইলট ছিলেন।একইসাথে তারা Qualified Flying Instructor (QFI) ছিলেন যারা নবীন প্রশিক্ষণার্থী পাইলটদের বিমান উড্ডয়ন শেখাতেন।

২০১৮ সালের ১লা জুলাই রাতে একটি K-8w বিমানে নাইট ফ্লাইং এ গেলে খারাপ আবহাওয়ার মুখে পড়ে বিমানটি যশোরের একটি বিলে আছড়ে পড়ে এবং ঘটনাস্থলেই প্রাণ হারান এই দুই পাইলট

মহান আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস নসীব করুন.....আমিন



Address

Hoglabunia
Pirojpur
8541

Alerts

Be the first to know and let us send you an email when কলঙ্ক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কলঙ্ক:

Share


Other News & Media Websites in Pirojpur

Show All