Shoaib's analysis

Shoaib's analysis To get analysis about update news please like and follow this page

16/04/2024

সূরা আন নূরের তৃতীয় রুকুর সরল অনুবাদ।

একটুখানি প্রচেষ্টা -৩৯
13/04/2024

একটুখানি প্রচেষ্টা -৩৯

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।প্রিয় ভাইয়েরা! আপনাদের জন্য নিয়ে এসেছিবিখ্যাত LESELONG ব্রান্ডের সকল সাইজের অরিজিনা...
01/02/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
প্রিয় ভাইয়েরা! আপনাদের জন্য নিয়ে এসেছি
বিখ্যাত LESELONG ব্রান্ডের সকল সাইজের অরিজিনাল প্যান্ট।
LUSELONG ব্রান্ডের অরিজিনাল প্যান্টগুলো পাচ্ছেন অত্যন্ত সুলভ মূল্যে।
আপনার সাইজের LUSELONG ব্রান্ডের প্যান্টগুলো কিনতে কমেন্টস করুন অথবা ইনবক্স করুন।
দেশের সকল স্থানে গ্রাহকদের কাছে কুরিয়ারের মাধ্যমে পণ্য সরবরাহ করা হয়।

30/01/2024
শরীফার গল্প পর্যালোচনায় শ্রদ্ধেয় শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক, ইসলামি আরবি বিশ্ববিদ্যা...
24/01/2024

শরীফার গল্প পর্যালোচনায় শ্রদ্ধেয় শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদকে স্যারকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন।

23/01/2024

কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর বিপক্ষে বরিশালের ক্যাপ্তেন প্যান্তাসতিককে দর্শকদের দেয়া সেরা উপহার।

21/01/2024

গিট্টু মারা শিক্ষা ব্যবস্থা।

10/01/2024

সাবধান!
ফাইল রেডি, খোলা পাইলেই ঢুইক্কা যামু।

13/12/2023

Leave them who are supercilious and accept them who are affable.

দ্রব্যমূল্যের লাগাম টেনে ধর,   নইলে মানচিত্র খাবো।
11/12/2023

দ্রব্যমূল্যের লাগাম টেনে ধর,
নইলে মানচিত্র খাবো।

09/11/2023

দিনে নারীদের তিনবার লিপস্টিক ও চারবার জুতা বদলের তাফসির

13/09/2023

মারাত্মক প্রতিভা 😜

20/08/2023

He was the most popular person of the last 100 years among us. No other person was not like him.

27/06/2023

সুবহানাল্লাহ! কাবা ঘরে সিজদারত কবুতর।

27/06/2023

এরশাদুল্লাহ নির্দোষ নয় বরং চরিত্রহীন, কুরআন ও হাদীসের আলোকে তার প্রমাণ দেখুন।

24/05/2023

বাদ্যযন্ত্রের সাথে ওলামা লীগের গান 😆😜🤪

কে সেরা ব্যাটার? তামিম নাকি সাকিব। চলুন একটু পরিসংখ্যান দেখে নেই। 👉তামিম ইকবাল (ওডিআই পরিসংখ্যান)🔥ম্যাচ : ২৩৪ 🔥 ইনিংস : ...
07/03/2023

কে সেরা ব্যাটার? তামিম নাকি সাকিব। চলুন একটু পরিসংখ্যান দেখে নেই।
👉তামিম ইকবাল (ওডিআই পরিসংখ্যান)
🔥ম্যাচ : ২৩৪
🔥 ইনিংস : ২৩২
🔥 রান : ৮১৪৩
🔥বল : ১০৩৬৮
🔥স্ট্রাইকরেট : ৭৮.৫৪
🔥গড় : ৩৬.৮৫
🔥 অর্ধশতক : ৫৫
🔥শতক : ১৪
🔥ডাক : ১৯
🔥 অপরাজিত : ১১

👉সাকিব আল হাসান (ওডিআই পরিসংখ্যান)
🔥ম্যাচ : ২২৭
🔥 ইনিংস : ২১৫
🔥রান : ৬৯৭৬
🔥বল : ৮৪৭২
🔥স্ট্রাইকরেট: ৮২.৩৪
🔥গড় : ৩৭.৫১
🔥 অর্ধশতক : ৫২
🔥শতক : ১০
🔥ডাক : ১৩
🔥 অপরাজিত : ২৯

(এবার হিসেব মিলিয়ে নিন )
👉সাকিব তামিমের থেকে ম্যাচ কম খেলেছেন।
(২৩৪-২২৭)=০৭ টি
👉সাকিব তামিমের থেকে ইনিংস কম খেলেছেন।
(২৩২-২১৫)=১৭ টি
তার মানে সাকিব ১৭ ইনিংসে ব্যাট করেন নি।
👉অপরাজিত হিসেবে সাকিব তামিমের থেকে বেশি ছিলেন।
(২৯-১১)= ১৮ ইনিংস
👉 সাকিব যদি তার গড় ৩৭.৫১ অনুযায়ী না খেলা ১৭ ইনিংসে ব্যাট করতেন তাহলে তার রান বেশি হতো।
(৩৭.৫১×১৭)= ৬৩৭.৬৭ মানে ৬৬৮ রান
👉 সাকিব যদি তার গড় অনুযায়ী তামিমের মত ২৩২ ইনিংসে ব্যাট করতেন, তাহলে তার রান হতো।
(৬৯৭৬+৬৬৮)= ৭৬৪৪ রান
👉 পরিসংখ্যান অনুযায়ী সাকিব ও তামিমের রানের ব্যবধান হতো।
(৮১৪৩-৭৬৪৪)= ৪৯৯ রান

(একটি নিখুঁত পর্যালোচনা)

👉তামিম অপরাজিত ১১ ইনিংসকে ১০০ গড়ে রান বাড়িয়ে নিলে তার স্কোর হতো ।
(১১×১০০)= ১১০০ রান।
👉সাকিব অপরাজিত ২৯ ইনিংসকে ১০০ গড়ে রান বাড়িয়ে নিলে তার স্কোর হতো।
(২৯×১০০)= ২৯০০ রান।

🔥 এখন তামিমের মোট রানের সাথে অপরাজিত মোট ইনিংসের রান কে যোগ করলে তার রান‌ হতো।
(৮১৪৩+১১০০)= ৯২৪৩ রান।
🔥এখন সাকিবের মোট রানের সাথে অপরাজিত মোট ইনিংসের রান কে যোগ করলে তার রান‌ হতো।
(৬৯৭৬+৬৬৮+২৯০০)= ১০৫৪৪ রান।

👉যদি সাকিবের রান থেকে তার না খেলা ইনিংস গুলোর গড় রান বাদ দেই, তাহলে তার রান হতো।
(৬৯৭৬+২৯০০)= ৯৮৭৬ রান।

(ফলাফল)

👉তামিম : ৯২৪৩ রান।
👉সাকিব : ৯৮৭৬ রান।

🔥তামিম থেকে সাকিব এগিয়ে আছেন।
(৯৮৭৬-৯২৪৩)= ৬৩৩ রান।

👉সুতরাং এবারে আপনিই বিচার করুন কে সেরা।
👍তামিম নাকি সাকিব?

21/12/2022

কাঁঠাল দিয়ে বার্গার তৈরির রেসিপি 🤪😜
https://youtu.be/ndkhGLXOxOw

19/12/2022

বিশ্বকাপ জয়ের পর বরিশালের জাতীয় ভাষায় অনুভূতি দিচ্ছেন মার্টিনেজ😜🤪

02/10/2022

বহির্বিশ্বে ইসলাম প্রচারে বাংলাদেশী আলেমদের অন্তরায় :-

বিশ্বের বিভিন্ন প্রান্তে ইসলামের বিধান ছড়িয়ে দিতে এদেশের আলেমদের রয়েছে সীমাবদ্ধতা ও অন্তরায়। নিম্নে তার কিয়দাংশ উপস্থাপন করা হয়েছে।

প্রথমত বলতে হচ্ছে,এদেশে যাদেরকে আলেম বলে সবথেকে বেশি শ্রদ্ধা করা হয়, তাদের অধিকাংশই পীর। আর এটি একটি ধর্মের নামে ব্যবসা ছাড়া আর কিছু নয়। ফলে বহির্বিশ্বে এদের গ্রহনযোগ্যতা নেই। এরা নিজেদের মনগড়া বিধানের সাথে ইসলামের বিধান কে গুলিয়ে ফেলেছে। ফলে শরীয়তের দৃষ্টিতে কখনো তারা মুনাফিক হয় আবার কখনো তারা মুশরিকে পরিণত হয়।

দ্বিতীয়ত, ভাষা একটা এক্স ফ্যাক্টর। বৃটিশ আমল থেকেই এদেশে ইংরেজি ভাষা নিয়ে এক শ্রেণীর তথাকথিত আলেমদের এ্যালার্জি ছিল যে তা শেখা যাবে না। শিখলে মুসলমানিত্ব থাকবে না। অথচ কালের আবর্তনে মুসলিমদের পরাধীনতায় আজ ইংরেজি ভাষা বিশ্বের সব জায়গায় যোগাযোগের প্রথম মাধ্যমে পরিণত হয়েছে। আমাদের দেশের অধিকাংশ আলেমই ইংরেজি জ্ঞানে অদক্ষ, অনেকে আবার জানেনই না। ফলে বহির্বিশ্বে ইসলাম প্রচারে তারা কি করে অবদান রাখবে।

তৃতীয়ত, এদেশের আলেমরা কুরআনিক জ্ঞানের থেকে কিচ্ছা কাহিনীতে পরিপক্ক। যার ৯৯ ভাগই কাল্পনিক, মিথ্যে, বানোয়াট এবং কুরআনিক বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক।ফলে তাদের বস্তাপচা কাহিনীর কোন গ্রহনযোগ্যতা নেই অন্যান্য রাষ্ট্রের ইসলামী একনিষ্ঠ অনুসারীদের কাছে।

চতুর্থত, এরা আরবী জ্ঞানেও অদক্ষ ও অপরিপক্ক। তাদের বিশ্লেষণ করার ক্ষমতা নেই। গবেষণা করার ক্ষমতা নেই।ফলে যার সীমাবদ্ধতা রয়েছে সে কি করে বিশ্বমঞ্চে জায়গা করে নেবে?

পঞ্চমত, এরা অধিকাংশই বাপ দাদাদের অন্ধ অনুসারী।
বাপ-দাদাদের কথা ভুল হলেও তাদের কাছে সঠিক। আর দালিলিক সঠিকটাও তাদের শিরকী বিশ্বাসের কাছে ভ্রান্ত। ফলে বিশ্ববাসির কাছে এদের গ্রহনযোগ্যতার কোনো প্রশ্নই ওঠে না।

ষষ্ঠ পয়েন্ট হচ্ছে, এরা পরশ্রীকাতরতায় বেশ পরিপক্ক। শিক্ষিত ও হকপন্থি যারা রয়েছেন। এরা পীর ব্যবসা বন্ধ হওয়ার ভয়ে সর্বদা তাদের পিছনে লেগে থাকে।যা ওয়ার্ল্ড ওয়াইড পপুলার ফিগার হওয়ার পথে অন্তরায়।

তাছাড়া মিডিয়া একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। যে দেশের মিডিয়া ও সরকার বিশ্বের জনপ্রিয় সব ইসলামীক লেকচারারদের সন্ত্রাস বলে অভিহিত করে। তারা কি করে সঠিক পথের দিশা দানকারী এদেশের আলেমদের ব্যাপারে পজিটিভ ধারণা ও নিউজ করবে। বরং তারা সর্বদা মিথ্যে অভিযোগ এনে তাদেরকে অবরুদ্ধ করে অথবা দেশ থেকে বিতাড়িত করে। এ সবই বিশ্বে ধর্ম প্রচারে বড় প্রতিবন্ধকতা।

01/10/2022

ইসলামী বিধানের আলোকে এদেশকে পরিচালিত করা ইসলামিস্টদের বড় স্বপ্ন। কিন্তু এ স্বপ্ন বাস্তবায়নে প্রধান অন্তরায় এদেশের ৯৮ ভাগ মুসলিমদের ইসলামি বিধান সম্পর্কে সঠিক জ্ঞান না জানা। সুতরাং এই মুহুর্তে ইসলামিস্টদের বড় দায়িত্ব হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশের সর্বস্তরের জনগণের কাছে ইসলামি বিধাননের মর্মার্থ ও তা বাস্তবায়নের উপকারিতা পৌঁছে দেয়া।আর এটি করতে পারলেই বিনা সংগ্রামে রাষ্ট্র ইসলামী বিধানে পরিচালিত হবে ইনশাআল্লাহ।

🏏 টি২০ বিশ্বকাপে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ রানের মালিক "সাকিব আল হাসান" (৬৯৮)🏏টি২০ বিশ্বকাপে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ...
19/09/2022

🏏 টি২০ বিশ্বকাপে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ রানের মালিক "সাকিব আল হাসান" (৬৯৮)

🏏টি২০ বিশ্বকাপে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ গড় রানের মালিক "সাকিব আল হাসান" (২৬.৮৪)

🏏টি২০ বিশ্বকাপে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ স্টাইক রেটের মালিক "সাকিব আল হাসান" (১২৪.৬৪)

🏏টি২০ বিশ্বকাপে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ছয় মেরেছেন "সাকিব আল হাসান" (২৩টি)

🏏টি২০ বিশ্বকাপে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি চার মেরেছেন "সাকিব আল হাসান" (৫৯টি)

🏏টি২০ বিশ্বকাপে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ফিফটির মালিক "সাকিব আল হাসান" (৩টি)

🏏টি২০ বিশ্বকাপে বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস এর মালিক "সাকিব আল হাসান" (৮৪)

🏏 টি২০ বিশ্বকাপে পুরো বিশ্বের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক "সাকিব আল হাসান" (৪১টি)

🏏 টি২০ বিশ্বকাপে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে কম ইকোনমিতে বল করেছেন "সাকিব আল হাসান" (৬.৪৩)

🏏 টি২০ বিশ্বকাপে পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি বার চার উইকেট নিয়েছেন "সাকিব আল হাসান" (৩)

🏏টি২০ বিশ্বকাপে বাংলাদেশিদের মধ্যে উইকেট শিকারে সবচেয়ে কম রান দিয়েছেন "সাকিব আল হাসান" (১৭.২৩)

ব্যাটিং, বোলিং, উইকেট, রান, ইকোনমি, গড়, স্টাইক রেট, চার, ছয় সবকিছুতে বাংলাদেশের সবার উপরে সাকিব, কোনো কোনোটাতে বিশ্বের মধ্যে সবার উপরে।

18/09/2022

★ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের ব্যাটসম্যানদের কার পার্ফরম্যান্স কেমন। চলুন দেখে নেওয়া যাক।

(১)🏏তামিম ইকবালঃ- ইনিংস ১৭, রান ২৩০, এভারেজ ১৩.৫২ স্ট্রাইক রেট ৯০.১৯, ফিফটি ০, সর্বোচ্চ ৩৫।

(২)🏏মুশফিকুর রহিমঃ- ইনিংস ২২, রান ৩২৭, এভারেজ ১৮.১৬, স্ট্রাইক রেট ১০৭.৫৬, ফিফটি ১, সর্বোচ্চ ৫৭ ।

(৩) 🏏সাকিব আল হাসানঃ- ইনিংস ২২, রান ৪৮৭, এভারেজ ২৩.১৯, স্ট্রাইক রেট ১২৩.৯১, ফিফটি ৩, সর্বোচ্চ ৮৪ ।

(৪)🏏 মাহমুদউল্লাহঃ- ইনিংস ২০, রান ২৪৪, এভারেজ ১৫.২৫, স্ট্রাইক রেট ১০০, ফিফটি ০ সর্বোচ্চ ৪৯*।

Address

Kalaron, Chandipur, INdurkani
Pirojpur

Telephone

+8801721366431

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shoaib's analysis posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shoaib's analysis:

Videos

Share


Other News & Media Websites in Pirojpur

Show All