JamiR

JamiR প্রতিটা স্বঁপ্নই রঙিন হয় বাস্তবতা হয় সাদা কালো -!
(2)

11/05/2024

কেউ একজন লিখেছিলো, মানুষও আসলে বর্ষার
টুকরো টুকরো মেঘের মতোন৷

কে কোথায় কখন ঝরে পড়ে ঠিক নেই...

গল্প থেকে যাবে, স্মৃতি থেকে যাবে, কথা থেকে
যাবে কিন্তু গল্পকার থাকবে না... আপনি আমি না
চাইলেও নিয়ম এটাই, কোনো ছাড় নেই।

08/05/2024

"আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, এই বিশ্বাস যার মধ্যে রয়েছে সে দুনিয়ার সবচেয়ে বড় সুখী"

- আলহামদুলিল্লাহ 😊

22/04/2024

কেউ কেউ তাদের অবসরে তোমার সাথে সময় কাটাবে। আবার কেউ কেউ তোমাকে সময় দেওয়ার জন্য শত ব্যস্ততায়ও অবসর সময়টা খুঁজে নেবে। পার্থক্যটা বুঝতে শেখো....

11/04/2024

এসব খুশির দিনে, তোমার জন্য মন খারাপ হইলে তোমার পাশাপাশি শোয়া যায় না বলে তোমার কবরের পাশে গিয়ে দু'হাত তুলে মোনাজাতে দাঁড়াই, বাবা...

06/04/2024

এখনকার পাপী বান্দাদের মতো লাইলাতুল কদর রাতে মোনাজাতে আমরা এরে-ওরে চাইয়া পোস্ট করতাম না। মসজিদে গিয়ে জাস্ট জিলাপিই চাইতাম ...

এখনকার মডার্ণ সময়টাতে পথে পথে জিলাপি পাওয়া যায় অল্প টাকা খরচায় ।

তাই হয়তো বন্ধুরা মজা কইরা বলে ফেলে,

'ধুস্শালা, দুই টাকার জিলাপির লোভে মসজিদে এতক্ষণ বইসা থাকবে কে! চল তোরে আমি খাওয়ামু নে....

কিন্তু সেই পুরনো সময়টাতে ,

সন্ধ্যা বেলা পাজামা-পাঞ্জাবি পইরা মসজিদে চলে যাওয়া , এদিক- ওদিকে সমবয়সীদের সাথে দৌঁড়ঝাপ করা , হুজুরের দীর্ঘ সময়ের বয়ানে বিরক্ত, ক্লান্ত হয়ে মসজিদের এক কোণে ঝিমাইতে ঝিমাইতে ঘুমিয়ে পড়ার পর আবার মিলাদের সাউন্ড শুনে চমকে উঠে বসে যাওয়া...

মিলাদ শেষে একখানা জিলাপি আর একখানা নিমকি নিয়ে বাড়ি ফিরে যাওয়া দলবেঁধে হাসিমুখে ,

এই সময়টুকুতে আমার কখনো মনে হয় নি ,

এই আনন্দটুকুর ভেতর আমাদের কোনো লোভ ছিলো....

যা ছিলো তা হয়তো সবার একসাথে দল বেঁধে আনন্দ করা স্বয়ং স্রষ্টা প্রদত্ত কোনো উপহার ।

এখন কোনো বন্ধু লাখ টাকা খরচ কইরা বিরিয়ানি খাওয়ানোর প্রস্তাব দিলে এই আনন্দের সাথে ঐ নিষ্পাপ আনন্দটুকুর তুলনা করতে আমি রাজি না...

হয়তো আরও অনেকেই রাজি না!

14/03/2024

জীবনে কিছু কিছু সময় আসে
সৃষ্টিকর্তার দিকে তাকিয়ে
থাকা ছাড়া আর কিছুই করার
থাকে না। 🌿

13/03/2024

চারদিকে রমজানের সুগন্ধ। এটা সাধারন কোনো অনুভূতি না। একটা সুন্দর অনুভূতি। রমজান, সেহরী, তাহাজ্জুদ, ইফতার এবং ঈদুল ফিতর। একটা বছর পর এমন অনুভূতি পেতে সৌভাগ্য লাগে।💫

আলহামদুলিল্লাহ! 💙

12/03/2024

আমরা ইসরায়েলী পণ্য বয়কট করি,
কারণ ইসরায়েল ফিলিস্তিনের মুসলিমদের নির্যাতন করে ।

আমরা ভারতীয় পণ্য বয়কট করি কারণ ভারত বাংলাদেশকে শোষণ-নির্যাতন করে ।
ভারতে মুসলিমদের নির্যাতন হয়।

তারপর রমজান আসে, আমাদের ৪ টাকার লেবু ১৫ টাকা হয় , ৪০ টাকার ভূষি ৮০ টাকা হয় । তখন আমরা নিজেরাই নিজেদের পণ্য বয়কটের ডাক দি....

ফিলিস্তিনের মুসলিম আমাদের ভাই , ভারতের মুসলিম আমাদের ভাই, কিন্তু বাংলাদেশের মুসলিমরা নিজেরা নিজেরা ভাই-ভাই না ।

আমরা নিজেরাই নিজেদের সাথে সবচেয়ে বড় সার্কাসটা খেলি- আর ফাইনাল খেলাটা তুলে রাখি রমজানের জন্য...

03/03/2024

একটা সিগারেট আর একটা চা খাইতে গেলেও ৪-৫ টা পোলাপাইন নিয়া বাইর হওয়া ছেলেটা ও একদিন একলা একলা দৌড়াদৌড়ি করতে হয় চাকরি খুঁজতে, চাকরি করতে।

দেশে আস্ত একটা সার্কেল রেখে গিয়ে কাউরে আবার একা একাই ঘুরতে হয় জীবনের পথে পথে ... এক গাদা বন্ধু নিয়ে এলাকায় ঘুরতে থাকা ছেলেটা ও শেষমেষ জীবন নিয়া একা একাই সার্ভাইব করতে হয়।

মানুষের স্রোতে ভাসতে থাকা মানুষদেরও
একদিন না একদিন নিঃসঙ্গতারে কবুল বলে গ্রহণ করতে হয়...

এই হিসেব সময়ের? না মানুষের...
তা এক অদ্ভুত গোলকধাঁধাই বটে!

03/03/2024

👉 আমি বাঁচতে চাইছিলাম আলোর ভেতরে।

তারা আমারে বাঁচিয়ে রাখলো আগুনের আলোর

ভেতরে...🌿

24/02/2024

👉মানুষ পাখির মতো আকাশে উড়তে চায়। কিন্তু কোনো পাখিই মানুষের মতো মাটিতে অধিকার চায় না ।

👉যার যা আছে, যে যেখানে আছে - তা নিয়েই সার্ভাইব করাকেই বোধহয় জীবন বলে...পাখি তা মেনে নিয়েছে, মানুষ মানতে পারে না 🌿🌅

23/02/2024

সময় এতো দ্রুত চলে যায়, ২০২৩ সাল আসলো, চলে গেলো । ২০২৪ সালেরও দুইমাস চলে গেলো ।

বছরকে মাস মনে হয়, মাসকে সপ্তাহ মনে হয়,সপ্তাহকে দিন... শুক্রবার যায় আর শুক্রবার আসে!

সব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, কাছ-থেকে সরে যাচ্ছে, হারাচ্ছে। সব আসতেছে, চলে যাচ্ছে। বয়স বাড়তেছে।

কেবল আমি এক জায়গায় স্থির হয়ে বসে আছি- একটা বোকা পাখির মতোন... কেবল কিসের যেনো একটা অপেক্ষা বিঁধে থেকে গেছে ভেতরে ভেতরে!

21/02/2024

মানুষ নিঃসঙ্গ থাকবে মায়ের গর্ভে।
মানুষ নিঃসঙ্গ থাকবে কবরে ।
পৃথিবীর ৮ বিলিয়ন মানুষের মাঝে
একটা মানুষ কেন নিঃসঙ্গতায় বেঁচে থাকবে?

19/01/2024

👉 শামুকের মতো নিজেরে

গুটিয়ে নেওয়া কোনো

পরিবর্তন না । পরিবর্তন হইলো

চিল হয়ে মেঘের উপরে উড়তে থাকা...🌿

18/01/2024

কারো পতনে আনন্দ প্রকাশ করো না। কেননা, ভবিষ্যৎ তোমার জন্য কী প্রস্তুত করে রেখেছে, সে সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই।
হযরত আলী (রা.)

16/01/2024

👉Beautiful scene Istanbul, Turkey 🌿♥️

06/01/2024
05/01/2024

চলন্ত বেনাপোল এক্সপ্রেসে আগু'নে যাত্রী পু'ড়ে ছাই। 😥

05/01/2024

12fail" Then leaving the country in Bangladesh

05/01/2024

04/01/2024

সারাদিন ' Women' বলে হো হো করা পুরুষরা এবার '12th Fail' দেখে হঠাৎ করে বিশ্বাস করা শুরু করলো , জীবনে সফল হইতে গেলে প্রেমিকার সাপোর্ট জরুরী ।

কিন্তু পাশে তাদের প্রেমিকা নাই ।

কারণ, তারা 'Women, চায়ের কাপে বাড়ি, হো হো হো..' মতাদর্শে বিশ্বাসী ।

গুরু লিংকনদা আগেই টের পাইছিলো জিনিসটা, তাই দুঃখী সুরে গেয়েছিলো,

' তোমরা কেউ কি দিতে পারো প্রেমিকার ভালোবাসা...

তোমরা টের পাইছো দেরিতে, আফসোস! :3

31/12/2023

Alhamdulillah ❤️
Prayer is enough to solve your problems 🤎✨

29/12/2023

28/12/2023

27/12/2023

IUB Dance Club Autumn 23

Address

Huline
Patiya
4367

Alerts

Be the first to know and let us send you an email when JamiR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies



You may also like