04/07/2022
#ফ্রিল্যান্সিং নিয়ে বাঙালির কমন প্রশ্ন ❓🙂
1:- ফ্রিল্যান্সিং করে কত টাকা ইনকাম করছেন.?
2:-প্রতিদিন কি হাজার টাকা উপরে পান.?
3:- আমি মাসে কত টাকা ইনকাম করতে পারবো?
4:- টাকা টা কি প্রতিদিন দিবে.?
5:- আমাকে ফ্রি শিখাবেন.?
6:- আমি আগে কাজ করব তারপর আপনার কোর্স ফি দিবো
7:- আমার কাছে কোর্সের টাকা নেই কিন্তু আপনি আমাকে শিখান আপনাকে টাকা দিবো
8:- অনেকে তো আছে কোর্স না করেই ফ্রিল্যান্সিং করতে চায়
যারা এই প্রশ্ন গুলো করেন তাদের বলি 🙂
ফ্রিল্যান্সিং টা কি আপনার মামার বাড়ির সম্পত্তি..?
নাকি ফ্রিল্যান্সিং টাকে আপনারা হাতের মোয়া ভাবেন?
আপনারা আগে কাজ সম্পর্কে জানেন না বুজেন না আগেই আসেন ইনকাম এর প্রশ্ন করতে🙂
একটা প্রতিষ্ঠান হাজার হাজার টাকা দিয়ে টিচার রাখে কোর্স করানো জন্য আর তারা আপনাকে ফ্রি শিখাবে.?
বাঙালিরা সব কিছু ফ্রিতে পেতে চায় যার জন্য দেশের এই অবস্থা....
ফ্রিল্যান্সিং করতে চান বেশ ভালো কথা আপনাকে আগে টার্গেট রাখতে হবে যেকোনো একটা আইটি প্রতিষ্ঠান থেকে ৩-৪ মাসের কোর্স সেটা আপনাকে করতে হবে । কোর্স করলেই যে খুব বড় মাপের ফ্রিল্যান্সার হয়ে যাবেন সেটাও না,
কোর্স শেষে যারা মনোযোগ সহকারে ক্লাস গুলো করেছিলো যাদের ইচ্ছে শক্তি ভালো, কাজের আগ্রহ আছে তারাই কেবল আগাতে পারে,,,,
প্রথম আপনি ছোট ছোট কিছু কাজ পাবেন সেগুলো থেকে খুবই অল্প কিছু ইনকাম হবে এর পর আস্তে আস্তে আপনার কাজের অভিজ্ঞতা বাড়বে দক্ষতা বাড়বে তারপর আপনি ভালো ভালো কাজ পেতে শুরু করবেন আপনার ইনকাম টা শুরু হবে,
এতো ইজি না ভাই যে আসলেই আপনার জন্য টাকা নিয়ে মানুষ বসে থাকবে৷
বাসায় বসে যেহেতু ইনকাম করতে চান সেহেতু খুবই মনোযোগ ধৈর্য সহকারে
কোর্স করুন
কাজ গুলো ভালোভাবে শিখুন তারপর ইনকাম এর কথা ভাববেন।
স্কিল থাকলে যে কোন জায়গায় থেকে যে কোনো উপায়ে ইনকাম সম্ভব
Freelancing