Masud Parvez Rana

Masud Parvez Rana I Am a Professional Digital Marketer Expert.

বর্তমানে এই যুগে প্রযুক্তি অনেক এগিয়ে গেছে। আমরা কেন পিছে পরে থাকব...?প্রযুক্তি কে কাজে লাগিয়ে এখন মানুষ সকল কাজকে সহজ ক...
23/07/2022

বর্তমানে এই যুগে প্রযুক্তি অনেক এগিয়ে গেছে। আমরা কেন পিছে পরে থাকব...?
প্রযুক্তি কে কাজে লাগিয়ে এখন মানুষ সকল কাজকে সহজ করে দিচ্ছে।

#ফ্রিল্যান্সিং মানুষ কে করছে সাবলম্ভি।এখন মানুষ ঘরে বসেই ইনকামের মাহা সুযোগ পেয়েছে।
#বর্তমান বিশ্বে ফ্রিল্যান্সিং একটা আসিরবাদ।
#ফ্রিল্যান্সিং এ সফল ব্যাক্তি আজ ভোগ করছে সুখি জীবন





🌹🌹আমি কেন ফ্রিল্যান্সিং করি-➡️ ১- এটি একটি মুক্ত পেশা।➡️ ২- এই কাজের জন্য কোন ধরাবাঁধা সময় লাগেনা।➡️ ৩- এই কাজের জন্য আম...
13/07/2022

🌹🌹আমি কেন ফ্রিল্যান্সিং করি-

➡️ ১- এটি একটি মুক্ত পেশা।
➡️ ২- এই কাজের জন্য কোন ধরাবাঁধা সময় লাগেনা।
➡️ ৩- এই কাজের জন্য আমার উপর কতৃত্ত সৃষ্টি করার মতো কেউ থাকবেনা। আমি নিজেই আমার বস হিসেবে কাজ করতে পারব।
➡️ ৪- আমার সুবিধা মতো সময়ে কাজ করে ইনকাম করতে পারব।
➡️ ৫- এই কাজের মাধ্যমে নিজেকে একজন দক্ষতাসম্পূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারবো।
Freelancer
-Happy Freelancing🥰🥰

যারা যারা  ফ্রিল্যান্সিং করতে ইচ্ছুক  inbox me   - ফ্রিল্যান্সিং কি? - ফ্রিল্যান্সিং মানে মূলত কোনো প্রতিষ্ঠানের অধীনে স...
05/07/2022

যারা যারা ফ্রিল্যান্সিং করতে ইচ্ছুক inbox me

- ফ্রিল্যান্সিং কি?
- ফ্রিল্যান্সিং মানে মূলত কোনো প্রতিষ্ঠানের অধীনে স্থায়ী না থেকে নিজের মত স্বাধীনভাবে কাজ করা।
- বর্তমানে ফ্রিল্যান্সিং শব্দটি দ্বারা কন্ট্রাক্ট-ভিত্তিক কাজকে বোঝানো হয়। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের পরিবর্তে ব্যক্তি নিজেই তার দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে কোনো একটি সার্ভিস প্রদান করে থাকেন।
- সহজ ভাষায় বলতে গেলে, যখন কোনো ব্যক্তি নিজের দক্ষতা, শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজ লাগিয়ে কোনো প্রতিষ্ঠানের অধীনে না থেকেই একাধিক ক্লায়েন্ট এর কাজ করে, তখন ওই কাজকে বলা হচ্ছে ফ্রিল্যান্সিং।
- আর যে ব্যাক্তি ফ্রিল্যান্স কাজ করেন, তিনিই হচ্ছেন একজন ফ্রিল্যান্সার।

 #ফ্রিল্যান্সিং নিয়ে বাঙালির  কমন  প্রশ্ন ❓🙂1:-  ফ্রিল্যান্সিং করে কত টাকা ইনকাম করছেন.?2:-প্রতিদিন কি হাজার টাকা উপরে প...
04/07/2022

#ফ্রিল্যান্সিং নিয়ে বাঙালির কমন প্রশ্ন ❓🙂

1:- ফ্রিল্যান্সিং করে কত টাকা ইনকাম করছেন.?
2:-প্রতিদিন কি হাজার টাকা উপরে পান.?
3:- আমি মাসে কত টাকা ইনকাম করতে পারবো?
4:- টাকা টা কি প্রতিদিন দিবে.?
5:- আমাকে ফ্রি শিখাবেন.?
6:- আমি আগে কাজ করব তারপর আপনার কোর্স ফি দিবো
7:- আমার কাছে কোর্সের টাকা নেই কিন্তু আপনি আমাকে শিখান আপনাকে টাকা দিবো
8:- অনেকে তো আছে কোর্স না করেই ফ্রিল্যান্সিং করতে চায়

যারা এই প্রশ্ন গুলো করেন তাদের বলি 🙂

ফ্রিল্যান্সিং টা কি আপনার মামার বাড়ির সম্পত্তি..?
নাকি ফ্রিল্যান্সিং টাকে আপনারা হাতের মোয়া ভাবেন?

আপনারা আগে কাজ সম্পর্কে জানেন না বুজেন না আগেই আসেন ইনকাম এর প্রশ্ন করতে🙂
একটা প্রতিষ্ঠান হাজার হাজার টাকা দিয়ে টিচার রাখে কোর্স করানো জন্য আর তারা আপনাকে ফ্রি শিখাবে.?
বাঙালিরা সব কিছু ফ্রিতে পেতে চায় যার জন্য দেশের এই অবস্থা....

ফ্রিল্যান্সিং করতে চান বেশ ভালো কথা আপনাকে আগে টার্গেট রাখতে হবে যেকোনো একটা আইটি প্রতিষ্ঠান থেকে ৩-৪ মাসের কোর্স সেটা আপনাকে করতে হবে । কোর্স করলেই যে খুব বড় মাপের ফ্রিল্যান্সার হয়ে যাবেন সেটাও না,
কোর্স শেষে যারা মনোযোগ সহকারে ক্লাস গুলো করেছিলো যাদের ইচ্ছে শক্তি ভালো, কাজের আগ্রহ আছে তারাই কেবল আগাতে পারে,,,,

প্রথম আপনি ছোট ছোট কিছু কাজ পাবেন সেগুলো থেকে খুবই অল্প কিছু ইনকাম হবে এর পর আস্তে আস্তে আপনার কাজের অভিজ্ঞতা বাড়বে দক্ষতা বাড়বে তারপর আপনি ভালো ভালো কাজ পেতে শুরু করবেন আপনার ইনকাম টা শুরু হবে,
এতো ইজি না ভাই যে আসলেই আপনার জন্য টাকা নিয়ে মানুষ বসে থাকবে৷
বাসায় বসে যেহেতু ইনকাম করতে চান সেহেতু খুবই মনোযোগ ধৈর্য সহকারে
কোর্স করুন
কাজ গুলো ভালোভাবে শিখুন তারপর ইনকাম এর কথা ভাববেন।

স্কিল থাকলে যে কোন জায়গায় থেকে যে কোনো উপায়ে ইনকাম সম্ভব

Freelancing

🟡 ফ্রিল্যান্সিং করতে আমার কি কি লাগবে?আজকাল অনেকই আমাকে বলেন যে,আমি ফ্রিলান্সিং করতে চাই! আমাকে একটু সাহায্য করেন,এ বিষয...
03/07/2022

🟡 ফ্রিল্যান্সিং করতে আমার কি কি লাগবে?

আজকাল অনেকই আমাকে বলেন যে,
আমি ফ্রিলান্সিং করতে চাই!
আমাকে একটু সাহায্য করেন,
এ বিষয়ে আমার কোন অভিজ্ঞতা নেই!
আপনি যদি পুরা বিষয়টা আমাকে বলতেন খুব উপকৃত হতাম।

⭕ এমন অনেক মেসেজে প্রতিনিয়ত আমার ইনবক্সে আসে।

বর্তমানে দেশের চাকুরির বাজারের যে অবস্থা তাতে করে আপনি ফ্রিল্যান্সিং করতে চান এটা খুবই যুগ উপযোগী একটা সিদ্ধান্ত। 🧡

এখন আপনার জানা দরকার ফ্রিলান্সিং করতে চাইলে আপনার কি কি লাগবে? বা কি দরকার হবে।

ফ্রিলান্সিং এর জন্য সর্ব প্রথমে আপনার প্রয়োজন নিজের:-

#ইচ্ছেশক্তি
#ধৈর্য
#শেখার_আগ্রহ
#তারপর_স্কিল
#স্মার্ট_ফোন_বা_ল্যাপটপ
#নেট_কানেকশন

🌟 দিন-দিন ডলারের দাম বেড়েই চলছে।

আজকের হিসাবে, বাংলাদেশ ১ ডলার এর দাম দাঁড়িয়েছে ৯৩.৪৫ টাকা।

⛔ ফ্রিল্যান্সিং করার জন্য প্রথমে আপনাকে খুব ভালোভাবে কাজ শিখে নিতে হবে। কারণ কথায় আছে,

🌟 First You Learn, Then You remove the L!

এর জন্য প্রয়োজনে আপনি যেকোনো জায়গা থেকে অবশ্যই একটা পেইড কোর্স করে পারেন যেখানে আপনার একজন মেন্টর থাকবেন।

❌ তবে ইউটিউব দেখে ফ্রিতে কাজ শিখবো এই ধারণা থেকে বের হয়ে আসেন কারণ এভাবে কখনোই আপনি ভালো একজন ফ্রীল্যান্সার হতে পারবেন না আপনার আগ্রহ কাজ করবেনা, অলসতা এবং হতাশা প্রতিনিয়ত আপনাকে গ্রাস করবে।

বর্তমানে ডিজিটাল মার্কেটিং সবচেয়ে ভালো ফ্রিল্যান্সিং সেক্টরগুলোর মধ্যে সাথে সাথে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টে ও ফ্রিল্যান্সাররা কাজ করে যাচ্ছে।

আপনার জন্য শুভকামনা।

কেউ শিখতে চাইলে যোগাযোগ করুন

🤦‍♀️🤔🤦‍♂️আমি কি ফ্রিল্যান্সিং পারবো?👨‍👨‍👦👨‍👨‍👦আমার ফ্যামিলি তো রাজি হবে না।আমার কাছে তো কোনো টাকা নাই। তাহলে আমি কেমনে ফ...
02/07/2022

🤦‍♀️🤔🤦‍♂️আমি কি ফ্রিল্যান্সিং পারবো?
👨‍👨‍👦👨‍👨‍👦আমার ফ্যামিলি তো রাজি হবে না।আমার কাছে তো কোনো টাকা নাই। তাহলে আমি কেমনে ফ্রিল্যান্সিং করব💆‍♂️💆‍♂️???
ফ্রিল্যান্সিং করতে লাগে শুধু ধৈর্য আর কাজ করার প্রবল ইচ্ছা💪💪💪। যদি আপনার এই ২টা জিনিস থাকে তাহলে আপনি ফ্রিলান্সার হতে পারবেন👨‍💻👨‍💻👨‍💻
আর ফ্যামিলি মানবে না এটাই স্বাভাবিক। কারণ,তাদের এই বিষয়ে কোনো ধারণাই নেই। তাদেরকে ভালো করে বুঝাতে হবে। তাহলে তারা অবশ্যই বুঝবে
আর টাকা নেই💴💴। না থাকাটা স্বাভাবিক। কারণ,টাকা থাকলে তো আর কাজ করতেন না।কষ্ট, শ্রম আর ধৈর্য ছাড়া ভালো কিছু করা সম্ভব না। জীবনে Risk নিতে শিখুন। দেখবেন জীবন আপনাকে অনেক ভালো কিছু Feedback দিবে।

♦️ বর্তমানে ৮০% মানুষই ফ্রিল্যান্সিং এর সঠিক মানে জানে না। কিন্তু বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পেশা হলো ফ্রিল্যান্সিং।কারন শু...
02/07/2022

♦️ বর্তমানে ৮০% মানুষই ফ্রিল্যান্সিং এর সঠিক মানে জানে না। কিন্তু বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পেশা হলো ফ্রিল্যান্সিং।

কারন শুধু মাত্র এই সেক্টরেই আপনি নিজের স্বাধীনমত কাজ করতে পারবেন আর নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন।

তবে অনেকেরই জানা নেই কিভাবে এই সেক্টর এ কাজ শুরু করবে এবং ফ্রিল্যান্সিংটা আসলে কি, তাদের জন্যই আমাদের এই সেমিনারের
আয়োজন, যেখানে- ★ #ফ্রিল্যান্সিং কি? ★ কিভাবে শুরু করবেন? ★ কিভাবে ইনকাম হয়? ★ কিভাবে শিখবেন, শিখতে কত দিন লাগবে? ★ শিখতে কত টাকা লাগবে, কোন বিষয় এ #ফ্রিল্যান্সিং করলে সহজে ও কম সময়ে ভালো কাজ পাওয়া যাবে?

প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিয়ে রাত ৮টায় আমাদের একটা চমৎকার ফ্রী অনলাইন সেমিনারের আয়োজন করা হয়েছে।

অনলাইন সেমিনারটি অংশ গ্রহণ করতে শুধু zoom apps টা মোবাইলের নিয়ে রাখবেন।

21/06/2022

Wellcome My Page

Address

Patiya

Telephone

+8801869976867

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masud Parvez Rana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Masud Parvez Rana:

Share

Nearby media companies