Cpublic Tv

Cpublic Tv Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cpublic Tv, Digital creator, Patiya.

17/10/2024

চন্দনাইশে বসতঘরে ভয়াবহ আগুন।

সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরে পুলিশ সহযোগিতায় শুরু হয়েছে ভারতীয় চোরাই ব্যবসা স্টাফ রিপোর্টার::সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর ...
16/10/2024

সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরে পুলিশ সহযোগিতায় শুরু হয়েছে ভারতীয় চোরাই ব্যবসা

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার নতুন (ওসি) অফিসার ইনচার্জ মোঃ কাউসার আলম যোগদানের পর আবারও শুরু হয়েছে ভারতীয় পণ্য চিনি, মাদক বিড়ি, কসমেটিকস ও ফলের ব্যবসা। জানা যায় সরকার পতনের পর ব্যাপক ভাবে রদবদল হয়েছে সুনামগঞ্জ জেলার থানা গুলোতে। নতুন করে পুলিশ প্রশাসনে এই রদবদলের কারন ছিল পুলিশের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে এবং অনিয়ম দুর্নীতি বন্ধে পুলিশ নিরলস ভাবে নতুন স্বাধীন দেশে জনগণের ভরসাস্থল হিসেবে আস্থার জায়গা করে নিবেন। কিন্তু রক্ষা করার পরিবর্তে পুলিশ যদি নিজেরাই চোরাকারবারীদের সাথে ব্যবসায় জড়িয়ে যান সেখানে কিছুই করার থাকেনা। কিছু অসাধু কর্মকর্তাদের কারনে পুরো পুলিশ ডিপার্টমেন্ট কলঙ্কিত হন সেই চিন্তা মাথায় না রেখে নিজেদের পকেট ভারী করতে মরিয়া হয়ে উঠেন অনেকেই। যার রুপ
রেখার প্রতিফলন এবার ঘটতে চলেছে বিশ্বম্ভরপুর থানায়? জানা যায় বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কাউসার আলম । তিনি যোগদানের তিন দিনের মাথায় চালু হয়েছে আবারও ভারতীয় চোরাকারবারীদের রমরমা ব্যবসা। সরে জমিনে গিয়ে দেখা যায় চালবন পয়েন্টে বিশ্বম্ভরপুর পুলিশের চেকপোস্টে অবস্থানরত ডিউটিতে থাকা পুলিশ সদস্যদের মাধ্যমে প্রতিটি চিনি, ভারতীয় মাদক, বিড়ি, কসমেটিক্সসহ চোরাইপথে আসা প্রত্যেকটি ট্রাক গাড়ি চেক করে পাস দেওয়া হয় মোটা অংকের টাকার বিনিময়ে। যেখানে অবৈধ মালামাল আটক করে থানায় নেওয়ার কথা সেখানে উল্টো পুলিশ মহড়ায় নিরাপদে চোরা কারবারিদের সুযোগ করে নিরাপদে ব্যবসা করার পথ করে দিচ্ছেন পুলিশ। এছাড়াও সুনামগঞ্জ সদর থানা,ডিবি পুলিশের মনোনীত লোকদের দিয়ে টাকা উত্তোলনের দৃশ্য দেখা যায় ঐ চালবন পয়েন্টে। শুধু তাই নয় যে সকল সাংবাদিকরা রাতে ঐ সমস্ত রঙ্গ লীলার দৃশ্য দেখেন তাদেরকে ম্যানেজ করা হয় । পুলিশ যেখানে ম্যানেজ হন সেখানে গণমাধ্যম কর্মীরা বাধ্য হন ম্যানেজ হতে। কি আর করা প্রশাসন যেখানে চোরাকারবারীদের ভারতীয় পণ্য ব্যবসায় সহযোগিতা করছেন সেখানে সাংবাদিকরাও অসহায় হয়ে পুলিশের সাথে তাল মিলিয়ে চলছেন। সব মিলিয়ে সুনামগঞ্জ বিশ্বম্ভরপুর উপজেলায় ভারতীয় চোরাই ব্যবসা ভালই জমজমাট। আর এসব বিষয়ে কিছু বলতে গেলে অথবা বাঁধা দিতে গেলে সাংবাদিকদের পড়তে হয় মিথ্যা মামলা অথবা চোরাকারবারীদের হুমকির মুখে। বর্তমান পুলিশ সুপার ঐ সমস্ত চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকলেও ডিউটিতে থাকা দায়িত্বরত পুলিশ সদস্যরা পুলিশ সুপারের চোখ ফাঁকি দিয়ে চালিয়ে যাচ্ছেন অপরাধ কর্মকাণ্ড। প্রতিদিন গভীর রাত ৩টা থেকে ভোর সকাল ৭টা পর্যন্ত চলে ভারতীয় পণ্য চিনি,মাদক,বিড়ি ভর্তি টাক চলাচল। চালবন পয়েন্টে, বিশ্বম্ভরপুর থানা পুলিশের চেকপোষ্ট, আব্দুর জহুর সেতুর টোলের পাশে সদর থানা পুলিশের চেকপোস্ট, ডিবি পুলিশের মনোনীত ব্যাক্তির উপস্থিতিতে চলছে এসব কর্মকাণ্ড। রাতে ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা ভারতীয় চিনির ট্রাক চেক না করে কয়টি ট্রাক যাচ্ছে সে গুলো গণনা করার দায়িত্ব পালন করছেন। কিন্তু ঐ সমস্ত ভারতীয় পণ্যবাহী গাড়ি আটক করার কোন ডিউটি পালন করছেন না তারা। মাঝে মধ্যে লোক দেখানো অভিযান হলেও বেশিরভাগ ক্ষেত্রে সুযোগ দেওয়া হয় চোরাকারবারীদের। পুলিশ সুপার যোগদানের পর সাংবাদিকদের জানিয়েছেন তিনি সুনামের সাথে এসেছেন সুনাম অর্জন করে যাবেন। কিন্তু উনার এই প্রতিশ্রুতি বিনষ্ট করে চলেছেন রাতে ডিউটিতে থাকা থানা পুলিশের কিছু সদস্যরা। পুলিশ সুপার মহোদয় গোপনে অনুসন্ধানের মাধ্যমে ঐ সমস্ত চোরাকারবারীদের ও জড়িত অসাধু পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন এমনটাই আশাবাদ ব্যক্ত করেন গণমাধ্যমসহ সুশীল সমাজের লোকেরা।

ডিবি পুলিশের হাতে বিলাতি মদ সহ আটক ২ স্টাফ রিপোর্টার::সুনামগঞ্জে জেলা গোয়েন্দাপুলিশ ডিবি-র হাতে ১৮ বোতল বিলাতি মদ সহ আটক...
16/10/2024

ডিবি পুলিশের হাতে বিলাতি মদ সহ আটক ২

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জে জেলা গোয়েন্দাপুলিশ ডিবি-র হাতে ১৮ বোতল বিলাতি মদ সহ আটক ২ । মঙ্গলবার রাতে মল্লিকপুর নতুন বাসষ্টেশন সংল্গ্ন এলাকায় অভিযান চালিয়ে এই দুইজন কে আটক করা হয়।ডিবি পুলিশ জানায় গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে গোয়েন্দাপুলিশ ডিবি-র ওসি আমিনুল হক নির্দেশনায় এস আই পলাশ এএসআই নুরুন্নবী, এএসআই নজরুল সহ ডিবি পুলিশের একটি চৌকশ আভিযানিক টিম অভিযান চালিয়ে বিশ্বম্ভরপুর উপজেলার চালবন গ্রামের শওকত আলীর ছেলে সাব্বির ও শান্তিগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের নুরুল মিয়ার ছেলে হেলাল মিয়া কে আটক করা হয়।আটক নিশ্চিত করে ডিবি-র ওসি আমিনুল হক জানান আটককৃতদের বিরোদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জনসমুদ্র কক্সবাজার সৈকতে ভীড় পর্যটকের।
16/10/2024

জনসমুদ্র কক্সবাজার সৈকতে ভীড় পর্যটকের।

মতিয়া চৌধুরী আর নেই
16/10/2024

মতিয়া চৌধুরী আর নেই

16/10/2024

চন্দনাইশে প্রকাশ্য চাঁদাবাজি করছে একটি নারী চক্রের দল।

15/10/2024

দিনের শুরুতে ব্যাস্ততা।

14/10/2024

লোহাগাড়ায় ট্রেনের ধাক্কায় বন্যহাতি গুরুতর আহত, ভেঙে গেছে পা। চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে এলাকায় আহত হওয়ার পর রেললাইনের পাশে পড়ে আছে হাতিটি। চিকিৎসা দিচ্ছেন বনবিভাগের লোকজন।

13/10/2024

নগরীতে যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী উঠা-নামার কারণে যানজটের সৃষ্টি, পোহাতে হচ্ছে জনদূর্ভোগ।

13/10/2024

পূজার ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ।

পটিয়ার বিশিষ্ট সাংবাদিক জনাব নুরুল ইসলাম কিছুক্ষন আগে ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।প্রিয় মা...
13/10/2024

পটিয়ার বিশিষ্ট সাংবাদিক জনাব নুরুল ইসলাম কিছুক্ষন আগে ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

প্রিয় মানুষটির মুত্যূতে পুরো পটিয়া সহ সাংবাদিক মহল গভীর শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত,শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা ও পরম করুনাময় আল্লাহর দরবারে জান্নাত কামনায়।

13/10/2024

বঙ্গোপসাগরের বহির্নোঙরের কুতুবদিয়া চ্যানেল এলাকায় রাত আনুমানিক ০১:০০টায় বসুন্ধরা গ্রুপের এলপিজি ক্যারিয়ার সুফিয়া নামক জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। BLPG সুফিয়া জাহাজের সকল নাবিকদের টাগ বোট তুফান এক্সপ্রেস উদ্ধার করতে সক্ষম হয়েছে,সকল নাবিক নিরাপদে আছেন।

12/10/2024

বাজারজাত নিয়ে আমাদের প্রতিবেদন।

12/10/2024

যে দৃশ্যটি দেখতে ছুটে যান ভ্রমনপ্রেমীরা।

চোখ রাখুন C public এর পর্দায়।
12/10/2024

চোখ রাখুন C public এর পর্দায়।

11/10/2024

চট্টগ্রাম শহর

11/10/2024

রাতের নতুন ব্রীজ।

11/10/2024

বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানের নীলাচল।

10/10/2024

আলহামদুলিল্লাহ,
প্রতি বছরের ন্যায় এইবারও বাহুলী স্পোর্টিং ক্লাব ও এলাকাবাসী কর্তৃত আয়োজিত (১২তম) বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ) এর ফাতেহা শরীফ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে, ১২ই অক্টোবর ২০২৪, রোজ শনিবার। মাহফিলের সুন্দর সফল হওয়ার লক্ষ্যে সবার দোয়া, সহযোগীতা এবং উপস্থিতি কামনা করছি।
সবার প্রতি ঈমানী দাওয়াত রইলো।
(ভিডিওটি গত বছরের(২০২৩) মাহফিলের)



15/02/2022

চাঁটগাইয়া ভাষায় ইয়েনরে কি হয়?

11/02/2022

ব্রেকিং

পটিয়ায় সিএনজি চালককে খুন করে সিএনজি নিয়ে গেল ডাকাতরা । ঘটনাটি ঘটেছে বড়লিয়া ইউনিয়নের (কট্টালি গ্রামের) একটি রাস্তার পাশে । কে বা কারা রাতের অন্ধকারে সিএনজি চালককে খুন করে তার CNG টি নিয়ে যাই । সকালে নিহত CNG ড্রাইভার কে বিলের ধারে পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণ । সিএনজি চালকের নাম নুরুল আলম । বাড়ি জিরি ইউনিয়নে ।

09/02/2022
09/02/2022

হিজাবের জন্য লড়াই করা সাহসী মুসকানদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংহতি প্রকাশ

16/01/2022

Address

Patiya

Alerts

Be the first to know and let us send you an email when Cpublic Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cpublic Tv:

Videos

Share

Nearby media companies