
24/11/2024
যখন ক্যাসেমিরোর মত ট্যাংক মন্তব্য করে, মাদ্রিদ আগামী দশ বছর তোমাকে নিয়ে নিশ্চিন্ত থাকবে। তখন বুঝবে হবে, ফেদে তুমি কিছু একটা হতে চলেছো।
যখন ক্রুসের মত স্নাইপাইর দ্যা মিড ফিল্ডের সৌন্দর্য মন্তব্য করে যে, একই ছবিতে আমি ও এবং ফিউচার। তখন বুঝে নাও ফেদে, তোমার আইডল তোমাকে স্বীকৃতি দিয়ে দিয়েছে।
যখন নিজ দলের কোচ, তোমাকে নিয়ে বাজি ধরে যে, ভালভার্দে এই সিজনে দশ গোল না করলে আমি কোচিং সার্টিফিকেট তুলে রাখবো!! তখন তুমি নিজেকে স্বাধীন করো, মেলে ধরো, উড়তে থাকো। তোমার তুলনা অপরিসীম।
ফেদে তুমি আমাদের সন্তান।
আমাদের ফিউচার ক্যাপ্টেন।