Oishi Blog

Oishi Blog Happiness depends upon ourselves

03/10/2023

কেউ যখন কাউকে ভাল, সুন্দর বা তাঁর পছন্দসই কোন কাজ উপহার দেন তখন অধিকাংশ মানুষই তাকে বলে থাকেন, “জাঝাকাল্লাহু খইর”।
( খাইর) শব্দটি সে সমস্ত বিষয় বুঝায় যা আল্লাহর নিকট প্রিয়। তাই “খাইর” শব্দের মাধ্যমে সবরকমের কল্যাণ কামনা করা হয় ।
জাযাকাল্লাহু খাইরান—-
অর্থ: আল্লাহ্ আপনাকে উত্তম প্রতিদান দিন (তাহলে) সে পুরোপুরি তার প্রশংসা ও প্রতিবদল দিতে পারল।”
যখন কেউ ' জাঝাকাল্লাহু খইর বলে এর জবাবে বলতে হয়-
ওয়া আনতুম ফা-জাযাকুমু-আল্লাহ খাইরান
অর্থ: এবং আল্লাহ আপনাকেও উত্তম প্রতিদান দিন।

17/09/2023

একটি নীতিমূলক গল্প🙂🙂

একজন বয়স্ক মহিলার দুটি বড় পাত্র ছিল, যা তার কাঁধের বাকের দুই প্রান্তে ঝোলানো ছিলো

একটি পাত্রের মধ্যে সূক্ষ্ম একটি ফাটল ছিল কিন্তু অন্য পাত্রটি ছিল নিখুঁত এবং নদী থেকে জল আনার সময় একটি পাত্র পুরোপুরি জলে ভর্তি থাকতো অপরটি অর্ধেক জল পূর্ণ থাকত।

পুরো দুই বছর ধরে,এভাবেই ভদ্রমহিলা দেড় পাত্র জল নিয়ে ঘরে ঢুকতেন।

অবশ্যই, নিখুঁত পাত্র তার পূর্ণতার জন্য গর্বিত ছিল কিন্তু বেচারা ফাটল ধরা পাত্র নিজের অপূর্ণতার জন্য লজ্জিত এবং দুঃখ 😪😪ছিল যে পুরো জল কখনোই বহন করতে পারে না।

দুই বছর পর খুঁত যুক্ত পাত্রটি বৃদ্ধার কাছে খুব দুঃখ🥺🥺 করে বলল-আমি সত্যি সত্যি নিজে নিজের অক্ষমতার জন্য লজ্জিত। আমার যা করা উচিত ছিল আমি সেটা কখনোই করে উঠতে পারি না। আমার ভেতর একটা ফাটল আমাকে আমার কাজ করতে দেয় না এবং আপনার ঠিক ভাবে পানি নিয়ে আসা হয় না।

বৃদ্ধা মুচকি হেসে 🙂🙂বললেন, 'আচ্ছা খেয়াল করেছ,তোমাকে যে রাস্তা দিয়ে নিয়ে আসা হয় সেই রাস্তার পাশে কত ফুলের 🌸💮🏵️সারি!আমি তোমার ত্রুটি জানি, যে স্থান দিয়ে তোমাকে আনা হয় সেখানে আমি কিছু ফুলের বীজ ছড়িয়ে দিয়েছি, সেখান থেকে গাছ হয়ে ফুল🌼🌼 জন্মেছে। পথের পাশের ওই ফুল🏵️ গুলিকে তুমি নিজের অজান্তে প্রতিদিন যখন আমরা ফিরে যাই,
তুমি তাদের জল দাও।
আমি দু'বছর ধরে ওখান থেকে ফুল তুলে এনে আমার টেবিলের সাজিয়ে রাখি।তুমি যদি অপূর্ন না হতে তাহলে এই ফুল ফুটতো না, এ ফুল পেতাম না আমি। প্রকৃতি তার সুন্দর্য হারিয়ে ফেলতো রূপে গুনে পরিপূর্ণতা পেত না ।

আমাদের প্রত্যেকের নিজস্ব স্বতন্ত্র ত্রুটি রয়েছে।এগুলি নিয়ে খুব বেশি ভাবার প্রয়োজন নেই।জীবনকে নিজের ছন্দে, নিজের মতো করে চলতে দেয়া উচিত।এতে জীবনের স্বাভাবিক সৌন্দর্য ফুটে ওঠে 🥰🥰🥰।

16/09/2023
25/08/2023

ফুলের মতই সুন্দর প্রতিটা মেয়ে, হোক সে ফর্সা কিংবা কালো 🥰🫠🫠🌹

24/08/2023

নতুন করে
সুরে: সানজিদা আক্তার ঐশি
👎👎👎

22/08/2023

শিরোনাম:কথা দিলাম
সুরে:সানজিদা আক্তার ঐশি

Address

Panbari, Lalmonirhat
Patgram
5540

Alerts

Be the first to know and let us send you an email when Oishi Blog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Patgram

Show All