03/10/2023
কেউ যখন কাউকে ভাল, সুন্দর বা তাঁর পছন্দসই কোন কাজ উপহার দেন তখন অধিকাংশ মানুষই তাকে বলে থাকেন, “জাঝাকাল্লাহু খইর”।
( খাইর) শব্দটি সে সমস্ত বিষয় বুঝায় যা আল্লাহর নিকট প্রিয়। তাই “খাইর” শব্দের মাধ্যমে সবরকমের কল্যাণ কামনা করা হয় ।
জাযাকাল্লাহু খাইরান—-
অর্থ: আল্লাহ্ আপনাকে উত্তম প্রতিদান দিন (তাহলে) সে পুরোপুরি তার প্রশংসা ও প্রতিবদল দিতে পারল।”
যখন কেউ ' জাঝাকাল্লাহু খইর বলে এর জবাবে বলতে হয়-
ওয়া আনতুম ফা-জাযাকুমু-আল্লাহ খাইরান
অর্থ: এবং আল্লাহ আপনাকেও উত্তম প্রতিদান দিন।