Nayon420 Vlog

Nayon420 Vlog Vlog video and entrainment and agriculture

আমাদের কৃষি। মাল্টা বাগান। মাল্টা ফল   #কৃষি  #মাল্ট
07/09/2023

আমাদের কৃষি। মাল্টা বাগান। মাল্টা ফল
#কৃষি #মাল্ট

29/08/2023

Chandranath Pahar _ চন্দ্রনাথ পাহাড় সীতাকুণ্ড _Vlog video _ Himalaya_

11/08/2023

লালমনিরহাটে ,বাংলাদেশের প্রথম ,অ্যা়ভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যা়ভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, লালমনিরহাট।

29/07/2023

এক মায়ের ক‌‌ষ্টের কথা গুলো শুনুন। বড় লোক থেকে আজ সে গরিব। এক মায়ের বুক ফাটা কান্না।

28/07/2023

আগুন পান‌ খাচ্ছে ছোট ভাই// ভিন্ন জগত ভ্রমণ রংপুর

13/07/2023
13/06/2023
12/06/2023

India top 10 movie industry top 10 Actors_ভারতীয় সেরা ১০ টি চলচ্চিত্র ইন্ডাস্টির সেরা ১০ জন নায়ক।

11/06/2023

এক নজরে ভিন্ন জগতের আজব গুহা। কি আছে এই আজব গুহায়// vinno jogat rungpur//

10/06/2023
08/06/2023

স্বপ্নপুরী, চিরিয়াখানার দুই জাতের হরিণ// sopnopuri Park, Zoo// Dinajpur//

07/06/2023

Vinno jogat rungpur/ ভিন্ন জগত ভ্রমণ ২০২৩// বিনোদন কেন্দ্র//পিকনিক স্পট Bangladesh

29/05/2023

তিস্তা ব্যারেজ। হাতীবান্ধা, লালমনিরহাট। Tista Baraje Hatibandha, Lalmonirhat , Rungpur

03/09/2022

তিস্তা ব্যারেজ, হাতীবান্ধা
লালমনিরহাট, রংপুর বিভাগ
এটি হলো বাংলাদেশের সব থেকে বড় বাঁধ।
তিস্তা ব্যারেজ
নীলফামারী জেলার ডিমলা উপজেলার সীমানা থেকে ১ কিঃমিঃ দূরে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার দোয়ানী নামক স্থানে তিস্তা নদীর উপর তিস্তা ব্যারেজ অবস্থিত। তিস্তানদীতেব্যারেজনির্মাণপূর্বকঅত্রঅঞ্চলেগ্রেভিটিপদ্ধতিতেএকটিসেচপ্রকল্পেরপ্রয়োজনীয়তাবৃটিশআমলহতেইঅনুভূতহয়।১৯৩৭খ্রিস্টাব্দে তৎকালীনসরকারতিস্তাব্যারেজপ্রকল্পেরপরিকল্পনাগ্রহণকরে।মূলপরিকল্পনাগৃহীতহয়১৯৫৩খ্রিস্টাব্দে।স্বাধীনতাপরবর্তীসময়েবাংলাদেশপানিউন্নয়নবোর্ডএবংবাংলাদেশপ্রকৌশলবিশ্ববিদ্যালয়েরপ্রকৌশলীগণসম্পূর্ণদেশীয়প্রযু্ক্তিএবংজনবলদ্বারানতুনজরিপওবিস্তারিতপরিকল্পনাওডিজাইনপ্রণয়নকরেমডেলস্টাডিরভিত্তিতেতিস্তাব্যারেজএরবর্তমানস্থাননির্ধারণকরেন।তিস্তা ব্যারেজ প্রকল্পের নির্মাণ কাজ ১৯৭৯সালে এবং ক্যানেল সিস্টেমের নির্মাণ কাজ ১৯৮৪-৮৫ সালে হাতে নেয়া হয়। ব্যারেজের দৈর্ঘ্য ৬১৫ মিটার, গেট ৪৪ টি। ক্যানেল হেড রেগুলেটর ১১০ মিটার দীর্ঘ, গেট ৮ টি। সর্বমোট গেট ৫২ টি। জুন ১৯৯৮ প্রকল্পের ১ম পর্যায়ের কাজ শেষ হয়। মোট নির্মাণ ব্যয় ৯৬৯.৫৩ কোটি টাকা। তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পের কাজ ১৯৮৪ সালে সরকারের নিজস্ব অর্থায়নে শুরু হয়।১৯৮৫ সালে সৌদি উন্নয়ন তহবিল ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং আবুধাবি উন্নয়ন তহবিলের প্রায় ২,৫০০কোটি টাকা ব্যয়ে তিস্তা ব্যারেজসহ সেচ যোগ্য কৃষিজমি ও জলকাঠামো নির্মাণ শুরু হয়। উত্তরজনপদেরবৃহত্তররংপুর, দিনাজপুরওবগুড়াজেলারআমন মৌসুমে (খরিপ জুলাই-অক্টোবর) সম্ভাব্য খরা পরিস্থিতি হতে আমন শস্যকে রক্ষা, শুষ্ক মৌসুমে রবি শস্যে সেচ সুবিধা প্রদান এবং বর্ষা মৌসুমে সেচ এলাকা হতে পানি নিষ্কাশন, সম্পূরকসেচেরমাধ্যমেকৄষিউৎপাদনবৄদ্ধিএবংকর্মসংস্থানেরসুযোগসৃষ্টিকরাতথাদারিদ্র্যবিমোচনএপ্রকল্পেরমূলউদ্দেশ্য।নিষ্কাশন, বন্যানিয়ন্ত্রণএবংনদীশাসনেরসুবিধাপ্রকল্পেরঅন্যান্যউদ্দেশ্যসমূহেরমধ্যেঅন্যতম।তিস্তা ব্যারেজ প্রকল্প (ফেজ-১) নীলফামারী জেলার ৫টি উপজেলা- সদর, জলঢাকা, সৈয়দপুর, কিশোরগঞ্জ, ডিমলা, রংপুর জেলার ৪টি উপজেলা- সদর, গঙাচড়া, বদরগঞ্জ, তারাগঞ্জ, দিনাজপুর জেলার ৩ টি উপজেলা- চিরির বন্দর, পার্বতীপুর, খানসামা উপজেলা নিয়ে বিস্তৃত। প্রধান খাল ৩৩.৬৭ কিলোমিটার,মেজর সেকেন্ডারী খাল (দিনাজপুর, রংপুর, বগুড়া) ৭৪.৪৩ কিঃমিঃ, শাখা খাল/ সেকেন্ডারী খাল২১৪.৭০কিলোমিটার,উপ-শাখা খাল/ টারশিয়ারী খাল ৩৮৭.৬৫ কিঃমিঃ, নিষ্কাশন খাল ৩৮০ কিঃমিঃ।প্রধান খালে পানি সরবরাহ ক্ষমতা ২৮৩ কিউসেক। প্রায় সকল খাল নীলফামারী জেলার উপর দিয়ে রংপুর, দিনাজপুর ওবগুড়াজেলায় গেছে। ১ম পর্যায়ের মোটপ্রকল্পএলাকা১,৫৪,২৫০হেক্টর(বাস্তবায়িত১,২৬,৩১০হেক্টর) এবংসেচযোগ্যএলাকা১,১১,৪০৬হেক্টর(বাস্তবায়িত ৯১,২২৬ হেক্টর) । ১ম ও ২য় পর্যায় মিলে মোট প্রকল্প এলাকা ৫ লক্ষ ৪০ হাজার হেক্টর । প্রকল্পে মোট ভূমি অধিগ্রহণ ৩,৫০০ হেক্টর। ক্যানেল ডাইকের উভয় পার্শ্বে এবং অবকাঠামো এলাকায় জুন/২০১৩ পর্যন্ত বিভিন্ন প্রজাতির প্রায় ০৬ লক্ষ গাছের চারা রোপণ করে বনায়নের মাধ্যমে উন্নত পরিবেশের সৃষ্টি করা হয়েছে। খালগুলিতে মাছ ও হাঁস পালনের অবাধ পরিবেশ সৃষ্টি হয়েছে। ৬৪৯ কিঃমিঃ দীর্ঘ সেচ খালের উভয় পাড়ের ১২৯৮ কিঃমিঃ ক্যানেল ডাইক ও প্রায় ১০০ কিঃমিঃ পাকা রাস্তা প্রত্যন্ত এলাকার যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি সাধন করেছে। ২০১২-১৩ সালে ৬৯,৭৭৫ হেক্টর জমিতে সেচ প্রদান করা হয়। বার্ষিক অতিরিক্ত ফসল উপাদন ১৪,২০,২৪৬ মে. টন (ধান, গম, সবজি)। ফসলের নিবিড়তা ১৮০% বৃদ্ধি পেয়ে ২৩৩% এ উন্নীত হয়েছে।তিস্তা ব্যারেজের অতুলনীয় সৌন্দর্য্য এবং ইহার চতুর্দিকের সবুজ বেস্টনী, ফুল, বাগান, নদীর পুরাতন গতিপথ, সিল্ট ট্রাপ ইত্যাদি পর্যটক ও ভ্রমন পিপাসু মানুষকে আকৃষ্ট করে থাকে। ব্যারেজের সম্মুখের বিশাল জলরাশি সাইবেরিয়াসহ বিভিন্ন অঞ্চল হতে আগত অতিথি পাখিদের অবাধ বিচরণ ক্ষেত্রের সৃষ্টি করেছে। এখান থেকেই শরৎ- হেমন্তে বরফাচ্ছন্ন কাঞ্চনজংঘার পর্বত শৃঙ্গ দৃশ্যমান হয়। দেশের বৃহত্তম তিস্তা ব্যারেজ পরিদর্শনসহ প্রকৃতির এহেন সৌন্দর্য্য উপভোগের জন্য প্রতিদিন এখানে অসংখ্য দেশী-বিদেশী পর্যটকের আগমন ঘটে।

02/09/2022

বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বুড়িমারী স্থলবন্দর

25/08/2022

স্বপ্নপুরী

25/08/2022

স্বপ্নপুরী পিকনিক স্পট

Address

Patgram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nayon420 Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nayon420 Vlog:

Videos

Share

Nearby media companies