Pgm Tours & Travel Adventure

Pgm Tours & Travel Adventure পাসপোর্ট আবেদন ও ইন্ডিয়ান ভিসা প্রসেসিং করা হয়।
যোগাযোগ করতে ইনবক্সে মেসেজ দিন।
ধন্যবাদ

যেকোন জায়গার সৌন্দর্য অবশ্যই বিশেষ কিছু , তবে যেকোন জায়গার আসল সৌন্দর্য আসলে ওইখানকার মানুষ।
11/03/2024

যেকোন জায়গার সৌন্দর্য অবশ্যই বিশেষ কিছু , তবে যেকোন জায়গার আসল সৌন্দর্য আসলে ওইখানকার মানুষ।

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা।দেখে নিন টুরিস্ট ভিসা করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন ⤵️ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করতে যা যা প্রয়োজনঃ১।...
14/09/2023

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা।
দেখে নিন টুরিস্ট ভিসা করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন ⤵️
ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করতে যা যা প্রয়োজনঃ
১। ২*২ ল্যাব প্রিন্ট ছবি
২। এন আই ডি / স্মার্ট কার্ড / জন্ম নিবন্ধন কপি
৩। বর্তমান ঠিকানা অনুযায়ী আপডেট ইউটিলিটি/ বিদ্যুৎ বিলের কপি।
৪। লাস্ট ১ মাসের ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ব্যালেন্স ২০০০০৳) / ডলার এনডোর্সমেন্ট।
৫। পেশাগত প্রমাণপত্র (NOC/ট্রেড লাইসেন্স ইত্যাদি)
৬। লাস্ট ভিসা কপি (যদি থাকে)।
৭। পাসপোর্ট কপি
৮। নতুন এবং পুরাতন পাসপোর্ট (একসাথে পিনাপ করে দিবেন)
---------------------------------------------------------------
দেখে নিন আপনি কোথায় যেতে চাইলে কোন পোর্ট দিয়ে ভিসা করবেন??
সিক্কিম/দার্জিলিং/শিলিগুড়ি/ডুয়ার্স/সান্দাকফু/গোচেলা ট্রেক ইত্যাদি যেতে চাইলেঃ
চ্যাংড়াবান্ধা অথবা ফুলবাড়ি দিতে হবে। ফুলবাড়ি দিলে আপনি খুব সহজেই শিলিগুড়ি পৌঁছে যাবেন। তবে এই পোর্টে সুযোগ সুবিধা কম থাকায় বেশির ভাগ ট্যুরিস্ট চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করে। চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করলে আপনাকে ২ ঘণ্টার মত জার্নি করে শিলিগুড়ি যেতে হবে।
মেঘালয়/নাগাল্যান্ড/অরুণাচল প্রদেশ যেতে চাইলেঃ
আপনাকে ডাউকি পোর্ট দিয়ে ভিসা করতে হবে। যা আমাদের সিলেটের তামাবিল দিয়ে প্রবেশ করতে হয়।
ত্রিপুরা যেতে চাইলেঃ
আপনাকে আগরতলা পোর্ট দিয়ে ভিসা করতে হবে।
আগের নিয়মে উপরের যে কোন পোর্ট নিলে এডিশোনাল পোর্ট হিসেবে (বেনাপোল+গেদে+ট্রেন+এয়ার) পাওয়া যায় বিধায় আলাদা করে শুধু বেনাপোল পোর্ট নেওয়া লস।
বিঃদ্রঃ এছাড়া আপনি ভিসা করার পর মাত্র ৬০০ টাকা দিয়ে আরও ২টি পোর্ট সংযুক্ত করতে পারবেন ৭ দিন সময় এর মধ্যে।

ইন্ডিয়া ভিসা।যখন আপনি পাসপোর্ট জমা দিবেন,১/আন্ডার প্রসেস -আপনারা কাজ শুরু হয়েছে। ২/গ্যারান্টেট নট প্রিন্টেট- মানে ভিসা হ...
24/08/2023

ইন্ডিয়া ভিসা।
যখন আপনি পাসপোর্ট জমা দিবেন,
১/আন্ডার প্রসেস -আপনারা কাজ শুরু হয়েছে।
২/গ্যারান্টেট নট প্রিন্টেট- মানে ভিসা হয়েছে কিছু দিনের মধ্যে পেয়ে যাবেন।
৩/প্রসেস এন্ড প্রিন্টেট- ২-৩ দিনের মধ্যে পাসপোর্ট কালেক্ট করতে পারবেন, এন্ড এসএমএস চলে আসবে।
৪/আন্ডার প্রসেসিং পাসপোর্ট কালেক্ট- রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি যদিও সঠিক বলা যায়না পাসপোর্ট হাতে না আসা পর্যন্ত।

অন্য সাইডে,

স্টেপ১- রিসিভড এট সেন্টার -ডান
স্টেপ ২-সেন্ড টু এইসসিআই - ডান
স্টেপ ৩- রেডি ফর ডেলিভারি - ডান - আপনার পাসপোর্ট গিয়ে আনতে পারবেন।
স্টেপ ৪- ডেলিভারিড ফর সেন্টার - আপনি পাসপোর্ট কালেক্ট করেছেন,

আশাকরি সবাই বুঝতে পেরেছেন।

সবার প্রতি অনুরোধ কোন কিছু ভালো ভাবে না যেনে কমেন্ট না করা ভালো,

যারা যারা সঠিক তথ্য জানেন তারা কমেন্ট করবেন সবার বুঝতে সুবিধা হবে।

বর্তমান ইন্ডিয়া ভিসা পেতে সময় একটু বেশি লাগে, তবে মেডিকেল ভিসা ডেলিভারি তারিখ এর মধ্যে হয়ে যায়।

ধন্যবাদ সবাইকে ❤️🌹

বাংলাদেশ থেকে ভিসা ছাড়া  ৪১ টি দেশে যেতে পারবেন। #এশিয়ার মধ্যে রয়েছে-৫ টি১। ভুটান ২। মালদ্বীপ ৩।নেপাল ৪। শ্রীলঙ্কা ৫। প...
08/08/2023

বাংলাদেশ থেকে ভিসা ছাড়া ৪১ টি দেশে যেতে পারবেন।
#এশিয়ার মধ্যে রয়েছে-৫ টি
১। ভুটান ২। মালদ্বীপ ৩।নেপাল ৪। শ্রীলঙ্কা ৫। পূর্ব তিমুর।
#আফ্রিকার মধ্যে রয়েছে-১৬ টি
৭। বেনিন ৮। কেপ ভার্দ ৯। কমোরো দ্বীপপুঞ্জ ১০। জিবুতি ১১। গাম্বিয়া ১২। গিনি বিসাউ ১৩। কেনিয়া ১৪। লেসোথো ১৫। মাদাগাস্কার ১৬। মৌরিতানিয়া ১৭। মোজাম্বিক ১৮। রুয়ান্ডা ১৯। সিসিলি ২০। সোমালিয়া ২১। টোগো ২২। উগান্ডা।
#আমেরিকার মধ্যে রয়েছে-১ টি
২৩। বলিভিয়া
#ওশেনিয়া অঞ্চলের মধ্যে রয়েছে-৭ টি
২৪। কুক আইল্যান্ডস ২৫। ফিজি ২৬। মাইক্রোনেশিয়া ২৭। নিউই ২৮। সামাউ ২৯। ত্রিভালু ৩০। ভানুয়াতু।
#ক্যারিবীয় অঞ্চলের মধ্যে রয়েছে-১২ টি
৩১। বাহামা ৩২। বার্বাডোজ ৩৩। ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস ৩৪। ডোমিনিকা ৩৫। গ্রেনাডা ৩৬। হাইতি ৩৭। জামাইকা ৩৮। মন্টসেরাত ৩৯। সেন্ট কিটস অ্যান্ড নেভিস ৪০। সেন্ট ভিনসেন্ট
৪১। ত্রিনিদাদ এন্ড টোব্যাগো।

04/07/2023

ভারতে ভ্রমনের সময় পাসপোর্ট হারিয়ে গেলে করনীয় কি ?! জানুন।

• প্রথমেই লোকাল থানায় একটি জিডি করতে হবে,

পাসপোর্ট হারিয়ে গেছে এই মর্মে একটি দরখাস্ত লিখতে হবে ট্রাভেল পারমিট ইস্যু করার জন্য

• তারপর আপনি বাংলাদেশ দূতাবাস হতে প্রাপ্ত ট্রাভেল পারমিট ও ট্রাভেল ইন্সুরেন্স নিয়ে ইন্ডিয়ার অবস্থিত Foreign Regional Registration Office (FRRO) তে গিয়ে এক্সিট পারমিট নিতে হবে।

FRRO যেদিন শুধু একজিট এর তারিখ নির্ধারণ করবে ঐ দিন ই দেশে ফিরতে হবে।

• এক্সিট পারমিটের জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদন করতে হলে আপনার -

• হারানো পাসপোর্টের ফটোকপি

• হারানো পাসপোর্টের ভিসা ও এরাইভাল হওয়ার কপি

• কয়েক কপি ছবি

• জিডি কপি

• C Form/সি ফর্ম লাগবে।

যদি আপনি C Form ছাড়া আবেদন করতে যান তাহলে আপনাকে ফেরত আসতে হবে।

• তাই মনে রাখবেন আপনাকে অবশ্যই C Form ফর্ম নিতে হবে আপনি যে হোটেলে থাকেন সে হোটেল থেকে।

আর যাদের C Form ফর্ম নাই তারা যে বাড়িতে আছেন তার আধার কার্ড ও বিলের কপি নিবেন।

সব কাগজ দিয়ে অনলাইনে Foreign Regional Registration Office (FRRO) তে আবেদন করে ফেলুন।

• আবেদন সম্পন্ন করে FRRO অফিসের এর ভিতরে গিয়ে আপনার সমস্যা গুলো খুলে বলুন।

আশা করি একদিন বা দুইদিনের মধ্যেই আপনি এক্সিট পারমিট নিয়ে দেশে চলে আসতে পারবেন।

ভারতীয় ভিসা আবেদন ফি কত?বাংলাদেশীদের জন্য ভিসা ফিবাংলাদেশের যেকোন আইভ্যাকে ভিসার জন্য আবেদনকারী যেকোন ব্যক্তিকে নিন্মলিখ...
05/05/2023

ভারতীয় ভিসা আবেদন ফি কত?

বাংলাদেশীদের জন্য ভিসা ফি

বাংলাদেশের যেকোন আইভ্যাকে ভিসার জন্য আবেদনকারী যেকোন ব্যক্তিকে নিন্মলিখিত হারে ভিসা প্রসেসিং ফি (ভিপিএফ) প্রদান করতে হবে, ভিসা প্রসেসিং ফি অ-ফেরতযোগ্য ।

বাংলাদেশে ভারতীয় হাই কমিশনের সংশোধিত ভিসা প্রসেসিং ফি ১লা জানুয়ারী, ২০১৫ থেকে প্রযোজ্য হয়েছে। সংশোধিত ফি নিচে দেয়া হল:

৫ আগস্ট ২০১৮ থেকে ভারতীয় ভিসা প্রক্রিয়াকরণ ফি ৮০০ টাকা নির্ধারিত হয়। ১৮ ডিসেম্বর ২০১৪ থেকে এই প্রথম ভিসা ফি পরিবর্তন হয়।

ই পাসপোর্ট করতে সর্বনিম্ন ৪০২৫ টাকা থেকে সর্বোচ্চ ১৩,৮০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে।  অতিরিক্ত ফি নেই।পাসপোর্ট সংক্রান্ত ...
17/04/2023

ই পাসপোর্ট করতে সর্বনিম্ন ৪০২৫ টাকা থেকে সর্বোচ্চ ১৩,৮০০ টাকা পর্যন্ত খরচ হতে পারে। অতিরিক্ত ফি নেই।

পাসপোর্ট সংক্রান্ত যে কোন তথ্যর জন্য ইনবক্সে মেসেজ করুন।

Address

Patgram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pgm Tours & Travel Adventure posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pgm Tours & Travel Adventure:

Share

Nearby media companies