মোঃমেহেদী হাসান

মোঃমেহেদী হাসান সততাই ব্যবসার মুলধন

03/01/2025

শুভ রাত্রি 🥰

28/12/2024

আসসালামু আলাইকুম।
শুভ সকাল।

27/12/2024

Gd night everybody

25/10/2024

গত কয়েকদিন ধরে সারাদেশে জামায়াতে ইসলামীর রুকনদের (সর্বোচ্চ মানের জনশক্তি) প্রত্যক্ষ ভোটে জেলা আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। স্ব স্ব জেলার রুকনবৃন্দ সরাসরি ভোট প্রদান করে জেলা আমির নির্বাচিত করেছেন। আজ সন্ধ্যায় কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক শেষে নির্বাচিত আমিরদের নাম প্রকাশ করা হয়।

জামায়াতের নির্বাচন সম্পর্কে দেশবাসীকে কিছু তথ্য জানিয়ে রাখি।

এক.
নির্বাচনে কারও প্রার্থী হওয়ার সুযোগ ছিল না। প্রত্যেক রুকনই প্রার্থী, প্রত্যেকেই ভোটার।

দুই.
নির্দিষ্ট প্রার্থী না থাকায় কারও পক্ষে বা বিপক্ষে ক্যাম্পেইন কিংবা প্রচারণার কোনো সুযোগ ছিল না। রুকনরা তাদের নিজের জেলার রুকনদের মধ্যে থেকে যাকে উপযুক্ত মনে করেন, ব্যালট পেপারে তার নাম লিখে ব্যালট বক্সে জমা দিয়েছেন।

তিন.
ব্যালট বক্স পাহারা দেওয়ার কেউ ছিল না। সম্মেলন স্থলের মঞ্চের সামনে উন্মুক্ত পরিবেশে ব্যালট বক্স ছিল। ইচ্ছেমতো রুকনরা গিয়ে ব্যালট জমা দিয়েছে।

চার.
একযোগে ৭৮টি সাংগঠনিক জেলা শাখার ভোটের ফলাফল আজ ঘোষিত হলো। কোথাও ভোটের ফলাফল নিয়ে কোনো সন্দেহ কিংবা অসন্তোষ নাই।

পাঁচ.
জামায়াত ছোটো দল; তবে নিঃসন্দেহে প্রভাবক দল। জেলা আমির পদ অনেকটা প্রভাবশালী পদ। এই পদে নির্বাচিত ব্যক্তিগণ সমাজ ও রাজনীতিতে যথেষ্ট প্রভাবক ভূমিকায় থাকবেন৷ সারাদেশে একযোগে ৭৮ জন আমির নির্বাচিত করতে গিয়ে জামায়াতের কোনো পেরেশানি ছিল না। সম্মেলন ডেকেছে, রুকনরা সম্মেলনে গেছেন, বক্তব্য শুনেছেন, ভোট দিয়েছেন। ফলাফল হয়েছে, শুনেছে, মেনে নিয়েছে।

ছয়.
ঠিক একই প্রক্রিয়ায় আগামী ডিসেম্বর মাসের মধ্যে উপজেলা/থানা আমির নির্বাচন সম্পন্ন হবে। তারপর ইউনিয়ন/ওয়ার্ড আমির নির্বাচন হবে৷ সারাদেশে কয়েক হাজার নেতা নির্বাচিত হবেন। তবে আওয়াজ হবে না, এটা নিশ্চিত।

নির্বাচিত সকল সম্মানিত আমিরদের অভিনন্দন ও শুভেচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের যোগ্যতা, প্রজ্ঞা, ইলম বাড়িয়ে দিন৷

21/10/2024

শুভ রাত্রি


শুভ সন্ধ্যা
21/10/2024

শুভ সন্ধ্যা

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
13/10/2024

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

আসসালামু আলাইকুম।
19/08/2024

আসসালামু আলাইকুম।

T-shirt with trouser(2pc set)Fabric:Imported chaina pp
14/09/2023

T-shirt with trouser(2pc set)
Fabric:Imported chaina pp

14/08/2022

Address

Patgram

Opening Hours

Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Telephone

+8801789871994

Website

Alerts

Be the first to know and let us send you an email when মোঃমেহেদী হাসান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share