উপন্যাসের উপসংহার

উপন্যাসের উপসংহার Information of Creativity

12/11/2024
হার্ডিঞ্জ ব্রীজের পুরোনো ছবি ও ইতিহাস! হার্ডিঞ্জ ব্রিজ বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী থেকে কুষ্টিয়া জেলার...
23/10/2024

হার্ডিঞ্জ ব্রীজের পুরোনো ছবি ও ইতিহাস!
হার্ডিঞ্জ ব্রিজ বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশী থেকে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা পর্যন্ত যুক্তকারী একটি রেলসেতু।

হার্ডিঞ্জ ব্রিজের পুরো ইতিহাস..................
HAND NOTE হার্ডিঞ্জ ব্রিজঃ 1915 সালের আগের ক্রেন দেখুন। কত বিশাল। আর এখন আধুনিক যুগে এসেও ক্রেন ভাড়া করতে হয় চীন থেকে। যাই হোক ___চলুন ইতিহাস জানি

হার্ডিঞ্জ ব্রিজ বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেলসেতু। ২৪ হাজার ৪০০ শ্রমিক-কর্মচারীর পাঁচ বছর অক্লান্ত পরিশ্রমের ফসল এই ব্রিজ। পাবনা জেলার পাকশী রেলস্টেশনের দক্ষিণে পদ্মা নদীর ওপর এই সেতু অবস্থিত। তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের নাম অনুসারে এই সেতুর নামকরণ করা হয়। হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য প্রায় ১ দশমিক ৮ কিলোমিটার। ব্রিজের ওপর দুটি ব্রডগেজ রেললাইন রয়েছে। ১৯০৮ সালে ব্রিজ নির্মাণের মঞ্জুরি পাওয়ার পর ব্রিটিশ প্রকৌশলী স্যার রবার্ট উইলিয়াম গেইলস হার্ডিঞ্জ ব্রিজ নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন। প্রধান প্রকৌশলী রবার্ট শুধু ব্রিজের নকশা প্রণয়ন করেন। ব্রিজের প্রথম প্রকল্প প্রণয়ন করেন স্যার এস এম রেলডলস। এই ব্রিজে রয়েছে ১৫টি মূল স্প্যান। মূল স্প্যান ছাড়াও দুপাশে রয়েছে তিনটি করে অতিরিক্ত ল্যান্ড স্প্যান। ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল রেইথ ওয়ালটি অ্যান্ড ক্রিক। সে সময় পদ্মা ছিল প্রমত্তা ও ভয়াল। ব্রিজ নির্মাণের বড় সমস্যা ছিল নদীর গতি নিয়ন্ত্রণ করে ব্রিজের নিচ দিয়ে স্থায়ীভাবে প্রবাহিত করা। ব্রিজটি নির্মাণের শত বছর পরও বিশ্বের প্রকৌশলীদের কাছে এটি বিস্ময়কর হয়ে আছে।
ব্রিটিশ সরকারের নির্মিত Pakshi Hardinge Bridge এর খ্যাতি বিশাল পরিচয় বহন করে। বর্তমান জগতে হার্ডিঞ্জ ব্রীজের চেয়েও লম্বা অনেক আছে। কিন্তু কিছু কিছু কারণে এ ব্রীজটি অপ্রতিদ্বন্দীভাবে বিখ্যাত। প্রথম কারণ হচ্ছে এ ব্রীজের ভিত গভীরতম পানির সর্বনিম্ন সীমা থেকে ১৬০ ফুট বা ১৯২ এমএসএল মাটির নিচে। এর মধ্যে ১৫ নম্বর স্তম্ভের কুয়া স্থাপিত হয়েছে পানি নিম্নসীমা থেকে ১শ ৫৯ দশমিক ৬০ ফুট নিচে এবং সর্বোচ্চ সীমা থেকে ১শ ৯০ দশমিক ৬০ ফুট অর্থ্যাৎ সমুদ্রের গড় উচ্চতা থেকে ১শ ৪০ ফুট নীচে। সে সময় পৃথীবিতে এ ধরনের ভিত্তির মধ্যেই এটাই ছিল গভিরতম। ব্রীজটি অপূর্ব সুন্দর ও আর্কষণীয় হওয়াতে ব্রিটিশ ইন চীফ ইঞ্জিনিয়ার রবার্ট উইলিয়াম গেইলস’কে সাফল্যের পুরস্কারস্বরূপ স্যার উপাধিতে ভূষিত করা হয়

হার্ডিঞ্জ ব্রিজের তথ্য:
ব্রিজটির প্রথম প্রকল্প প্রণয়ন করেন স্যার ফ্রান্সিস সপ্রীং।
ব্রিজের ঠিকাদার ছিলেন ব্রেইথ ওয়াইট অ্যান্ড কার্ক।
মোট স্প্যান ১৫ টি (দুই পাড়ে ৭৫ ফিট মধ্যবর্তী দুরত্বে ৩টি অতিরিক্ত ল্যান্ড স্প্যান আছে)
মোট দৈর্ঘ ৫ হাজার ৮ শত ৯৪ ফুট
ব্রিজ রক্ষা বাঁধের জন্য মাটির কাজের পরিমাণ দুই পাশ্বে ১৬ কোটি ঘনফুট।
মোট ইটের গাথুনির কাজ হয় ২ লাখ ৯৯ হাজার টন।
মোট ইস্পাত ব্যবহৃত হয় ৩০ লাখ টন।
মোট সিমেন্ট ব্যবহার হয় ১ লাখ ৭০ হাজার ড্রাম।
নির্মাণে মোট ব্যায় হয়েছিল ৩ কোটি ৫১ লক্ষ ৩২ হাজার ১ শত ৬৪ টাকা।

" মীম দেখে ইতিহাস শেখা " হঠাৎ জাগা নজরুলপ্রীতি দেখে কয়েকটা সত্য বলতে ইচ্ছে হলো  -১. নজরুল রবীন্দ্রনাথের মতোই দেশভাগের বি...
09/10/2024

" মীম দেখে ইতিহাস শেখা " হঠাৎ জাগা নজরুলপ্রীতি দেখে কয়েকটা সত্য বলতে ইচ্ছে হলো -

১. নজরুল রবীন্দ্রনাথের মতোই দেশভাগের বিরুদ্ধে ছিলেন, ছিলেন আপাদমস্তক জাতীয়তাবাদী।নজরুলের এই জাতীয়তাবাদ সম্পর্কে অবহিত হয়েই আবুল মনসুর আহমদ ১৯৪৪ সালেই নজরুলকে জাতীয় কবির সম্মাননা দেয়ার প্রস্তাব পেশ করেছিলেন।

২. নজরুল রবীন্দ্রনাথকে গুরু মানতেন, রবি ঠাকুরকে তিনি ডাকতেন "গুরুজি" বলে। শান্তিনিকেতনে তাঁর যাতয়াত ছিলো। সিরাজুল ইসলাম চৌধুরী তাঁর 'রবীন্দ্র-নজরুল সম্পর্ক এবং তার পরে' প্রবন্ধে লিখেছেন- 'গীতাঞ্জলির গানগুলো নজরুলের মুখস্থ ছিল। রবীন্দ্রনাথের কয়েকটা বড় কবিতাও স্মৃতি থেকে উদ্ধার করতে পারতেন অনায়াসে।' তিনি রবীন্দ্রনাথকে তাঁর "সঞ্চিতা" কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন এবং কবিগুরুর মৃত্যুতে শোকাহত নজরুল "রবিহারা" কবিতা ও "সালাম অস্ত রবি" এই সংগীতটি রচনা করেন। শুধু কি তাই? একটা বইয়ে পড়েছিলাম - নজরুল একজন লোকের মাথা ফাটিয়ে দিয়েছিলেন কারণ ঐ লোক তাঁকে রবির চেয়ে উৎকৃষ্ট সাহিত্যিক বলেছিলেন।

৩. নজরুল তন্ত্রসাধক বরদাচরণ মজুমদারের নিকট হিন্দু তন্ত্রমতে দীক্ষিত হয়ে নিষ্ঠার সাথে মা কালীর তন্ত্রোক্ত উপাসনা করেছেন এবং প্রায় ২৪৭ টির মতো শ্যামাসঙ্গীত লিখেছেন যা তাঁর সাধনতত্ত্বের প্রতিফলন। এমনকি তিনি একটা গানে নতুন ধর্মে তথা সনাতন ধর্মে তাঁর নবজন্ম হয়েছে বলেও হৃদয়স্ফুরণ করেছেন -

মা ব্রহ্মময়ী জননী মোর (মোরে) অব্রাহ্মণ কে বলে?শ্যামা নামের জঠরে মোর নবজন্ম ভূতলে॥
শ্রী চণ্ডিকারে মা বরে রে আমি হলাম দ্বিজ,
মা আদর করে নাম দিয়েছেন পুত্র মনসিজ।
রুদ্রাক্ষ মালার যজ্ঞোপবীত মা পরালেন মোর গলে॥

৪. নজরুল প্রমিলাকে বিয়ে করেও প্রমিলাকে ধর্মান্তরিত করেননি এবং তাঁদের সন্তানদেরও খতনা করাননি। চার সন্তানের নামও রেখেছিলেন হিন্দু রীতিতে - "কাজী সব্যসাচী" (অর্জুনের এক নাম সব্যসাচী, যার অর্থ দুহাত যার সমান চলে), কাজী অনিরুদ্ধ (শ্রীকৃষ্ণের নাতির নাম অনিরুদ্ধ যার অর্থ রোধ করা হয়নি যাকে অর্থাৎ মুক্ত), কৃষ্ণ মোহাম্মদ ও অরবিন্দম্ খালেদ (শ্রীকৃষ্ণের আরেক নাম, যার অর্থ অরি বা শত্রুকে দমন করে যে)

তা বলছি, এরা যদি একটু রেস্তোরাঁয় টাকা কম ঢেলে বইয়ের পিছনে টাকা ঢালতো, তাহলে কি আজ এদের নজরুলের প্রতি সম্মান আসতো? আমি বলবো অবশ্যই আসতো। কারণ যারা বইপাগল, তাদের মন প্রসারিত হয়, তাদের মধ্যে ধর্মান্ধতা থাকেনা। পার্থক্য শুধু এটাই হতো - তখন তারা কেবল রব

সবাই মহালয়া লাইভ দেখ‌ছেন, এসব দেখ‌তে পা‌চ্ছে না!!!ঘটনা-১শুভ মহালয়ার মাত্র কয়েক ঘন্টা আগে দুর্গা প্রতিমা ভাঙচুর! স্থানঃ র...
02/10/2024

সবাই মহালয়া লাইভ দেখ‌ছেন, এসব দেখ‌তে পা‌চ্ছে না!!!

ঘটনা-১
শুভ মহালয়ার মাত্র কয়েক ঘন্টা আগে দুর্গা প্রতিমা ভাঙচুর!
স্থানঃ রংপুর জেলা সদর, লাহিড়ীর হাট, সূতার পাড়া।

ঘটনা-২
পাবনা সুজানগর পালপাড়া।

ঘটনা-৩
নড়াইলে মিরাপাড়া বাজার সার্বজনীন দূর্গা মন্দির।

মহালয়ার সকা‌ল বেলা আপ‌নি‌তো আনন্দ কর‌ছেন, সেখানকার হিন্দুরা কর‌ছে কি?

💁‍♀️ এই ফটোটি কার জানো? যিনি আমাদের ভাষা শিখিয়েছেন অ-আ-ক-খ যিনি আমাদের অক্ষরের সাথে পরিচয় করিয়েছেন। তবেই আজ আমরা অক্ষ...
01/10/2024

💁‍♀️ এই ফটোটি কার জানো?

যিনি আমাদের ভাষা শিখিয়েছেন অ-আ-ক-খ যিনি আমাদের অক্ষরের সাথে পরিচয় করিয়েছেন। তবেই আজ আমরা অক্ষর জ্ঞান সম্পন্ন হতে পেরে লেখার মাধ্যমে মনোভাবের আদান প্রদান করতে পারছি। যার জন্য ছোটবেলায় খেলা বন্ধ করে বর্ণ পরিচয় শিখতে হয়েছিল 😊😊😊 তিনি আর কেউ নন!! তিনি হলেন পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। আজ সেই মহামানবের জন্মদিনে 🎂 আমি তাকে বিনম্র শ্রদ্ধার সহিত শতকোটি প্রণাম জানাই 🌹🙏🌹

#বিদ্যাসাগর

অনেক অনেক আগের কথা তখন Discovery চ্যানেলে Man Woman Wild নামের একটি সারভাইবাল টিভি শো হতো,সময় কত দ্রুত চলে যায় ❤️
01/10/2024

অনেক অনেক আগের কথা তখন Discovery চ্যানেলে Man Woman Wild নামের একটি সারভাইবাল টিভি শো হতো,সময় কত দ্রুত চলে যায় ❤️

'বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক'সমাজ গড়ার লক্ষ্যে সংস্কার চলছে 😶
25/09/2024

'বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক'
সমাজ গড়ার লক্ষ্যে সংস্কার চলছে 😶

📌যে লাউ সেই কদু।যার জন্য এতো প্রাণ গেলো ৫২ বছর পর তাই হলো😒
24/09/2024

📌যে লাউ সেই কদু।
যার জন্য এতো প্রাণ গেলো ৫২ বছর পর তাই হলো😒

অবশ্যই জাতীয় সঙ্গীত বর্জন করা উচিত। শুধু জাতীয় সংগীত নয় জাতীয় কবিও পরিবর্তন করা উচিত। কাজী নজরুল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গ...
05/09/2024

অবশ্যই জাতীয় সঙ্গীত বর্জন করা উচিত। শুধু জাতীয় সংগীত নয় জাতীয় কবিও পরিবর্তন করা উচিত। কাজী নজরুল ইসলাম ভারতের পশ্চিমবঙ্গে জন্মেছেন। জাতীয় পতাকা পরিবর্তন করা উচিত, এটি নকশা করেছেন শিব নারায়ন দাশ। সাত বারের নাম, বার মাসের নাম বর্জন করা উচিত, ওগুলো ভারতীয় জ্যোতির্বিদরা নামকরণ করেছেন বিভিন্ন গ্রহ তথা হিন্দুদের বিভিন্ন দেবতার নামে। সর্বোপরি বাংলা ভাষাটাই বর্জন করা উচিত, কারণ বাংলা ভাষা এসেছে ভারতীয়' গৌড়ীয় প্রাকৃত থেকে। শুধু এগুলোও না
আমাদের স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ জনক ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর এগুলো পরিবর্তন করা হোক...........!!!

🇧🇩🇧🇩🇧🇩 শিবনারায়ণ দাশ - উনি বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম নকশাকার।  পড়াশোনা করেছেন কুমিল্লা জিলা স্কুলে।যাই হউক, যদি আবার...
05/09/2024

🇧🇩🇧🇩🇧🇩 শিবনারায়ণ দাশ - উনি বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম নকশাকার।

পড়াশোনা করেছেন কুমিল্লা জিলা স্কুলে।

যাই হউক, যদি আবার ভবিষ্যৎে জাতীয় পতাকা পরিবর্তন করার চিন্তা ভাবনা আসে বিপ্লবী বাঙালি কিছু মানুষের মনে, তাই প্রথমে এই তথ্য দিয়ে এই অল্প কিছু লিখবো আজ।

ছোট করে একটা কথা বলি --- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই দুই মহান গুণি ব্যক্তি ভারববর্ষে জন্মগ্রহণ করেন।

একজন আমাদের জাতীয় সঙ্গীত রচয়িতা অন্যজন রণ সঙ্গীত রচয়িতা এবং আমাদের বাংলাদেশের জাতীয় কবি। 🇧🇩

যেহেতু আমরা বাঙালি, তাই বাঙালী জাতির মধ্যে এমন আরো দু'একজনকে উনাদের সামনে দাঁড় করানোর চেস্টাটা হয়তোবা করতে পারবেন।

তবে মিলানো --- তা হবে দুস্কর।

বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং রণ সঙ্গীতের মাধ্যমে যে শুধুমাত্র উনারা সম্মানিত হয়েছেন ব্যাপারটি ঠিক তেমন নয়।

সারাবিশ্বে বাংলাদেশও সম্মানিত হয়েছে উনাদের কারণে।

সুতরাং, অহেতুক পাগলামি না করে দেশটাকে এগিয়ে নিয়ে যান। দেশের জন্য যার যার অবস্থান থেকে সৎভাবে কাজ করে যান।

বেশী লাফালাফি করলে ভবিষ্যৎ এর জন্য আবার "জাতীয় বেইমান" উপাধি পাওয়ায় জন্য তৈরী হয়ে থাকুন।

যেহেতু, দেশটা বাংলাদেশ, আর এখানে পালাবদলের সাথে সাথে কতকিছুই পরিবর্তন হয়ে যায়।

সময় বলে দেবে দেশের জন্য কে কি করেছে আর দেশটাকে সংঘাতের দিকে কে কে এগিয়ে নিয়ে গেছে।

ইতিহাস কিন্তু তার জায়গায় ঠিক ইতিহাস লিখে রেখে যাবে।

আপনার অবস্থান এবং চিন্তা ভাবনা জাতির কাছে খুবই স্পষ্টভাবে উন্মোচিত হচ্ছে এবং তা একেবারে পরিস্কার।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

এর পিছনে না লেগে নিজেরা সোনার মানুষ হউন, কে না করেছে।

হায়রে পাগলা জাতি আর পাগলা আবেগী মানুষ।

যেমন ইচ্ছে তেমন, এর নাম দিয়েছো নতুন স্বাধীনতা!!!

করতে থাকুন।

ধন্যবাদ।

বাংলাদেশের  জাতীয়  সঙ্গীত  'আমার  সোনার  বাংলা' -- কেউ  জোর  করে  চাপিয়ে  দেয়নি   তাদের  উপর।  মু  ক্তি  যু  দ্ধ - এর  স...
05/09/2024

বাংলাদেশের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা' -- কেউ জোর করে চাপিয়ে দেয়নি তাদের উপর।
মু ক্তি যু দ্ধ - এর সময় এই গান তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের মুখে মুখে ফিরত। আজকের ভাষায় 'ভাইরাল। ' সেই কারনেই স্বাধীন বাংলাদেশ গঠিত হওয়ার পর জনগণের ইচ্ছাকে মান্যতা দিতেই গানটির প্রথম দশ চরণ দেশের জাতীয় সংগীত হিসাবে গৃহীত হয়।

🤔এখন শুনছি, জাতীয় সঙ্গীত নাকি পাল্টে যাবে। অবশ্য তাতে রবীন্দ্রনাথের কিছুই যায় আসে না!

কারণ কবিগুরুো সেই কবেই তো বলে গেছেন --

"যত বড়ো হও
তুমি তো মৃত্যুর চেয়ে
বড়ো নও
আমি মৃত্যু -চেয়ে বড়ো
এই শেষ কথা বলে
যাব আমি চলে"

এক মুঠো অশুভ মেঘ চিরায়ত
রবির বহ্নি কখনও নেভাতে পারে কি?

স্বাধীন দেশের স্বাধীন কার্যক্রম শুরু হয়ে গেছে দূর্গাপুজার আগেই! এবারের পুজো কোন সহিংসতা ছাড়াই হবে তো!???????
02/09/2024

স্বাধীন দেশের স্বাধীন কার্যক্রম
শুরু হয়ে গেছে দূর্গাপুজার আগেই!
এবারের পুজো কোন সহিংসতা ছাড়াই হবে তো!???????

ড. মুহাম্মদ খানী বলছেন - একদিন আমি আমার গাড়িতে বসে ছিলাম, হঠাৎ প্রায় ষোল বছর বয়সী এক কিশোর এসে আমাকে বলল, স্যার আমি কি ...
28/08/2024

ড. মুহাম্মদ খানী বলছেন - একদিন আমি আমার গাড়িতে বসে ছিলাম, হঠাৎ প্রায় ষোল বছর বয়সী এক কিশোর এসে আমাকে বলল, স্যার আমি কি আপনার গাড়ির সামনের গ্লাসগুলো পরিস্কার করে দিতে পারি?
আমি বললাম - হ্যাঁ।
সে যত্ন করে গ্লাস পরিষ্কার করে দিলে আমি তার হাতে ২০ ডলার গুঁজে দিলাম।ছেলেটি খানিক অবাক হয়ে বলল, আপনি কি আমেরিকায় থাকেন?আমি বললাম - হ্যাঁ। কেন?
সে বলল, আমি কি এই ২০ ডলারের বদলে সেখানকার বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে কিছু কথা জানতে পারি?
আমি তার বিনয় ও লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে তাকে কাছে ডেকে নিয়ে আলাপ শুরু করে দিলাম।
আলাপের শেষ দিকে তাকে জিজ্ঞাসা করলাম - তুমি এভাবে রাস্তায় গাড়ি পরিস্কারের কাজ করে বেড়াচ্ছ কেন , তুমি তো একজন মেধাবী ছাত্র?
উত্তরে সে বলল, আমার দু বছর বয়সেই আমার বাবা মারা যান। আমার মা মানুষের বাসায় কাজ করেন। আমি এবং আমার ছোট বোন বাইরে টুকটাক কাজ করে বেড়াই বাড়তি কিছু রোজগারের আশায় যা দিয়ে আমাদের লেখাপড়ার খরচ চলে। আমি শুনেছি আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো নাকি মেধাবী ছাত্রদের উচ্চতর লেখাপড়ার জন্য স্কলারশিপ দেয়। আমার খুব ইচ্ছা সেখানে পড়ার।কিন্তু সেখানে আমাকে সাহায্য করার মত তো কেউ নেই।
আমি বললাম - চলো, আগে আমরা একসাথে ডিনার করি।
সে বলল, একটি শর্তে আপনার দাওয়াত কবুল করতে পারি। আর তা হল বিনিময়ে আমি আপনার গাড়ির পেছনের গ্লাসগুলোও পরিষ্কার করে দেব।
আমি কথা না বাড়িয়ে তা মেনে নিয়ে হোটেলে ঢুকলাম।খাবার অর্ডার করলে সে ওয়েটারকে বলল তারগুলো পার্সেল করে দিতে। সে বাসায় গিয়ে তার মা আর বোনকে নিয়ে খাবে। খেয়াল করলাম তার ইংরেজি ভাষায় দক্ষতা অসামান্য।
বিদায় বেলায় সিদ্ধান্ত হল সে তার কাগজপত্রগুলো আমাকে দিবে, আমি সাধ্যমতো চেষ্টা করব।
এভাবে দীর্ঘ ছয়মাস পর আমি তাকে আমেরিকা এনে ভালো একটি প্রতিষ্ঠানে ভর্তি করতে সক্ষম হলাম।
সে তার তার মেধা ও অধ্যবসায়ের জোরে কয়েক বছরের মধ্যেই আধুনিক টেকনোলজির কনিষ্ঠ টেক ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিতি লাভ করে। নিউইয়র্ক টাইমসের পাতায় তাকে নিয়ে লিড নিউজ হলে সারা বিশ্বে হইচই পড়ে যায়।
তার ঈর্ষনীয় সফলতায় আমি ও আমার পরিবার যারপরনাই আনন্দিত হই। এদিকে তাকে না জানিয়ে তার মা ও বোনের ভিসা ব্যবস্থা করে আচমকা তার সামনে আমেরিকায় নিয়ে এসে তাকে বড়সড় সারপ্রাইজ দিয়ে চমকে দেই। তাদের দেখে সে বোবা বনে যায়। এমনকি কাঁদতে পর্যন্ত ভুলে যায়।
এখন সে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেরা শিক্ষকদের একজন।
তারও কিছুদিন পর আমি একদিন বাসা থেকে রাস্তার দিকে তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে যাই। দেখি সে বাইরে দাঁড়িয়ে আমার গাড়ির গ্লাসগুলো পরিষ্কার করছে!চটজলদি দৌড় গিয়ে তাকে বাধা দিয়ে বলি - এগুলো কি করছো?সে অশ্রুসজল চোখে বলল, ছাড়ুন স্যার! আমাকে আমার কাজ করতে দিন। যেন আমি আমার পরিচয় ভুলে না যাই। আমি মনে রাখতে চাই আমি কি ছিলাম আর আজ কি হলাম। এবং আপনি আমার জন্য কী করেছেন!
এই সেই ফি'লি'স্তিনি যুবক ফরিদ আব্দুল আলী। যিনি বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রসিদ্ধ তরুণ প্রফেসর।
সংগৃহীত

28/08/2024

মাননীয় "প্রধান উপদেষ্টা" স্যার বাংলাদেশ থেকে সব রকমের বেটিং অ্যাপ তথা জুয়ার সাথে সম্পর্কিত সকল কিছু নিষিদ্ধ হোক।
একটা দেশের অরাজকতার তথা কালো-টাকা তৈরীর জন্য এটাও খারাপ দিক।

23/08/2024

বাংলাদেশের মানুষদের মন বড়োই ভালো রে ভাই,অসম্ভব লেভেলের ভালো ❤️
দুইটা ঘটনা বলিঃ
- একটা পিচ্চি বাচ্চা টাকা জমিয়েছে ওমরা হজ্জ করার জন্য, সে আজকে জমানো ১৪,৫০০ টাকা ই বন্যার্তদের দিয়ে দিয়েছে। এইটা সে মনের খুশিতেই দিয়েছে!❤️
- সামনে হিন্দুদের পূজা আসতেছে, এক মন্দির কমিটির লোকজন তাদের পূজার বাজেটের থেকে টাকা আজকে 'আস-সুন্নাহ ফাউন্ডেশন' এ দিয়েছে! ❤️

দেশের জন্য আমরা সবাই এক, সবাই ❤️

লালমনিরহাট শহরের পুরান বাজার কালীবাড়ি এলাকায় ১৮৩৬ সালে কালীমন্দিরটি প্রতিষ্ঠিত হয়। বেশ কয়েক বছর পর বিভিন্ন জায়গা থেকে আ...
21/08/2024

লালমনিরহাট শহরের পুরান বাজার কালীবাড়ি এলাকায় ১৮৩৬ সালে কালীমন্দিরটি প্রতিষ্ঠিত হয়। বেশ কয়েক বছর পর বিভিন্ন জায়গা থেকে আসা ধর্মপ্রাণ মুসলমান ব্যবসায়ীরা নামাজ আদায়ের জন্য ওই মন্দিরের পাশেই একটি ছোট ঘর তোলেন।

এতো জায়গা থাকতে কেন এই মন্দিরের পাশেই মসজিদ করা হয়েছিল তা আজকে পোস্ট দাতা ক্লিয়ার করেছে।

এরকম এই দেশের বহু জাগায় পাশাপাশি মন্দির ও মসজিদ আছে, সবগুলো মসজিদ মন্দির নির্মাণের পরে করা হয়েছে। দেশের কোথাও এমন উদাহরণ পাবেন না যেখানে মসজিদ করার পরে হিন্দুরা গিয়ে তার পাশে একটি মন্দির নির্মাণ করেছে!

হিন্দুরা এখানে আগে থেকেই পূজা করে আসছে, পরবর্তীতে এখানে মুসলমানরা মসজিদ নির্মাণ করে। ওরা যখন নির্মাণ করে তখন কি জানতো না, এখানে পূজা হয়, গান বাজনা হয়। তখন সমস্যা হয়নি এখন তাহলে কেন সমস্যা? না কি অন্য কিছু?? কী বলবেন আপনারা? কী হচ্ছে দেশে?

পোস্ট লিংক-
https://www.facebook.com/share/p/9gJPMqhVZGVfzrRb/?mibextid=oFDknk

21/08/2024

গতকাল প্রবল বর্ষণে ভারতের তিস্তা নদীর জলবিদ্যুত প্রকল্প ভেঙে ধসে যাওয়ার সংবাদে দেশের কিছু মূর্খ সন্তান "আলহামদুলিল্লাহ্‌" লিখেছিলো, খুশি হয়েছিলো। অথচ এটা বোঝেনা আমরা ভাটির দেশের মানুষ। ঐ পানি গড়িয়ে বাংলাদেশের উপর দিয়েই প্রবাহিত হবে। ত্রিপুরার ডুম্বুর গেট খুলো দিতে বাধ্য হয়েছে ভারত, তারা গতকাল সারাদিন অপেক্ষা করেছে। রাতে অবস্থা এতটাই খারাপের দিকে যাচ্ছিলো যে গেট খুলে না দিলে পানির তীব্র স্রোতে গেট ভেঙে পানি বাংলাদেশে প্রবেশ করতো। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ হতো আরো বেশী।

খবরে দেখলাম ১৯৯৩ সালের পর ডুম্বুর গেট খুলতে বাধ্য হয়েছে পাশের দেশ। ইতিমধ্যে ত্রিপুরায় ডজনখানেক মানুষের মৃত্যু হয়েছে। প্রাকৃতিক দূর্যোগ কখনোই উৎফুল্ল হওয়ার বিষয় না, প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত হয় সবাই। দূর্যোগ তো আর সীমান্ত, কাঁটাতার এসব বোঝে না। গতকাল যারা অন্য দেশের বিপদ দেখে "আলহামদুলিল্লাহ্‌" বলেছে তারাই আজ চরম বিপদে। কুমিল্লা, নোয়াখালি, ফেনী স্মরণকালের সব থেকে বাজে সময় পাড় করছে।

❝বাড়িটা করেছিলাম মায়ের জন্য। নড়াইলের মানুষের বিরুদ্ধে কারো কাছেই বিচাই চাইব না। কোনো অভিযোগ নেই।❞ 🗣️ মাশরাফি বিন মুর্তজা...
21/08/2024

❝বাড়িটা করেছিলাম মায়ের জন্য। নড়াইলের মানুষের বিরুদ্ধে কারো কাছেই বিচাই চাইব না। কোনো অভিযোগ নেই।❞

🗣️ মাশরাফি বিন মুর্তজা
( সাবেক অধিনায়ক বাংলাদেশ 🇧🇩 ক্রিকেট )

Address

Dhaka
6681

Telephone

+8801872337227

Website

Alerts

Be the first to know and let us send you an email when উপন্যাসের উপসংহার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to উপন্যাসের উপসংহার:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhaka

Show All