Quraner Pakhi

Quraner Pakhi আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ !!
(3)

একজন সফল অর্থমন্ত্রী।চিন্তা করুন, পুরো পৃথিবীর সাথে লেনদেন বন্ধ।শুধুমাত্র পাশ্ববর্তী কয়েকটি রাষ্ট্রের সাথে লেনদেন করে অ...
29/09/2023

একজন সফল অর্থমন্ত্রী।

চিন্তা করুন, পুরো পৃথিবীর সাথে লেনদেন বন্ধ।
শুধুমাত্র পাশ্ববর্তী কয়েকটি রাষ্ট্রের সাথে লেনদেন করে অল্প কিছুদিন আগে স্বাধীন হওয়া দেশটি আজ কোথায় যাচ্ছে। দুর্নীতি না থাকলে, জীর্ণশীর্ণ ধ্বংস হয়ে যাওয়া একটি দেশও বিশ্ব দরবার মাথা উচু করে দাঁড়াতে পারে।

আমরা ৫২ বছর আগে স্বাধীন হয়েও আমাদের অবস্থান কোথায়!!
আফসোস😭
(copied)

29/08/2023

রিজিক

যেদিন থেকে আমি জানতে পেরেছি, আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না, সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে, আলহামদুলিল্লাহ।
সেদিন থেকে আমি কাউকে প্রতিদ্বন্দ্বী ভাবিনি, কারো ভালো দেখে আমি কাতর হইনি। জীবনে যা যা পাইনি তার কোনটাই আমারে রিজিকে ছিলো না। বিশ্বাস করেছি এবং সেজন্য আফসোস হয়নি কোনদিন। আমি একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছি।
নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, আমার বা আপনার ভাগেরটুকু কেউ নিতে পারবে না। এই ক্ষমতা আল্লাহ তায়ালা কাউকে দেননি। রিজিকের ফয়সালা আসমানে হয় জমিনে না।

আর হ্যাঁ, শুধু খাদ্যদ্রব্যই কিন্তু রিজিক নয়, আল্লাহর সন্তুষ্টি, উত্তম আমল, শারীরিক সুস্থতা, টাকা পয়সা পেশাজীবনের সফলতা, নেক জীবনসঙ্গী, উত্তম আখলাক, নেক সন্তান, নেককার বন্ধুও জীবনের অন্তর্ভুক্ত। টাকা পয়সা হলো রিজিকের নিম্নস্তর।
(Copied)

আল-কোরআন মুমিনদের জন্যে জীবন যাপনের একটি নির্দেশিকা এবং একটি রহমত।সূরা: আন নাহল,আয়াত: ৬৪)
08/06/2023

আল-কোরআন মুমিনদের জন্যে জীবন যাপনের একটি নির্দেশিকা এবং একটি রহমত।
সূরা: আন নাহল,আয়াত: ৬৪)

06/06/2023

একমাত্র আল্লাহই নিঃস্বার্থ ও নিরপেক্ষ। তাই আল্লাহর আইন ছাড়া সত্যিকারের ইনসাফ পাওয়া কিছুতেই সম্ভব নয়।

~অধ্যাপক গোলাম আজম রহ.
বই : আল্লাহর আইন ও সৎলোকের শাসন

20/05/2023

দিন দিন ডিভোর্সের সংখ্যা বেড়ে যাওয়ার একটি কারণ বলে যাবেন.?😒

14/05/2023

জীবনের অনেকটা পথ অতিক্রম করার পরে একটা সময় একটু পিছিয়ে তাকিয়ে দেখেন.
আসলেই কি আপন বলে কাউকে দেখা যায় ?

নাকি এটাই মনে হয় কোথাও কেউ নেই আজ আপন বলে,
এ শহরের পাখিগুলো বড়ই একা !

কথা ছিলো দ্বীন ঠিক রেখেদুনিয়া তালাশ করা।আর আমরা দুনিয়া ঠিক রেখেদ্বীন পালন করছি।😭
06/05/2023

কথা ছিলো দ্বীন ঠিক রেখে
দুনিয়া তালাশ করা।

আর আমরা দুনিয়া ঠিক রেখে
দ্বীন পালন করছি।😭

হতাশ হবেন না। প্রচেষ্টা চালিয়ে যান।
06/05/2023

হতাশ হবেন না। প্রচেষ্টা চালিয়ে যান।

30/04/2023

দুনিয়ার সকল প্রাণীর গর্ভ থেকে হবিকল
প্রাণীর জন্ম হলেও মানুষ তার বিপরীত,
কারণ মানুষের গর্ভ থেকে যা হয় থাকে
মনুষত্ব দিয়ে তৈরি করে মান আর হুশ
সম্পন্ন মানুষ করে গড়ে তুলতে হয় এটাই
জানোয়ারের সাথে পার্থক্য।

29/04/2023

ভারতের জন্য সুসংবাদ। আমাদের জন্য না।

ওস্তাদ নোমান আলী খান।
29/04/2023

ওস্তাদ নোমান আলী খান।

29/04/2023

৫ টা জিনিস আল্লাহ কাছে চেয়ে নিবেন ✌️✌️
১/ শারীরিক সুস্থতা 🖤
২/ হালাল রিজিক 🖤
৩/ নিরাপদ বাসস্থান 🖤
৪/ নেক কার স্বামী, স্ত্রী 🖤
৫/ ঈমানের সাথে মৃত্যু 🖤
আল্লাহ কবুল করুক,,, আমীন 🤲

জীবন যেখানে যেমনপ্রয়োজন না হলে ও তাদের থেকে কিছু কিনিবেন__🙏
19/11/2022

জীবন যেখানে যেমন

প্রয়োজন না হলে ও তাদের থেকে কিছু কিনিবেন__🙏

19/11/2022
16/11/2022

বিমানে আপনি নিশ্চিন্তে বসে থাকেন যদিও আপনি পাইলটকে চেনেন না!
রেল গাড়িতে আরামে বসে থাকেন যদিও রেল চালককে আপনি চেনেন না!
বাসে আরামে নিশ্চিন্তে বসে থাকেন যদিও আপনি বাস চালককে চেনেন না!
তাহলে জীবন নিয়ে আপনি এত অনিশ্চিত কেনো?
যখন জানেন "আল্লাহই আপনার জীবনের নিয়ন্ত্রক"!

15/11/2022

‘নিশ্চয়ই যারা পিতৃহীনদের (এতিমদের) সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে, তারা আসলে নিজেদের পেটে আগুন ভক্ষণ করে। আর অচিরেই তারা (জাহান্নামের) জ্বলন্ত আগুনে প্রবেশ করবে।’
(সুরা নিসা : আয়াত ১০)

14/11/2022
13/11/2022
15/07/2022

ঢাবি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পড়লে ঈমান ধরে রাখা অনেক কঠিন। দুনিয়াবি শিক্ষা কখনো বরকত থাকে না। তা জাহান্নামের পথে নিয়ে যায়। চাকরি পেলে এরাই ঘুষ দুর্নীতিতে জড়িত থাকে। চেতনাবাদী হয়ে যায়। একমাত্র মাদ্রাসার শিক্ষার্থীরা হল জাতির শ্রেষ্ঠ সন্তান।

15/07/2022

মেয়েরাই বড় ঘাতক হয় বাসার কাজের
মেয়েদের সবচেয়ে বেশি অত্যাচার
বাসার ম্যাম সাহেবারাই করে!

ম্যাম সাহেবাও মায়ের জাতি
কাজের মেয়েটাও মায়ের জাতি!

(সব মেয়ে/মহিলা মায়ের জাতি হয়না)

15/07/2022

রাসূল সাঃ বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন।
(ইবনে মাজাহ - ১০৯৮)।
💐

14/07/2022

বগুড়ার জলেশ্বরীতলা এলাকার পৌরসভা লেনের একটি বাসার সামনে থেকে একটি নবজাতক মেয়েকে উদ্ধার করেছে পুলিশ। বাচ্চাটির .....

14/07/2022

বিশ্বনবীর চরিত্রের প্রশংসা করে আল্লাহ তাআলা বলেন, " নিশ্চয় আপনি উত্তম চরিত্রের অধিকারী"।
( সূরা-ক্বালা-ম :৪)

13/07/2022

হক ও বাতিল অবশ্যই অবশ্যই একটা অপরটার বিপরীত। সুতরাং, আপনি যখন সত্যকে উপস্থাপন করবেন তখন মিথ্যার অনুসারীরা কষ্ট পাবে এটাই স্বাভাবিক। তারা কষ্ট পায় বলে সত্যকে ধামাচাপা দেওয়া এটা হাস্যকর!

13/07/2022

আমরা মানুষের কাছ থেকে নিরাশ হয়ে তারপর আল্লাহর কাছে যাই।অথচ এটা ভুলে যাই যে প্রথমে আল্লাহর কাছে গেলে মানুষের কাছে যাওয়ার প্রয়োজন পরতো না।

07/07/2022

একজন যুবকের অন্তর একটা মেয়ের প্রতি আকৃষ্ট, এ ব্যপারে হুকুম কি?

মদীনাতুল মুনাওয়ারার একজন বড় আলেম, শায়খ আহমাদ আন-নাজমী রাহি’মাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিলো,

একটি ছেলের অন্তর একটা মুসলিম মেয়ের প্রতি আকৃষ্ট। সেই মেয়েটি তার আত্মীয়া হয় এবং ছেলেটি ভবিষ্যতে তাকে বিয়ে করতে চায়। এ ব্যপারে হুকুম কি?
শায়খ উত্তরে বলেন,

"কোন ব্যক্তির জন্যে, বিশেষ করে একজন তালিবুল ইলম (দ্বীন শিক্ষার্থীর) জন্যে শোভনীয় নয় যে, তার অন্তর কোন একটা মেয়ের প্রতি আকৃষ্ট থাকবে আর সে ঐ মেয়েকে নিয়ে সবসময় চিন্তা করবে।

বরং, সে আল্লাহর কাছে উত্তম রিযক্বের (উপকারী ইলম, পবিত্র সম্পদ, সুস্বাস্থ্য, নেক স্ত্রী ও সন্তান ইত্যাদির) জন্য দুয়া করবে। আল্লাহ তার জন্যে যেই বিয়ে নির্ধারণ করে রেখেছেন, তার মাঝেই কল্যাণের প্রার্থনা করবে। এটাই তার জন্যে উত্তম। কারণ, কোন মেয়ের প্রতি আকর্ষণ অন্তরে ‘ইশক’ (কামনা বাসনায় পূর্ণ প্রেমের আগুন) সৃষ্টি করবে। আর ইশক অনেক বড় বিপদের কারণ।"

একটা মেয়ের সামনে হিরো হওয়ার জন্য নিজের শিক্ষককে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। আমরা তো এটা কখনো কল্পনাও করতে পার...
02/07/2022

একটা মেয়ের সামনে হিরো হওয়ার জন্য নিজের শিক্ষককে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। আমরা তো এটা কখনো কল্পনাও করতে পারতাম না।

আল্লামা সাঈদীর কারাবন্দীত্বের ১২ বছর পূর্ণ হলো আজ .. হে প্রজন্ম !১২ বছর হতে কতোগুলো দিন, ঘন্টা, মিনিট লাগে জানো কি?৪,৩৮০...
29/06/2022

আল্লামা সাঈদীর কারাবন্দীত্বের ১২ বছর পূর্ণ হলো আজ ..

হে প্রজন্ম !
১২ বছর হতে কতোগুলো দিন, ঘন্টা, মিনিট লাগে জানো কি?

৪,৩৮০ দিন মানে কি জানো?
১,০৫,১২০ ঘন্টা মানে কি জানো?
৬,৩০,৭,২০০ মিনিট মানে কি জানো?
১৫,১৩,৭২,৮০০ সেকেন্ড মানে কি জানো?

বলো তো ..
কতো বেদনার পাহাড় ডিঙালে ৪,৩৮০ দিন হয়?
কতোটা রক্ত পিচ্ছিল পথ পেরুলে ১,০৫,১২০ ঘন্টা হয়?
কতোটা চোখের অশ্রু গড়ালে ৬,৩০,৭,২০০ মিনিট হয়?
হৃদয়ে কতোটা রক্তক্ষরণে ১৫,১৩,৭২,৮০০ সেকেন্ড হয়?

ভেবে দেখেছো ...
কতো কষ্ট, কতো সাহস বুকে ধারণ করলে
কতোটা ঈমানের বলে বলীয়ান হলে
একজন 'আল্লামা সাঈদী' হওয়া যায় !?

হিসেব নেয়ার সময় এসে গেছে বন্ধুরা,
আর বেহিসেবি জীবনের স্বপ্ন বুনো না।

এবার জেগে ওঠো ..
দ্বীন কায়েমের শপথ নাও। শপথের জীবনে বলীয়ান হও।

Masood Sayedee - মাসুদ সাঈদী

যার কাছে জীবনটা যেমন, সে জীবনপ্রক্রিয়াকে সেভাবেই দেখে,সে তার মতামতের স্বপক্ষে বহু যুক্তি দাঁড় করিয়ে থাকে,প্রয়োজন হলে...
29/06/2022

যার কাছে জীবনটা যেমন, সে জীবনপ্রক্রিয়াকে সেভাবেই দেখে,সে তার মতামতের স্বপক্ষে বহু যুক্তি দাঁড় করিয়ে থাকে,প্রয়োজন হলে যে কোন কুযুক্তি, উদ্ভট যুক্তি, গোঁজামিলের যুক্তি,অবাস্তব যুক্তিও অবতারনা করতেই থাকে যা লক্ষ্য হলো তাকে তার মতামতকে জিতিয়েই সে বীরত্ব-সাফল্যের আনন্দ উপভোগ করবে।

26/06/2022

২ জনের মৃত্যুর মধ্য দিয়ে পদ্মা সেতুর প্রথম দিনের সকল রেকর্ড ভেংগে দেওয়া হল।

কারো ওপর খুব রাগ করতে ইচ্ছে হলে তাঁর এমন কোন গুণ বা কাজের কথা ভাবুন যা আপনাকে একদিন দারুন উৎফুল্ল আর খুশি করেছিলো।দেখবেন...
25/06/2022

কারো ওপর খুব রাগ করতে ইচ্ছে হলে তাঁর এমন কোন গুণ বা কাজের কথা ভাবুন যা আপনাকে একদিন দারুন উৎফুল্ল আর খুশি করেছিলো।

দেখবেন, তাঁর ব্যাপারে মনে ঝেঁকে বসা সমস্ত ক্রোধ দূর হয়ে যাবে।

বাণীতে প্রিয় মিজানুর রহমান আজহারী।
25/06/2022

বাণীতে প্রিয় মিজানুর রহমান আজহারী।

কাবিননামায় লুকায়িত সূক্ষ্ম শিরক:মোটামুটি সব কাবিননামায় দেনমোহরের মোটা অংকের সাথে যুক্ত করে শেষে এক শত এক টাকা বা এক ট...
19/06/2022

কাবিননামায় লুকায়িত সূক্ষ্ম শিরক:

মোটামুটি সব কাবিননামায় দেনমোহরের মোটা অংকের সাথে যুক্ত করে শেষে এক শত এক টাকা বা এক টাকা উল্লেখ থাকে।

যেমন- মোহর ধার্য করা হয় দশ লক্ষ একশত এক টাকা (১০,০০,১০১) কিংবা সাত লক্ষ একশত এক টাকা (৭,০০,১০১)।

আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় বলতে পারি অধিক দেনমোহরের বিয়েগুলো বেশিরভাগই টিকছে না।

মোটা অংকের দেনমোহর করার কারণ জিজ্ঞেস করলে কনে বা কনের বাবা জানায় যে যদি বিয়েটা ভেঙে যায় এই আশঙ্কা থেকে তারা এত টাকা দেনমোহর করেছিল।

বিয়ের সময় তারা মনে করেছিল যে যদি কখনো সংসারটা ভেঙে যায় তাহলে মেয়েটা এই টাকা পাবে কিংবা ছেলেটা মোটা অংকের দেনমোহরের ভয়ে সংসারটা করবে।

মেয়ের পিতার এই বক্তব্য খুব গভীরভাবে পর্যালোচনা করি আমি। এখানে একটি সাংঘাতিক সন্দেহ ও অবিশ্বাস লুকিয়ে আছে।

তা হলো "যদি"।

ইসলামী শরীয়াহ অনুযায়ী বিয়ে একটি ইবাদত । অপরিচিত একজন ছেলে ও মেয়ের স্বামী-স্ত্রী হিসাবে মেলবন্ধন শুরু হয় মহান আল্লাহর উপর ভরসা করে।

এক্ষেত্রে অনেক পিতা মাতা আল্লাহর উপর ভরসা না করে শুরুতেই মোহরের মোটা অংকের টাকার উপর ভরসা করে।

ফলে বিয়ের শুরুতেই আল্লাহর উপর বিশ্বাস বা ভরসাটা কেটে যায়। মহান আল্লাহ তখন রাগান্বিত হন।

কিভাবে টাকা এই বিয়েকে টিকে রাখে সেটাই দেখতে চান তিনি‌।

ফলে একসময় রহমত ও বরকতবিহীন অবিশ্বাস যুক্ত বিয়েটা ভেঙে যায়।

অনেক কনের বাবাকে দেনমোহরের শেষে এক শত এক টাকা জুড়ে দেওয়ার কারণ জিজ্ঞাসা করি আমি।

সরাসরি সাত লক্ষ (৭,০০,০০০) না লিখে সাত লক্ষ একশ এক টাকা (৭,০০,১০১) লেখার পিছনে তারা এই যুক্তি দেয় যে শেষে শূন্য থাকলে অমঙ্গল হবে।

শূন্যের উপর নাকি বিয়ে টিকে না!

তাই সরাসরি সাত লক্ষ না লিখে সাত লক্ষ একশ এক টাকা করা হয়েছে।

অনেক মৌ- লোভী , নিকাহ রেজিস্টার সহ সমাজের সিংহভাগ মানুষ এটা বিশ্বাস করে। এখানে একটি সূক্ষ্ম শির্ক লুকিয়ে আছে।

সব মঙ্গল অমঙ্গল এর মালিক মহান আল্লাহ। অথচ বিবাহের বর ও কনেপক্ষ বিশ্বাস করে যে মঙ্গল অমঙ্গলের মালিক শূন্য।

তাই তারা দেনমোহরের টাকার অঙ্কে শেষে শূন্য রাখতে চায় না।

ফলে বিয়েতে এই শিরকি প্রথা ও কুসংস্কার থাকার কারণে মহান আল্লাহ রুষ্ট হন।

যার কারনে শিরক যুক্ত বরকতবিহীন অনেক বিয়ে ভেঙে যাচ্ছে।

আজও ভেঙে গেল কয়েকটা।

খুব কম যেমন মাত্র ৫০০/ ১০০০ টাকার নগদ মাহর পরিশোধের বিয়েগুলো টিকে আছে কী সুন্দর ভাবে!

আর মোটা অংকের দেনমোহরের বিয়ে গুলো ভেঙে যাচ্ছে কাচের মতো।

✍️মতিউর রহমান (মুসাফির আব্দুল্লাহ)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ত্রাণ কমিটি গঠন ও ত্রাণ সহায়তা বাবদ  ্ষ_টাকা_বরাদ্দ  সম্প্রতি ভয়াবহ এই বন্যায় Bangla...
18/06/2022

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ত্রাণ কমিটি গঠন ও ত্রাণ সহায়তা বাবদ ্ষ_টাকা_বরাদ্দ

সম্প্রতি ভয়াবহ এই বন্যায় Bangladesh Jamaat-e-Islami এর পক্ষ থেকে বন্যার্ত মানুষদের সাহায্য-সহযোগিতার লক্ষ্যে সংগঠনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুমকে আহবায়ক ও সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে সমন্বয়ক করে ২২ সদস্যের ত্রাণ কমিটি গঠন করা হয়েছে।

তাছাড়া প্রাথমিকভাবে এই কঠিন পরিস্থিতিতে মজলুম সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বন্যার্তদের জন্য ৫০ লক্ষ টাকার ত্রাণ সহায়তা ঘোষণা করা হয়েছে।

মহান আল্লাহ্ আমাদের সকল নেক তৎপরতা কবুল করুন এবং আমাদেরকে এই পরস্থিতি থেকে উদ্ধার করুন। পাশাপাশি দেশবাসীর কাছে দো’য়া এবং আন্তরিক সহযোগিতা কামনা করছি।
©

গভীর রাত। সিলেটে পানি এখনো বাড়ছে। বিদ্যুৎ নাই, মোবাইল বন্ধ,ঘর নাই ,বিছানা নাই, সব ভেসে গিয়েছে, খাবার নাই,বিশুদ্ধ পানি না...
17/06/2022

গভীর রাত। সিলেটে পানি এখনো বাড়ছে। বিদ্যুৎ নাই, মোবাইল বন্ধ,ঘর নাই ,বিছানা নাই, সব ভেসে গিয়েছে, খাবার নাই,বিশুদ্ধ পানি নাই, মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন। ইয়া আল্লাহ, রহম করো।

Address

Narsingdi

Alerts

Be the first to know and let us send you an email when Quraner Pakhi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Quraner Pakhi:

Videos

Share


Other Digital creator in Narsingdi

Show All