No Limit

No Limit ব্যাতিক্রম কিছু 😉

লোহায় লোহায় ধংঘর্ষ..
19/01/2025

লোহায় লোহায় ধংঘর্ষ..

ঊমি উর্মিলা!  নিয়মিত টিকটকার।লক্ষ লক্ষ পেরিয়ে তার ফলোয়ার, ভিওয়ার্স।প্রতিদিন অগনিত কন্টেন্ড ভিডিও। ভিডিও মেকআপ করার জন্য ...
18/01/2025

ঊমি উর্মিলা!
নিয়মিত টিকটকার।
লক্ষ লক্ষ পেরিয়ে তার ফলোয়ার, ভিওয়ার্স।
প্রতিদিন অগনিত কন্টেন্ড ভিডিও। ভিডিও মেকআপ করার জন্য দু তিনদিন পর পর নতুন ড্রেস কিনতে হয় তার। টিকটক আইডিতে শত শত নাচের ভিডিও । কিনে এনেছেন দামি দামি রিং লাইট।

গত সোমবার রাত ১২ টা।
ঊমি নিজ রুমে ভিডিও বানাচ্ছে।
সকাল হলে আপলোড করবে নিজ টিকটক আইডিতে। ভিডিওর কাজ শেষ করে ঊমি নিজ বেডে শুয়ে পড়ে। এবং দেখা শুরু করে অন্যান্য টিকটকারদের ভিডিও... এক সময় ঘুমের অতল গহব্বরে ডুবে যায়।

সকাল ৮ টা বাজে।
ঊমির মা ঊমিকে ডাকতে যায় নাস্তা করার জন্য।
উমি অচেতন হয়ে ঘুমিয়ে আছে।পাশে পড়ে আছে মোবাইল। হাতে নিতেই দেখা যায় রাতে টিকটক ডান্স দেখতে দেখতেই সে ঘুমিয়ে পড়েছে। কেননা মোবাইলটি টিকটক এপ্সেই ঢুকা ছিল

অনেকক্ষন ডাকাডাকি করার পরেও সাড়া মিলছেনা ঊমির। চিল্লাচিল্লি শুরু করলে দেখা যায় ঊমি রাতে ঘুমের মধ্যেই মারা গিয়েছে। সারা শরির শক্ত কাঠ হয়ে আছে। উমির হাতটি মোবাইল ধরা অবস্হায় ছিল। তাই হাতটি যেমন ছিল তেমনই শক্ত হয়ে গিয়েছে হাতটি সোজা করা যাচ্ছিলনা। সারা শরির শক্ত হয়ে পড়েছে। ঘুমের মধ্যে বা টিকটক দেখা অবস্হাতেই তার মৃত্যু হয়

ঊমি নেই রয়ে গিয়েছে তার শত শত অর্ধনগ্ন ভিডিও।
ঊমি আজ" কবরে" যারা ঊমির নাচ ডান্সের ভিডিওগুলি দেখছে তারা জানানেইনা যে যার ডান্সের ভিডিও দেখছি সে একজন মৃত।

আফসোস- মানুষ তার মৃত্যুর পরেও পাপ জারি রেখে যায়। যদিও ভিডিওগুলি ডিলেট করে দেয়া হয় তবু কিয়ামত পর্যন্ত এই গোনাহ তার কবরে জারি থাকবে কেননা সে তো নিজে আর ভিডিওগুলি ডিলেট করে তাওবা করে যায়নি।

এভাবে অগনিত ঊমিরা " কবরে চলে যায়।
থেকে যায় তাদের জারিকৃত পাপ গুলি.......

আল-কায়দার সাথে যোগাযোগ থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয় তিন সন্তান আহমদ, সুলাইমান ও মারিয়মকে সহ। আফগানিস্তানে বন্দি...
15/01/2025

আল-কায়দার সাথে যোগাযোগ থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয় তিন সন্তান আহমদ, সুলাইমান ও মারিয়মকে সহ। আফগানিস্তানে বন্দি রাখা কালে তার ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করা হয়। তাকে মানসিক, যৌন ও শারীরিকভাবে নির্যাতন করা হত এবং তাকে দিনের মধ্য কয়েকবার করে ধর্ষন করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। বাগরাম কারাগার থেকে মুক্তি প্রাপ্ত বন্দিরা অভিযোগ করেছে “নির্যাতনের সময়ে আফিয়ার আর্ত-চিৎকার অন্য বন্দির পক্ষে সহ্য করাও কঠিন ছিলো।” ওই নারীর ওপর নির্যাতন বন্ধ করার জন্য অন্য বন্দীরা অনশন পর্যন্ত করেছিলো।

২০০৮ সালে তাকে স্থানান্তর করা হয় নিউইয়র্কের এক গোপন কারাগারে। বর্তমানে তিনি পুরুষদের সাথে ওই কারাগারে বন্দি। কারাবন্দি নম্বর ৬৫০। চলমান নির্যাতন সহ্য করতে না পেরে তিনি মানসিক ভারসাম্য হরিয়ে ফেলেন। পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ দলের চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার ইমরান খান দাবি করে বলেন “তার দু সন্তান ইতোমধ্যেই মার্কিন নিয়ন্ত্রিত আফগান কারাগারে মারা গেছে।” তিনি আরো বলেন, “পাকিস্তানের কর্তৃপক্ষের মধ্যে যারা ড. আফিয়া সিদ্দিকাকে যুক্তরাষ্ট্র সরকারের হাতে তুলে দিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের সম্মুখীন করতে হবে।”[৬]

৩৮ বছর বয়সী এই বিজ্ঞানীকে ৮৬ বছর কারাদন্ড দেওয়া হয়, আদালতে মার্কিন গোয়েন্দা ও সামরিক কর্মকর্তাকে হত্যার চেষ্টার অভিযোগে। অভিযোগ আছে যে তাকে ২০০৮ সালে আফগানিস্তানে অজানা রাসায়নিক পদার্থ ও হামলার পরিকল্পনার নোট সহ গ্রেফতার করা হয় এবং তার বিরুদ্ধে ৭টা মামলা দায়ের করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদের নামে ব্যাপক নির্যাতন করা হয়। সরকার পক্ষের আইনজীবী বলেন যে গ্রেফতারের সময় তার কাছে গুরুত্বপূর্ণ স্থানের মানচিত্রর পাওয়া যায়। [১২]

ড. আফিয়াকে ৮৬ বছর কারাদন্ডের রায় ঘোষণা করার পর পাকিস্তানের রাস্তায় বিক্ষোভ হয়। অনেকেই মনে করেন তিন সন্তানের জননী হার্ভার্ড পিএইচডিধারী আফিয়া যুক্তরাষ্ট্রের সন্তাসবিরোধী যুদ্ধের আর একটি নির্দোষ শিকার। বিক্ষোভকারীরা অভিযোগ করে, “বিশ্ব জুড়ে সব জায়গায়তেই অভিযুক্তরা “বেনেফিট অব ডাউট” বা সন্দেহাতীতভাবে দোষী প্রমাণিত হওয়ার আগে পর্যন্ত নির্দোষ বলে বিবেচিত হয়। ফলে সকল সুবিধা পায়। কিন্তু ড. আফিয়া তা পাননি বরং নির্যাতনের শিকার হন।”

তার ওপর অমানবিক নির্যাতনের বিষয়টি আলোচিত হয় কারাগার থেকে তার বহুল আলোচিত চিঠিটি লেখার পর। চিঠিটিতে আফিয়া দাবি করেন তার ওপর শারীরিক, পাশবিক নির্যাতনের পাশাপাশি একের পর এক ধর্ষন করা হয়। তার একটি কিডনিও বের করে ফেলা হয়েছিলো ফলে তিনি হাঁটতে পারতেন না। তিনি আরো দাবি করেন যে তাকে গুলি করা হয় এবং তার বুকে গুলি আঘাত ছিলো 💔

08/01/2025

দুই আপা ছাড়া স্বাধীন বাংলাদেশের প্রথম রাত। 🥲🥲

06/01/2025

ফিলিস্তিনের এই অসহায় শিশুটির জায়গায় যদি আমার আপনার কলিজার টুকরা সন্তান হতো কি করতেন?
সবাই নামাজে নিজের জন্য নয় অসহায় নির্যাতিত গাজাবাসীর জন্য দোয়া করতে ভুলবেন নাহ 😭
হে খোদা আপনি তাদের গায়েবী ভাবে রক্ষা করুন 😭

05/01/2025

৩ লক্ষকে ইংরেজিতে সাক্ষাতকারে ভুলে 3 Million বইলা ফেলার যেই ব্যাপারটা 😴😒

মুজিব কাহা কট 🤣

03/01/2025

এই বাচ্চাটার জায়গায় নিজের সন্তান ও ভাই-বোন'কে রেখে চিন্তা করুন! 💔
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদের ক্ষমা করুন, আমীন।



21/12/2024

তোমাকে পেয়ে গেলে এমন একটা সেলিব্রেশন আমিও করব 🤘
Mention your World Trophy 😘
World Love Champion ✌

Call now to connect with business.

17/12/2024

→ নির্নিমেষ তাকিয়ে আকাশে রোদ্দুর হয়ে হাত বাড়ায়
→ তুমি নীল আসমানে ভেসে বেড়ানো সুব্র সাদা মেঘ

→ তুমি এক টুকরো আবেগ আজকের এই দিন এমনই এক অনুভূতি
→ যার জন্য আমি অপেক্ষা করেছি পুরোটা জীবন !!

→ ১৮ই ডিসেম্বর হ্যাপি ওয়াল্ড চ্যাম্পিয়ন্স ডে 😊🖤

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।Happy Victory Day to Bangladesh🇧🇩No Limit
15/12/2024

সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

Happy Victory Day to Bangladesh🇧🇩

No Limit

জীবনটা হাতে বানানো বিমান পর্যন্তই সুন্দর ছিলো জীবন তো নষ্ট করছি মাথার উপর দিয়ে চলা বিমানে উঠে! 😅
13/12/2024

জীবনটা হাতে বানানো বিমান পর্যন্তই সুন্দর ছিলো জীবন তো নষ্ট করছি মাথার উপর দিয়ে চলা বিমানে উঠে! 😅

28/11/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

28/11/2024

জীবনে তো অনেক নাগিন ডান্স দেখেছেন 😁
এই প্রথম দেখুন অজগর ডান্স 🤣

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Parvej Emon
27/11/2024

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Parvej Emon

Address

Bhairab Town

Alerts

Be the first to know and let us send you an email when No Limit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share