RH HASAN

RH HASAN Assalamualikum !
*সৌন্দর্য সময়ের সাথে ফুরন্ত
উত্তম চরিত্র অফুরন্ত।।
(7)

10/04/2024

ঈদ মুবারাক🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

02/04/2024

রাসূল ﷺ ইরশাদ করেন— যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সাওয়াবের আশায় রাত জেগে ইবাদত করে, তার পিছনের সমস্ত গোনাহ ক্ষমা করা হবে। [সহীহ বুখারী : ১৯০১]

 #ঝড়ে_পড়া_ফুল #করে_ফেলা_ভুল_পূর্ববর্তী অবস্থায় আসে না।
21/02/2024

#ঝড়ে_পড়া_ফুল
#করে_ফেলা_ভুল_
পূর্ববর্তী অবস্থায় আসে না।

রোজ রাতেই আমি টের পাই আমার বড় মেয়ে রাতে পুনুর পুনুর করে ফোনে কথা বলে।আমি ওর রুমে গেলেই একেবারে চুপ হয়ে ঘুমের ভান ধরে ব্য...
13/02/2024

রোজ রাতেই আমি টের পাই আমার বড় মেয়ে রাতে পুনুর পুনুর করে ফোনে কথা বলে।আমি ওর রুমে গেলেই একেবারে চুপ হয়ে ঘুমের ভান ধরে ব্যাঙ্গের মতন পরে থাকে। আমি ওর মা আমিও এমন করে ওর বাপের সাথে প্রেম করতাম।তখন ফোন ছিলনা,রাতে চিঠি আদান প্রদান করতাম।আব্বারে দেখলে আমিও ব্যাং মরার মতন পরে থাকতাম।

ভাবলাম আমার কিছু একটা করতে হবে।আমার আব্বা কলেজ যাওয়া অফ করে দিছিল তাই আমি পালিয়ে এসেছিলাম।কিন্তু আমি ডিজিটাল মা,আমার এসব করা চলবেনা।

টেকনিক করে, মেয়ে যখন ওয়াশ রুমে গেল আর ওর ফোনখানা নিয়ে দেখি রিসিভ কল ভর্তি হয়ে আছে একটি নম্বর।আর তা জান নামে সেভ করা।সুন্দরভাবে ওই নম্বর টুকে নিলাম।

ব্যাস!রান্না ঘরে গিয়ে ওই নম্বরে মেসেজ দিলাম,জান আমি লিমু,এটা আমার নিউ নম্বর।আগের নম্বরে ভুলেও কল দিবানা।ওটা মায়ের কাছে।ওই নম্বর ব্লাক লিস্ট এ দেও।এখন থেকে মেসেজিং করবো। মা টের পেয়েছে সব।তাই কিছুদিন কথা বলা যাবেনা।

ওপাশ থেকে টুং করে ফিরতি মেসেজ,আচ্ছা জান।কি করছো সোনা?

মনে মনে ভাবি,তরে একবার হাতের নাগালে পাই সোনা পুড়ে তামা বানামু।

আমি মেসেজ দিলাম,কিছুনা জান।মন খারাপ।

এভাবেই আমাদের মেসেজিং চলতেই রইল,চলতেই রইল,৫দিনের মাথায় আমি ভোর রাতেও বারান্দায় গিয়ে মেসেজিং করি।আমার বর মহাশয় ইদানীং আমার দিকে কেমন সন্দেহর দৃষ্টিতে তাকায়।তাতে কিছুই আসে যায়না। আমার মেয়ের লাইফ আগে।আমি অনেকদিন মেসেজিং করলে আমার মেয়ে ওদিক থেকে ওই ছেলেকে ভুলে যাবে।

ইদানীং আমার মেয়েকেও মন মরা দেখি।নম্বর ব্লক লিস্ট এ দিয়েছে কিনা।

যাক, অবশেষে আমি ভাবলাম আমি সেই ছেলের সাথে দেখা করি।ওকে গিয়ে হুমকি ধামকি দিয়ে আসবো।তাহলেই সাকসেস।

সাজুগুজু করছি,মন বেশ ফুরফুরা লাগছে আজ সেই বেয়াদপ কে চরম ধোলাই দিব।

আমার বর মশাই পেপার পড়া বাদ দিয়ে আমায় আড়চোখে দেখছে আর জিজ্ঞেস করছে কি!কই যাও?

ওকে বললে ও বেপার টা নিয়ে হাইপার হবে।তাই বললাম বাজারে কিছু কেনার আছে

-এই বিকেলবেলা?

তো?মধু নাই বাসায়।তুমি তো জানো সকালে খালি পেটে আমি মধু খাই।ডায়েটে আছি তো।

বাসা থেকে নেমে পার্ক এ গিয়ে দাড়িয়ে আছি।
অল্প বয়সী কাউকেই দেখছিনা।কিন্তু আমার বরের চেয়েও বয়স্ক লোক আমার পাশে ঘুরঘুর করছে।

ফোনটা হাতে নিয়ে আবার মেসেজ দিলাম কই তুমি?

ওপাশ থেকে মেসেজ না দিয়েই কল দিল।আমি রিসিভ করে চুপ করে আছি।কি অদ্ভুত আমার পাশে দাড়ানো লোকটির কানেও ফোন আর আমার দিকে শকুনের মতন তাকিয়ে আছে।আমি কেটে দিয়ে আবার কল দিলাম,আমি আরো শিহরিত হলাম,ফোন বাজছে ওই লোকের হাতের টা ই।

রেগে গিয়ে বললাম,আপনি ই সেই মানুষ! ছিঃ মেয়ের বয়সী একজন এর সাথে প্রেম করতে লজ্জা লাগেনা।আবার তারে জান,সোনা ডাকেন!

লোকটি তীব্র দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলে,বেত্তমিস মহিলা,তিন কাল গিয়ে এক কালে ঠেকছে আর এখন বাচ্চার বয়সী ছেলেকে বিরক্ত করেন!

ঝগড়ার এক পর্যায় জানতে পারলাম,আমার মেয়ে এই লোকের ছেলের সাথে প্রেম করে।তিনি তার ছেলের ফোন নিয়ে গেছিল।আর আমি এতদিন তার ছেলে ভেবে তার সাথেই প্রেমালাপ করেছিলাম।

দুজন ই এক পর্যায় হাসতে হাসতে মরার উপক্রম হয়েছে।দুই ব্যর্থ গোয়েন্দাই এক পর্যায় কফি শপ এ বসলাম।নিজের কর্মকান্ডর জন্য স্যরিও বললাম।তিনিও বললেন।ভাবলাম বেয়াই হিসেবে ছেলের বাবা মন্দ না।হেসে হেসে বললাম ছেলের ফোনটা বাসায় গিয়ে ছেলেকে দিয়ে দিয়েন,আমার মেয়ে খুব ই মন মরা হয়ে আছে।

সে উঠে বললো,হুম আগে মেসেজিং গুলি মুছে নেই।এমন প্রেমালাপ দেখলে মামলা খেয়ে যাব হা হা হা।

আমি হেসে কুটিকুটি হয়ে কফির মগে চুমুর দিব তখন ই দেখছি আমার দিকে রাক্ষসের মতন তাকিয়ে আছে লিমুর বাবা।
এ কি তুমি এখানে?

-বাহ!আরজু বাহ!না আসলে তো এমন রঙ্গ দেখতেই পেতাম না

এই কি বলো?ভুল ভাবছো তুমি আমায়।

-ভুল!ছিঃ এত নিচ তুমি?এখন তো আমি তিতা হয়ে গেছি?আর এই বেটা মধু?তাই তো ভ্রমর মধু খেতে এসেছে।খাও মধু।
এই বলে লিমুর বাবা চলে গেল।

আমি পিছন পিছন ছুটছি।বেয়াই মশাই উঠে বললো,ঘাবড়াবেন না সোনা থুক্কা আপা।আমি আছি অলয়েজ পাশে।

রেগে বললাম,চুপ কর টাকলা ব্যাটা।মেয়ের প্রেম ভাংতে গিয়া আমার সংসার ই ভাঙার উপক্রম হইছে।

ও লিমুর আব্বা...খারাও..তুমি ভুল ভাবতেছো,দুনিয়ার সব মধুই ভেজাল,তুমি ই আসল।

ও লিমুর আব্বা খারাও কইলাম.....

টিট_ফর_ট্যাত 🙊
লিখাঃ Himu

 #বাবরী_মসজিদরেখে দিলাম
25/01/2024

#বাবরী_মসজিদ
রেখে দিলাম

 #তুমি_কি_জানো? #বাতাসের_গতি_না_জানলেও_উপভোগ_করা_যায়_বসন্ত, ফুল ফোটা।
21/01/2024

#তুমি_কি_জানো?
#বাতাসের_গতি_না_জানলেও_উপভোগ_করা_যায়_বসন্ত, ফুল ফোটা।

 #পৃথিবীর_শ্রেষ্ঠ_চাঁদর_মায়ের_কোল।
02/01/2024

#পৃথিবীর_শ্রেষ্ঠ_চাঁদর_মায়ের_কোল।

I've just reached 500 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🤗...
29/12/2023

I've just reached 500 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🤗🎉💗🌹

Everyone looks at the top and comments. No one knows what to look for inside.
18/12/2023

Everyone looks at the top
and comments.
No one knows what to look for inside.

 #সবাই_মাড়িয়ে_যাচ্ছে_যাক,মাথা উঁচু রাখো ঘাস,একদিন তোমার কাছে নেমে আসবে আকাশ। #কবি_ইমতিয়াজ_আহমেদ
12/12/2023

#সবাই_মাড়িয়ে_যাচ্ছে_যাক,
মাথা উঁচু রাখো ঘাস,
একদিন তোমার কাছে নেমে আসবে আকাশ।
#কবি_ইমতিয়াজ_আহমেদ

 #আমি_তোমাকে_চাই। #কিন্তু_চাওয়া_মানে_এই_নয় #তোমাকে_ছাড়া_আমি_বাঁচতে_পারবো_না।
06/12/2023

#আমি_তোমাকে_চাই।
#কিন্তু_চাওয়া_মানে_এই_নয়
#তোমাকে_ছাড়া_আমি_বাঁচতে_পারবো_না।

 #ভালো_লাগলো_দেখে #তোমার_কাছ_থেকে_যা_ই_আসে #ফুল_হোক_বা_কাঁটা......🌼🥀❌হোক তা প্রাণ‌–আত্মা; কিংবা প্রাণহরণ.......আমি তোমার...
27/11/2023

#ভালো_লাগলো_দেখে
#তোমার_কাছ_থেকে_যা_ই_আসে
#ফুল_হোক_বা_কাঁটা......🌼🥀❌
হোক তা প্রাণ‌–আত্মা; কিংবা প্রাণহরণ.......
আমি তোমার সব কিছুতেই পরম আনন্দিত!💞
(ইউনুস এমরে)

জীবন সুন্দর!
16/11/2023

জীবন সুন্দর!

20/10/2023

"ঘুমিয়ে
-পড়লে কোনো ব্যাথা থাকে না।
হোক সেটা শরীরের কিংবা মনের।
নিজের শরীর কে প্রয়োজনের বেশি সাজিও না।
কারণ মাটির সাথে মিশে যাবে।
সাজাতে হলে রুহোকে সাজাও
কারণ রুহোকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে।"
(ইবনুল আরাবি)

28/09/2023

সত্য কে সত্য হিসেবে জানা সচেতনতা। সত্য কে মিথ্যার সাথে না গুলানো আল্লাহর আদেশ।

26/09/2023

সত্য কথা বলতে মানা।
তামিম ইকবাল খান ‌ কে
🏏 এইভাবে বিশ্বকাপ দল থেকে বাদ দিতে
বাধ্য করবেন আশা করি নাই।
অন্ধের দেশে আয়না দিয়ে কি করবে?

জীবন চলার পথেবহুবার নিজেকে হাজারো টুকরো টুকরো পাথরে পরিণত হয়েছি। ইনশা-আল্লাহ কখনো এক হওয়ার আশা ছাড়েননি।
20/08/2023

জীবন চলার পথে
বহুবার নিজেকে হাজারো টুকরো টুকরো পাথরে পরিণত হয়েছি। ইনশা-আল্লাহ কখনো এক হওয়ার আশা ছাড়েননি।

এই ভাবে তুমি আমি হবো এক।মাঝখানে থাকবেনা কোনো গ্যাপ। #মধ্যবিত্তের এসি সার্ভিস কার।
26/07/2023

এই ভাবে তুমি আমি হবো এক।
মাঝখানে থাকবেনা কোনো গ্যাপ।
#মধ্যবিত্তের এসি সার্ভিস কার।

 #জাতীয়_ফল_কাঠাল____
26/05/2023

#জাতীয়_ফল_কাঠাল____

মাশা-আল্লাহ দেশীয় খেজুর।
01/05/2023

মাশা-আল্লাহ দেশীয় খেজুর।

 #সকল ভাষা শহীদদের  শ্রদ্ধার সাথে স্মরণ করছি    #ইতিহাসভঙ্গ সমাজে বাংলা ভাষার অবস্থান নিয়ে বাঙালির আত্ম-অম্বেষায় যে ভা...
21/02/2023

#সকল ভাষা শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি
#ইতিহাস
ভঙ্গ সমাজে বাংলা ভাষার অবস্থান নিয়ে বাঙালির আত্ম-অম্বেষায় যে ভাষাচেতনার উন্মেষ ঘটে, তারই সূত্র ধরে বিভাগোত্তর পূর্ববঙ্গের রাজধানী ঢাকায় ১৯৪৭ সালের নভেম্বর-ডিসেম্বরে ভাষা-বিক্ষোভ শুরু হয়। ১৯৪৮ সালের মার্চে এ নিয়ে সীমিত পর্যায়ে আন্দোলন হয় এবং ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি তার চরম প্রকাশ ঘটায়।

ঐদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ১৪৪ ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে এলে পুলিশ তাদের ওপর গুলি চালায়। এতে আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালামসহ কয়েকজন ছাত্রযুবা হতাহত হন। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ ঢাকাবাসী ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলে সমবেত হয়। নানা নির্যাতন সত্ত্বেও ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষেরা প্রতিবাদ জানাতে পরের দিন ২২ ফেব্রুয়ারি পুনরায় রাজপথে নেমে আসে। তারা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে শহীদদের জন্য অনুষ্ঠিত গায়েবি জানাজায় অংশগ্রহণ করে। ভাষাশহীদদের স্মৃতিকে অমর করে রাখার জন্য ২৩ ফেব্রুয়ারি এক রাতের মধ্যে মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে গড়ে ওঠে একটি স্মৃতিস্তম্ভ, যা সরকার ২৬ ফেব্রুয়ারি গুঁড়িয়ে দেয়। একুশে ফেব্রুয়ারির এই ঘটনার মধ্য দিয়ে ভাষা আন্দোলন আরও বেগবান হয়। ১৯৫৪ সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করলে ৭ মে অনুষ্ঠিত গণপরিষদের অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিয়ে সংবিধানে পরিবর্তন আনা হয় ১৯৫৬ সালের ২৯ ফেব্রুয়ারি।

১৯৮৭ সালের ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদে 'বাংলা ভাষা প্রচলন বিল' পাশ হয়। যা কার্যকর হয় ৮ মার্চ ১৯৮৭ সাল থেকে।

09/02/2023

#উনি কথা বলতে পারে না। তারপর ও মনের মধ্যে কোনো ক্ষোভ বা দুঃখ কষ্ট নেই। আমাদের আল্লাহ সবকিছু দিয়েছেন তারপরও কেন হতাশ হই। উনাদের থেকে শিখতে পারি।

25/01/2023

আমাকে এগিয়ে দিবেন, আমার ভয় করে।
আচ্ছা চল... । ফিরে গিয়েছিলাম কিছু সময়ের জন্য আনন্দময় অতীতে।

23/01/2023

হে আমার রব!
তুমি আমার আশ্রয় স্থল।

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
20/01/2023

Celebrating my 1st year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

17/01/2023

এই বছর জানুয়ারি মাস শেষ হয়ে যাচ্ছে
তারপরও বাচ্চাদের নতুন বই দিতে পারছে না।
জাতি ধ্বংসের দ্বারপ্রান্তে।
আমারা কিসের রাজনীতি করি।

Address

Narsingdi, Dhaka
Narsingdi
1620

Opening Hours

Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801754317634

Website

Alerts

Be the first to know and let us send you an email when RH HASAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Narsingdi

Show All