Exposed Bangladesh

Exposed Bangladesh Think Positive, Be Positive, Do Positive. It is a beautiful country of South Asia with natural beauty. The area of​Bangladesh is 147,570 square kilometers.

আমার দেশের নাম বাংলাদেশ।এটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দক্ষিণ এশিয়ার একটি সুন্দর দেশ।এর দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে ভারত ও মায়ানমার এবং পশ্চিমে ভারত। বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ এবং অসংখ্য মা-বোনের ইজ্জতের বিনিময়ে ১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। বাংলাদেশ মূলত একটি উন্নয

়নশীল দেশ। দক্ষিণ এশিয়ায় বসবাসের জন্য এটি অন্যতম সেরা জায়গা। দেশটি আয়তনে ছোট হলেও এর জনসংখ্যা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। ছোট এই দেশটির জনসংখ্যা প্রায় ১৮ কোটি। প্রকৃতপক্ষে, বাংলাদেশ একটি নদীমাতৃক ও কৃষিপ্রধান দেশ।এখানকার অধিকাংশ মানুষই কৃষক। তারা খুব সহজ এবং সরল জীবন যাপন করে। যাইহোক, বাংলাদেশ একটি সুন্দর দেশ। বাংলাদেশের মত এমন সুন্দর দেশ পৃথিবীর আর কোথাও নেই। এখানে অনেক ঐতিহাসিক স্থান রয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকত এবং পটুয়াখালীর কুয়াকাটা তার মধ্যে দুটি। সুন্দরবন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনগুলির মধ্যে একটি, দেশের দক্ষিণে অবস্থিত এবং রয়েল বেঙ্গল টাইগারের আবাসস্থল। সর্বোপরি, বাংলাদেশের মতো সুন্দর দেশে জন্মে আমি কৃতজ্ঞ।
The name of my country is Bangladesh. It is bounded by the Bay of Bengal to the south, India and Myanmar to the east and India to the west. In 1971, Bangladesh gained independence from Pakistan in return for the lives of 3 million martyrs and numerous mothers' and sisters' r**e through nine months of bloody battle. The Independence Day of Bangladesh is the 26th March. Bangladesh is basically a developing country. It is one of the best places to live in South Asia. Although the country is small in area, its population is much higher than other countries. The population of this small country is about 18 crores. Actually, Bangladesh is a riverine and agricultural country. Most of the people here are farmers. They lead a very easy and simple life. However, Bangladesh is a land of beauty. There is no other country in the world as beautiful as Bangladesh. There are many historical places here. Cox's Bazar Sea Beach and Patuakhali's Kuakata are two of them. The Sundarbans, one of the largest mangrove forests in the world, is located in the south of the country and is home to the Royal Bengal Tiger. Above all, I am grateful to be born in a beautiful country like Bangladesh

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। #শুভনববর্ষ১৪৩০
13/04/2023

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
#শুভনববর্ষ১৪৩০

বাংলার প্রত্যন্ত গ্রামের ধানক্ষেতর আহা কি অপরূপ সৌন্দর্য। The paddy fields of the remote villages of Bengal are amazingl...
01/04/2023

বাংলার প্রত্যন্ত গ্রামের ধানক্ষেতর আহা কি অপরূপ সৌন্দর্য।
The paddy fields of the remote villages of Bengal are amazingly beautiful.
#বাংলা
#বাংলাদেশ

বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬শে মার্চ পালিত বাংলাদেশের জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে (কাল রাত) তৎকালীন পূর্ব পাকি...
26/03/2023

বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬শে মার্চ পালিত বাংলাদেশের জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে (কাল রাত) তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতার সংগ্রাম শুরু করে। ২৫ মার্চ রাতে গ্রেফতার হওয়ার পূর্বে তৎকালীন পূর্ব পাকিস্তানের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে এক তার বার্তায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ২৬ মার্চ শেখ মুজিবুর রহমানের পক্ষে এম এ হান্নান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের আপামর জনসাধারণের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণের ঘোষণা পত্র পাঠ করেন। পরে ২৭ মার্চ জিয়াউর রহমান একই কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা পাঠ করেন।

১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দিনটিকে বাংলাদেশে জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে এ দিনটিতে ছুটি ঘোষণা করা হয়।বাংলাদেশের স্বাধীনতা দিবস বেশ বর্ণাঢ্য ভাবে উদ্‌যাপন করা হয়। জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উদ্‌যাপন শুরু হয়। ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং ব্যক্তিমালিকানাধীন ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল থেকে রাত পর্যন্ত শহরের প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকা ও বিভিন্ন রঙের পতাকা দিয়ে সজ্জিত করা হয়। জাতীয় স্টেডিয়ামে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ, ডিসপ্লে ও শরীরচর্চা প্রদর্শন করা হয়।

Bangladesh Independence Day is celebrated on 26th March as the national day of Bangladesh. On the night of March 25, 1971 (Kal Raat), the people of the then East Pakistan officially started their struggle for independence. Bangabandhu Sheikh Mujibur Rahman, the then undisputed leader of East Pakistan, formally announced the independence of Bangladesh in a message before his arrest on the night of March 25. On March 26, on behalf of Sheikh Mujibur Rahman, MA Hannan formally read out the declaration of participation in the war of independence from Kalurghat Betar Kendra in Chittagong to the vast masses of Bangladesh. Later on March 27, Ziaur Rahman read the declaration of independence from the same center.

in a notification issued on 22 January 1972, this day was celebrated as a national day in Bangladesh and officially declared a holiday on this day. The Independence Day of Bangladesh is celebrated in a very colorful manner. The celebrations started with the laying of wreaths at the National Memorial. The day was ushered in with 31 rounds of gunfire. At sunrise, the national flag is hoisted on government, semi-government, autonomous and privately owned buildings. On the occasion of the day, from morning till night, the main main roads and road islands of the city are decorated with national flags and flags of different colors. At the national stadium, the students of the educational institutions have rallies, parades, displays and physical exercises.

 #জাতীয় প্রতীকচিহ্নের বিবরণ : পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা এবং এর উভয় পার্শ্বে একটি করে ধানের শীষ, চূড়ায় পাটগাছের ...
22/03/2023

#জাতীয় প্রতীকচিহ্নের বিবরণ :
পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা এবং এর উভয় পার্শ্বে একটি করে ধানের শীষ, চূড়ায় পাটগাছের পরস্পরযুক্ত তিনটি পাতা এবং পাতার উভয় পার্শ্বে দুটি করে তারকা.

#প্রধান প্রতীক
আমার সোনার বাংলা (জাতীয় সংগীত)
নতুনের গান (জাতীয় কুচকাওয়াজ)
জাতীয় প্রতীকসরকারী সীললাল-সবুজ (জাতীয় পতাকা)
পাকিস্তানের আত্মসমর্পণের দলিল (জাতীয় দলিল)
বাংলা (জাতীয় ভাষা)

#স্মৃতিসৌধ এবং স্মারক
শহীদ মিনার (১৯৫২, শহীদ স্মৃতিস্তম্ভ)
জাতীয় স্মৃতিসৌধ (১৯৭১, জাতীয় স্মৃতিস্তম্ভ)
শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ (১৯৭১, বুদ্ধিজীবী স্মৃতি সৌধ)
স্বাধীনতা স্তম্ভ (১৯৭১, স্বাধীনতা স্মৃতিস্তম্ভ)

#জাতীয় ব্যক্তিত্ব
শেখ মুজিবুর রহমান (জাতির জনক)
কাজী নজরুল ইসলাম (জাতীয় কবি)
এম এ জি ওসমানী (জাতীয় নায়ক)

#উদ্ভিদ ও প্রাণিজগৎ
আম গাছ (জাতীয় বৃক্ষ)
দোয়েল (জাতীয় পাখি)
সাদা শাপলা (জাতীয় ফুল)
রয়েল বেঙ্গল টাইগার (জাতীয় প্রাণী)
কাঁঠাল (জাতীয় ফল)
ইলিশ (জাতীয় মাছ)

#পোশাক
শাড়ি (মহিলা)
লুঙ্গি (পুরুষ)

#অন্যান্য প্রতীক
কাবাডি (জাতীয় খেলা)
বাংলা বর্ষপঞ্জি (জাতীয় পঞ্জিকা)
বঙ্গমাতা (জাতীয় ব্যক্তিত্ব)

Address

Sah Ali Plaza. Mirpur/10
Mirpur
1216

Alerts

Be the first to know and let us send you an email when Exposed Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Exposed Bangladesh:

Share

Nearby media companies