04/11/2024
আমি মোটেও ছবির মতো ক্লিন স্কিনের অধিকারী না। ছবিতে যেমন সুন্দর আসলে আমি তেমন সুন্দর ও নাহ্- ছবিতে দেখা যায় পরিপূর্ণ একটা সাদা রঙের মানুষ আমি মোটেও তেমন নাহ্। বাস্তবে দেখতে পুরোপুরি ভিন্ন। আসলে ছবি পরিপূর্ণ সুন্দর দেখাতেই মুঠো ফোন একটু বেশি পছন্দ করে.!
সত্যিকারে আমার চোখের নিচে ভরা কালো দাগ, কপালে কাটা ছেড়ার দাঁগ
মাথা ভর্তি এলোমেলো চুল - ব্যাস এইসব সবকিছু নিয়েই আমি"
আসলে সোশ্যাল মিডিয়া তো একটা ফেক সোসাইটি , এখানে বাস্তবতার সাথে মিল নেই, হোক সেটা আমার বা অন্য কারো
তাই যখনি ভালোবাসবেন তখনি আমার সত্যিকারে চেহারার মায়ায় পড়েই ভালোবাসবেন ছবির প্রেমে না পড়ে ব্যাক্তিত্বকেই ভালোবাসেন।